বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কিত প্রশ্নোত্তর 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত প্রশ্নোত্তর এবং কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কিত প্রশ্নোত্তর পাবেন এখানে। [ads1]

এখানে আরো পাবেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ সমূহ, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক সমূহ pdf, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী pdf , রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কাব্য সৌন্দর্য, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস কোনটি, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সমালোচনা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের তালিকা, রবীন্দ্রনাথ ঠাকুর বিসিএস প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ pdf, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পান কত সালে, নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বোন কত জন, জীবনস্মৃতি প্রশ্ন উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর কত তম সন্তান, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের তালিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী pdf , নৈবেদ্য কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পান কত সালে, নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার প্রশ্ন, বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান, জীবনস্মৃতি প্রশ্ন উত্তর ইত্যাদি।  [ads1]

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কিত প্রশ্নোত্তর
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কিত প্রশ্নোত্তর

আবার  কাজী নজরুল ইসলাম প্রবন্ধ, কাজী নজরুল ইসলাম এর জীবনী pdf, কাজী নজরুল ইসলাম কবিতার নাম, কাজী নজরুল ইসলাম এর ছোট গল্প, কাজী নজরুল ইসলাম এর শিক্ষাগত যোগ্যতা, কাজী নজরুল ইসলাম ছবি, কাজী নজরুল ইসলাম জন্ম ও মৃত্যু, কাজী নজরুল ইসলাম অবদান, কাজী নজরুল ইসলাম সম্পর্কে ৫ টি বাক্য, কাজী নজরুল ইসলাম প্রবন্ধ, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কয়টি, কাজী নজরুল ইসলামকে কবে বাংলাদেশে আনা হয়, কাজী নজরুল ইসলামের পিতার নাম কি, বিদ্রোহী কবিতার প্রশ্ন উত্তর, বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, সংকল্প কবিতা কোন কাব্যগ্রন্থের, কাজী নজরুল ইসলাম পিডিএফ, ব্যাথার দান কোন ধরনের রচনা, কাজী নজরুল ইসলাম রচনা, কাজী নজরুল ইসলাম নিয়ে প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কবিতা, কাজী নজরুল ইসলাম সম্পর্কে ৫ টি বাক্য, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কয়টি, বাংলা সাহিত্য বিসিএস প্রশ্ন পাবেন। 

রবীন্দ্রনাথ ঠাকুর

[ads1]

০১. ‘জাপান যাত্রী’ এর রচয়িতা কে? কিন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ), অডিটর-২২) ক) জসীমউদ্দীন

খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) ইব্রাহীম খাঁ।

ঘ) আহমদ ছফা।

উত্তরঃ খ

০২. রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক কোনটি? কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় (অডিটর)-২২) ক) বিসর্জন

খ) তাসের দেশ গ) শ্যামা ঘ) উপরের সবগুলাে

উত্তর: খ

০৩. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস? সমন্বিত ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (জেনারেল অফিসার)

ক. পঞ্চগ্রাম গ. চতুষ্কোণ

খ. চার ইয়ারি কথা ঘ. চতুরঙ্গ

উত্তরঃ ঘ

০৪. ‘শেষের কবিতা’র রচয়িতা কে? টিবিএল ও এএসপি কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল টেকনােলজিস্ট (ল্যাব)-২২) ক. কাজী নজরুল ইসলাম

খ. বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় গ. কাজী আনােয়ার হােসেন। ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: ঘ

০৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন? সমন্বিত ৯ ব্যাংক (জেনারেল অফিসার)-২২) ক. ১৯১৮

খ ১৯২৬ গ. ১৯৩২ ঘ. ১৯৩৬

উত্তরঃ খ

০৬. ‘রক্তকরবী’ কোন শ্রেণির রচনা? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর; উপ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)-২১) ক. উপন্যাস।

খ. নাটক গ. গল্প ঘ. প্রবন্ধ

উত্তর: খ

০৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলী’ কাব্য প্রকাশিত হয় কত সনে? সমন্বিত ৫ ব্যাংক (ক্যাশ অফিসার)

২১)

ক. ১৯১০ খ. ১৯১১

গ. ১৯১২ খ. ১৯১৩

উত্তরঃ ক

০৮. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নােবেল পুরষ্কার লাভ করেন? (বিসিএস প্রশাসন একাডেমির নিয়ােগ পরীক্ষা (অফিস সহায়ক)-২১/ মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়ােগ পরীক্ষা (অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর)-২১/ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ-সহকারী কৃষি কর্মকর্তা)-২১/ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ডাটা এন্ট্রি অপারেটর)-২১/ তথ্য ও যােগাযােগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রােগ্রামার – ২০২০ 

