প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ সাজেশন ১০০% কমন উপযোগী

সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আপনারা ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা সাফল্যের সাথে সম্পন্ন করছেন। আমার এই ব্লগ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন অনুযায়ী অনেক প্রশ্ন কমন পেয়েছেন আশা করি। আপনাদের জন্য প্রাথমিক সহকারী শিক্ষক প্রশ্ন সমাধান ২০২২ বিস্তারিত ব্যাখ্যাসহ পাবেন ১০০% নির্ভুল সমাধান দিয়েছি এই লিংকে। এরই ধারাবাহিকতায় আজ আপনাদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন ২য় পর্ব নিয়ে আলোচনা করব। আপনারা প্রাইমারির জন্য শেষ মুহূর্তে কি কি পড়বেন যেহেতু আপনি প্রাইমারির একজন শিক্ষক হতে যাচ্ছেন কারণ প্রিলিমিনারি পরীক্ষায় পাশের পরেই ভাইভার জন্য আপনি নির্বাচিত হবেন তাই প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন ২য় পর্ব আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলুন তবে আজকের আলোচনার বিষয় প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ সাজেশন ১০০% কমন উপযোগী নিয়ে এখান থেকে শুরু করা যাক। [ads1]

প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন
প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন

এজন্য আমি গত ব্লগের পোস্টে আমি সার্বিক বিষয় নিয়ে কথা বলেছি, যারা পড়তে পারেন নি তারা দেখে আসতে পারেন। তাই শেষ মুহূর্তে আপনাদের জন্য আজকে লিখব প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন ২য় পর্ব এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে কি কি পড়বেন আর কোন কোন টপিকস না পড়লেও চলবে।

[ads1]

এখানে পাবেনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন বাংলা, প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন গণিত, প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন ইংরেজি, প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন সাধারণ জ্ঞান, প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন ২০২২,
প্রাথমিক শিক্ষক নিয়োগ ফাইনাল সাজেশন, প্রাথমিক শিক্ষক নিয়োগ ফাইনাল সাজেশন ২০২২, প্রাইমারি গণিত সাজেশন, প্রাইমারি গনিত সাজেশন, প্রাইমারি নিয়োগ পরীক্ষা।

সহকারী শিক্ষক মডেল টেস্ট প্রাথমিক শিক্ষক নিজের মডেল টেস্ট

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ সাজেশন

প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন বাংলা

আমরা কি জানি যে বাংলায় প্রাইমারিতে মোট কতটি প্রশ্ন আসে? [ads1]

মোট প্রশ্ন হয় ৮০ টি যার জন্য সময় কিন্তু মাত্র ৬০ মিনিট অর্থ্যাৎ প্রতিটি প্রশ্নের জন্য ১ মিনিটের কম সময় পাবেন আপনি।

বাংলাতে কয়টি প্রশ্ন থাকে? 

এখন আসা যাক, বাংলায় মোট প্রশ্ন কতটি, মোট প্রশ্ন ২০ টি, যার মধ্যে ব্যাকরণ এবং সাহিত্য অংশ থাকে।

মজার ব্যাপার হলো, প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায় যে, ২০ টির মধ্যে অধিকাংশ প্রশ্নই আসে ব্যাকরণ থেকে ২০ টির মধ্যে ১৮-১৯ টি প্রশ্নই ব্যাকরণ থেকে আর সাহিত্য থেকে ১-২ টি মাত্র। সুতরাং বুঝতেই পারছেন কোনটায় কতটুকু সময় দিবেন।

বাংলার জন্য কি কি পড়বেন 

এই কয় দিন কী কী পড়বেন। আমি মনে করি, যেহেতু সময় একদম কম তাই সব না পড়ে কেবল গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ুন, যেখান থেকে বেশি বেশি কিংবা বারবার প্রশ্ন আসে।

আপনি যদি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এর প্রশ্নগুলো ভালোভাবে খেয়াল করেন। তাহলে দেখতে পাবেন কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে। তাহলে বুঝে যাবেন এই টপিক গুলা আপনাকে আগেই টাচ দিতে হবে।

