গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এ যোগদানের জন্য বিমান বাহিনীর লিখিত পরীক্ষার প্রশ্ন pdf উত্তর সমধান সহ এর বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এর নিয়োগ বিজ্ঞপ্তিতে এমওডিসি (এয়র) পদে নিম্নলিখিত শর্তসাপেক্ষে বাংলাদেশের অবিবাহিত পুরুষ প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করেছে।
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ পরীক্ষার প্রশ্ন
আমাদের মধ্যে প্রবল ইচ্ছা থাকে যে সেনাবাহিনীতে চাকরি করা, দেশের জন্য কাজ করা, পারিবারিক অথবা ব্যক্তিগত কারণে যাদের জরুরী চাকরির প্রয়োজন হয় এ সকল মানুষ গুলোই কিন্তু সেনাবাহিনীতে আবেদন করে থাকে। সেনাবাহিনীতে নিয়োগ পেতে আমরা মাঠে যাই কিন্তু সেখানে গিয়ে প্রত্যেকের তো চাকরি হয়না, যাদের হয় তাদের আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যেরা সেনাবাহিনী থেকে বাদ পড়ে যায় কেনো? বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে অনেকেই কনফিউশনে থেকে যায় তাই প্রথম ধাপে টিকে গেলেও পরে ভালভাবে মৌখিক এবং লিখিত পরীক্ষা না দিতে পেরে ছিটকে পড়ে। আপনি এখানে পেতে চলেছেন বিমান বাহিনীর লিখিত পরীক্ষার প্রশ্ন pdf সম্পর্কে।
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ প্রশ্ন
এই পোস্টে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এর যাবতীয় আলোচনার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ প্রশ্ন এখানে আলোচনা করা হবে। বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ প্রশ্ন ২০২২ এর জন্য আপনাকে ভালভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। শারীরিক সুস্থতার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীতে নিজের মেধাকেও কাজে লাগাতে হবে।
নিম্নলিখিত ২ টি কারণে চাকরিপ্রার্থী বাদ পড়ে
- শারীরিক যোগ্যতা
- লিখিত পরীক্ষা।
শারীরিক যোগ্যতা
শারীরিক যোগ্যতা ও যোগ্যতার ব্যাপারে যেসব বিষয় ফলো না করলে বাংলাদেশ বিমান বাহিনী চাকরি হয় না সেগুলো এখানে আলোচনা করব । শারীরিক যোগ্যতার জন্য বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এর সার্কুলারে উল্লেখ রয়েছে।
বিমান বাহিনীর লিখিত পরীক্ষার প্রশ্ন pdf
বাংলাদেশ বিমান বাহিনী লিখিত পরীক্ষার জন্য আজকে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিমান বাহিনীর সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলোই বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ পরীক্ষাতে এসেছে। চলুন তবে দেখে নিই বিমান বাহিনীর লিখিত পরীক্ষার প্রশ্ন pdf উত্তর সহ:
প্রশ্ন ১. বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠিত হয় কবে?
উওর : ১২ জুলাই ১৯৭১ ।
প্রশ্ন ২. বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি ছিল?
উত্তর : ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
প্রশ্ন ৩. বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকা।
প্রশ্ন ৪. বাংলাদেশ সামরিক দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : কুর্মিটোলায়।
প্রশ্ন ৫. বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি?
উত্তর : সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে।
প্রশ্ন ৬. বাংলাদেশের প্রথম সেনা প্রধানের নাম কি?
উত্তর : জেনারেল আতাউল গনি ওসমানীর।
প্রশ্ন ৭. বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন এবং কারা?
উত্তর : বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ হচ্ছে ৩ জন এবং এদের নাম হচ্ছে : সিপাহী মোস্তফা কামাল, সিপাহী হামিদুর রহমান এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
প্রশ্ন ৮. বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কয়টি এবং কি কি?
উত্তর : বাংলাদেশ সেনাবাহিনী প্রশ্ন হচ্ছে ৩ টি। সেগুলোর নাম : সেনাবার্তা, সেনা প্রবাহ এবং আর্মি জার্নাল।
প্রশ্ন ৯. বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদের নাম কি?
উত্তর : ফিল্ড মার্শাল।
প্রশ্ন ১০. বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পদের নাম কি?
উত্তর : জেনারেল।
প্রশ্ন ১১. বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি?
উত্তর : ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং তার ওপর কৌণিক ভাবে জাতীয় ফুল শাপলা।
প্রশ্ন ১২. বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে?
উত্তর : সুরাইয়া বেগম।
প্রশ্ন ১৩. বাংলাদেশ সেনাবাহিনীর প্রাপ্ত জাতীয় পুরস্কার কোনটি এবং কত সালে পাওয়া হয়েছিল?
