সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, কেমন আছেন সবাই? বর্তমান এই প্রতিযোগিতামূলক চাকরির বাজারে যেকোন একটা চাকরি যোগার করে জীবন ধারণ করা অনেক কষ্টের হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র একটা চাকরির জন্য একজন মাস্টার্স পাশের শিক্ষার্থী ১ম শ্রেণী থেকে ৪র্থ পর্যন্ত আবেদন করে। তবে একজন মাস্টার্স পাশের শিক্ষার্থী যদি ১ম থেকে ৩য় শ্রেণী পর্যন্ত চাকরিতে আবেদন করে তাহলে সেটা নিয়মের মধ্যে পড়ে কিন্তু তারা যদি একজন অফিস সহায়ক, এমএলএসএস বা পিয়ন পদে আবেদন করে তাহলে বুঝে নিতে এ দেশে একটা চাকরি পাওয়া আর সোনার হরিণ পাওয়া সমান হয়ে দাঁড়িয়েছে। তাই অফিস সহায়ক পদে চাকরি পাওয়ার জন্য আজ আপনাদের মাঝে শুধুমাত্র গণিত (পাটিগণিত) বিষয়ের উপর চমৎকার এবং ১০০% কমনের নিশ্চয়তায় অফিস সহায়ক পরীক্ষা গণিত সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই পোস্টে পাবেন অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf (গণিত সাজেশন), কারিগরি শিক্ষা অধিদপ্তর অফিস সহায়ক প্রশ্ন (গণিত সাজেশন), Nsi অফিস সহায়ক প্রশ্ন (গণিত সাজেশন), অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ২০২০ pdf (গণিত সাজেশন), অফিস সহায়ক পদের সিলেবাস (গণিত সাজেশন), সমাজসেবা অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ২০২০ (গণিত সাজেশন), অফিস সহায়ক নিয়োগ গাইড pdf (গণিত সাজেশন), Nsi অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ২০১৯ (গণিত সাজেশন) বিষয়ে গণিত সাজেশন। এখানে ১২৯ টি অফিস সহায়ক গণিত সাজেশন আছে। ১২৯ টি গণিত ভালভাবে সমাধান করতে পারলে অফিস সহায়ক সহ অন্যান্য যেকোন সরকারি চাকরির ব্যাপারে আর কোন ভাবতে হবে না। আপনাদের যদি বিস্তারিত সমাধানের প্রয়োজন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাই আসুন এখনই অফিস সহায়ক পরীক্ষা গণিত সাজেশন পড়া শুরু করি। আপনারা পড়বেন office sohayok math suggestion.
১। তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল ১১ , শেষ দুটির গুণফল ১৪৩ হলে সংখ্যা তিনটি কত?
উত্তরঃ৭,১৩,১১.
আপনার জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পোস্টঃ
০১। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন সমাধান
০২। সকল চাকরিতে আসা কম্পিউটার পরীক্ষার প্রশ্ন | কম্পিউটার পরীক্ষার প্রশ্ন ২০২১
০৩। সরকারি অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর কাজ কি
২। দুটি সংখ্যার যােগফল ৮। যদি সংখ্যা গুলাে ৩:১ অনুপাতে থাকে তবে সংখ্যাগুলাের গুণফল কত?
উত্তর:১২
৩। পর পর চারটি সংখ্যার গুণফল ৩৬০ হলে তাদের যােগফল কত?
উত্তরঃ১৮
৪। পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যােগফল কত?
উত্তর:১৫
৫। দুইটি সংখ্যার ল,সা,গু ৮৪ গ.সা.গু ৭। একটি সংখ্যা ২১ হলে অপর সংখ্যাটি কত?
উত্তরঃ ২৮।
৯। সংখ্যাদ্বয়ের সমষ্টির তিনগুণের মান কত?
উত্তরঃ ২১
১০. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭ হলে, সংখ্যা দুইটি নির্ণয় কর?
