সর্বকালের সেরা বিসিএস প্রিলিমিনারির গণিত বই কোনটি এবং কেন?

বিসিএস প্রিলিমিনারির গণিত বই সম্পর্কে প্রাথমিক কথাঃ 

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় টিকতে হলে জানতে হবে সর্বকালের সেরা বিসিএস প্রিলিমিনারির গণিত বই কোনটি এবং কেন? lifetime best bcs preliminary math book. [ads1]

সম্মানিত পাঠকবৃন্দ, সবাই কেমন আছে? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আজ আপনাদের নিকট একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম। এখন প্রায় প্রতিটি সরকারি চাকরি প্রার্থীদের কাছ থেকে শোনা যায় যে, সর্বকালের সেরা বিসিএস প্রিলিমিনারির গণিত বই কোনটি? এ দেশে এমন কোন শিক্ষার্থী পাওয়া যাবে না যে গণিতকে ভয় পান না। কিন্তু যারা ছোটবেলা থেকে গণিতের প্রতি উদাসীন নয় তারা বড় হয়ে গণিতকে ভয় না পেয়ে অনায়াসেই যে কোন পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়। [ads1]

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় টিকতে হলে জানতে হ...বলের ...বই কোনটি এবং কেন lifetime best bcs preliminary math book
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় টিকতে হলে জানতে হ…বলের …বই কোনটি এবং কেন lifetime best bcs preliminary math book. [ads1]

বিসিএস প্রিলিমিনারির গণিত বই কেন পছন্দ করবেন? 

আবার অপরদিকে অনেক ছাত্র-ছাত্রীদের দেখা যায় যারা প্রতিনিয়ত গণিত অনুশীলন করেন তাদের কাছে গণিত প্রথমদিকে কঠিন মনে হলেও পরে অনেক সহজ হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে একমাত্র বেশি বেশি অনুশীলনই আপনাকে গণিতের প্রতি ভীতি কমাতে সাহায্য করবে। তবে যারা ছোটবেলা থেকে গণিতে ভাল তারা বিসিএস বা যেকোন সরকারি চাকরির পরীক্ষায় গণিতে ভাল করে। তবে আমরা অন্যদিক বিচার করে বলতে পারি যে কোন ক্লাশের গণিত থেকেই যে কোন পরীক্ষায় সাধারণ গণিত আসে। যে সব শিক্ষার্থী ক্লাশের গণিত ভালভাবে সম্পাদন করতে পারেন তাদের সরকারি চাকরি পেতে তেমন কষ্ট পেতে হয়না।

Read More :   প্রাইমারী কনফিউশন প্রশ্নের সমাহার বাংলা এবং সাধারণ জ্ঞান pdf

[ads1]

বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় বিসিএস পরীক্ষার জন্য সবচেয়ে ভাল গণিত বই কোনটি সেটার বিষয়ে অনেক প্রতিযোগীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হলে গণিতে ভাল করার বিকল্প কোন রাস্তা নেই। প্রিলিমিনারি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয় গণিত নিয়ে। যে প্রতিযোগী যত বেশি নির্ভুলভাবে গণিত সঠিক করতে পারবে তার পরীক্ষায় উত্তীর্ণ হবার সম্ভাবনা তত বেশি। দেখা যায় কোন প্রার্থী যদি এক মার্ক গণিতে বেশি পায় তাহলে সে অন্য প্রার্থীদের থেকে প্রায় দশ হাজার সিরিয়ালে এগিয়ে থাকবে। তাহলে এখান থেকেই বিষয়টি অনুমেয় যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় গণিতের গুরুত্ব কতটুকু।

বর্তমান বাজারে প্রচলিত বেশ কয়েক নামী লেখকের বিসিএস গণিত প্রিলিমিনারি বই পাওয়া যাচ্ছে। প্রতিটি গণিত প্রিলিমিনারির বই তাদের দিক থেকে যথেষ্ট গুরুত্বের দাবিদার রাখে। সব গণিত বই ভাল বা সব গণিত বই খারাপ, বিষয়টি এমন না। প্রতিটি শিক্ষার্থীদের কাছে একেক প্রকাশনীর বই ভাল লাগে। তবে বাস্তবতার দিক দিয়ে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেসবুক গ্রুপ বা পেজ আছে যেখানে লেখকেরা তাদের লেখা গণিত বইয়ের প্রচারণা চালায়। সেসব গ্রুপে হাজার হাজার মেম্বার থাকায় বইগুলো সম্পর্কে আগেই ধারণা পেয়ে যায়। তাই “প্রচারেই প্রসার” নীতির উপর ভিত্তি করে বিভিন্ন লেখক তাদের বই প্রচার করে লাইব্রেরীতে বা অনলাইনে বিক্রি করে। এসব থেকে ধারণা পাওয়া যায় যে যেসব গ্রুপে বেশি মেম্বার একটিভ থাকে সেসব গ্রুপ থেকে বিভিন্ন ধরণের গুজব বের হয় যে এই বিসিএস গণিত বই সবচেয়ে ভাল; না না ঐ বিসিএস গণিত বই সবচেয়ে ভাল। এসব বিষয় নিয়ে প্রায় তর্কে জড়িয়ে যায় অনেক চাকুরী প্রার্থী।

