সরকারি চাকরি পেতে ১০০ টি কম্পিউটার প্রশ্ন ও উত্তর পড়ুন (৩য় পর্ব)

এ দেশের যেকোন সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষায় কম্পিউটারের উপর ১০০% কমন পাওয়ার নিশ্চয়তা নিয়ে আজ হাজির হলাম। কম্পিউটারের উপর নিচের ১০০টি প্রশ্ন অধ্যয়ন করলে আপনি ১০০% কম্পিউটার প্রশ্ন কমন পাবেন বলে আশা করি। তাই আপনাদের মাঝে চাকরির পরীক্ষায় আসার মত কম্পিউটারের প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। এখানে আপনি ১০০ টি প্রশ্নের কম্পিউটার প্রশ্ন pdf, বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন, চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন, কম্পিউটার প্রশ্ন ব্যাংক, বিগত সালের কম্পিউটার প্রশ্ন, আবার এখান থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কম্পিউটার প্রশ্ন ও উত্তর পাবেন এবং কম্পিউটার ভাইরাস নিয়ে প্রশ্ন, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান, আইসিটি প্রশ্ন বিসিএস, বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন pdf সংক্রান্ত প্রশ্ন ও উত্তর পাবেন। তাই শুরু করে দিন কম্পিউটার প্রশ্ন ও উত্তর নিয়ে অধ্যয়ন। তাই ফলো করুন এখানে last part 100 computer question with answer for job. এখানে পাবেন বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন, চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন, কম্পিউটার প্রশ্ন ব্যাংক, বিগত সালের কম্পিউটার প্রশ্ন ইত্যাদি। সরকারি চাকরি পেতে ১০০ টি কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন ও উত্তর পড়ুন। [ads1]

সরকারি চাকরি পেতে ১০০ টি কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন ও উত্তর পড়ুন (৩য় পর্ব)

প্রথম পর্বঃ চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর ১০০ টি (প্রথম পর্ব)

দ্বিতীয় পর্বঃ কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর ১০০ টি  (২য় পর্ব)- চাকরির জন্য সেরা প্রস্তুতি

২০১-২১০ পর্যন্ত কম্পিউটার প্রশ্ন ও উত্তরঃ

আপনাদের সুবিধার্থে এখানে ২০১-২১০ পর্যন্ত কম্পিউটার প্রশ্ন ও উত্তর আলোচনা করছি।

[ads1]

২০১। LCD (Liquid Crystal Display) এর জনক কে? – সুইস পদার্থবিদ মার্টিন সাউট

২০২। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?-পিপীলিকা

২০৩। মােবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে?-৩ এপ্রিল ১৯৭৩।

২০৪। ২৭ জুন ২০১১ গুগল কোন সামাজিক যােগাযােগ সাইট চালু করেন?- গুগল পস্নাস

২০৫। Quick Hea| কী? – এন্টিভাইরাস সফ্টওয়ার

২০৬। Twitter কী? – সামাজিক নেটওয়ার্কিং সাইট

২০৭। ২০১০ সালের ভারত প্রথম বারের মত কি নামে নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করেন? – Epic.

২০৮। Zeus (জিয়ুজ) কী?-কম্পিউটার ভাইরাস।

২০৯। ৫ জানুয়ারী ২০১০ গুগল প্রথম কোন মােবাইল ফোন বাজারে নিয়ে আসে? –নেক্সাস-১ ২১০। ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত? ২৫ লাখের বেশি

২১-২২০ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন ও উত্তরঃ

এখানে ২১১-২২০ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন ও উত্তর উপস্থাপন করছি।

[ads1]

Read More :   অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর অফিস সহায়ক লিখিত সমাধান

২১১। ফেসবুকে মনের ভাব প্রকাশকে কী বলে?-স্ট্যাটাস

২১২। ফেসবুকের স্ট্যাটাসকে টুইটারে কী বুঝানাে হয়? –টুইট

২১৩। কোন সামাজিক যােগাযােগ সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয়? –ফেসবুক

২১৪। জুন ২০১২ পর্যমত্ম পৃথিবীতে Facebook ব্যবহারকারীদের সংখ্যা কত?- ৯০ কোটি।

২১৫। গুগলের ছবি Upload করার সাইটের নাম কি?-Picasa

২১৬। কোন মেমােরি মুছে ফেলা খুব কঠিন?-রমের মেমােরি

২১৭। কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে? -ROM.