উত্তর:১৮ ও ১৯
আপনার জন্য ক্যারিয়ার গাইডলাইন পদে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পোস্টঃ
০১। পরীক্ষায় বা ক্যারিয়ারে গুছিয়ে লেখার নিয়ম বা লেখালেখির নিয়ম | একঘেয়ামি লেখা থেকে দূরে থাকার উপায়
০২। সকল সরকারি কর্মচারীদের নিয়োগ বিধিমালা ডাউনলোড করে নিন
০৩। ১০০% ভাল চাকরি নিশ্চিতকরণে ভাল মানের সিভি তৈরির সর্বোত্তম সঠিক নিয়ম কানুন
০৪। বিসিএস পরীক্ষা সন্নিকটে এলে কিভাবে প্রস্তুতি নিবেন?
০৫। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে আপনার জীবনে কোন চাকরি পারফেক্ট বা উপযুক্ত?
০৬। যেকোন চাকরি পেতে দরকারি ৫টি পরামর্শ
০৭। ব্যাংকে চাকরি পাওয়ার ৫টি সহজ ও অবিশ্বাস্য উপায়
০৮। অনাকাঙ্ক্ষিত যে ১০টি কারণে আপনার চাকরি হচ্ছেনা
১১।দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭ হলে সংখ্যা দুটি কী কী?
উত্তর:১৮,১৯
১২। ৫ এবং ৯৫ এর মাঝে ৪,ও ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
উত্তরঃ৬ টি
১৩। ৭২ এর ভাজক সংখ্যা কত?
উত্তর:১২
১৪। ১০০৮ এর কতটি ভাজক আছে?
উত্তরঃ২৪ টি
১৫। একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছােট। সংখ্যাটি কত?
উত্তরঃ ৭৮৬
একটি সংখ্যা ৬৫০ থেকে যতবড় ৮১০ থেকে তত ছােট । সংখ্যাটি কত?
উত্তরঃ৭৩৫
১৬। একটি সংখ্যা অপর সংখ্যাটির অর্ধেক, সংখ্যা দুটির যােগফল ৭৫ হলে বড় সংখ্যাটি কত? উত্তর: ৫০
১৭। কোন সংখ্যা হতে ১৭৫ বিয়ােগ করে ১৩০ যােগ করলে যােগফল ২৯৭ হবে?
উত্তর: ৩৪২
কোন সংখ্যার তিন চতুথাংশের এক পঞ্চমাংশের মান ৬০। সংখ্যাটি কত?
উত্তরঃ ৪০০
১৮। একটি সংখ্যার বর্গের সাথে ৪ যােগ করলে যােগফল ৪০ হয়। সংখ্যাটি কত?
উত্তরঃ৬
১৯। পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর কাজতে লাগল, কতক্ষণ পর ঘণ্টাগুলাে পূন্নায় একত্রে বাজবে ?
৫ মিনিট।
২০। দুইটি সংখ্যার গুনফল ৫৪ এবং ল,সা, গু ১৮ হলে, তাদের গ,সা,গু কত?
উত্তরঃ ৩
আপনার জন্য অফিস সহায়ক পদে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পোস্টঃ
০১। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর অফিস সহায়ক লিখিত সমাধান
০২। পরীক্ষায় আসার মত অফিস সহায়ক পদের ১০০% সাজেশন
০৩। প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের অফিস করণিক পদের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান
০৪। অফিস সহায়ক পরীক্ষা সাজেশন (পাটিগণিত)
২১। দুইটি সংখ্যার ল,সা,গু ৩৬ ও গ, সা, গু ৬। একটি সংখ্যা ১২ হলে অপর সংখ্যাটি কত?
উত্তর:১৮
২২। তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে ২ ঘন্টা, ৩ ঘন্টা, ও ৪ ঘণ্টা পরপর বাজতে থাকলাে। ১ দিনে তারা কতবার বাজবে?
উত্তরঃ৩ বার।
২৩। দুইটি সংখ্যার অনুপাত ৫৪৬, তাদের গ, সা, গু ৪ হলে সংখ্যা দুইটির ল,সা, গু কত?
উত্তরঃ ১২০
২৪। দুটি সংখ্যার গ.স্য, বিয়ােগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২,৬০ ও ২৪৪৮। সংখ্যা দুটি কত?
