প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের অধীনে ঢাকা সেনানিবাসের সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে ২০২১ সালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা বাংলাদেশের মানুষের সুরক্ষাসহ সেনাবাহিনীর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাজ করে থাকে।
এই পোস্টে আমরা জানতে পারব যে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে ২০২১ সালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বিভিন্ন ধরণের পোস্টের জন্য চাকরির বিজ্ঞপ্তি ২০২১ পাবেন। এই দপ্তরে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালযয়ের নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ দেওয়া হয়েছে।

শতকের সেরা সার্কুলার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি dgmsteletalk govt job circular 2021
এই চাকরিগুলো আপনার প্রয়োজন হতে পারে
dgmsteletalk govt job circular 2021
এই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। এখানে রিসার্চ এ্যাসিস্টেন্ট, কম্পিউটার মুদ্রাক্ষরিক, এফ ডব্লিউ এ, পেইন্টার, ল্যাব পরিচালক, অগ্নিনির্বাপক, ল্যাব বিয়ারার, পেকার, অফিস সহায়ক, শ্রমিক, আয়া, মালী, মেস ওয়েটার এবং পরিচ্ছন্নতাকর্মী ইত্যাদির মতো অনেক পোস্ট রয়েছে যা প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু অভিজ্ঞ কর্মচারী নিয়োগ করবে। আপনি যদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি পেতে চান তবে আপনার অবশ্যই বিশেষ পদগুলির জন্য অভিজ্ঞ হওয়া উচিত বলে মনে করি। আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি http://dgms.teletalk.com.bd/circular.php থেকে পাবেন। আমরা আপনার সুবিধার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ গুগল ড্রাইভ লিংকে আপলোড করেছি। আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আপনি এই পোস্টটি থেকে আপডেটের সংবাদ এবং বিজ্ঞপ্তি পেতে পারেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
এই চাকরিগুলো আপনার প্রয়োজন হতে পারে
- আকর্ষণীয় বেতনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । pust.ac.bd jobcircular 2021
- দেশের জনপ্রিয় প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ pkb job circular 2021
- ২০২১ সালের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি brebrteletalk job circular 2021
এখন এক নজরে দেখে নিব কোন পদে কত লোক নিয়োগ দেব।
Dgmsteletalk govt Job Circular 2021 নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করুন।
dgmsteletalk govt job circular 2021
Dgmsteletalk govt Job Circular 2021 (প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১) (http://dgms.teletalk.com.bd)
আরো দেখুনঃ
০১। যে যে পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
রিসার্চ এ্যাসিস্টেন্ট, কম্পিউটার মুদ্রাক্ষরিক, এফ ডব্লিউ এ, পেইন্টার, ল্যাব পরিচালক, অগ্নিনির্বাপক, ল্যাব বিয়ারার, পেকার, অফিস সহায়ক, শ্রমিক, আয়া, মালী, মেস ওয়েটার এবং পরিচ্ছন্নতাকর্মী।
০২। কতগুলি শূণ্য পদ রয়েছে?
১৪ ক্যাটাগরীতে মোট ৪৩ টি শূণ্য পদ রয়েছে।
০৩। Dgmsteletalk govt Job Circular 2021 কিভাবে আবেদন করবেন?
