সবচেয়ে বেশি কমন ১০০% পাওয়ার জন্য প্রাইমারি পরীক্ষার সাজেশন ইংরেজি (ফাইনাল)

প্রাইমারি পরীক্ষার সাজেশন ইংরেজিঃ

সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ আপনাদের জন্য প্রাইমারি পরীক্ষার সাজেশন ইংরেজি নিয়ে হাজির হলাম। আপনারা ইতিমধ্যেপ্রাইমারি পরীক্ষার সাজেশন (বাংলা) | প্রাইমারি পরীক্ষার ফাইনাল সাজেশন এবং গণিতের জন্য প্রাইমারি পরীক্ষার ফাইনাল সাজেশন | প্রাইমারি পরীক্ষার সাজেশন (গণিত) নিয়ে বিস্তারতি আলোচনা করেছি। [ads1] এটা সবার জানা যে, প্রাইমারি পরীক্ষার সহকারী শিক্ষক পদেরনিয়োগ পরীক্ষার দায়িত্বে থাকবে বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)। তাই ১০০% কমন পাওয়ার নিশ্চয়তায় আজ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ইংরেজি সাজেশন, প্রাথমিক শিক্ষক নিয়োগ গুরুপ্তপূর্ণ ইংরেজি সিলেবাস ও সংক্ষিপ্ত পরামর্শ সম্পর্কে আলোচনা করা হবে। আমরা আগেই জেনেছি যে, ২০১৯ সালের প্রাইমারি পরীক্ষা ৪ ধাপে অনুষ্ঠিত হয়েছিল। ২০১৮ সাল এবং ২০১৯ সালের প্রশ্নের আলোকে বুয়েটের প্রশ্নের ধরণ বুঝে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে প্রাইমারি পরীক্ষার সাজেশন ইংরেজি তৈরি করেছি। এখানে প্রাইমারি পরীক্ষার সাজেশন ইংরেজি এবং প্রাইমারি পরীক্ষার ফাইনাল সাজেশন ইংরেজি পাবেন। You are here for english primary examination complete suggestion. [ads1]

প্রাইমারি পরীক্ষার সাজেশন (ইংরেজি) প্রাইমারি পরীক্ষার ফাইনাল সাজেশন
প্রাইমারি পরীক্ষার সাজেশন (ইংরেজি) প্রাইমারি পরীক্ষার ফাইনাল সাজেশন

[ads1]

প্রাইমারি পরীক্ষার সাজেশন ইংরেজি সম্পর্কে মূল কথাঃ

আসুন এক নজরে দেখে নেই, সহকারী শিক্ষক পদের প্রাইমারি পরীক্ষার জন্য আপনি ইংরেজিকোন কোন টপিকস বাদ দিবেন আর কোন কোন টা পড়বেন। [ads1]

আপনারা জেনে থাকবেন যে, প্রাইমারি পরীক্ষায় ৮০ টি প্রশ্নের মধ্যে ২০ টি প্রশ্ন থাকে ইংরেজিতে যার মধ্যে ১৯-২০ টি প্রশ্নই হয় ইংরেজি গ্রামার থেকেএবং বাকি থাকে ইংরেজি সাহিত্য যা থেকে প্রাইমারিতে প্রশ্ন খুব কম আসে। তাই ইংরেজি সাহিত্য পড়ে সময় নষ্ট না করেইংরেজি গ্রামারের দিকে মন দিন। তবে গ্রামারের যেহেতু অনেকগুলি টপিকস যা প্রায় ৬০ টি টপিকস আছে। আপনার জন্য এত টপিকসপড়া কি সম্ভব হবে? তাই এত টপিকস আপনাকে পড়তে হবেনা সব মিলে ৬০ টির মধ্যে ২০ টি টপিকস ভালো করে পড়লেই আপনি প্রাইমারিপরীক্ষায় টিকে যাবেন ইনশাআল্লাহ্‌।

প্রাইমারি পরীক্ষার সাজেশন টপিকস গুলোকি কিঃ

[ads1]

