প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজ আপনাদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট নিয়ে হাজির হলাম। প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট এ পাবেন সর্বমোট ৩ টি মডেল টেস্ট যেখানে মোট প্রশ্ন আছে ৫৭০টি। [ads1]
এখনই পড়ুন বিগত সালের জ্যামিতি প্রশ্ন ১৯৯৩-২০১৯ সাল পর্যন্ত ১৪৩ টি প্রশ্ন।
দ্বিতীয় পর্ব এখানেঃ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীর (প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি)
আন্তর্জাতিক বিষয়াবলীঃ আন্তর্জাতিক বিষয়াবলী ২০২২| আন্তর্জাতিক সাধারণ জ্ঞান ২০২২ আপডেটেড
আপনি এই পোস্টে পাচ্ছেন ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত মডেল টেস্ট, সরকারি যেকোন চাকরির প্রস্তুতি মডেল টেস্ট ২০২২, ওরাকল থেকে বাছাইকৃত ওরাকল প্রাইমারি মডেল টেস্ট এর প্রশ্ন ও উত্তর, প্রথম আলো পত্রিকা থেকে সবচেয়ে কমনপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি প্রথম আলো, খাইরুলস পাবলিকেশন্স লিঃ এর থেকে গণিতের জন্য সেরা প্রশ্নের সমাহার পাবেন খাইরুলস প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড। [ads1]

প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট ৩ টি মোট প্রশ্ন ৫৭০ টি
এছাড়াও আমি আপনাদের জন্য প্রকাশ করেছি প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন, ২০২২ সালের প্রাইমারী পরীক্ষায় সর্বোচ্চ কমনের জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ গাইড ২০২১ এর আলোকে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল প্রশ্ন,
বিভিন্ন প্রাথমিক শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার প্রশ্ন এর আলোকে সাজানো হয়েছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট ।
[ads1]
জর্জ এর প্রকাশিত সবচেয়ে কমনের জন্য জর্জ প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড pdf, প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২১, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি প্রথম আলো, প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকা ২০২১, সরকারি মাধ্যমিক শিক্ষক নিয়োগ গাইড pdf, প্রাইমারি মডেল টেস্ট ২০২২, যেকোন পরীক্ষায় কমনের জন্য মডেল টেস্ট pdf এবং অদিতি মডেল টেস্ট pdf পাবেন এখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট।
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট ১
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট বাংলা
[ads1]
১। বাংলা সাহিত্যে মুক্ত ছন্দের প্রবর্তক কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
২। কোন রীতিতে ‘স্নান’ শব্দটি ‘সিনান’ শব্দে পরিণত হয় ?
উত্তরঃ বিপ্রকর্ষ
৩। ‘বাঞ্ছনীয়’ শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি?
উত্তরঃ ঞ +ছ
৪। কোনটি দুটি মহাপ্রাণ ধ্বনি?
উত্তরঃ খ, ঝ
৫। বাংলা ভাষাতে ব্যঞ্জনধ্বনি আছে মোটামুটিভাবে কতটি?
উত্তরঃ ৩১টি
৬। ‘মাতা, পিতা’ কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ তৎসম
৭। প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। অংশগুলো কী কী?
উত্তরঃ ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ
৮। ‘হাট-বাজার’ কোন জাতীয় মিশ্র শব্দ?
উত্তরঃ বাংলা + ফারসি
৯।কোন শব্দ গুচ্ছ শুদ্ধ?
উত্তরঃ বিভীষিকা, আশীর্বাদ, শারীরিক, সমীচীন
১০। ‘বঙ্কিম’ এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ ঋজু
১১। ‘মৃগাঙ্ক’ শব্দটির এর প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ চন্দ্র
১২।কোন যতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরত-কাল নির্দেশ করে?
উত্তরঃ সেমিকোলন
১৩। হাতির পাঁচ পা দেখা – এই বাগধারাটির অর্থ কী ?
উত্তরঃ গর্বে আনন্দিত হওয়া
১৪। কোন বাক্যটি শুদ্ধ ?
উত্তরঃ বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
১৫। Octroy Duty পারিভাষিক শব্দটির অর্থ কী?
উত্তরঃ নগর শুল্ক
১৬। কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ লেখাপড়া কর নতুবা ফেল করবে।
১৭। নিচের কোন জোড়া চরিত্র সঠিক নয় ?
উত্তরঃ সুরেশ, অচলা, মহিম= ঘরে বাইরে
১৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় উপলব্ধি কী?
উত্তরঃ ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
১৯। রবীন্দ্রনাথে সর্বশ্রেষ্ঠ উপন্যাস কোনটি?
উত্তরঃ গোরা
২০। ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধটির রচয়িতা কে?
উত্তরঃ ড. মুহম্মদ এনামুল হক
২১। কোন রচনার দায়ে মীর মশাররফ হোসেনকে মামলায় জড়িয়ে পড়তে হয় ?
উত্তরঃ গো জীবন
২২। শশী ও কুসুম মানিক বন্দোপাধ্যায়ের কোন উপন্যাসের পাত্রপাত্রী ?
উত্তরঃ পুতুল নাচের ইতিকথা
২৩। ‘বঙ্গভাষা’ কবিতাটি কার লেখা?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
২৪। ‘বঙ্গসুন্দরী’ কাব্যটি কার লেখা?
উত্তরঃ বিহারী লাল চক্রবর্তী
২৫। উর্বশী ও আর্টেমিস কাব্যটি কার লেখা?
উত্তরঃ বিষ্ণু দে
২৬। জসীম উদ্দিন কত সালে একুশে পদক পান?
উত্তরঃ ১৯৭৬ সালে
২৭। মদ খাওয়া বড় দায়, জাত থাকার কী উপায় ? -প্রহসনটি কার ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
২৮। বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক কে?
উত্তরঃ প্রমথ চৌধুরী
২৯। ‘মুজিব-লেনিন-ইন্দিরা¬’ কবিতাটির কবি কে?
উত্তরঃ নির্মলেন্দু গুণ
৩০। ‘আমি বীরঙ্গনা বলছি’ কার লেখা?
