সেরা টেকনিকে ১০ম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী ব্যাখ্যাসহ সমাধান

সেরা টেকনিকে ১০ম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলীর ব্যাখ্যাসহ সমাধান পাবেন এখানে। 

 

সেরা টেকনিকে ১০ম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী ব্যাখ্যাসহ সমাধান
সেরা টেকনিকে ১০ম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী ব্যাখ্যাসহ সমাধান

 

সেরা টেকনিকে ১০ম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী ব্যাখ্যাসহ সমাধান

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? ধীরে ধীরে অনেক সাধনায় আপনাদের স্বার্থেই আজ সেরা টেকনিকে ১০ম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলীর ব্যাখ্যাসহ সমাধান উপস্থাপন করতে যাচ্ছি।গত দুই পর্বে আমরা ১০ম প্রিলিমিনারি বিসিএস পরীক্ষার বাংলা অংশের প্রশ্ন সমাধান এবং অভিনব কৌশলে ১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজির প্রশ্ন সমাধান (ব্যাখ্যাসহ) বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ এ পর্বে থাকছে সেরা টেকনিকে ১০ম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলীর ব্যাখ্যাসহ সমাধান দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা। এখানে আমরা শুধু উত্তরগুলো বিস্তারিত আলোচনা করব। চলুন শুর করি। বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নগুলো এক নজরে দেখে নিন।
বাংলাদেশ বিষয়াবলীর প্রথম প্রশ্ন০১. হামিদুজ্জামান খান বাংলাদেশের অন্যতম ভাস্কর। তিনি ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রধান নগরী ও রাজধানী সিউলে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেন। ১৯৭৬ সালে একাত্তরের স্মরণেচিত্রকর্মের জন্য বাংলার চিত্রশিল্পে নাম লেখান। তিনিওয়ার্ল্ড ইনভাইটেশনাল ওপেন-এয়ার স্কাল্পচার এক্সিবিশনসিউল অলিম্পিক গেমসের প্রদর্শনের জন্য জায়গা পায়।

আমরা এখানে বাংলাদেশ বিষয়াবলীর চাকরির পরীক্ষায় আসার মত বেশ কয়েকটি প্রশ্ন পাচ্ছি, যেমনঃ

) হামিদুজ্জামান খান কে ছিলেন?

) কত সালে হামিদুজ্জামান খান সিউল অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেন?

) কোন চিত্রকর্ম হামিদুজ্জামান খান সিউল অলিম্পিক গেমসে প্রদর্শন করেন?

) কোন শিল্পের জন্য হামিদুজ্জামান খান ভাস্কর হিসেবে খ্যাতি লাভ করেন?

) কত সালেএকাত্তরের স্মরণেচিত্রকর্ম প্রকাশিত হয়?

) “একাত্তরের স্মরণেভাস্কর্যের ভাস্কর কে?

আরো পড়ুন অভিনব কৌশলে ১০ম বিসিএস প্রিলি পরীক্ষার ইংরেজির প্রশ্ন সমাধান (ব্যাখ্যাসহ)

০২. ১০ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিলএরপর১৯৭২ সালের ১১ই এপ্রিল বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য ৩৪ জন সদস্য নিয়ে একটি কমিটি গঠিত হয়। এ কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। উক্ত কমিটিতে একমাত্র মহিলা সদস্যা ছিলেন বেগম রাজিয়া বানু ১৯৭২ সালের ১২ই অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে ড. কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে পেশ প্রেরণ অন্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশেরসংবিধান ০৪ নভেম্বর ১৯৭২ সালে জাতীয় সংসদে গৃহীত এবং ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর থেকে প্রবর্তিত হয়।  

আমরা এখানে বাংলাদেশ বিষয়াবলীর চাকরির পরীক্ষায় আসার মত বেশ কয়েকটি প্রশ্ন পাচ্ছি, যেমনঃ

) কত সালে গণপ্রজাতন্ত্রেরঘোষণা হয়েছিল?

) কত সালে গণপ্রজাতন্ত্র বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়?

) বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য কত জন সদস্য নিয়ে কমিটি গঠিত হয়?

) বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য গঠিত কমিটির সভাপতি কে ছিলেন?

) কত সালে ড. কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন?

) কোন অধিবেশনে ড. কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন?

) কত সালে গণপ্রজাতন্ত্রীবাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে গৃহীত হয়?

) কত সালে গণপ্রজাতন্ত্রীবাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়?

) সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?

) বেগম রাজিয়া বানু কে ছিলেন

আরো দেখুনঃ বিসিএস পরীক্ষা সন্নিকটে এলে কিভাবে প্রস্তুতি নিবেন?   

০৩. জাতির জনক (১৯৭১ সালের ৩রা মার্চ আ. স. ম. আবদুর রব কর্তৃক দেওয়া উপাধি) বঙ্গবন্ধু (ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমানে সোহ্‌রাওয়ার্দী উদ্যানে ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে তোফায়েল আহমদ কর্তৃক দেওয়া উপাধি) শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হবার পরে মেহেরপুরের বৈদ্যনাথতলা (বর্তমান মুজিবনগর) এ বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠন বা গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল ১০ এপ্রিল ১৯৭১ সালে। ১৭ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার গঠিত হয়। মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমানপ্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদপরিবহন, অর্থ ও জাতীয় রাজস্ব, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন এম মনসুর আলী কৃষি, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন, স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিলেন এ এইচ এম কামারুজ্জামান।

Read More :   বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কিত প্রশ্নোত্তর 

 

আমরা এখানে বাংলাদেশ বিষয়াবলীর চাকরির পরীক্ষায় আসার মত বেশ কয়েকটি প্রশ্ন পাচ্ছি, যেমনঃ

) বাঙ্গালি জাতির জনক কে ছিলেন?

) বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি কে দিয়েছিলেন?

) কত সালে বঙ্গবন্ধু জাতির জনক উপাধি পেয়েছিলেন?

) শেখ মুজিবুর রহমনাকে বঙ্গবন্ধু উপাধি কে দিয়েছিলেন?

) কত সালে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পেয়েছিলেন?

) শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল?

) শেখ মুজিবুর রহমানকে কোথায় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল?

) বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে?

) বাংলাদেশের অস্থায়ী সরকার কখন গঠিত হয়েছিল?

) বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল?

) বৈদ্যনাথতলার বর্তমান নাম কি?

) গণপ্রজাতন্ত্রের ঘোষণা কখন করা হয়?

) মুজিবনগর সরকার কখন গঠিত হয়?

) মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

) মুজিবনগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

) মুজিবনগর সরকারের প্রথম স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী কে ছিলেন?

) মুজিবনগর সরকারের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন?

) মুজিবনগর সরকারের প্রথম পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী কে ছিলেন?

০৪সর্বপ্রথম ১৬১০ সালে ঢাকার নামকরণ জাহাঙ্গীর নগর(মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে) হবার মাধ্যমে ঢাকা রাজধানী হিসেবে আত্নপ্রকাশ করে মোগল সাম্রাজ্যের দুর্বলতার কারণে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করা হয়। এক্ষণে মীর জুমলা বাংলার সুবেদার হলে ঢাকাকে ১৬৬০ সালে পুনরায় রাজধানী হিসেবে ঘোষণা করেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় (১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ) ঢাকা আবার রাজধানী হবার মর্যাদা হারিয়ে ফেলে ১৯৪৭ সালে ঢাকা আবার পূর্ব বঙ্গের রাজধানী ঘোষণা করা হয়ইহার পরে ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে ঘোষণা করা হয় ১৯৫৬ সালেসর্বশেষ স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী ঢাকাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয় ১৯৭২ সালে

 

আরো পড়ুন অভিনব কৌশলে ১০ম বিসিএস প্রিলি পরীক্ষার ইংরেজির প্রশ্ন সমাধান (ব্যাখ্যাসহ)

 

আমরা এখানে বাংলাদেশ বিষয়াবলীর চাকরির পরীক্ষায় আসার মত বেশ কয়েকটি প্রশ্ন পাচ্ছি, যেমনঃ

) ঢাকার পূর্বনাম কি ছিল?

) কত সালে ঢাকা রাজধানী হয়?

) মোট কতবার ঢাকা রাজধানী হয়?

) কার নামানুসারে ঢাকার নামকরণ করা হয়?

) ঢাকা কতবার স্বাধীন বাংলাদেশের রাজধানী হয়?

) মোট কতবার ঢাকা বাংলার রাজধানী হয়?

) বঙ্গভঙ্গ কখন হয়েছিল?

) কত সালে ঢাকা রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করা হয়?

) বঙ্গভঙ্গ রদ কখন হয়েছিল?