তারপর খেয়াল করে দেখুন কোন প্রশ্ন গুলা একের অধিকবার সালে রিপিট করছে সেই প্রশ্ন গুলা পড়েন বেশি বেশি করে।

যে প্রশ্ন গুলা একের অধিক চাকরি পরীক্ষায় প্রশ্ন আসছে সে গুলো বারবার লাল কলম দিয়ে মার্কিং করে এনালাইসিস করেন। যেমন বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন থাকে ১৭-১৮ এর মতো ২০ টির মধ্যে । বাকি ২ তিনটি আসে সাহিত্য থেকে।

তাই এখন বাংলা সাহিত্য না পড়ে কেবল ব্যাকরণ পড়ুন। সাহিত্য যা যা পড়েছেন। এখন আর পড়ার দরকার নেই। একান্তভাবে পড়তে চাইলে শুধু রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্গিম, শরৎচন্দ্র, জহির রায়হান, মানিক বন্দ্যোপাধ্যায় ও জসীমউদদীন পড়ুন।

মুক্তিযুদ্ধের টপিক গুলা,, যেমনঃ– গল্প, গ্রন্থ, উপন্যাস এই গুলা বেশি পড়েন,, সাহিত্য এর ইতিহাস ইত্যাদি।

Read More :   প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট ৩ টি মোট প্রশ্ন ৫৭০ টি

ব্যাকরণে প্রথমে কারক-বিভক্তি ভালো করে পড়ুন, এখান থেকে ২-৪ টি প্রশ্ন থাকে, তারপর এক কথায় প্রকাশ, সমাস এই টপিকগুলো বিশদভাবে ভালো করে পড়ুন। সাথে বাগধারা, সন্ধি, সমার্থক ও বিপরীত শব্দ, সন্ধিবিচ্ছেদ, কারক, সমাস। 

সহকারী শিক্ষক মডেল টেস্ট প্রাথমিক শিক্ষক নিজের মডেল টেস্ট

  • আপনি দেখুন বাজারের বিভিন্ন বইয়ে সাথে লেখা আছে এই প্রশ্ন গুলা আসছে অমুক তমুক বিসিএস পরীক্ষায় বা বিভিন্ন স্কুল কলেজ নিবন্ধন পরীক্ষায় তখন এই উদাহরণ গুলা নিয়ম অনুসারে চর্চা করুন।
  • তারপর কয়েকটি প্রশ্ন আসে বানান শুদ্ধ,, ক্রিয়ার কাল,, শব্দের শ্রেণীবিভাগ,, উর্দু,, ফারসি,, আরবি,, ইংরেজি ইত্যাদি প্রশ্ন গুলা।
  • এভাবে এই টপিক গুলা বার-বার এনালাইসিস করলেই ভাল কমন থাকবে। মনে রাখতে হবে এভাবে আপনাকে পাস করার জন্যে টপিক গুলা সিলেক্ট করে পড়তে হবে।।
  • ক্লাস-৯-১০ এর বইটা থাকলে বেশি ভাল এটাকে দুই-তিন বার পড়তে পারলেই যথেষ্ট।।
  • তাছাড়া বাজারের বিভিন্ন বই আছে দেখে -দেখে পড়লেই হবে।।
  • এখন, বলা যাক কোন কোন টপিকস আপনাকে চাকুরিটি পেতে হলে পড়তেই হবে।

ব্যাকরণ এর প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন 

  • বানান শুদ্ধিকরণ ( আসবেই)
  • ধ্বনি ও বর্ণ (আসবেই)
  • এক কথায় প্রকাশ (আসবেই)
  • বাক্যে ও প্রকারভেদ (আসবেই)
  • সমাস ( আসবেই)
  • বাগধারা (২০-১০ গ্রেডের ম্যাক্সিমাম জবেই আসে)
  • সমার্থক শব্দ
  • উপসর্গ (প্রায় প্রত্যেক বছর ই এসেছে)
  • বিপরীত শব্দ
  • সন্ধি
  • বাক্য শুদ্ধিকরণ
  • কারক ও বিভক্তি
  • বিরাম চিহ্ন
  • শব্দার্থ