উত্তরঃ নীলিমা ইব্রাহিম
৩১। নিচের কোনটি দীনবন্ধু মিত্রের নাটক নয় ?
উত্তরঃ সধবার একাদশী
৩২।জীবননান্দ দাশের নিচের কোন সাহিত্যকর্মটি সঠিক?
উত্তরঃ বেলা অবেলা কালবেলা (কাব্য)
৩৩। জসিমউদ্দীনের নিচের কোন সাহিত্যকর্মটি সঠিক?
উত্তরঃ পল্লীবধূ (নাটক)
৩৪। চর্যাপদের ইংরেজি অনুবাদক কে?
উত্তরঃ হাসনা মওদুদ
৩৫। রবীন্দ্র-রোমান্টিক সাহিত্যের বিরুদ্ধধারা হিসেবে আধুনিক সাহিত্যের সূচনার ক্ষেত্রে কোন পত্রিকারটি ভূমিকা অনস্বীকার্য?
উত্তরঃ কল্লোল
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট ইংরেজি
[ads1]
- Which of the following words can be used as a verb?
উত্তরঃ Master
- Friendly, Homely is
উত্তরঃ adjective
- Which one is correct???
উত্তরঃ Nobody else than Karim can do it.
- Raihan stood __in front of me. The phrase in front of is a/an__
উত্তরঃ prepositional phrase
- The plural number of ‘Bureau’–
উত্তরঃ Bureaux
- Which of the following is always famine?
উত্তরঃ Shrew
- He is – FRCS.
উত্তরঃ an
- She is Beautiful but she is — her mother.
উত্তরঃ less beautiful
- Sweet — the uses of adversity.
উত্তরঃ are
- The Government has been entrusted — elected politicians.
উত্তরঃ to
- The man Died — over work
উত্তরঃ from
- They suffered much — tornado had hit their village .
উত্তরঃ since
- Select the wrong one .
উত্তরঃ He or his brothers has gone there
- At least one of the students —-full marks every time.
উত্তরঃ gets
- He — to see us if he had been able to.
উত্তরঃ would have
- Passive voice: All of his friends laughed at him.
উত্তরঃ He was Laughed at by all of his friends
- The negative form of `None Can do this’
উত্তরঃ b+c
- Crafty men Condemn studies, simple men admire them and wise men use them. here the synonym of ‘condemn’.
উত্তরঃ Denounce
- Billet Doux’ means
উত্তরঃ Love letter
- Select the correct spelling
উত্তরঃ Surveillance
56.Duration of ‘The Age of Sensitivity’ is —
উত্তরঃ 1745-1798
57.Opportunity makes a thief “- who quoted ?
উত্তরঃ Francis Bacon
58.He is known as the ‘ Greatest Modern Dramatist’ who is that person?
উত্তরঃ G.B. Shaw
59…..is a song expressing grief before a tomb.
উত্তরঃ Dirge
60.Humour ‘ is related with —
উত্তরঃ Ben Jonson
61.Child is father of man’ is taken from the writing of —
উত্তরঃ W. Wordsworth
62.Water, water everywhere, not a drop to drink ‘ occurs in –
উত্তরঃ The Ancient Mariner
- Who wrote the play ‘The Mid Summer Night’s Dream’?
উত্তরঃ William Shakespeare
64.Dr. Faustus” was written by —
উত্তরঃ Christopher marlowe
65.Who wrote “Prometheus Unbond”
উত্তরঃ Shelly
66.Poet of sensuousness—
উত্তরঃ Keats
67.Who wrote “Biographia Literaria”
উত্তরঃ Coleridge
68.London town is found a living being in the work of–
উত্তরঃ Charles Dickens
69.According to most of the critics who is not a romantic poet?
উত্তরঃ T.S. Eliot
70.’The Rainbow’ is—.
উত্তরঃ a novel by D. H. Lawrence
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট বাংলাদেশ বিষয়াবলী
৭১৷ ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কার আমলে?
উত্তরঃ লর্ড মেয়ো
৭২৷ বাংলাদেশ কোন সাল হতে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে?
উত্তরঃ ১৯৮৮
৭৩৷ “সাংগ্রাই” কোন উপজাতিদের বর্ষবরণ উৎসব?
উত্তরঃ মারমা
৭৪৷ জরুরি অবস্থা জারির বিধান সংবিধানের কত নং সংশোধনীতে আছে?
উত্তরঃ দ্বিতীয়
৭৫৷ ভারত-বাংলাদেশ সহযোগিতা,বন্ধুত্ব ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ১৯৭২ সালে
৭৬৷ বাংলাদেশ সরকারের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল কত?
উত্তরঃ ২০১০-২০২১
৭৭৷ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী বাংলাদেশে সাক্ষরতার হার কত?
উত্তরঃ ৭৪.৪%
৭৮৷ বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী বাংলাদেশের সংবিধান কত বঙ্গাব্দে গৃহীত হয়?
উত্তরঃ ১৮ কার্তিক ১৩৭৯
৭৯৷ বাংলাদেশের পোশাক ক্রেতাদের ইউরোপিয়ান জোট কী নামে পরিচিত?
উত্তরঃ অ্যাকর্ড
৮০৷ সুন্দরবন কয়টি জেলা জুড়ে বিস্তৃত?
উত্তরঃ ৫ টি
৮১৷ আফগান দূর্গ কোথায় অবস্থিত?
উত্তরঃ নারায়ণগঞ্জ
৮২৷ বাংলার স্বাধীন সুলতানি শাসনামল শুরু করেন —
উত্তরঃ ফখরুদ্দীন মুবারক শাহ
৮৩৷ দেশের একমাত্র জৈব সার কারখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ দর্শনা, চুয়াডাঙ্গা
৮৪৷ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয় কবে?
উত্তরঃ ২৬ মার্চ
৮৫৷ বাংলাদেশের প্রকৃতির রাণী বলা হয়?
উত্তরঃ খাগড়াছড়ি
৮৬৷ মিউজিকা একটি উন্নত জাতের কি?