ক. ১৯১৩

খ. ১৮১৩ গ.১৭১৩ ঘ. ১৯১১

উত্তরঃ ক 

ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালের নভেম্বর মাসে গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য নােবেল পুরস্কার পান। নােবেল পুরস্কার প্রাপ্তির সময় তার বয়স ছিল ৫২ বছর। তিনি সাহিত্যে নােবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় এবং একমাত্র নােবেলজয়ী বাঙালি। ১৫৭টি গানের সংকলন ‘গীতাঞ্জলি’ (১৯১০) কাব্য। এ কাব্যের গানগুলি ১৯০৮১৯০৯ সালের মধ্যে রচিত এবং গ্রন্থাকারে ১৯১০ সালে প্রকাশিত। গীতাঞ্জলির ১৫৭টি গানের মধ্য থেকে ৫৩টি, গীতিমাল্য ১৬টি, নৈবেদ্য ১৫টি, খেয়া ১১টি, শিশু ৩টি, কল্পনা ১টি, উৎসর্গ ১টি, স্মরণ ১টি, চৈতালী ১টি এবং অচলায়তন থেকে ১টিসহ মােট ৯টি গ্রন্থের ১০৩টি গান/কবিতার ইংরেজি অনুবাদ Song Offerings নামে নভেম্বর, ১৯১২ সালে ইন্ডিয়া সােসাইটি থেকে প্রকাশিত হয়। Song Offerings এর ভূমিকা লিখেন ইংরেজ কবি WB Yeats. ‘গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কিছু গানের ইংরেজি অনুবাদ করে দেন ব্রিটিশ লেখক ও অনুবাদক ব্রাদার ফেমস ও জো উইন্টার।

০৯. গীতাঞ্জলি’ কি ধরনের রচনা? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অপারেটর)-২১ ক. নাটক

খ. কাব্যগ্রন্থ। গ. গল্প।

ঘ. প্রবন্ধ

উত্তর: খ

১০. ‘তােমারেই যেন ভালােবাসিয়াছি শতরূপে শতবার/জনমে জনমে যুগে যুগে অনিবার।’ –

রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? (৪৩তম বিসিএস ক. অনন্ত প্রেম।

খ. উপহার গ. ব্যক্ত প্রেম ঘ. শেষ উপহার

উত্তরঃ ক

১১. রবীন্দ্রনাথের ‘মেঘদূত’ কোন কাব্যগ্রন্থে প্রকাশিত? বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন; সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল)-২১] ক. কালান্তর

খ. কড়ি ও কোমল গ. ক্ষণিকা ঘ. মানসী

উত্তরঃ ঘ

১২. রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী কত সালে পালিত হয়? কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, সহকারি ব্যবস্থাপক (সাধারণ)-২১) ক. ১৯১১

খ. ১৯৬১ গ. ২০১১ ঘ. ২০৩৬

উত্তর: গ

৩৪. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক)-২১) ক. ২৫ বৈশাখ

খ. ১১ জ্যৈষ্ঠ গ. ২২ শ্রাবণ ঘ. ১২ ভাদ্র

উত্তর: ক

১৩. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন? জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম

কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১) ক. ১৯০৫

খ. ১৯০৩ গ. ১৯০১ ঘ. ১৯০০

উত্তর: – ব্যাখ্যা: ১৮৬৩ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বােলপুর শহরে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ‘শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। ১৯০১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ‘ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন; পরবর্তীতে তা ১৯২১ সালে “বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়”-এ রূপান্তরিত হয়।

১৪. স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ডাটা এন্ট্রি অপারেটর)-২১) (ক) নৌকাডুবি

Read More :   কম্পিউটার অপারেটর নিয়োগ প্রশ্ন ও উত্তর pdf সহ সমাধান

(খ) রাজর্ষি (গ) গােরা (ঘ) ঘরে বাইরে

উত্তর: ঘ

১৫. ১৪০০ সাল’, ‘উর্বশী’, ‘স্বর্গ হইতে বিদায়’ এ কবিতাগুলাে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (হিসাব রক্ষক)-২১। ক) নৈবদ্য

খ) বলাকা গ) ক্ষণিকা ঘ) চিত্রা

উত্তর: ঘ

১৬. কোনটি রবীন্দ্রনাথের রচনা? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১) ক. চতুরঙ্গ

