৪৫ তম বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট যা বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি এর জন্য পারফেক্ট হিসেবে কাজ করবে। এখানে ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট পাবেন যা ফলো করলে প্রিলিমিনারির প্রস্তুতি ভালভাবে নিতে পারবেন।
[ads1]
[ads1]
৪৫ তম বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট
বাংলা এর জন্য ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট
[ads1]
- বাংলা সাহিত্য: বাংলা সাহিত্য ও ব্যাকরণের জন্য MP3 (জর্জ সিরিজ) এবং অগ্রদূত বাংলা (মফিজুল ইসলাম মিলন) এর মধ্যে যেকোন একটা অনুসরণ করলে চলবে। তবে বর্তমান প্রেক্ষাপটে মফিজুল ইসলাম মিলনের অগ্রদূত বাংলা বইটি বাজারের সেরা হিসেবে পরিচিত। কারণ এই বইয়ে বিভিন্ন অধ্যায়ের টপিকভিত্তিক আলোচনান্তে এমসিকিউ প্রশ্নোত্তর সন্নিবেস করা আছে। তবে mp3 বইও কম না। তাই ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট এর বাংলা বিষয়ের সবচেয়ে ভাল বই হচ্ছে অগ্রদূত বাংলা এবং mp3.
- বাংলা ব্যাকরণ: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট এর বাংলা ব্যাকরণের সবচেয়ে ভাল বই হলো ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ বই। ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ বই পড়লে সরকারি যেকোন চাকরির বাংলা ব্যাকরণ পার্ট নিয়ে চিন্তা করতে হবেনা। দেখা যায় যে, বাংলা ব্যাকরণের অধিকাংশ প্রশ্ন ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ বই থেকেই আসে। তাই আপনি যদি ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ বই পড়ে শেষ করতে পারেন তাহলে ৯০% কমন পাবেন আশা করি।
ইংরেজি এর জন্য বিসিএস প্রস্তুতির জন্য সেরা বই
[ads1]
- গ্রামারঃ আমার মতে ইংরেজি এর জন্য বিসিএস প্রস্তুতির জন্য সেরা বই বেশ কয়েকটি বই হলো যারা গ্রামার এ দূর্বল তাদের জন্য A Passage to the English Language (Zakir Hossain) এবং যারা গ্রামার মোটামুটি ভালোই পারেন তাদের জন্য Master by Jahangir Alam. এই দুটি গ্রামার বই সিলেবাস ধরে ধরে গ্রামার অংশ চর্চা করার জন্য। A Passage to the English Language বইটি ব্যাসিক থেকে এডভান্স লেভেন পর্যন্ত তাই যারা গ্রামারে দুর্বল এই বইটি অধ্যয়ন করলে গ্রামারে উন্নতি লাভ করা সম্ভব। অন্যদিকে Master বইটি ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট এর ইংরেজি বিষয়ে প্রস্তুতির জন্য সেরা বই। এই বইয়ে টপিকভিত্তিক অধ্যায় শেষে অনেক এমসিকিউ প্রশ্ন রয়েছে যা ফলো করলে যেকোন পরীক্ষায় সেখান থেকেই প্রশ্ন আসে।
- ইংরেজি সাহিত্যঃ ইংরেজি সাহিত্যের জন্য Sharif Hossain Chowdhury এর A handbook on English Literature বইটি ৪৫ তম বিসিএস প্রিলিমিনারির জন্য সবচেয়ে সেরা বই। তবে আমার Miracle’s English literature নামে আরো একটি পছন্দের বই রয়েছে যা আমি ইংরেজি সাহিত্য চর্চার জন্য ব্যবহার করেছি। আরো একটা কথা না বললেই নয় আর তা হলো ইংরেজি সাহিত্যে ভাল মার্কস পেতে হলে আপনাকে ইংরেজি বিষয়ে অনার্স বা মাস্টার্স করতে হবে নতুবা ইংরেজি সাহিত্যের ভিতরের বিষয়গুলো জানতে পারবেন না। তাই Sharif Hossain Chowdhury এর A handbook on English Literature বইয়ে অতি সংক্ষেপে ইংরেজি সাহিত্যের উপর আলোপপাত করা হয়েছে।
- Vocabulary: বিসিএস প্রিলিমিনারির জন্য যেহেতু এক থেকে দুইটা vocabulary আসা দেখা যাচ্ছে তাই vocabulary এর জন্য Word smart বা Saifur’s competitive vocabulary যে কোন একটি বই ভোকাবুলারি অনুশীলন করার জন্য পড়তে পারেন।
গণিত বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি
