ধন্যবাদ আপনার অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আজকের পোষ্টে ৪৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ (আপডেট) দেওয়ার সর্বোচ্চ শ্রেষ্ঠা করবো পোষ্টটি শুরু হতে শেষ অবধি পড়ার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।

৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান
এখানে ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান যেমন বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী), কম্পিউটার, ভূগোল, সুশাসন ও নৈতিকতা, সাধারণ বিজ্ঞান বিষয়ে আলোচনা করছি।
৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান বাংলা
৪৪ বিসিএস প্রশ্ন সমাধান বাংলার জন্য আমার এই ব্লগে বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য পোস্ট করা আছে, দেখে আসতে পারেন। তাই আজকে অনুষ্ঠিত ৪৪ বিসিএস প্রশ্ন উত্তর বাংলা সেট ২ এর জন্য এখানে বিস্তারিত আলোচনা করা হলো।
[ads1]
৩৬. ‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ
ক. অমাবস্যা
খ. গলাধাক্কা দেওয়া
গ. কাছে টানা
ঘ. কাস্তে
উ. খ
Explanation; উদাহরণঃ লােকটি টাকা ফেরত চাইতে এসেছিল। কিন্তু দোকান থেলে তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করা হলাে।
৩৭. ‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. পর্তুগিজ গ. গুজরাটি
খ. হিন্দি
ঘ. ফরাসি
উঃ গ
Explanation; খদ্দর, খাদি, গরবা, হরতাল, চাদর ইত্যাদি গুজরাটি ভাষা থেকে এসেছে।
৩৮. কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ?
ক. জানিবার ইচ্ছা
খ. জয় করিবার ইচ্ছা
গ. হনন করিবার ইচ্ছা
ঘ. যুদ্ধ করিবার ইচ্ছা
উঃ খ
Explanation; অপশনে থাকা জানবার ইচ্ছা-এর এক কথায় প্রকাশ হলাে ‘জিজ্ঞাসা’। যুদ্ধ করার ইচ্ছা হচ্ছে। ‘যুযুৎসু’ এবং হনন করার ইচ্ছা হচ্ছে ‘জিঘাংসা’।
৩৯. নিচের কোনটি তৎসম শব্দ?
ক. পছন্দ
খ. হিসাব
গ. ধূলি
ঘ. শৌখিন
উ. গ
Explanation; পছন্দ, শৌখিন এই দুইটি বিদেশী শব্দ। এখানে সঠিক উত্তর ধূলি।
৪০. নিচের কোনটি বাংলা ‘ধাতু’র দৃষ্টান্ত?
ক. কহ্
খ. কথ
গ. বুধ
ঘ. গঠ
উঃ ক
Explanation; বাংলা ভাষার ধাতুগুলােকে ২০টি আদি গণে ভাগ করা হয়, যাদের মধ্যে একটি হলাে কহ আদিগণ।
৪১. ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল
ক. বর্ণবাদের পুনরুত্থান খ. রাষ্ট্রবিপ্লব
গ. চিন্তাবিপ্লব
ঘ. অভিবাসন বিপ্লব
উঃ গ
Explanation: ইসলাম ও সুফিবাদের প্রভাবে ভারতবর্ষে চিন্তাবিপ্লব ঘটেছিলাে। অপ্রচলিত প্রশ্নের ক্ষেত্রে Rules of Elimination ব্যবহার করা যেতে পারে।
[ads1]
৪২. শুদ্ধ বানান কোনটি?
ক. মুমুর্ষু
খ. মূমুর্ষু
গ. মুমূর্ষু
ঘ. মূমূর্ষু
উ. গ
Explanation: বহুল প্রচলিত প্রশ্ন। কেবল মাঝের মতে ঊ-কার হবে। রেফ হবে ষ-এর ওপর।
৪৩. ‘ইতরবিশেষ’ বলতে বোঝায়
ক. দুর্বৃত্ত গ. পার্থক্য
খ. চালাকি
ঘ. অপদার্থ
উ. গ
Explanation; বাক্যে প্রয়ােগঃ ছেলে ও মেয়ে শিশুর মধ্যে ইতর বিশেষ করে না এই সমাজ।
৪৪. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
ক. গো+অক্ষ = গবাক্ষ খ. পৌ+অক = পাবক
গ. বি+অঙ্গ = বঙ্গ ঘ. যতি+ইন্দ্ৰ = যতীন্দ্র
উ. ক
Explanation; গবাক্ষ, মার্তন্ড, শুদ্ধোদন, অন্যান্য, প্রৌড়, কুলটা নিপাতনে সিদ্ধ সন্ধি।
৪৫. নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
ক. আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই। খ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
গ. তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল।
ঘ. সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
উ. গ
Explanation; অপশনের বাকিগুলাের ক্ষেত্রে সাতে সতেরাে নয়, সাতে পাঁচে হবে। স্বপরিবার নয়, সপরিবার হবে।
৪৬. নিচের কোনটি যৌগিক বাক্য?
ক. দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
খ. তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন। গ. মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
ঘ. ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
উ. ঘ
Explanation; এবং, অথবা, তবে, কিন্তু ইত্যাদি থাকলে বাক্য যৌগিক হয়।
৪৭. ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়ের দৃষ্টান্ত?
খ. কবাট
ক. রতন গ. পিচাশ
ঘ. মুলুক
উ. গ
Explanation; শব্দের ভিতর দুটি ধ্বনি বা বর্ণ যখন নিজেদের মধ্যে স্থান বিনিময় করে, তখন তাকে বলে বর্ণবিপর্যয়। এখানে মূল শব্দ পিশাচ এর মধ্যে চ এবং শ স্থান পরিবর্তন করেছে। অন্যদিকে কপাট> কবাট হলাে ব্যাঞ্জন বিকৃটি।
৪৮. নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?
ক. বহ্নি
খ. আবীর
গ. বায়ুসখা
ঘ. বৈশ্বানর
উ. খ
Explanation; আবীর শব্দের অর্থ লাল বা রক্তবর্ণ।
৪৯. দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা। এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?
ক. অপহূতি
থ, যমক
গ. অর্থোন্নতি ঘ. অভিযোজন
উ. ক
Explanation: এটি একটি অপ্রচলিত প্রশ্ন। একটি উপমেয়কে অস্বীকার করে, সেখানে অন্য একটিকে প্রতিষ্ঠা। করা হয় তাহলে অপহ্নতি অলংকার হয়। এখানে জল কে অস্বীকার করে অশ্রুধারা প্রতিষ্ঠা করা হয়েছে।
৫০. ‘যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত?
ক. অব্যয়ীভাব
খ. কর্মধারয়
গ. বহুব্রীহি
ঘ. দ্বন্দ্ব
উ. ক
Explanation; রীতিকে অতিক্রম না করে যথারীতি। অব্যয়ীভাব সমাস।
৫১. ‘মৃত্তিকা দিয়ে তৈরি’- কথাটি সংকোচন করলে হবে
ক. তন্ময়
খ. মন্বয়
গ. মৃন্ময়
ঘ. চিন্ময়
উ. গ
Explanation; অপশনের মধ্যে মন্ময় অর্থ মানসিক এবং তন্ময় মগ্ন বা মনােনিবেশ করা। চিন্ময় অর্থ চৈতন্যস্বরূপ বা জ্ঞানময়।
৫২. ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী? ক. জগন্নাথ
খ. বিষ্ণু
গ. প্রজাপতি
ঘ. শিব
উঃ ঘ
Explanation; চন্ডী শিবের স্ত্রী। তাঁর অপর নাম পার্বতী।
৫৩. ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
ক. নেপালের রাজদরবার থেকে খ. গোয়ালঘর থেকে গ. পাঠশালা থেকে
ঘ. কান্তজীর মন্দির থেকে
উ. খ
Explanation: ১৯০৯ খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখােপাধ্যায়ের গােয়ালঘরের মাচার ওপর থেকে এই কাব্যের খণ্ডিত পুথিটি আবিষ্কার করেন। ১৯১৬ খ্রিস্টাব্দে তাঁরই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুথিটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
৫৪. বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
ক. হিন্দি
খ. গুজরাটি
গ. মারাঠি ঘ. মৈথিলি
উ. ঘ
Explanation: মিথিলার রাজকবি বিদ্যাপতি তাঁর সাহিত্যে ব্রজবুলি নামের কৃত্রিম সাহিত্য ভাষা ব্যবহার করেছেন, যা মূলত মৈথিলী, বাংলা ও হিন্দির সংমিশ্রন।
৫৫. ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে।’- এই মনোবাঞ্ছাটি কার?
ক. ভবানন্দের
খ. ভাঁড়দত্তের
গ. ঈশ্বরী পাটনীর
ঘ. ফুল্লরার
উ. গ
Explanation; অন্নদামঙ্গল কাব্যের চরিত্র মাঝি ঈশ্বরী পাটনী দেবী অন্নদাকে উদ্দেশ্য করে এই কথা বলেন।
৫৬. নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না?
ক. কাজী আবদুল ওদুদ খ. এস ওয়াজেদ আলি
গ. আবুল ফজল
ঘ. আবদুল কাদির
উঃ খ
Explanation; মুসলিম সাহিত্য সমাজের নেতৃত্বে প্রতিষ্ঠিত বুদ্ধির মুক্তি আন্দোলনের অগ্রভাগে ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হুসেন, আবুল ফজল, আবদুল কাদির, কাজী মােতাহার হােসেন প্রমুখ। অন্যদিকে এস। ওয়াজেদ আলী ছিলেন বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি।
৫৭. নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক
ঐতিহ্যভাবনার ধারক?
ক. বিষের বাঁশী
খ. অগ্নিবীণা
গ. সিন্ধু-হিন্দোল
ঘ. চক্রবাক
উ. খ
Explanation; অগ্নিবীণা ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মােট বারােটি কবিতা আছে। কাব্যগ্রন্থটিতে বিপ্লবী ধারার পাশাপাশি মুসলিম ও হিন্দু ঐতিহ্য, মিথ ও ইতিহাসের অনেক উপাধান ব্যবহার করা হয়েছে।
৫৮. নিচের কোনটি বিশ শতকের পত্রিকা? ক. শনিবারের চিঠি
খ. বঙ্গদর্শন
গ. তত্ত্ববোধিনী
ঘ. সংবাদ প্রভাকর
উঃ ক
Explanation; ১৯২৪ সাল থেকে শনিবারের চিঠি প্রকাশিত শুরু হয়। এর প্রাণপুরুষ ছিলেন কবি-সাহিত্যিক সজনীকান্ত দাস। অন্যদিকে তত্ত্ববােধিনী ও বঙ্গদর্শন ঊনবিংশ শতাব্দীর এবং সম্বাদ প্রভাকর অষ্টাদশ শতাব্দীর পত্রিকা।
৫৯. নিচের কোনটি উপন্যাস নয়?
ক. দিবারাত্রির কাব্য
খ. শেষের কবিতা
গ. পল্লীসমাজ
ঘ. কবিতার কথা
উঃ ঘ
Explanation; কবিতার কথা কবি জীবনানন্দ দাশের প্রথম প্রবন্ধগ্রন্থ, যা তার মৃত্যুর পর প্রথম প্রকাশিত হয়েছিল।
৬০. ‘বাঙালী ও বাঙলা সাহিত্য’ গ্রন্থ কে রচনা করেছেন?
