৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ইংরেজি
৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ইংরেজির ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান এখানে

সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আজ ২০১৯ সালে অনুষ্ঠিত সালের ৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ইংরেজির ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান উপস্থাপন করব। এখানে পাবেন ৪০ তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান, ৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান, ৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯ পিডিএফ, ৪০ তম বিসিএসের ৩৫ টি প্রশ্নের পূর্ণ সমাধান ২০১৯, ৪০ তম বি.সি.এস ২০১৯ এর ইংরেজি প্রশ্নের সমাধান, ৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ও সমাধান। তাই আপনাদের অনুরোধে এখানে ৪০ তম বিসিএসের ইংরেজি অংশের পূর্ণ সমাধান দেয়া হয়েছে। এখানে ইংরেজির ৩৫ টি প্রশ্নের পরিপূর্ণ সমাধান আছে। ইতিমধ্যে ১০ম প্রিলিমিনারি বিসিএস পরীক্ষার বাংলা অংশের প্রশ্ন সমাধান এবং অভিনব কৌশলে ১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজির প্রশ্ন সমাধান (ব্যাখ্যাসহ), সেরা টেকনিকে ১০ম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী ব্যাখ্যাসহ সমাধান এবং ২০১৯ সালের ৪০ তম বিসিএস প্রলিমিনারি টেস্টের বাংলা অংশের ব্যাখ্যাসহ সমাধান বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। বিসিএস প্রশ্ন, চাকরির প্রশ্ন ও উত্তর পেতে ৪০ তম বিসিএসের ইংরেজি অংশের সম্পূর্ণ সমাধান পেতে পোস্টটি ভালভাবে পড়ুন। ২০১৯ সালের ৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ইংরেজি অংশের ব্যাখ্যাসহ সমাধান পাবেন ৪০ তম বি.সি.এস ২০১৯ এর ইংরেজি প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান পাবেন। You are here for english full solution 40th bcs preliminary.
এখানে ৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ইংরজির ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান, ৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান, ৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সমাধান পাবেন।
০১। Please write to me at the above address.
The word ‘above’ in this sentence is an Adjective
ব্যাখ্যঃ প্রদত্ত বাক্যে above শব্দটি noun address কে qualify করায় শব্দটি Adjective. Adjective সর্বদা noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ নির্দেশ করে।
০২। In which sentence is the word ‘past’ used as a preposition?
- Writing letters is a thing of the past.
- I look back on the past without regret.
- I called out to him as he ran past.
- Tania was a wonderful singer, but she’s past her prime.
ব্যাখ্যঃ এখানে Tania was a wonderful singer, but she’s past her prime. বাক্যে past শব্দটি preposition, কারণ past শব্দটি noun এর পূর্বে বসে বাক্যের অন্য word এর সাথে সম্পর্ক নির্দেশ করছে। তাছাড়া প্রথম দুইটি বাক্যে past noun আর তৃতীয় বাক্যে past adverb, কারণ past শুধু verb এর সাথে ব্যবহৃত হয়েছে।
০৩। The word ‘sibling’ means –
ব্যাখ্যঃ ‘sibling’ শব্দটির বাংলা অর্থ একই পিতামাতার সন্তান; ভাই বা বােন। সুতরাং sibling অর্থ a brother or sister.
০৪। Fill in the blank: As she was talking, he suddenly broke-, saying, “That’s a lie!
ব্যাখ্যঃ ‘Break in phrasal verb-এর অর্থ হলো কথার মাঝে কথা বলা; চলমান কোনাে কিছুতে হস্তক্ষেপ করা। সুতরাং শুন্যস্থানে in বসবে। Break of অর্থ সাময়িকভাবে থামা; বিরতি গ্রহণ, Breakdown অর্থ ভেঙে পড়া আর Break into অর্থ বলপূর্বক প্রবেশ করা।
০৫। Fill in the blank: You may go for a walk if you feel — it.
ব্যাখ্যঃ মাঝে মাঝে like preposition হিসেবে ব্যবহৃত হয়। Feel like something অর্থ কোনো কিছু করার ঝোঁক থাকা বা কোনাে কিছুর প্রত্যাশা করা। Like যােগে বাক্যটির বাংলা : যদি হাঁটার ইচ্ছা হয় তাহলে তুমি হাঁটতে যেতে পার।
০৬। Identify the word which is spelt incorrectly
- consciencious
- perseverance
- convalescence
- maintenance
ব্যাখ্যাঃ ভুল বানান বিশিষ্ট শব্দ হলাে conscendous.