[ads1]
- বাজারের বইঃ গণিতের জন্য আমার কাছে ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট এর সবচেয়ে ভাল বই হয়েছে খাইরুলস ব্যাসিক ম্যাথ বা ওরাকল প্রিলিমিনারি গণিত বই খুব একটা খারাপ না। তবে আমার কাছে সবচেয়ে ভাল বই মনে হয়েছে খাইরুলস ব্যাসিক ম্যাথ। কারণ এ বইয়ে হাতে কলমে প্রতিটি গণিত শেখানো হয়েছে। যারা গণিতে দুর্বল তারা এই বই অধ্যয়ন করতে পারে। এখানে ব্যাসিক ম্যাথ থেকে শুরু করে বিসিএস লিখিত পরীক্ষার উপর ভালভাবে ফোকাস করে উপস্থাপন করা হয়েছে। আবার বাংলা ও ইংরেজি ভার্সনে গণিত দুর্বলতার এন্টিবায়োটিক হিসেবে কাজ করবে প্রফেসরস গণিত স্পেশাল। জনপ্রিয়তার শীর্ষে থাকা সর্বকালের সেরা গণিত বইয়ের তালিকায় আছে এ বইটি। অন্যদিকে বর্তমান বাজারে “প্রচারেই প্রসার” এর উপর ভিত্তি করে দ্বিতীয় অবস্থানে আছে Math Tutor by kabial Noor এর গণিত বইটি। বইটি সাধারণত ফেসবুক গ্রুপ থেকে এর জনপ্রিয়তা পেয়েছে। তবে গুরুত্বের দিক থেকে বইটি অন্যান্য বইয়ের সাথে সমান সমান প্রতিযোগিতায় তাল মিলিয়ে চলছে।
- বোর্ড বইঃ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কে না ভাল করতে চায় তাই যারা গণিতে ভালো এবং লিখিত পরীক্ষায় এগিয়ে থাকতে চান তারা উপরের গণিত বইয়ের সাথে সিলেবাস ধরে ধরে ৯ম-১০ম শ্রেণির সাধারণ ও উচ্চতর গণিত বই ভাল করে পড়বেন। মনে রাখবেন বাজারের বই থেকে সবচেয়ে ভাল বই হলো বোর্ডের বই অধ্যয়ন করা।
বাংলাদেশ বিষয়াবলীর বিসিএস প্রিলিমিনারি বই pdf
[ads1]
- ব্যাসিক অধ্যয়নঃ বাংলাদেশ বিষয়াবলীর বিসিএস প্রিলিমিনারি বই pdf এর জন্য বাজারের সবচেয়ে সেরা বই হলো জর্জ এর mp3 বই। “দামে কম মানে ভাল” এই নিয়মে চলে mp3 সিরিজের বইগুলো। এসব বইয়ে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী অনেক গোছানো থাকে। সাধারণত বাংলাদেশ বিষয়াবলী থেকে ব্যাসিক প্রশ্নগুলোই বেশি আসা দেখা যায়। কারণ, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণ জ্ঞানের যত ব্যাসিক ভাল পড়বেন তত ভাল ফল পাবেন। আবার এই অধ্যায় ভিত্তিক ছোট ছোট সাজানো তথ্যের উপর ভিত্তি করে উপস্থাপন করা হয়েছে। যদি চান তাহলে mp3 বাংলাদেশ বিষয়াবলী কে শর্টকাট হিসেবেও ব্যবহার করতে পারেন। তাই ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট এর তালিকায় বাংলাদেশ বিষয়াবলীতে mp3 ই হলো একটি উতকৃষ্টমানের বই।
- সাম্প্রতিক সাধারণ জ্ঞানঃ কেউ যদি MP3 ভালো করে পড়ে তাহলে সাম্প্রতিক সাধারণ জ্ঞান না পড়লেও চলবে। কারণ, সাম্প্রতিক প্রশ্নোত্তরের কোনো ধরাবাধা নিয়ম নেই। সাম্প্রতিক বিষয় যেমন বর্তমান সরকারের যাবতীয় কার্যাবলী, হট বা ট্রেন্ডিং খবর, বিদেশীদের বাংলাদেশ সফর ইত্যাদি বিষয় সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত। তবে প্রতিদিন পত্রিকা এবং টিভির খবর দেখলেই যে কেউ সাম্প্রতিক সাধারণ জ্ঞানে 90% মার্ক পেতে পারে। যেকোন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবার পূর্বে বা এক বা দেড় মাস পূর্বে বাজারে বের হতে দেখা যায় যে সাম্প্রতিক প্রশ্নোত্তরের উপর বিভিন্ন ধরনের বই। উল্লেখযোগ্য কিছু বই হলো রিসেন্ট ভিউ, আলাল’স জিকে চার্টার থেকে সাম্প্রতিক তথ্যাবলী সংক্রান্ত প্রশ্নোত্তরই পড়াই হলো সাম্প্রতিক প্রশ্নোত্তরের জন্য সেরা প্রস্তুতি।
আন্তর্জাতিক এর জন্য বিসিএস প্রিলিমিনারি এনালাইসিস
- আন্তর্জাতিক এর জন্য বিসিএস প্রিলিমিনারি এনালাইসিস করব এখানে তাই MP3 সিরিজের সকল বই সেরা আমার কাছে। এখানে আন্তুর্জাতিক বিষয়াবলীর জন্য নাঈম হোসেন এর বেসিক ভিউ বই থেকে পড়ে নিতে পারেন। অথবা বাংলাদেশ বিষয়াবলীর জন্য যে বই এবং নির্দেশনা দিলাম সেগুলো ফলো করলেই ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট হিসেবে কাজ করবে।