উত্তর:১৪৪, ১০৪
২৫। একটি চৌবাচ্চা একটি নল দ্বারা ১০ ঘন্টায় পূর্ণ হয়। তাতে একটি ছিদ্র থাকায় পূর্ণ হতে ১৫ ঘণ্টা লাগে। ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে ?
উত্তরঃ ৩০ ঘণ্টা
২৬। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি ও ৬ কি.মি। নদীপথে ৭২ কি,মি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
উত্তর: ৯ ঘণ্টা।
২৭। একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘন্টায় যথা স্থানে ফিরে আসে। তার মােট ভ্রমনে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত?
উত্তরঃ ১২ মাইল।
২৮। চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায় ১০.৬০ টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত, এখন তার চেয়ে ৩ কেজি চিনি কম কেনা যায়। চিনির বর্তমান দর কেজি প্রতি কত?
উত্তরঃ ২১.২০ টাকা।
২৯। চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার কেমন ভাবে চিনি খাওয়া কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা ?
উত্তরঃ ১৬%।
অথবা যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবেনা ?
উত্তরঃ ২০%
৩০। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ঃ ২ এবং ৫ বছর পরে তাদের ব্যাসের অনুপাত ৮ঃ৩ হলে, পিতার বর্তমান বয়স কত?
উত্তরঃ ৩৫ বছর।
৩১। ৬০ মিটার বিশিষ্ট একটি বাঁশকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে টুকরা গুলাের সাইজ কত? উত্তরঃ ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার।
৩২। একটি সােনার গহনার ভর ২০ গ্রাম। এতে সােনা ও তামার অনুপাত ৩:১ হলে, তামার পরিমাণ কত?
উত্তরঃ ৫ গ্রাম।
৩৩। একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নিচের কোনটি ?
উত্তরঃ ৫৪
৩৪। চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ঃ২ঃ২ঃ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে ?
উত্তরঃ ১৩৫ ডিগ্রী।
৩৫।দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩f ২। বৃত্ত দুটির আয়তনের অনুপাত কত হবে?
উত্তরঃ ৯ঃ৪
৩৬। ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পনির অনুপাত ৭৩। এ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত কালে এসিড ও পানির অনুপাত ৩৭ হবে ?
উত্তরঃ ৪০ লিটার। .
৩৭।একটি সােনার গহনা ওজন ১৬ গ্রাম। তাতে সােনার পরিমাণ ও তামার পরিমাণ ৩ঃ১। তাতে আর কি পরিমাণ সােনা মেশালে অনুপাত ৪ঃ১ হবে ?
উত্তরঃ ৪ গ্রাম।
৩৮। এক কেজি খাঁটি দুধে ২০০ গ্রাম পানি মিশ্রিত করলে মিশ্রিত দুধে পানির পরিমান হবে-
উত্তর: 2
৩৯। দুইটি সংখ্যার অনুপাত ৫ ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে মংখ্যা দুইটির লসাগু কত?
উত্তরঃ ১২০
.৪০। অনুপাত কী?
উত্তর:একটি ভগ্নাংশ
.৪১। সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কী বলে?
উত্তরঃমধ্য রাশি।
৪২। পিতার বয়স পুতে বয়সের ৪ গুণ, ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা, ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত?
উত্তরঃ৪:১
৪৩। দুইটি রাশির অনুপাত ৭:১২ । উত্তর রাশি ৯৬ হলে, পূর্ব রাশি কত?
উত্তর:৫৬
৪৪। একটি ক্রমিক সমানুপাতে ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩,ও ১২ হলে মধ্য সমানুপাতিক নির্ণয় কর?
উত্তরঃ ৬।
৪৫। পিতা ও পুলের ব্যাসের সমষ্টি ৫৪ বছর এবং অনুপাত ৭:২। ১০ বছর পরে তাদের ব্যাসের অনুপাত কত হবে?
উত্তর:২৬:১১
৪৬। কখ=২:৩ এবং গ:=:৭ হয় কাগ=কত?
