আজ আপনাদের জন্য বিগত সালের প্রশ্ন ও সমাধান ২০২২ এবং বিগত সালের প্রশ্ন ও চাকুরির প্রস্তুতি নিয়ে হাজির হয়েছি। আপনি বিগত সালের প্রশ্ন ও সমাধান নিয়ে পোস্ট পাবেন। এখানে আরো পাবেন যেমন ১ জানুয়ারি ২০২১ থেকে ২৮ জানুয়ারি ২০২২ পর্যন্ত বিগত ১ বছরের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা ৬ জন বিখ্যাত সাহিত্যিক সম্পর্কিত ৪৬টি প্রশ্নোত্তর । সুতরাং আপনার অনুসন্ধান অনুযায়ী এই আর্টিকেলে থাকছে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর সমাধান PDF সহ (১০০% সঠিক)। চলুন তবে শুরু করা যাক। এখানে আপনি পাচ্ছেন বিগত সালের প্রশ্ন ও সমাধান ২০২২, ২০২১, ২০২০, ২০১৯ সহ অন্যান্য। স্বাস্থ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন, সড়ক ও জনপথ অধিদপ্তর বিগত সালের প্রশ্ন, তুলা উন্নয়ন বোর্ডের বিগত সালের প্রশ্ন, মাদকদ্রব্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন, লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান, ২০২১ সালের সকল চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf, অফিস সহকারী পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন ও সমাধান, কম্পিউটার প্রশ্ন ও সমাধান, অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২০, সম্প্রতি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান, লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১, ২০১৭ সালের সকল চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, প্রশ্ন সমাধান ২০২১ ইত্যাদি।
বিগত সালের প্রশ্ন ১ জানুয়ারি ২০২১ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত
বিগত ১ বছরের বিভিন্ন নিয়ােগ পরীক্ষায় আসা সবগুলাে রচয়িতা এর প্রশ্নোত্তর (৭১টি)।
০১, “খেলাঘর” উপন্যাসের রচয়িতা কে?
ক) শামসুদ্দীন আবুল কালাম
খ) মাহমুদুল হক গ) আবুল কালাম ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: গ
০২, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল”- এই বৈষ্ণবপদের রচয়িতা কে? ‘কপার জেলে ৯ ব্যাট (সিটিএ), আর্মি-২’ ক) জ্ঞানদাস খ) চণ্ডীদাস গ) গােবিন্দ দাস। ঘ) দ্বিজ চীদাস
উত্তরঃ ক
০৩, রামায়ন কে রচনা করেন? জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ), অতি-২২]
ক) মালিক মুহাম্মদ কায়সী। খ) বাল্মীকি গ) আলাওল।
ঘ) কৃত্তিবাস
উত্তরঃ খ
০৪. মহুয়া” কে রচনা করেছেন?
ক, মনসুর বয়াতি খ) দ্বিজ কানাই গ, দীনেশচন্দ্র সেন
ঘ, দক্ষিণারঞ্জন মিত্র।
উত্তরঃ খ
০৫. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা? প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস (জুনিয়র শিক্ষক)-২১/ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, নিয়ােগ পরীক্ষা-২০২১
ক) কবিগান
খ) পুথি সাহিত্য
গ, নাথ সাহিত্য
ঘ, বৈষ্ণব পদ সাহিত্য
উত্তরঃ ক
০৬, “একাত্তরের দিনগুলি কে লিখেছিলেন? বিসিএস প্রশাসন একাডেমির নিয়ােগ পত্ৰীক্ষা অফিস সহায়ক)-২১।
ক, হাসান ইমাম।
খ, নজরুল ইসলাম গ, জাহানার ইমাম | ঘ, সাহানারা ইমাম
উত্তরঃ গ
০৭. কাঁদো নদী কাঁদো” উপন্যাসটির রচয়িতা কে?
(ক) মীর মশাররফ হােসেন। | (খ হুমায়ুন আজাদ (গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
(ঘ) রশিদ করিম
উত্তরঃ গ
০৮. বড়ু চন্দ্রীদাশের কাব্য গ্রন্থের সম্পাদক- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন; সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল)/ উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-২১)
ক. মুহম্মদ শহীদুল্লাহ। খ. মুহম্মদ আবদুল হাই ও আহমদ শরীফ গ. মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান ঘ. মুহম্মদ আবদুল হাই ও আনােয়ার পাশা
উত্তর: ঘ
০৯. নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে? খাদ্য অধিদপ্তর নিয়ােগ পরীক্ষা (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)-২১
ক. মীর মশাররফ হাসেন
খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. সৈয়দ আবুল ফজল ঘ. হুমায়ুন কবির
উত্তর: ঘ
১০. মুজিব-লেলিন-ইন্দিরা’ কাব্যগ্রন্থের লেখক কে? খাদ্য অধিদপ্তর নিয়ােগ পরীক্ষা (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)-২১) ক. নির্মলেন্দু গুণ
গ. আসাদ চৌধুরী গ. শওকত আলী ঘ. মহাদেব সাহা
উত্তরঃ ক
১ জানুয়ারি ২০২১ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বিগত সালের প্রশ্ন
১১. ‘প্রথম প্রহর’, ‘বিমর্ষ রাত্রি’, ‘তৃষ্ণা’, আগুন পাখি’ গ্রন্থসমূহের রচয়িতা কে? (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ডাটা এন্ট্রি অপারেটর)-২১)
(ক) হাসান আজিজুল হক | (খ) আলাউদ্দিন আল আজাদ (গ) শামসুদ্দিন আবুল কালাম (ঘ) আবুল মনসুর আহমেদ
উত্তর: ক
১২. “নীল অপরাজিত” উপন্যাসটির রচয়িতা কে? খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক)-২১) ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম। গ) শামসুর রাহমান।
ঘ) হুমায়ুন আহমেদ
উত্তরঃ ঘ
১৩. ‘কবর’ নাটকের রচয়িতা – বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়ােগ পরীক্ষা (স্টোরম্যান/ডেসপ্যাচ
রাইডার/ট্রাফিক হ্যান্ড)-২১) (ক) মুনীর চৌধুরী
