সহকারী পরিচালক প্রশ্ন সমাধান ২০২২ ব্যাখ্যাসহ

আজ আপনাদের জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার সহকারী পরিচালক প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ যা ১০০% নির্ভুল আলোচনা করব। 

[ads1]

আপনারা এখানে পাবেন সহকারী পরিচালক প্রশ্ন সমাধান বাংলা, সহকারী পরিচালক প্রশ্ন সমাধান গণিত, সহকারী পরিচালক প্রশ্ন সমাধান ইংরেজি সহকারী পরিচালক প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান এবং সহকারী পরিচালক প্রশ্ন সমাধান সাধারণ বিজ্ঞান বিষয়ে পরিপূর্ণ সমাধান।   

সহকারী পরিচালক প্রশ্ন সমাধান ২০২২

[ads1]

এখানে এনএসআই সহকারী পরিচালক প্রশ্ন, এনএসআই সহকারী পরিচালক প্রশ্ন সমাধান, দুর্নীতি দমন কমিশন নিয়োগ পরীক্ষা সমাধান, দুদক উপ সহকারী পরিচালক লিখিত প্রশ্ন ২০২০ ও সমাধান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন, দুর্নীতি দমন কমিশনের বিগত সালের প্রশ্ন ও সমাধান, Nsi লিখিত পরীক্ষার প্রশ্ন ২০১৯ ও সমাধান, দুদক নিয়োগ প্রস্তুতি বিষয়েও জানতে পারবেন।

আলোচনার বিষয় সমূহঃ

০১। সহকারী পরিচালক প্রশ্ন সমাধান এর শব্দ শুদ্ধকরণ: 

সহকারী পরিচালক প্রশ্ন সমাধান এর জন্য শব্দ শুদ্ধকরণ নিম্নে আলোচনা করলাম।

প্রনয়ন- প্রণয়ন

পানিনি- পাণিনি

চীকিৰ্ষা- চিকীর্ষা

সুষ্ঠ- এই বানানটিই ঠিক আছে 

নিরবিচ্ছিন্ন- নিরবচ্ছিন্ন

০২। সন্ধি বিচ্ছেদ সহকারী পরিচালক প্রশ্ন সমাধান: 

সন্ধি বিচ্ছেদের জন্য সহকারী পরিচালক প্রশ্ন সমাধান ফলো করুন। [ads1]

আন্না- আর + না

নিন্দুক- নিন্দা+উক

বিচ্ছিন্ন-বি+ছিন্ন 

রাজ্ঞী- রাজ+ঈ 

তদ্রুপ- তৎ+ রূপ

০৩। ৪র্থ বিপ্লব বলতে কি বােঝেন? ৪র্থ শিল্পবিপ্লব মােকাবেলায় বাংলাদেশের করণীয় কি? 

০৪। সহকারী পরিচালক প্রশ্ন সমাধান বাংলার সংক্ষেপে প্রশ্নোত্তর: 

সহকারী পরিচালক প্রশ্ন সমাধান বাংলার সংক্ষেপে প্রশ্নোত্তর পাবেন এখানে। [ads1]

(ক) পুরাঘটিত বর্তমান কালের একটি উদাহরণ লিখ। 

উত্তরঃ যেসব ক্রিয়ার কাজ একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান রয়েছে, তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন: এখন পাখিটি নীড়ে ফিরেছেন।

(খ) অপনিহিতি কি? 

উত্তরঃ পরের “ই” কার আগে উচ্চারিত হওয়ার রীতিকে অপনিহিতি বলে। 

(গ) মহাপ্রান ধ্বনি কাকে বলে? একটি উদাহরণ দিন। 

উত্তরঃ যেসব ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতর বাতাসের চাপের আধিক্য বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। যেমন বর্গের ২ আর ৪ নম্বর অক্ষর (খ, ঘ, ছ, ঝ) মহাপ্রান ধ্বনি। 

(ঘ) দ্বিরুক্তি শব্দ কি? উদাহরণ দিন। 

Read More :   শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষার পরিপূর্ণ সমাধান

উত্তরঃ যে শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়ে যদি বিশেষ অর্থ প্রকাশ করে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমনঃ ঝম ঝম বৃষ্টি পড়ছে। 