খ. চুতষ্কোণ গ. চতুর্দশী

ঘ. চতুষ্পদী

উত্তর: ক

১৭. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? বাংলাদেশ বেসামরিক বিমান

চলাচল কর্তৃপক্ষ (উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) হিসাব সহকারী )-২১)। ক. বলাকা

খ. শেষের কবিতা গ. বসন্ত ঘ. সঞ্চয়িতা

উত্তর: গ

১৮. কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি.লিট উপাধি দেয়? (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১)। ক) ১৯২৩

খ) ১৯৩০ গ) ১৯৯৩৬ ঘ) ১৯৪০

উত্তর: গ

১৯. যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমার ভাল মন্দ মিলায়ে সকলি, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। চরণটির রচয়িতা- বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরােড্রাম কর্মকর্তা (এটিএমএটিসিও)/ইন্সপেক্টর (এটিসি)/অন্যান্য)-২১। ক. জীবনানন্দ দাশ

খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. অমিত রায় ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ খ

২০. ‘চিত্রা’ রবীন্দ্রনাথের একটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরােড্রাম কর্মকর্তা

(এটিএমএটিসিও)/ইন্সপেক্টর (এটিসি)/অন্যান্য)-২১)। ক. উপন্যাস।

খ. নাটক গ. প্রবন্ধ ঘ. কাব্যগ্রন্থ

উত্তর: ঘ

২১. মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে’- এটি কার উক্তি? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সহকারী

নিরাপত্তা কর্মকর্তা)-২১]। ক. কাজী নজরুল ইসলাম

খ. ইসমাইল হােসেন সিরাজী গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. সৈয়দ মুজতবা আলী

উত্তর: গ

২২. গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস

অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১) ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. জসীমউদ্দীন গ. কাজী নজরুল ইসলাম ঘ. অন্নদাশঙ্কর রায়

উত্তরঃ ক

২৩. নােকেল বিজয়ী বাঙালি কবির নাম কী? [এনএসআই (ডেসপাস রাইটার ও অফিস সহায়ক)-২১)

ক. কাজী নজরুল ইসলাম। খ. জসীমউদ্দীন গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. অন্নদাশঙ্কর রায়

উত্তরঃ গ

২৪. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থঃ জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১] ক. শেষলেখা

খ. শেষকথা গ. শেষপ্রশ্ন

ঘ. শেষদিন

উত্তর: ক

২৫. কোনটি রবীন্দ্রনাথের রচনা? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ল্যাবরেটরী সহকারী)-২১ ক. চতুরঙ্গ

খ. চুতষ্কোণ গ. চতুর্দশী

ঘ. চতুস্পদী

উত্তর: ক

২৬. রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ? জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১] ক. নাটক

খ. প্রহসন | গ. উপন্যাস ঘ. কাব্যগ্রন্থ

উত্তর: ঘ

২৭. রবীন্দ্রনাথ যে নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন- বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা

অপারেটর)-২১] ক. কালের যাত্রা

খ. শেষপ্রশ্ন গ. শ্যামা ঘ. সঞ্চিতা

উত্তরঃ ক

২৮. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়? BPSC এর সিনিয়র ইন্ট্রাক্টর (TTC)-২১ ক. মানসী

খ. সােনার তরী গ. চোখের বালি

ঘ. গীতাঞ্জলি

উত্তর: গ

২৯. রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটি? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রদর্শক (সকল বিষয়)-২১]। ক. সােনারতরী

খ. পুনশ্চ গ, বলাকা ঘ. ক্ষণিকা

উত্তর: খ

৩০. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থসমুহের মধ্যে নীচের কোনটি নাটক? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (কম্পিউটার অপারেটর)-২১)। ক. পােষ্টমাস্টার

খ. মালিনী গ. শান্তি ঘ. মহামায়া

উত্তর: খ

উত্তরঃ খ

৩১. রবীন্দ্রনাথের ‘সােনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (উচ্চমান সহকারী )

ক. স্বরবৃত্ত গ. মান্দাক্রান্তা

খ. অক্ষরবৃত্ত ঘ. মাত্রাবৃত্ত

উত্তর: ঘ

৩২. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য কোনটি? জিনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১) ক. তাসের দেশ

খ. চণ্ডালিকা গ. রক্ত কবরী ঘ. ডাকঘর

উত্তর: খ

৩৩. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? রাজশাহী বিশ্ববিদ্যালয় , অ-বিজ্ঞান

