গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভােকেশনাল শাখায় কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বিভিন্ন টেকনিক্যাল স্কুল ও কলেজ, ভােকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং সেন্টাল স্টোর কাম সার্ভিস ওয়ার্কসপে গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত ১৩ ক্যাটাগরির ৩০৯টি রাজস্বখাতে শূন্য পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়ােগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে উল্লিখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে http://dtev.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন আহবান করা হয়েছে। বেকারদের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩০৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের জব সার্কুলার ২০২১ পাবেন এখানে। you will see here Department of Technical Education 309 Job Circular.

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩০৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তিঃ
০১। লাইব্রেরিয়ানঃ
(ক) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে।
(খ) কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা থাকতে হবে।
(গ) গ্রেড: ১৩।
(ঘ) বেতনক্রম: ১১০০০/-২৬৫৯০/–
০২। হিসাবরক্ষকঃ
(ক) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় অন্যূন দ্বিতীয় শ্রেণির ডিগ্রি থাকতে হবে।
(খ) কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা থাকতে হবে।
(গ) গ্রেড: ১৪।
(ঘ) বেতনক্রম: ১০২০০/-২৪৬৮০/–
০৩। প্লাম্বার/ পাম্প অপারেটরঃ
(ক) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বৎসর মেয়াদি ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
অথবা।
(খ) সংশ্লিষ্ট ট্রেডসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভােকেশনাল); এবং
(গ) ইলেকট্রিসিটি লাইসেন্সিং বাের্ডের বি-সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।
(ঘ) গ্রেড: ১৫।
(ঙ) বেতনক্রম: ৯৭০০/- ২৩৪৯০/–
০৪। ড্রাইভার (ভারি)ঃ
(ক) কোনাে স্বীকৃত বাের্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। (খ) বেতনক্রম: ৯৭০০/- ২৩৪৯০/
(গ) গ্রেড: ১৫
(ঘ) বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারি যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।
০৫। সহকারী-কাম-স্টোরকিপারঃ
(ক) কোনাে স্বীকৃত বাের্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(খ) গ্রেড: ১৬
(গ) বেতনক্রম: ৯৩০০/-২২৪৯০/–
(ঘ) কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা থাকতে হবে।
০৬। এল.ডি. এ- কাম-স্টোরকিপারঃ
(ক) কোনাে স্বীকৃত বাের্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বেতনক্রম: ৯৩০০-২২৪৯০/– পরীক্ষায় উত্তীর্ণহতে হবে।
(খ) গ্রেড: ১৬
(গ) কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা থাকতে হবে।
০৭। ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটরঃ
(ক) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে বেতনক্রম: ৯৩০০-২২৪৯০/২ (দুই) বৎসর মেয়াদি ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
(খ) গ্রেড: ১৬
অথবা (গ) সংশ্লিষ্ট ট্রেডসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভােকেশনাল); এবং
(ঘ) ইলেকট্রিসিটি লাইসেন্সিং বাের্ডের বি-সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।
০৮। ড্রাইভার কাম মেকানিক্সঃ
(ক) কোনাে স্বীকৃত বাের্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের বেতনক্রম: ৯৩০০/- ২২৪৯০/– পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(খ) গ্রেড: ১৬
(গ) ড্রাইভার (ভারি) এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারি যানবাহন চালনায় পারদর্শী এবং ড্রাইভার (হালকা)-এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।
০৯। ইলেক্ট্রিশিয়ান/ প্রজেক্ট অপারেটরঃ
(ক) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ (ছয়) মাস মেয়াদি ট্রেড সার্টিফিকেট বা NTVQF (Level-১) উত্তীর্ণ হতে হবে।
(খ) গ্রেড: ১৬
(গ) বেতনক্রম: ৯৩০০/-২২৪৯০/–
অথবা। (ঘ) সংশ্লিষ্ট ট্রেডসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভােকেশনাল) সহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৬ (ছয়) মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
(ঙ) ইলেকট্রিসিটি লাইসেন্সিং বাের্ডের বি-সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।
১০। কেয়ার টেকারঃ
(ক) কোনাে স্বীকৃত বাের্ড হইতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(খ) গ্রেড: ১৬
(গ) বেতনক্রম: ৯৩০০/-২২৪৯০/–
(ঘ) কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতাসম্পন্ন হতে হবে।
১১। অফিস সহকারী কাম স্টোরকিপারঃ
(ক) কোনাে স্বীকৃত বাের্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(খ) কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা থাকতে হবে।
(গ) বেতনক্রম: ৯৩০০/-২২৪৯০/–
১২। অফিস সহায়ক/ গার্ডেনারঃ
(ক) কোন স্বীকৃত বাের্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) গ্রেড: ২০
(গ) বেতনক্রম: ৮২৫০/- ২০০১০/–
(ঘ) রাজবাড়ী, চাঁদপুর, রাঙ্গামাটি, জয়পুরহাট, নীলফামারী, পঞ্চগড় মাগুরা, পিরােজপুর জেলা ব্যতীত এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ জেলা কোটা বহির্ভূত থাকবে।
১৩। অফিস সহায়কঃ
(ক) কোনাে স্বীকৃত বাের্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) বেতনক্রম: ৮২৫০/- ২০০১০/–
(গ) গ্রেড: ২০
(ঘ) রাজবাড়ী, চাঁদপুর, রাঙ্গামাটি, জয়পুরহাট, নীলফামারী, পঞ্চগড় মাগুরা, পিরােজপুর জেলা ব্যতীত এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ জেলা কোটা বহির্ভূত থাকবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩০৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ও নিয়মাবলীঃ
০১। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতিঃ
(ক) আবেদন http://dtev.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে। ০২। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩০৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
i) কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩০৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তিতেOnline-এ আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়:
ii) ৭ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, সকাল ১০.০০ ঘটিকা।
(iii) কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩০৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় :
(iv) ২৭ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ০৬:০০টা।
(v) আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২৭ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ সন্ধ্যা ০৬:০০টার মধ্যে কেবল User ID প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
(vi) শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীগণকে পরামর্শ প্রদান করা হচ্ছে।
খ. কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩০৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে Online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ. কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩০৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩০৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী ০১টি User ID, ছবি এবং স্বাক্ষর যুক্ত ০১টি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী Print অথবা সংগ্রহ করে সংরক্ষণ করবেন।
চ. Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং এই User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে দুটি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে।
ছ. কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩০৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক ০১ থেকে ১১ পর্যন্ত পদের জন্য ১০০/- টাকা + Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ ১২- টাকাসহ সর্বমােট ১১২/- টাকা এবং ক্রমিক ১২ থেকে ১৩ পর্যন্ত পদের জন্য ৫০/- টাকা + Teletalkএর সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ সর্বমােট ৫৬/- টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন।
জ. এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থায় গৃহীত হবে না। প্রথম SMS: DTEv<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
ঝ. দ্বিতীয় SMS: DTEV<Space>Yes<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dtev.teletalk.com.bd এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানাে হবে।
ঞ. কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩০৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তিতেOnline-এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযোেগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ট. SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
ঠ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
i) User ID জানা থাকলে DTEV<Space>Help<Space>User<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DTEV Help User ABCDEF & Send to 16222
ii) PIN Number জানা থাকলে DTEV<Space>Help<Space>PIN<Space>PIN No. লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DTEV Help PIN 1234567 & Send to 16222
ড. “কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মচারী নিয়ােগ পরীক্ষা, ২০২১” এর বিজ্ঞপ্তি, Online আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়ােজনীয় তথ্যাদি http://www.techedu.gov.bdপাওয়া যাবে।
ঢ. অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ণ. কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩০৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে যে কোন টেলিটক মােবাইল নম্বর থেকে ১২১ এ কল করুন। এ ছাড়াও alljobs.query@teletalk.com.bd এবং ছাড়াও vas.query@teletalk.com.bd এই ই-মেইলে যােগাযােগ করা যাবে। (Mail এর subject-এ Organization Name: DTEV
Post Name: *****, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)
৩। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩০৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তির সকল পদে প্রার্থীর বয়স আগামী ২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য। মুক্তিযােদ্ধা নাতি-নাতনীদের বয়স ৩০ বৎসর হতে হবে। বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।
৪। প্রার্থী কোন সরকারি /আধাসরকারি/ স্বায়ত্তশাসিত/অনুমােদিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৫। প্রার্থী নির্বাচনে প্রচলিত জেলা কোটা ও অন্যান্য কোটাসহ সরকারি বিধি বিধান অনুসরণ করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা কম বেশী হতে পারে। যা নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে।
৭। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি ও অন্যান্য সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩০৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে শেষকথাঃ
কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩০৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাপ্ত আবেদন প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.techedu.gov.bd) এবং এসএমএস-এর মাধ্যমে মােবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে। নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ দেওয়া হবে না। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়ােগ কার্যক্রমের যে কোন পর্যায়ের বা নিয়ােগদানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন বা নিয়োেগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। অনিবার্য কারণে নিয়ােগ প্রক্রিয়া স্থগিত/ বাতিল/ প্রত্যাহার করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। বেকারদের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩০৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের জব সার্কুলার ২০২১ পাবেন এখানে। you will see here Department of Technical Education 309 Job Circular.