মেগা সার্কুলার ২০২১ কারিগরী শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি

কারিগরী শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ technical education govt. job circular 2021 

বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অগ্রগতির ও আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রশিক্ষণসেবার যুগোপযোগীকরণ, ডিজিটাল বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন,  অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে এ বিভাগ কাজ করে যাচ্ছে।

 

কারিগরী শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ technical education govt. job circular 2021
কারিগরী শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ technical education govt. job circular 2021

 

 

আসুন জেনে নেই বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর এর উদ্দেশ্যঃ

·      যুগোপযোগী ও মানসম্মত কারিগরি শিক্ষার প্রসার ঘটানো।

·     কারিগরি প্রশিক্ষণ সকল স্তরে প্রতিষ্ঠিতকরণ।

·      দেশ এবং বিদেশের শ্রমবাজারে দক্ষ মানব সম্পদ তৈরীর লক্ষে সুষ্ঠু তদারকিকরণ।

·        বৃত্তিমূলক, ব্যবসা সংক্রান্ত শিক্ষার ক্ষেত্রে স্নাতক পর্যায়ে সার্বিক গুনগত মানোন্নয়ন এবং ইহার সম্প্রসারণ করা।

প্রাইভেট ব্যাংক প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তিঃ জুনিয়র অফিসার পদে প্রিমিয়ার ব্যাংকে জনপ্রিয় সার্কুলার ২০২১

জানুয়ারি ২০২১ মাসের সেরা সার্কুলারঃ

উপরিল্লিখিত বাংলাদেশ সরকারের কারিগরী শিক্ষা অধিদপ্তরের কাজ ও উদ্দেশ্যসমূহ ব্যাখায় করা হয়েছে। এ প্রেক্ষিতে দেশের সর্বস্তরের শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষার সম্প্রসারণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরী শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখায় ২০২১ সালে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরীতে ৫৩৩ জন লোক নিয়োগ করবে। উক্ত পদ্গুলোতে লোক নিয়োগ হয়ে গেলে বাংলাদেশ অনেক প্রযুক্তি ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে। আবার ৫৩৩ জন বেকারের বেকার জীবন শেষ হবে।      

এখন এক নজরে দেখে নিব বাংলাদেশ সরকারের কারিগরী শিক্ষা অধিদপ্তর ২০২১ সালে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

কারিগরী শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
technical education govt. job circular 2021

ধর্ম শিক্ষক (ইসলাম ধর্ম)-গ্রেড- ১১

লাইব্রেরীয়ান-গ্রেড ১৩ (সকল জেলা)

লাইব্রেরীয়ান- গ্রেড-১৪ (খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা ব্যতীত)

হিসাবরক্ষক-গ্রেড-১৪

ইউ,ডি,এ কাম একাউন্টেন্ট-গ্রেড-১৬

সহকারী কাম স্টোরকিপার-গ্রেড-১৬

অফিস সহকারী কাম স্টোরকিপার-গ্রেড-১৬

এল,ডি,এ কাম টাইপিস্ট-গ্রেড-১৬

সহকারী কাম টাইপিস্ট-গ্রেড-১৬

কেয়ার টেকার-গ্রেড-১৬

ক্রাফট্‌ ইন্সট্রাক্টর (সপ)-গ্রেড-১৭

ক্রাফট্‌ ইন্সট্রাক্টর (ল্যাব)-গ্রেড-১৭

অফিস সহায়ক- গ্রেড-২০

অফিস সহায়ক/ নিরাপত্তা প্রহরী-গ্রেড-২০

উক্ত পদে চাকরি পেতে হলে আপনাদের ক্যাটাগরিভিত্তিক অনার্স, মাস্টার্স, এইচএসসি এবং এসএসসি পাশ হতে হবে। তাই বিস্তারিত দেখার জন্য কারিগরী শিক্ষা অধিদপ্তর ২০২১ নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করুন কারিগরী শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