প্রাইমারি পরীক্ষার সাজেশন (ইংরেজি গ্রামার)ঃ

  • Parts of speech (Parts of speech থেকে প্রশ্নআসবেই) Parts of speech বাংলাদেশের ৯ম গ্রেড থেকে ২০ গ্রেডের সকল গ্রেডের চাকুরির জন্যেই লাগবে, এমন কি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতেও প্রতিবছর প্রশ্ন এখান থেকে আসে।
  • Vocabulary (Vocabulary থেকে প্রতি প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন আসবেই)
  • spelling ( correct spelling বা শুদ্ধ বানান আসবেই তবে বাংলার জন্যেও পড়তে হবে correct spelling)।
  • Right forms of verbs (প্রাইমারি পরীক্ষায় Right forms of verbs থেকেপ্রশ্ন আসবেই) Right forms of verbs বাংলাদেশের ৯ম গ্রেড থেকে ২০ গ্রেডের সকল গ্রেডের চাকুরির জন্যেই লাগবে, এমন কি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতেও প্রতিবছর প্রশ্ন Right forms of verbs থেকে আসে।
  • Subject verb agreement (এ পরীক্ষায় Subject verb agreement থেকেপ্রশ্ন আসবেই) Subject verb agreement বাংলাদেশের ৯ম গ্রেড থেকে ২০ গ্রেডের সকল গ্রেডের চাকুরির জন্যেই লাগবে, এমন কি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতেও প্রতিবছর প্রশ্ন Subject verb agreement থেকে আসে। [ads1]
  • Sentence correction (Sentence correction বাংলা এবং ইংরেজি উভয়পরীক্ষাতেই লাগবে)
  • preposition (এটি আপনি ছাড়তে চাইলেও সে আপনাকে ছাড়বেনা সুতরাং আস্তে আস্তে পড়ে ফেলুন সব চাকরিতেই লাগবে)
  • Translation (অনুবাদ বাংলা এবং ইংরেজি উভয় বিষয়েই কাজে লাগবে। বিশেষ করে ব্যতিক্রম অর্থ দেয় এমন বাক্য গুলো ভালো করে পড়বেন)
  • Phrase and idioms (বাগধারা বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ের জন্য লাগবে)
  • Number (Number তেমন গুরুত্বপূর্ণ নয়, তবে প্রস্তুতি থাকলে ভাল হয়)।
  • Transformation of sentences (Transformation of sentences প্রতি পরীক্ষাতেই আসে) তাই ভাল করে পড়ুন।
  • Voice ( ১টি Voice পরিবর্তন আসবেই)।
  • Narration (Voice এবং Narration আগে খুব আসতে দেখা গেছে কিন্তু গতবারের প্রশ্নে যেটা বুয়েট করেছিল এবং তার আগের ২০১৮ সালে তেমন আসেনি। তাই এই দুটি অন্য টপিকস পড়া শেষে পড়বেন।

প্রাইমারি পরীক্ষার সাজেশন এর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ টপিকসঃ

নিম্নে আলোচিত টপিকসগুলো থেকে আসতেও পারে নাও আসতে পারে। যেমনঃ  [ads1]

  • Determiner
  • identifying phrase and clause
  • gender
  • Tense
  • one-word substitution
  • Degree
  • Article
  • Gerund participle

আপনার জন্য অফিস সহায়ক পদে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পোস্টঃ

০১। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর অফিস সহায়ক লিখিত সমাধান

০২। পরীক্ষায় আসার মত অফিস সহায়ক পদের ১০০% সাজেশন

০৩। অফিস সহায়ক পরীক্ষা গণিত সাজেশন (পাটিগণিত)

প্রাইমারি পরীক্ষার সাজেশন ইংরেজি (ফাইনাল) শেষ কথাঃ

অবশেষে বলতে পারি যে, এখানে আজ আপনাদের জন্য প্রাইমারি পরীক্ষার সাজেশন ইংরেজি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বাংল এবং গণিতের জন্য প্রাইমারি পরীক্ষার সাজেশন (বাংলা) প্রাইমারি পরীক্ষার ফাইনাল সাজেশন এবং গণিতের জন্য প্রাইমারি পরীক্ষার ফাইনাল সাজেশন প্রাইমারি পরীক্ষার সাজেশন (গণিত) এই দুইটি পোস্ট পড়ে নিন। ধন্যবাদ। 

[ads1]

আপনার জন্য ক্যারিয়ার গাইডলাইন  সংক্রান্ত গুরুত্বপূর্ণ পোস্টঃ

Read More :   ১৯৬ টি হাই ভোল্টেজ প্রাইমারি সাজেশন | ১০০% পরীক্ষায় কমন আসবে প্রাইমারি সাজেশন
Read More :   প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ সাজেশন ১০০% কমন উপযোগী
Read More :   প্রাইমারি পরীক্ষার সাজেশন (বাংলা) | প্রাইমারি পরীক্ষার ফাইনাল সাজেশন
Read More :   প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা - ২০২২ (বাংলা ব্যাকরণ স্পেশাল সাজেশন )