(গ্রুপ-১)-২০-২১) ক. ১০ বছর

খ. ১৫ বছর গ. ১৮ বছর ঘ. ২০ বছর

উত্তর: গ

৩৪. ‘শেষের কবিতা’ কোন ধরনের রচনা? বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড (সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর)-২১/

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানবিক বিভাগ, ইউনিট-এ (গ্রুপ-২) প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২০-২০২১) ক. কবিতা

খ. উপন্যাস গ. গল্প ঘ. নাটক

উত্তর: খ

৩৫. কিন্তু মঙ্গল আলােকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল’- উদ্ধৃতাংশটি রবি ঠাকুরের কোন গল্প থেকে নেয়া হয়েছে? গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (সহকারী ব্যবস্থাপক)-২১) ক. কাবুলিওয়ালা

খ. পােস্টমাস্টার গ. জন্মভূমি ঘ. হৈমন্তী

উত্তরঃ ক

৩৬. ‘একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু – পঙক্তিটির রচিয়তা কে? কর্মসংস্থান ব্যাংক নিয়ােগ

পরীক্ষা, সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ)-২১) ক) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

খ) জীবনানন্দ দাশ গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তরঃ গ

৩৭. ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু- গানটির রচয়িতা কে? এনআরবিসি ব্যাংক (প্রবেশনারী অফিসার)-২১) ক. কাজী নজরুল ইসলাম

খ. রবীন্দ্রনাথ ঠাকুর। গ. হাছন রাজা | ঘ. লালন শাহ।

উত্তর: খ ব্যাখ্যা ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু’- এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতবিতান’ এর অন্তর্ভুক্ত একটি গান। ৩৮. দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি? উক্তিটি কার

লেখা? বিটিআরসি রিক্রুটম্যান্ট টেষ্ট (উপ-সহকারী পরিচালক-কারিগরি)-২১)। ক. কৃষ্ণচন্দ্র মজুমদার।

খ. মাইকেল মধুসূদন দত্ত গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. লালন সাঁই

উত্তর: গ

৩৯. রবীন্দ্রনাথের ‘ক্ষুধিত পাষাণ’ এর একটি চরিত্র রেলপথ মন্ত্রণালয় (কম্পিউটার অপারেটর)-২১) ক. প্রত্যুষ।

খ. মহিম। গ. মেহের আলি

ঘ. নবীন মাধব

উত্তর: গ

৪০. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস? বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে অডিটর পদে নিয়ােগ পরীক্ষা-২১) ক. বলাকা

খ. গীতাঞ্জলি। গ. ডাকঘর

ঘ. শেষের কবিতা

উত্তর: ঘ

৪১. রাজনৈতিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি? (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (হিসাব রক্ষক)

ক) রাজর্ষি গ) গােরা

খ) নৌকাডুবি ঘ) যােগাযােগ

উত্তরঃ গ

৪২. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি? কারিগরি শিক্ষা অধিদপ্তর (অফিস সহকারী কাম

কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১। ক. বনফুল

খ. শ্যামলী গ. বরা পালক। ঘ. পূরবী

উত্তর: গ

৪৩. রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থের নাম কী? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১) ক. বলাকা।

খ. শেষ লেখা গ. চিত্র। ঘ. মানসী

উত্তর: খ

৪৪. “ঐকতান” রবীন্দ্রনাথের জন্মদিনে’ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট বি (কলা ও মানববিদ্যা অনুষদ) অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১) (A) ৮

Read More :   ২০১৯ সালের ৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বাংলা অংশের ব্যাখ্যাসহ সমাধান

(B) ৯ (C) ১০ (D) ১১

উত্তর: C

৪৫. সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে’- পঙক্তিটি দিয়ে রবীন্দ্রনাথের কোন মনােভাব

প্রকাশ পেয়েছে? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহেঁ সমন্বিত ভর্তি পরীক্ষা ইউনিট-এ (বিজ্ঞান শাখা)-২১) (A) জ্ঞানের অভাব

(B) ঔদ্ধত্য (C) উদাসীনতা

(D) ব্রাত্যজন থেকে বিচ্ছিন্নতা উত্তর: D

৪৬. গীতাঞ্জলির ইংরেজি নাম কোনটি? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১

  1. Songs Offerings খ. Song Offerings গ. Song Offered

ঘ. Songs Offered

উত্তর: খ

৪৭. কোনটি কাব্যগ্রন্থ? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর পদে নিয়ােগ পরীক্ষা-২০২০ ক শেষ প্রশ্ন।

