১৯৬ টি হাই ভোল্টেজ প্রাইমারি সাজেশন | ১০০% পরীক্ষায় কমন আসবে প্রাইমারি সাজেশন গুলি। ইতিমধ্যে প্রাইমারি ম্যাথ সাজেশন, প্রাইমারি গনিত সাজেশন, প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২১ সাজেশন, প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২১, প্রাইমারি স্কুলের পরীক্ষা নিয়ে তিনটি পোস্ট করা হয়েছে। দেখে আসতে পারেন। আজ এখানে সাধারণ জ্ঞান এবং বাংলা ও ব্যাকরণসহ ১৯৬ টি হাই ভোল্টেজ প্রাইমারি সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। You are here for primary exam suggestion 100 percent common.

আপনার জন্য সরকারি বিভিন্ন পদে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পোস্টঃ (প্রথম পর্ব)
1. ☞ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষার পরিপূর্ণ সমাধান
2. ☞ ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধিভূক্ত সরকারি ৭ কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান
3. ☞ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন সমাধান
4. ☞ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কম্পিউটার অপারেটর পরীক্ষার সমাধান
5. ☞ পরিকল্পনা বিভাগের ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটরের লিখিত পরীক্ষার সমাধান
6. ☞ বিস্তারিত সমাধান সহকারী পরিচালক পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া
7. ☞ সাতটি কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার ব্যাংক প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ
8. ☞ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর অফিস সহায়ক লিখিত সমাধান
সাধারণ জ্ঞান প্রাইমারি সাজেশন
১৯৬ টি হাই ভোল্টেজ প্রাইমারি সাজেশন এর মধ্যে সাধারণ জ্ঞানের এখানে ০১- ১২০ পর্যন্ত উপস্থাপন করা হলো।
১. সংবিধানের কোন অনুচ্ছেদের আলােকে বাংলাদেশের বৈদেশিক নাতি পচিালিত হয়?
উত্তরঃ অনুচ্ছেদ ২৫
২. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?
উত্তর:- সেন্টমার্টিন
৩. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তর:-৫টি
৪. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ-৭ মার্চ ১৯৭৩
৫. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
উওর-বান্দরবান
৬. লাহােরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যােগদান করেন? উক্তর:-২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৮ সাল
৭. বঙ্গবন্ধুকে কখন ‘জুলিও কুরি” শান্তি পুরস্কার প্রদান করা হয়?
উত্তরঃ-২৩ মে ১৯৭২ সালে।
৮. ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভূক্ত ছিলনা–
উওরঃ-বিচার ব্যবস্থা।
৮, মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
উত্তর:- ৭ম-৮ম শতক।
৯. বাংলার কােন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়?
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ।
১০. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?
উত্তরঃ –নওয়াব স্যার সলিমুল্লাহ
আপনার জন্য সরকারি বিভিন্ন পদে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পোস্টঃ (দ্বিতীয় পর্ব)
1. ☞ সকল চাকরিতে আসা কম্পিউটার পরীক্ষার প্রশ্ন | কম্পিউটার পরীক্ষার প্রশ্ন ২০২১
2. ☞ ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্ন ও উত্তর
3. ☞ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান
4. ☞ সহজ পদ্ধতিতে ৪০ তম বিসিএসের সাধারণ জ্ঞানের সম্পূর্ণ সমাধান
5. ☞ ৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ইংরজির ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান
6. ☞ প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের অফিস করণিক পদের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান
7. ☞ ২০১৯ সালের ৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বাংলা অংশের ব্যাখ্যাসহ সমাধান
8. ☞ সরকারি চাকরি পেতে ১০০ টি কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন ও উত্তর পড়ুন (৩য় পর্ব)
১১. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর:- খাজা নাজিম উদ্দীন
১২. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
উত্তরঃ খাগড়াছড়ি জেলায়।
১৩. বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০) শেষ শাসনকর্তা কে ছিলেন? উত্তর:-লক্ষণ সেন
১৫. কাগমারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর:সন্তোষে
১৬. বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়?
উত্তরঃ-এপ্রিল ১২, ১৯৭১
১৭. কোন অনুচ্ছেদে বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানবলী পরিবর্তনযােগ্য নয়?
উত্তরঃ–অনুচ্ছেদ ৭(ক)।
১৮. বাংলাদেশের সংবিধানের ত্রয়ােদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল?