উত্তরঃ আলু
৮৭৷ ২০২১ সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত?
উত্তরঃ ২৪০০০ মেগাওয়াট
৮৮৷ কীসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
উত্তরঃ বাঙালি জাতীয়তাবাদ
৮৯৷ পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ কততম?
উত্তরঃ তৃতীয়
৯০৷ রুপপুর পারমানবিক কেন্দ্রের একটা ইউনিট থেকে কী পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হবে ?
উত্তরঃ ১৩২০ মেগাওয়াট
৯১৷ পূর্ণাঙ্গ পদ্মাসেতু দৃশ্যমান হয় কবে ?
উত্তরঃ ১০ ডিসেম্বর ২০২০
৯২৷ বাংলাদেশ কখন স্বল্পোন্নত দেশের তালিকায় যুক্ত হয়?
উত্তরঃ ১৯৭৫ সালে
৯৩৷ মুক্তিযোদ্ধা দিবস কবে?
উত্তরঃ ১ ডিসেম্বর
৯৪৷ জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে?
উত্তরঃ ২২ অক্টোবর
৯৫৷ সাবাস বাংলাদেশ স্থাপত্যটির স্থপতি কে?
উত্তরঃ নিতুন কন্ডু
৯৬৷ ফারায়েজী আন্দোলনের প্রধানকেন্দ্র ছিলো?
উত্তরঃ ফরিদপুর
৯৭৷ মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
উত্তরঃ সচিব
৯৮৷ Bangladesh Aid Group কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৭৪ সালের অক্টোবরে
৯৯৷ কোনটি খরা সহিষ্ণু ধান?
উত্তরঃ নারিকা ১
১০০৷ করোনাকালীন অবস্থায় বাংলাদেশ সরকার কতটি প্রণোদনা ঘোষণা করেন ?
উত্তরঃ ২৮
১০১। বিশ্ব বন দিবস কবে?
উত্তরঃ ২১ মার্চ
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট আন্তর্জাতিক বিষয়াবলী
১০২। ১৯৭১ সালের পর থেকে এখন পর্যন্ত কতটি দেশ এলডিসি থেকে বের হতে পেরেছে?
উত্তরঃ ৫টি
১০৪। ২৪তম এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ মন্ট্রিল কানাডা
১০৪।বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন হয় কবে?
উত্তরঃ ২০০২
১০৫। UNFCCC কার্যকর হয় কবে?
উত্তরঃ ১৯৯৪
১০৬। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশের সংখ্যা কত?
উত্তরঃ ২
১০৭। ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ১৯৩
১০৮। IMF এর পরিচালনা পরিষদের সদস্য কত জন?
উত্তরঃ ২৪
১০৯। আসিয়ানের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ জার্কাতা
১১০। তাইওয়ানের পার্লামেন্টের নাম কী?
উত্তরঃ ইউয়ান
১১১। রোহিঙ্গাদের নিধন কল্পে “ক্লিয়ারেন্স অপারেশ ‘ কবে পরিচালিত হয়?
উত্তরঃ ২০১৭
১১২। ২য় বিশ্ব যুদ্ধের সময় জাপান কবে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে?
উত্তরঃ ১৯৪৫ সালের ২সেপ্টম্বর
১১৩। কোন প্রণালি আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করে?
উত্তরঃ জিব্রাল্টর
১১৪। ভেটো ক্ষমতা কোন সম্মেলনের ফল?
উত্তরঃ ইয়াল্টা সম্মেলন
১১৫। ফিলিস্তিন -ইসরাইল কবে পরস্পরকে স্বীকৃতি দেয়?
উত্তরঃ ১৩সেপ্ট. ১৯৯৩
১১৬। মিশর ও ইসরাইলের মধ্যে ক্যাম্প ডেভিট চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৯৭৮
১১৭। Politics among Nations গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ Morgenthu
১১৮। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হওয়া গুমায়ের রাজধানীর নাম কী?
উত্তরঃ হাগত্না
১১৯। প্যারিস জলবায়ু চুক্তিতে কত সালের মধ্যে বিশ্বজুড়ে কার্বন নি:সরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছৈ ?
উত্তরঃ ২০৫০
১২০। বাগরাম ঘাঁটি কোথায় অবস্থিত?
উত্তরঃ আফগানিস্তানে
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট কম্পিউটার
১২১।বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কী ?
উত্তরঃ ফুগাকু
১২২। বঙ্গবন্ধু-১ সাটেলাইটের এর গ্রাউন্ড স্টেশন কোথায় ?
উত্তরঃ গাজীপুর
১২৩। ই-কমার্সকে কত ভাগে ভাগ করা হয়েছে?
উত্তরঃ ৪
১২৪। UNICODE কত বিটের?
উত্তরঃ ১৬
১২৫। নিচের কোনটি সর্বজনীন গেট?
উত্তরঃ সবগুলোই (OR, NOR, AND, NAND,NOT)
১২৬।নিচের কোনটি ৪র্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্কের বৈশিষ্ট্য নয়?
উত্তরঃ ডেটা প্রেরণের হার ২০০ কেবিপিএস থেকে ১৪ এমবিপিএস
১২৭। নিচের কোনটি সবচেয়ে দ্রুতি গতির তারবিহীন নেটওয়ার্ক Wimax এর স্ট্যান্ডার্ড?
উত্তরঃ EEE.802.16
১২৮। ১৬ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটি?
উত্তরঃ হেক্সাডেসিমেল
১২৯।পিতৃত্ব-মাতৃত্ব শনাক্তকরণ জাতীয় পরিচয়পত্র তৈরি ও পাসপো্র্ট তৈরিতে ব্যবহৃত হয় কোন প্রযুক্তি ?
উত্তরঃ বায়োমেট্রিক
১৩০। কম্পিউটারে তথ্যের দৈর্ঘ মাপা হয়
উত্তরঃ বাইটে
১৩১। নিচের কোনটি ইনপুট আউটপুট ডিভাইস নয় ?
উত্তরঃ প্রজেক্টর
১৩২। নিচের কোনটি স্প্রেট সিট সফটওয়্যার নয়?