উত্তর:8:৭
৪৭। ১ চিড়িয়া থানায় , মোট ৮০ টি হরিণ এবং পায়রা আছে। যদি তাদের পায়ের সংখ্যার যােগফল ২০০ টি হয় তাহলে সেখানে কতগুলাে পায়রা আছে?
উত্তর:৬০ টি
৪৮। ২০% চিনি মুক্ত মিশ্রণের সাথে ৫০% যুক্ত মিশ্রণ কত অনুপাতে মেশালে নতুন মিশ্রণে চিনির পরিমাণ ৪০% হবে।?
উত্তর:১২
৪৯। ২৪ কেজি লবণ পানির মিশ্রণে ৮% লবণ এবং অন্য একটি মিশ্রণে ৪% লবণ। দ্বিতীয় মিশ্রণের কত কেজি প্রথম মিশ্রণের সাথে মেশাতে হবে যাতে মিশ্রণে লবণের পরিমাণ ৫% হবে?
উত্তর:৭২
৫০। সােনা ও পানির চেয়ে ১৯গুণ ভারী এবং তামা পানির চেয়ে ৯ গুণ ভারী । ধাতু দুটো কি অনুপাতে মিশ্রিত করলে উক্ত মিশ্রণ পানির চেয়ে ১৫ গুণ ভারী হবে?
উত্তরঃ ৩:২
৫১। ৭০ লিটার পেট্রোল অকটেন মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫:২। এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ২:১ হবে?
উত্তরঃ৫
৫২। ৬০ লিটার কেরােসিন,ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত পেট্রোল মিশালে
অনুপাত ৩:৭ হবে?
উত্তর:৮০
৫৩। ৪০গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ঃ১। এতে আর কত অকেটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫:২ হবে?
উত্তর: ২ গ্যালন
৫৪। ৪২ গ্রাম ওজনের একটি গহনায় সােনা ও তামার অনুপাত ৪:৩। এত আর কত সোনা মিশলে সােনা ও তামার অনুপাত ৫:৩ হবে?
উত্তরঃ৬ গ্রাম
৫৫। ৬০ লিটারের একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ১১। অনুপাত ১:২ করতে কত লিটার পানি মেশাতে হবে?
উত্তরঃ৬০ লিটার
৫৬। যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবেনা?
উত্তর : ২০%
৫৭। চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায় ১০৬০ টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত , এখন তার চেয়ে ৩ কেজি চিনি কম কেনা যায়। চিনির বর্তমান দর কেজি প্রতি কত ?
উত্তরঃ ১১.২০ টাকা।
৫৮। চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতেএকটি পরিবার কেমন ভাবে চিনি খাওয়া কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা ?
উত্তর: ১৬%
৫৯। কোন স্কুলে ৭০% শিক্ষর্থী ইংরেজিতে এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩৬০ জন শিক্ষার্থী পাস করে তবে ঐ স্কুলে কত হন শিক্ষার্থী পরিক্ষা দিয়েছিল ?
উত্তরঃ ৬০০ জন।
৬০। কোন পরীক্ষায় ৯০% ছাত্র শিক্ষার্থী ইতিহাসে এবং ৮৫% শিক্ষার্থী ভূগোলে কৃতকার্য হল। যদি উভয় বিষয়ে কেউ নেফল না করে এবং উভয় বিষয়ে ২২৫ জন পাস করে থাকে তবে ঐ পরীক্ষায় কত জন অংশ গ্রহণ করে ছিল?
উত্তরঃ ৩০০ জন।
৬১। কোন পরীক্ষায় শিক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলা উভয় বিষয়ে পাশ করলাে ৬০%, উভয়
বিষয়ে ফেল করলাে শতকরা কত জন?
উত্তরঃ ১০%
৬২। কোন পরীক্ষায় শতকরা ৮০ জন অংকে এবং শতকরা ৭০ জন বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল শতকরা ৫০ জন। উভয় বিষয়ে ফেলকৱল কত জন?
