আজ অনুষ্ঠিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর ২০২২ সালের সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান এর লিখিত পরীক্ষার ব্যাখ্যাসহ সমাধান নিয়ে হাজির হলাম। এখানে পাবেন সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধান। [ads1]

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান বাংলা
নিচে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের বাংলা প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করছি। [ads1]
১. “বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী” বিষয়ে একটি অনুচ্ছেদ
২। অর্থসহ বাক্য গঠণ করুনঃ
(ক) ঝড়ো কাক- দুর্দশা গ্রস্ত বা বিপদগ্রস্ত ব্যাক্তি-(মহান আল্লাহ ঝড়ো কাকদের সাহায্য করতে বলেছেন)।
(খ) তাল পাতার সেপাই- অতিশয় দুর্বল-( যিনি তাল পাতার সেপাই তাদের বিপদে পাশে থাকা উচিত)।
৩. এক কথায় প্রকাশ করুনঃ
(ক) একই গুরুর শিষ্য যারা- একই গুরুর শিষ্য যারা এর এক কথায় উত্তর হলো- সতীর্থ।
(খ) যে ভবিষ্যত না ভেবেই কাজ করে- যে ভবিষ্যত না ভেবেই কাজ করে তাকে বলে অবিমৃষ্যকারী।
৪. (ক) ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়?
উত্তরঃ ব্যাকরণের অর্থতত্ত্ব অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়।
(খ) সিঙ্গান্তর হয় না এমন একটি শব্দ লিখুন।
উত্তরঃ সিঙ্গান্তর হয় না এমন একটি শব্দ হলো রাষ্টপতি।
এমন আরো শব্দ হলো কৃতদার, কাজী, অকৃতদার, কবিরাজ, বিচারপতি, পুরোহিত, যোদ্ধা, কুস্তিগীর ইত্যাদি। [ads1]
৫. সমার্থক শব্দ লিখুনঃ
(ক) কালো-
কালো শব্দের সমার্থক শব্দ হলো অসিত
কৃষ্ণবর্ণ, শ্যাম, শ্যামল, কৃষ্ণ, শ্যামবর্ণ ইত্যাদি।
(খ) দ্যুলোক-
দ্যুলোক শব্দের সমার্থক শব্দ হলো আকাশ, নভোঃ, অম্বর, গগণ ইত্যাদি।
৬. বিপরীত শব্দ লিখুনঃ
(ক) স্নিগ্ধ- রুক্ষ
(খ) রক্ত-
৭. সন্ধি বিচ্ছেদ করুনঃ
(ক) প্রত্যক্ষ- প্রতি+ অক্ষ
(খ) অহর্নিশ- অহঃ+ নিশ
ইংরেজি এর সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান
নিচে ইংরেজি এর সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করছি। [ads1]
৮. Write a Paragraph on “Mobile Phone”
৯. Translate the following:
(a) তার স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না।
উত্তরঃ His dream never comes true.
(b) বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ।
উত্তরঃ Bangladesh is a riverine country.
(C) সবুজ যখন জেগে উঠছিল তখন বৃষ্টি পড়ছিল।
উত্তরঃ When Sabuj woke up, the rain came.
(d) আমি দুই ঘন্টা ধরে তার অপেক্ষা করছি।
উত্তরঃ I have been waiting for him for two hours.
(e) মেট্রোরেলের কাজ চলছে।
উত্তরঃ Metrorail work is in progress.
১০. Write sentences using the following phrases:
(a) A piece of cake- I passed in final examination but it was not a piece of cake.
(b) Once in a blue moon: Rahim is seen Once in a blue moon.
১১. Correct the following words:
(a) Playwrite- Playwrite শব্দের শুদ্ধ হলো- Playwright.
(b) Cornel- Cornel শব্দের শুদ্ধ হলো- colonel
১২. Correct the following Sentences:
(a) I am confident on your prosperity.
শুদ্ধ বাক্য হলো- I am confident of your prosperity.
(b) I prefer tea than coffee.
শুদ্ধ বাক্য হলো- I prefer tea to coffee.
১৩. Fill in the blanks:
(a) He insisted….. going home at once.
উত্তরঃ He insisted….. (on) going home at once.
(b) Bangladesh is……agricultural country.
উত্তরঃ Bangladesh is…..(an) agricultural country.
(c) He was barred…. appearing from the examination.
উত্তরঃ He was barred…. (at) appearing from the examination.
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান গণিত
নিচে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের গণিত প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করছি। [ads1]
১৪। একটি পণ্য ১০% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় ২০% লাভে বিক্রয় করলে তার চেয়ে ১৩৫ টাকা বেশী পাওয়া যায়। পণ্যটির ক্রয়মূল্য কত?
১৫. (x + 5) (x – 5) = 24 হলে x এর মান কত?
১৬। ১০ টাকায় ১২টি দরে কোন জিনিস ক্রয় করে ১০ টাকায় ৮টি দরে বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
১৭. ক ও খ একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, য একা কাজটি কতদিনে করতে পারবে?
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান
নিচে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করছি।
১৮. সাধারণ জ্ঞানঃ সংক্ষেপে উত্তর দিন।
(ক) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কয়টি?
উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ১০ টি।
(খ) কোন বাংলাদেশ মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উত্তরঃ কলকাতার কূটনৈতিক মিশনে ১৯৭১ সালের ১৮ এপ্রিল প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
(গ) ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে?
উত্তরঃ ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ কর্কটক্রান্তি কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে।
(ঘ) মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল?
উত্তরঃ মুক্তিযুদ্ধের সময় ঢাকা ২ (দুই) নম্বর সেক্টরের অধীন ছিল।
(ঙ) পদ্মা সেতুর সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
উত্তরঃ পদ্মা সেতুর সম্পূর্ণ দৈর্ঘ্য হলো ৬.১৫ কি.মি.।
(চ) বিগ ব্যাং আধুনিক তত্ত্ব কে ব্যাখ্যা করেন?
উত্তরঃ বিগ ব্যাং আধুনিক তত্ত্ব স্টিফেন হকিং ব্যাখ্যা করেন।
(ছ) www ও LAN এর পূর্ণরূপ লিখুন
উত্তরঃ www- world wide web.
LAN- Local Area Network.
(জ) WTO এর পূর্ণরুপ কি?
উত্তরঃ WTO- World Trade Organization.
(ঝ) বাংলা নববর্ষ কে চালু করেছিলেন?
উত্তরঃ বাংলা নববর্ষ সম্রাট আকবর চালু করেছিলেন।
(ঞ) “শোন একটি মুজিবরের থেকে” গানটির গীতিকার কে?
উত্তরঃ শোন একটি মুজিবরের থেকে” গানটির গীতিকার হলেন গৌরিপ্রসন্ন মজুমদার।