ডিসি অফিস, নওগাঁতে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ বা ডিসি অফিস, নওগাঁতে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি| জনপ্রশাসন মন্ত্রণালয়, উদ্বৃত্ত কর্মচারী শাখার ০৮ জুন ২০২১ তারিখের ০৫.০০.০০০০.১৬৬.১১.০০৩.২১-১২৫ নং স্মারকের প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে ডিসি অফিস, নওগাঁতে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ এর অধীন (সাধারণ প্রশাসন) নিম্ন বর্ণিত পদ সমূহে ২০১৫ সনের জাতীয় বেতন স্কেলে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত শর্ত সাপেক্ষে নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে Online-এ দরখাস্ত আহবান করা যাচ্ছে। ডিসি অফিস, নওগাঁতে সর্বমোট ৭৬ জন নিয়োগের নিমিত্তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। [ads1]

ডিসি অফিস, নওগাঁতে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
ডিসি অফিস, নওগাঁতে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
[ads1]

ডিসি অফিস, নওগাঁতে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নামঃ 

  • অফিস সহায়ক- ১৫ জন
  • নিরাপত্তা প্রহরী- ৩৪ জন
  • মালি-০৩ জন
  • পরিচ্ছন্নতাকর্মী- ২০ জন 
  • বেয়ারার- ০৩ জন
  • সহকারী বাবুর্চি- ০১ জন

ক্রমিক নং

পদের নাম

শিক্ষাগত যোগ্যতা

বেতন স্কেল

পদের সংখ্যা

০১

অফিস সহায়ক

কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

 

৮২৫০-২০০১০/-

১৫ টি

০২

নিরাপত্তা প্রহরী

ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

খ) সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

 

৮২৫০-২০০১০/-

৩৪ টি

০৩

মালি

কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

 

৮২৫০-২০০১০/-

০৩ টি

০৪

পরিচ্ছন্নতাকর্মী

 কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের  পরীক্ষায় উত্তীর্ণ।

 

৮২৫০-২০০১০/-

২০ টি

০৫

বেয়ারার

 কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

 

৮২৫০-২০০১০/-

০৩ টি

০৬

সহকারী বাবুর্চি

ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট  বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

খ) রান্নার কাজে অন্যূন ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

৮২৫০-২০০১০/-

০১ টি

ডিসি অফিস, নওগাঁতে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শর্তাবলি:

[ads1]

১. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে

২. প্রার্থীর বয়স  ১২/০৮/২০২১ তারিখে অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে হতে হবেবীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক  প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্যবয়স নিরূপণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়

৩. বিভাগীয় (চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য) প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবেসকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবেচাকরিরত প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবেনা

৪. আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবেএ বিষয়ে কোন আপত্তি উথ্থাপন করা যাবে না

৫. কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা  নিয়োগ সংক্রান্ত অন্যান্য সরকারি বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে

৬. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন

৭. প্রার্থীদের লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না

অনলাইনে  ডিসি অফিস, নওগাঁতে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে বা আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি/ শর্তাবলি:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dcnaogaon.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেনআবেদনের সময়সীমা নিম্নরূপ:

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ১২/০৮/২০২১ সকাল ১০.০০ টা
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১৫/০৯/২০২১ খ্রি. রাত ১১.৫৯ টা
iii. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে যেকোন teletalk Pre-paid মোবাইল নম্বর হতে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেনছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে

গ. Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র জমাদানের পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং  মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন

ঙ. ডিসি অফিস, নওগাঁতে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবেনির্ভুলভাবে আবেদনপত্র Submit হলে প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন।  উক্ত Applicant’s copy প্রার্থী রঙ্গিন প্রিন্ট অথবা সংগ্রহ করে সংরক্ষণ করবেনApplicant’s copy –তে একটি User ID থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন teletalk Pre-paid মোবাইল নম্বর হতে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৫০.০০ (পঞ্চাশ) টাকা ও teletalk এর SMS সার্ভিস চার্জ বাবদ ৬.০০ (ছয়) টাকা মোট ৫৬.০০ (ছাপ্পান্ন) টাকা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না

ডিসি অফিস, নওগাঁতে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে যাবতীয় নিয়মাবলী :

প্রথম SMS: dcnaogaon[space]User ID লিখে send করতে হবে 16222 নম্বরে

Example: dcnaogaon [space]ABCDEF send to 16222

Reply: Applicant’s Name Tk. 56/-Will be Charged as application fee, Your PIN 12345678. To pay fee Type dcnaogaon [space]YES[space]PIN and send to 16222.