শব্দটির শেষে c কে t তে রূপান্তর করলে শব্দটি সঠিক হবে। Conscientious শব্দটির অর্থ বিবেকবুদ্ধিসম্পন্ন। এছাড়া perseverance- অধ্যবসায়, convalescence অর্থ রােগমুক্তির পর স্বাস্থ্যের ক্রমােন্নতি আর maintenage অর্থ রক্ষণাবেক্ষণ।
০৭। ‘You look terrific in that dress!
ব্যাখ্যঃ The word ‘terrific’ in the above sentence means.. ব্যাখ্যঃTerrific শব্দের অর্থ চমৎকার (excellent). প্রদত্ত বাক্যের অর্থ ঐ পােশাকে তােমাকে চমৎকার দেখায়! অন্যদিকে funny অর্থ অদ্ভত, very ugly অর্থ খুব কুৎসিত এবং horrible অর্থ বীভৎস।
০৮। Someone who is capricious is -known for sudden changes in attitude or behaviour ব্যয্যযে ব্যক্তি capricious (খেয়ালি; অস্থিরমতি) সে পরিচিত তার আচরণ এবং দৃষ্টিভঙ্গি হঠাৎ পরিবর্তনের জন্য।
০৯। Which one of the following words is masculine?
- mare
- lad
- pillow
- pony
ব্যাখ্যঃ Option গুলাের মধ্যে masculine (পুরুষবাচক) শব্দ হলাে lad যার অর্থ বালক; কিশাের; ছোকরা। Option-এর বাকি তিনটি শব্দ mare অর্থ ঘােটকী; মাদি ঘােড়া, pilloo অর্থ বালিশ এবং pony অর্থ টাটুঘােড়া।
১০। A man whose wife has died is called a –
- widow
- widower
- spinster
- bachelor
ব্যাখ্যঃ যে ব্যক্তির স্ত্রী মারা গেছে তাকে বলে widower (বিপত্নীক)। তাছাড়া widow অর্থ বিধবা, spinster অর্থ অবিবাহিতা মহিলা এবং bachelor অর্থ অবিবাহিত পুরুষ।
আপনারা পড়ছেন এখানে
৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ইংরেজির ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান,
৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান, ৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সমাধান।
১১। Which word is similar to ‘appal’?
- deceive
- confuse
- dismay
- solicit
ব্যাখ্যাঃ Appal অর্থ আতঙ্কিত করা; মর্মাহত করা এবং dismany অর্থ হতাশ করা; আতঙ্কিত করা। সুতরাং appal আর dismay শব্দ দুটি similar, অন্যদিকে deceive অর্থ প্রতারণা করা, confuse অর্থ গুলিয়ে ফেলা এবং solicit অর্থ সনির্বন্ধ আবেদন করা।
১২। Which word means the opposite of ‘dearth’?
- lack
- abundance
- poverty
- shortage
ব্যাখ্যাঃ Dearth (অভাব; আকাল)-এর বিপরীত শব্দ abundance (অতিপ্রাচুর্য)। তাছাড়া option-এর lack (অভাব, ঘাটতি), poverty (দরিদ্রদশা) এবং shortage (ঘাটতি) হলাে dearth-এর সমার্থক।
১৩। Identify the word which remains the same in its plural form:
- aircraft
- intention
- mouse
- thesis
ব্যাখ্যাঃ যে শব্দটি plural form এ কোনাে রূপ পরিবর্তন করে সে word টি হলাে aircraft. অপশনের অন্য শব্দগুলাের plural form intentions, mice এবং theses.
১৪। Identify the determiner in the following sentence:
‘I have no news for you.’
ব্যাখ্যাঃDeterminer হলাে সে সকল word যা noun- এর পূর্বে বসে notunটি নির্দিষ্ট না সাধারণ তা নির্দেশ করে। প্রদত্ত বাক্যে noun-এর পূর্বে ব্যবহৃত ‘no’ determiner হিসেবে ব্যবহৃত হয়েছে। কয়েকটি determiner-এর উদাহরণ হলাে these, those, my, our, much ইত্যাদি।
১৫। ‘A lost opportunity never returns.’ Here ‘lost’ is a participle.