(খ) শহীদুল্লাহ কায়সার (গ) জহির রায়হান (ঘ) সুফিয়া কামাল
উত্তর: ক
১৪. “চাচা কাহিনী” এর লেখক – বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়ােগ পরীক্ষা (স্টোরম্যান/ডেসপ্যাচ
রাইডার/ট্রাফিক হ্যান্ড)-২১/ খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক)-২১/ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (মেডিকেল অফিসার / এরােড্রোম সহকারী)-২১] (ক) সৈয়দ শামসুল হক। | (খ) শওকত ওসমান। (গ) সৈয়দ মুজতবা আলী (ঘ) ফররুখ আহমেদ
উত্তরঃ গ
১৫. তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা- বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অফিসার)-২১)
ক. হাসান আজিজুল হক। খ. সৈয়দ ওয়ালীউল্লাহ গ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঘ. অদ্বৈত মল্লবর্মণ
উত্তর: ঘ
১৬. ‘আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা- বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিনিয়র অফিসার)-২১) ক. টোডরমল
খ. বীরবল গ. আবুল ফজল
ঘ. তানসেন
উত্তর: গ
১৭. রক্তাক্ত প্রান্তর’ নাটকের রচয়িতা কে? নির্বাচন কমিশন সচিবালয়ের অধীন আইডিইএ প্রকল্প (২য় পর্যায়), ডাটা এন্ট্রি
অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-২১)। ক. মােহাম্মদ মনিরুজ্জামান। খ. মুনীর চৌধুরী গ. মানিক বন্দ্যোপাধ্যায়। ঘ. মহাদেব সাহা
উত্তরঃ খ
১৮. শােকার্ত তরবারী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? এনএসআই (সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা এবং সহকারী
প্রেগ্রামার)-২১) ক. শামসুর রাহমান।
খ. আল মাহমুদ গ. হাসান হাফিজুর রহমান। ঘ. নির্মলেন্দু গুণ
উত্তর: গ
১৯. সূর্য দীঘল বাড়ী’ উপন্যাসের রচয়িতা- বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অপারেটর)-২১] ক. শহীদুল্লা কায়সার।
খ. জহির রায়হান গ. রশীদ করিম ঘ. আবু ইসহাক
উত্তর: ঘ
২০. বাংলাদেশ’ কবিতাটি কার লেখা? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরােড্রাম কর্মকর্তা (এটিএম)/উপ
সহকারী প্রকৌশলী (সিভিল)/অন্যান্য)-২১)। ক. আহসান হাবিব।
খ. শামসুর রাহমান গ. অমিয় চক্রবর্তী। ঘ. ফররুখ আহমদ।
উত্তরঃ গ
বিগত সালের প্রশ্ন ও সমাধান
২১. কে মহাকাব্য রচয়িতা নন? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরােড্রাম কর্মকর্তা (এটিএম)/উপ-সহকারী
প্রকৌশলী (সিভিল)/অন্যান্য)-২১) ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। খ. বিহারীলাল চক্রবর্তী গ. নবীনচন্দ্র সেন ঘ. কায়কোবাদ
উত্তর: খ
২২. রসুল বিজয়’ কাব্যের রচয়িতা কে? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা (অফিস সহায়ক) নিয়ােগ
পরীক্ষা-২০২১) ক. আব্দুল হাকিম।
খ. শেখ চাঁদ। গ. মীর মােহাম্মদ শফী ঘ. জৈনুদ্দীন
উত্তর: খ,ঘ
২৩. গাজী মিয়ার বস্তানী কী ধরণের রচনা? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা (অফিস সহায়ক) নিয়ােগ
পরীক্ষা-২০২১ ক. প্রবন্ধ।
খ. কাব্য গ. আত্মজীবনী ঘ, নাটক
উত্তর: গ
২৪. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি কার লেখা? পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া – সহকারী পরিচালক ২১) ক. প্রমথ চৌধুরী
খ. জহির রায়হান গ. সেলিনা হােসেন ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর: খ
২৫. ‘পথের পাঁচালী’ উপন্যাসটি কার লেখা? পিল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া – সহকারী পরিচালক -২১) ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. সত্যজিৎ রায়
উত্তর: খ
২৬. “হিমু” নাটকটির রচয়িতা কে? [এনএসআই (ডেসপাস রাইটার ও অফিস সহায়ক)-২১) ক. রুমানা আফরােজ
খ. সৈয়দ শামসুল হক গ, মমতাজ উদ্দিন আহমদ। ঘ. হুমায়ূন আহমেদ
উত্তর: ঘ
২৭. ইমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি? (এনএসআই (ডেসপাস রাইটার ও অফিস সহায়ক)-২১)। ক. জোহরা
খ. মানব জমিন গ. সারাবেলা ঘ. উত্তম পুরুষ
উত্তর: গ
২৮. কায়কোবাদের ‘মহাশ্মশান’ কোন ধরনের রচনা? (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রদর্শক (সকল বিষয়)-২১) ক. ইতিহাস
খ. মহাকাব্য গ. উপন্যাস ঘ. গীতিকাব্য
উত্তর: খ
২৯. ভবিষ্যতের বাঙালি’ গ্রন্থের রচয়িতা কে? কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম
কম্পিউটার অপারেটর)-২১] ক. শামসুর রাহমান
খ. এস ওয়াজেদ আলি গ. হুমায়ুন আজাদ ঘ. উইলিয়াম কেরী
উত্তর: খ
৩০. স্বাধীনতা তুমি’ কবিতার রচয়িতা কে? কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম
কম্পিউটার অপারেটর)-২১] ক. কাজী নজরুল ইসলাম
খ. শামসুর রাহমান গ. জীবনানন্দ দাশ ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ খ
সরকারি চাকরিতে আসা বিগত সালের প্রশ্ন
৩১. ভবিষ্যতের বাঙালি’ গ্রন্থের রচয়িতা কে? কারিগরি শিক্ষা অধিদপ্তর (ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস
সহায়ক)-২১) ক. শামসুর রাহমান
খ. এস ওয়াজেদ আলি গ. হুমায়ুন আজাদ ঘ. উইলিয়াম কেরী
উত্তরঃ খ
৩২. স্বাধীনতা তুমি কবিতার রচয়িতা কে? কারিগরি শিক্ষা অধিদপ্তর (ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস
সহায়ক)-২১ ক. কাজী নজরুল ইসলাম
খ. শামসুর রাহমান গ. জীবনানন্দ দাশ
ঘ. নির্মলেন্দু গুণ
৩৩. উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রেলপথ মন্ত্রণালয় (কম্পিউটার অপারেটর)-২১) ক. শওকত ওসমান।
খ. জহির রায়হান গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. রশীদ করিম
উত্তর: ঘ
৩৪. একুশ নিয়ে লিখিত প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কবিতার
রচয়িতা কে? (বিটিআরসি রিক্রুটম্যান্ট টেষ্ট (সহকারী পরিচালক)-২১)। ক. আবদুল গাফফার চৌধুরী খ. আব্দুল লতিফ গ. হাসান হাফিজুর রহমান ঘ. মাহবুব-উল-আলম চৌধুরী
উত্তরঃ ঘ ব্যাখ্যাঃ মাহবুব-উল-আলম রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি শাসকগােষ্ঠী গুলি চালিয়ে হত্যা করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে মিছিলরত তরুণদের। সেই খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। মাহবুব উল আলম চৌধুরী তখন অসুস্থ; তার শরীরে জলবসন্তের চিহ্ন। রাত জেগে তিনি লিখলেন আগুনঝরা কবিতা ‘কাঁদতে আসিনি, ফাসির দাবি নিয়ে এসেছি। ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে প্রতিবাদ সভায় সে কবিতা পড়লেন তারই সতীর্থ চৌধুরী হারুণ-উর-রশীদ। পাকিস্তান সরকার সে কবিতা বাজেয়াপ্ত করে। হুলিয়া জারি করে মাহবুব-উল-আলম চৌধুরীর ওপর। তিনি এবং তাঁর কবিতা হয়ে গেল ইতিহাসের অংশ। ‘কাদতে আসিনি, ফাসির দাবি দিয়ে এসেছি একুশের প্রথম কবিতা।
৩৫. ‘চিলেকোঠার সেপাই’ কার রচিত উপন্যাস? এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার-২১ ক. আখতার ইলিয়াস
খ. ইলিয়াস খান। গ. আখতারুজ্জামান ইলিয়াস ঘ. আকতার জামান ইলিয়াস
উত্তর: গ
৩৬. নেমেসিস’ গ্রন্থের লেখক বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) হিসাব
সহকারী)-২১) ক. নুরুল মােমেন
খ. ইব্রাহীম খাঁ গ. মুনীর চৌধুরী ঘ. আনিস চৌধুরী
উত্তর: ক
৩৭. “ইউসুফ জুলেখা” মর্সিয়া সাহিত্যের লেখক কে? [এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান,
ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১) ক. শেখ ফয়জুল্লাহ
খ. দৌলতখা গ. আবদুল হাকিম ঘ. আব্দুল করিম
উত্তর: গ
৩৮. জীবন আমার বােন’ গ্রন্থটি রচনা করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর; উপ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)-২১) ক. হুমায়ুন আহমেদ
খ. সেলিনা হােসেন। গ. শওকত ওসমান ঘ. মাহমুদুল হক
উত্তর: ঘ
৩৯. বত্রিশ সিংহাসন’ কার রচনা? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১) ক. মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
খ. রাম রাম বসু গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. রাজিব লােচন মুখােপাধ্যায়
উত্তর: ক
৪০. কাজলা দিদি’ কবিতাটি কে রচনা করেছেন? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সহকারী নিরাপত্তা
কর্মকর্তা)-২১) ক. যতীন্দ্র মােহন বাগচী
খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. কাজী নজরুল ইসলাম ঘ. জসীম উদ্দীন
উত্তর: ক
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিগত সালের প্রশ্ন
৪১. কাশবনের কন্যা’-উপন্যাসের লেখকের নাম কী? (BPSC এর সিনিয়র ইন্ট্রাক্টর (TTC)-২১) ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
খ. আবু জাফর শামসুদ্দীন গ. শামসুদ্দীন আবুল কালাম ঘ. জসীমউদ্দীন।
উত্তর: গ
৪২. নসীরনামা’ কাব্য কার রচনা? [জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১] ক. দৌলত কাজী
খ. কবি মরদন। গ. কোরেশী
ঘ. মাগন ঠাকুর
উত্তরঃ খ
৪৩. প্রাগৈতিহাসিক’ গল্পটির রচয়িতা কে? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট বি (কলা ও মানববিদ্যা অনুষদ) অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১) (A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (C) মানিক বন্দ্যোপাধ্যায় (D) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর: C
৪৪. দুঃসময়ের মুখােমুখি’ গ্রন্থের রচয়িতা কে? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১) ক. সৈয়দ আবুল মনসুর।
খ. আবদুল মান্নান সৈয়দ গ. শামসুর রাহমান ঘ. সৈয়দ আলী আহসান
উত্তর: গ
৪৫. আকবরনামা’ গ্রন্থের রচয়িতা কে? রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানবিক বিভাগ, ইউনিট-(গ্রুপ-২) প্রথম বর্ষ (সম্মান)
ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ (ক) ইবনে খালদুন।
(খ) আবুল ফজল (গ) মিনহাজ সিরাজ (ঘ) আল বেরুনী
উত্তর: খ
৪৬. মুসলিম-মানস ও বাংলা সাহিত্য গ্রন্থটির লেখক কে? রাজশাহী বিশ্ববিদ্যালয়, অ-বিজ্ঞান (গ্রুপ-১)-২০-২১) ক. শওকত ওসমান।
খ. আনিসুজ্জামান গ. মনিরুজ্জামান ঘ. আহমদ শরীফ
উত্তর: খ
৪৭. জালস্বপ্ন স্বপ্নের জাল’ গ্রন্থের লেখক কে? রাজশাহী বিশ্ববিদ্যালয়, অ-বিজ্ঞান (গ্রুপ-১)-২০-২১)
ক. আখতারুজ্জামান ইলিয়াস খ. হাসান আজিজুল হক গ. সেলিনা হােসেন
ঘ. রশীদ কুরীম
উত্তর: ক
৪৮. ‘বিদীর্ণ দর্পণে মুখ’ কাব্যটির লেখক কে? ব্রিাজশাহী বিশ্ববিদ্যালয়, অ-বিজ্ঞান (গ্রুপ-১)-২০-২১) ক. শামসুর রাহমান।
খ. আল মাহমুদ। গ, আতাফুর রহমান।
ঘ. আহসান হাবীব
উত্তর: ঘ