 

০৫ বাংলাদেশের কৃষিক্ষেত্রে পাখি ছাড়া বলাকা ও দোয়েল হলো উন্নত জাতের গম শস্যআমরা জানি যে, বলাকা ও দোয়েল এক জাতীয় পাখির নামদোয়েলহলো বাংলাদেশের জাতীয় পাখি।

 

০৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (১৯২১ সালে প্রতিষ্ঠিত) উপমহাদেশীয়দের মধ্যে প্রথম ভারতীয় ও মুসলমান উপাচার্য বা ভাইস চ্যাঞ্চেলর ছিলেন স্যার এ এফ রহমান স্যার এ এফ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান পহেলা জুলাই ১৯৩৪ সালে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার পি. জে. হার্টজ্‌, দায়িত্ব পেয়েছিলেন ১৯২০ সালে ১ ডিসেম্বরএ পর্যন্ত ২৬ জন শ্রেষ্ঠ শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করার মহান পেশা হিসেবে গ্রহণ করেছেন

 

আপনারা পড়ছেন সেরা টেকনিকে ১০ম বিসিএস পরীক্ষার বাংলাদেশ ব্যাখ্যাসহ সমাধান

আমরা এখানে বাংলাদেশ বিষয়াবলীর চাকরির পরীক্ষায় আসার মত বেশ কয়েকটি প্রশ্ন পাচ্ছি, যেমনঃ

) ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

) উপমহাদেশীয়দের মধ্যে প্রথম ভারতীয় ও মুসলমান উপাচার্য বা ভাইস চ্যাঞ্চেলর কে ছিলেন?

) স্যার এ এফ রহমান কে ছিলেন?

) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কে উপাচার্য ছিলেন?

) স্যার পি. জে. হার্টজ্কে ছিলেন?

) এ পর্যন্ত কতজন শ্রেষ্ঠ শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করার মহান পেশা হিসেবে গ্রহণ করেছেন?

Read More :   গার্ড পদের প্রশ্ন সমাধান বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষা ২০২২

) কত সালে স্যার এ এফ রহমান প্রথম ভারতীয় ও মুসলমান উপাচার্য বা ভাইস চ্যাঞ্চেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন?

০৭ ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর আবিষ্কৃত দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হলো পূর্বাশা দ্বীপ এ দ্বীপটি বঙ্গোপসাগরের হাড়িয়াভাংগা নদীর মোহনায় অবস্থিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের জন্য বিখ্যাত এ দ্বীপ নদীর মূল স্রোতধারার মধ্যরেখা নীতি” বা Thalweg doctrine অনুযায়ী পূর্বাশা দ্বীপটি বাংলাদেশ দাবী করছে আবার, যেহেতু নদীর মূলস্রোত পরিবর্তনশীল, তাই ভারত দাবী করে আসছে তবে আন্তর্জাতিকভাবে এ দ্বীপটি ভারতের অধিকারে রয়েছে  

আমরা এখানে বাংলাদেশ বিষয়াবলী এর চাকরির পরীক্ষায় আসার মত বেশ কয়েকটি প্রশ্ন পাচ্ছি, যেমনঃ

) কত সালে পূর্বাশা দ্বীপ বা দক্ষিণ তালপট্টি দ্বীপের আবিষ্কার হয়েছিল?

) পূর্বাশা দ্বীপ বা দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?

) দক্ষিণ তালপট্টি বা পূর্বাশা দ্বীপ কিসের জন্য বিখ্যাত?

) Thalweg doctrine কী?

) বর্তমানে দক্ষিণ তালপট্টি বা পূর্বাশা দ্বীপ কোন দেশের অধিকারে রয়েছে?

০৮ বাংলাদেশের লোক ও কারু শিল্প বা লোকশিল্প যাদুঘর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের প্রচেষ্টায় এ যাদুঘর প্রতিষ্ঠা লাভ করে একটি প্রাচীন জমিদার প্রাসাদ(বড়সর্দারবাড়ি) তে এ যাদুঘরের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে

আমরা এখানে বাংলাদেশ বিষয়াবলীর চাকরির পরীক্ষায় আসার মত বেশ কয়েকটি প্রশ্ন পাচ্ছি, যেমনঃ

) কোন জেলায় লোক ও কারু শিল্প বা লোকশিল্প যাদুঘর অবস্থিত?

) কোন উপজেলায় লোক ও কারু শিল্প বা লোকশিল্প যাদুঘর অবস্থিত?

) কত সালে লোক ও কারু শিল্প বা লোকশিল্প যাদুঘর প্রতিষ্ঠা লাভ করে?

) লোক ও কারু শিল্প বা লোকশিল্প যাদুঘরের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

) কোথায় লোক ও কারু শিল্প বা লোকশিল্প যাদুঘরের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়?

০৯ ১৯৭১ সালের ২৬ ই মার্চ বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর কেউই তৎক্ষণাৎ স্বাধীনতার স্বীকৃতি দেয়নি এশিয়া মহাদেশের দেশ হিসেবে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর সর্বপ্রথম ভুটান ও ভারত একই দিনে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার স্বীকৃতি প্রদান করেন তৎকালীন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সকাল ১০ টার দিকে মুজিবনগর সরকারের নিকট স্বাধীনতা প্রদানের স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে প্রেরণ করেন এর কিছুক্ষণ পরে অর্থাৎ সকাল ১১ টায় ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেন ২০১৭ সালের ২০ এপ্রিল ভুটান সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বসাধারণকে নিশ্চিত করেন যে, “ভুটান বাংলাদেশকে ৬ ডিসেম্বর ১৯৭১ সালে সর্বপ্রথম এবং ভুটানের পর ভারত (ইন্দিরা গান্ধী সরকার থাকাকালীন) আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে তিনি আরো বলেন, “ প্রথম আরব দেশ হিসেবে ইরাক ৮ জুলাই, ১৯৭২ সালে, অ-আরব মুসলিম দেশ হিসেবে সেনেগাল(আফ্রিকান দেশ) ১৯৭২ সালের ১লা ফেব্রুয়ারি এবং এ পর্যন্ত (২০২১ সাল) ১৫০ টি দেশসহ সর্বেশেষ চীন (৩১ আগস্ট ১৯৭৫) বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছিলেন

 আমরা এখানে বাংলাদেশ বিষয়াবলীর চাকরির পরীক্ষায় আসার মত বেশ কয়েকটি প্রশ্ন পাচ্ছি, যেমনঃ

) সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দানকারী দেশের নাম কি?

) ভুটানের পর বা দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দানকারী দেশের নাম কি?

) কত সালে ভুটান সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছিলেন?

) কত সালে ভারত সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছিলেন?

) সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি ভুটানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

) সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?

) বাংলাদেশকে প্রথম আরব দেশ হিসেবে কে স্বীকৃতি দিয়েছিলেন?

) ইরাক কখন বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছিলেন?

) এ পর্যন্ত কতটি দেশ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে?

) কোন দেশ বাংলাদেশকে সর্বশেষ স্বীকৃতি দিয়েছিলেন?

) কত সালে চীন বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে?

Read More :   সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ প্রশ্ন সমাধান

) বাংলাদেশকে প্রথম অআরব মুসলিম দেশ হিসেবে কোন দেশ স্বীকৃতি দিয়েছিলেন?

) সেনেগাল কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলেন?

আরো পড়ুন অভিনব কৌশলে ১০ম বিসিএস প্রিলি পরীক্ষার ইংরেজির প্রশ্ন সমাধান (ব্যাখ্যাসহ)

১০ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবক্তা লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের মধ্যে একটি চুক্তি স্থাপনের ব্যবস্থা করেন

আমরা এখানে বাংলাদেশ বিষয়াবলীর চাকরির পরীক্ষায় আসার মত বেশ কয়েকটি প্রশ্ন পাচ্ছি, যেমনঃ

) কত সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তি করেন?

) চিরস্থায়ী বন্দোবস্তের প্রবক্তা কে ছিলেন?

১১বিখ্যাত তারা মসজিদ ঢাকার আরমানিটোলায় অবস্থিত। জমিদার মির্জা গোলাম পীর বা মির্জা আহমেদ জান আঠারো শতকের প্রথম দিকে তারা মসজিদ নির্মাণ করেন।

আমরা এখানে বাংলাদেশ বিষয়াবলীর চাকরির পরীক্ষায় আসার মত বেশ কয়েকটি প্রশ্ন পাচ্ছি, যেমনঃ

) বিখ্যাত তারা মসজিদের নির্মাতা কে ছিলেন?

) তারা মসজিদ কোথায় অবস্থিত?

) কত সালে জমিদার মির্জা গোলাম পীর বা মির্জা আহমেদ জান তারা মসজিদ নির্মাণ করেন?

১২বাংলাদেশের বিভিন্ন জেলায় চিনামাটির সন্ধান পাওয়া গেছে। তন্মধ্যে নোয়াখালী জেলার বিজয়পুর অন্যতম।

১৩পাহাড়পুর বৌদ্ধ বিহারের অপর নাম সোমপুর মহাবিহার বা সোমপুর বিহার পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব পাহারপুর বৌদ্ধ বিহার অষ্টম শতকের শেষের দিকে নির্মাণ করলেও আলেকজান্ডার কানিংহ্যাম ১৮৭৯ সালে পাহারপুর বৌদ্ধবিহার আবিষ্কার করেন। উল্লেখ্য যে, পাহারপুর বৌদ্ধবিহারকে ১৯৮৫ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করেন।

আমরা এখানে বাংলাদেশ বিষয়াবলীর চাকরির পরীক্ষায় আসার মত বেশ কয়েকটি প্রশ্ন পাচ্ছি, যেমনঃ

) পাহাড়পুর বৌদ্ধ বিহারের অপর নাম কি?

) পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে ছিলেন?

) পাহাড়পুর বৌদ্ধ বিহারের আবিষ্কারক কে ছিলেন?

) কত সালে আলেকজান্ডার কানিংহ্যাম পাহাড়পুর বৌদ্ধ বিহার আবিষ্কার করেন?

) কত সালে শ্রী ধর্মপাল দেব পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মাণ করেন?

) কত সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধ বিহারকে আন্তর্জাতিক স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করেন?

১৪ বিখ্যাত সাধক শাহ সুলতান বলখী একাদশ শতাব্দির মুসলিম ধর্ম প্রচারক হিসেবে বগুড়া জেলায় (তৎকালীন পুণ্ড্রবর্ধন) এ ইসলাম ধর্ম প্রচার করেন তাঁর মারা যাওয়ার সময় অজানা থাকলেও, তিনি বগুড়ার মহাস্থানগড়ে সমাহিত রয়েছেন

১৫ সম্রাট আকবর বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল।

ব্যাখ্যাঃ সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দে (তবে ১৫৫৬ সালে সিংহাসন আরোহণের সাল) খাজনা আদায় এবং শুল্ক পরিশোধের নিমিত্ত প্রথমে বাংলা “সন” এর পরে “বঙ্গাব্দ” এবং সবশেষে বাংলার নববর্ষ “পহেলা বৈশাখ” চালু করেছিলেন।

আমরা এখন বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন সাজাবো

কে কত সালে কিসের জন্য পহেলা বৈশাখ চালু করেছিল?

উত্তরঃ সম্রাট আকবর ১৫৮৪ সালে খাজনা আদায় এবং শুল্ক পরিশোধের জন্য পহেলা বৈশাখ চালু করেছিল

১৬ নাসির উদ্দিন মুহাম্মদ হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতবাদ

ব্যাখ্যাঃ বাংলার অসীম অপরুপ মহিমা আর রুপ সৌন্দর্য, জাঁকজমকপূর্ণ ঐশ্বর্য এবং অঢেল প্রাচুর্যে বিমুগ্ধ আর ভালবাসায় মুঘল সাম্রাজ্যের(ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ) ২য় সম্রাট (১ম সম্রাট বাবর) হুমায়ুন (১৫০৮১৫৫৬) বাংলার নাম দেন ‘জান্নাতবাদ’।

আরো পড়ুন অভিনব কৌশলে ১০ম বিসিএস প্রিলি পরীক্ষার ইংরেজির প্রশ্ন সমাধান (ব্যাখ্যাসহ)

 

আমরা এখানে বাংলাদেশ বিষয়াবলীর চাকরির পরীক্ষায় আসার মত বেশ কয়েকটি প্রশ্ন পাচ্ছি, যেমনঃ

) কে জান্নাতাবাদ নাম দেন?

) ১ম ও ২য় মুঘল সম্রাট কে?

) সম্রাট হুমায়ুনের জন্ম সাল কত?

) মুঘল সাম্রাজ্য কতটি দেশ নিয়ে প্রথমে গঠিত হয়েছিল?

 আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণে সমাধান পড়লেন সেরা টেকনিকে ১০ম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী ব্যাখ্যাসহ সমাধান এ পোস্টটি ভাল লেগে থাকলে শেয়ার করে দিন। আগামী পর্বে থাকছে আন্তর্জাতিক বিষয়াবলীর উপর বিস্তারিত আলোচনা।