উত্তরঃ-তত্ত্বাবধায়ক সরকার
১৯. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
উত্তরঃ-৪র্থ তফসিল
২০. কেন উপজাতির আবাস্থল ‘বিরিশিরি নেত্রকােণায়?
উত্তর- গারো
২১. বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্য কিভাবে রক্ষা হয়?
উত্তর:- IMF এর bailout package এর মাধ্যমে।
২২. অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?
উত্তরঃ শশাঙ্ক
২৩, বঙ্গবঙ্গ রদ কে ঘােষণা করেন?
উত্তর:-রাজা পঞ্চম জর্জ
২৪. ঢাকা শহরের গোড়া পত্তন হয় কবে।
উত্তরঃ মুঘল আমলে।
২৫. স্টিভ চেন ও চাড হরলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব প্রতিষ্ঠা করেন?
উত্তর:-জাবেদ করিম
২৬. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর:-ফেব্রুয়ারি
২২, ১৯৭৪
২৭. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কত সালে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন? উত্তর: ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।
২৭. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
উত্তরঃ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২৮. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থ?
উত্তর:-জার্মানি
২৯. সমারিক ভাষায় ‘WMD’ অর্থ কী?
উত্তর:-Weapons of Mass Destruction
৩০. ২০২০ সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
উত্তর:-ডেনমার্ক
৩১. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়ােগ প্রকাশ করে? উত্তর:-UNCTAD
৩২, আন্তজাতিক আদলতে মিয়ানমার কর্তক রােহিঙ্গা গণহত্যার অভিযোেগ মামলা করে কোন দেশ?
উত্তর:-গাম্বিয়া
৩৩. কোন বিদেশি রাষ্ট বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
উত্তর:-সিয়েরালিয়ন
৩৪. জাতিসংঘ নামকরণ করেন কে?
উত্তর:-রুজভেল্ট
৩৫. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? উত্তর:-তুরস্ক
৩৬. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন
বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তর:-১৯৪৯ সালে
৩৭. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?
উত্তর:-লিনা হেডরিচ
৩৮. আন্তর্জাতিক বিচার আদালত রােহিঙ্গ গণহত্যা বিষয়ক অন্তর্বর্তকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নিদিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
উত্তর:-৪টি
৩৯. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরােধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নােবেল শান্তি পুরষ্কার দেয় হয়?
উত্তর:-ইথিওপিয় ও ইরিত্রিয়া।
৪০. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরজমান ছিল?
উত্তর:-দক্ষিণ আমেরিকা
৪১. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর:-রাশিয়া।
৪২. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
উত্তর:-বাবেল মান্দেব প্রণালী
৪৩. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? উত্তর:-১৯১২ সালে
৪৪. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
উত্তর:-১৯৪৫ সালে
৪৫. জাতিসংঘের কোন সংস্থাটি করােনা ভাইরাসকে ‘Pandemic’ ঘােষনা করেছে?
উত্তর:-WHO
৪৬. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমােক্রেটিক দলের মনােনয়নের জন্য ন্যুনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়ােজন?
৪৭, মার্বেল কোন ধরনের শিলা?
উত্তরঃ-রূপান্তরিত শিলা
৪৮, মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
উত্তর:-কিউমুলাস
৪৯. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলাে
উত্তর:-জলবায়ু পরিবর্তন হ্রাস
৫০. বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর:-সুন্দরবনের দক্ষিণে
৫৯, বেঙ্গল ফনি ভূমিরূপটি কোথায় অবস্থিত?
উত্তর:-বঙ্গোপসাগরে
৫২. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে
কাল্পনিক রেখার সাহায্যে দেখানাে হয় তার নাম কী?
উত্তর:-আহসােহাইট
৫৩. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
উত্তর:-পুতবর্ধন
৫৪. দক্ষিণ গােলার্ধে উষ্ণতম মাস কোনটি?
উত্তরঃ-জানুয়ারি
৫৫, গ্রাফিন (graphene) কার বহুরূপী?
উত্তরঃ-কার্বন
৫৬, আইনস্টাইন নােবেল পুরষ্কার পান কিসের
জ ?
উত্তর:-আলােক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য।
৫৭. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
উত্তর:-সাগরের পানিতে
৫৮. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী
উত্তর: আর্টারি
৫৯, প্রােটিন তৈরি হয়
উত্তর:-অ্যামিনাে অ্যাসিড দিয়ে
৬০. মানবদেহে লােহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
উত্তর:-১২০ দিন
৬১. পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল কত?