ব্যাখ্যাঃVerb-এর যে রূপ একই সাথে verb এবং Adjective-এর কাজ করে তাকে participle বলে। প্রদত্ত বাক্যে last (lose-এর past participle) একই সাথে verb adjective-এর কাজ সম্পন্ন করায় lost শব্দটি past participle. অর্থাৎ participle হিসেবে কাজ করছে।
১৬। The saying ‘enough is enough’ is used when you want “something to stop”.
ব্যাখ্যাঃ‘Enough is enough’ লােক কথাটি ব্যবহৃত হয় যখন পরিস্থিতি এমন যে তুমি যা চলছে তা গ্রহণ করতে পারছ না এবং তুমি চাচ্ছ যেন বিষয়টি এখনই থেমে যাক। সুতরাং সঠিক option হলাে something to stop.
১৭। ‘He ran with great speed.’
The underlined part of the sentence is an adverb phrase.
ব্যাখ্যাঃ“With great speed” (দ্রুতগতিতে) phrase টি বাক্যের verbকে modify করায় phrase টি adverb phrase. Verb কে how, where, when, why we দ্বারা প্রশ্ন করলে adverb phrase পাওয়া যায়।
১৮। ‘We must not be late, else we will miss the train.’ This is a compound sentence
ব্যাখ্যাঃ Compound sentence সাধারণত একের অধিক principal clause or, but, yet, else, therefore, otherwise ইত্যাদি coordinating conjunction দ্বারা যুক্ত থাকে। সুতরাং else conjunction দ্বারা যুক্ত বাক্যটি compound sentence.
১৯। Change the voice: ‘Who is calling me?’
By whom am I being called?
ব্যাখ্যাঃ who যুক্ত Present Continuous tense interrogative বাক্যের passive voice এর structure : By whom + am/is/are + object এর subjective form + being + verb p.p + question mark.সুতরাং প্রদত্ত বাক্যটির passive voice হলো By whom am I being called?
২০। An extra message added at the end of a letter after it is signed is called postscript.
ব্যাখ্যাঃ চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত অতিরিক্ত বার্তা বা বাক্যাবলিকে বলা হয় postscript (পুনশ্চ)। অন্যদিকে corrigendum অর্থ শুদ্ধিপত্র, সংশােধনীয় বিষয় । NB (nota bene) অর্থ সতর্কতার সাথে লক্ষ করুন, লক্ষণীয় আর RSVP অর্থ দয়া করে জবাব দিন (please reply) যা আমন্ত্রণ কার্ডের নিচ প্রান্তে লেখা হয়।
আপনারা পড়ছেন এখানে
৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ইংরেজির ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান,
৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান, ৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সমাধান।
২১।‘The Rape of the Lock’ by Alexander Pope is a mock-heroic poem
ব্যাখ্যাঃ “The Rape of the Lock’ হলো Alexander Pope এর mock-heroic poem. Mock heroic poet poet খ্যাত Alexander Pope-এর The Rape of the Lock কবিতাটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরস মিশ্রিত। তার এই কবিতাটিতে ৭৯৪টি লাইন রয়েছে।
২২। Which of the following is not an American poet?
- Robert Frost
- W.B.Yeats
- Emily Dickinson
- Langston Hughes
ব্যাখ্যাঃ Option গুলোর মধ্যে আমেরিকান কবি নয় W, B.. Yeats. W Yeats হলেন Irish poet, dramatist ও critic. তাছাড়া Robert Frost আমেরিকার সানফ্রান্সিসকোতে, Emily Dickinson আমেরিকার আমহারস্ট, ম্যাসাচুয়েটস এবং Langston Hughes জাপানে জন্মগ্রহণ করলেও তিনি কবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন আমেরিকায়।
২৩। William Shakespeare was born in 1564.
ব্যাখ্যাঃ Bard of Avon এবং Father of English Drama হিসেবে খ্যাত William Shakespeare ১৫৬৪ সালে England-এর Stanford of Avon-এ জন্মগ্রহণ করেন। তিনি ২৩ এপ্রিল ১৬১৬ সালে মৃত্যুবরণ করেন।
২৪। Tennyson’s ‘In Memoriam’ is an elegy on the death of Arthur Henry Hallam.