উত্তরঃ 4D
১৩৩। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় ?
উত্তরঃ Eudora
১৩৪। সিস্টেম ইউনিটের সাথে ইউসএসবি বাস ও ইউএসবি সাপোর্ট ডিভাইসমূহের সংযোগ রক্ষার জন্য মাদারবোর্ডের সাথে পোর্ট ব্যবহার করা হয় তাকে বলে?
উত্তরঃ ইউএসবি
১৩৫।পাওয়ার পয়েন্টে নতুন একটি স্লাইড তৈরি করার জন্য কোন সর্টকাট কী ব্যবহৃত হয়
উত্তরঃ Ctrl+N
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট সাধারণ বিজ্ঞান
১৩৬.স্যাকারিন প্রস্তুত করা হয় কোনটি থেকে?
উত্তরঃ টলুইন
১৩৭. যে সব পরমানুর নিউট্রন সংখ্যা সমান কিন্তি ভর সংখ্যা ভিন্ন তাকে কী বলে?
উত্তরঃ আইসোটোন
১৩৮. জেনারেটরের কাজ কী?
উত্তরঃ যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে
১৩৯. কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়?
উত্তরঃ আ্যানথ্রাসাইট
১৪০. দ্বিপদ নামকরনে কয়টি অংশ থাকে?
উত্তরঃ ২টি
১৪১. কোন সামুদ্রিক প্রাণি সামনের দিকে সাঁতার কাটতে পারে না?
উত্তরঃ জেলি ফিস
১৪২. জটিল টিস্যুরর আরেক নাম কী?
উত্তরঃ পরিবহন টিসু
১৪৩. কোনটি একবীজপত্রী উদ্ভীদ নয়?
উত্তরঃ কাঁঠাল
১৪৪. Covid-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কী
উত্তরঃ SARS-COV-2
১৪৫. মানুষের মেরুদন্ডে হাড় কতটি?
উত্তরঃ ৩০ টি
১৪৬.কোলাজেন কী?
উত্তরঃ প্রোটিন
১৪৭. হাইড্রোইলেকট্রিসিটি তৈরীতে কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ পানি
১৪৮.পঁচা ডিমের দুর্গন্ধের জন্য দায়ী কোনটি?
উত্তরঃ হাইড্রোজেন সালফাইড
১৪৯. তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোনটির রোধ কমে যায়?
উত্তরঃ অর্ধপরিবাহক
১৫০.বাতাসের চাপ মাপার যন্ত্রের নাম কী?
উত্তরঃ ব্যারোমিটার
১৫১.বাংলাদেশের মোট সীমান্ত সীমারেখার দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৫১৩৮কিমি
১৫২.তামাবিল সীমান্ত কোন জেলার অন্তর্গত
উত্তরঃ সিলেট
১৫৩। বোর্নিও দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভারত মহাসাগরে
১৫৪.পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোথায় অবস্থিত?
উত্তরঃ কলোরাডো নদীর গ্রান্ড ক্যানিয়ন গিরিখাত
১৫৫.বাংলাদেশে হাওড়ের সংখ্যা কত?
উত্তরঃ ৪২৩
১৫৬. মাউন্ট এভারেস্টের উচ্চতা বর্তমান উচ্চতা কত?
উত্তরঃ ৮৮৪৮.৮৬ মিটার
১৫৭.বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আদ্রর্তা-
উত্তরঃ বাড়ে
১৫৮.কোনটি বার্ষিক গতির প্রমাণ
উত্তরঃ আকাশে সূর্যের পরিবর্তিত অবস্থান, রাতের আকাশে নক্ষদের স্থান পরিবর্তন, বিভিন্ন গ্রহের পরিক্রমণ গতি
১৫৯.দুর্যোগ ব্যবস্থাপনার কোন উপাদানটি অত্যান্ত ব্যয়বহুল?
উত্তরঃ কাঠামোগত উন্নায়ন
১৬০.বায়ু মণ্ডলের কোন স্তরের মধ্যে বিদ্যুৎ চমকানো দেখতে পাই ?
উত্তরঃ তাপমণ্ডল
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট গণিত
১৬১। (x + 1/x)² =3 হলে (x^6+1)/x³ এর মান কত?
উত্তরঃ ০
১৬২। f(x) = x3 – 2x + 10 হলে f(0) কত?
উত্তরঃ 10
১৬৩। ৮% সরল মুনাফায় ৬০০০ টাকা বিনিয়োগে ৫ বৎসরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে ১০০০০ টাকায় ৩ বৎসরে ঐ মুনাফা হবে?
উত্তরঃ ৮%
১৬৪। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারিদিকে বেড়া আছে। বেড়ার দৈর্ঘ্য হবে–
উত্তরঃ ১৮০ মিটার
১৬৫। 1^2 + 2^2 + 3^2 + ………….. + 50^2 = কত?
উত্তরঃ 42925
১৬৬। ৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ ৪০% হবে?
উত্তরঃ ৫৬ কিলোগ্রাম
১৬৭। 3x^3 + 2x^2 – 21x – 20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে—
উত্তরঃ x + 1
১৬৮। দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে ? ৭ / ? ? / ৩৪৩
উত্তরঃ ৪৯
১৬৯। 3×2 + 9, x4 – 9 এবং x4 + 6×2 + 9 এর ল.সা.গু নির্নয় করুনঃ
১৭০। l1-xl<7 হলে নিচের কোন অসমতাটি সত্য?
উত্তরঃ 8>x>-6
১৭১। কোন সংখ্যার সঙ্গে ৭ যোগ করে, যোগফলকে ৫ দিয়ে গুণ করে, গুণফলকে ৯ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ৩ বিয়োগ করাতে বিয়োগফল ১২ হয়। সংখ্যাটি কত?
উত্তরঃ ২০
১৭২। সেট A={x€N:x²>8 , x³<30 হলে এর সঠিক মান কোনটি?
উত্তরঃ 3
১৭৩। বার্ষিক শতকরা কতহার সুদে কোনো আসল ৫ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?ক. ৩০%
উত্তরঃ ২০%
১৭৪। সেট A={x:x Fibonacciসংখ্যা এবং x²<64হলে P(A) এর সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ৩২
১৭৫। 5√5এর 5ভিত্তিক লগ কত?