চলুক দেখে যাক, মোটামুটি যে গুলো আপাতত না পড়লেও চলবে।

  • পুরুষ
  • উক্তি
  • বাচ্য
  • লিঙ্গ
  • ক্রিয়ারকাল ( আগে আসতে দেখা গেছে)
  • দ্বিরুক্ত শব্দ
  • পরিভাষা
  • সাধু ও চলিত
  • অনুবাদ
  • পদাশ্রিত নির্দেশক
  • ছন্দ
  • অলঙ্কার
  • প্রায় সমোচ্চারিত শব্দ

এরকম আরো অনেক টপিকস। 

বাংলা সাহিত্যের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন

সাহিত্য থেকে মাত্র ১-২ বা বড়োজোর ৩ টি প্রশ্ন আসতে পারে, এর জন্য সময় নষ্ট করা যাবেনা। আগে আমি বারবার প্রিভিয়াস প্রশ্ন তথা জব সল্যুশন পড়তে বলেছি তাতেই কভার হয়ে যাবে

সহকারী শিক্ষক মডেল টেস্ট প্রাথমিক শিক্ষক নিজের মডেল টেস্ট

তবুও,পড়তে চাইলে,

সাহিত্যঃ

  • রবীন্দ্রনাথ
  • জীবনানন্দ দাশ
  • হুমায়ুন আহমেদ
  • জহির রায়হান
  • মাইকেল মধুসূদন দত্ত
  • সৈয়দ শামসুল হক

পড়তে হবেনাঃ প্রাচীন যুগ, মধ্য যুগ ও আধুনিক যুগের শতশত পৃষ্ঠা।

প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন ইংরেজি 

আসুন এক নজরে দেখে নেই, সহকারী শিক্ষক পদের প্রাইমারি পরীক্ষার জন্য আপনি ইংরেজির কোন কোন টপিকস বাদ দিবেন আর কোন কোন টা পড়বেন। [ads1]

আপনারা জেনে থাকবেন যে, প্রাইমারি পরীক্ষায় ৮০ টি প্রশ্নের মধ্যে ২০ টি প্রশ্ন থাকে ইংরেজিতে যার মধ্যে ১৯-২০ টি প্রশ্নই হয় ইংরেজি গ্রামার থেকেএবং বাকি থাকে ইংরেজি সাহিত্য যা থেকে প্রাইমারিতে প্রশ্ন খুব কম আসে। তাই ইংরেজি সাহিত্য পড়ে সময় নষ্ট না করে। ইংরেজি গ্রামারের দিকে মন দিন। তবে গ্রামারের যেহেতু অনেকগুলি টপিকস যা প্রায় ৬০ টি টপিকস আছে। আপনার জন্য এত টপিকসপড়া কি সম্ভব হবে? তাই এত টপিকস আপনাকে পড়তে হবেনা সব মিলে ৬০ টির মধ্যে ২০ টি টপিকস ভালো করে পড়লেই আপনি প্রাইমারিপরীক্ষায় টিকে যাবেন ইনশাআল্লাহ্‌।

টপিকস গুলো কি কি

প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন (ইংরেজি গ্রামার)

  • Parts of speech (Parts of speech থেকে প্রশ্নআসবেই) ।Parts of speech বাংলাদেশের ৯ম গ্রেড থেকে ২০ গ্রেডের সকল গ্রেডের চাকুরির জন্যেই লাগবে, এমন কি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতেও প্রতিবছর প্রশ্ন এখান থেকে আসে।
  • Vocabulary (Vocabulary থেকে প্রতি প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন আসবেই)
  • spelling ( correct spelling বা শুদ্ধ বানান আসবেই তবে বাংলার জন্যেও পড়তে হবে correct spelling)।
  • Right forms of verbs (প্রাইমারি পরীক্ষায় Right forms of verbs থেকেপ্রশ্ন আসবেই) । Right forms of verbs বাংলাদেশের ৯ম গ্রেড থেকে ২০ গ্রেডের সকল গ্রেডের চাকুরির জন্যেই লাগবে, এমন কি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতেও প্রতিবছর প্রশ্ন Right forms of verbs থেকে আসে।
  • Subject verb agreement (এ পরীক্ষায় Subject verb agreement থেকেপ্রশ্ন আসবেই) । Subject verb agreement বাংলাদেশের ৯ম গ্রেড থেকে ২০ গ্রেডের সকল গ্রেডের চাকুরির জন্যেই লাগবে, এমন কি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতেও প্রতিবছর প্রশ্ন Subject verb agreement থেকে আসে।
  • Sentence correction (Sentence correction বাংলা এবং ইংরেজি উভয়পরীক্ষাতেই লাগবে)
  • preposition (এটি আপনি ছাড়তে চাইলেও সে আপনাকে ছাড়বেনা সুতরাং আস্তে আস্তে পড়ে ফেলুন সব চাকরিতেই লাগবে)
  • Translation (অনুবাদ বাংলা এবং ইংরেজি উভয় বিষয়েই কাজে লাগবে। বিশেষ করে ব্যতিক্রম অর্থ দেয় এমন বাক্য গুলো ভালো করে পড়বেন) ।
  • Phrase and idioms (বাগধারা বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ের জন্য লাগবে) ।
  • Number (Number তেমন গুরুত্বপূর্ণ নয়, তবে প্রস্তুতি থাকলে ভাল হয়)।
  • Transformation of sentences (Transformation of sentences প্রতি পরীক্ষাতেই আসে) তাই ভাল করে পড়ুন।
  • Voice ( ১টি Voice পরিবর্তন আসবেই)।
  • Narration (Voice এবং Narration আগে খুব আসতে দেখা গেছে কিন্তু গতবারের প্রশ্নে যেটা বুয়েট করেছিল এবং তার আগের ২০১৮ সালে তেমন আসেনি। তাই এই দুটি অন্য টপিকস পড়া শেষে পড়বেন।
Read More :   প্রাইমারি শিক্ষক নিয়োগ সাজেশন ২০২২

প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন এর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ টপিকস

নিম্নে আলোচিত টপিকসগুলো থেকে আসতেও পারে নাও আসতে পারে। যেমনঃ 

  • Determiner
  • identifying phrase and clause
  • gender
  • Tense
  • one-word substitution
  • Degree
  • Article
  • Gerund participle

প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন গণিত

পাটিগণিত অধ্যায়টা অন্যান্য অধ্যায় থেকে অনেকাংশে একটু বড়। তবে এক্ষেত্রে বলা যায় যে, যে সব চাকরি প্রার্থী ক্লাশ ৬ষ্ঠ- ১০ম শ্রেণি পর্যন্ত টিউশন করার অভিজ্ঞতা আছে তাদের ভয়ের কিছু নাই। কারণ, টিউশনি করলে চাকরির প্রস্তুতি অনেকাংশে হয়ে যায়। আসুন একনজরে দেখে নেই যে টপিকগুলো ভালো নম্বর পেতে আপনাকে সাহায্য করবে। [ads1]

১। সংখ্যার ধারণাঃ

প্রাইমারি চাকরি পরীক্ষায় সংখ্যার ধারণা অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ। প্রাইমারির সহকারী শিক্ষক পদে চাকরি পেতে হলে সংখ্যার ধারণা ভালভাবে প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে যেতে হবে। আর প্রতি পরীক্ষাতে ১-২ টি সংখ্যার ধারণা আসে।

২। অনুপাত- সমানুপাত ও মিশ্রণঃ

প্রাইমারির সহকারী শিক্ষক পদে চাকরি পেতে হলে অনুপাত- সমানুপাত ও মিশ্রণ ভালভাবে প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে যেতে হবে। আর প্রতি পরীক্ষাতে ১-২ টি অনুপাত- সমানুপাত ও মিশ্রণ আসবেই।

৩। সময় দূরত্ব ও গতিবেগঃ

সময় দূরত্ব ও গতিবেগ না পড়লে পরীক্ষায় ভাল করা যাবেনা। প্রাইমারির সহকারী শিক্ষক পদে চাকরি পেতে হলে এক সময় দূরত্ব ও গতিবেগ ভালভাবে প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে যেতে হবে। আর প্রতি পরীক্ষাতে ১-২ টি সময় দূরত্ব ও গতিবেগথেকে প্রশ্ন আসেই।