২১৮। সর্বপ্রথম কোন কোম্পানি হার্ডডিস্ক তৈরী করেন?- আইবিএম

২১৯। ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস?-ইনপুট ডিভাইস

২২০। ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে?– টাচ প্যাড

২২১-২৩০ পর্যন্ত চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তরঃ

নিম্নে ২২১-২৩০ পর্যন্ত চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো।

২২১। পেনড্রাইভ প্রথম কখন বাজারে আসে? –২০০০ সালে।

২২২। গেমস খেলার জন্য আলাদা পাের্ট থাকে কোথায়? –গ্রাফিক্স কার্ডে

২২৩। কত সালে প্রথম হার্ডডিক্স তৈরী হয়?-১৯৫৬ সালে।

২২৪। কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে? – ২টি

২২৫। পেনড্রাইভ এর অপর নাম কি? ফ্লাশ ড্রাইভ।

২২৬। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার বাহিনীর ওয়েবসাইটে ঢুকে পড়া হ্যাকারের বয়স কত ছিল? ১৯ বছর।

২২৭। বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি? –উইকিপিডিয়া

২২৮। কেউ যদি অপরের ওয়েব সাইটে ঢুকে কোন কিছু ক্ষতি না করে ফিরে আসে তাকে কী বলা হয়?হােয়াইট হ্যাট হ্যাকার।

২২৯। Melissa ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ডকে আক্রমন করে? –১৯৯৯ সালে।

২৩০। Melissa- এর আক্রমনের ভয়ে কোন কোম্পানি তাদের ই-মেই সার্ভার বন্ধ রাখে? -Microsoft

২৩১-২৪০ পর্যন্ত কম্পিউটার প্রশ্ন ব্যাংক ও উত্তরঃ

এখানে ২৩১-২৪০ পর্যন্ত কম্পিউটার প্রশ্ন ব্যাংক ও উত্তর তুলে ধরছি। 

[ads1]

২৩১। Melissa Virus তৈরী করেন কে?- ডেভিড স্মিথ।

২৩২। Melissa Virus তৈরীর অপরাধে ডেভিড স্মিথের কী সাজা হয়েছিল?-১০ বছরের জেল?

২৩৩। Mydoom Worm কি?- কম্পিউটার ভাইরাস।

২৩৪। ২০০৪ সালে কোন কম্পিউটার ভাইরাসটি সাইবার জগৎকে ব্যাপক ক্ষতি সাধন করে? – Mydoom Worm

২৩৫। Mydoom Worm কম্পিউটার ভাইরাস একসাথে কয়টি কম্পিউটারকে আক্রমন করে?-,৫০,০০০।

২৩৬। কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট এলােমেলাে করে ফেলে তাকে কী বলা হয়? –ব্লাক হ্যাট হ্যাকার।

২৩৭। অন্যের ওয়েবসাইটের গােপন অংশে অবৈধভাবে ঢুকে পড়াকে কী বলা হয়?- হ্যাকিং।

২৩৮। ইন্টারনেট থেকে কোনাে তথ্য কপি করে হুবহু নিজের মতাে চালিয়ে দেওয়াকে কী বলা হয়? –পেস্নজারিজম।

২৩৯। কম্পিউটার ভাইরাস কি?-একধরণের প্রােগ্রাম।

২৪০। সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কি? শহিদলিপি।

২৪১-২৫০ পর্যন্ত বিগত সালের কম্পিউটার প্রশ্ন ও উত্তরঃ

নিচে ২৪১-২৫০ পর্যন্ত বিগত সালের কম্পিউটার প্রশ্ন ও উত্তর আলোচনা করছি। 

২৪১। শহিদ লিপি সফটওয়্যার কত সালে প্রবর্তন করা হয়? –১৯৮৫ সালে।

Read More :   বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রশ্ন ও সমাধান (১০০% নির্ভুল)

২৪২। এলাইনমেন্ট কয় ধরণের ? ৪ ধরণের।

২৪৩। একটি কীবাের্ডে কয়টি ফাংশন-কী থাকে? ১২টি।

২৪৪। দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযােগকারী মধ্যবর্তী“Key”কোনটি? -G

২৪৫। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুমােদিত বাংলা কীবাের্ড লেআউট এর নাম কী? –ন্যাশনাল কীবাের্ড।

২৪৬। মাইক্রোসফট ওয়ার্ড চালুর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে কোনটি খােলে?– নতুন ডকুমেন্ট।