উত্তরঃ 3/2
১৭৬। একটি বর্গক্ষেত্রের একবাহু অপর এক বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দু’টির কর্ণের অনুপাত হবে—
উত্তরঃ ৪ : ১
১৭৭। If A : B = 5 : 4 and A : C = 6 : 5 then C : B =?/যদি A : B = ৫ : ৪ এবং A : C = ৬ : ৫ হয়, তবে C : B = কত?
উত্তরঃ 25 : 24
১৭৮। বেলা তিনটায় একটি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?
উত্তরঃ π°/২
১৭৯। একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার, পেছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ২০০ বার বেশি ঘুরবে?
উত্তরঃ ৪ কি.মি
১৮০। 2 সে . মি. ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
উত্তরঃ 4π-8
১৮২। a+b+c=0 এবং abc=1 হলে a³ +b³+c³ এর মান কত?
উত্তরঃ 3abc
১৮৩। SCIENCE শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা হচ্ছে—
উত্তরঃ ১৮০ বার
১৮৪। √০.০০০০০৬২৫=কত?
উত্তরঃ ০.০০২৫
১৮৫। রহিম তার চারটি চারাগাছের মধ্য থেকে তিনটিকে এক সারিতে একটি শেলফ এর উপর সাজাতে চাইল। যদি প্রত্যেকটি চারা গাছ ভিন্ন ভিন্ন রঙের পাত্রে থাকে, তবে সে চারা গাছগুলোকে কত উপায়ে সাজাতে পারবে?
উত্তরঃ ২৪
১৮৬। ক-এর কাছে খ-এর চারগুণ মার্বেল আছে। ক যদি খ-কে ১৮ টি মার্বেল দিয়ে দেয় তবে উভয়ের নিকট সমানসংখ্যক মার্বেল হবে। ক ও খ এর কাছে কতটি মার্বেল আছে?
উত্তরঃ ৪৮, ১২
১৮৭। x^2 – 5x + 6 < 0 হলে–
উত্তরঃ 2 < x < 3
১৮৮। নিচের কোনটি মূলদ সংখ্যা?
উত্তরঃ ৯
১৮৯। What is the sum of the 3-digit numbers that can be formed by the digits 1,2 and 3?
উত্তরঃ ১৩৩২
১৯০। ১৮ ফুট উচু একটি খুঁটি ভেঙ্গে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণে স্পর্শ করে, খুঁটিটি মাটি হতে কত ফুট উচুতে ভেঙ্গেছিল?
উত্তরঃ ৬ ফুট
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট ২
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট বাংলা
১। দোহাকোষ কোন যুগের নিদর্শন?
উত্তরঃ প্রাচীন যুগের
২। হলায়ুধ মিশ্র রচিত সেক শুভোদয়া কোন যুগের নিদর্শন?
উত্তরঃ অন্ধকার
৩।. ভাড়ুদত্ত কোন কাব্যের চরিত্র?
উত্তরঃ চণ্ডীমঙ্গল
৪। আলাওল কোন শতকের কবি ছিলেন?
উত্তরঃ সতের
৫। মৈমনসিংহ-গীতিকা বিশ্বের কতগুলো ভাষায় মুদ্রিত হয়?
উত্তরঃ ২৩টি
৬।‘যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।’- পঙক্তিটি কার ?
উত্তরঃ আব্দুল হাকিম
৭। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস কোনটি?
উত্তরঃ রাইফেল রুটি আওরাত
৮। বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য গ্রন্থের নাম কী?
উত্তরঃ প্রভাবতী সম্ভাষণ
৯। কাজী নজরুল ইসলামের প্রকাশিত ১ম কাব্যগ্রন্থ ‘অগ্নি-বীণা’ য় কতটি কবিতা আছে?
উত্তরঃ ১২টি
১০। আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ বিরহ বিলাপ
১১। জসিমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ রাখালী
১২। জীবনানন্দ দাশকে চিত্ররুপময়তার কবি কে বলেছেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৩। কবি উপন্যাসটি কার লেখা?
উত্তরঃ তারাশঙ্কর
১৪। কোনটিকে বাংলাদেশের নাটক বলা হয়?
উত্তরঃ নীল দর্পণ
১৫। ‘চাষাভূষার কাব্য’ কাব্যগ্রন্থটি কার?
উত্তরঃ নির্মলেন্দু গুণ
১৬।১৯১৪সালে প্রকাশিত বাংলা গদ্যে চলিত রীতি প্রবর্তনে ভূমিকা পালন করা ‘সবুজপত্র’ পত্রিকাটির ১ম সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ প্রমথ চৌধুরী
১৭। নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের মনস্তত্ত্ব বিশ্লেষণ মূলক উপন্যাস ?
উত্তরঃ রজনী
১৮। বাংলা সাহিত্যের প্রথম মহাকার্ব মাইকেলের ‘মেঘনাদবধ’ কী অবলম্বনে রচিত?
উত্তরঃ রামায়ণ
১৯। ‘এর উপায় কী ? প্রহসনটি কার লেখা?
উত্তরঃ মীর মশাররফ হোসেন
২০। নিচের কোনটি রবীন্দ্রনাথে অতিপ্রাকৃত ছোটগল্প?
উত্তরঃ ক্ষুধিত পাষাণ, নিশীথে, কঙ্কাল
২১। কিরীট শব্দের অর্থ কী?
মু উত্তরঃ কুট
২২। ‘ক্ষ্ম’ এর বিশিষ্ট রুপ কোনটি?
উত্তরঃ ক+ষ+ম
২৩। দেশি>দিশি। কিসের উদাহরণ?
উত্তরঃ স্বরসঙ্গতি
২৪। ‘জ’ হলো
উত্তরঃ তালব্য বর্ণ
২৫। ‘চিকামারা’ কোন ধরনের শব্দ?
উত্তরঃ যৌগিক
২৬। ভাষার মূল উপাদান কোনটি?
উত্তরঃ ধ্বনি
২৭। নিচের কোনটি সঠিক নয়?
উত্তরঃ পরি + কার = পরিষ্কার
২৮। ‘বঁধু’ হচ্ছে
উত্তরঃ উভয় লিঙ্গ
২৯। চন্দ্রমুখ, ফুলকুমারী, সিংহপুরুষ কোন ধরনের সমাস?
উত্তরঃ উপমিত
৩০। কোন চারটি উপসর্গ তৎসম ও বাংলা উভয় ক্ষেত্রেই রয়েছে?
উত্তরঃ আ, নি, বি, সু
৩১। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তরঃ রুপতত্ত্ব
৩২। নিচের কোনটি বিশেষ্য?
উত্তরঃ অরণ্য
৩৩। নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
উত্তরঃ একত্রিত
৩৪। কোন শব্দটি সঠিক ?
উত্তরঃ অভ্যন্তরীণ
৩৫।Tariff Duties এর অর্থ
উত্তরঃ শুল্ককর
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট ইংরেজি
- Any boy can do this. Here “any” is —
উত্তরঃ Adjective
- I like (to play cricket). The bracketed portion is–
উত্তরঃ Noun phrase
- I know the man ( who did it). The underlined clause is —
উত্তরঃ Adjective Clause
- Passive form of ” We made her recite a poem”
উত্তরঃ She was made to recite a poem
- I went there with a view to __ him
উত্তরঃ Meeting
- ‘Manana’ means —
উত্তরঃ Some time in the future
- Antonym of ‘Succinct’
উত্তরঃ Verbose
- I many ways, riding a bicycle is similar to —
উত্তরঃ Driving a car
- They were very kind to me. They treat me __ their own son
উত্তরঃ As If I were
- I took a map with me, as I didn’t want to _ my way on the journey.
উত্তরঃ Lose
- Our flat is __ the second floor of the building.
উত্তরঃ On
- Select the abstract noun.
উত্তরঃ Childhood
- Had I been king, I
উত্তরঃ would have helped the poor
- Let’s get a taxi. It is _ to walk
উত্তরঃ quite a long way
- The correct spelling is —
উত্তরঃ Humorous
- Gradually I am getting used to
উত্তরঃ Speaking English
- Adjective form of “Mother”
উত্তরঃ Motherly
- The suffix ‘ish’ can correctly be added with —
উত্তরঃ Book
- Choose the correct sentence.
উত্তরঃ Each of the three boys got a prize
- “Antediluvian” means
উত্তরঃ Very old fashioned
- The prelude is written by
উত্তরঃ William wordsworth
- A farewell to arms is written on the basis of-
উত্তরঃ History of 1st world war
- A mixture of the lie doth over and pleasure is quotation by
উত্তরঃ Bacon
- Lyrical ballad was published in the year of
উত্তরঃ 1798
- A long speech by one actor in a play is called
উত্তরঃ Monologue
- A word which has a meaning behind the surface meaning is
উত্তরঃ Allegory
- Who is known as the father of science fiction?
উত্তরঃ H. G Wells
- The author lady chatterley’s love is
উত্তরঃ Lawrance
- 64. Renaissance is …… word.
উত্তরঃ An Italian
- The author of The bluest eye is
উত্তরঃ Tonny morrison
- “Wealth of nation” is written by
উত্তরঃ Adam smith
- Who is Victorian poet?
উত্তরঃ Matthew arnold
- The sacred flame is written by
উত্তরঃ S. Maugham
The main character of paradise lost is
উত্তরঃ Satan
- Who is the father of english sonnet
উত্তরঃ Thomas wyatt
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট বাংলাদেশ বিষয়াবলী
৭১৷ বাংলাদেশের বর্তমান উপজেলার সংখ্যা কতটি ?
উত্তরঃ ৪৯৫
৭২৷ বিশ্বে স্যাটেলাইট যুগে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ৫৭ তম
৭৩৷ বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি?
উত্তরঃ ৬ দফা
৭৪৷নির্মাধীন পদ্মা সেতু ঢাকার সাথে কয়টি জেলাকে সংযুক্ত করবে?
উত্তরঃ ২১টি
৭৫৷ বাংলার কোন নেতা জমিদারী প্রথা রদে প্রধান ভুমিকা পালন করেন?
উত্তরঃ এ কে ফজলুল হক
৭৬৷ ঢাকা শহরের গোড়াপত্তন হয় কবে?
উত্তরঃ মুঘল আমলে
৭৭৷ কর্ণফুলি নদীতে নির্মিতব্য বঙ্গবন্ধু টানেলের দৈঘ্য কত?
উত্তরঃ ৩.৪ কি.মি
৭৮৷ সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে?
উত্তরঃ তৃতীয় ভাগে
৭৯৷ অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী মাথাপিছু আয়ের পরিমাণ কত?
উত্তরঃ ২০৬৪ মার্কিন ডলার
৮০৷ চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস কোনটি?
উত্তরঃ ফেবো
৮১৷ শাক্যমুনি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত?
উত্তরঃ মিরপুর,ঢাকা
৮২৷ মুজিবনগর নামকরণ করেন কে?
উত্তরঃ তাজউদ্দিন আহমদ
৮৩৷ বিশ্বের মোট ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়?
উত্তরঃ ৬০%
৮৪৷ বাংলাদেশের সবচেয়ে বড় সৌর বিদ্যু কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ ময়মনসিংহ
৮৫৷ জাতির মননের প্রতীক কোনটি?
উত্তরঃ বাংলা একাডেমী
৮৬৷ বাংলাদেশে তৈরি ‘পেট্রোল ক্রাফট’ কী?
উত্তরঃ যুদ্ধজাহাজ
৮৭৷ বার দুয়ারী মসজিদ কোথায় অবস্থিত?
উত্তরঃ শেরপুর
৮৮৷ ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে?
উত্তরঃ সিপাহী বিপ্লব
৮৯৷ জলকেলি কাদের ধর্মীয় উৎসব?
উত্তরঃ রাখাইন
৯০৷ বঙ্গবন্ধুর প্রকাশিত ভ্রমণকাহিনী ‘নয়াচীন’ প্রকাশ করবে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ বাংলা একাডেমী
৯১৷ ন্যায়পালের বিধান সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে?
উত্তরঃ ৭৭
৯২৷ খরিপ ঋতুতে কোন ধরনের শস্য উৎপাদন হয়?
উত্তরঃ গ্রীষ্মকালীন
৯৩৷ পাখি ছাড়া ময়না কী?
উত্তরঃ ধান
৯৪৷ বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি?
উত্তরঃ ৯
৯৫৷ বাংলাদেশ কততম পারমানবিক বিদ্যুৎ শক্তির ক্লাবে?
উত্তরঃ ৩২
৯৬৷ বাংলার প্রথম জনক কে?
উত্তরঃ শামসুউদ্দিন ইলিয়াস শাহ
৯৭৷ জাতীয় ক্রীড়া দিবস কবে?
উত্তরঃ ৬ এপ্রিল
৯৮৷মুজিবনগর সরকারের মন্ত্রণালয় বা বিভাগ কতটি ছিল?
উত্তরঃ ১২টি
৯৯৷ বঙ্গবন্ধু হাইটেক পার্ক কোথায় নির্মিত হচ্ছে ?
উত্তরঃ রাজশাহী
১০০৷ বাংলা একাডডেমীর বর্তমান মহাপরিচালক কে?
উত্তরঃ মুহম্মদ নূরুল হুদা
১০১। গোলান মালভূমি কোথায় অবস্থিত?
উত্তরঃ সিরিয়া
১০২। আন্তর্জাতিক ওজোন স্তর ক্ষয় দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ১৬ সেপ্টেম্বর
১০৩। কোন দেশ নিজেকে কার্বন প্রভাবমুক্ত ঘোষণা করেছে?
উত্তরঃ ভুটান
১০৪। সম্প্রতি মিশরের ফিলিস্তিন ও ইসরাইলের যুদ্ধ মধ্যে যুদ্ধবিরতি হয় কবে ?
উত্তরঃ ২০মে ২০২১
১০৫।২০১৫সালে ১৯৩টি দেশ কর্তৃক গৃহীত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা(SDG) (২০১৬-৩০)এর সহযোগী সূচক কয়টি?
উত্তরঃ ১৬৯টি
১০৬। জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি প্রথম অনুমোদন করে কোন দেশ?
উত্তরঃ ভ্যাটিকান সিটি
১০৭। কোন শতকে ইউরোপে রেনেসা শুরু হয়?
উত্তরঃ চতুর্দশ শতকে
১০৮। ভারত ও জাপান চীনের নিউ সিল্করুটের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চায়…….
উত্তরঃ ফ্রিডম করিডোর
১০৯। Interpol এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ১৯৪ টি
১১০। 1945 সালে প্রতিষ্ঠিত হওয়া আরবলীগের বর্তমান সদস্য কত?
উত্তরঃ ২২
১১১। চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল কোনটি?
উত্তরঃ হংকং, ম্যাকাও, তিব্বত
১১২। বিশ্বের অষ্টম পারমানবিক ক্ষমতার দেশ কোনটি?
উত্তরঃ উত্তর কোরিয়া
১১৩। জাপানের নতুন সম্রাটের নাম কী?
উত্তরঃ নারুহিতো
১১৪। ইনকা সভ্যতা কোথায় গড়ে ওঠে?
উত্তরঃ পেরু
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট আন্তর্জাতিক বিষয়াবলী
১১৫। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয় কবে গঠিত হয়?
উত্তরঃ ১৯২২
১১৬।মিয়ানমারের সেনাবাহিনীরা রোহিঙ্গাদের বিরুদ্ধে যে অভিযান চালায় তার সাংকেতিক নাম কী ছিল?
উত্তরঃ ক্লিয়ারেন্স অপারেশন
১১৭। WFP এর সদর দপ্তর কোথায় ?
উত্তরঃ রোম , ইতালি
১১৮। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কোনটি?
উত্তরঃ ১২জুন,১৯৪১ লন্ডন ঘোষণা
১১৯। Social Contract বইটির লেখক কে?
উত্তরঃ রুশো
১২০। রেডক্রস কতবার শান্তিতে নোবেল পায়?
উত্তরঃ ৩
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট কম্পিউটার
১২১।বিশ্ব বিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান International Business Machine কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯১১
১২২।কৃত্রিম বুদ্ধিমত্তা কোন প্রজন্মের কম্পিউটারের বিশেষত্ব?
উত্তরঃ ৫ম
১২৩। ২০১৭ সালের অক্টোবরে সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া সামাজিক যোগাযোগে সক্ষম রোবট ‘সোফিয়া’র নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ হ্যানসন রোবটিক্স
১২৪। কম্পিউটার সিস্টেমের প্রধান কাজ কতটি?
উত্তরঃ ৪
১২৫।জয়স্টিক কোন ধরনের ডিভাইস?
উত্তরঃ ইনপুট
১২৬। কম্পিউটারে কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটর দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে ?
উত্তরঃ ভিজিএ কার্ড
১২৭। নিচের কোনটি সহায়ক মেমরি নয় ?
উত্তরঃ RAM
১২৮। ZOOM app প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ Eric Yuan
১২৯। কম্পিউটারে যে কোনো বর্ণ, অঙ্ক, বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়
উত্তরঃ ৮ বিটে
১৩০। পেন ড্রাইভে কোন ROM ব্যবহৃত হয়?
উত্তরঃ EEPROM
১৩১। নিচের কোনটি কম্পিউটারের সিস্টেম বাসের উদাহরণ নয়?
উত্তরঃ এক্সপানশন বাস
১৩২। কম্পিউটারে গানের ইলেকট্রনিক যন্ত্রপাতি সংযোগ দিতে কোন পোর্ট ব্যবহৃত হয়?
উত্তরঃ MIDI
১৩৩। নিচের কোনটি ইউটিলিটি সফটওয়্যার নয়?
উত্তরঃ সিস্টেম সফটওয়্যার
১৩৪। কম্পিউটার চালু করা বা পুন:চালু করার প্রক্রিয়া কী বলে?