৪। লসাগু গসাগুঃ

লসাগু গসাগু অধ্যায় ভালভাবে পড়তে হবে। কারণ প্রাইমারির সহকারী শিক্ষক পদে চাকরি পেতে হলে লসাগু গসাগু ভালভাবে প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে যেতে হবে। আর প্রতি পরীক্ষাতে ১-২ টি লসাগু গসাগু আসে।

৫। শতকরাঃ

প্রায় সকল পরীক্ষাতেই শতকরা অধ্যায় থেকে প্রশ্ন কমন পাওয়া যায়। প্রাইমারির সহকারী শিক্ষক পদে চাকরি পেতে হলে শতকরা অধ্যায়ের উপর ভালভাবে প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে যেতে হবে। আর প্রতি পরীক্ষাতে ১-২ টি শতকরা অংক আসে।

৬। লাভ ক্ষতিঃ

লাভ ক্ষতি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রাইমারি চাকরি পরীক্ষায়। প্রাইমারির সহকারী শিক্ষক পদে চাকরি পেতে হলে লাভ ক্ষতি ভালভাবে প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে যেতে হবে। আর প্রতি পরীক্ষাতে ১-২ টি লাভ ক্ষতি আসে। ১০-২০ গ্রেডের বেশির ভাগ চাকরির পরীক্ষায় আসে।

৭। সুদ কষাঃ

সুদ কষা অধ্যায় থেকে প্রায় প্রতি প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যায়। প্রাইমারির সহকারী শিক্ষক পদে চাকরি পেতে হলে সুদ কষা অধ্যায় থেকে ভালভাবে প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে যেতে হবে। আর সুদ কষা থেকে প্রতিটি পরীক্ষাতে ১-২ টি আসে।

৮। বয়স নির্ণয়ঃ

বয়স নির্ণয় অংকগুলো ভালভাবে পড়লে এখান থেকে প্রশ্ন কমন পাওয়া যায়। প্রাইমারির সহকারী শিক্ষক পদে চাকরি পেতে হলে বয়স নির্ণয় করা নিয়ে ভালভাবে প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে যেতে হবে। আর প্রতি পরীক্ষাতে ১-২ টি বয়স নির্ণয় অংক আসে। ১ম শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত বেশির ভাগ চাকরির পরীক্ষায় আসে।বাবা-ছেলে, মা-মেয়ে বা উভয়েরর বয়স কত এসব প্রায়ই আসেই।

Read More :   গণিতের জন্য প্রাইমারি পরীক্ষার ফাইনাল সাজেশন | প্রাইমারি পরীক্ষার সাজেশন (গণিত)

৯। কাজ ও সময়ঃ

কাজ ও সময় এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রাইমারি চাকরি পরীক্ষায়। প্রাইমারির সহকারী শিক্ষক পদে চাকরি পেতে হলে কাজ ও সময় ভালভাবে প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে যেতে হবে। আর প্রতি পরীক্ষাতে ১-২ টি কাজ ও সময় আসে। ১০-২০ গ্রেডের বেশির ভাগ চাকরির পরীক্ষায় আসে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন (বীজগণিত)

১। বীজগাণিতিক মান নির্ণয়ঃ

বীজগাণিতিক মান নির্ণয় অংকগুলো ভালভাবে পড়লে এখান থেকে অনেক প্রশ্ন কমন পাওয়া যায়। এই অধ্যায়টি এত গুরুত্বপূর্ণ যে অর্ধেক প্রশ্নই এই অধ্যায় থেকেই হয়। প্রাইমারির সহকারী শিক্ষক পদে চাকরি পেতে হলে বীজগাণিতিক মান নির্ণয় করা নিয়ে ভালভাবে প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে যেতে হবে। আর প্রতি পরীক্ষাতে ১-২ টি বীজগাণিতিক মান নির্ণয় সংক্রান্ত অংক আসে। ১ম শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত বেশির ভাগ চাকরির পরীক্ষায় আসে। সব পরীক্ষায় বীজগাণিতিক মান নির্ণয়ের অংকপ্রায়ই আসে।