উত্তরঃ-১৯৯৭ সালে
৬২. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
উত্তরঃ-স্ট্রাটোমণ্ডল
৬৩, কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
উত্তর:-ক্লোরােপিক্রিন
৬৪, আলােকবর্ষ ব্যবহার করে কী পরিমাণ করা হয়?
৬৫. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কী?
উত্তর:প্রক্সিমা সেন্টাউরি
৬৬. ইলেকটিক বা এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি
উত্তর:-টাংস্টেন
৬৭, ১০০ ওয়াট এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়?
উত্তর:-৩৬০০০০ জুল
৬৮. Apache এক ধরণের –
উত্তর:-Database Management System (DBMS)
৬৯. ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি?
উত্তর:-অবকাঠামােগত, প্লাটফর্মভিত্তিক ও সফটওয়্যার
৭০. কোন নেটওয়ার্ক টপােলজিতেহাব ব্যবহার
উত্তর:-স্টার টপােলজি
৭১. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে
উত্তর:-operating System
৭২. মাইক্রোসফট IIS হচ্ছে একটি
উত্তর:-ওয়েব সার্ভার
৭৩. ব্লটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
উত্তর:-১০-১০০ মিটার
৭৪. যে কম্পিউাৱ ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি
কোডে লেখা হয় তাকে কী বলে
উত্তর:-Machine language
৭৫. API মানে কী?
উত্তর:-Application Programming Interface
৭৬. যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক তার নাম কী?
উত্তর:-NAND গেইট
৭৭. RFID বলতে কী বুঝায়?
উত্তর:-Radio Frequency Identification
৭৮, UDMC এর পূর্ণরূপ কী?
উত্তর:-Union Disaster Management Committee
৭৯, রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
উত্তর:-দক্ষিণ দিকে
৮০, রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক । কে এই উক্তি করেন?
উত্তর:-মিশেল ক্যামডেসাস।
৮১. Political Ideals গ্রন্থের লেখক কে?
উত্তর:-রাসেল
৮২, গণপ্রজান্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন
অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতা বিষয়টি আলােচিত হয়েছে?
উত্তর:-অনুচ্ছেদ ১৮
৮৪, প্লেটো সদগুণ বলতে কী বুঝিয়েছেন?
উত্তর:প্রস্তা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
৮৫. মূল্যবোেধ দৃঢ় হয় কোন মাধ্যমে?
উত্তর:-শিক্ষার মাধ্যমে
৮৬, কোন মূল্যবােধ রাষ্ট্র, সরকার ও গােষ্ঠী কর্তৃক স্বীকৃত?
উত্তরঃ-গণতান্ত্রিক মূল্যবােধ
৮৭, কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন
উত্তর:-ইমানুয়েল কান্ট
৮৮. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলাে
উত্তর:-সমাজ
৮৯, সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল । এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
উত্তর:-বিশ্বব্যাংক
৯০, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে
উত্তর:-১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
৯১. জেলা হত্যা দিবস কবে পালিত হয়?
উত্তর:-৩ নভেম্বর
৯২, বিশ্ব পরিবেশ দিবস কবে?
উত্তর:-৫ জুন।
৯৩, সার্কের সদস্য দেশ কয়টি?
উত্তর:-৮টি
৯৪. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা কতটি?
উত্তর:-১০টি
৯৫, বর্তমান জাতিসংঘ মহাসচিবের নাম কী?
উত্তর:-অ্যান্টিনিও গুতারেস
৯৬. মুজিবনগর সরকার গঠিত হয় কবে?
উত্তরঃ-১০ এপ্রিল ১৯৭১ সালে
৯৭, আবু গারিব বলতে কী বুঝায়?
উত্তর:-একটি জেলখানা
৯৮, COP-26 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কোথায়?
উত্তর:-গ্লাসগাে
৯৯. লাহাের প্রস্তাব কোন সালে গৃহীত হয়?
উত্তর:-১৯৪০ সালে
১০০, মাদার অব হিউম্যানিটি কাকে বলা হয়?
উত্তর:-শেখ হাসিনা।
১০১. ১৯৫৬ সালে কোয়লিশন সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন?
উত্তর:-শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়।
১০২, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল?
উত্তর:-১১টি
১০৩, ASIAN এর সদস্য নয় কোন দেশটি?