উত্তর : পুরস্কারের নাম স্বাধীনতা পুরস্কার এবং এটি দেয়া হয় ২০০৭ সালে।
প্রশ্ন ১৪. বাংলাদেশ সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কি?
উত্তর : বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট, সংক্ষিপ্ত আকারে (BIR) ।
প্রশ্ন ১৫. বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রী কোথায় দেয়া হয়?
উত্তর : স্টাফ কলেজ।
প্রশ্ন ১৬. ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কবে গঠন করা হয়?
উত্তর : ১৫ ফেব্রুয়ারির ১৯৪৮ সালে।
প্রশ্ন ১৭. সোর্ড অব অনার কাদেরকে প্রদান করা হয়?
উত্তর : সেনাবহিনীর ক্যাডেটদেরকে।
প্রশ্ন ১৮. বাংলাদেশ মিলিটারি একাডেমি কয়টি এবং কোথায় অবস্থিত?
উত্তর : বাংলাদেশ মিলিটারি একাডেমি ১টি এবং এটি অবস্থিত চট্টগ্রামে।
উপরে উল্লিখিত ১৮ টি প্রশ্ন শুধু বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ পরীক্ষার চাকরীর ক্ষেত্রে আসবে এমন কোন কথা নয়, যে কোন ডিভেন্স চাকরি ক্ষেত্রে প্রশ্নগুলো আসতে পারে। তাই আপনারা সেনাবাহিনীর সাধারণ জ্ঞান প্রশ্ন গুলো নোট করে রাখতে পারেন। যাতে পরবর্তীতে কোন লিখিত পরীক্ষা দিতে গেলে অথবা ভাইবা দিতে গেলে তখন যদি আপনাকে এই প্রশ্নগুলো করা হয় তাহলে যাতে আপনি উওর গুলো দিতে পারেন। বিগত কিছু সালে সেনাবাহিনীর ভাইবা বা মৌখিক পরিক্ষা সহ লিখিত পরিক্ষায় বেশ কিছু বার এই প্রশ্ন গুলো এসেছে।
বিমান বাহিনী নিয়োগ 2022 ssc: বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এর সার্কুলারে বিমান বাহিনী নিয়োগ 2022 ssc এর শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে মর্মে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এ উল্লেখ রয়েছে।
বিমান বাহিনী নিয়োগ 2022 বেসামরিক
বাংলাদেশ বিমান বাহিনী ২০২২ সালে বিমান বাহিনী নিয়োগ 2022 বেসামরিক হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। আমরা সকলেই জানি যে, বাংলাদেশ বিমান বাহিনী একটি সামরিক বাহিনী হিসেবে পরিচিত।
আসুন সামরিক এবং বেসামরিক এর মধ্যে পার্থক্য জেনে নিই।
সহজভাবে বলতে গেলে যুদ্ধের প্রয়োজনে যে বাহিনী গড়ে উঠে তাকে সামরিক বাহিনী হিসেবে বিবেচিত করা যায়।
অন্যদিকে অন্যান্য প্রয়োজন মাফিক যেসব কাজ করে তাদের বেসামরিক বাহিনী বলা হয়।
আবার যাদের কিছুটা সামরিক প্রশিক্ষণ থেকে থাকে এবং যাদের প্রয়োজন সাপেক্ষে দ্রুত যুদ্ধক্ষেত্রে নামানো যায় তাদের আধা সামরিক বাহিনী বলা হয়। পূর্বের অনুচ্ছেদে আপনি বিমান বাহিনীর লিখিত পরীক্ষার প্রশ্ন pdf কি কি আসে তা দেখে নিয়েছেন
যেমন-
- সামরিক বাহিনী= বিমান, সেনা, নৌ বাহিনী।
- বেসামরিক বাহিনী= পুলিশ, র্যাব, আনসার।
- আধা সামরিক বাহিনী= বিজিবি, বাংলাদেশ কোস্ট গার্ড।
বিমান বাহিনী নিয়োগ 2022 modc
হ্যাঁ, বিমান বাহিনী নিয়োগ 2022 modc প্রকাশ করেছে। এ নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্য প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে আবেদন করার জন্য যাবতীয় নিয়মকানুন আলোচনা করা হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার
[ads1] বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার ২০২১ সালে প্রকাশিত হয়েছে এবং এর নিয়োগ কার্যক্রম ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার এ অনেক প্রার্থী আবেদন করে অনেকেই এ পদে সফলতার সাথে চাকরি করে আসছেন। বাংলাদেশ বিমান বাহিনী একটি সম্মানজনক চাকরি হওয়ায় বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার
নিচ থেকে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার দেখে নিন।
বিমান বাহিনী আবেদন ফরম
বিমান বাহিনী আবেদন ফরম এর জন্য একজন প্রার্থীকে অনলাইনে পূরণের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি তে আবেদন করতে পারবে।
বাংলাদেশ বিমান বাহিনী এম ও ডি সি নিয়োগ ২০২২
বাংলাদেশ বিমান বাহিনী এম ও ডি সি নিয়োগ ২০২২ এর আলোকে এখানে বিস্তারিত বাংলাদেশ বিমান বাহিনী এম ও ডি সি নিয়োগ ২০২২ সম্পর্কে আলোচিত হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী এম ও ডি সি নিয়োগ ২০২২ তে আবেদন করার জন্য সার্কুলারে উল্লিখিত নির্ধারিত তারিখের পূর্বেই আবেদন করতে হবে।
বিমান বাহিনী নিয়োগ 2022 পরীক্ষার তারিখ
বিমান বাহিনী নিয়োগ 2022 পরীক্ষার তারিখ নিম্নে ছকে বিভাগ এবং জেলাভিত্তিক সুন্দর করে উপস্থাপন করা হয়েছে।
প্রার্থীর যােগ্যতা ও অযােগ্যতা
