পুলিশ বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। তারা বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করে। বাংলাদেশ পুলিশ কিছু অভিজ্ঞ ব্যক্তিকে নেবে। এই পোস্টে আমরা জানতে পারব যে বাংলাদেশ পুলিশ জব সার্কুলার ২০২১ (বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১) (www.police.gov.bd) তারা বিভিন্ন ধরনের পদের জন্য বাংলাদেশ পুলিশ চাকরির বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে। এখানে Bangladesh Police govt. Job Circular 2021 আছে। বাংলাদেশ পুলিশের চাকরির বিজ্ঞপ্তি 2021 শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকদেরজন্য। এখানে অনেক পদ রয়েছে যেমনঃ সৈনিক/ কনস্টেবল, cum computer typist, cum computer operator, compounder, office assistant, sales assistant, cashierইত্যাদি পদের সার্কুলার হতে পারে। আপনি যদি ২০২১ সালে বাংলাদেশ পুলিশের চাকরি পেতে চান, তাহলে আপনাকে বিশেষ পদের জন্য অভিজ্ঞ হতে হবে।

আপনি বাংলাদেশ পুলিশ চাকরির বিজ্ঞপ্তি২০২১ পেতে পারেন www.police.gov.bd এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট (www.mopa.gov.bd) থেকে। আপনি এই চাকরির বিজ্ঞপ্তি পিডিএফ আকারে পেতে পারেন Bangladesh Police Job Circular 2021 (বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১) (www.police.gov.bd). আপনি উভয় পিডিএফ এবং ওয়ার্ড ফাইল সংগ্রহ করতে পারেন Bangladesh Police Job Circular 2021 (বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১) (www.police.gov.bd) থেকে।
বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট হল (www.police.gov.bd)। এই ওয়েবসাইটে ২০২১ সালে অনেক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি এই পোস্ট থেকে আপডেট খবর এবং বিজ্ঞপ্তি পেতে পারেন।
যে যে পোস্টে বাংলাদেশ পুলিশ ২০২১ এর সার্কুলার দেওয়া হয়েছে।
সৈনিক/ কনস্টেবল
cum computer typist,
cum computer operator,
compounder,
office assistant,
sales assistant,
cashier
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ যতগুলি শূণ্য পদ রয়েছে
বিভিন্ন পদে মোট ১০,০০০+ টি শূণ্য পদ রয়েছে।
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ যেভাবে আবেদন করবেন
আবেদন পত্র হাতে হাতে পূরণের মাধ্যমে এপ্লাই করা যাবে। আবেদন পত্র বাংলাদেশ পুলিশ সার্কুলারের সাথে দেওয়া আছে। পোস্টের নিচে আবেদন পত্র দেওয়া আছে।
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
পোস্ট অনুযায়ী (জাতীয় বেতন স্কেল-২০১৫) বেতন বিভিন্নতা রয়েছে। গ্রেড ১৩-১৯ বেতন রয়েছে।
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত যেকোন বোর্ড থেকে SSC or HSC or Graduate পাশ হতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে word processing/Data Entry and Typing এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটার লিখনে বাংলায় ২০ ও ইংরেজীতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ আবেদন করতে কত বয়স থাকতে হবে
সাধারণ প্রার্থীদের জন্য ১৮ থেকে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা প্রার্থীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ পর্যন্ত। ০৬/০৬/২০৯ তারিখে প্রার্থীর বয়স মুক্তিযোদ্ধা/শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২, বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে অনূর্ধ্ব ৩৫ এবং অন্যান্য ক্ষেত্রে অনূর্ধ্ব ৩০ বছর। অফিস সহায়ক পদের ক্ষেত্রে ১৮-৩০ বছর। বয়স প্রমাণে এসএসসি/সমমানের সনদ বিবেচনা করা হবে। এফিডেভিট গ্রহণযোগ্য হবেনা।
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ যে যে জেলা আবেদন করতে পারবে
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক বা স্থায়ী বাসিন্দা হতে হবে।
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ আবেদন করতে কত টাকা লাগবে