৪৯. ‘অলৌকিক ইষ্টিমার’ গ্রন্থের রচয়িতা কে? সমন্বিত ৫ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১) ক. হুমায়ুন আজাদ
গ. আসাদ চৌধুরী গ. হেলাল হাফিজ
ঘ. রফিক আজাদ
উত্তর: ক
৫০. ‘আনােয়ারা’ গ্রন্থটি রচয়িতা কে? সিমন্বিত ৫ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১) ক. কাজী এমদাদুল হক
খ. মীর মশাররফ হােসেন গ. মােহাম্মদ নজিবর রহমান ঘ. ইসমাইল হােসেন সিরাজী
উত্তর: গ
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিগত সালের প্রশ্ন ও সমাধান
৫১. “উত্তম পুরুষ” উপন্যাসের রচয়িতা কে? প্রবাসী কল্যাণ ব্যাংক (সিনিয়র অফিসার)-২১) a. শওকত ওসমান
- জহির রায়হান c. শহীদুল্লাহ কায়সার d. রশীদ করিম
উত্তর: ঘ ব্যাখ্যা ‘উত্তম পুরুষ’ (১৯৬১) রশীদ করীমের একটি উপন্যাস। এর প্রধান চরিত্রগুলাে হলােঃ শাকের , সেলিনা, অনিমা, শেখর, মুশতাক।
৫২. ‘দেশে-বিদেশে ভ্রমণ সাহিত্যের রচয়িতা (উত্তরা ব্যাংক লিমিটেড (প্রবেশনারী অফিসার)-২১। ক. অন্নদাশঙ্কর রায়
খ. জসীমউদ্দীন গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. সৈয়দ মুজতবা আলী |
উত্তর: ঘ ব্যাখ্যান সৈয়দ মুজতবা আলী (১৯০৪-১৯৭৪) একজন শিক্ষাবিদ ও সাহিত্যিক। তাঁর রচিত বিশেষভাবে উল্লেখযােগ্য গ্রন্থগুলি হলাে: ভ্রমণকাহিনী: দেশে-বিদেশে (১৯৪৯), জলে-জাঙায় (১৯৬০); উপন্যাস: অবিশ্বাস্য (১৯৫৪), শবনম (১৯৬০), রম্যরচনা: পঞ্চতন্ত্র (১৯৫২), ময়ূরকণ্ঠী (১৯৫২) এবং ছােটগল্প: চাচা-কাহিনী (১৯৫২), টুনি মেম (১৯৬৩)।
৫৩. দুহাতে দুই আদিম পাথর’- কার কাব্যগ্রন্থঃ সমন্বিত ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (সহকারী প্রােগ্রামার)-২১) ক. শামসুর রহমান।
খ. আহসান হাবীব গ. শহীদ কাদরী ঘ. আল মাহমুদ
উত্তর: খ ব্যাখ্যান আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ ‘দু’হাতে দুই আদিম পাথর’ (১৯৮০)।
৫৪. সংশপ্তক’-এর রচয়িতা কে? রূপালী ব্যাংক লিমিটেড (সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার)-২১। ক) আবু রুশদ
খ) সওকত আলী গ) শওকত ওসমান | ঘ) শহীদুল্লাহ কায়সার
উত্তরঃ ঘ ব্যাখ্যা সংশপ্তক শহীদুল্লাহ কায়সারের রচিত একটি উপন্যাস। ১৯৬৪ সালে রচিত এই উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে আব্দুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করেন যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। সংশপ্তক শব্দের অর্থ জয় না হয় মৃত্যু।
৫৫. নুরজাহান’ উপন্যাসটি কে লিখেছেন? বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (চিফ এডিটর)-২১) ক. হুমায়ুন আহমেদ
খ. ইমদাদুল হক মিলন গ. কাজী নজরুল ইসলাম ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর: খ ব্যাখ্যাঃ নূরজাহান’ (১৯৯৫) উপন্যাসটি লিখেছেন ইমদাদুল হক মিলন। তাঁর রচিত অন্যান্য উপন্যসগুলােঃ ‘এক দেশ ‘ (১৯৮৩); ভূমিপুত্র’ (১৯৮৫); ‘রূপনগর (১৯৮৮); সারাবেলা (১৯৮৮) ইত্যাদি।
৫৬. ‘সাত সাগরের মাঝি’, ‘মূহুর্তের কবিতা’, ‘নৌফেল ও হাতেম’ কাব্যগ্রন্থগুলাে কার লেখা? (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ডাটা এন্ট্রি অপারেটর)-২১] (ক) কায়কোবাদ
(খ) ফররুখ আহমদ (গ) গােলাম মােস্তফা। (ঘ) বন্দে আলী মিয়া
উত্তর: খ
৫৭. মহপতঙ্গ গল্পগ্রন্থটি কার লেখা? (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১)
ক) শামসুদ্দিন আবুল কালাম | খ) শহীদুল্লাহ কায়সার গ) আবু ইসহাক (ঘ) আলাউদ্দিন আল আজাদ
উত্তর: গ
৫৮. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা? ৪৩তম বিসিএস ক. এস. ওয়াজেদ আলী
খ. আবুল হাসেম গ. আবুল মনসুর আহমেদ
ঘ. আবুল হােসেন
উত্তর: গ
ব্যাখ্যাঃ ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’- আবুল মনসুর আহমদ এর বিখ্যাত গ্রন্থ। এতে আজকের বাংলাদেশ নামে পরিচিত ভূখণ্ডটির ১৯২০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ইতিহাস আছে। তার রচিত অন্যান্য গ্রন্থ শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু, আয়না, ফুডকনফারেন্স, গালিভারের সফর নামা, আসমানি পর্দা, হুজুর কেবলা, আবে হায়াত ইত্যাদি।
৫৯. কোন গ্রন্থটি হুমায়ূন আহমেদের লেখা? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (মেডিকেল অফিসার /
এরােড্রোম সহকারী)-২১]। ক. মৌচাক
খ. নদী ও নারী গ. আগুনের পরশমণি ঘ. সারেং বৌ
উত্তর: গ
৬০. কোনটি প্রমথ চৌধুরীর রচনা? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১ ক. কালান্তর
খ. বীরবলের হালখাতা। গ. পান্থজনের সখা
ঘ. একতা
উত্তর: খ
নিম্নের ১০ টি বিগত সালের প্রশ্ন
৬১. কোনটি শওকত ওসমানের রচনা? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১) ক. নেকড়ে অরণ্য
গ. কলিমদ্দি দফাদার গ. মাে’জেজা
ঘ. খুকু
উত্তর: ক
৬২. আমাদের সংগ্রাম চলবেই’ কার লেখা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১) ক. শামসুর রাহমান।
খ. আল মাহমুদ গ. সিকান্দার আবু জাফর ঘ. সৈয়দ শামসুল হক
উত্তর: গ
৬৩. কমলাকান্তের দপ্তর কার লেখা? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১) ক. বিষ্ণু দে
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ. বনফুল।
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ খ