২। সরল সমীকরণঃ

সরল সমীকরণ অংকগুলো ভালভাবে পড়লে এখান থেকে অনেক প্রশ্ন কমন পাওয়া যায়। এই অধ্যায়টি এত গুরুত্বপূর্ণ যে অর্ধেক প্রশ্নই এই অধ্যায় থেকেই হয়। প্রাইমারির সহকারী শিক্ষক পদে চাকরি পেতে হলে সরল সমীকরণ নিয়ে ভালভাবে প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে যেতে হবে। আর প্রতি পরীক্ষাতে ১-২ টি সরল সমীকরণ সংক্রান্ত অংক আসে। ১ম শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত বেশির ভাগ চাকরির পরীক্ষায় আসে। সব পরীক্ষায় সরল সমীকরণের অংক প্রায়ই আসতে পারে। [ads1]

৩। বীজগাণিতিক রাশিমালাঃ

বীজগাণিতিক রাশিমালা অংকগুলো ভালভাবে পড়লে এখান থেকে অনেক প্রশ্ন কমন পাওয়া যায়। এই অধ্যায়টি এত গুরুত্বপূর্ণ যে অর্ধেক প্রশ্নই এই অধ্যায় থেকেই হয়। প্রাইমারির সহকারী শিক্ষক পদে চাকরি পেতে হলে বীজগাণিতিক রাশিমালা নিয়ে ভালভাবে প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে যেতে হবে। আর প্রতি পরীক্ষাতে ১-২ টি বীজগাণিতিক রাশিমালা সংক্রান্ত অংক আসে। ১ম শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত বেশির ভাগ চাকরির পরীক্ষায় আসে। সব পরীক্ষায় বীজগাণিতিক রাশিমালা অংক প্রায়ই আসবেই।

উপরে বর্ণিত ৩ টি অধ্যায় পড়লেই বীজগাণিতিক অংশ পরিপূর্ণ হবার কথা তবুও যারা একটা প্রশ্নও মিস করতে চাননা তারা আরো ৩ টি দেখতে পারেন।

  • লসাগু ও গসাগু
  • উৎপাদকে বিশ্লেষণ
  • লগারিদম

প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন (জ্যামিতি)ঃ

 জ্যামিতির অধিকাংশ প্রশ্নই মাত্র ২ টি অধ্যায় যেমন ত্রিভুজ এবং বিভিন্ন প্রকার কোণ থেকে আসা দেখা যাচ্ছে।

উপরে বর্ণিত ২ টি অধ্যায় পড়লেই জ্যামিতি অংশ পরিপূর্ণ হবার কথা তবুও যারা একটা জ্যামিতি মিস করতে চাননা তারা আরো ৩ টি অধ্যায় দেখতে পারেন।

  • আয়তক্ষেত্র
  • বর্গক্ষেত্র
  • বৃত্ত

প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন (গণিত) শেষ কথাঃ

এতক্ষণ প্রাইমারি পরীক্ষার সহকারী শিক্ষক পদের প্রাইমারি পরীক্ষার সাজেশন (গণিত) নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। এর আগে প্রাইমারি পরীক্ষার সাজেশন (বাংলা) | প্রাইমারি পরীক্ষার ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করেছি। তাই আজ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২১ (গণিত), প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন (গণিত), প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত সাজেশন (গণিত), এক্সিলেন্ট প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রশ্নব্যাংক ও সাজেশন(গণিত), প্রাইমারি গণিত সাজেশন (গণিত), প্রাইমারি গনিত সাজেশন যা ১০০% কমন পাবেন। আমরা আগেই জেনেছি যে, ২০১৯ সালের প্রাইমারি পরীক্ষা ৪ ধাপে অনুষ্ঠিত হয়েছিল। ২০১৮ সাল এবং ২০১৯ সালের প্রশ্নের আলোকে বুয়েটের প্রশ্নের ধরণ বুঝে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে প্রাইমারি পরীক্ষার সাজেশন (গণিত) তৈরি করেছি। এখানে প্রাইমারি পরীক্ষার সাজেশন (গণিত)এবং গণিতের জন্য প্রাইমারি পরীক্ষার ফাইনাল সাজেশন পাবেন। You are here for math primary exam final suggestion.