উত্তর:-ক্রোয়েশিয়া।
১০৪, ২০২১ অর্থবছরে মােট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়?
উত্তর:-তিন লাখ উননব্বই হাজার কোটি টাকা
১০৫, একাডেমি অব সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি?
উত্তর:-রাশিয়া।
১০৬. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশােধনীর মাধ্যমে পুন:প্রবর্তিত হয়?
উত্তর:-দ্বাদশ
১০৭, বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোন নদী?
উত্তর:-সুন্দা প্রণালী
১০৮. ‘Blue Economy” কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
উত্তরঃ-সমুদ্র অর্থনীতি
১০৯, সার্কভুক্ত দেশগুলাের মধ্যে সাক্ষরতার হারে শীর্ষে দেশ কোনটি?
উত্তর:-মালদ্বীপ।
১১০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে?
উত্তর:-২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে
১১১, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি?
উত্তর:-গণভবন
১১২. জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি?
উত্তর:-প্যালস্টাইন
১১৩. যুক্তরাজ্যের রাঙা ৰা রাণী অন্য কোন দেশের রাষ্ট্র প্রধান?
উত্তর:-কানাডা ও অস্ট্রেলিয়া
১১৪, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়?
উত্তরঃ-১২ই মে, ২০১৮
১১৫. ১৯৭০ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে?
উত্তর:-২৮৮ টি
১১৬. মজলিশ’ কোন দেশের আইন সভার নাম?
উত্তর:-ইরান
১১৭, কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয়?
উত্তর:-NATO
১১৮, “ফেয়ার ফ্যাক্স কী?
উত্তর:-গোয়েন্দা সংস্থা।
১১৯, Bandwidth কি?
উত্তর:-Bit per second
১২০. বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যাক্তি কে?
উত্তর:-রাষ্ট্রপতি
আপনার জন্য সরকারি বিভিন্ন পদে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পোস্টঃ (তৃতীয় পর্ব)
1. ☞ কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর ১০০ টি (২য় পর্ব)- চাকরির জন্য সেরা প্রস্তুতি
2. ☞ চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর ১০০ টি (প্রথম পর্ব)
3. ☞ সহজ পদ্ধতিতে ২০২১ সালের রেলপথ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান
4. ☞ ৪১ তম বিসিএসের বাংলাদেশ বিষয়াবলীর পূর্ণ সমাধান
5. ☞ প্রশ্ন সমাধানঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২১
6. ☞ কার্য সহকারী নিয়োগ প্রশ্ন সমাধান
7. ☞ সেরা টেকনিকে ১০ম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী ব্যাখ্যাসহ সমাধান
8. ☞ অভিনব কৌশলে ১০ম বিসিএস পরীক্ষার ইংরেজির প্রশ্ন সমাধান (ব্যাখ্যাসহ)
9. ☞ ১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান
বাংলা ও ব্যাকরণ প্রাইমারি সাজেশন
১৯৬ টি হাই ভোল্টেজ প্রাইমারি সাজেশন এর মধ্যে বাংলা ও ব্যাকরণ এর এখানে ০১- ৭৬ পর্যন্ত উপস্থাপন করা হলো।
১. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
উত্তরঃ-রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? উত্তর:-গঙ্গা ‘ডিঙি টেনে বের করতে হবে।‘ কোন ধরণের বাক্যের উদাহরণ? উত্তর:-ভাববাচ্য
৪. বাংলা সাহিত্যে ‘কালকূট‘ নামে পরিচিত কোন লেখক?
উত্তর:-সমরেশ বসু
৫. ‘পরানের গহীন ভিতর” কাব্যের কবি কে?
উত্তর:-সৈয়দ শামসুল হক
৬. এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলাে…… এ বাক্য কোন ধরণের?
উত্তর:-নির্দেশাত্মক
৭. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই
উত্তরঃ-রসতত্ত্ব
৮, প্রচুর+য= প্রাচুর্য; কোন প্রত্যয়?
উত্তর:-তদ্বিত প্রত্যয়
৯. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে
উত্তর:- ফলা
১০. পাচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
উত্তর:-দাশরথি রায়
১১, চারণকবি হিসেবে বিখ্যাত কে?
উত্তর:- মুকুন্দ দাস
১২. রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র…
উত্তরঃ-চারুলতা
১৩. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
উত্তর:-শশব্যস্ত
১৪. কুসীদজীবী” বলতে কী বুঝায়?
উত্তর:-সুদখােৱ
১৫. বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন
উত্তরঃ-রামচন্দ্র বিদ্যাবাগীশ
১৬. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একডেমী পুরস্কার পান?
উত্তর:-সৈয়দ শামসুল হক
১৭, ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে‘ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:-হুমায়ুন আজাদ
১৮. ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?
উত্তর:-বিচারপতি আবু সাঈদ চৌধুরী
১৯. মুক্তিযুদ্ধভিত্তিক নাকট কোনটি?
উত্তরঃ-কী চাহ হে শঙ্খচিল
২০, তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
উত্তর:-নাঢ়াই
২১, কাজী নজরুল ইসলাম মােট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
উত্তর:-যুগবাণী
২২. তারাশঙ্কর বন্দোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয় । উপন্যাসটির নাম কী?
উত্তর:-১৯৭১
২৩. সােমত্ত শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর:-সমর্থ
২৪. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?
২৫. ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?
উত্তর:-ক্লিনটন বি সিলি
২৬. ‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন … এই পরােক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে: উত্তর:-বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও।
২৭. গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত।
উত্তর:-কুষ্টিার কুমারখালী
২৮, জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
উত্তর:শ্রীচৈতন্যদেব
২৯. চর্যাপদের টিকাকারের নাম কী?
উত্তর:-মুনিদত্ত
৩০, উনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
উত্তর:-চিলেকোঠার সেপাই
৩১. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে
উত্তর:-প্রাতিপদিক
৩৪. হাত কী ধরনের শব্দ?
উত্তর:-তদ্ভব
৩৩. ‘বিনয়’ শব্দের বিপরীতার্থক শব্দ কী?
উত্তরঃ-ঔদ্ধত্য
৩৯. “আমরা তখন রােজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম‘ বাক্যটি কোন কাল?
উত্তর:-নিত্যবৃত্ত অতীত
৩৫. ‘রক্ষকই ভক্ষক কোন জাতীয় বাক্য?
উত্তর:-সরল বাক্য ‘তবু যেন তা মধুতে মাখা কোন কারকে কোন বিভক্তি?
উত্তর:-করণে সপ্তমী
৩৭. ‘তেইশ নম্বর তৈলচিত্র’ কোন ধরণের রচনা?
উত্তরঃ-উপন্যাস
৩৮. ‘সবিতা‘ এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ-সূর্য
৩৯. ‘বৃহস্পতি’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তর:-বৃহৎ+পতি
৪০, অর্থ অনর্থ ঘটায়” এর কারক ও বিভক্তি কী?
উত্তর:-কর্তায় শূণ্য
৪১. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নির্দশন কোনটি?
উত্তর:-চর্যাপদ
৪২, ভােরের পাখি’ কার ছদ্মনাম?
উত্তর:-বিহারীলাল চক্রবর্তী
৪৩. ‘কবর’ নাটকটি কোন পটভূমিতে রচিত?
উত্তর:-বায়ান্নর ভাষা আন্দোলন
৪৪. ‘কেঁচো গন্ডুস‘ শব্দটির অর্থ কী?
উত্তরঃ-পুনরায় আরম্ভ
৪৫. মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি?
উত্তর:-রাইফেল রােটি আওরাত
৪৬. ‘বিরানব্বই কোন সমাস?
উত্তর:-নিত্য সমাস
৪৭. ‘একেই কি বলে সভ্যতা‘ কোন ধরনের রচনা?
উত্তর:-প্রহসন
৪৮, কোনটি সাধিত ধাতু?
উত্তর:-পড়া
৪৯. ‘অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেছেন কে?
উত্তর:-শেখ হাসিনা
৫০. বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে?
উত্তর:-শেষে
৫১, ভাষার মূল উপকরণ কী?
উত্তর:-বাক্য
৫২. বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
উত্তর:-২৫টি
৫৩, বর্ণচোরা‘ কোন ধরনের সমাস?
উত্তর:-উপপদ তৎপুরুষ
৫৪, ‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?’ কার উক্তি?
উত্তর:-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫৫. নীল অপরাজিতা’ উপন্যাসটির রচিয়তা কে?
উত্তর:-হুমায়ুন আহমেদ
৫৬. সব কটা জানালা খুলে দাও না।‘ গানটির সুরকার কে?
উত্তর:-আহমেদ ইমতিয়াজ বুলবুল
৫৭. ‘ব্রজবুলি বলতে কী বুঝ?
উত্তর:-একরকম কৃত্ৰিম কবিভাষা
৫৮. বাংলা ভাষার খাটি বাংলা উপসর্গ কয়টি?
উত্তর:-২১ টি
৫৯. নীহারিকা দেবী” ছদ্মনামে কে লিখতেন?
উত্তর:-আচিন্ত্য কুমার সেনগুপ্ত
৬০, খণ্ড প্রলয় বাগধারাটির অর্থ কী?
উত্তর:-ভীষণ গণ্ডগােল
৬১, কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়?
উত্তর:-বরিশালে
৬২. ঢেউ এর প্রতিশব্দ কোনটি?
উত্তর:-উর্মি ও বীচি
৬৩, অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলাে
উত্তর:-অন্ত্যমিল নেই।
৬৪, বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ কয়টি?
উত্তর:-৮টি
৬৫. প্রাণভয়‘ কোন সমাস?
উত্তর:-মধ্যপদলােপী কর্মধারয়
৬৬, যিনি উপকার করেন, তাকে সবাই শ্রদ্ধা করেন।” কোন ধরণের বাক্য?
উত্তর:-মিশ্র বাক্য।
৬৭, ‘নিয়র’ এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর:-নিঃ+কার
৬৮. কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। এখানে “কাব্য” এর কারক বিভক্তি কোনটি?
উত্তর:-কর্মে শুন্য
৬৯, “যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল। তাকে এক কথায় কী বলে?
উত্তর:-অন্যপূর্বা
৭০, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
উত্তর:-সংস্কৃত
৭১, “চাচা কাহিনী‘ এর লেখক কে?
উত্তর:-সৈয়দ মুজতবা আলী
৭২. বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি?
উত্তর:-দিকদর্শন
৭৩, ধৃষ্ট’ এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ বিনয়ী
৭৪. Ab initio এর বাংলা পরিভাষা কী?
উত্তর:প্রারম্ভেই।
৭৫. “তােমার মার বাড়ি, তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি। আবার আমাকে দেখতে এসাে।‘ উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া
উত্তরঃ কারাগারের রোজনামচা।
৭৬. “অসমাপ্ত আত্নজীবনী” তে উলিখিত আন্দামান বলতে কি বুঝায়?
উত্তরঃ ইংরেজ আমলের জেলখানা।
আপনার জন্য ক্যারিয়ার গাইডলাইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পোস্টঃ
1. ☞ পরীক্ষায় বা ক্যারিয়ারে গুছিয়ে লেখার নিয়ম বা লেখালেখির নিয়ম | একঘেয়ামি লেখা থেকে দূরে থাকার উপায়
3. ☞ ১০০% ভাল চাকরি নিশ্চিতকরণে ভাল মানের সিভি তৈরির সর্বোত্তম সঠিক নিয়ম কানুন
4. ☞ বিসিএস পরীক্ষা সন্নিকটে এলে কিভাবে প্রস্তুতি নিবেন?
5. ☞ বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে আপনার জীবনে কোন চাকরি পারফেক্ট বা উপযুক্ত?
6. ☞ যেকোন চাকরি পেতে দরকারি ৫টি পরামর্শ
7. ☞ ব্যাংকে চাকরি পাওয়ার ৫টি সহজ ও অবিশ্বাস্য উপায়
8. ☞ অনাকাঙ্ক্ষিত যে ১০টি কারণে আপনার চাকরি হচ্ছেনা
প্রাইমারি সাজেশন নিয়ে শেষকথাঃ
পরিশেষে বলা যায়, ১৯৬ টি হাই ভোল্টেজ প্রাইমারি সাজেশন | ১০০% পরীক্ষায় কমন আসবে প্রাইমারি সাজেশন গুলি যা আপনাদের অনেক কাজে লাগবে। ইতিমধ্যে আমি প্রাইমারি ম্যাথ সাজেশন, প্রাইমারি গনিত সাজেশন, প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২১ সাজেশন, প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২১, প্রাইমারি স্কুলের পরীক্ষা নিয়ে তিনটি পোস্ট করা হয়েছে। দেখে আসতে পারেন। আজ এখানে সাধারণ জ্ঞান এবং বাংলা ও ব্যাকরণসহ ১৯৬ টি হাই ভোল্টেজ প্রাইমারি সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।