খ. শেষ লেখা। গ. শেষের কবিতা ঘ. শেষের পরিচয় ।

উত্তর: খ ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্য ‘শেষলেখা’ (১৯৪১)। এটি তাঁর মৃত্যুর পরে প্রকাশিত হয়, তাই তিনি এটির নামকরণ করে যেতে পারেননি। এ গ্রন্থের কবিতাগুলাে তাঁর জীবনের শেষ সময়কালের লেখা এবং কয়েকটি কবিতা মুখে মুখে রচিত। এ কাব্যের ‘তােমার সৃষ্টির পথ, ‘দুখের আঁধার রাত্রি’ প্রভৃতি কবিতায় রয়েছে জীবন সম্বন্ধে দার্শনিক গভীর অনুভূতির প্রকাশ; অপরদিকে, অন্যান্য কবিতায় ভাববাদী দর্শনের মধ্যেও ইহজগৎ প্রীতি গভীরভাবে প্রকাশিত। যেমন- “রূপনারানের কূলে/ জেগে উঠিলাম; জানিলাম এ জগৎ/স্বপ্ন নয়। শেষের কবিতা (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যোপন্যাস; ‘শেষ প্রশ্ন’ (১৯৩১) ও ‘শেষের পরিচয় (১৯৩৯) শরচ্চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস।

৪৮. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়? কর্মসংস্থান ব্যাংক নিয়ােগ পরীক্ষা, সহকারী অফিসার (সাধারণ

ও ক্যাশ)-২১ ক) রক্তকী

খ) পুনশ্চ গ) ডাকঘর

ঘ) চিত্রাঙ্গদা

উত্তর: খ

কাজী নজরুল ইসলাম

[ads1]

০১. “জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াত খেলছে জুয়া” এই লাইনটি কাজী নজরুল ইসলামের

কোন কাব্যগ্রন্থে রয়েছে? কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় (অডিটর)-২২) ক) সাম্যবাদী

খ) বিষের বাঁশী গ) অগ্নিবীণা ঘ) সঞ্চিতা

উত্তর: খ

০২. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? সিমন্বিত ৯ ব্যাংক (জেনারেল অফিসার)-২২) ক. শিউলিমালা

খ. বাধনহারা গ. মৃত্যুক্ষুধা ঘ. কুহেলিকা

উত্তরঃ ক

০৩. কাজী নজরুল ইলামের কাব্যগ্রন্থ কোনটি? মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়ােগ পরীক্ষা (সাঁটমুদ্রাক্ষরিক-কাম

কম্পিউটার অপারেটর/ অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর)-২১} ক) সােজন বাদিয়ার ঘাট | খ) গীতাঞ্জলী গ) ছায়ানট ঘ) মেঘনাদ বধ

উত্তর: গ

০৪. মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’-এ চরণটি কে লিখেছেন? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ-সহকারী কৃষি কর্মকর্তা)-২১) ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. চন্ডীদাস গ. শহীদ কাদরী ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তর: ঘ

০৫. কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন? প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস (জুনিয়র শিক্ষক)-২১/ রাজশাহী বিশ্ববিদ্যালয়, A-ইউনিট (গ্রুপ-৩)-২০-২১)। ক. সঞ্চিতা

খ. সঞ্চয়িতা গ. অগ্নি-বীণা

ঘ. মৃত্যুক্ষুধা

উত্তর: ক

০৬. বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উপহার দিয়েছেন? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ক্যাশিয়ার/ স্টোর কিপার)-২১) ক. সঞ্চয়িতা।

খ, সঞ্চিতা গ. শেষের কবিতা

ঘ. গল্পগুচ্ছ ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলাম সঞ্চিতা গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ/ উপহার দিয়েছেন।

০৭. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস কবে? (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ক্যাশিয়ার স্টোর কিপার)-২১। ক. ১১ জ্যৈষ্ঠ ১৩৮৩ বঙ্গাব্দ

খ. ১২ জ্যৈষ্ঠ ১৩৮৩ বঙ্গাব্দ গ. ১১ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ ঘ. ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ

উত্তর: ঘ

০৮. নিচের কবিতাগুলাের মধ্যে কোনটি কাজী নজরুল ইসলাম রচিত ? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক)-২১) ক. মানুষ

খ. খেয়াপারের তরণী গ. আসমানী ঘ. কুলি-মজুর

উত্তর: গ

০৯. কান্ডারী হুঁশিয়ার’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ডাটা এন্ট্রি অপারেটর)-২১] (ক) প্রলয়-শিখা