আবেদন পত্র অনলাইনে পূরণের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন পত্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সার্কুলারের সাথে দেওয়া আছে।
০৪। বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
পোস্ট অনুযায়ী (জাতীয় বেতন স্কেল-২০১৫) বেতন বিভিন্নতা রয়েছে।
বিস্তারিত আলোচনা করছিঃ
ক) রিসার্চ এ্যাসিস্টেন্ট (গ্রেড-২)
খ) কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
গ) এফ ডব্লিউ এ (গ্রেড-১৬)
ঘ) পেইন্টার (গ্রেড-১৮)
ঙ) ল্যাব পরিচালক (গ্রেড-১৯)
চ)অগ্নিনির্বাপক (গ্রেড-১৯)
ছ) ল্যাব বিয়ারার (গ্রেড-১৯)
জ) পেকার (গ্রেড-১৯)
ঝ) অফিস সহায়ক (গ্রেড-২০)
ঞ) শ্রমিক (গ্রেড-২০ )
ট) আয়া (গ্রেড-২০)
ঠ) মালী (গ্রেড-২০)
ড) মেস ওয়েটার (গ্রেড-২০)
ঢ) পরিচ্ছন্নতাকর্মী (গ্রেড-২০)
০৫। শিক্ষাগত যোগ্যতা
এখানে যেহেতু অনেক পদ রয়েছে তাই পদভিত্তিক বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। স্বীকৃত যেকোন বোর্ড থেকে ৮ম শ্রেণী, SSC or HSC or Graduate পাশ হতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে word processing/Data Entry and Typing এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটার লিখনে বাংলায় ২০ ও ইংরেজীতে ২০ শব্দের গতি থাকতে হবে। তবে রিসার্চ এ্যাসিস্টেন্টের জন্য রসায়ন বিষয়সহ সম্মান বিজ্ঞান শাখায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রী থাকতে হবে।
০৬। আবেদন করতে কত বয়স থাকতে হবে
৩১/১২/২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের জন্য ১৮ থেকে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা প্রার্থীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ পর্যন্ত। মুক্তিযোদ্ধা/শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বয়স গ্রহণযোগ্য। বয়স প্রমাণে এসএসসি/সমমানের সনদ বিবেচনা করা হবে। এফিডেভিট গ্রহণযোগ্য হবেনা।
০৭। যে যে জেলা আবেদন করতে পারবে
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং কিছু কিছু জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন এখানে।
০৮। আবেদন করতে কত টাকা লাগবে
উল্লিখিত ১-৩ পদের প্রার্থীকে ১১২/- এবং ৪-১৪ নং পদের প্রার্থীদের মোট ৫৬/- টাকা পরিশোধ করতে হবে। এখানে টেলিটকের সার্ভিস চার্জ অন্তর্ভূক্ত রয়েছে।
০৯। আবেদন করার নিয়ম
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগে আবেদন করার নিয়ম বিস্তারিত পোস্টের নিচে দেওয়া হয়েছে।
১০। আবেদন প্রক্রিয়া শেষ করার পর টাকা দেওয়ার নিয়ম
প্রথমে আপনাকে একটা টেলিটক সিম সংগ্রহ করতে হবে। এরপর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DGMS<space>User ID লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। একটু অপেক্ষা করার পর পিন নাম্বারের একটা মেসেজ আসবে। সেই পিন তথন মনে রাখতে হবে। এখন আবার এভাবে টাইপ করুন।
DGMS <space>Yes <space>PIN লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিন। টাকা পরিশোধের মেসেজ আসবে একটা। সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেটা সেভ করে রাখুন।
আপনার আবেদনের প্রক্রিয়া শেষ।
এই চাকরিগুলো আপনার প্রয়োজন হতে পারে
১১। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কিভাবে আবেদন করবেন?
ছবিতে বিস্তারিত দেওয়া আছে।
Dgmsteletalk govt Job Circular 2021 নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করুন।
১। প্রথমে http://dgms.teletalk.com.bd/index.php এই ওয়েবসাইটে গিয়ে apply now তে ক্লিক করলে নিচের মত পেজ ওপেন হবে।
২। এখানে যে পদে আবেদন করবেন সেই পদে ক্লিক করলে নিচের মত পেজ ওপেন হবে।
৩। উপরের চারটি ইমেজ ভালভাবে দেখে পূরণ করে ভেরিফিকেশন কোড পূরণ করে সবার নিচে next এ ক্লিক করলে করার পর পরে পেইজে আবেদনকারীর ছিবি ৩০০*৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০*৮০ পিক্সেলে আপলোড করে Submit application এ ক্লিক করলেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবেদনের প্রক্রিয়া শেষ।
এই চাকরিগুলো আপনার প্রয়োজন হতে পারে
dgmsteletalk govt job circular 2021
এতক্ষণে আপনারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ বিস্তারিত আবেদন করার প্রক্রিয়া দেখলেন। আশা করি এই আবেদনের প্রক্রিয়া দেখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবেদন করবেন। ধন্যবাদ।