- সাম্প্রতিক সাধারণ জ্ঞানঃ কেউ যদি MP3 ভালো করে পড়ে তাহলে সাম্প্রতিক সাধারণ জ্ঞান না পড়লেও চলবে। কারণ, সাম্প্রতিক প্রশ্নোত্তরের কোনো ধরাবাধা নিয়ম নেই। সাম্প্রতিক বিষয় যেমন বর্তমান সরকারের যাবতীয় কার্যাবলী, হট বা ট্রেন্ডিং খবর, বিদেশীদের বাংলাদেশ সফর ইত্যাদি বিষয় সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত। তবে প্রতিদিন পত্রিকা এবং টিভির খবর দেখলেই যে কেউ সাম্প্রতিক সাধারণ জ্ঞানে 90% মার্ক পেতে পারে। যেকোন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবার পূর্বে বা এক বা দেড় মাস পূর্বে বাজারে বের হতে দেখা যায় যে সাম্প্রতিক প্রশ্নোত্তরের উপর বিভিন্ন ধরনের বই। উল্লেখযোগ্য কিছু বই হলো রিসেন্ট ভিউ, আলাল’স জিকে চার্টার থেকে সাম্প্রতিক তথ্যাবলী সংক্রান্ত প্রশ্নোত্তরই পড়াই হলো সাম্প্রতিক প্রশ্নোত্তরের জন্য সেরা প্রস্তুতি।
মানসিক দক্ষতার বিসিএস প্রিলিমিনারি বই pdf
[ads1]
- মানসিক দক্ষতার জন্য ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট হিসেবে প্রথম বই সাজেস্ট করব Assurance এর মানসিক দক্ষতার লিখিত বই। আমার মতে Assurance এর মানসিক দক্ষতার লিখিত বই অধ্যয়ন করলে অন্য কোনো বই মানসিক দক্ষতার জন্য পড়তে হবেনা। আসলে মানসিক দক্ষতার জন্য প্রশ্নগুলি বুঝে বুঝে পড়া উচিত। এখানে সাধারণ জ্ঞানই বেশি কাজ করে। নিজের উপর আত্নবিশ্বাস থাকলে মানসিক দক্ষতার উত্তর করা অনেক সহজ হবে। মানসিক দক্ষতার জন্য Assurance ই হলো বিসিএস প্রস্তুতির জন্য সেরা বই।
বিজ্ঞানের জন্য বিসিএস প্রস্তুতির জন্য সেরা বই
- ওরাকলঃ অনেকের মতে বিজ্ঞানের জন্য বিসিএস প্রস্তুতির জন্য সেরা বই হলো ওরাকলের প্রিলিমিনারি বিজ্ঞান। রাকলের প্রিলিমিনারি বিজ্ঞান বই দৈনন্দিন সাধারণ বিজ্ঞান অংশ চর্চার জন্য পরিপূর্ন একটা সেরা বই হিসেবে পরিচিত।
- ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞানঃ ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বইই হতে পারে ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট এর সেরা বই। যা অধ্যয়ন করলে বিসিএস প্রিলিমিনারির বিজ্ঞান অংশে পরিপূর্ণ মার্ক পাওয়া সম্ভব। এ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই রিডিং পড়লেই ভাল মার্ক পেতে পারেন। তবে শুধু পড়লেই হবেনা সেটার রিভিশন দিতে হবে বারবার।
কম্পিউটার বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রিলিমিনারি বই
- Easy computer: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রিলিমিনারি বই সবচেয়ে সেরা বইয়ের তালিকার মধ্যে একটি বই হলো Easy computer নামের বইটি। আপনি যদি কম্পিউটার অংশে ফুল মার্ক পেতে চান তাহলে easy computer বই পড়ে শেষ করুন।
- বোর্ড বইঃ একাদশ- দ্বাদশ শ্রেণির মুজিবুর রহমান এর আইসিটি বইটি পড়ার অনুরোধ রইল। কারণ বোর্ড বই থেকে প্রতি এক্সামে প্রশ্ন আসবেই। তাই সবার আগে বোর্ড ব পড়ুন।
ভূগোলের জন্য ৪৫ তম বিসিএস প্রিলিমিনারির বুক লিস্ট
- ৯ম-১০ম শ্রেণীর ভূগোলঃ ভূগোলের জন্য ৪৫ তম বিসিএস প্রিলিমিনারির বুক লিস্ট হলো ৯ম-১০ম শ্রেণীর ভূগোল ফুল রিডিং পড়লেই ভূগোলে ভাল ফল পাবেন। যদি পারেন নাইম হোসেন এর বেসিক ভিউ অংশ থেকে ভূগোল অংশ শুধু পড়তে পারেন।
নৈতিকতার জন্য বিসিএস প্রিলি বইঃ
- নৈতিকতার জন্য বিসিএস প্রিলি বই হলো নাইম হোসেনের বেসিক ভিউ বই থেকে নৈতিকতা অংশ পড়লেই চলবে। আর কিছু পড়তে হবেনা। এর উপর মডেল টেস্ট দিবেন। বারবার চর্চা করবেন তাহলেই কমন পাবেন ইনশাআল্লাহ।