ক. দীনেশচন্দ্র সেন
খ. গোপাল হালদার
গ. আহমদ শরীফ
ঘ. সুকুমার সেন
উঃ গ
Explanation; বাউলতত্ত্ব, দর্শনচিন্তা, মধ্যযুগের বাঙলা সাহিত্য, বাঙালীর চিন্তা চেতনার বিবর্তনধারা- তাঁর কয়েকটি উল্লেখযােগ্য গ্রন্থ।
৬১. ‘মনোরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?
ক. কৃষ্ণকান্তের গ. মৃণালিনী
উইল খ. দুর্গেশনন্দিনী
ঘ. বিষবৃক্ষ
উ. গ
Explanation; মৃণালিনী সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় উপন্যাস। প্রকাশকাল ১৮৬৯। বইটি উৎসর্গ করেছিলেন বন্ধু তথা বিশিষ্ট নাট্যকার দীনবন্ধু মিত্রকে। মৃণালিনী, মেহচন্দ্র, মাধবাচার্য, মনােরমা এই উপন্যাসের চরিত্র।
৬২. ‘ব্যক্ত প্রেম’ ও ‘গুপ্ত প্রেম’ কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন
কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. খেয়া
খ. মানসী
গ. কল্পনা
ঘ. সোনার তরী
উ. খ
Explanation; ১৮৯০ সালে প্রকাশিত মানসীকে রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব হিসেবে বিবেচনা করা হয়।
[ads1]
৬৩. ‘অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?
ক. নষ্টনীড়
খ. নামঞ্জুর গল্প
গ. রবিবার
ঘ. ল্যাবরেটরি
উ. গ
Explanation; ছােটগল্প রবিবারের মূল চরিত্র অভীক ও বিভা। এর মূল উপজীব্য ধর্মদর্শন।
৬৪. ‘সকলের তরে সকলে আমরা / প্রত্যেকে আমরা পরের তরে।’- কার রচিত পক্তি?
ক. ইসমাইল হোসেন সিরাজী
খ. রজনীকান্ত সেন
গ. কামিনী রায়
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উ. গ
Explanation; কামিনী রায় ব্রিটিশ ভারতের প্রথম মহিলা কবি।
৬৫. ‘খোকা’ ও ‘রঞ্জু’ মাহমুদুল হক এর কোন উপন্যাসের
চরিত্র? ক. কালো বরফ
খ. খেলাঘর
গ. অনুর পাঠশালা
ঘ. জীবন আমার বোন
উ. ঘ
Explanation; ১৯৭৬ সালে প্রকাশিত এই উপন্যাস বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ঘিরে রচিত হয়েছে।
৬৬. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
ক. কবর
খ. বহিপীর
গ. পায়ের আওয়াজ পাওয়া যায়। ঘ. ওরা কদম আলী
উঃ খ
Explanation; সৈয়দ ওয়ালীউল্লাহ ‘বহিপীর’, ‘তরঙ্গভঙ্গ’, ‘সুড়ঙ্গ’ ও ‘উজানে মৃত্যু’ নামে ৪টি নাটক লিখেছেন।
৬৭. মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি
ক. মহাকাব্য
খ. ইতিহাস গ্রন্থ
গ. উপন্যাস ঘ. ইতিহাস আশ্রিত জীবনীগ্রন্থ
উঃ গ
Explanation; কারবালার করুণ কাহিনীকে কেন্দ্র করে মহাকাব্যিক ভাবধারার উপন্যাস বিষাদসিন্ধু, যা ১৮৮৫, ১৮৮৭ ও ১৮৯১ সালে তিন ভাগে প্রকাশিত হয়। গােটা উপন্যাস একত্রে প্রকাশিত হয় ১৮৯১ সালে।
৬৮. ‘চাঁদের অমাবস্য’ উপন্যাসের যুবক শিক্ষকের নাম
ক. আবদুল কাদের
খ. খতিব মিয়া
গ. আক্কাস আলী
ঘ. আরেফ আলী
উ. ঘ
Explanation: সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ (১৯৬৪) উপন্যাসে আরেফ আলী নামের এক স্কুল মাস্টারকে অবলম্বন করে মানুষের অন্তর্জীবনের জটিলতা উল্লেখ প্রসঙ্গে সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি তুলে ধরেছেন। অন্যান্য চরিত্রঃ করিম মাঝি ও কাদের।
৬৯. ‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।’- পঙ্ক্তিটির রচয়িতা
ক. বিদ্যাপতি
খ. গোবিন্দদাস
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কৃষ্ণদাস কবিরাজ
উ. গ
Explanation; লাইনটি ভানুসিংহের পদাবলী কাব্য গ্রন্থটি থেকে নেয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ।
৭০. ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতার নাম
ক. সৈয়দ মুজতবা আলী
খ. কাজী আবদুল ওদুদ
গ. নজিবর রহমান
ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন।
উ. গ
Explanation; মােহাম্মদ নজিবর রহমান রচিত আনােয়ারা (১৯১৪) বাঙালি মুসলমান সমাজে মীর মশাররফ হােসেন রচিত “বিষাদ সিন্ধু”র পর সর্বাধিক পঠিত ও জনপ্রিয় উপন্যাস।
৪৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান গণিত ও মানসিক দক্ষতা
৪৪ বিসিএস প্রশ্ন সমাধান গণিত ও মানসিক দক্ষতার জন্য আমার এই ব্লগে বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য পোস্ট করা আছে, দেখে আসতে পারেন। তাই আজকে অনুষ্ঠিত ৪৪ বিসিএস প্রশ্ন উত্তর গণিত ও মানসিক দক্ষতার জন্য এখানে বিস্তারিত আলোচনা করা হলো।
[ads1]
১৩১. একটি ফাংশন f–R R, f(x) = 2x + 1 দ্বারা সংজ্ঞায়িত হলে f^-1(2) এর মান কত?
ক. 0
খ. 1/2
গ. 5
ঘ. 1
উঃ খ
১৩২. ABC ত্রিভুজের B কোণের পরিমাণ ৪৮° এবং AB= AC যদি E এবং FAB এবং AC কে এমনভাবে ছেদ করে যেন EF || BC হয়, তাহলে
∠A + ∠AFE = ?
ক. ১৩২°
খ. ১৮০°
গ. ১০৮০
ঘ. ১৬০০
উঃ ক
১৩৩. যদি log10x = 1 হয়, তাহলে নিচের কোনটি x এর মান?
ক. 0.1
খ .01
গ. 10000
ঘ. 0.001
উঃ ক
১৩৪. যদি -5, p,q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে
ক. -2, 9
খ. 2, 9
গ. 1.-2, -9
ঘ. 2,-9
উঃ খ
১৩৫. i^49 এর মান কত?
ক. – 1
খ. -i
গ. 1
ঘ. -i
উঃ ঘ
১৩৬. ১৮ এবং ৭২ এর গুণোত্তর গড় কোনটি?
ক. ৪৫
খ. ১২৯৬
গ. ৩৬
ঘ. 8
উ. ঘ
১৩৭ 1-1+1-1+1-1+……….. + n সংখ্যক পদের যোগফল হবে
ক. 0
খ. 1
গ. [1 + (-1)^n]
ঘ. 1/2[1-(-1)^n
উ. ঘ
১৩৮. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮°। এর বাহুসংখ্যা কতগুলো হবে?
ক. ৩০
খ. ২০
ঘ. ১০
গ. ১৮
উ. ক
১৩৯, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে x এর মান কোনটি?
ক. √2
খ. √3
গ. 2
ঘ. 3
উঃ খ
১৪০. যদি 4√x^3 হয়, তাহলে x^3/ 2 = ?
ক. 8
খ. 16
গ. 4
ঘ. 64
উ. গ
141. P(A) = 1/3, P(B) 3/4 = A ও B স্বাধীন হলে,
P(AUB) -এর মান কত?
ক. 3/4
খ. 1/3
গ. 5/6
ঘ. এর কোনোটিই নয়
উ. গ
১৪২. বাস্তব সংখ্যায় |3x+2|< 7 অসমতাটির সমাধান:
ক. -3< x < 3
খ. -5/3<x<5/3
গ.-3<x<5/3
ঘ. 3/5<x<5/3
উ. গ
১৪৩. 6a^2bc এবং 4a^3b^2c^2 এর সংখ্যা সহগের গ.সা.গু নিচের কোনটি?
ক. a^2be
খ. 2a^2bc
গ. 2a²b²c² ঘ. কোনোটিই নয়
উ. ঘ
১৪৪. 2log5/10+ log36/10- log9/10=?
ক. 2
খ. 37
গ. 4.6
ঘ. 100
উ. ক
১৪৫. ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
খ. ক্ষতি ২৫%
ক. লাভ ২৫% গ. লাভ ১০% ঘ. ক্ষতি ৫০%
উ, ঘ
মানসিক দক্ষতা
১৫৬. ৩, ৫, ৮, ১৩, ২১ এই সিরিজটি পরের সংখ্যাটি কত?
ক. ২৪
খ. ২৬
গ. ২৯
ঘ. ৩৪
উঃ ঘ
১৫৭. একটি দেয়াল ঘড়িতে যখন ৩টা বাজে তখন ঘন্টার কাঁটা যদি পূর্বদিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
ক. উত্তর
খ. পশ্চিম
গ. দক্ষিণ ঘ. পূর্ব
উঃ ক
১৫৮. প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন চিহ্নটি বসবে?
(ক) ১
(খ) ২
(গ) ৩ (ঘ) ৪
উ. খ (২)
১৫৯. P এবং Q দুই ভাই R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R এর
ক. পুত্র গ. পিতা
খ. ভাই
ঘ. চাচা
উ. ঘ
১৬০. স্টেপলারের সাথে যেমন স্টেপল, সুচের সাথে তেমন
ক. ছিদ্র
খ. কাপড়
গ. সেলাই মেশিন
ঘ. সুতা
উ. ঘ
১৬. 165135 যদি Peace হয়, তবে 1215225 হবে
ক. Lead
খ. Love
গ. Castle
ঘ. Loop
উঃ খ
১৬২. নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
ক. ১০টি গ. ১৪টি
খ. ১২টি
ঘ, ১৬টি
উ. খ
১৬৩ ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের বামদিকে কত ওজন রাখতে হবে?
উঃ খ. ৬ কেজি
১৬৪. ২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?
ক. শনিবার
খ. সোমবার
গ. বৃহস্পতিবার
ঘ. শুক্রবার
উ. ক
১৬৫. ৫, ৭, ১০, ১৪ …. ২৫ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?
ক. ১৭
খ. ১৮
গ. ১৯
ঘ. ২০
উ. গ
১৬৬. “MEMORY” শব্দটির আয়নার প্রতিবিম্ব কোনটি?
উ. খ (প্রথম অক্ষর শেষে এবং শেষের অক্ষর প্রথমে)
১৬৭. প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
উঃ গ. ৬৮
১৬৮. কোন কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?
ক. how
খ. what
গ. why
ঘ. who
উ. গ
Explanation; why বলতে কেন বুঝায়, কোন কিছুর কারন জানতে আমরা why বলি।
১৬৯. নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনাক্রমিকভাবে সাজানো রয়েছে?