৬৪. ‘মেঘদূত কাব্য’ কার লেখা? রাজশাহী বিশ্ববিদ্যালয়, A-ইউনিট (গ্রুপ-৩)-২০-২১)
ক. পল্লীকবি জসীমউদ্দীন। খ. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গ. মহাকবি কালিদাস
ঘ. ছন্দের কবি সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর: গ
৬৫. পথের পাঁচালী’ উপন্যাসটি কার লেখা? রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানবিক বিভাগ, ইউনিট-এ (গ্রুপ-২) প্রথম বর্ষ
(সম্মান) ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ (ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। (খ) মানিক বন্দ্যোপাধ্যায় | (গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ
৬৬.’সারেং বৌ’ উপন্যাসটির রচয়িতা কে? বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী পরিচালক পরিদর্শক নিয়ােগ
পরীক্ষা-২০২০] । ক. আহসান হাবীব
খ. শহীদুল্লাহ কায়সার গ. আনিস চৌধুরী ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর: খ
ব্যাখ্যা: শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের প্রথম উপন্যাস ‘সারেং বৌ’ (১৯৬২)। এতে সমুদ্র উপকূলবর্তী জনপদের চিত্র অঙ্কিত হয়েছে। কদম সারেং জাহাজের নাবিক। সৎ ও সরল বলে সহকর্মীদের মতাে বাড়ি-গাড়ি করতে পারেননি, কিন্তু অভাব-অনটনের মধ্যেও ছিলাে সুখের সংসার। ষড়যন্ত্রের শিকার হয়ে মাদক পাচারের অপরাধে জেলে যেতে হয়। দীর্ঘদিন কদম সারেং নিখােজ থাকায় যুবতী স্ত্রী নবিতুন ডুবে যায় দারিদ্রের করালগ্রাসের অন্তরালে এবং নিপতিত হয় লােলুপ সমাজপতিদের শিকারের কবলে। কিন্তু আদর্শনিষ্ঠ নবিতুন সব কিছু পরাজিত করে। প্রকল ঝড়ের পর সারেং ফিরে আসলে পিপাসিত কদম সারেংকে ধর্মীয় বিধি লংঘন করে নবিতুন নিজের দুধ পান করিয়ে সুস্থ করে তােলে। ‘সারেং বউ’ উপন্যাসে সব সংস্কার তুচ্ছ করে মানবতাবােধকে জয়ী করা হয়েছে। উপন্যাসটির জন্য তিনি ‘আদমজী পুরস্কার (১৯৬২), বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২) লাভ করেন। চরিত্র : কদম সারেং নবিতুন।
৬৭. ‘নুরজাহান’ উপন্যাসটি কে লিখেছেন? বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা নিয়ােগ
পরীক্ষা-২০২০]। ক. হুমায়ুন আহমেদ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. কাজী নজরুল ইসলাম ঘ. ইমদাদুল হক মিলন
উত্তর: ঘ ব্যাখ্যা : ইমদাদুল হক মিলন রচিত ‘নূরজাহান’ (১৯৯৫) উপন্যাসটি এপার – ওপার বাংলার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তিন খন্ডে প্রকাশিত উপন্যাসটি মূলত আবহমান বাংলার নির্যাতিত ও নিপীড়িত ‘নুরজাহান’ নামক একটি মেয়ের জীবনের করুণ কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। বিষময় সমাজে নুরজাহানের বেড়ে ওঠা, বিয়ে, দুর্ভাগ্য, ভন্ড ফতােয়াবাজদের হাতে অপমানিত হওয়া এবং সর্বশেষ আত্মহত্যার মাধ্যমে ঔপন্যাসিক গ্রামীন বাস্তবতাকে তুলে ধরেছেন।
৬৮. পায়ের আওয়াজ পাওয়া যায়’ গ্রন্থটির লেখক কে? বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর নিয়ােগ পরীক্ষা
২০২০ ক. হুমায়ূন আহমেদ।
খ. হুমায়ুন আজাদ গ. সৈয়দ সামসূল হক ঘ. শওকত ওসমান
উত্তর: গ
৬৯.লাল নীল দীপাবলী’ গ্রন্থটির লেখক কে? বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর নিয়ােগ পরীক্ষা-২০২০] ক. হুমায়ূন আহমেদ
খ. হুমায়ুন আজাদ গ. সৈয়দ সামল হক ঘ. শওকত ওসমান
উত্তর: খ
৭০. বরফ গলা নদী ঔপন্যাসটি কার লেখা? তথ্য ও যােগাযােগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রােগ্রামার – ২০২০] ক. সৈয়দ শামসুল হক
খ. আবুল ফজল গ. শওকত আলী ঘ. জহির রায়হান
উত্তরঃ ঘ
ব্যাখ্যা: ক্ষয়িষ্ণু নিম্ন-মধ্যবিত্ত একটি পরিবারে গতি-প্রতিপতি, আনন্দ-বেদনাকে উপজীলা গল্প জহির রায়হান রচনা করেন সামাজিক উপন্যাস ‘বরফ গলা নদী’ (১৯৬৯)।
বিগত সালের প্রশ্ন যা না পড়লেই নয়
৭১. ‘বঙ্গবাণী’ কবিতাটি কে রচনা করেছেন? বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (ইইউ) এস্টিমেটর/ সব – এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
(সিভিল) – ২০২০] ক. আলাওল।
খ. আবদুল হাকিম গ. কায়কোবাদ। ঘ. মধুসূদন দত্ত
উত্তর: খ ব্যাখ্যা : সপ্তদশ শতকের মুসলিম কবি আবদুল হাকিম ফারসি নীতিকাব্য ‘নূরনামাহ’ অবলম্বনে রচনা করেন “নূরনামা’ কাব্য। এ কাব্যের বিখ্যাত কবিতা ‘বঙ্গবাণী। মধ্যযুগে মুসলমানগণ বাংলাকে নিজেদের ভাষা মনে না করে ফারসি-আরবি-উর্দুকে আপন ভাষা মনে করতাে। এই পরভাষা প্রীতিকে আঘাত করার জন্য তিনি ‘বঙ্গবাণী’ কবিতাটি রচনা করেন।
মাইকেল মধুসূদন দত্ত থেকে বিগত সালের প্রশ্ন যা বিভিন্ন নিয়ােগ পরীক্ষায় আসা প্রশ্নোত্তর
০১. “হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন, পর ধন লােকে মন্ড, করিনু ভ্রমণ পন্ডদেশে, ভিক্ষাবৃত্তি
কুক্ষণে ভান্ডারি’- এ কবিতাংশটির রচয়িতা কে? (খাদ্য অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১] ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাশ গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: ঘ