দ্বিতীয় SMS: dcnaogaon [space]YES[space]PIN লিখে send করতে হবে 16222 নম্বরে

Example: dcnaogaon  YES 12345678 send to 16222

Reply: Congratulation Application’s Name payment completed successfully for DCNAOGAON Application for ×××××××××× User ID is (ABCDEF) and Password (××××××××××).

দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি এসএমএস-এ Password পাবেন

চ. SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যৎ প্রয়োজনের নিমিত্ত সংরক্ষণ করতে হবে

ছ. SMS-এ প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র সংগ্রহ পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নেবেনপ্রার্থীর প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে  মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে

জ. Online আবেদন পত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়

ঝ. প্রবেশপত্র  প্রদানের বিষয়টি http://dcnaogaon.teletalk.com.bd অথবা জেলা প্রশাসকের কার্যালয়,  নওগাঁ’ www.naogaon.gov.bd তথ্য বাতায়নে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে

শুধু teletalk Pre-paid মোবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন

(i) User ID জানা থাকলে: dcnaogaon[space]Help[space]User[space]User ID send to 16222.

Example: dcnaogaon  Help User ABCDEF & Send to 16222.

(ii) PIN জানা থাকলে: dcnaogaon [space]Help[space]PIN[space]PIN NO & send to 16222.

Example: dcnaogaon  Help PIN 12345678 & Send to 16222.

ঞ. Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে, যেকোন টেলিটক মোবাইল নম্বর থেকে ১২১ এ কল করুনএছাড়াও vas.query@teletalk.com.bd এই ই-মেইলে যোগাযোগ করা যাবে

০৯.  ডিসি অফিস, নওগাঁতে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতেপ্রার্থীর যোগ্যতা যাচাই:

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে তাঁর প্রার্থীতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেনমৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নম্বর ক-চ) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে (মুক্তিযোদ্ধা সনদের ক্ষেত্রে দুটি) সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে

ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদসহ)

খ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ

গ) কোটার স্বপক্ষে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্রঃ যেমন-

১. বীরমুক্তিযোদ্ধা/শহিদ বীরমুক্তিযোদ্ধা পুত্র/কন্যা অথবা পুত্র/কন্যাদের পুত্র/কন্যা হিসেবে চাকরি প্রার্থীকে আবেদন পত্রের সাথে বীরমুক্তিযোদ্ধা/শহিদ বীরমুক্তিযোদ্ধা পিতা/মাতা পিতামহ/পিতামহি মাতামহ/মাতামহির মুক্তিযোদ্ধার সার্টিফিকেট (যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত কপি) সংযুক্ত করতে হবে। এছাড়া সরকারি গেজেট/মুক্তিবার্তায় প্রকাশিত উক্ত বীরমুক্তিযোদ্ধার নাম ও পরিচয় সম্বলিত তথ্যাদির কপিও দাখিল করতে হবে।

২. প্রতিবন্ধীদের ক্ষেত্রে উপপরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তর, নওগাঁএর নিকট থেকে তালিকাভুক্তির সনদ পত্রের কপি, এতিমখানার নিবাসীদের ক্ষেত্রে এতিমখানার তত্ত্বাবধায়কের নিকট থেকে প্রত্যয়ন পত্রের কপি, আনসার ও ভিডিপির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত ন্যূনতম ২১ দিনের মৌলিক প্রশিক্ষণের সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

৩. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদ

৪.  জাত হরিজনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাত হরিজন সনদ

ঘ) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s copy)

ঙ) পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের কপি

চ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। সনদ প্রদানকারী কর্মকর্তার নাম ও পদবিসহ সীল থাকতে হবে।

ছ) চাহিত সকল প্রকার সনদপত্র সত্যায়নকারী কর্মকর্তার নাম ও পদবিসহ সীল থাকতে হবে।

১০.  নিয়োগ সংক্রান্ত যেকোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।  

 

(মোঃ হারুন-অর-রশীদ)

জেলা প্রশাসক

নওগাঁ

সভাপতি

জেলা নিয়োগ কমিটি

 

ডিসি অফিস, নওগাঁতে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১। অফিস সহায়ক,নিরাপত্তা প্রহরী, মালি, পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

 

bangladikpal logo favicon
Nihalbdc

Read More :   মেগা সার্কুলার ২০২১ কারিগরী শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি