অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন-এর নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সিনিয়র সিস্টেম এনালিস্ট পদে গ্রেড ৪ এবং কন্ট্রোল অপারেটর পদে ১৬ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদগুলােতে আবেদনের ক্ষেত্রে আবশ্যকীয় যােগ্যতা ও অন্যান্য প্রয়ােজনীয় তথ্যাদি নিম্নে প্রদত্ত হলাে। আবেদনপত্র পৌছানাের শেষ তারিখ ০৭/১০/২০২১ খ্রিঃ। সিনিয়র সিস্টেম এনালিস্ট পদে গ্রেড ৪ এবং কন্ট্রোল অপারেটর পদে ১৬ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২১ সালের সেরা নিয়োগ বিজ্ঞপ্তি। জব সার্কুলার senior system analyst grade 4 job circular 2021

০১। পদের নামঃ
সিনিয়র সিস্টেম এনালিস্ট।
সিনিয়র সিস্টেম এনালিস্ট পদের গ্রেডঃ ০৪
সিনিয়র সিস্টেম এনালিস্ট এ পদের সংখ্যাঃ ০১ টি।
সিনিয়র সিস্টেম এনালিস্ট পদে আবেদনের যােগ্যতা ও বয়সঃ
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং।ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন। টেকননালজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ অন্যূন স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
সিনিয়র সিস্টেম এনালিস্ট পদের জাতীয় বেতনস্কেলঃ
২০১৫ অনুযায়ী বেতনস্কেল ৫০,০০০/-৭১,২০০/-
(খ) কোন সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বা
(গ) সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোন উদ্ভাবন বিশেষ যােগ্যতা হিসেবে বিবেচিত হবে; এবং
(ঘ) সর্বোচ্চ বয়স সীমা ৪৫ বৎসর।
০২। পদের নামঃ কন্ট্রোল অপারেটর।
কন্ট্রোল অপারেটর পদের সংখ্যাঃ ০১ টি।
কন্ট্রোল অপারেটর পদে আবেদনের যােগ্যতা ও বয়সঃ
(ক) কোন স্বীকৃত বাের্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কন্ট্রোল অপারেটর পদের গ্রেডঃ
গ্রেড ১৬ঃ স্কেল-৯৩০০-২২৪৯০।
(খ) কন্ট্রোল অপারেটর পদে সর্বোচ্চ বয়স সীমা ৩০ বৎসর।
কন্ট্রোল অপারেটর এবং সিনিয়র সিস্টেম এনালিস্ট পদে নিয়োগের শর্তাবলীঃ
১। আবেদনপত্রের সাথে নিমলিখিত তথ্য সম্বলিত জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবেঃ
(ক) পূর্ণ নাম (বাংলা ও ইংরেজিতে)
(খ) পিতার নাম
(গ) মাতার নাম
(ঘ) স্থায়ী ঠিকানা
(ঙ) বর্তমান ঠিকানা (পত্র যােগাযােগের ঠিকানা)
(চ) জন্ম তারিখ (ছ) ২৫/০৩/২০২০ তারিখে প্রার্থীর বয়স (বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযােগ্য নয়)
(জ) জাতীয়তা
(ঝ) শিক্ষাগত যােগ্যতা
(ঞ) পেশাগত যােগ্যতা
(ট) অভিজ্ঞতা (প্রযােজ্য ক্ষেত্রে)
(ঠ) ধর্ম
(ড) লিঙ্গ
(ঢ) বৈবাহিক অবস্থা
(ন) মােবাইল নম্বর
(ত) ই-মেইল ঠিকানা
(থ) নাগরিকত্ব
(দ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন নম্বর (যাদের জাতীয় পরিচয়পত্র নেই শুধুমাত্র তাদের ক্ষেত্রেই জন্ম নিবন্ধন গ্রহণযােগ্য)
(ধ) পে-অর্ডার ব্যাংক ড্রাফট নম্বর ও তারিখ এবং ইস্যুকারী ব্যাংক ও শাখার নাম
(ন) চাকুরীরত থাকলে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা।
২। আবেদন পত্রের সাথে যে সমস্ত কাগজ/ডকুমেন্ট দাখিল করতে হবেঃ
(ক) ক্রমিক নং-০১ এ উল্লিখিত পদের জন্য ৫০০.০০ (পাঁচশত) টাকার এবং ক্রমিক নং-০২ এ উল্লিখিত পদের জন্য ৩০০.০০ (তিনশত) টাকার পে-অর্ডার ব্যাংক ড্রাফ্ট (অফেরতযােগ্য) রাষ্ট্রায়ত্ত যে কোন তফসিলি ব্যাংকের শাখা হতে সাধারণ বীমা কর্পোরেশন এর অনুকূলে প্রেরণ করতে হবে
(খ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত আবেদনকারীর সম্প্রতি তােলা পাসপাের্ট সাইজের ৩ (তিন) কপি ছবি সংযুক্ত করতে হবে।
(গ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত ও পেশাগত যােগ্যতার সনদের ফটোকপি সংযুক্ত করতে হবে।
(ঘ) নিজ জেলার সমর্থনে জাতীয়তা/নাগরিকত্বের মূল সনদপত্র (ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান কিংবা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত) সংযুক্ত করতে হবে।
(ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি দিতে হবে।
(চ) অভিজ্ঞতার সনদপত্রের (প্রযােজ্য ক্ষেত্রে) সত্যায়িত ফটোকপি।
৩। অন্যান্য তথ্য ও নির্দেশনাবলীঃ
(ক) সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে আবেদন পত্রের অগ্রিম কপি বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যম ব্যতীত আবেদনপত্র কোনক্রমেই গ্রহণযােগ্য হবে না।
(খ) আবেদন পত্রে এবং খামের উপরে আবেদনকারীর নাম, প্রার্থীত পদের নাম ও নিজ জেলার নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
(গ) নির্ধারিত তারিখের পর কোন দরখাস্ত গ্রহণ করা হবে না।
(ঘ) অসম্পূর্ণকুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
(ঙ) আবেদনপত্র বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদেরকে নিয়ােগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের জন্য বিবেচনা করা হবে।
(চ) পরীক্ষা/সাক্ষাতকারে হাজির হওয়ার জন্য কোন টি.এ./ডি.এ. প্রদান করা হবে না।
(ছ) সরকার কর্তৃক এ বিষয়ে জারীকৃত নীতিমালা/কোটা অনুসরণ করা হবে।
(জ) কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকেই এ নিয়ােগ বিজ্ঞপ্তি সংশােধন, আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
(ঝ) কর্তৃপক্ষ যে কোন আবেদনপত্র কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
(ঞ) আবেদনপত্র ডেপুটি জেনারেল ম্যানেজার মানব সম্পদ বিভাগ (৮ম তলা), সাধারণ বীমা কর্পোরেশন, প্রধান কার্যালয়, ৩৩, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০ এর বরাবরে অবশ্যই ডাকযােগে আগামী ০৭/১০/২০২১ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। উল্লেখ্য, ইতােপূর্বে ২৮/০১/২০২১ তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়ােগ বিজ্ঞপ্তি মােতাবেক যে সকল প্রার্থী সিনিয়র সিস্টেম এনালিস্ট (গ্রেড-০৪) পদে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নেই।
অতএব, সিনিয়র সিস্টেম এনালিস্ট পদে গ্রেড ৪ এবং কন্ট্রোল অপারেটর পদে আবেদন করুন। ২০২১ সালে সিনিয়র সিস্টেম এনালিস্ট পদে গ্রেড ৪ এবং কন্ট্রোল অপারেটর পদে ১৬ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২১ সালের সেরা নিয়োগ বিজ্ঞপ্তি। জব সার্কুলার senior system analyst grade 4 job circular 2021.