ক. নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
খ. নিদর্শন, নিম্নোক্ত নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
গ. নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
ঘ. নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত নিরাময়
উ. খ
Explanation: সবগুলাে অপশনের সবগুলাে শব্দই ন দিয়ে শুরু। তাই বর্ণানুক্রম পেতে পরের বর্ণে লক্ষ্য করলে দেখা যাচ্ছে, (খ) অপশনটির ২য় বর্ণটি সঠিক বর্ণানুক্রমে সজ্জিত।
১৭০. যদি PLAY এর কোড ৮১২৩ এবং RHYME এর কোড ৪৯৩৬৭ হয়, তাহলে MALE এর কোড হবে
ক. ৬৩২৩
খ. ৬১৯৮
গ. ৬২১৭
ঘ. ৬২৮৫
উ. গ
Explanation: M = 6, A = 2, L = 1, E = 7
৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান সুশাসন ও নৈতিকতা
৪৪ বিসিএস প্রশ্ন সমাধান নৈতিকতার জন্য আমার এই ব্লগে বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য পোস্ট করা আছে, দেখে আসতে পারেন। তাই আজকে অনুষ্ঠিত ৪৪ বিসিএস প্রশ্ন উত্তর নৈতিকতার জন্য এখানে বিস্তারিত আলোচনা করা হলো।
৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
৪৪ বিসিএস প্রশ্ন সমাধান কম্পিউটারের জন্য আমার এই ব্লগে বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য পোস্ট করা আছে, দেখে আসতে পারেন। তাই আজকে অনুষ্ঠিত ৪৪ বিসিএস প্রশ্ন উত্তর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এর জন্য এখানে বিস্তারিত আলোচনা করা হলো।
[ads1]
৪৪তম বিসিএস প্রিলিমিনারি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশের সমাধান
১. SCSI এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Small Computer System Interface
Explanation; স্ক্যাজি (SCSI) হচ্ছে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস (c)-এর সংক্ষিপ্ত রূপ। স্ক্যাজি আনসি (ANSI) বা আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট (American National Standards Institute) । কর্তৃক সংজ্ঞায়িত শিল্পমান ইন্টারফেস। একটি তার বা ক্যাবলের ভেতর দিয়ে ১ বাইট ডেটা বা তথ্যের ৮টি বিট পাশাপাশি ৮টি পৃথক লাইনের মাধ্যমে আদান-প্রদানকে প্যারালাল কমুনিকেশন। (Parallel communication) বলা হয়। স্ক্যাজি (SCSI) ডিভাইসগুলাে প্যারালাল কমুনিকেশন পদ্ধতিতে ডেটা আদান-প্রদান করে। আর স্ক্যাজি ডিভাইসগুলাে যেসব পাের্ট-এর মাধ্যমে সংযােগ দেওয়া হয় সেসব পাৰ্টেকে বলা হয় স্ক্যাজি পাের্ট।
২. নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে?
উত্তরঃ Touch Screen
Explanation; টাচ স্ক্রিন হলাে এক ধরনের স্পর্শকাতর ভিডিও ডিসপ্লে পর্দা যার ওপর কোনাে কিছুর সাধারণত হাতের আঙুলের স্পর্শ দিয়ে ডেটা ইনপুট করা হয়। এ ধরনের সিস্টেমের সাহায্যে দ্রুত ডেটা ইনপুট করা যায়। যেমন-বিভিন্ন ধরনের টাচ স্ক্রিনযুক্ত মােবাইল ফোন।
. নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫ এর সমতুল্য ?
উত্তরঃ ৬৭
৪. নিচের কোনটি সিস্টেম software নয়?
উত্তরঃ Mozilla Firefox
Explanation; Mozilla Firefox একটি ওয়েব ব্রাউজার যা এপ্লিকেশন সফটওয়্যার এর মধ্যে পড়ে।
৫. নিচের কোন Protocol টি ইন্টারনেটে তথ্য আদান প্রদানে নিরাপত্তা নিশ্চিত করে?
উত্তরঃ HTTPS
Explanation: হাইপারটেক্সট ট্রান্সফার প্রােটোকল সিকিউর (HTTPS) হল হাইপারটেক্সট ট্রান্সফার প্রােটোকল (HTTP) এর একটি এক্সটেনশন। এটি একটি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে নিরাপদ যােগাযােগের জন্য ব্যবহৃত হয় এবং ইন্টারনেটে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এইচটিটিপিএস-এ, ট্রান্সপাের্ট লেয়ার সিকিউরিটি (টিএলএস) বা পূর্বে সিকিউর সকেট লেয়ার (এসএসএল) ব্যবহার করে যােগাযােগ প্রােটোকল এনক্রিপ্ট করা হয়।
৬. নিচের Structured Programming Language নয়?
উত্তরঃ উপরের সবগুলো। (ব্যাখ্যাঃ শুধুমাত্র SQL ই Structured Programming Language)
৭. ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname কে IP Address এ অনুবাদ করে?
উত্তরঃ DNS Server
Explanation; DNS এর কাজ হলাে domain name গুলােকে IP addresses এর মধ্যে translate করা যাতে browser বিভিন্ন ইন্টারনেট রিসাের্স (internet resources) গুলােকে load করতে পারে।
৮. নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার
করে না?
উত্তরঃ Caas
৯. Piconet কী?
উত্তরঃ Bluetooth ( ব্লু-টুথ সিস্টেমের মৌলিক উপাদান হলো পিকোনেট.
Explanation: ব্লু-টুথ সিস্টেমের মৌলিক উপাদান হলাে পিকোনেট (Piconet)। ব্লু-টুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক গঠন করা সম্ভব হয় তার নাম পিকোনেট। একটি পিকো-নেট এর আওতায় সর্বোচ্চ ৮টি যন্ত্রের মধ্যে তথ্য আদান-প্রদান করতে পারে। সাধারণত, মােবাইল ফোন, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি ডিভাইস। সমূহের মধ্যে তথ্য আদান-প্রদানে এটি বর্তমানে বহুল ব্যবহৃত।
১০. এক মেশিন থেকে অন্য মেশিনে ইমেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহৃত হয়?
উত্তরঃ SMTP(Simple Mail Transfer Protocol)
Explanation; সিম্পল মেইল ট্রান্সফার প্রােটোকল (SMTP) হল ইলেকট্রনিক মেইল ট্রান্সমিশনের জন্য একটি ইন্টারনেট স্ট্যান্ডার্ড কমিউনিকেশন প্রােটোকল। মেইল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্টরা মেইল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করা হয়।
১১. যে কম্পিউটার নিজ নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয়, তাকে… বলে।
Explanation; একটি কম্পিউটার ওয়ার্ম (Worm) হল একটি স্বাধীন ম্যালওয়্যার কম্পিউটার প্রােগ্রাম যা নিজেকে নকল বা কপি করতে পারে যাতে তা অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। প্রায়শই এটি ছড়িয়ে পড়ার করার কাজে কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করে এবং অন্য কম্পিউটারের নিরাপত্তা ব্যর্থতার সুযােগ নেয়।
উত্তরঃ Program Virus
১২. নিচের কোন প্রতিষ্টানটি 4G Standard প্রস্তুতকরণে সম্পৃক্ত?
উত্তরঃ ITU(International Telecommunication Union)
Explanation: ৪জি (ইংরেজি: 4G) হল ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্ম শব্দটির সংক্ষিপ্ত রূপ। এটি ব্যবহৃত হয় চতুর্থ প্রজন্মের তারবিহীন টেলিযােগাযােগ প্রযুক্তিকে বুঝাতে। এটি তৃতীয় প্রজন্মের (থ্রিজি) টেলিযােগাযােগ প্রযুক্তির উত্তরসূরি। ২০০৮ সালের মার্চে ITU (আন্তর্জাতিক টেলিযােগাযােগ ইউনিয়ন)-এর বেতার যােগাযােগ সেক্টর ফোরজি এর প্রয়ােজনীয় বিষয়বস্তুসমূহের একটি রূপরেখা প্রবর্তন করে।
১৩. অ্যামাজনের ক্লাউড প্লাটফর্ম কোনটি?
উত্তরঃ AWS (Amazon Web Services)
Explanation: ক্লাউড কম্পিউটিং-এ যেসব আন্তর্জাতিক পরিষেবা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে অন্যতম হলাে অ্যামাজন ওয়েব সার্ভিসেস। অ্যামাজন ক্লাউডে অনেক ধরনের পরিষেবা প্রদান করে থাকে।
১৪. নিচের কোন সাইবার আক্রমন সংগঠিত হলে গ্রাহক নিজ Computer System ব্যবহার করতে পারেনা এবং Computer System কে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয়?
উত্তরঃ Ransomware
Explanation; র্যানসমওয়্যার (Ransomware) হল এক ধরনের ম্যালওয়্যার যেটি কিনা একটি কম্পিউটার। ডিভাইসকে আক্রান্ত করার পর ব্যবহারকারীকে তার মেশিনে প্রবেশ করা থেকে বিরত রাখে এবং ব্যবহারকারীর প্রবেশগম্যতা সীমাবদ্ধ করে দেয় এবং এই সীমাবদ্ধতা দূর করার জন্য ব্যবহারকারীর কাছ থেকে মুক্তিপণ দাবি করে।
১৫. নিচের কোনটি Open Source Software?
উত্তরঃ Google Chrome
Explanation; ক্রোমের সাের্স কোডের বেশিরভাগই Google-এর ফ্রি এবং ওপেন-সাের্স সফটওয়্যার প্রকল্প ক্রোমিয়াম থেকে আসে, তবে ক্রোম মালিকানা ফ্রিওয়্যার হিসাবে লাইসেন্সপ্রাপ্ত।
৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান ইংরেজি
১. “Oh, lift me as a wave, a leaf, a cloud! I fall upon the thorns of life! I bleed!” The extract is taken from P.B. Shelley’s poem
ক. The Cloud
খ. To a Skylark
গ. Ode to the West Wind
ঘ. Adonais
উ. গ
Oh, lift me as a wave, a leaf, a cloud! I fall upon the thorns of life! I bleed! – The extract is taken from Shelly’s poem – Answer: Ode to the West Wind Explanation; অপশনে শেলীর আরেকটি কবিতা To a Skylark আছে, যার বিখ্যাত লাইন “Our sweetest songs are those that tell of saddest thought. Not to shed a tear, I know not how thy joy we ever should come near.”
২. Who wrote the short story ‘The Ant and the Grasshopper’?
ক. Guy de Maupassant
খ. Somerset Maugham
গ. J. K. Rawlings
ঘ. O’ Henry
উ. খ
Who wrote the story “The Ant and the Grasshopper” ? Answer: William Somerset Maugham Explanation: পিপড়া ও ঘাসফড়িং-এর বিখ্যাত উপকথাটির মূল রচয়িতা ঈশপ। তবে একই নামে উইলিয়াম সমারসেট মঘামের একটি ব্যঙ্গ গল্পও আছে।
৩. The word ‘Vital’ is a/an
ক. noun
খ. adverb
গ. adjective
ঘ. verb
উ. গ
The word Vital is a/an
Answer: Adjective Explanation: উদাহরণঃ He plays a vital role in this team. এখানে ভাইটাল শব্দটি noun ‘Role’ কয়ে বিশেষায়িত করছে। Vital শব্দটির noun হলাে Vitality
৪. To get along with means
ক. to adjust
খ. to interest
গ to accompany
ঘ. to walk
উঃ ক
‘To get along with’ means: Answer: To adjust Explanation; Phraseটির অর্থ কারাে সঙ্গে বা কোন পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে পারা। • I get along well with most of my colleagues. • Human Resources and the CEO do not get along.