উত্তরঃ ০ জন।
৬৩। ১৫টি খাসির মূল্য ৩টি গরুর মূল্যের সমান। তাহেল ৩০টি খাসির পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে ?
উত্তর: ৬ টি গরু
৬৪। ৩ দিনে একটি কাজের ১/১৮ অংশ শেষ হলে, ঐ কাজের ৪ গুণ কাজ করতে কতদিন লাগবে ?
উত্তরঃ ২১৬ দিন
৬৫। কোন স্কুলে ৭০% শিক্ষর্থী ইংরেজিতে এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩৬০ জন শিক্ষার্থী পাস করে তবে ঐ স্কুলে কতহন শিক্ষার্থী পরিক্ষা দিয়েছিল ?
উত্তর: ৬০০ জন।
৬৬। কোন পরীক্ষায় ৯০% ছাত্র শিক্ষার্থী ইতিহাসে এবং ৮৫% শিক্ষার্থী ভূগােলে কৃতচার্য হল। যদি উভয় বিষয়ে কেউ সেল না করে এবং উভয় বিষয়ে ২২৫ জন পাস করে থাকে তবে ঐ পরীক্ষায় কত জন অংশ গ্রহণ করে ছিল ?
উত্তরঃ ৩০০ জন।
৬৭। কোন পরীক্ষায় শিক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় উভয় বিষয়ে পাশ করলাে ৬০%, উভয় বিষয়ে ফেল করলে শতকরা কত জন?
উত্তর: ১০%
৬৮। কোন পরীক্ষায় শতকরা ৮০ জন অংকে এবং শতকরা ৭০ জন বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল শতকরা ৫০ জন। উভয় বিষয়ে ফেল করল কত জন?
উত্তরঃ ০ জন।
৬৮। ৫% হারে ৭৫০ টাকায় ৪ বছরে মুনাফা কত?
উত্তরঃ ১৫০ টাকা।
৬৯। শতকরা কত হার সুদে ৭০০ টাকায় ৫ বছরে সুদ ১০৫ টাকা হবে।
উত্তর: ১৫%।
সুদের হার শতকরা সাত টাকা হলে ৬৫০ টাকার ছয় বছরের সুদ হবে-
উত্তর: ২৭৩ টাকা ।
৭০। ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৭৫০ টাকা হলে সুদের হার কত?
উত্তরঃ ১০%।
৭১। ১ বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?
উত্তর: ৬.৪৫
.৭২। ২০৫৭৩.৪ মিলিগ্রাম কত কিলােগ্রাম ?
উত্তরঃ ০.০২০৫৭৩৪
৭৩। ১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। জাহেলু ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে ?
উত্তর: ৪ টি গরু
৭৪। রহিম একটি কাজ ২০ দিনে, করিম ঐ কাজ ৩০ দিনে করে, তারা একত্রে কাজটি কতদিনে করবে?
উত্তর: ১২ দিনে
.৭৫। ০.১ এর ২০% কত?
উত্তর: ০.০৪
৭৬। ২০টি কমলার ২০% পচা হলে, ভালাে কমলার সংখ্যা নিচের কোনটি?
উত্তরঃ ১৬টি
৭৭। ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত ?
উত্তরঃ ৩০%
৭৮। ৮০ জন ছাত্রের মধ্যে ৪৪ জন ফেল করলে পাসের হার কত?
উত্তরঃ ৪৫%
চিনির মূল্য ২০% কমে গেল কিন্তু ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এত চিনি বাবদ ব্যয় শতকরা বাড়লাে বা কেমলাে ?
উত্তর: ৪% কমলাে
৭৯। ১০ টাকায় এক হালি লেবু কিনে ৬০ টাকায় কত হালি লেবু বিক্রি করলে ২০% লাভ হবে ?
উত্তর: ৫ হালি
৮০। ১০০ টাকায় ১৫টি কমলা কিনে ১০০ টাকায় ১২টি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
উত্তর: ২৫% লাভ
৮১। একটি দ্রব্য ৩৮০টাকায় বিক্রয় করলে ২০ টাকা ক্ষতি হলাে। ক্ষতির শতকরা হার কত? উত্তরঃ ৫%।
৮২। একটি ভেড়া ১০% ক্ষতিতে বিক্রয় করা হলাে। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতাে। ভেড়াটির ক্রয় মূল্য কত ?