এ পদে আবেদন করতে হলে একজন প্রার্থীর যোগ্যতা সম্পর্কে জানা আবশ্যক। তাই বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এ প্রার্থীর যােগ্যতা নিচে আলোচনা করা হলো।
যােগ্যতা
- নাগরিকত্বঃ বাংলাদেশী পুরুষ নাগরিক।
- শিক্ষাগত যােগ্যতাঃ এসএসসি/ সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০।
- বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।
- বয়সঃ ১৬ বছর হতে ২১ বছর (০২ অক্টোবর ২০২২ তারিখে) বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযােগ্য নয়।
- উচ্চতাঃ কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১৭২,৭২ সেমি)
- বুকের মাপঃ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি । প্ৰসাৱণ ২ ইঞ্চি।
- ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী।
- চোখঃ ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।
অযােগ্যতা
বাংলাদেশ বিমান বাহিনী তে যোগ দিতে যেমন যোগ্যতাসম্পন্ন হতে হয় তেমনই এই সরকারি প্রতিষ্ঠান অযোগ্যদের অপসারণ করতে দ্বিধাবোধ করেন না। নিচে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদানের বিষয়ে আলোচিত হলো।
- সেনা/ নৌ/ বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত/ স্বেচ্ছায় অবসর গ্রহণ।
- যে কোনাে ফৌজদারী অপরাধের জন্য আদালত কতৃর্ক দণ্ডপ্রাপ্ত।
- সরকারি চাকরিতে নিয়ােগ নিষিদ্ধ ঘােষিত।
পরীক্ষার বিষয় বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এ
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এ আবেদনের পর একজন প্রার্থী কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে তাই তার আগে তাকে পরীক্ষার বিষয় সম্পর্কে জানা জরুরি। বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এর জন্য বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা (এসএসসি সমমানের), ডাক্তারী পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিমান বাহিনীর লিখিত পরীক্ষার প্রশ্ন pdf।
বিঃ দ্রঃ পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মােবাইল, স্মার্ট ওয়াচ ও ক্যালকুলেটর ইত্যাদি) এবং ব্যাগ বহন করা নিষিদ্ধ।
অনলাইনে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এ আবেদনের নিয়মাবলী
সকল প্রার্থীকে অনলাইনে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এ আবেদন করতে হবে। www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে “Apply Now” এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ১৫০/- (একশত পঞ্চাশ টান্স) পরিশােধ করা হলে রেজিস্ট্রিকৃত মােবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে login এ কিকরে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে প্রয়ােজনীয় সংখ্যক ছবি ও অন্যান্য সনদের ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র জমা দিতে হবে। [ads1]
অনলাইনে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এর প্রয়ােজনীয় ছবি ও অন্যান্য সনদ
অনলাইনে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এর প্রয়ােজনীয় ছবি জমা ও অন্যান্য সনদের জন্য নিম্নে উল্লিখিত বিধিমালা অনুযায়ী অনুসরণ করতে পারেন।
- সকল শিক্ষাগত যােগ্যতার সাময়িক সন, প্রশংসাপত্র এবং নম্বরপত্রসমূহের সত্যায়িত ফটোকপি।
- নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর অথবা ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সনাক্তকারীর মােবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
- সম্প্রতি তােলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও কালারসহ হতে হবে)
- বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
- চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মল/প্রতিষ্ঠানে প্রধানের নিকট হতে প্রার্থীর জন্য অনুমতিপত্র।
- স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
- প্রযােজ্য ক্ষেত্রে দাবীকৃত সমমানের শিক্ষাগত যােগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি।
অনলাইনে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এ আবেদনের সময়সীমাঃ
অনলাইনে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ আবেদনের মেয়াদ হলো ০৮ মে ২০২২ থেকে ১৪ মে ২০২২*। *শর্ত প্রযােজ্য। বিমান বাহিনীর লিখিত পরীক্ষার প্রশ্ন pdf।
*হুঁশিয়ারি*
বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি (এয়ার) পদে কেবলমাত্র সংবাদপত্রে এবং বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেবিত তারিখ ও স্থান অনুযায়ী ইউনিফরম পরিহিত এবং পরিচয়পত্র বহনকারী রিটিং টিমের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়। ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর অযােগ্যতা বলে গণ্য হবে। কেউ আর্থিক লেনদেনসহ কোনাে প্রকার প্রতারণা চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়ােগকারী সংস্থার নিকট সােপর্দ করা যেতে পারে। ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন, ভূয়া ঠিকানা ও সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির তথ্য উদঘাটিত হলে চাকরির যে কোনাে পর্যায়ে বরখাস্তুসহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভর্তির ব্যাপারে কোনাে অসৎ ব্যক্তির সাথে যােগাযােগ করে প্রতারিত না হতে হঁশিয়ার করা হলাে।
সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকল পরীক্ষা গ্রহণ করা হবে।
এমওডিসি (এয়ার) হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমুহ
- বেতন ও ভাতাঃ প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৮,৮০০/-। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রদত্ত হবে।
- উচ্চ শিক্ষাঃ বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযােগ।
- জাতিসংঘ মিশনঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুয়ােগ।
- সন্তানদের অধ্যয়নঃ সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারােস্পেস ইউনিভার্সিটি, বিইউপি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল ও কলেজে (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম)-এ অধ্যয়নের সুযােগ।
- বাসস্থানঃ নিরাপদ ও মনােরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ।
- যাতায়াতঃ বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টারযােগে যাতায়াতের সুযােগ- সুবিধা।
- চিকিৎসাঃ সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সস্তানদের উন্নত চিকিৎসা, প্রয়ােজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিত্সার সুযোগ।
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এর যোগদানের পরীক্ষা কেন্দ্র
[ads1] বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এর যোগদানের পরীক্ষা কেন্দ্র তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫। আপনি এই আর্টিকেলে ইতিপূর্বে পড়েছেন বিমান বাহিনীর লিখিত পরীক্ষার প্রশ্ন pdf কমন উপযোগী।
পরীক্ষা গ্রহণের সময় ঃ সকাল ০৮০০ ঘটিকা
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ এর পরীক্ষা গ্রহণের তারিখ
বিভাগ | জেলা | পরীক্ষা গ্রহণের তারিখ |
ঢাকা | ঢাকা | ০৭ জুন ২০২২ |
নারায়ণগঞ্জ, গাজীপুর | ০৮ জুন ২০২২ | |
কিশোরগঞ্জ, টাঙ্গাইল | ০৯ জুন ২০২০২২ | |
গােপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী | ১২ জুন ২০২২ | |
ময়মনসিংহ | ময়মনসিংহ, জামালপুর, শেরপুর | ১৩ জুন ২০২২ |
চট্টগ্রাম | চট্টগ্রাম, নােয়াখালী | ১৪ জুন ২০২২ |
কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া। | ১৫ জুন ২০২২ | |
ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার | ১৬ জুন ২০২২ | |
রাজশাহী | রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট | ১৯ জুন ২০২২ |
বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ | ২০ জুন ২০২২ | |
রংপুর, গাইবান্ধা, পঞ্চগড় | ২১ জুন ২০২২ | |
দিনাজপুর, লালমনিরহাট | ২২ জুন ২০২২ | |
খুলনা | যশাের, কিনাইদহ | ২৩ জুন ২০২২ |
নড়াইল, বাগেরহাট, মেহেরপুর | ২৬ জুন ২০২২ | |
বরিশাল | ভােলা, ঝালকাঠি, পিরােজপুর | ২৭ জুন ২০২২ |
সিলেট | সিলেট, মৌলভীবাজার |
শুধুমাত্র উপরােক্ত তালিকায় উল্লেখিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
আমরা অনেকেই বাংলাদেশ সেনাবাহিনী লিখিত পরীক্ষার কি কি প্রশ্ন আসে সে সমন্ধে জানতে চান। আজকে বাংলাদেশ সেনাবাহিনী পরীক্ষা প্রশ্ন নিয়ে কথা হবে। তো সেনাবাহিনীর লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান দিবো যাতে আপনারা এইগুলো পড়ে বাংলাদেশ সেনাবাহিনী পরীক্ষায় ভালো করতে পারেন।
শেষকথা
উপরের আলোচনা থেকে এ কথাই বলতে পারি যে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ নিয়ে খুঁটিনাটি এখানে উপস্থাপন করা হলো। বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সম্পর্কেও আলোচিত হয়েছে। কোন কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।