৫. The synonym for ‘panoramic’ is
ক. scenic খ. limited
গ. narrow
ঘ. restricted
উঃ ক
The synonym for Panoramic is Scenic
Explanation; প্যানােরামিক শব্দটির অর্থ বিস্তৃত, wide। তবে প্রাকৃতিক সৌন্দর্য বা scenic beauty বােঝাতে panoramic কথাটি ব্যবহৃত হয়। ক্যামেরার প্যানারােমা মােডের মাথায় থাকলে উত্তরটি করতে সহজ হতে পারে।
৬. The antonym for ‘Slothful’ is
ক. playful
খ. sluggish
গ. energetic
ঘ. quarrelsome
উ. গ
The antonym for ‘slothful’ is – Answer: Energetic Explanation: Slothful শব্দটির অর্থ sluggish, slow-moving, অলস। তাই এর বিপরীত শব্দটিই হবে energetic বা উদ্যমী।
৭. Alexander pope’s ‘Essay on Man’ is a
ক. novel
খ. treatise
গ. short story
ঘ. poem
উ. ঘ
Alexander Pope’s ‘Essay on Men’ is a poem
Explanation: আলেক্সান্দার পােপের Essay on Men মূলত একটি কবিতা।
৮. By and large’ means
ক. everywhere
খ. very large
গ. mostly ঘ. far away
উঃ গ
‘By and Large’ Means Mostly Explanation: ‘By and Large’ phrase টির অর্থ In general; overall, ‘মােটের ওপর’, ‘সাধারণত ইত্যাদি। It’s a really cute town, and I like it by and large, but it’s just so far from all of my friends in the city.
৯. Francis Bacon is an illustrious
ক. essayist
খ. dramatist
গ. novelist
ঘ. journalist
উ. ক
Francis Bacon is an illustrious: Essayist
Explanation: ফ্রান্সিস বেকন (১৫৬১-১৬২৬) একজন এলিজাবেথান বা রেনেসাঁ প্রাবন্ধিক ছিলেন। তিনি তাঁর রচনার সংক্ষিপ্ততা বা যুক্তিনির্ভরতার জন্য বিখ্যাত। তাঁর কয়েকটি বিখ্যাত রচনা of Studies, of Truth, of Revenge, Of Religion, of Marriage and single Life, of Revenge ইত্যাদি।
১০. He could not win but learnt a lot. Which part of speech in the word ‘but”?
ক. an adverb
খ. a verb
গ. an adjective ঘ. a conjunction
উঃ ঘ
Explanation; Conjunction বাক্যের দুটি শব্দ, clause বা phrase কে যুক্ত করে থাকে। বহুল প্রচলিত fps Conjunction 36Tte and, or, but, yet, so.
১১. Select the appropriate preposition ‘Are you doing anything special… the weekend?”
ক. at খ. on
গ. with
ঘ. for
উ. ক
Explanation; ‘Weekend’ অর্থ সাপ্তাহিক ছুটির দিন। দিন বা বার বােঝালে preposition হিসেবে at বসে।
১২. What is the plural form of ‘Sheep”?
ক. sheep
খ. sheeps গ. sheepes
ঘ. sheepses
উ. ক
Explanation; Plural form এ পরিবর্তন হয় না, এধরনের প্রশ্ন প্রায়ই বিসিএস প্রিলিমিনারিতে এসে থাকে। যেমনঃ Sheep, Shrimp, Moose, Aircraft, Hovercraft, Spacecraft Deer, gallows, Barracks, Salmon, Series, , Means, Species, Fish, Offspring, Trout, Swine
১৩. ‘Sweet are the uses of adversity’ is quoted from Shakespeare’s
ক. Julius Caesar
খ. Macbeth
গ. Comedy of Errors
ঘ. As you Like It
উ. ঘ
Explanation; শেকসপিয়রের pastoral কমেডি নাটক As You Like It এর ডিউক সিনিয়র চরিত্রটি এই লাইনটি বলে থাকে।
১৪. What is the verb form of the word ‘ability”?
ক. capable
খ. inability
গ. enable
ঘ. unable
উ. গ
Explanation; Ability অর্থ সক্ষমতা। যে সক্ষম, তাকে বলা হয়, Able (noun+adjective). আর কাউকে সক্ষম করে তােলা হচ্ছে enable.
১৫. The word ‘equivocation’ refers to
ক. stating like an author
খ. two contradictory things in the same statement
গ. free expression of opinions
ঘ. a true statement
উ. খ
Explanation; Equivocation শব্দটির অর্থ দ্ব্যর্থকতা। অর্থাৎ যখন কোন বাক্য একই সঙ্গে দুই ধরনের দুটি অর্থ বােঝায় এবং কনফিউশন তৈরি করে।
১৬. “Life’s but a walking shadow, a poor player, That struts and frets his hour upon the stage, And Then is heard no more:” These memorable lines in Shakespearean tragedy are spoken by
ক. Lady Macbeth
খ. Duncan
গ. Banquo ঘ. Macbeth
উ. ঘ
“Life’s but a walking shadow, a poor player that struts and frets his hour upon the stage and then is heard no more.” These memorable lines in Shakespeare’s tragedy are spoken by: Answer: Macbeth Explanation; Macbeth নাটকের অত্যন্ত বিখ্যাত soliloquy গুলাের মধ্যে এটি একটি। লেডি ম্যাকবেথের মৃত্যু সংবাদ পেয়ে নাটকের কেন্দ্রীয় চরিত্র ম্যাকবেথ এই কথাটি বলে থাকে।
১৭. Which of the following words is spelt
correctly?
ক. authoratative
খ. autheritative
গ. authoritative
ঘ. authoratitive
উ. গ
Explanation; Authority থেকে Authoritative শব্দটি এসেছে। শেষের Y বাদ দিয়ে -ative suffix টি বসেছে।
১৮. Find out the active form of the sentence: ‘By whom can our country be saved?’
ক. Who can save our country?
খ. Our country has been saved by who?
গ. Who save our country?
ঘ. Who will save our country?
উ. ক
Explanation; প্রথমে Rules of Elimination ব্যবহার করে ভুল অপশনগুলাে বাদ দিন। By whom থাকলে টা একটিভ ভয়েসে who এ রূপান্তরিত হয়। এটি যেহেতু Present Indefinite Tense এর বাক্য এবং Modal Auxiliary হিসেবে Can রয়েছে, তাই Has been এবং Will যুক্ত অপশনগুলাে বাদ যাবে। যে অপশনটিতে Can নেই, সেটাও বাদ যাবে।
১৯. “All changed, changed utterly: A terrible beauty is born.” This extract is taken from
W. B. Yeats’ poem titled
ক. No Second Troy
খ. Easter 1916.
গ. The Second Coming
ঘ. The Wild Swans at Coole
উ. খ
Explanation; ১৯১৬ সালের এপ্রিলে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডে যে গণঅভ্যুত্থান হয়, তাকে উপজীব্য করে Easter 1916 কবিতাটি লেখা হয়। এখানে শহীদদের আত্মত্যাগকেই Terrible Beauty হিসেবে বর্ণনা করা হয়েছে।
২০. Identify the correct passive form: ‘Do not close the door.”
ক. Let not the door close.
খ. Let not the door be closed.
গ. Let not the door close.
ঘ. Let not door closed.
উঃ খ
Answer: Let not the door be closed. প্রথমে Rules of Elimination ব্যবহার করে ভুল অপশনগুলাে বাদ দিন। তাই প্যাসিভ ফর্মে Let দিয়ে শুরু হবে। Passive voice এ verb এর V3 (past participle) form থাকবে এবং সেই V3 এর আগে Tense অনুযায়ী be/been ইত্যাদি বসবে। প্রথমে Rules of Elimination ব্যবহার করে ভুল অপশনগুলাে বাদ দিন। এই বিবেচনাতেই তিনটি অপশন বাদ দেয়া যায়।
২১. The poetic drama ‘Murder Cathedral’ was written by
ক. Harold Pinter
খ. G. B. Shaw
গ. T. S. Eliot
ঘ. Samuel Beckett
উ. গ
Explanation: T.S. Eliot এর বিখ্যাত কিছু কবিতা হলােঃ The Wasteland, Ash Wednesday, The Hollow Men, Four Quartets. এছাড়া Murder in the Cathedral এবং The Cocktail Party তাঁর। দুটি বিখ্যাত নাটক। তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নােবেল পান।
২২. ‘All for Love’ is a drama written by
ক. John Dryden
খ. William Congreve
গ. John Bunyan
ঘ. Francis Bacon
উ. ক
Explanation: John Dryden কে ধরা হয় the father of English Criticism। তিনি ছিলেন ইংল্যান্ডের প্রথম রাজকবি।
২৩. “Sitting happily”, the chicken laid eggs underlined part is a/an
ক. noun clause
খ. subordinate clause
গ. independent clause
ঘ. coordinate clause
উ. খ
Explanation: প্রশ্নটি বেশ জটিল। এখানে Sitting happily অংশটুকু মূলত একটি subordinate clause এর সংক্ষিপ্ত রূপ। পুরাে বাক্যটি হবে, The chicken laid eggs while it was sitting happily.
২৪. Caliban is an important character from Shakespeare’s
ক. The Tempest খ. Hamlet
গ. Macbeth
ঘ. Othello
উ. ক
Explanation: The Tempest শেকসপিয়রের সর্বশেষ নাটক। এটি একটি কমেডি। এই নাটকের চরিত্রগুলাে 261: Prospero, Miranda, Ferdinand, Ariel, Caliban, Sycorax, Alonso, Antonio, Gonzalo ইত্যাদি।
২৫. What kind of noun is ‘river’?
ক. Material খ. Proper
গ. Collective
ঘ. Common
উঃ ঘ
Explanation; Common Noun বলতে কোন ব্যক্তি, বস্তু ইত্যাদির Generic Name বােঝায়। অর্থাৎ Common Noun দিয়ে ক্যাটাগরি বা ক্লাস বােঝা যায়। যেমনঃ Cat হচ্ছে Common Noun. কিন্তু কেউ তার cat এর নাম ‘পুশি’ রাখে, তাহলে পুশি হবে Proper Noun. একইভাবে River একটি Common Noun এবং Padma, Meghna ইত্যাদি হবে Proper Noun.
২৬. Caesar and Cleopatra’ is
a tragedy
ক. by William Shakespeare
খ. a poem by Lord Byron
গ. a play by Bernard Shaw
ঘ. a novel by S.T. Coleridge
উ. গ
Explanation; খুবই tricky question. শেকসপিয়রের Julius Caesar নামে নাটক করেছে। এছাড়া Antonio and Cleopatra নামে তার আরেকটি নাটক রয়েছে। Caesar এবং cleopatra শব্দ দুটি দেখে অনেকে শেকসপিয়র উত্তর করতে পারেন। কিন্তু আসল উত্তর জর্জ বার্নার্ড শ। তাঁর বিখ্যাত কিছু নাটকঃ Arms and the Men, Pygmalion, Candida, Men and Supermen, Major Barbara, Saint Joan.