(গ) সর্বহারা (খ) সিন্ধু-হিন্দোল (ঘ) জিঞ্জীর

উত্তর: খ

১০. কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থসমূহের মধ্যে নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়? (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ডাটা এন্ট্রি অপারেটর)-২১) (ক) মরুভাস্কর

(খ) চক্রবাক (গ) কুহেলিকা (ঘ) বিষের বাঁশি

উত্তর: গ

১১. কাজী নজরুল ইসলামের গ্রন্থসমূহের মধ্যে নীচের কোনটি কাব্যগ্রন্থ নয়? (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১] ক) ছায়ানট

খ) চন্দ্রবিন্দু গ) ঝিলিমিলি ঘ) ফণি-মনসা

উত্তর: গ

১২. সঞ্চয়িতা ও সঞ্চিতা গ্রন্থ দুটি কার লেখা? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (কম্পিউটার অপারেটর)-২১

ক. দুটোই রবীন্দ্রনাথ ঠাকুরের খ. দু’টোই কাজী নজরুল ইসলামের গ. প্রথমটি কাজী নজরুল ইসলামের, দ্বিতীয়টি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘ. প্রথমটি রবীন্দ্রনাথ ঠাকুরের, দ্বিতীয়টি কাজী নজরুল ইসলামের

উত্তর: ঘ

১৩. কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত সংবাদপত্র কোনটি?

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (কম্পিউটার অপারেটর)-২১। ক. শিখা

খ. নবযুগ গ. সৈনিক ঘ. সংবাদ প্রভাকর

উত্তর: খ

১৪. কোন কবিতা রচনার কারণে কবি নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল? (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১/ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১)। ক. বিদ্রোহী

খ. আনন্দময়ীর আগমনে গ. কান্ডারী হুঁশিয়ার এ ঘ. অগ্রপথিক

উত্তর: খ

১৫. কবি নজরুল ইসলাম রচিত নীচের কোন গ্রন্থটি কাব্যগ্রন্থ নয়? (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (হিসাব রক্ষক)-২১) ক) মধুমালা

খ) বিদ্রোহী গ) মানুষ। ঘ) চিত্তনামা

উত্তর: ক ব্যাখ্যা: মধুমালা নাটক]। 

১৬. কবি নজরুল রচিত রুদ্রমঙ্গল’ একটি (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (হিসাব রক্ষক)-২১) 

ক) কাব্যগ্রন্থ

খ) প্রবন্ধগ্রন্থ গ) গল্পগ্রন্থ ঘ) সঙ্গীতগ্রন্থ

উত্তর: খ) 

১৭. অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা কোনটি? (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রদর্শক (সকল

বিষয়)-২১) ক. অগ্রপথিক

খ. বিদ্রোহী গ. প্রলয়ােল্লাস ঘ. ধূমকেতু

উত্তর: গ

১৮. বিদ্রোহী কবিতার রচয়িতা বাংলাদেশ টেলিভিশন (অফিস সহকারী) নিয়ােগ পরীক্ষা-২১) ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) কাজী নজরুল ইসলাম গ) মাইকেল মধুসূদন দত্ত ঘ) জীবনানন্দ দাশ

উত্তর: খ

১৯. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিনিয়র অফিসার)-২১)। ক. আলেয়া

খ. ঝিলিমিলি। গ. মধুমালা ঘ. কুহেলিকা

উত্তর: ঘ

২০. কোন দেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়? বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে অডিটর পদে নিয়ােগ পরীক্ষা-২১) ক. বাংলাদেশ

খ. যুক্তরাজ্য গ, কানাডা ঘ. ভারত

উত্তর: গ

২১. কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (উচ্চমান

Read More :   গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এর কাজ কি | এ পদের প্রশ্ন সমাধান সহ

সহকারী/ উচ্চমান সহকারী (বেঞ্চ সহকারী)/ড্রাফটসম্যান)-২১)। ক. পাতালপুরী

খ. গােরা গ. ধ্রুব। ঘ. গ্রহের ফের

উত্তর: গ

২২. কোনটি নজরুল ইসলামের উপন্যাস? জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১] ক. রিক্তের বেদন

খ. শিউলিমালা গ. কুহেলিকা

ঘ. ছায়ানট

উত্তর: গ

২৩. ‘ধূমকেতু’ ছদ্মনামটি কোন লেখকের? কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম কম্পিউটার