(ঙ) বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 

উত্তরঃ বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা মোট ২৫ টি। যেখানে যৌগিক স্বরবর্ণ ২ টি এবং যৌগিক ব্যঞ্জনধ্বনি ২৩ টি। 

০৫। English Translation সহকারী পরিচালক প্রশ্ন সমাধান

English Translation এর জন্য সহকারী পরিচালক প্রশ্ন সমাধান যা নিচে তুলে ধরা হলো। [ads1]

কোনাে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নয়নশীল খাতে বিনিয়োগের বিকল্প নেই। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য দেশীয় উদ্যোক্তাদের বিনিয়ােগ, প্রবাসীদের বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়ােগ প্রয়োজন। দেশে কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং জনগণের আয়স্তর বৃদ্ধির জন্য অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ। বিনিয়ােগ বৃদ্ধির জন্য জেলা ও এলাকাভিত্তিক সম্ভাব্য বিনিয়ােগের খাতসমূহ শনাক্ত করা প্রয়ােজন। অঞ্চলভিত্তিক সম্ভাব্য বিনিয়ােগের খাতসমূহ সনাক্ত করা বিনিয়োগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ।

উত্তরঃ There is no alternative to investing in developing sectors for the economic development of any country. The overall development of the country requires investment of domestic entrepreneurs, investment of expatriates and foreign investment. Economic development is important for creating employment, elimination of unemployment and increasing the income level of the people in the country. In order to increase investment, it is necessary to identify potential investment sectors by district and area. Identifying regionally-based potential investment sectors is an important step in increasing investment.

০৬। Write a short paragraph on “Adverse Impacts of Social Media”. 

০৭। সহকারী পরিচালক প্রশ্ন সমাধান এর Fill up the blanks with appropriate prepositions: 

সহকারী পরিচালক প্রশ্ন সমাধান এর জন্য Fill up the blanks with appropriate prepositions সম্পর্কে উপস্থাপন করছি।

Bangladesh and the United Arab Emirates have agreed —– (to)—–further strengthen the existing bilateral relationship —– (between)——the two countries — (for) ——- mutual benefits. The Honorable Prime Minister of Bangladesh said,” Our aim is — (to) —— connect our factors of production seamlessly — (throughout) —– global markets. 

সহকারী পরিচালক প্রশ্ন সমাধান গণিত

সহকারী পরিচালক প্রশ্ন সমাধান গণিত দেখুন এখানে। [ads1]

০৮। একটি দ্রব্য বিক্রয় করে উৎপাদনকারী, পাইকারী বিক্রেতা ও খুচরা বিক্রেতা প্রত্যেকে ২০% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ২১.৬০ টাকা হয় তবে তার উৎপাদন খরচ কত?

সমাধানঃ

যেহেতু প্রত্যেকে ২০% লাভ করেছে তাই

২০% লাভে খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য =(১০০+২০)=১২০ টাকা। 

বিক্রমূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা      

 ”              ১       ”       ”        ”         (১০০/১২০) টাকা       

Read More :   লিখিত প্রশ্নের সমাধান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর ওয়্যারলেস অপারেটর পদের ব্যাখ্যাসহ

”            ২১.৬০  ”       ”        ”       =(১০০×২১.৬০)/১২০

                                                    = ১৮ টাকা। 

সুতরাং খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১৮ টাকা। 

এখন খুচরা ক্রেতার ক্রয়মূল্য ১৮ টাকা। 

আবার, ২০% লাভে পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য =(১০০+২০)=১২০ টাকা। 

বিক্রমূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা       

”              ১       ”       ”        ”        (১০০/১২০) টাকা       

   ”         ১৮      ”       ”       ”         =(১০০×১৮)/১২০                                                      

= ১৫ টাকা। 

আবার, ২০% লাভে উৎপাদনকারীর  বিক্রয়মূল্য =(১০০+২০)=১২০ টাকা। 

বিক্রমূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা       

”             ১       ”       ”        ”         (১০০/১২০) টাকা      

 ”          ১৫        ”       ”        ”       =(১০০×১৫)/১২০                                                     

       = ১২.৫ টাকা। 

সুতরাং জিনিসটার উৎপাদন খরচ ১২.৫ টাকা। 

উত্তরঃ ১২.৫০ টাকা 

০৯। শতকরা ৬% মুনাফায় ৯৫০ টাকা ৮ বছরে যত মুনাফা হয় বার্ষিক ৭.৫০% হারে মুনাফায় কত টাকায় ১৯ বছরে তত মুনাফা হবে?