০২. একেই কি বলে সভ্যতা’ কার রচনা? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর; উপ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)-২১) ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মাইকেল মধুসুদন দত্ত গ. কাজী নজরুল ইসলাম ঘ. বিহারীলাল
উত্তর: খ
০৩. বাংলা ভাষায় সনেটের জনক কে? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ-সহকারী কৃষি কর্মকর্তা)-২১) ক. জন মিল্টন।
খ. উইলিয়াম শেক্সপিয়ার গ. ফ্রান্সিসকো পেরার্কা
ঘ. মাইকেল মধুসুদন দত্ত
উত্তরঃ ঘ
০৪. ‘দত্তকুলােদ্ভব’কবি কে? বাংলাদেশ গ্যাস ফিল্ড পরীক্ষা (সহকারী ব্যবস্থাপক সাধারণ)-২১) (ক) অজিত দত্ত
(খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) জীবনানন্দ দাশ
(ঘ) হুমায়ুন কবির (ঙ) কোনটিই নয়
উত্তর: খ
০৫. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? খাদ্য অধিদপ্তর নিয়ােগ পরীক্ষা (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)-২১ ক. বিলেতের পত্র
খ. বীরাঙ্গনা গ. হিমালয় ঘ. ব্রজাঙ্গনা
উত্তর: খ
০৬. জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে?- এ উক্তিটি কার? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অফিসার)-২১)।
ক. কাজী নজরুল ইসলামের খ. মাইকেল মধুসূদন দত্তের গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। ঘ. কামিনী রায়ের
উত্তর: খ
০৭. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল
কর্তৃপক্ষ (সহকারী নিরাপত্তা কর্মকর্তা)-২১] ক. প্যারীচাদ মিত্র
খ. মাইকেল মধুসূদন দত্ত গ. প্রমথ চৌধুরী ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর: খ
০৮. বাংলা সাহিত্যে সার্থক মহাকব্যের রচয়িতা- (BPSC এর সিনিয়র ইন্ট্রাক্টর (TTC)-২১) ক. নবীনচন্দ্র
খ. মাইকেল মধুসূদন দত্ত। গ. মীর মশাররফ হােসেন
ঘ. কায়কোবাদ
উত্তর: খ
০৯. বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি কে? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (মেডিকেল অফিসার /
এরােড়ােম সহকারী)-২১। ক. মাইকেল মধুসূদন দত্ত। খ. কাজী নজরুল ইসলাম গ. জীবনানন্দ দাশ ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ক
১০. ‘উধ্বশির যদি তুমি কুল মনে ধনে; করিওনা ঘৃণা তব নীচ শির জনে! কবিতাংশটি কার রচনা (বিটিআরসি রিক্রুটম্যান্ট টেষ্ট (সহকারী পরিচালক)-২১)
ক. কৃষ্ণচন্দ্র মজুমদার খ. মাইকেল মধুসূদন দত্ত গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. লালন শাহ
উত্তর: খ ব্যাখ্যা কবিতাংশটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। রসাল ও স্বর্ণলতিকা’ কবিতায় তিনি বলেছেন যে- ‘উধ্বশির যদি তুমি কুল মনে ধনে; করিওনা ঘৃণা তব নীচ শির জানে।
১১. বাংলা সাহিত্যের চতুর্দশপদী কবিতার প্রবর্তক কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি
পরীক্ষা (বিজ্ঞান ইউনিট)- ২১) ক. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম খ. মাইকেল মধুসূদন দত্ত ঘ. জীবনানন্দ দাশ
উত্তর: গ
১২. মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি মূলত কী ভাব প্রকাশ পেয়েছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১] ক. আত্মপ্রেম
খ. আত্মনিন্দা গ. আত্মপ্রবঞ্চনা ঘ. আত্মগ্লানি
উত্তর: ঘ
১৩. মধুসূদন দত্ত কোন ছন্দ-প্রথা ভেঙে নতুন ছন্দ গড়লেন? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১) ক. স্বরবৃত্ত
খ. পয়ার | গ. মাত্রাবৃত্ত ঘ. গদ্যছন্দ
উত্তর: খ
১৪. সনেটের প্রবর্তক কে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১) ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. হােমার গ. মিল্টন | ঘ. পেত্রার্ক
উত্তর: ঘ ব্যাখ্যা: সনেটের প্রবর্তক পেত্রার্ক। আর বাংলা ভাষায় সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত।
১৫.কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নয়? চিট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১)
ক. বীরাঙ্গনা খ.ব্রজাঙ্গনা গ. মেঘনাদবধ কাব্য ঘ. সাধের আসন
উত্তর: ঘ
১৬. বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? রাজশাহী বিশ্ববিদ্যালয়, A-ইউনিট (গ্রুপ-৩)-২০-২১) ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. মাইকেল মধুসূদন দত্ত। গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কাজী নজরুল ইসলাম।
উত্তর: খ
১৭. বাংলাসাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে? প্রবাসী কল্যাণ ব্যাংক (সিনিয়র অফিসার)-২১) a. মাইকেল মধুসুদন দত্ত।
- রবীন্দ্রনাথ ঠাকুর। c. দেবেন্দ্রনাথ সেন
- মােতিলাল মজুমদার ব্যাখ্যায় বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসুদন দত্ত। মধুসূদন দত্তকে নিয়ে কিছু কথাঃ
উত্তর: ক
- প্রথম বিদ্রোহী বা বিপ্লবের লেখক
- প্রথম সার্থক ট্রাজেডি নাটক রচয়িতা
- প্রথম আধুনিক নাট্যকার
- প্রথম প্রহসন রচয়িতা
- বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি
- প্রথম (প্রবর্তক) অমিত্রাক্ষর ছন্দের রচয়িতা
১৮. অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলাে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর পদে নিয়ােগ পরীক্ষা-২০২০] ক. অত্যমিল আছে।
খ. চরণের প্রথমে মিল থাকে গ. অত্যমিল নেই। ঘ. বিশ মাত্রার পর্ব
উত্তরঃ গ