২৭. Identify the right tense: ‘My father – before I came’.
ক. would be leaving
খ. had been leaving
গ. had left
ঘ. will leave
উ. গ
Explanation: Past Perfect এর সংজ্ঞা এবং স্ট্রাকচার জানা থাকলে এটি বেশ সহজ হবে। Past Perfect এ দুটি কাজ থাকবে এবং একটি আরেকটির আগে পরে হবে। Before এর আগে এবং after এর পরের Past Perfect Tense হবে।
২৮. Which of the following words is
incorrectly
spelt?
ক. reminescence
খ. glycerin
গ. idiosyncrasy
ঘ. lexicography
উ. ক
Explanation; এর সঠিক বানানটি হবে Reminiscence.
২৯. Who wrote the picaresque novel titled “Tom Jones”?
ক. Samuel Richardson খ. Horace Walpole
গ. Henry Fielding
ঘ. Laurence Sterne
উ. গ
Explanation: Henry Fielding ইংরেজি সাহিত্যের প্রথম দিকের ঔপন্যাসিক। তাঁর বিখ্যাত উপন্যাসগুলাের মধ্যে রয়েছে The History of Tom Jones, Joseph Andrews, Amelia. হেনরি ফিল্ডিং এবং স্যামুয়েল রিচার্ডসনকে ইংরেজি সাহিত্যের উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়। অপশনে থাকা স্যামুয়েল রিচার্ডসনের উপন্যাসগুলাে হলােঃ Pamela, clarissa, The History of Charles Grandison.
৩০. The story of ‘Moby Dick’ centres on
ক. a mermaid
খ. a whale
গ. a crocodile
ঘ. topic sentence
উঃ খ
Explanation; আমেরিকান ঔপন্যাসিক Herman Melville-এর Moby-Dick উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Captain Ahab. মবি ডিক নামের একটি বিশালাকৃতির স্পার্ম হােয়েল তাঁর পা নিয়ে যায়। মবি ডিকের বিরুদ্ধে প্রতিশােধস্পৃহাকে উপজীব্য করেই এটি রচিত।
৩১. He prayeth best, who loveth best.” – Who said it?
ক. John Milton খ. John Donne
গ. Lord Byron ঘ. Coleridge.
উঃ ঘ
Explanation; S. T. Coleridge এর বিখ্যাত কবিতা The Rime of Ancient Mariner থেকে এই লাইনটি নেয়া হয়েছে। “He prayeth best who loveth best, All things both great and small; For the dear God who loveth us, He made and loveth all.” এই চার লাইনে পুরাে কবিতার শিক্ষা বিধৃত রয়েছে।
৩২. The controlling sentence of a paragraph is Known as –
ক. content modulator
খ. terminator
গ. thesis statement
ঘ. topic sentence .
উঃ ঘ
Explanation: Topic Sentence এ একটি প্যারাগ্রাফের মূল message টি থাকে। প্যারাগ্রাফের বাকি অংশে ওই message-কে elaborate করা হয়। এই প্রশ্নটি এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এসেছিলাে।
৩৩. Choose the correct comparative form of the sentence:
”Very few boys are as industrious as Zaman.”
ক. Zaman is one of the most industrious boys.
খ. Zaman is more industrious than most other boys.
গ. Zaman is really industrious like other boys.
ঘ. Zaman is as industrious as other boys.
উঃ খ
Explanation; যেহেতু comparative form চেয়েছে, তাই এতে more অথবা comparative form থাকবে। অপশনের বাকি তিনটির মধ্যে একটিতে most (যেটি সুপারলেটিভ) এবং অন্যটিতে as…as রয়েছে, (যেটি পজিটিভ)। এছাড়া মনে রাখা ভালাে, Very few ….. as এই ফরম থাকলে সাধারণত কম্প্যারাটিভ করতে “more …… than most other” form use করা হয়।
৩৪. Identify the appropriate preposition: Your opinion is identical… mine.
ক. for
খ. in
গ. with
ঘ. by
উ. গ
Explanation; Identical to এবং Identical with এই দুটি দ্বারা একই রকম’ বা ‘হবহু’ বােঝায়।
৩৫. ‘Paradise Lost’ attempted to
ক. Justify the way of man to God.
খ. show that Satan and God have equal power.
গ. justify the ways of God to man.
ঘ. explain why both good and evil are necessary.
উঃ ক
Explanation; John Milton এর বিখ্যাত কবিতা Paradise Lost 1667 সালে প্রকাশিত হয়। এতে মানুষের সকল কাজের পেছনে ঈশ্বরের নির্দেশ এবং শয়তানের প্ররােচনার ভূমিকার ওপর আলােকপাত করা হয়েছে।
৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান সাধারণ বিজ্ঞান
৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান সাধারণ বিজ্ঞানের জন্য আমার এই ব্লগে বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য পোস্ট করা আছে, দেখে আসতে পারেন। তাই আজকে অনুষ্ঠিত ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান সাধারণ বিজ্ঞান সেট ৩ এর জন্য এখানে বিস্তারিত পাবেন ।
[ads1]
বিজ্ঞান অংশের সমাধান সেট কোড ৩
১১১. ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি –
ক. বয়লিং
খ. বেনজিং ওয়াশ
গ. ফরমালিন ওয়াশ
ঘ. কেমিক্যাল স্টেরিলাইজেশন
উত্তর: ঘ
Explanation; তাপ ব্যবহার না করে তাদের জীবাণুমুক্ত করার জন্য, প্রস্তাবিত বিকল্প হল রাসায়নিক জীবাণুমুক্তকরণের মাধ্যমে। রাসায়নিক জীবাণুমুক্তকরণ হল নিম্ন তাপমাত্রার রাসায়নিক ব্যবহার করে সমস্ত জীবাণু, ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে হত্যা, নির্মূল এবং অপসারণ করার প্রক্রিয়া। এটি গ্যাস বা তরল রাসায়নিক আকারে হতে পারে।
রাসায়নিক নির্বীজন নিম্নলিখিত উপাদান এবং যৌগ ব্যবহার করে:
- সিলভার
- পেরাসেটিক অ্যাসিড
- হাইড্রোজেন পারঅক্সাইড
- গ্লটারালডিহাইড এবং ফর্মালডিহাইড
- ব্লিচ
- ওজোন।
১১২. সাবানের আয়নিক গ্রুপ হলো- Coo – Na^+
১১৩. কোন জোড়াটি বেমানান?
ক. যক্ষ্ণার জীবাণু ; রবার্ট কচ খ. ব্যাকটেরিয়া : রবার্ট হুক গ. এনাটমি : ভেসলিয়াস
ঘ. হোমিওপ্যাথি : হ্যানিম্যান
উত্তর: খ
Explanation: ব্যাকটেরিয়ার আবিষ্কারক অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক।
১১৪. মকরক্রান্তি রেখা কোনটি?
ক. ২৩°৩০ দক্ষিণ অক্ষাংশ খ. ২৩°৩০ উত্তর অক্ষাংশ
গ. ২৩°৩০ পূর্ব দ্রাঘিমাংশ ঘ. ২৩°৩০ পশ্চিশ দ্রাঘিমাংশ
উত্তর: ক
Explanation; নিরক্ষরেখা ও বিষুবরেখা হতে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ কে মকরক্রান্তি রেখা বলা হয়
১১৫. পরম শূন্য তাপমাত্রা কোনটি?
ক. ২৭৩° সেন্টিগ্রেড
খ. -২৭৩° ফারেনহাইট
গ.০° সেন্টিগ্রেড
ঘ. ০° কেলভিন
উত্তর: ঘ
Explanation: পরম শূন্য (Absolute Zero), হচ্ছে এই মহাবিশ্বের সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা মাপক যন্ত্রে এর মান হচ্ছে ০ কেলভিন অথবা -২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস বা ৪৬০ ডিগ্রি ফারেনহাইট। মহাবিশ্বে এর থেকে কম তাপমাত্রা হওয়া সম্ভব নয়।
১১৬. আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীন রোধ কত?
ক. অসীম
খ. শূন্য
গ. অতি ক্ষুদ্র
ঘ. অনেক বড়
উত্তর: খ
১১৭. সুপরিবাহী পদার্থে Valence band conduction band
ক. আলাদা থাকে
খ. ওভারল্যাশ থাকে
গ. অনেক দূরে থাকে
ঘ. কোনটিই নয়
উত্তর: খ
১১৮. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়?
ক. নাইট্রোজেন
খ. পটাশিয়াম
গ. অক্সিজেন
ঘ. ফসফরাস
উত্তর: ক
Explanation; মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন। বাতাসের নাইট্রোজেন পানিতে মিশে মাটিতে শােষিত হওয়ার পরে মাটির উর্বরতা বৃদ্ধি করে। নাইট্রেট (NO3) হিসাবে উদ্ভিদ সাধারণত মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করে। বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন। কারণআকাশে বিদ্যুক্ষরণের সময় নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেনের অক্সাইডসমূহ উৎপন্ন করে। N2 + O2 = 2NO, 2NO + 02 = 2NO2 নাইট্রোজেনের অক্সাইডসমূহ পানির সাথে মিশে নাইট্রিক এসিড উৎপন্ন করে। 4NO2 + 2H2O + O2 = 4HNO3 এ নাইট্রিক এসিড বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে পতিত হয় এবং জমির ক্ষারীয় উপাদানের সাথে বিক্রিয়া করে নাইট্রেট (NO3) লবণ উৎপন্ন করে। 2HNO3 + CaCO3 = Ca(NO3)2 + H2O + CO2 উদ্ভিদ এ নাইট্রেট গ্রহণ করে।
১১৯. ফলিক এসিডের অন্য নাম কোনটি?