উত্তরঃ ৩০০ টাকা।
৮৩। বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে? উত্তর: ৪%
৮৪। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনাে মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে? উত্তর: ২৫ টাকা।
৮৫। শতকরা বার্ষিক কত হার সুদে কোন আসল ১০ বছরে সুদে-মূলে তিনগুন হবে ?
উত্তরঃ ২০%
৮৬। বার্ষিক শতকরা ৫৫০ টাকা হার সুদে ৮০০ টাকার ৩ বছরের সুদাসল কত হবে ?
উত্তরঃ ১৯৩২ টাকা
৮৭। বার্ষক ৫% হারে ৭৫০ টাকায় ৪ বছরের মুনাফা কত ?
উত্তরঃ ১৫০ টাকা।
৮৮। শতকরা কত হার সুদে ৭০০ টাকায় ৫ বছরে সুদ ১০৫ টাকা হবে।
উত্তর: ১৫%।
৮৯। সুদের হার শতকরা সাত টাকা হলে ৬৫০ টাকার ছয় বছরের সুদ হৰে-
উত্তরঃ ২৭৩ টাকা।
৯০। ৫০০ টাকার ৪ বছৰৰ সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৭৫০ টাড়া হলে সুদের হার কত?
উত্তরঃ ১০%।
৯১। ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি শেষ করতে ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কাজটি কতদিনে শেষ করবে ?
উত্তরঃ ৩৫ দিনে।
৯২। ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
উত্তর:৩০%।
৯৩। যদি ১৫ টি পােষাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পােষাক্ত শার্ট হয় তবে ১৫ টি পােষাকের মধ্যে কতটি শার্ট কী?
উত্তর:৯ টি।
৯৪। যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?
উত্তরঃ ২০%।
৯৫। একটি পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করল । উভয় বিষয়ে পাস করলে ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
উত্তর: ১০%
৯৬। একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশ গ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশ গ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে?
উত্তরঃ ৬০ জন।
৯৭। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং ১০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
উওর: ৮%
৯৮। ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম?
উত্তর:২৫.৯৩ টাকা।
৯৯। একটি ভােট কেন্দ্র উপস্থিত ভােটারদের ৬০% ভােট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভােট বেশি পেয়েছেন। ভােট কেন্দ্রে কত জন ভােটার উপস্থিত ছিল?
উত্তর:৩৭৫০০ জন।
১০০। কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজীতে পাস করেছে। ইংরেজীতে মােট ফেলের সংখ্যা ৭৫ হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
উত্তরঃ ৫০০ জন।
১০১। একটি গ্রামের লােকসংখ্যা ১০% হারে বর্ধিত হয়ে বছরান্তে ১৬৫০ হলে, পূর্বের লােকসংখ্যা কত ছিল?
উত্তরঃ ১৫০০ জন।
১০২। একটি স্কুলে ৫০ জন ছাত্রী,ও ৭০ জন ছাত্র আছে। ছাত্রীদের ৪০% এবং ছাত্রদের ৫০% এক বনভােজনে গিয়ে থাকলে মােট ছাত্র-ছাত্রীর কত শতাংশ বনভােজনে গিয়েছিল?
উত্তরঃ ৪৫%
১০৩। ২৪ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?
উত্তর:৭০
১০৪। এক আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার ৪০% বিক্রয় করার পর দেখে এখনও তার নিকট ১২০ কেজি আম আছে। তার নিকট কত কেজি আম ছিল?
উত্তরঃ ২০০ কেজি
১০৫। গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?
উত্তর:৬% কমেছে।
১০৬। ধানে চালও তুষের অনুপাত ৭ঃ৩ হলে, এতে কি পরিমাণ চাল আছে?
উত্তর:৭০%।
১০৭। ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের সংখ্যা কত?
উত্তরঃ৩০%
১০৮। ২৫০ এর ১০% এর মান কত?