ব্যাখ্যাঃ Elegy হলো শোক কবিতা। ‘In Memoriam’ শোক কবিতাটি ‘Tennyson তার প্রিয় ক্যামব্রিজ বন্ধু Arthur Henry Hallam-এর স্মরণে লিখেন। যিনি ১৮৩৩ সালে হঠাৎ cerebral hemorrhage-এর কারণে মারা যান।
২৫। ‘Sweet Helen’ make me immortal with a kiss’. The sentence has been taken from the play Doctor Faustus.
ব্যাখ্যাঃ প্রদত্ত বাক্যটি English নাট্যকার, কবি এবং অনুবাদক Cliristopter Marlowe-এর নাটক Doctor Faustus থেকে নেওয়া হয়েছে। Christopher Marlowe কে Father of English Tragedy বলা হয়।
২৬। ‘What’s in a name? That which we call a rose
By any other name would smell as sweet. Juliet said this.
ব্যাখ্যাঃ উক্তিটি William Shakespeare-এর ট্র্যাজেডি Romeo and Juliet থেকে নেওয়া। নাটকটি মূলত Romeo এবং Juliet-এর ভালােবাসার গল্প নিয়ে নির্মিত। দুই পরিবারের দুই দ্বন্দ্বই ছিলাে তাদের ভালােবাসার মাঝে বাধা। উক্তিটির মাধ্যমে Juliet বােঝাতে চেয়েছে যে Romeo কোন পরিবার থেকে এসেছে বা কোন নাম ধারণ করেছে এটা তার কাছে কোনাে বিষয় নয়। জুলিয়েট রােমিওকে গােলাপের সাথে তুলনা করে বলে, তাকে রােমিও নামকরণ না করা হলেও সে সুদর্শন হতাে এবং জুলিয়েটের প্রেমিক হতাে।
২৭। ‘Man’s love is of man’s life a thing apart, Tis woman’s whole existence. This is taken from the poem of Lord Byron.
ব্যাখ্যাঃ প্রদত্ত লাইনদ্বয় rebel poet হিসেবে খ্যাত Byron-এর কবিতা Don Jaan থেকে নেওয়া হয়েছে।
২৮। Edward Fitzgerald translated the ‘Rubaiyat of Omar Khayyam’ into English?
ব্যাখ্যাঃ Rubaiyat of Omar Khayyam কবিতাসমগ্রের কবির নাম জানা যায়নি। কিন্তু Rubaiyat of Omar Khan কে ফারসি ভাষা থেকে ইংরেজি ভাষাভাষী। মানুষের জন্য ইংরেজিতে অনুবাদ করেন Eduard FitzGerald। অনুবাদটি প্রকাশিত হয় ১৮৫৯ সালে।
২৯। ‘Ulysses’ is a novel written by James Joyce.
ব্যাখ্যাঃ ulysses নামে দুটি সাহিত্যকর্ম রয়েছে। একটি কবিতা আর অন্যটি উপন্যাস। ulysses কবিতাটি লিখেছেন Alfred Lord Tennyson. অন্যদিকে Ulysses নামক উপন্যাসটি লিখেছেন Irish কবি, ছােটগল্প লেখক এবং ঔপন্যাসিক James Joyce। James Joyce ‘ulysses’ উপন্যাসটির জন্য সমধিক পরিচিত।
৩০। The short story ‘The Diamond Necklace’ was written by Guy de Maupassant.
ব্যাখ্যাঃ ছােটগল্প“The Diamond Necklace’ কে The Necklace নামেও অভিহিত করা হয়। ছােটগল্পটি ১৮৮৪ সালে প্রকাশিত হয়। গল্পটি লেখেন ফ্রেঞ্চ লেখক Guy de Maupassant.
আপনারা পড়ছেন এখানে ৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ইংরজির ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান, ৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান, ৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সমাধান।
৩১। ‘All the perfumes of Arabia will not sweeten this little hand. Lady Macbeth said this.
ব্যাখ্যাঃ লাইনটি William Shakespeare-এর Macbeth নামক tragedy থেকে নেওয়া। tragedyটির কেন্দ্রীয় চরিত্র Macbeth. Macbeth রাজা ডানক্যানের সেনাপতি থাকাকালীন তার স্ত্রী Lady Macbeth এর প্ররােচনায় রাজাকে হত্যা করে রাজা হন। Lady Macbeth তার অপরাধ বুঝতে পারেন এবং মৃত্যুসজ্জায় তিনি এ উক্তিটি করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
৩২।“Where are the songs of Spring? Aye, where are they?