অপারেটর)-২১ ক. কাজী নজরুল ইসলাম

খ. মাইকেল মধুসূদন দত্ত গ. শামসুর রাহমান ঘ. জসীমউদ্দীন

উত্তরঃ ক

২৪. মৃত্যুক্ষুধা’ উপন্যাসটি কার লেখা? বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (বিসিক) এর প্রমােশন অফিসার/এক্সটেনশন অফিসার/অন্যান্য পদ-২১} ক. হুমায়ুন আহমেদ।

খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. কাজী নজরুল ইসলাম ঘ. ইমদাদুল হক মিলন

উত্তর: গ

২৫. কাজী নজরুল ইসলামের মতে, কিসের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়? [ঢাকা বিশ্ববিদ্যালয় (ক-ইউনিট)২০-২১)

ক. মনুষ্যত্ব গ. সংগ্রাম ঘ. ভুল

উত্তর: ঘ

খ. ধর্ম

২৬. কাজী নজরুল ইসলামের সাম্যবাদী’ কবিতায় উল্লেখিত শাক্যমুনি কে? ঢািকা বিশ্ববিদ্যালয় (ঘ-ইউনিট)

২০-২১) ক. যিশু খ্রিষ্ট

খ. চৈতন্যদেব গ. গৌতম বুদ্ধ ঘ. অতীশ দীপঙ্কর

উত্তর: গ

২৭. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয়- ঢািকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি পরীক্ষা (কল ও সামাজিক বিজ্ঞান ইউনিট)- ২১] ক. বাঁধনহারা

খ. শিউলিমালা গ. মৃত্যু-ক্ষুধা ঘ. কুহেলিকা

উত্তর: খ

২৮. মৃত্যুক্ষুধা’ কোন ধরনের রচনা? রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানবিক বিভাগ, ইউনিট-এ (গ্রুপ-২) প্রথম বর্ষ (সম্মান) ভর্তি

পরীক্ষা ২০২০-২০২১ (ক) কাব্যগ্রন্থ

(খ) নাটক (গ) উপন্যাস (ঘ) প্রবন্ধ

উত্তর: গ

২৯. বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাসের রচয়িতা কে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট বি (কলা ও মানববিদ্যা অনুষদ) অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১)।

(A) কাজী নজরুল ইসলাম (B) রবীন্দ্রনাথ ঠাকুর (C) বুদ্ধদেব বসু (D) রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

উত্তর: A

৩০. ‘আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে’- কোন লেখকের উক্তি? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট বি (কলা ও মানববিদ্যা অনুষদ) অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১)

(A) কাজী নজরুল ইসলাম (B) মােতাহের হােসেন চৌধুরী (C) প্রমথ চৌধুরী (D) রবীন্দ্রনাথ ঠাকুর।

উত্তর: A

৩১. কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? চিট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট বি (কলা ও মানববিদ্যা অনুষদ) অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১) (A) অগ্নি-বীণা

(B) প্রলয় শিখা (C) মহাশ্মশান (D) চক্রবাক

উত্তর: C

৩২. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারােগ্য ব্যাধিতে আক্রান্ত হন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি

অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১] ক. ৪২

খ. ৪৩ গ. ৪৪ ঘ. ৪৫

উত্তর: খ

৩৩. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে লেটুর দলে যােগ দেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১) ক. ১২

খ. ১৩ গ. ১৪ ঘ. ১৫

উত্তরঃ ক

৩৪. কত সালে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০

ক. ১৯৭৪ গ. ১৯৭৬

খ. ১৯৭৫ ঘ. ১৯৭৭

উত্তর: গ

৩৫. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১ ক. বিজলী

খ. মুসলেম ভারত গ. প্রবাসী ঘ. কালি কলম

উত্তর: ক

৩৬. নজরুলের ‘সাম্যবাদী’ কাব্যটির প্রকাশকাল- রাজশাহী বিশ্ববিদ্যালয়, অ-বিজ্ঞান (গ্রুপ-১)-২০-২১] ক. ১৯২৫

খ. ১৯২৮ গ. ১৯২৬ ঘ. ১৯২২

উত্তর: ক

৩৭. মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম’-কথাটি কে কোন রচনায় বলেছেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়, অ-ইউনিট

(গ্রুপ-১)-২০-২১] ক. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘মানুষের ধর্ম গ্রন্থে খ. কাজী নজরুল ইসলাম তাঁর ‘ধর্ম’ কবিতায় গ. কাজী নজরুল ইসলাম তাঁর ‘আমার পথ’ রচনায় ঘ. মুকুন্দরাম চক্রবর্তী তাঁর ‘চণ্ডীমঙ্গল’ কাব্যে।