২৪৭। অভ্র কত সালে প্রবর্তিত হয়? –২০০৭ সালে।

২৪৮। ইংরেজি U বাটন দ্বারা বিজয় বাংলা কীবাের্ডে কী লেখা যায়? – জ ও ঝ।

২৪৯। উইকিপিডিয়া তৈরী করেন কে?-সারাবিশ্বের মানুষ

২৫০। ইন্টারনেট কী? উ: দুই বা ততােধিক ভিন্ন স্ট্যান্ডার্ড-এর নেটওয়ার্ককে মধ্যবর্তী সিস্টেম (যেমন: গেটওয়ে, রাউটার)-এর মাধ্যমে আন্ত-সংযুক্ত করে যে মিশ্র প্রকৃতির নেটওয়ার্কের ডিজাইন করা হয়, তাকে ইন্টারনেট বলে।

২৫১-২৬০ পর্যন্ত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কম্পিউটার প্রশ্ন  উত্তরঃ

নিম্নে প্রদত্ত ২৫১-২৬০ পর্যন্ত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কম্পিউটার প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো। 

[ads1]

২৫১। কম্পিউটার কে আবিস্কার করেন?উঃ হাওয়ার্ড এইকিন।

২৫২। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? উঃ ENIAC

২৫৩। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কি? উঃ UNIVAC

২৫৪। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? উঃ Mark-1

২৫৫। প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? উঃ এ্যালটেয়ার ৮৮০০া।

২৫৬। প্রথম মিনি কম্পিউটারের নাম কি? উঃ পিডিপি-১

২৫৭। মিনি কম্পিউটারের জন্মদাতা কে? উঃ কেনেথ এইচ ওলসেন।

২৫৮। মানব মসিত্মষ্কের কোন বৈশিষ্ট্য কম্পিউটারে নেই? উঃ বুদ্ধি বিবেচনা।

২৫৯। পামটম কি? উঃ একধরণের ছােট কম্পিউটার।

২৬০। বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত উঃ যুক্তরাষ্ট্রের আটলান্টায়।

২৬১-২৭০ পর্যন্ত কম্পিউটার ভাইরাস নিয়ে প্রশ্ন ও উত্তরঃ

নিম্নে ২৬১-২৭০ পর্যন্ত কম্পিউটার ভাইরাস নিয়ে প্রশ্ন ও উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 

২৬১। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি? উঃ আইবিএম-১৬২০ সিরিজ।

২৬২। বাংলাদেশে প্রথম মেইনফ্রেম কম্পিউটার কোথায় অবস্থায় করা হয়? উঃ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে।

২৬৩। মাইক্রোসফট কি? উঃ কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান।

২৬৪। এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় – উঃ হাইব্রিড কম্পিউটার

২৬৫। CIH’ ভাইরাস কত তারিখে কম্পিউটারে বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করে? উ: ২৬ এপ্রিল ১৯৯৯।

২৬৬। কম্পিউটারের প্রথম প্রােগ্রামিং ভাষা কোনটি? উঃ ADA

২৬৭। Which one is a graphics software? T: Adobe Photoshop.

২৬৮। এক কিলােবাইটের বিটের সংখ্যা কত? উঃ 1024 byte

২৬৯। Web Page কি? উঃ সার্ভারে রাখা ফাইল।

২৭০। http এর পূর্ণরূপ কি? উঃ hyper text transfer protocol.

২৭১-২৮০ পর্যন্ত কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞানঃ

এখানে ২৭১-২৮০ পর্যন্ত কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান সম্পর্কে উপস্থাপ্পন করা হলো। 

[ads1]

২৭১। চার্লস ব্যাবেজকে কিসের জনক বলা হয়? উঃ- কমপিউটারের।

Read More :   সংবিধানের সংশোধনী মনে রাখার কৌশল | ছন্দে ছন্দে সংবিধান pdf সহ

২৭২। ইনপুট ও আউটপুটকে সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? উঃ- /O

২৭৩। নিয়ন্ত্রণ ইউনিট কে কি বলে? উঃ- Control Unit

২৭৪। কার্যনীতির ভিত্তিতে কমপিউটারের শ্রেণিবিভাগ কয়টি ও কি? উঃ- তিনটি যথাঃ ক) অ্যানালগ। খ) ডিজিটাল। গ) হাইব্রিড।

২৭৫। কমপিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? উঃ- কম্পুটার

২৭৬। কয়েকটি ইনপুট ডিভাইস লিখ। উঃ- কী-বাের্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।