ক. ভিটামিন বি১২
খ. ভিটামিন বি৬ ঘ. ভিটামিন বি৯
গ. ভিটামিন বি১
উত্তর: ঘ
Explanation: ফলিক নামের এই অ্যাসিডটি ফোলেটের একটি সিন্থেটিক বা কৃত্রিম সংস্করণ যা ভিটামিন বি ৯ এর একটি প্রকার যা প্রাকৃতিকভাবে সবুজ শাক সবজি, ফল, বিনস, মাশরুম, ডিমের কুসুম, আলু, দুধ ইত্যাদি খাবারের মধ্যে পাওয়া যায়।
১২০. যে কারণে শৈশব অন্ধত্ব হতে পারে তা হলো
ক. এইচআইভি/ এইডস খ. ম্যালেরিয়া
গ. হাম
ঘ. যক্ষ্ম
উত্তর: গ
Explanation; নিম্ন-আয়ের দেশগুলিতে শৈশব অন্ধত্বের সবচেয়ে সাধারণ কারণ হল কর্নিয়ার দাগ, যা হাম বা হাইপােভিটামিনােসিস এ আক্রান্ত হওয়ার কারণে হয়।
১২১. শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয়
ক. বছরে একবার
খ. বছরে দুইবার
গ. বছরে তিনবার
ঘ. এর কোনটিই নহে
উত্তর: খ
Explanation; ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে একটি করে লাল ক্যাপসুল ও ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল ক্যাপসুল খাওয়ানাে হয়।
১২২. ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে ক. সিলভার ব্রোমাইডের
খ. সিলভার ক্লোরাইডের
গ. অ্যামোনিয়াম
ঘ. সিলবার ফ্লোরাইডের
উত্তর: ক
Explanation; ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে — সিলভার ব্রোমাইডের। ব্রোমাইড একটি রাসায়নিক যৌগ যাতে একটি ব্রোমাইড আয়ন বা লিগ্যান্ড রয়েছে। এটি -১ (Br-) আধান সহ আয়নিত একটি ব্রোমাইড পরমাণু।
১২৩. ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো
ক. পিল্লি
খ. ফ্ল্যাজেলা
গ. শীথ
ঘ. ক্যাপসুলস
উত্তর: খ
Explanation; নিম্নশ্রেণি প্রাণিকোষের চারদিকে ক্ষুদ্র সুতার মতাে বর্ধিত অংশকে ফ্লাজেলা বলে। এগুলাে আন্দোলিত করে ব্যাকটেরিয়া স্থান পরিবর্তন করে। নিম্নশ্রেণি প্রণিকোষের সেন্টোসােমে ফ্লাজেলা সৃষ্টি হয়।
১২৪. ‘কেপলা-৪৫২বি’ কী? ক. একটি মহাকাশযান
খ. পৃথিবীর মতো একটি গ্রহ
গ. সূর্যের মতো একটি রক্ষত্র
ঘ. NASAএর অত্যাধুনিক টেলিস্কোপ
উত্তর: খ
Explanation; ২৩ জুলাই ২০১৫ নাসার মহাকাশযান কেপলার মিশন নতুন একটি গ্রহের সন্ধান দেয়। যেটির নাম কেপলার ৪৫২ বি। এটি দেখতে পৃথিবীর মতাে।
১২৫. এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন এর মৌলিক উপাদান
ক. প্রোটিন গ. ভিটামিন
খ. ক্যালসিয়াম
ঘ. লবণ
উত্তর: ক
Explanation; এঞ্জাইম এন্টিবডি হরমােন হচ্ছে প্রটিনের যৌগ
৪৪ তম বিসিএস প্রশ্ন সমাধান pdf
বিগত সালের বিসিএস প্রশ্ন ও সমাধান
বিগত সালের বিসিএস প্রশ্ন ও সমাধান এর জন্য এখানে পিডিএফ আকারে আপলোড করা হবে। যেকোন সময় বিগত সালের বিগত সালের বিসিএস প্রশ্ন ও সমাধান এর জন্য এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন।
৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান ২০২২
এই সেকশনে ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান ২০২২ সম্পর্কে আলোচনা করা হল। আপনারা যেকোনো সময় এখানে ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান ২০২২ এর সকল প্রশ্ন জেনে নিতে পারবেন। তাই ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান ২০২২ এই লিংক থেকে সংগ্রহ করে নিন।
৪৪ তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার প্রশ্ন সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী)
আপনি যদি আজকের ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার প্রশ্ন উত্তর চান তাহলে আমার দেওয়া এই পোস্টের নিয়মানুযায়ী পড়তে পারেন। তাই আজকের ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার প্রশ্ন সাধারণ জ্ঞান জানার জন্য আপনারা এখানে দেওয়া ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান সম্পর্কে জেনে নিতে পারবেন।
[ads1]
৪৪তম বিসিএস প্রিলির বাংলাদেশ বিষয়াবলি অংশের সমাধান
১. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত গ্রন্থ নয়?
উঃ সোনার তরী
Explanation; সােনার তরী হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বিখ্যাত বাংলা কাব্যগ্রন্থ। সমগ্র গ্রন্থটি বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ রােম্যান্টিক কাব্য সংকলন। এটি ১৮৯৪ সালে প্রথম প্রকাশিত হয়। অপরদিকে অপশনে থাকা ব্যথার দান’ ও ‘শিউলিমালা’ কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ। দোলনচাঁপা’ হলাে কাজী নজরুলের কাব্যগ্রন্থ।
২। UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা (ঘ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
উঃ ১৭ নভেম্বর ১৯৯৯
Explanation; ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
৩। বাংলাদেশের সংবিধানের রক্ষক
উঃ সুপ্রিম কোর্ট /বিচার বিভাগ
Explanation; সর্বোচ্চ আদালত হিসেবে সুপ্রীম কোর্ট দেশের সকল আদালতের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। সংবিধান বহির্ভূত সব কিছুকেই সুপ্রীম কোর্ট অবৈধ ঘােষণা করার ক্ষমতা রাখে। এককথায় সুপ্রীম কোর্ট হলাে জনগণের মৌলিক অধিকারের সংরক্ষক এবং সংবিধানের রক্ষক।
৪। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
উঃ পুণ্ড্র
Explanation: বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ হলা: পু। বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থানভূমিকে কেন্দ্র করে গড়ে উঠে পুণ্ড্র জনপদ। প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
৫। বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
উঃ বঙ্গ
Explanation: বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, পাবনা, ফরিদপুর নােয়াখালী, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিম্ন জলাভূমি এবং পশ্চিমের উচ্চভূমি যশাের, কুষ্টিয়া, নদীয়া, শান্তিপুর ও ঢাকার বিক্রমপুর সংলগ্ন অঞ্চল ছিল বঙ্গ জনপদের অন্তর্গত।
৬। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়?
উঃ ১৭৫
Explanation; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানকারী বিশেষ বিশেষ মুক্তিযােদ্ধাদেরকে তাদের অবদানের ভিত্তিতে বাংলাদেশ সরকার বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম, বীর বিক্রম ও বীরপ্রতীক উপাধিতে ভূষিত করেন। বীরবিক্রম তৃতীয় সর্বোচ্চ উপাধি। মােট ১৭৫ জনকে এই উপাধিতে ভূষিত করা হয়।
৭। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
উঃ এ এইচ এম কামরুজ্জামান
Explanation- ১০ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম সরকার অর্থাৎ মুজিবনগর সরকার গঠিত হয়। এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি না থাকায় অস্থায়ী রাষ্ট্রপতি হন সৈয়দ। নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ। ত্রান ও পুনর্বাসন মন্ত্রী হন এ এইচ এম কামারুজ্জামান।
৮। কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল ‘বাঙ্গালা’ নামে পরিচিত হয়ে ওঠে?
উঃ মুসলিম
Explanation: ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজ মুসলমানদের বাংলাদেশ বিজয়ের ইতিহাস লেখার সময় বাঙ্গালা নামের উল্লেখ করেননি। তবে তিনি বরেন্দ্র, রাঢ় এবং বঙ্গ নামে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে চিহ্নিত করেন। মুসলমান ঐতিহাসিকদের মধ্যে মিনহাজের পরবর্তী ঐতিহাসিক জিয়া-উদ-দীন বারানী সর্বপ্রথম বাঙ্গালা’ শব্দের ব্যবহার করেছেন। বাংলা’র পূর্বরূপ ‘বাঙ্গালা’ নাম মুসলমানদের দেওয়া—নামটি বাংলার একটি ক্ষুদ্র অংশের নাম ‘বঙ্গাল’ শব্দের অপভ্রংশ। এটি অবশ্য বঙ্গ শব্দের মুসলমান রূপ নয়। মুসলমানেরা প্রথম থেকেও সমগ্র বঙ্গদেশকে মুলুক ‘বাঙ্গালা’ বলতাে।
৯। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
উঃ মুর্শিদ কুলি খান।
Explanation; মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব। এছাড়াও বিভিন্ন নথি-পত্র নির্দেশ করে তিনিই মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুপরবর্তী প্রথম স্বাধীন নবাব। তার উপর মুঘল সাম্রাজ্যের নামমাত্র আধিপত্য ছিল, সকল ব্যবহারিক উদ্দেশ্যেই তিনি বাংলার নবাব ছিলেন।
১০। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?
উঃ ফা হিয়েন
Explanation; ভারতে চৈনিক তীর্থ-ভ্রমণকারীদের মধ্যে সর্বপ্রথম যাঁর বিবরণী পাওয়া যায়, তিনি হচ্ছেন ফাহিয়েন। পাঁচ শতকের সূচনায় তিনি ভারত ভ্রমণ করেন। এ সময় গুপ্ত বংশীয়রা বাংলার অংশবিশেষসহ ভারত শাসন করছিলেন। ফা-হিয়েন ৩৯৯ খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করেন এবং ১৪ বছর পর আবার চীনে ফিরে যান।
১১। কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?
উঃ ১০২
Explanation; সংবিধানের ৪৪ অনুচ্ছেদে বলা আছে – “এই ভাগে প্রদত্ত অধিকারসমূহ বলবৎ করিবার জন্য এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করিবার অধিকারের নিশ্চয়তা দান করা হইল।”
১২। বাংলাদেশের সরকার পদ্ধতি….
উঃ এককেন্দ্রিক
Explanation; এককেন্দ্রীক রাষ্ট্র হল এমন এক ধরণের রাষ্ট্র যা একক সত্তা হিসাবে পরিচালিত হয় যেখানে কেন্দ্রীয় সরকার চূড়ান্তভাবে সর্বোচ্চ ক্ষ্মতার অধিকারী। এককেন্দ্রীক রাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রের বিপরীতে। সাংবিধানিকভাবে বাংলাদেশের সরকার ব্যবস্থা এককেন্দ্রিক ও সংসদীয় কাঠামাের উপর ভিত্তি করে গঠিত।
১৩। BSTI-এর পূর্ণ অভিব্যক্তি কী?
উঃ Bangladesh Standards and Testing Institution
Explanation; বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি স্বায়ত্বশাসিত সংস্থা যা মূলত সেবা ও পণ্যের গুণমান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গঠিত। ঢাকায় এর মূল কার্যালয় অবস্থিত এবং পাশাপাশি দেশের ৬টি বিভাগীয় শহরে সংস্থাটির আঞ্চলিক কার্যালয় রয়েছে। বিএসটিআই এর অনুমােদন ছাড়া কোনাে পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
১৪। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল
উঃ আসাম ও পূর্ববঙ্গ
Explanation: ১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতের বড়লাট লর্ড কার্জনের এক ঘােষণার মাধ্যমে ‘বঙ্গভঙ্গ হয়। এই পরিকল্পনায় বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা এবং মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম’ নামে নতুন প্রদেশ। প্রদেশের রাজধানী হয় ঢাকা। অপরপক্ষে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী হয় কলকাতা।
১৫। তমদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন?
উঃ প্রিন্সিপাল আবুল কাসেম
Explanation; তমদুন মজলিস ১৯৪৭ সালে আবুল কাসেম কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশের, (তৎকালীন পূর্ব পাকিস্তান) একটি ইসলামি সাংস্কৃতিক সংগঠন। পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি তুলে তমদুন মজলিস বাংলা ভাষা আন্দোলন শুরু করে। প্রিন্সিপাল মােহাম্মদ আবুল কাসেম (২৮ জুন। ১৯২০ – ১১ মার্চ ১৯৯১) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, লেখক, সমাজসেবক এবং বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি বাংলা ভাষা আন্দোলনের স্থপতি এবং তমদ্দুন মজলিস ও বাঙলা কলেজের প্রতিষ্ঠাতা।
১৬। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটি কে রচনা করেন?)
