আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বুকিং সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বুকিং সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে এই পোস্ট দেখেন আসতে পারেন। ইতিমধ্যে এই ব্লগে বুকিং সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনেকেই জানেন না যে বাংলাদেশ রেলওয়েতে বুকিং সহকারী কাজ কি ? রেলওয়েতে বুকিং সহকারী কাজ কি নিয়েই এই পোস্ট।
[ads1]
প্রাথমিক শিক্ষক নিয়োগ ফাইনাল সাজেশনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ১০০% কমন পাবেন

বুকিং সহকারী কাজ কি
[ads1]
বাংলাদেশ রেলওয়ের ১৪ টি ডিপার্ট্মেন্ট রয়েছে তার মধ্যে একটি হলো ট্রাফিক ডিপার্ট্মেন্ট। ট্রাফিক ডিপার্ট্মেন্টের একটি পদের নাম বুকিং সহকারী। বাংলাদেশের এমন কিছু চাকরি রয়েছে যার পদের নাম দেখলেই এসব পদে কি কাজ তা বলা যায়।
কারো মনে যদি বুকিং সকারীর কাজ কি প্রশ্ন আসে তাহলে খুবই সহজেই বলা যায় বাংলাদেশ রেলওয়েতে যিনি টিকিট কাউন্টারে টিকিট বিক্রয় করার কাজ করে থাকেন। যেসব যাত্রীর মালামাল এক স্টেশন থেকে অন্য স্টেশনে স্থানান্তর করার জন্য কাগজপত্রের দায়িত্বে থাকে সেইই হলেন বুকিং সহকারী।
বুকিং সহকারী কাজ কি (প্রধান কাজ)
[ads1]
- টিকিট ক্রয় বিক্রয় করা
- টিকিট বুকিং নেওয়া
- ৮ ঘন্টা করে শিফটিং ডিউটি
বুকিং সহকারীর পদোন্নতি
- ছয় বছর পর প্রমোশন পেয়ে থাকে
- গার্ড, ইন্সপেক্টর, এসিস্ট্যান্ট ইন্সপেক্টর এ পদোন্নতি পেয়ে থাকেন।
বুকিং সহকারীর বেতন কত
[ads1]
বুকিং সহকারীর বেতন হলো ৯,৭০০ টাকা থেকে শুরু। এছাড়াও রয়েছে টিফিন ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, রেশন ভাতা এবং চাকরির বয়স ৫ বছর অতিক্রম হবার পর ধোলাই ভাতা পাবেন।
টিকিট কালেক্টরের কাজ কি
যে ব্যাক্তি যাত্রীদের নিকট টিকিট যচাই করে থাকেন তাকে টিকিট কালেক্টর বলে।
বুকিং সহকারী গ্রেড ২ এর কাজ কি
বুকিং সহকারী গ্রেড ২ এর কাজ কি তা কিছুটা বুকিং সহকারীর মতই।
রেলওয়ে নিয়োগ পরীক্ষা কোথায় হয়
রেলওয়ে নিয়োগ পরীক্ষা সাধারণত চট্টগ্রাম এবং রাজশাহীতে অনুষ্ঠিত হয়।