আবেদন শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে যা ১৭ জানুয়ারি ২০২১ হতে ২১ জানুয়ারি ২০২১ পর্যন্ত মিনিস্ট্রি অব কিন্সট্যাবিউলারি (এমওডিসি) এর সেন্টটার এন্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসের নির্ধারিত কতিপয় জেলায় কোটা অনুযায়ী মোট ৬৩ জন জিডি পেশায় এবং ২ জন ড্রাইভার পেশায় সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

জানুয়ারি মাসের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এক নজরে দেখে নিনঃ
কার্য সহকারী পদে lged এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
কারিগরী শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
দেশের জনপ্রিয় প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী প্রকৌশলী পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
২০২১ সালের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি।
আকর্ষণীয় বেতনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১।
শতকের সেরা সার্কুলার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১।
যোগ্যতা অনুযায়ী ভর্তি সংক্রান্ত তথ্য পেশ করছিঃ
(০১) আবেদনকারীর বয়সঃ সরকারি বিধিবিধান অনুযায়ী আবেদনকারীর বয়স ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে ১৭ থেকে ২৫ বছর ও আবেদনকারীকে অবিবাহিত এবং সাঁতার জানা আবশ্যক। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০% কোটা নির্ধারিত রয়েছে। এ সংশ্লিষ্ট সার্টিফিকেট জমা দিতে হবে। তবে পোষ্য কোটাধারীদের জন্য ২৫% কোটা নির্ধারিত রয়েছে এবং এ সংক্রান্ত যাবতীয় সনদপত্র নির্ধারিত নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে।
(০২) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতাঃ প্রত্যেক আবেদনকারীদের এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে গাড়ী চালকদের গাড়ী চালনায় অভিজ্ঞ হতে হবে।
(০৩) আবেদনকারীর শারীরিক যোগ্যতাঃ ওজন ১১০ পাউন্ড বা ৪৯.৯০ কেজি; উচ্চতাঃ ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৮ মিটার; বুকের মাপঃ ৩০ ইঞ্চি বা ০.৭৬ মিটার
সৈনিক পদে নির্বাচন পদ্ধতিঃ
(০১) প্রথমে নির্ধারিত স্থানে শারীরিক সক্ষমতার জন্য শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(০২) শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে পরের ধাপে আপনাকে ডাক্তারী পরীক্ষায় পরবর্তী ধাপে যাওয়ার জন্য উত্তীর্ণ হতে হবে।
(০৩) সবশেষে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করলে প্রাথমিক কাজ সম্পন্ন হবে।
সৈনিক পদে ২০২১ সালের সেরা নিয়োগ বিজ্ঞপ্তি modc teletalk new job circular january 2021
যে সনদপত্র সঙ্গে আনতে হবেঃ
(০১) সকল শিক্ষাগত যোগ্যতার মূল একাডেমিক মার্কশিট এবং সার্টিফিকেট। তবে শর্ত থাকে যে কেউ যদি সার্টিফিকেটগুলোর ফটোকপি নিয়ে আসে তাহলে প্রত্যেক সার্টিফিকেট প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। প্রশিক্ষণে যোগদানের পূর্বে মূল সনদপত্র জমা দিতে হবে।
(০২) চারিত্রিক এবং ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের মূলকপি।
(০৩) আবেদকারীর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ প্রমাণের জন্য প্রশংসাপত্র।
(০৪) পাসপোর্ট সাইজের সদ্য তোলা ৮ কপি এবং ২ কপি স্ট্যাম্প সাইজ কালার ছবি এবং ছবি গুলো প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
(০৫) ড্রাইভার পেশার জন্য লাইসেন্সধারীর সাটিফিকেট।
(০৬) আবেদনকারী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য পেন্সিল, কলম ও ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে আসতে হবে।
(০৭) বাধ্যতামূলকভাবে অনলাইন আবেদনের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র সঙ্গে না আনলে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবেনা।
অনলাইনে আবেদনের বিস্তারিত নিয়মাবলীঃ
প্রথমে http://modc.teletalk.com.bd তে ব্রাউজ করতে হবে। এরপর পর আবেদন করতে হবে। আবেদন করার নিয়ম বিস্তারিত নিম্নে প্রদান করা হল।
প্রথমে সেখানে গিয়ে নিচের ছবি অনুযায়ী ক্লিক করুন।
এরকম আসলে বুঝবেন আপনার আবেদনের প্রক্রিয়া শেষ।
Congratulations!! Application Submitted Successfully.
Your User ID:LCJJ59HY, Please keep this number to pay the application fee within 2021-01-20 15:18:01[YYYY-MM-DD hrs:min:sec] from any Teletalk prepaid mobile phone by SMS.
1st – SMS Format: MODC <space> <User ID> and send SMS to 16222 [Example : MODC LCJJ59HY]. 1st-SMS Reply: Returns a PIN (8 Digits) like 13423495 2nd – SMS Format: MODC <space> <YES> <space> <PIN> and send SMS to 16222 [Example : MODC YES 13423495]. 2nd-SMS Reply: Returns a USER ID & PASSWORD
N.B: Please preserve the User ID & Password. You will need User ID & Password to get Admit
উপরে উল্লিখিত সিস্টেমে টেলিটক থেকে টাকা পাঠিয়ে ২০২১ এর সৈনিক পদে আবেদনের প্রক্রিয়া শেষ করুন। ধন্যবাদ।