২৭৭। কয়েকটি আউটপুট ডিভাইস লিখ।উঃ- প্রিন্টার, প্লটার, মনিটর, প্রজেক্টর ইত্যাদি।

২৭৮। কমপিউটার শব্দের অর্থ কী? উঃ- গণনা করা।

২৭৮। কী-বাের্ডের কন্ট্রোল কী-র সংখ্যা কয়টি? উঃ- ২টি।

২৮০। মাউসের কিক বলতে কী বুঝায়? উঃ- মাউসের বাম বােতাম চাপা।

২৮১। সি.পি.ইউ এর অংশ নয় কী? উঃ- মেমােরি।

২৮১-২৯০ পর্যন্ত আইসিটি প্রশ্ন বিসিএসঃ

এখানে ২৮১-২৯০ পর্যন্ত আইসিটি প্রশ্ন বিসিএস সম্পর্কে আলোচনা করা হলো। 

২৮২। কখন প্রথম মাইক্রো প্রসেসর প্রযুক্তির আবির্ভাব ঘটে? উঃ- ১৯৮১ সালে।

২৮৩। কমপিউটার পেরিফেরালস্ কত ভাগে ভাগ করা যায়? উঃ- তিন ভাগে।

২৮৪। ডিফারেন্স ইঞ্জিন বা বিয়ােগকরণ যন্ত্র তৈরী হয় কতসালে? উঃ- ১৭৮৬ সালে।

২৮৫। নির্গমন মুখ সরঞ্জাম কী? উঃ- আউটপুট ডিভাইস।

২৮৬। কমপিউটার স্মৃতি ব্যবস্থাকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? উঃ- দুই ভাগে।

২৮৭। কমপিউটারের প্রধান বৈশিষ্ট কী? উঃ- কান্তিহীনতা।

২৮৮। প্রথম ইলেকট্রনিক কমপিউটারের নাম কী? উঃ- ইউনিভ্যাক।

২৮৯। কমপিউটারের প্রধান ভাষা কোনটি? উঃ- ইংরেজি।

২৯০। কমপিউটারের প্রথম প্রজন্ম কতসালের মধ্যে? উঃ- ১৯৫১-১৯৫৮ সাল।

২৯১-৩০০ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন pdf:

এখানে ২৯১-৩০০ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন pdf সম্পর্কে আলোচনা করা হলো।

[ads1]

২৯১। বাংলাদেশে প্রথম স্থাপিত কমপিউটারের নাম কী? উঃ- আই.বি.এম.১৬২০ মেইনফ্রেম। ২৯২। কতসালে বাংলাদেশে কমপিউটার স্থাপিত হয়? উঃ- ১৯৬৪ সালে।

২৯৩। কাজের ধরণ ও প্রকৃতির উপর নির্ভর করে কমপিউটারকে কতভাগে ভাগ করা যায়? উঃ- ৩ ভাগে।

২৯৪। মাউস একটি কোন ধরনের ডিভাইস? উঃ- ইনপুট ডিভাইস।

২৯৫। মাউসে কয়টি বাটন থাকে? উঃ- ২ টি।

২৯৬। কমপিউটারের হার্ডওয়ারকে কত ভাগে ভাগ করা যায়? উঃ- পাঁচ ভাগে।

২৯৭। কমপিউটার কেমন করে কাজ করে? উঃ- ইনপুট-সিপিইউ-আউটপুট।

২৯৮। সি.পি.ইউ এর পূর্ণ রূপ হচ্ছে- Central Processing Unit.

২৯৯। মাইক্রোপ্রসেসর আবিষ্কারের সাল-? উঃ- ১৯৭১।

৩০০। কোন কমপিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে? উঃ- অ্যানালগ কম্পিউটার।

শেষপর্বে আপনারা ১০০ টি প্রশ্নের কম্পিউটার প্রশ্ন pdf, বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন, চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন, কম্পিউটার প্রশ্ন ব্যাংক, বিগত সালের কম্পিউটার প্রশ্ন, আবার এখান থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কম্পিউটার প্রশ্ন ও উত্তর পাবেন এবং কম্পিউটার ভাইরাস নিয়ে প্রশ্ন, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান, আইসিটি প্রশ্ন বিসিএস, বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন pdf সংক্রান্ত প্রশ্ন ও উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রশ্ন ও উত্তরে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কম্পিউটার প্রশ্ন ও উত্তর পড়ার পর সবার সাথে শেয়ার করে দিন। তাই ফলো করুন এখানে last part 100 computer question with answer for job. এখানে পাবেন বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন, চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন, কম্পিউটার প্রশ্ন ব্যাংক, বিগত সালের কম্পিউটার প্রশ্ন ইত্যাদি। সরকারি চাকরি পেতে ১০০ টি কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন ও উত্তর পড়ুন ।