Think not of them, thou hast thy music too. – John Keats wrote this.
ব্যাখ্যাঃ প্রদত্ত লাইনগুলাে John Keats লিখেছেন তার To Autumn কবিতায়। লাইনগুলাে দ্বারা John Keats প্রতিবছর আসা স্বল্পস্থায়ী বসন্তকে বিদ্রুপের সাথে দেখেছেন। অন্যদিকে তিনি মনে করেন শরৎ ঋতুর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এবং এ ঋতুর সুরেলা ধ্বনিও রয়েছে।
৩৩। Heathcliff is the central character of ‘Wuthering Heights’ by Emily Bronte.
ব্যাখ্যাঃ Emily Bronte মাত্র ত্রিশ বছর জীবিত ছিলেন। এ সংক্ষিপ্ত জীবনে তিনি একটি মাত্র উপন্যাস লেখেন। উপন্যাসটি হলো Wuthering Heights. Wuthering Heights এর কেন্দ্রীয় চরিত্র হলাে Heathcliff। কেননা উপন্যাসটির ঘটনা প্রবাহ আবর্তিত হয়েছে Heathiclif এর ভালােবাসা এবং জীবনের ঘটনাপ্রবাহ নিয়ে।
৩৪। ‘The old order changeth, yielding place to new”. This line is extracted from Tennyson’s poem Morte-d’ Arthur থেকে।
ব্যাখ্যাঃ Option-এর সবগুলােই Alfred Lord Tennyson এর কবিতা। কিন্তু The old order changeth, yielding place to neto লাইনটি Morte-d’ Arthur-এর কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতাটি তিনি তার বন্ধু Arthur Hallam-এর মৃত্যুর পরপরই লিখেন। Morte d’ Arthur অর্থ of course ‘the death of Arthur.
৩৫। John Donne wrote the poem ‘The Good-Morrow’.
ব্যাখ্যাঃ‘The Good-Morrow’ কবিতাটির কবি হলেন poet of love নামে প্রসিদ্ধ Jolin Donne. তার আরও কিছু কবিতার নাম হলো The Sunne Rising, The Canonization, The Ecstacy, The Dream ইত্যাদি।
৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ইংরেজির ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান
আজ আপনাদের মাঝে আজ ২০১৯ সালে অনুষ্ঠিত সালের ৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ইংরেজির ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান উপস্থাপন করা হলো। এখানে পেয়েছেন ৪০ তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান, ৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান, ৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯ পিডিএফ, ৪০ তম বিসিএসের ৩৫ টি প্রশ্নের পূর্ণ সমাধান ২০১৯, ৪০ তম বি.সি.এস ২০১৯ এর ইংরেজি প্রশ্নের সমাধান, ৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ও সমাধান। তাই আপনাদের অনুরোধে এখানে ৪০ তম বিসিএসের ইংরেজি অংশের পূর্ণ সমাধান দেয়া হয়েছে। এখানে ইংরেজির ৩৫ টি প্রশ্নের পরিপূর্ণ সমাধান আছে। ইতিমধ্যে ১০ম প্রিলিমিনারি বিসিএস পরীক্ষার বাংলা অংশের প্রশ্ন সমাধান এবং অভিনব কৌশলে ১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজির প্রশ্ন সমাধান (ব্যাখ্যাসহ), সেরা টেকনিকে ১০ম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী ব্যাখ্যাসহ সমাধান এবং ২০১৯ সালের ৪০ তম বিসিএস প্রলিমিনারি টেস্টের বাংলা অংশের ব্যাখ্যাসহ সমাধান বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। বিসিএস প্রশ্ন, চাকরির প্রশ্ন ও উত্তর পেতে ৪০ তম বিসিএসের ইংরেজি অংশের সম্পূর্ণ সমাধান পেতে পোস্টটি ভালভাবে পড়ুন। ২০১৯ সালের ৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ইংরেজি অংশের ব্যাখ্যাসহ সমাধান পেয়েছেন। ৪০ তম বি.সি.এস ২০১৯ এর ইংরেজি প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান পেয়েছেন। You are here for english full solution 40th bcs preliminary.
এখানে ৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ইংরেজির ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান, ৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান, ৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সমাধান পেয়েছেন।