ব্যাখ্যা: কবিতার পঙক্তির শেষে মিলহীন ছন্দকে অমিত্রাক্ষর ছন্দ বলে। অমিত্রাক্ষর ছন্দের কবিতায় চরণের অমিল থাকে না। প্রতি পঙক্তিতে ১৪ অক্ষর থাকে, যা ৮+৬ পর্বে বিভক্ত। একে প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দও বলে। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের ও সনেটের প্রচলন ঘটান মাইকেল মধুসূদন দত্ত। উদাহরণ –
সম্মুখসমরে পড়ি, বীর চূড়ামণি বীর বাহু চলি যবে গেলা যমপুরে অকালে, কহ, হে দেবি অমৃতভাষিণি, কোন বীরবরে রবি সেনাপতি পদে, পাঠাইলা, রণে পুনঃ রক্ষঃকুলনিধি রাঘবারি।
– মাইকেল মধুসূদন দত্ত
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে বিগত সালের প্রশ্ন যা বিভিন্ন নিয়ােগ পরীক্ষায় আসা প্রশ্নোত্তর
০১. রচনার শিল্পগুণ’ প্রবন্ধটি কার লেখা? [BPSC এর সিনিয়র ইন্ট্রাক্টর
(TTC)-২১) ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. বিহারীলাল
উত্তর: খ
০২. কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়? ৪৩তম বিসিএস)।
(ক) ১৮৬০
(খ) ১৮৬১ (গ) ১৮৬৫ (ঘ) ১৮৬৭
উত্তর: গ
ব্যাখ্যাঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশনন্দিনী ১৮৬৫ সালে প্রকাশিত হয়। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তার আরাে কয়েকটি বিখ্যাত উপন্যাস – আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ প্রভৃতি।
০৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য চর্চার সূত্রপাত হয় কী দিয়ে? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১) ক. কবিতা
খ. উপন্যাস গ. গল্প ঘ. নাটক
উত্তর: ক
০৪. নিচের কোনটি বঙ্কিকচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস? রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিজনেস স্টাডিজ অনুষদ ও
আইবিএ; ইউনিট-বি (গ্রুপ-১)-২০-২১] ক. সাম্য।
খ. বঙ্গদর্শন। গ. কৃষ্ণচরিত্র ঘ. সীতারাম
উত্তর: ঘ
০৫. পথিক, তুমি পথ হারাইয়া কোন উপন্যাসে উল্লেখ আছে? উত্তরা ব্যাংক লিমিটেড (প্ৰবেশনারী অফিসার)-২১) ক. দুর্গেশনন্দিনী
খ. রাজসিংহ গ. বিষবৃক্ষ ঘ. কপালকুণ্ডলা
উত্তর: ঘ ব্যাখ্যা কপালকুন্ডলা’ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের (১৮৩৮-১৮৯৪) দ্বিতীয় উপন্যাস। এটি ১৮৬৬ সালে রচিত হয়। পথিক তুমি পথ হারাইয়াছ’ কপালকুন্ডলার এই সংলাপকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম রােমান্টিক সংলাপ। এই উপন্যাসের আর একটি উল্লেখযােগ্য সংলাপ হল- “তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন?”
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে বিগত সালের প্রশ্ন যা বিভিন্ন নিয়ােগ পরীক্ষায় আসা প্রশ্নোত্তর
০১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেয় কোন প্রতিষ্ঠান? (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (কম্পিউটার অপারেটর)-২১) ক. সংস্কৃত কলেজ
খ. শান্তিনিকেতন গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ. প্রেসিডেন্সি কলেজ
উত্তর: ক
০২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রামে জন্মগ্রহণ করেন? মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়ােগ পরীক্ষা (অফিস সহকারীকাম-কম্পিউটার অপারেটর)-২১} ক. সিংহবীর
খ. বীরসিংহ গ. বাঘমারা ঘ. ঈশ্বরপাড়া
উত্তর: খ
০৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? (৪৩তম বিসিএস)। ক. চৌবেরিয়া গ্রাম, নদীয়া।
খ. কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগনা গ. বীরসিংহ গ্রাম, মেদিনীপুর ঘ. দেবানন্দপুর, হুগলি।
উত্তর: গ ব্যাখ্যাঃ & ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মােদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী। ১৯ তাঁর পারিবারিক নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ৯ ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন। ৯ তিনি ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন।
০৪. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? সমন্বিত ৫ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১) ক. স্মৃতি কথামালা
খ. আত্মচরিত গ. আত্মকথা
ঘ, আমার কথা
উত্তরঃ খ
০৫. বাংলা লিপি সংস্কারে বিশেষ ভূমিকা রেখেছেন- প্রবাসী কল্যাণ ব্যাংক (জেনারেল অফিসার)-২১) ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. রামমােহন রায় ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ক
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে বিগত সালের প্রশ্ন যা বিভিন্ন নিয়ােগ পরীক্ষায় আসা প্রশ্নোত্তর
০১. শ্রীকান্ত’ উপন্যাস কার লেখা? [জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)
ক. কাজী নজরুল ইসলাম। গ. জীবনানন্দ দাস
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: খ
জীবনানন্দ দাশ থেকে বিগত সালের প্রশ্ন যা বিভিন্ন নিয়ােগ পরীক্ষায় আসা প্রশ্নোত্তর
০১. আকাশনীলা কাব্য কার লেখা? সমন্বিত ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (জেনারেল অফিসার)-২২) ক. কাজী নজরুল ইসলাম
খ. আলমাহমুদ গ. জীবনানন্দ দাশ
ঘ. শামসুর রাহমান ব্যাখ্যাঃ আকাশনীলা হলাে সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের একটি কবিতা ।।