উত্তর: গ

৩৮. রাজবন্দীর জবানবন্দী’ কে রচনা করেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়, অ-ইউনিট (গ্রুপ-১)-২০-২১ ক. সুকান্ত ভট্টাচার্য।

খ. আকুল ফজল গ. আবুল হােসেন।

ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তর: ঘ

৩৯. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানবিক বিভাগ, ইউনিট-(গ্রুপ

২) প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২০-২০২১) (ক) কল্লোল।

(খ) শিখা (গ) ধূমকেতু (ঘ) নবযুগ

উত্তর: গ

৪০. ‘বিষের বাঁশি’ কার রচনা? রাজশাহী বিশ্ববিদ্যালয়, এ-ইউনিট (গ্রুপ-৩)-২০-২১) ক. সৈয়দ শামসুল হক।

খ. কাজী নজরুল ইসলাম গ. হুমায়ূন আহমেদ।

ঘ. জসীমউদ্দীন

উত্তর: খ

৪১. ‘আমার পথ’ প্রবন্ধে কাজী নজরুল চিনতে বলেছেন কোন প্রয়ােজনে? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত ভর্তি পরীক্ষা -ইউনিট-B (মানবিক শাখা)-২১) ক. ভণ্ডামি দূর করতে

খ. স্বাধীন হওয়ার জন্য গ. মিথ্যাকে পরিহার করতে ঘ. দেশের উন্নতির লক্ষ্যে

উত্তর: খ

৪২. নিচের যেটি কাজী নজরুল ইসলামের প্রাপ্ত পুরস্কার বা উপাধি নয়- সমন্বিত ৭ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান

(সিনিয়র অফিসার)-২১) ক. পদ্মভূষণ

খ. জগত্তারিণী পদক গ. একুশে পদক ঘ. মুক্তিযুদ্ধ সম্মাননা পদক।

উত্তরঃ ঘ

৪৩. কাজী নজরুল ইস্লামের নামের সাথে জড়িত ‘ধুমকেতু’ কোন ধরনের প্রকাশনা? প্রবাসী কল্যাণ ব্যাংক

(সিনিয়র অফিসার)-২১) a. কবিতা।

  1. পত্রিকা c. উপন্যাস | d. ছােটগল্প

উত্তর: খ ব্যাখ্যাঃ ১৯২২ সালের ১২ আগস্ট কাজী নজরুল ইসলাম ‘ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকাটি সপ্তাহে দুইবার প্রকাশিত হত (অর্ধসাপ্তাহিক)। উল্লেখ্য, ধূমকেতুর ১৯২২ সালের ২৬ সেপ্টেম্বর তাঁর কবিতহা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হয়। এই রাজনৈতিক কবিতা প্রকাশের পর উক্ত সংখ্যা নিষিদ্ধ করা হয়।

৪৪. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? প্রিবাসী কল্যাণ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১ ক. শিউলিমালা

খ. বাঁধন-হারা গ. মৃত্যুক্ষুধা ঘ. কুহেলিকা

উত্তর: ক ব্যাখ্যা

বিখ্যাত গল্পগ্রন্থ ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। উপন্যাস

বাঁধন-হারা , মৃত্যুক্ষুধা, কুহেলিকা।

৪৫. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য নয়? (তথ্য ও যােগাযােগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রােগ্রামার –

২০২০) ক. সাম্যবাদী

খ. বিষের বাঁশি গ. কঙ্কাবতী ঘ. চক্রবাক

উত্তর: গ ব্যাখ্যা: বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবদের মধ্যে অন্যতম সাহিত্যিক বুদ্ধদেব বসুর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘কঙ্কাবতী’ (১৯৩৭)। এ কাব্যের কবিতাগুলির প্রধান বিষয় প্রেম। সাম্যবাদী, বিষের বাশি ও চক্রবাক কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ।

৪৬. কোনটি গল্পগ্রন্থ? জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১] ক. মধুমালা

খ. শেষ প্রশ্ন গ. শিউলিমালা

ঘ. বাঁধনহারা

উত্তর: গ

৪৭. “ঐ নূতনের কেতন ওড়ে কাল-বৈশাখির ঝড়” চরণটি কোন কবিতার? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর; উপ

সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)-২১) ক. প্রলয়ােল্লাস

খ. বিদ্রোহী গ. ধূমকেতু ঘ. আগমনী

উত্তরঃ ক

 

bangladikpal logo favicon
Nihalbdc