সমাধানঃ 

আমরা জানি, সুদ বা মুনাফা= (মুলধন x সময় x সুদের হার) / ১০০

তাই সুদ= ৯৫০ ×৮× ৬/১০০ = ৪৫৬ টাকা

ধরি, আসল ক টাকা

অতএব, ক×১৯×৭.৫/১০০ = ৪৫৬ টাকা

ক = ৩২০ টাকা

উত্তরঃ ৩২০ টাকা। 

০৯। সহকারী পরিচালক প্রশ্ন সমাধান সাধারণ বিজ্ঞান: 

এখানে সহকারী পরিচালক প্রশ্ন সমাধান সাধারণ বিজ্ঞান পাবেন। [ads1]

(ক) বল, চাপ ও ক্ষেত্রফলের সম্পর্ক কি? 

উত্তরঃ কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। যদি A ক্ষেত্রের উপর লম্বভাবে প্রযুক্ত বল F হয়, তাহলে চাপ P = F/A

অর্থাৎ চাপ = বল/ ক্ষেত্রফল বা, বল = চাপ x ক্ষেত্রফল

(খ) কম্পিউটারের মেমরি কি এবং একে কত ভাগে ভাগ করা যায়? মেমরি পরিমাপের একক কি? 

উত্তরঃ যে শক্তি বা পদ্ধতির মাধ্যমে কোন ডিভাইস বা যন্ত্রে তথ্য ধরে রাখা যায় তাকে মেমোরি বলে। কম্পিউটার মেমরিকে ২ ভাগে ভাগ করা যায় যেমনঃ প্রধান মেমোরি (Main Memory) এবং সহায়ক মেমোরি (Auxiliary Memory)

(গ) শ্বসনের সরল বিক্রিয়াটি লিখুন। 

উত্তরঃ শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে জটিল খাদ্যবস্তু (জৈব যৌগ) বিশ্লিষ্ট হয়ে সরল উপাদানে পরিণত হয় । এতে কোষের শুষ্ক ওজন হ্রাস পায় ও শক্তির মুক্তি ঘটে, তাই শ্বসনকে অপচিতিমূলক বিপাক বলে ।

(ঘ) মানবদেহে রক্তের ৫টি কাজ লিখুন? 

উত্তরঃ

১) দেহের তাপমাত্রা ঠিক রাখে।

২) রক্ত জমাট বাঁধার উপাদানগুলো সরবরাহ করে।

Read More :   সেরা টেকনিকে ১০ম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী ব্যাখ্যাসহ সমাধান

৩) দেহের অন্যান্য তরল পদার্থগুলোর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

৪) লিপিড, হরমোন, এনজাইম প্রভৃতি দেহের বিভিন্ন অংশে বহন করে। 

৫) ক্ষারের স্বাভাবিক মাত্রা বজায় রাখে। 

(ঙ) নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি? 

উত্তরঃ

নিউক্লিয়ার ফিশন নিউক্লিয় ফিউশন
১। একটি বড় নিউক্লিয়াস হালকা নিউক্লিয়াসে বিভাজিত হয়। ১। হালকা নিউক্লিয়াসসমূহ একত্রিত হয়ে ভারী নিউক্লিয়াস তৈরি করে।
২। কোনাে উচ্চ তাপমাত্রার প্রয়ােজন হয় না। ২। সর্বোচ্চ উচ্চ তাপমাত্রার প্রয়ােজন হয় ।
৩। শিকল বিক্রিয়া ঘটে। ৩। শিকল বিক্রিয়া ঘটে না।
৪। এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায় এবং উৎপাদিত শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ৪। এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায় না এবং উৎপাদিত শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা যায় না।
৫। বিক্রিয়ার উৎপাদ প্রকৃতিতে তেজস্ক্রিয় হয়। ৫। বিক্রিয়ার উৎপাদ প্রকৃতিতে তেজস্ক্রিয় হয় না।

(চ) এসিড বৃষ্টি কেন হয়? 