উত্তরঃ গ
০২. জীবনানন্দ দাশ রচিত নয়- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন; সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল)/ উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-২১ ক. মহাপৃথিবী
খ. মাল্যবান গ. অদ্ভুত এক আঁধার ঘ. কবিতার কথা
উত্তর: গ
০৩. কবি জীবনানন্দ দাশ জন্ম গ্রহণ করেন কোথায়? খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক)-২১) (ক) মেদিনীপুরে
(খ) কোলকাতায় (গ) বরিশালে
(ঘ) সাতক্ষীরায়
উত্তর: গ
০৪. রূপসী বাংলার কবি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়ােগ পরীক্ষা (স্টোরম্যান/ডেসপ্যাচ রাইডার/ট্রাফিক
হ্যান্ড)-২১) (ক) গােলাম মােস্তফা
(খ) জসিম উদ্দিন (গ) জীবনানন্দ দাশ (ঘ) বেগম সুফিয়া কামাল
উত্তর: গ
০৫. ‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’ – কে রচনা করেন এই কাব্যাংশ? ৪৩তম বিসিএস) ক. সুধীন্দ্রনাথ দত্ত
খ. প্রেমেন্দ্র মিত্র গ. সমর সেন ঘ. জীবনানন্দ দাশ
উত্তর: ঘ ব্যাখ্যায় মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়; অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে।
– জীবনানন্দ দাশ
০৬. কার কবিতাকে ‘চিত্ররূপময় বলা হয়েছে? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরােড্রাম কর্মকর্তা | (এটিএম)/উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)/অন্যান্য)-২১)। ক. প্রেমেন্দ্র মিত্র।
খ. বিষ্ণু দে গ. সুফিয়া কামাল ঘ. জীবনানন্দ দাশ
উত্তর: ঘ।
০৭. ঝরাপালক’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? (এনএসআই (ওয়াচার কনস্টেবল/ ফিল্ড স্টাফ)-২১)
ক. মাহকেল মধুসূদন দত্ত খ. রবান্দ্রনাথ ঠাকুর গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জীবনানন্দ দাশ
উত্তর: ঘ
০৮. জীবনানন্দ দাশ বাংলাদেশকে কিসের দেশ বলেছেন? বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (চিফ এডিটর)-২১)। ক. নবান্নের
খ. শালিক ও শঙখচিলের গ. কাকের ঘ. কার্তিকের
উত্তর: ক ব্যাখ্যা: কবি জীবনানন্দ দাশ তার কবিতায় বলেছেনঃ ‘আবার আসিব ফিরে ধান সিড়িটির তীরে এই বাংলায়/হয়তাে মানুষ নয় হয়তাে বা শঙ্খচিল শালিখের বেশে;/হয়তাে ভােরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে।
০৯. ‘মহাপৃথিবী’ কার রচিত কাব্যগ্রন্থ? ঢািকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি পরীক্ষা (বাণিজ্য
ইউনিট)- ২১)। ক. জীবনানন্দ দাশ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. কাজী নজরুল ইসলাম ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তর: ক
১০. কোন বইটি জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত হয়? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১)। ক. সাতটি তারার তিমির
খ. মহাপৃথিবী গ. রাজনৈতিক প্রবন্ধ ঘ. রম্যরচনা
উত্তর: ঘ
১১. জীবনানন্দ দাশের জন্ম কোন জেলায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়, A-ইউনিট (গ্রুপ-৩)-২০-২১) ক. বরিশাল।
খ. নাটোর গ. সিলেট
ঘ. খুলনা
উত্তর: ক
১২. ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কার লেখা?” (বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (ইইঅ) এস্টিমেট/ স্যৰ – এসিস্ট্যান্ট
ইঞ্জিনিয়ার (সিভিল) – ২০২০ ক. জসীম উদদীন
খ. অতুল সেন গ. আহসান হাবীব ঘ. কোনােটিই নয়
উত্তর: ঘ
ব্যাখ্যা : তিরিশের দশকের তথাকথিত ‘জনবিচ্ছিন্ন, রবীন্দ্র বলয় ছিন্নকারী ও উত্তরকালের কবিদের উপর সর্বাপেক্ষা প্রভাববিস্তারকারী কবি জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ (১৯৫৭) কাব্যগ্রন্থের অন্তর্গত বিখ্যাত কবিতা ‘আবার আসিব ফিরে’। এ কবিতায় তিনি প্রকৃতির অপরূপ চিত্রের সাথে মিশে গিয়ে আবার এ বাংলায় ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন। আবার আসিব ফিরে’ কবিতার পঙক্তি আবার আসিব ফিরে ধান সিড়িটির তীরে – এই বাংলায় হয়তাে মানুষ নয় – হয়তাে বা শঙ্খচিল শালিকের বেশে।
সুকান্ত ভট্টাচার্য থেকে বিগত সালের প্রশ্ন যা বিভিন্ন নিয়ােগ পরীক্ষায় আসা প্রশ্নোত্তর
০১. ‘কিশাের কবি’ বলা হয় কাকে? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ডাটা এন্ট্রি অপারেটর)-২১) (ক) জীবনানন্দ দাশ
(খ) সুকুমার রায় (গ) সুকান্ত ভট্টাচার্য
(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর: গ
০২. কবি সুকান্ত ভট্টাচার্য কোন জেলায় জন্মগ্রহণ করেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়, অ-ইউনিট (গ্রুপ-১)-২০-২১] ক. গােপালগঞ্জ
খ. সিলেট গ. রংপুর ঘ. রাজশাহী
উত্তরঃ ক
০৩. সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরে নিয়ােগ পরীক্ষা (পরিসংখ্যান সহকার)
ক. ১৯৪৫ সালে গ. ১৯৪৭ সালে ব্যাখ্যাঃ ১৩ মে ১৯৪৭ (বয়স ২০)।
খ. ১৯৪৬ সালে ঘ. ১৯৪৮ সালে
উত্তর: গ
০৪. কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১/ রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানবিক বিভাগ, ইউনিট-4 (গ্রুপ-২) প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২০-২০২১)। ক. ১৮
খ. ১৯ গ. ২০ ঘ. ২১
উত্তর: ঘ