আবেদনের সময়সীমাঃ কারিগরী শিক্ষা অধিদপ্তর ২০২১ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরুর তারিখ ১০ জানুয়ারি ২০২১ থেকে এবং আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ।

চাকরিতে প্রবেশের বয়সসীমাঃ ০৭ জানুয়ারি ২০২১ তারিখে সকল প্রার্থীদের জন্য ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ বছর গ্রহণযোগ্য।  

শিক্ষাগত যোগ্যতাঃ কারিগরী শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ যেহেতু ১৫ টি ক্যাটাগরীর ৫৩৩ টি পদ রয়েছে তাই বিভিন্ন পদে স্নাতকোত্তর, স্নাতক, এইচএসসি এবং এসএসসি পাশ হতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে word processing/Data Entry and Typing এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটার লিখনে বাংলায় ২০ ও ইংরেজীতে ২০ শব্দের গতি থাকতে হবে এবং ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেটধারী হতে হবে।

জানুয়ারি ২০২১ মাসের সেরা সার্কুলারঃ

আবেদন ফিঃ টেলিটক মোবাইলের মাধ্যমে ১-১৩ নং পদের জন্য ১১২/- এবং ১৪-১৫ নং পদের জন্য ৫৬/- টাকা পরিশোধ করতে হবে।

যে যে জেলা আবেদন করতে পারবেঃ

বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 

কারিগরী শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ technical education govt. job circular 2021  আবেদনের নিয়মঃ

প্রথমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান। নিচের মত ইমেজ ওপেন হবে। ছবিতে দেখানো জায়গায় ক্লিক করুন। 

Application form এ ক্লিক করলে নিচের মত ছবি ওপেন হবে। 

এখন যে পদে আবেদন করতে চান সেটার রেডিও বাটনে ক্লিক করে Next এ ক্লিক করুন। এবার নিচের মত পেজ খুলবে।

উপরের ছবি অনুযায়ী প্রয়োজনীয় ঘর পূরণ করে নিচে Next এ ক্লিক করুন। এখন নিচের মত পেজ ওপেন হবে 

এখন ছবি আর স্বাক্ষর আপলোড করে Submit the Application এ ক্লিক করলে আপনার আবেদনের প্রক্রিয়া শেষ। এখন যে পেইজ আসবে সেটা সেভ করে রাখুন। সেখানে আইডি আর পাওওয়ার্ড আছে।

কারিগরী শিক্ষা অধিদপ্তরে টাকা জমাদান পদ্ধতিঃ

নিচের মত পেইজ আসবে সংগ্রহ করে রেখে দিন এবং সে নিচে দেখানো অনুযায়ী টাকা জমা দিন। 

 

Congratulations!! Application Submitted Successfully.

Your User ID: D2PP5PDZ, Please keep this number to pay the application fee within 2021-01-14 10:15:53[YYYY-MM-DD hrs:min:sec] from any Teletalk prepaid mobile phone by SMS.

1st – SMS Format: DTEV and send SMS to 16222 [Example : DTEV D2PP5PDZ].

1st-SMS Reply: Returns a PIN (8 Digits) like 13423495

2nd – SMS Format: DTEV and send SMS to 16222 [Example : DTEV YES 13423495].

2nd-SMS Reply: Returns a USER ID & PASSWORD N.B:

Please save the User ID & Password which are required to get the Admit card/Applicant’s Copy. Keep your mobile number(01737930842) on for further notification.

জানুয়ারি ২০২১ মাসের সেরা সার্কুলারঃ

              কারিগরী শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ technical education govt. job circular 2021 এ আবেদনের প্রক্রিয়া শেষ। এখানে দেখানো টিউটোরিয়াল ভাল লেগে থাকলে শেয়ার করুন পোস্টটি। ধন্যবাদ। 

 

Read More :   আকর্ষণীয় বেতনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১।