উত্তরঃ বায়ুতে সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন, ডাই-অক্সাইড, সালফিউরিক এসিড বাষ্প বেশি থাকলে, বৃষ্টির সময় ঐ এসিড বাষ্প পানির সাথে যুক্ত হয়ে এসিড বৃষ্টির সৃষ্টি করে, সাধারনত শিল্প-কারখানা সমৃদ্ধ এলাকায় এসিড বৃষ্টি বেশি হয়। কারন এসব কারখানা হতে নির্গত সালফারের বিভিন্ন অক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড বাতাসের সাথে মিশে এসিড বৃষ্টির সৃষ্টি করে।

(ছ) রাসায়নিক সংকেত লিখুনঃ চুন, উঁত, চিনি, ফিটকিরি, খাবার লবন, ইথাইল এলকোহল, কার্বনিক এসিড। 

চুন- CaO

তুঁত- CuSO4.5H2O

চিনি- C12H22O11

ফিটকিরি- K2SO4.Al2(SO4)3.24H2O

খাবার লবন- NaCl

ইথাইল এলকোহল- CH3-CH2-OH

কার্বনিক এসিড- H2CO3

১০। সহকারী পরিচালক প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞানের সংক্ষেপে প্রশ্নোত্তর:

সহকারী পরিচালক প্রশ্ন সমাধান এর জন্য সাধারণ জ্ঞানের সংক্ষেপে প্রশ্নোত্তর নিচ থেকে পড়ে নিন। [ads1]

(ক) প্রাচীনকালে সমতট বলতে কোন অঞ্চলকে বােঝানাে হতাে?

উত্তরঃ কুমিল্লা ও নোয়াখালী 

(খ) কত সাল থেকে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে? 

উত্তরঃ ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে।

(গ) আগরতলা মামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজির রহমানসহ মােট কতজনকে আসামী করা হয়েছিল? 

উত্তরঃ ৩৫ জন। 

(ঘ) বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয়? 

উত্তরঃ ১৯৭২ সালের ৪ নভেম্বর। 

(ঙ) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে? 

উত্তরঃ ৫ই জুন। 

(চ) IUCN এর পূর্ণরূপ কি? 

উত্তরঃ International Union for Conservation of Nature.

(ছ) A long Walk to Freedom বই এর লেখক কে?

উত্তরঃ নেলসন ম্যান্ডেলা। 

(জ) প্রাচীন এশিয়া মাইনর কোন দেশে অবস্থিত? 

উত্তরঃ তুরষ্কের আনাতোলিয়ায়।  

(ঝ) BREXIT কি? 

উত্তরঃ British Exit from the European Union. 

(ঞ) অপারেশন জ্যাকপট কি? 

উত্তরঃ অপারেশন জ্যাকপট হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ সেক্টর বা বাহিনী কর্তৃক পরিচালিত সফল গেরিলা অপারেশনের নাম। 

(ট) বাংলাদেশ কোন টেকটোনিক প্লেটের সন্নিকটে অবস্থিত? 

উত্তরঃ এই মুহূর্তে জানা নেই। 

(ঠ) সতীদাহ প্রথা বন্ধ করেন কোন গভর্নর জেনারেল?

উত্তরঃ  গভর্নর জেনারেল হেস্টিংস। 

(ড) ব্লু ইকোনমি কি? 

উত্তরঃ সমুদ্রে যে পানি আছে এবং এর তলদেশে যে পরিমাণ সম্পদ রয়েছে সেই সবধরনের সম্পদকে যদি আমরা টেকসই উন্নয়নের জন্য ব্যবহার করি তবে তাকে ব্লু ইকোনমি বলে।

(ঢ) বেগম রােকেয়া রচিত ২টি বই এর নাম লিখুন। 

উত্তরঃ সুলতানার স্বপ্ন, পদ্মরাগ। 

(ণ) সারেং বৌ’ উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্রের নাম লিখুন?

উত্তরঃ নবিতুন 

সহকারী পরিচালক প্রশ্ন সমাধান শেষ কথা

উপরের আলোচনায় আপনারা সহকারী পরিচালক প্রশ্ন সমাধান পড়েছেন। আশা করি সমাধানগুলি আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সকলকে।