উঃ আবদুল গাফ্ফার চৌধুরী
Explanation; ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানাে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’। গানটির রচয়িতা আবদুল গাফফার চৌধুরী। এছাড়াও তিনি রচনা করেন – ‘রক্তে আমার আবার প্রলয় দোলা’। গত ১৯ মে ২০২২ তারিখে এই স্বনামধন্য কবি ও কলাম লেখক মৃত্যুবরণ করেন।
১৭। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উঃ সিয়েরা লিওন
Explanation: ২০০২ সালে বাংলাদেশে ভাষা আন্দোলনের সুবর্ণজয়ন্তী পালিত হয়, ঠিক ওই বছরই বাংলাদেশ থেকে প্রায় ১৫ হাজার কিলােমিটার দূরের আফ্রিকান একটি দেশ সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘােষণা দেয়।
১৮। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা
উঃ ৪৮
Explanation; বাংলাদেশের ক্ষুদ্র নৃগােষ্ঠীর সংখ্যা মােট ৪৮ টি। তবে বাংলাদেশ সরকারের গেজেট ভুক্ত ক্ষুদ্র নৃগােষ্ঠীর সংখ্যা ২৭টি।
১৯। নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন?
উঃ ধূমকেতু
Explanation: ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি অর্ধ-সাপ্তাহিক পত্রিকা, যা ১৩২৯ বঙ্গাব্দের ২৬ শ্রাবণ (১৯২২ সালের ১১ আগস্ট) প্রথম প্রকাশিত হয়। এর প্রথম সংখ্যায় নজরুলের কবিতা ‘ধূমকেতু প্রকাশিত হয়। এই পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন,
“কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু। আঁধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তাের বিজয় কেতন।”
২০। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
উঃ ৪টি
Explanation; বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল যা বাংলাদেশের জাতীয় ফুল। শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ। চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয়পার্শ্বে দুটি করে মােট চারটি তারকা। চারটি তারকা চিহ্ন দিয়ে বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতিকে নির্দেশ করা হয়েছে।
২১। বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা’ কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?
উঃ ২৩ মার্চ ১৯৬৬
Explanation; ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহােরে অনুষ্ঠিত বিরােধী রাজনৈতিক দলগুলাের এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন। ২৩ মার্চ ১৯৬৬ তারিখে আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয় লাহাের প্রস্তাবের সাথে মিল রেখে।
২২। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’-জাতির পিতা করে এই ঘোষণা দেন?
উঃ ৭ মার্চ ১৯৭১
Explanation; সাতই মার্চের ভাষণ ১৯৭১ খ্রিষ্টাব্দের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে । (বর্তমান সােহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ। তিনি উক্ত ভাষণ বিকেল ২টা ৪৫ মিনিটে শুরু করে বিকেল ৩টা ৩ মিনিটে শেষ করেন। উক্ত ভাষণ ১৮ মিনিট স্থায়ী হয়। এই ভাষণে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি এই ভাষণেই ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ কথাটি উচ্চারণ করেন।
২৩। বাংলাদেশে জুম চাষ কোথায় হয়?
উঃ বান্দরবান
Explanation; তিন পার্বত্য জেলার (বান্দরবান, খাগড়াছড়ি ও বান্দরবান) মােট আয়তন ১৩ হাজার ২৯৫ বর্গকিলােমিটার। যার প্রায় ৫ হাজার ৪৮০ বর্গকিলােমিটার পাহাড়জুড়ে জুম চাষ করা হয়।
২৪। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
উঃ মৌলভীবাজার
Explanation; বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সর্বাধিক চা বাগান রয়েছে। বাংলাদেশ চা বাের্ড এর তথ্য। অনুসারে মৌলভীবাজারে ৯০ টি চা বাগান রয়েছে। দ্বিতীয় সর্বাধিক চা বাগান রয়েছে হবিগঞ্জে, ২৩ টি। সিলেটে ২০টি চা বাগান রয়েছে। সুনামগঞ্জে কোনাে চা বাগান নেই।
২৫। ‘ধর্মীয় স্বাধীনতা’ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?
উঃ ৪১
Explanation; সনবিধানের ৪১ অনুচ্ছেদটি তুলে দেওয়া হলাে – ৪১। (১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে। (ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে; (খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রহিয়াছে। (২) কোন শিক্ষা-প্রতিষ্ঠানে যােগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হইলে তাঁহাকে কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যােগদান করিতে হইবে না।
২৬। বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৭৪ সালে
Explanation; স্বাধীন বাংলাদেশে প্রথম জনশুমারি হয় ১৯৭৪ সালে। এরপর ১৯৮১ সালে দ্বিতীয়, ১৯৯১ সালে তৃতীয়, ২০০১ সালে চতুর্থ এবং ২০১১ সালে পঞ্চম জনশুমারি অনুষ্ঠিত হয়। দশ বছর পরপর জনশুমারি হওয়ার নিয়ম রয়েছে। কিন্তু করােনার কারণে নির্ধারিত সময়েরও পরে ২০২২ সালের জুন মাসে ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে।
২৭। বাংলাদেশের জিডিপি (GDP)-তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
উঃ সেবা
Explanation; সাম্প্রতিক বছরগুলােতে ক্রমান্বয়ে কৃষির তুলনার ‘সেবা’ ও ‘শিল্প’ খাত থেকে বাংলাদেশ বেশি পরিমাণে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে আসছে। ২০১৮ সালের তথ্যানুসারে ‘সেবা’, ‘শিল্প’ ও কৃষি খাতে বাংলাদেশের জিডিপি যথাক্রমে ৫২.১১; ৩৩.৬৬ এবং ১৪.২৩%।
২৮। ২০২০-২০২১ অর্থবছরে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার কত?
উঃ ৬.৯৪%
Explanation; ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হার ছিল শতকরা ৬ দশমিক ৯৪ শতাংশ। সাময়িক হিসাব অনুযায়ী ২০২১-২২ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে শতকরা ৭ দশমিক ২৫ শতাংশ।
২৯। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে
উঃ ১ জুলাই ২০১৫
Explanation: ১ জুলাই ২০১৫ বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত তালিকায় বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়। ২০১৫ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ১ হাজার ৩১৪ ডলার হবার পর এ সিদ্ধান্ত আসে। যেসব দেশের মাথাপিছু আয় ১ হাজার ৪৬ ডলার থেকে শুরু করে ৪ হাজার ১২৫ পর্যন্ত সেসব দেশকে নিম্ন মধ্যম। আয়ের দেশের তালিকায় রাখা হয়।
৩০। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরনের স্যাটেলাইট হবে?
উঃ কমিউনিকেশন স্যাটেলাইট
Explanation; মহাকাশে যাবে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’। এ নিয়ে শুরু হয়ে গেছে কাজ। এবারের স্যাটেলাইটটির ধরন কেমন হবে তা নির্ধারণে একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়ােগ দেওয়া হয়েছে। ২০২৩ সালের মধ্যেই এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ ও ব্যবহার শুরু হবে বলে জানা গেছে। পরামর্শক প্রতিষ্ঠান বলেছে, বাংলাদেশের জন্য একটি আর্থ অবজারভেটরি স্যাটেলাইট’ হলে ভালাে হবে।
৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান গনিত প্রশ্ন
[ads1]
এই সেকশনে যেমন ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান গনিত প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হবে। আপনি যদি ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান গনিত প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে যেকোন সময় এই ব্লগে করা বিসিএস এবং প্রাইমারীর যত্তসব কনফিউশন নিয়ে একটি পোস্ট রয়েছে তা দেখে আসতে পারেন। অথবা এই লিংকে ক্লিক করে দেখে নিন। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান গনিত প্রশ্ন নিয়ে যত আলাপ আলোচনা। তাই আপনি যদি ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান গনিত প্রশ্ন আগে থেকেই জেনে নিতে পারেন তাহলে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় টিকে যেতে পারেন।
৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান ২০২২ pdf
যারা ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষা দিবেন তাদের অনেকেই ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান ২০২২ pdf সংগ্রহ করতে চান। তাই আপনাদের সুবিধার্থে এখানে ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান ২০২২ pdf দিলাম। নিচ থেকে ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান ২০২২ pdf সংগ্রহ করে নিন।
৪৪তম বিসিএস প্রিলি ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশের সমাধান
১। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায়?
বড়পুকুরিয়া, দিনাজপুশির
Explanation; বাংলাদেশের বিদ্যুৎ খাতে কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা শুরু হয় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে।
২। কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে ?
= পাললিক শিলা
Explanation; পাললিক শিলা স্তরীভূত শিলা যার বিভিন্ন স্তরে জীবাশ্ম থাকার সম্ভাবনা থাকে।
৩। নিচের কোন দুর্যোগের কাযকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?
= ভূমিকম্প
Explanation: ভূমিকম্পের কার্যকর পূর্বাভাস দেয়া সম্ভব নয়।
৪। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয় বহুল
= প্রশমন
Explanation; দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন সবচাইতে ব্যয়বহুল স্তর।
৫। কোনটি নবায়ন যোগ্য সম্পদ?
= বায়ু
Explanation; যেসব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহারযােগ্য সেগুলােকে নবায়নযােগ্য নবায়নযােগ্য সম্পদ বলে। যেমন: পানি, বায়ু, সৌরশক্তি, গাছপালা, পশুপাখি ইত্যাদি।
৬। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র?
= তিতাস
Explanation; বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলাে তিতাস গ্যাসক্ষেত্র। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়। প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
৭। বাংলাদেশে জি-কে প্রকল্প কোনটি?
= সেচ প্রকল্প
Explanation: গঙ্গা-কপােতাক্ষ সেচ প্রকল্প বা জি-কে প্রকল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি সেচ প্রকল্প, যার আওয়ায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪ট জেলা রয়েছে, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা এবং ঝিনাইদহ জেলা।
৮I COP-26 এ COP- মানে কী?
= কনফারেন্স অব দ্যা পার্টিস
৯। বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ নয়?
= ঘন ঘন বন্যা
Explanation; বাকী তিনটি অপশনই ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ।
১০। ডাউকি ফল্ট বরাবার একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে ?
= ব্রহ্মপুত্র
Explanation: ১৯৫০ সালের আসাম-তিব্বতের ভূমিকম্পের ফলে আসাম ও তিব্বত উভয়ই বিধ্বস্ত হয়। আসামে ১,৫২৬ জন নিহতের ঘটনা রেকর্ড করা হয় এবং তিব্বতে আরও ৩,৩০০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। মােট মৃতের সংখ্যা হয় প্রায় ৪,৮০০ জন। মিসমি পাহাড় এবং তার আশেপাশের বনজঙ্গলে প্রচুর শিলা প্রপাত মুক্ত হয়ে পরিবর্তন এনেছিল। আবাের পাহাড়ে, ভূমিধ্বসের কারণে ১৫৬ জন হতাহত সহ, ৭০ টি গ্রাম ধ্বংস হয়ে যায়। ভূমিধ্বস, ব্রহ্মপুত্র-র শাখা নদীগুলিকে অবরুদ্ধ করে দেয়।
৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন সমাধান আন্তর্জাতিক বিষয়াবলি
এখানে ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন সমাধান আন্তর্জাতিক বিষয়াবলি আলোচনা করছি।
১. কোন দেশ থেকে ‘আরব বসন্ত’-এর সূচনা হয়?