উল্লিখিত পদের প্রার্থীকে ১০০/-(একশত) টাকার ট্রেজারি চালান বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংক লিঃ-এর যে কোন শাখাতে ১/২২১১/০০০০/২০৩১ কোডে জমা প্রদানপূর্বক মূলকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এবং দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি দিতে হবে। (সার্কুলার প্রকাশিত হলে আপডেট জানিয়ে দেওয়া হবে।)
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ আবেদনের সাথে যা জমা দিতে হবে
০১। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদন ফরমের নির্ধারিত জায়গায় আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।
০২। সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র।
০৩। সকল শিক্ষাগত যোগ্যতার ও সকল অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি সহ কম্পিউটার টাইপিং এর সনদপত্র। (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম যুক্ত সীল দ্বারা সত্যায়িত হতে হবে)
০৪। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম যুক্ত সীল দ্বারা সত্যায়িত চারিত্রিক সনদপত্র।
০৫। প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান/ মুক্তিযোদ্ধার পোষ্য হলে মুক্তিযোদ্ধা কোটায় আবেদিত চাকুরি প্রার্থীদেরকে নির্ধারিত ফরমের সাথে নির্ধারিত ছকে উল্লেখিত তথ্যাদি পূরণপূর্বক সনদের সত্যায়িত কপি আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে। (চাকরির সার্কুলারে ছক উল্লেখ করা হয়েছে)
Bangladesh Police Circular 2021 (বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১) (www.police.gov.bd) 10,000+ Vacancies | Last date of application: 00-00-2021 |
চাকরির আবেদন ফরমে যা যা উল্লেখ করা থাকে। এই ফরম্যাটটি আবেদনের সাথে পাবেন।
১. পদের নামঃ |
২. বিজ্ঞপ্তির নম্বরঃ |
৩. তারিখঃ |
৪. প্রার্থীর নাম বাংলায়ঃ ইংরেজিতে (বড় অক্ষরে): |
৫. জাতীয় পরিচয় নম্বরঃ (যে কোন একটি)/ জন্ম নিবন্ধন নম্বরঃ |
৬. জন্ম তারিখঃ |
৭. জন্মস্থান (জেলা): |
৮. বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে প্রার্থীর বয়সঃ |
বছর মাস দিন |
৯. পিতার নামঃ |
১০. মাতার নামঃ |
১১. ঠিকানা বর্তমান স্থায়ী বাসা ও সড়ক (নাম/নম্বর): |
গ্রাম/পাড়া/মহল্লাঃ |
ইউনিয়ন/ |
ওয়ার্ডঃ |
ডাকঘরঃ |
পোস্টকোড নম্বরঃ |
উপজেলাঃ |
জেলাঃ |
১২. যোগাযোগঃ |
মোবাইল নম্বরঃ |
ই-মেইলঃ |
১৩. জাতীয়তাঃ |
১৪. জেন্ডারঃ |
১৫. ধর্মঃ |
১৬. পেশাঃ |
১৭. শিক্ষাগত যোগ্যতাঃ |
পরীক্ষার নাম |
বিষয় |
শিক্ষা প্রতিষ্ঠান পাসের সন |
বোর্ড/বিশ্ববিদ্যালয় |
গ্রেড/শ্রেণি/ বিভাগ |
১৮. অতিরিক্ত যোগ্যতা (যদি থাকে): |
১৯. অভিজ্ঞতার বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে): |
২০. কোটা (টিক দিন) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা এতিম/ শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য অন্যান্যঃ |
২১. চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বরঃ তারিখঃ |
২২. ব্যাংক ও শাখার নামঃ |
২৩. বিভাগীয় প্রার্থী কিনা (টিক দিন): হ্যাঁ না প্রযোজ্য নয় |
২৪. আমি এ মর্মে অঙ্গীকার করছি যে, ওপরে বর্ণিত তথ্যাবলি সম্পূর্ণ সত্য। মৌখিক পরীক্ষার সময় উল্লিখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন করব। কোন তথ্য অসত্য প্রমাণিত হলে আইনানুগ শাস্তি ভোগ করতে বাধ্য থাকব। |
২৫. তারিখঃ |
২৬. প্রার্থীর স্বাক্ষর |
Bangladesh Police Job Circular 2021 (বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১) (www.police.gov.bd) Bangladesh Police police.gov.bd
have published Bangladesh Police Job Circular 2021- বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে।
Bangladesh Police Job Circular 2021 (বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১) (www.police.gov.bd) এর আবেদন ফরম
Bangladesh Police police.gov.bd
have published Bangladesh Police Job Circular 2021- বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে।