আজ আপনাদের জন্য ১০-৪০ বিসিএস প্রশ্ন এবং উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। আমরা সকলেই জানি যে এমন কোনো বিসিএস পরীক্ষা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ড. মুহাম্মদ শহীদুল্লাহ, চর্যাপদ, সাহিত্য সংক্রান্ত যেকোন পত্রিকা এবং বাংলা ব্যাকরণের শব্দ থেকে ১০-৪০ বিসিএস প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এ আয়োজন। [ads1]
আমি নিম্নের ট্যাগগুলোকে ফোকাস করেছি এখানে ৪০ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান পিডিএফ, 39 তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ, ১০ তম বিসিএস প্রশ্ন সমাধান, বিসিএস প্রশ্ন ও সমাধান, বিষয়ভিত্তিক বিসিএস প্রশ্ন
১১ তম বিসিএস প্রশ্ন সমাধান, বাংলা বিসিএস প্রশ্ন, ৪৩ তম বিসিএস প্রশ্ন সমাধান pdf ইত্যাদি।[ads1]

রবীন্দ্রনাথ থেকে আসা ১০-৪০ বিসিএস প্রশ্ন
রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আসা ১০-৪০ বিসিএস প্রশ্ন প্রিলিমিনারির জন্য নিম্নে দেওয়া প্রশ্নোত্তর ভালভাবে পড়ুন। [ads1]
১/ বাংলায় টি. এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক– রবীন্দ্রনাথ ঠাকুর। [১০তম]।
২। শেষের কবিতা’ রবীন্দ্রাথ রচিত উপন্যাসের নাম। [১০তম]।
৩। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়— ১৯৬১ সালে। [১৩তম]।
৪| রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নিঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে— ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। [১৪তম]।
৫া রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন— বসন্ত। [১৫তম]।
৬। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ—ঘরে-বাইরে। [১৬তম]।
৭। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়— দোলন চাঁপা। [১৮তম]।
৮| রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলাে—ভানুসিংহ ঠাকুর। [১৯তম)।
৯। কোনটি কাব্যগ্রন্থ—শেষ লেখা। [২০তম, ৩৮তম] |
১০। কোনটি রবীন্দ্রনাথের রচনা—চতুরঙ্গ। [২১তম]।
১১। সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন—রবীন্দ্রনাথ ঠাকুর। [২২তম]
১২। রবীন্দ্রাথের কোন গ্রন্থটি নাটক—রক্তকরবী। [২২তম]
১৩। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। [২২তম]।
১৪। ‘ভানু সিংহ’ কার ছদ্মনাম—রবীন্দ্রনাথ ঠাকুরের। [২৪তম (বাতিলকৃত), ৩৪তম]
১৫| রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস—শেষের কবিতা। [২৪তম]।
১৬। মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের নায়িকা—সমাপ্তি। [২৫তম]।
১৭। সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা— বলাকা৷ [২৫তম] ।
১৮।‘তােমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা—শেষ লেখা। [২৬তম]
১৯। ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’-এর রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর। [২৬তম]।
২০৷ ‘শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছােটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ— সমাপ্তি। [২৭তম]
২১। রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি— ক্ষুধিত পাষাণ। [২৮তম]।
২২। রবীন্দ্রনাথের ‘সােনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত। [৩০তম]
২৩।‘ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা— ইন্দিরা দেবী। [৩১তম)।
২৪। গীতাঞ্জলীর ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন—ডবলিউ. বি. ইয়েটস। [৩৩তম]
২৫। ঘরে বাইরে’ উপন্যাসটি কার লেখা—রবীন্দ্রনাথ ঠাকুর। [৩৪তম]
২৬। কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়— “অগ্নিগ্রাসী বিশ্বাসি জাগুক আবার আত্মদান”।[৩৫তম]
২৭৷ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল— খুলনার দক্ষিণ ডিহি। [৩৫তম]।
২৮। কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের নিখিলেস-বিমলা। [৩৬তম]
২৯। একখানি ছােট ক্ষেতে আমি একেলা’-রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ— সােনার তরী। [৩৬তম] ।
৩০। “আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।” রবীন্দ্রনাথের এ গানে ‘নিছনি কী অর্থে ব্যবহৃত হয়েছে—উপহার অর্থে। [৩৭তম]।
৩১। রবীন্দ্রনাথ ঠাকুরের “গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে—১৯১০[৩৭তম]
৩২। চন্দরা কার রচিত উপন্যাস—রবীন্দ্রনাথ ঠাকুর। [৩৮তম]।
৩৩। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক— বৈকুণ্ঠের খাতা। [৩৯তম]
৩৪। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানাে যােগাযােগ“ বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত [৪০তম ।
৩৫। ‘জীবনস্মৃতি’ কার রচনা— রবীন্দ্রনাথ ঠাকুর। [৪০তম]।
কাজী নজরুল’ থেকে আসা ১০-৪০ বিসিএস প্রশ্ন
কাজী নজরুল ইসলাম থেকে আসা ১০-৪০ বিসিএস প্রশ্ন গুলো ফলো করতে পারেন। [ads1]
১। ‘অগ্নিবীণা’ কাব্যগন্থে সংকলিত প্রথম কবিতা – প্রলয়ােল্লাস। [১০তম, ২৯তম, ৩৮তম]।
২। “বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে যাবে যত যামিনী” —এই কবিতাংশটুকুর কবি কে – কাজী নজরুল ইসলাম। [১৪তম]
৩। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন – রবীন্দ্রনাথ ঠাকুরকে। [১৬তম]।
৪৷ ‘বিদ্রোহী’ কবিতা নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত – অগ্নি-বীণা। [১৯তম, ৩১তম] ।
৫। কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি – ব্যথার দান। [২০তম]
৬। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি – রাঙা জবা। [২০তম] ।
৭। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ – বিষের বাঁশী। [২১তম] ।
৮। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল — আনন্দময়ীর আগমনে। [২২তম] |
৯| কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি – বাউণ্ডুলের আত্মকাহিনী। [২২তম]
১০। সাম্য’ গ্রন্থের রচয়িতা কে – কাজী নজরুল ইসলাম। [২৪তম (বাতিল)]
১১। ‘ফণিমনসা’ কাব্যের রচয়িতা কে – কাজী নজরুল ইসলাম। [২৪তম (বাতিল)]
১২। “কাঁটকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তাের বেদনার টীকা —এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা – কাজী নজরুল ইসলাম। [২৪তম (বাতিল)]
১৩। সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন কাজী নজরুল ইসলাম। [২৪তম (বাতিল)] ।
১৪। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের রচনা – পত্রিকা৷ [২৪তম] |
১৫। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি – মৃত্যুক্ষধা। [২৪তম]।
১৬। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নি-বীণা’ কাব্য নিষিদ্ধ হয় – রক্তাম্বরধারিণী মা। [২৫তম)।
১৭৷ ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত – সিন্ধু-হিন্দোল। [২৬তম]
১৮| কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি – মৃত্যুক্ষুধা। [২৬তম]
১৯। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন – আনন্দময়ীর আগমনে। [২৬তম]
২০। কাজী নজরুল ইসলামের সম্পাদিত সাহিত্য পত্রিকা কোনটি – ধূমকেতু। [২৮তম]
২১। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি – পদ্মগােখরা। [৩২তম।
২২। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস – কুহেলিকা। [৩৬তম] | ২৩। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় – বালুচর। [৩৬তম] |
২৪। কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় কালাপাহাড় কে স্মরণ করেছেন কেন – প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে। [৩৭তম] ২৫| বাঁধন হারা কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা – উপন্যাস। [৩৯তম]
২৬।‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয় – ১৯২১ সালে। [৪০তম)। [ads1]
ড. মুহাম্মদ শহীদুল্লাহ থেকে ১০-৪০ বিসিএস প্রশ্ন
নিচে পাবেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ থেকে ১০-৪০ বিসিএস প্রশ্ন যা আগামী বিসিএস পরীক্ষায় আসতে পারে। [ads1]
১। ড. মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। [১১তম]।
২। ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা— মুহাম্মদ শহীদুল্লাহ। [২১তম, ২৪তম]
৩। ড. মুহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা। [২৬তম]।
৪| বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহাম্মদ শহীদুল্লার লেখা বাংলা সাহিত্যের কথা। [৩৭তম]
৫। ড. মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম— Buddhist Mystic Songs. [৩৭তম] । বিসিএসের জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি ++ ড. মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম – আঙুর। +++ বাংলা একাডেমির ‘আঞ্চলিক অভিধান’ সম্পাদনা করেন – মুহাম্মদ শহীদুল্লাহ। ++ ড. মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যু সাল – ১৯৬৯।
চর্যাপদ থেকে আসা ১০-৪০ বিসিএস প্রশ্ন
যেকোন বিসিএস পরীক্ষায় চর্যাপদ থেকে আসা ১০-৪০ বিসিএস প্রশ্ন গুলো আসেই। তাই ১০-৪০ বিসিএস প্রশ্ন পড়ে নিন। [ads1]
১| বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক- ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। [১৭তম] ।
২| বাংলা সাহিত্যের আদি কবি কে লুইপা। [২৯তম]।
৩। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে ১৯০৭ সালে। [৩০তম, ৩৪তম]
৪। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন— ভুসুকু পা। [৩০তম]।
৫| চর্যাপদ কোন ছন্দে লিখা— মাত্রবৃত্ত। [৩৩তম]
৬। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির— কাহ্নপা [৩৫তম]
৭। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে। [৩৭তম]]
৮| চর্যাচর্যবিনিশ্চয়’—এর অর্থ কী— কোনটি আচরণীয়, আর কোনটি নয়। [৩৭তম]।
৯। সন্ধ্যাভাষা’ কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্যাপদ। [৩৮তম]
১০। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে— বৌদ্ধধর্ম। [৪০তম] ।
পত্রিকা থেকে আসা ১০-৪০ বিসিএস প্রশ্ন
এমন কোনো বিসিএস পরীক্ষা নেই যেখানে পত্রিকা থেকে আসা ১০-৪০ বিসিএস প্রশ্ন আসেই। [ads1]
১। মােসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন—মােজাম্মেল হক| [১৩তম]।
২| সম্পাদনায় সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়—ঈশ্বরচন্দ্র গুপ্ত। [১৪তম]]
৩। বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় ১৮৭২ সালে। [১৫তম]
৪। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। [১৫তম।
৫| বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকার নাম— উত্তরাধিকার| [১৫তম)। |
৬| ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব|’ —এই উক্তিটি কোন প্রত্রিকার প্রতি সংখ্যায় লেখা
থাকত শিখা। [১৬তম]। |
৭| ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন মােহাম্মদ নাসিরউদ্দিন। [১৬তম, ২২তম]
৮| ‘তত্ত্ববােধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৮৪৩ সালে। [১৭তম] |
৯| সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কী সমকাল| [২৪তম (বাতিলকৃত)]
১০| ঢাকার মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে—১৯২৬L [২৪তম (বাতিলকৃত)]. |
১১। ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন— বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়। [২৫তম]।
১২। ‘তত্ত্বাবােধিনী’ পত্রিকার সম্পাদক কে অক্ষয়কুমার দত্ত [২৬তম, ৩৪তম] |
১৩| সাপ্তাহিক ‘সুধাকর’—এর সম্পাদক কে – শেখ আব্দুর রহিম। [২৭তম]
১৪া মাসিক মােহাম্মদী কোন সালে প্রকাশিত হয়—১৯২৭। [২৭তম] |
১৫। কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়—কল্লোল। [২৭তম] |
১৬। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ক্রান্তি। [২৭তম] |
১৭| বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি—দিকদর্শন। [২৮তম] |
১৮| বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি— সবুজপত্র| [২৯তম]। |
১৯| ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টচার্য। [৩০তম] ।
২০| সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লাক মার্শম্যান। [৩৫তম]
২১। সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে ১৯১৪। [৩৬তম]
২২। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকা নাম— গ্রামবার্তা প্রকাশিকা| [৩৬তম]।
২৩। ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী—দীনেশরঞ্জন দাশ। [৩৭তম]
২৪। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে – কৃষ্ণচন্দ্র মজুমদার। [৪০তম]
শব্দ থেকে আসা ১০-৪০ বিসিএস প্রশ্ন
প্রতি বিসিএস পরীক্ষাতেই শব্দ থেকে প্রশ্ন আসে। তাই শব্দ থেকে আসা ১০-৪০ বিসিএস প্রশ্ন গুলো পড়ে নিন। [ads1]
[শব্দ টপিক্সটি বিসিএস প্রিলির জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। শব্দ থেকে বিসিএস প্রিলিতে এই পর্যন্ত মােট ২৯টি প্রশ্ন হয়েছে। ৪০তম। বিসিএস প্রিলিতে ২টি প্রশ্ন হয়েছে| এই ‘শব্দ’ থেকে প্রায় প্রত্যেক বিসিএসে ১-৩টি প্রশ্ন হয়ে থাকে। সুতরাং যাঁরা ৪১ দিচ্ছেন তাঁরা অধিক গুরুত্ব দিয়ে পড়ুন।]
১. ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে – পর্তুগিজ ভাষা থেকে। [১০তম] ।
২। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে – পাকা পাকা আম [১০তম]
৩। কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত – মাথা খাটিয়ে কাজ করবে। [১০তম]
৪। কোনটি তদ্ভব শব্দ – চাঁদ। [১০তম]।
৫| বাংলাভাষা এ শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে – চা, চিনি| [১২তম]
৬| মৌলিক শব্দ কোনটি – গােলাপ| [১৪তম, ৩৭তম]
৭| পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে – বালতি৷ [১৭তম]
৮| শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় – তিন ভাগে। [১৮তম] |
৯| দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির ননদ। [১৮তম]
১০। কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় – দাম। [১৮তম]। |
১১। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’– এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ – ধ্বনাত্মক শব্দ| [২০তম] ।
১২। ‘যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ’ বলতে কী বুঝাচ্ছে – শক্তি। [২১তম] |
১৩। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ – পর্তুগিজ [২৩তম]
১৪। কাঁচি’ কোন ভাষার শব্দ —তুর্কি। [২৪তম (বাতিল)]
১৫। বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে -ফারসি + ইংরেজি [২৪তম (বাতিল)] |
১৬া কার মাথায় হাত বুলিয়েছ— এখানে ‘মাথা’ শব্দের অর্থ – ফাঁকি দেওয়া। [২৪তম]] |
১৭| চৌহদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে – ফারসি + আরবি। [২৬তম] |
১৮| কোন শব্দটি ফারসি – পেরেশান| [২৬তম] |
১৯। কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায় – পাকা আম। [২৬তম]
২০। গ্রিক শব্দ কোনটি দাম। [২৭তম]
২১। ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে – তুর্কি। [৩২তম]
২২. কোনটি ইংরেজি শব্দ –কমা। [৩২তম]
২৩। কোনটি সাধিত শব্দ নয় গােলাপ| [৩২তম]
২৪। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে – লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে। [৩৫তম] ।
২৫। কোন শব্দজোড় বিপরীতার্থক নয় হৃষ্ট-পুষ্ট। [৩৫তম]
২৬| ‘হেড-মৌলভী’ কোন কোন ভাষার শব্দ যােগে গঠিত হয়েছে – ইংরেজি + ফার্সি। [৩৬তম] ।
২৭৷ বিভক্তিহীন নাম শব্দকে কী বলে প্রাতিপদিক। [৩৯তম]
২৮| ‘গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ – পর্তুগিজ| [৪০তম]
২৯। জ্যোছনা কোন শ্রেণির শব্দ – অর্ধ-তৎসম। [৪০তম]। লক্ষণীয়: আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই। শব্দ’ টপিক্সটি মানে এই না যে শুধু কোনটা কোনটা কোন ভাষার শব্দ— এমনটা না| মনে রাখবেন শব্দ বলতে শব্দ, শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, বচন, পারিভাষিক শব্দ— এগুলাে সবকে একত্র বােঝায়। এখানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ দেওয়া হয়নি। আলাদা আলাদাভাবে দেওয়া জন্য|