উত্তর:২৫
১০৯। টাকায় ৫ টি কলম বিক্রি করায় ১২% ক্ষতি হয়। ট০% লাভে করতে হলে টাকা কতটি বিক্রি করতে হবে?
উত্তরঃ ৪টি
১১০। একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতি শতকরা হার কত?
উত্তরঃ ৫%।
১১১। ৪ টাকায় ৫ টি করে কিনে ৫ টাকায় ৪ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
উত্তর: ৫৬.২৫%
১১২। এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হতাে। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
উত্তরঃ৮০ টাকা।
১১৩। ৫৬০ টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে? উত্তরঃ ৭০০ টাকা
১১৪। একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূলা,ও ক্রয়ের মূল্যের অনুপাত কত? উত্তরঃ৫:৪।
১১৫। একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় কওে ১০% লাভে বিক্রয় করা হলাে। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতাে?
উত্তরঃ ১০০ টাকা
১১৬। নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে ২০% ক্ষতি হলাে। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে ১০% লাভ হতাে । দ্রব্যটির ক্রয়মূর্ল কত টাকা?
উত্তরঃ২০০ টাকা
১১৭। ৬১২ টাকায় একটি ব্যঠস বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়। ব্যাগটি কত টাকায় বিক্রি করলে ১০% লাভ হবে?
উত্তর:৭৯২ টাকা
১১৮। চাউলের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল?
উত্তর:২৫ টাকা
১১৯। টাকায় ৫ টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয় । ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
উত্তরঃ৪ টি
১২০। একটি গাড়ী ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলাে । কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হতাে?
উত্তর:৫৫০০০
১২১। নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় ২০% লাভে একটি জিনিস বিক্রয় করে যদি,ঐ জিনিসের নিমার্ণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
উত্তর: ২৮৮ টাকা।
১২২। ক একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় হলাে। বইটির প্রকৃত মুল্য কত?
উত্তরঃ ৯০ টাকা।
১২৩। একটি জিনিস ২৫ টাকায় বিক্রি করায় ২৫% লাভ হল, জিনিসটির ক্রমূল্য কত?
উত্তরঃ ২০ টাকা
১২৪। একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয় । কত টাকা বিক্রয় করলে ১২% লাভ হবে?
উত্তরঃ ৮৯৬০ টাকা।
১২৫। একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রি করায় ২০% ক্ষতি হলে ঘড়িটির ক্রয়মূল্য কত?
উত্তরঃ ৭০০ টাকা
১২৬। একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
উত্তর: ১২% লাভ
১২৭। টাকায় ৫টি লেবু ক্রয় করে টাকায় কয়টা দলে লেবু বিক্রয় করলে ২৫% লাভ হবে?
উত্তরঃ ৪ টা
১২৮। দুটি সংখ্যার গ.সা.গু ৭ এবং ল.সা.গু ৮৪ সংখ্যাটির একটি ৪১ হলে অপরটি কত? ১৪
১২৯। দুটি সংখ্যার অনুপাত ৭: ৮ এবং তাদের গ.সা. গু ৯ হলে তাদের ল.সা, গু কত? ৫০৪
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf (গণিত সাজেশন), কারিগরি শিক্ষা অধিদপ্তর অফিস সহায়ক প্রশ্ন (গণিত সাজেশন), Nsi অফিস সহায়ক প্রশ্ন (গণিত সাজেশন), অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ২০২০ pdf (গণিত সাজেশন), অফিস সহায়ক পদের সিলেবাস (গণিত সাজেশন), সমাজসেবা অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ২০২০ (গণিত সাজেশন), অফিস সহায়ক নিয়োগ গাইড pdf (গণিত সাজেশন), Nsi অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ২০১৯ (গণিত সাজেশন) বিষয়ে অফিস সহায়ক পরীক্ষা গণিত সাজেশন আপনাদের অনেক সাহায্য করবে বলে আশা পোষণ করি। আপনারা পড়লেন office sohayok math suggestion.
Write a Reply or Comment