সেই তর্ক থেকে পরিত্রাণের উপায় বের করার নিমিত্তে এখন আপনাদের মাঝে বাজারে প্রচলিত সবচেয়ে সর্বকালের সেরা বিসিএস প্রিলিমিনারির গণিত বই কোনটি তার ব্যাপারে সামান্য আলোচনা করব।

১. খাইরুল বেসিক ম্যাথ বিসিএস প্রিলিমিনারির গণিত বই

বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে হলে গণিতে ভাল করার বিকল্প কোন রাস্তা নেই। এই প্রেক্ষিতে সর্বকালের সেরা বিসিএস প্রিলিমিনারির গণিতের জন্য প্রথম কাতারে খাইরুল ব্যাসিক ম্যাথ থাকবে। আমি মনে করি বইটি গণিত বিষয়ের প্রতিটি অধ্যায় সব থেকে গোছানো একটি বই। তাছাড়া বইটি অভিজ্ঞদের সম্মিলিত প্রয়াসে রচিত বাজারের সেরা বইয়ের মধ্যে একটি। খাইরুল ব্যাসিক ম্যাথে প্রতিটি অধ্যায়ের জন্য প্রতিটি গণিতের আলাদা আলাদা ব্যাখ্যা প্রদান করা আছে। প্রতিটি ব্যাখ্যার শেষে বিগত পরীক্ষায় আসা বিভিন্ন গণিত নিয়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। [ads1]

Read More :   Professors Job Solution PDF ডাউনলোড ফ্রি! জব সলিউশন সহ

বিসিএস প্রিলিমিনারির গণিত বই টির গুণাবলীঃ

  • সূত্রবিহীন নিজে নিজে বুঝে দ্রুত অংক করার কৌশল প্রদান।
  • অংক সমাধানের পাশাপাশি অংকটি কিভাবে করতে হবে তা বুঝিয়ে দেয়া আছে।
  • একই নিয়মের একজাতীয় অংকগুলো একসাথে সুবিন্যাস্ত করা হয়েছে।
  • ব্যাখ্যাসহ সাধারণ গণিতের পাশাপাশি একই নিয়মের English Math সংযোজন করা আছে।
  • প্রতিটি অধ্যায় শেষে সমাধানসহ সংশ্লিষ্ট লিখিত প্রশ্ন সংযোজন করা আছে।
  • মানসিক দক্ষতার প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হবে তা চিত্রসহ বুঝিয়ে দেয়া হয়েছে।

২. Math Tutor by kabial Noor বিসিএস প্রিলিমিনারির গণিত বই

বর্তমান বাজারে “প্রচারেই প্রসার” এর উপর ভিত্তি করে দ্বিতীয় অবস্থানে আছে Math Tutor by kabial Noor এর গণিত বইটি। বইটি সাধারণত ফেসবুক গ্রুপ থেকে এর জনপ্রিয়তা পেয়েছে। তবে গুরুত্বের দিক থেকে বইটি অন্যান্য বইয়ের সাথে সমান সমান প্রতিযোগিতায় তাল মিলিয়ে চলছে। [ads1]

বিসিএস প্রিলিমিনারির গণিত বই টির বিশেষত্বঃ

  • ব্যাসিক বুঝে কয়েক সেকেন্ডে গণিত করার কৌশলসমৃদ্ধ বই।
  • ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বোর্ড বই ভিত্তিক প্রয়োজনীয় আলোচনা সংযোজন।
  • শ্রেণিকক্ষের শিক্ষকের ন্যায় ছকভিত্তিক সহজবোধ্য উপস্থাপন। 
  • কঠিন বিষয় মনে রাখার জন্য শিক্ষার্থীর মনস্তাত্ত্বিক লেভেলকে মাথায় রেখে প্রচুর মনে রাখার টেকনিক সংযোজন করা আছে।
  • মজার মজার গল্পভিত্তিক টেকনিকের মাধ্যমে জটিল বিষয় সহজভাবে উপস্থাপন।
  • ছকভিত্তিক গোছানো তথ্য সবচেয়ে বেশি দিন মনে রাখার জন্য প্রয়োজনীয় ছক ও গ্রাফ ব্যবহার।
  • বইটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি টপিকের আলোচনায় Quick Tips সংযোজন।
  • প্রতিটি অধ্যায়ের আলোচনা শেষে শিক্ষার্থীদের পর্যাপ্ত অনুশীলনের জন্য Analysis Zone সংযোজন।
  • কঠিন ও গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহের যৌক্তিক ও সহজবোধ্য ব্যাখ্যা প্রণয়ন।
  • বিসিএস, পিএসসির জব টেস্ট, ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার বিগত ১০ হাজারের অধিক প্রশ্ন সংযোজন।
Read More :   গণিতের শর্টকাট টেকনিক pdf ২০২২ (১০০% সফল হবেন)