ক. মিশর
খ. তিউনিসিয়া
গ. লিবিয়া
ঘ. সিরিয়া
উঃ খ
Explanation; তিউনিশিয়ায় মােহাম্মদ বােয়াজিজির গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেয়ার মাধ্যমে ২০১০ সালের ১৮ ডিসেম্বর থেকে আরব বসন্ত শুরু হয়।
২. কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?
ক. ২০১০
খ. ২০১২
গ. ২০১৪
ঘ. ২০১৬
উঃ গ
Explanation: ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করার মাধ্যমে জি-৮ থেকে বিতাড়িত হয়।
৩. কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?
ক. গায়ানা
খ. বলিভিয়া
গ. গ্লাসগো
ঘ. কলম্বিয়া
উঃ খ
Explanation; বাকী তিনটি দেশের সাথেই ভেনিজুয়েলার সীমানা রয়েছে।
৪. বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?
ক. প্যারিস
খ. জেনেভা গ. গ্লাসগো
ঘ. আমেরিকা
উঃ গ
Explanation; ২০২১ সালের অক্টোবর ৩১- নভেম্বর ১২ তে স্কটল্যান্ডের গ্লাসগাে শহরে কপ ২৬ অনুষ্ঠিত হয়।
৫. বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে?
ক. ২০৪০
খ. ২০২৬
গ. ২০২৪
ঘ. ২০২৮
উঃ খ
Explanation; ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নতুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ. ডি. দেবেগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সামগ্রিক বৈদেশিক চুক্তি সাক্ষর করেন। এই চুক্তিটি ছিল বাংলাদেশকে ন্যূনতম পানিসরবরাহের গ্যারান্টি সহ ৩০ বছরের পানিবণ্টন চুক্তি। উল্লেখ্য, গঙ্গার নিম্ন অববাহিকায় বাংলাদেশের অধিকার স্বীকৃত।
৬. কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?
ক. জার্মানি
খ. ইউক্রেন
গ. পোল্যান্ড ঘ. ইউরো
উঃ খ
Explanation; ইউক্রেন বিশ্বের শীর্ষস্থানীয় গম উৎপাদনকারী দেশ।
৭. গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে?
ক. যুক্তরাষ্ট্র
খ. প্রাচীন রোম
গ. প্রাচীন গ্রীস
ঘ. প্রাচীন ভারত
উঃ গ
Explanation; প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রগুলাে গণতন্ত্রের প্রথম সূতিকাগার।
৮. নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়?
ক. জার্মান
খ. ইরান
গ. মিশর
ঘ. মালয়েশিয়া
উঃ ক
Explanation; বাংলাদেশ, ইরান, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, নাইজেরিয়া ডি-৮ এর সদস্য
৯. ওয়ার্ল্ড ইকোনমিকস ফোরাম-এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. প্যারিস
খ. জুরিখ
গ. দাভোস
ঘ. বার্ন
উঃ গ
Explanation; WEF এর বাৎসরিক সম্মেলন সুইজারল্যান্ডের দাভােসে অনুষ্ঠিত হয়।
১০. তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? ক. পাকিস্তান ও আফগানিস্তান
খ, ভারত ও আফগানিস্তান
গ. পাকিস্তান ও ভারত
ঘ. আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন
উঃ গ
Explanation; তাশখন্দ চুক্তি হচ্ছে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পাকিস্তান ও ভারত এর মধ্যে সম্পাদিত একটি চুক্তি, যা ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সমাধান করে।
১১. প্রথাগত ভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ
পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? ক. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
খ. অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার
গ. আগস্ট মাসের শেষ সোমবার ঘ. অক্টোবর মানের প্রথম সোমবার
উঃ সঠিক উত্তর অপশনে নেই।
সঠিক উত্তর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
Explanation; প্রশ্নটির উত্তর পুরােপুরি সঠিক নয়। কারণ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কিন্তু অপশনে (ক) কাছাকাছি উত্তর। এজন্যে পিএসসি সঠিক উত্তর ধরলে এটিই ঠিক হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি।
১২. কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন?
ক. জার্মান ও মিশর
খ. কুয়েত ও বাহরাইন গ. লিবিয়া ও এমান
ঘ. তিউনিসিয়া ও আলজিরিয়া
উঃ ক
Explanation; ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশর ও ইসরায়েলের প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ১৯৭৮ সালে। দ্বিতীয় রাষ্ট্র হিসেবে জর্ডান ১৯৯৪ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত করে।
১৩. কখন এবং কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন) প্রতিষ্ঠিত
হয়?
ক. ১৯৪৮, ফ্রান্স
খ. ১৯৪৯, সুইজারল্যান্ড
গ. ১৯৬১, রোম
ঘ. ১৯৫২, লন্ডন
উঃ ক
Explanation; ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লুতে গঠিত হয় IUCN ।
১৪. নেকড়েযুদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
ক. উত্তর কোরিয়া
খ. ভিয়েতনাম
গ. চীন
ঘ. রাশিয়া
উঃ গ
Explanation: শি জিনপিং এর coercive diplomacy কে wolf warrior diplomacy ও কূটনীতি বলা হয়।
১৫. নিচের কোন দেশটি আশিয়ান জোটভুক্ত নয়?
ক. লাওস
খ. হংকং
গ. ভিয়েতনাম
ঘ. কম্বোডিয়া
উঃ খ
Explanation; হংকং চীনের একটি Special Administrative Zone
১৬. মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনাসর্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ক. নিউইয়র্ক
খ. বোষ্টন
গ. লন্ডন
ঘ. ক্যানবেরা
উঃ ক
Explanation: নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় কনসার্টটি।
১৭. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?
ক. ১ বছর
খ. ২ বছর ঘ. ৫ বছর
গ. ৪ বছর
উঃ খ
Explanation; নিরাপত্তা পরিষদে ১০টি অস্থায়ী সদস্য আছে যারা ২ বছরের জন্য নির্বাচিত হয়।
১৮. আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?
ক. তিন বছর
খ. সাত বছর
গ. নয় বছর
ঘ. চার বছর
উঃ গ
Explanation; ১৫ জন বিচারক থাকেন। প্রত্যেকে ৯ বছরের জন্য নির্বাচিত হন।
১৯. বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত?
ক. ২০২১-২০৩০
খ. ২০২২-২০৫০
গ. ২০১৭-২০৩০
ঘ. ২০২১-২০৪১
উঃ ঘ
Explanation; সূত্রঃ পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ সরকার।
২০.২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?
ক. যুক্তরাষ্ট্র
খ. বাংলাদেশ
গ. সুইজারল্যান্ড
ঘ ভারত
উঃ খ
Explanation; অ্যাম্বেসেডর রাবাব ফাতিমা UN Peacebuilding Commission এর চেয়ার নির্বাচিত হন।
৪৪ তম বিসিএস প্রিলিমিনারির কাট মার্ক কত?
[ads1]
আপনারা জানেন যে, ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় (এমসিকিউ) প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যায়। এখানে যেহেতু কাট মার্কস রয়েছে সেহেতু পরীক্ষায় পাশ কত নম্বরে হবে তা বলা মুশকিল. প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মধ্যে কাট মার্কস থাকলে তার নিশ্চয়ই পাশ নম্বর সঠিকভাবে বলা যায় না. তাই পরীক্ষার হলে বেশ ভালো করলেও তাদের কিছু নম্বর কাটা যাবে।
আসলেই সম্ভাব্য কাটমার্ক কত হতে পারে? এটা আসলে, এখনো কেউই জানেন না, খোদ পিএসসিও না। পরশু থেকে শুরু করে এই লেখাটি লেখার সময় পর্যন্ত অন্তত কয়েকশো ক্যান্ডিডেটের সাথে কথা বলার সুযোগ হয়েছে। শুনলে আপনি খুশি হবেন, তাদের বেশিরভাগেরই অবস্থা শোচনীয়। পরীক্ষা অতোটা ভাল না দিলে, যত বেশি শুনি, অন্যান্যদের পরীক্ষাও আমার মতো (কিংবা, আমার চাইতেও বেশি) খারাপ হয়েছে, আনন্দ তত বেশি বাড়ে। যারা একটু ভাল পরীক্ষা দিয়েছেন, এবং, আমি ধরে নিচ্ছি, উনারা রিটেনের পাসপোর্ট পেয়ে যাবেন, তাদের প্রায় সবারই সম্ভাব্য প্রাপ্ত নম্বর ১১০-১২০ এর আশেপাশে।
৪৪তম বিসিএস রিটেনের পড়াশোনা কীভাবে শুরু করবেন? প্রস্তুতি শুরু করার আগে, আগ্রহীরা বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতিকৌশল নিয়ে আমার ব্লগে দেখে নিতে পারেন।
৪৪ তম বিসিএস প্রিলিমিনারির কাট মার্ক সমাচারঃ
- পিএসসি এবার মোট কতজনকে রিটেন দেয়ার সুযোগ দেবেন, সেটা তো আমরা কেউই জানি না। তাই, আপনাদের যাদের সম্ভাব্য নম্বর ৮৫-৯৫ এর আশেপাশে, তারা আজকে থেকেই রিটেনের জন্য নাওয়াখাওয়া ভুলে পড়াশোনা শুরু করুন। বিশ্বাস করুন, রিটেনে ভাল করা না-করা প্রায় পুরোটাই আপনার হাতে।
- জানা জিনিস ভুল শুধু আপনি একাই করেননি, যিনি বিগত বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম হয়েছিলেন, তিনিও করেছেন। তাই, এটা নিয়ে এত আফসোস করার কিছু নেই। অতীতের জন্য যতই আফসোস করবেন, ভবিষ্যতের জন্য আফসোসের রাস্তা ততই প্রশস্ত হবে।
- বিশাল বিশাল মার্কস পাবেন দাবিকরা বিশাল বিশাল পণ্ডিতদের বেশিরভাগই বিশাল বিশাল ফেল করে আমাদের সবাইকে বিশাল বিশাল বিনোদন দেবেন। রেজাল্টটা বের হতে দিন, আর দেখুন কী হয়।
- প্রিলির রেজাল্ট বের হওয়ার পর রিটেনের প্রিপারেশন নেয়ার জন্য বেশি সময় পাবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ যদি রিটেনের জন্য সঠিকভাবে প্রচুর পরিশ্রম করে পড়াশোনা করেন, তবে উনার, মেধাতালিকায় ১-১০ জনের মধ্যে থাকার সম্ভাবনা প্রায় ৯৫%। বাকি ৫% ভাগ্যের উপর নির্ভরশীল, যেটার উপর আপনার আমার, কারোরই কোনো হাত নেই। (ভাগ্যে বিশ্বাস করেন না? ঠিক আছে, আপনি অন্তত ১বার প্রস্তুতি নিয়ে বিসিএস পরীক্ষা দিয়ে দেখুন! আপনার নিজের, কিংবা আপনার আশেপাশের অনেকের জীবন থেকে আপনি নিশ্চিত হয়ে যাবেন, স্রেফ মন্দ ভাগ্যের কারণে অনেক যোগ্য ব্যক্তিই চাকরি পান না।)