৩. প্রফেসরস গণিত স্পেশাল বিসিএস প্রিলিমিনারির গণিত বই

বাংলা ও ইংরেজি ভার্সনে গণিত দুর্বলতার এন্টিবায়োটিক হিসেবে কাজ করে প্রফেসরস গণিত স্পেশাল। জনপ্রিয়তার শীর্ষে থাকা সর্বকালের সেরা গণিত বইয়ের তালিকায় আছে এ বইটি। এ বইয়ের বিশেষত্ব তুলে ধরা  হলোঃ

প্রফেসর’স গণিত স্পেশাল বিসিএস প্রিলিমিনারির গণিত বই টির গুরুত্বঃ

  • প্রতি অধ্যায়ে দ্রুত ও সহজ উত্তর বের করার বিশেষ Working Tools.
  • জটিল অংক করার shortcut method সহ প্রতিটি অংকের Hints সংযোজন।
  • অনুশীলনের সুবিধার্থে প্রতিটি অধ্যায়ের অংকগুলো সহজ থেকে কঠিন অনুসারে সাজানো।
  • প্রত্যেকটি অংকের সাথে সংশ্লিষ্ট পরীক্ষার নাম, সাল ও পদের নাম উল্লেখ আছে।
  • নিজেকে যাচাইয়ের জন্য পরীক্ষার প্রশ্ন দিয়ে Self Test.
  • কার্যকর অনুশীলনের জন্য ডান মার্জিনে উত্তর উপস্থাপন।
  • একই অংকের পুওরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট অংকটিতে একাধিক পরীক্ষার Reference উল্লেখ করা আছে।

৪. Mp3 Math Review বিসিএস প্রিলিমিনারির গণিত বই

আমার কাছে মনে হয় সবচেয়ে সহজভাবে গণিত উপস্থাপন করা আছে Mp3 Math Review বইয়ে। Mp3 Math Review বইয়ের বিশেষত্ব উপরে বর্ণিত বইয়ের মতই। তবে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাশের জন্য Mp3 Math Review বইয়ের জুড়ি নেই। পর্যালোচনা করে দেখা যায় Mp3 Math Review বাজারের সেরার মধ্যে একটি বই। Mp3 Math Review বইয়ের ডিজাইন এবং পৃষ্ঠার জন্য অনেক শিক্ষার্থীর কাছে অনেক প্রিয় হয়ে উঠেছে। [ads1]

সার সংক্ষেপঃ উপরে বর্ণিত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় গণিতে প্রস্তুতির জন্য সব বই কমবেশি সেরা। তবে যে বই প্রস্তুতির জন্য নিন না কেন নিজের সর্বোচ্চ চেষ্টার ত্রুটি রাখা যাবেনা।

বিসিএস প্রিলিমিনারির গণিত বই সম্পর্কে শেষ কথাঃ 

উপরের আলোচনা থেকে বলা যায়, খাইরুল ব্যাসিক ম্যাথ, Math Tutor, প্রফেসর’স গণিত স্পেশাল, Mp3 Math Review ছাড়াও বাজারে জনপ্রিয় অন্যান্য বই রয়েছে যা শিক্ষার্থীদের নিকট প্রিয় হতে পারে। এটা নির্ভর করছে শিক্ষার্থীদের বইটি কেনার সামর্থ্য, বইয়ে উপস্থাপিত লেখকের উপস্থাপন দক্ষতা ইত্যাদিক দিক বিবেচনা। এ পোস্টে সর্বকালের সেরা বিসিএস প্রিলিমিনারির গণিত বই কোনটি এবং কেন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ পরামর্শ নিতান্তই আমার ব্যক্তিগত। প্রিয় পাঠক আপনারা পোস্টটি ভাল লেগে থাকলে সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় টিকতে হলে জানতে হবে সর্বকালের সেরা বিসিএস প্রিলিমিনারির গণিত বই কোনটি এবং কেন? lifetime best bcs preliminary math book.

bangladikpal logo favicon
Nihalbdc