উত্তরঃ Boot
১৩৫। মাইক্রোসফট পাওয়াপয়েন্টে কোন স্লাইড প্রদর্শনের জন্য কোন ফাংশন ব্যবহৃত হয়?
উত্তরঃ F5
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট সাধারণ বিজ্ঞান
১৩৬. সবচেয়ে হালকা মৌলিক পদার্থ কোনটি?
উত্তরঃ হাইড্রোজেন
১৩৭. সংকর ধাতু পিতলের উপাদান কী কী?
উত্তরঃ তামা ও দস্তা
১৩৮. লেজার রশ্মি কত সালে আবিস্কৃত হয়?
উত্তরঃ ১৯৬০
১৩৯. তাপ প্রয়োগে কোন পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয়?
উত্তরঃ বায়বীয়
১৪০.৩৫ ডিগ্রী সেলসিয়াস এর মান ফারেনহাইট স্কেলে কত?
উত্তরঃ ৯৫ ডিগ্রী
১৪১. মাইটোকন্ড্রিয়ার কত ভাগ প্রোটিন থাকে?
উত্তরঃ ৭৩
১৪২. চোখের কোন অংশটি আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করে?
উত্তরঃ রেটিনা
১৪৩. সর্বপ্রথম করোনা ভাইরাস শনাক্ত করা হয় চীনের কোথায় ?
উত্তরঃ হুবেই
১৪৪. হৃদপিন্ডের আবরনকারী পদার্থের নাম কী?
উত্তরঃ পেরিকার্ডিয়াম
১৪৫. কিসের অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়?
উত্তরঃ নাইট্রোজেন
১৪৬. বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ কত?
উত্তরঃ ০.০৩%
১৪৭. আলোর ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন কে?
উত্তরঃ আইনস্টাইন
১৪৮. ভূ-কেন্দ্রে g এর মান কত?
উত্তরঃ শূন্য
১৪৯. সিএনজি চালিত গাড়িতে কী গ্যাস ব্যবহার করা হয়?
উত্তরঃ মিথেন
১৫০. বৃষ্টির পানি গোলাকার হবার কারণ কী?
উত্তরঃ পৃস্টটান
১৫১। কোন গ্রহে পৃথিবীর একদিনে দুইবার সূর্য উঠে ও অস্ত যায় ?
উত্তরঃ বৃহস্পতি
১৫২। বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উত্তরঃ আয়নোস্ফিয়ার
১৫৩। বরেন্দ্র ভূমির আয়তন কত ?
উত্তরঃ ৯,৩২০ বর্গ কি.মি.
১৫৪। বাংলাদেশের প্রায় কত শতাংশ ভূমি নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি ?
উত্তরঃ ৮০%
১৫৫। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ‘বিজয়’ কোন জেলায় ?
উত্তরঃ বান্দরবান
১৫৬। বাংলাদেশের ভৌগোলিক অক্ষ রেখা কোনটি ?
উত্তরঃ ২০’ ৩৪ ‘’ – ২৬’৩৮”
১৫৭। আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তরঃ ক্যাস্পিয়ান
১৫৮। দুর্যোগ ব্যবস্থাপনার কোন স্তরটি সবচেয়ে ব্যয়বহুল?
উত্তরঃ প্রশমন
১৫৯। Bangladesh Climate Change Strategy and Action Plan কবে প্রণীত হয় ?
উত্তরঃ ২০০৯
১৬০।বাংলাদেশের কোন অংশে বেশী ঘূর্ণিঝড় সংঘটিত হয়?
উত্তরঃ দক্ষিণাংশে
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট গণিত
১৬১। একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গ ঐ রেখাংশের অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
উত্তরঃ চারগুণ
১৬২। কোন স্কুলে ৭০% পরীক্ষার্থী ইংরেজী এবং ৮০% পরীক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু উভয় বিষয়ে ১০% ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন পরীক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
উত্তরঃ ৫০০ জন
১৬৩। বনভোজনে যাওয়ার জন্য ৫৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হয় এ শর্তে যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। ৫ জন যাত্রী না আসায় ভাড়া মাথাপিছু ৩ টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল?
উত্তরঃ ৯৫ জন
১৬৪। সকাল 11 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে???
উত্তরঃ 1 বার
১৬৫। (x – 3)(5x + 4) একটি সমীকরণের উৎপাদক হলে সমীকরণটি —
উত্তরঃ 5x^2 – 11x – 12 = 0
১৬৬। একটি কোম্পানী তার একজন কর্মকর্তার বেতন প্রতি বছর ২০% করে বৃদ্ধি করে। ২০০১ সালে ঐ কর্মকর্তার বেতন ২৬৬৪০ টাকা হলে, ১৯৯৯ সালে বেতন কত ছিল?
উত্তরঃ Tk 18500
১৬৭। কোন তিনটি মাত্রায় জ্যামিতিক ঘনবস্তু তৈরি হয়?
উত্তরঃ দৈর্ঘ, প্রস্থ ও উচ্চতা
১৬৮।. ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায় –
উত্তরঃ সংসারের প্রতি গভীর মনোযোগ দিবেন
১৬৯। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ০.১ এবং ০.২ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
উত্তরঃ ০.০১ বর্গ মিটার
১৭০। একটি অফিসে মহিলা ও পুরুষ চাকুরীজীবীর অনুপাত ১ : ৪। চাকুরীজীবীদের শতকরা কতভাগ পুরুষ?
উত্তরঃ 80
১৭১। একটি ফুটবলের ব্যাস ১০ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত?
উত্তরঃ ৫২৩.৬০ ঘনইঞ্চি
১৭২. সুদের হার ও শেয়ার বাজারের সম্পর্ক কেমন?
উত্তরঃ ঋণাত্বক
১৭৩। x^4 + x^2 + 1 এর একটি উৎপাদক x^2 + x + 1 অপর উৎপাদকটি কত?
উত্তরঃ x^2 – x + 1
১৭৪। প্রতিগজ বেড়ায় খরচ ১০ ডলার হারে ১২ ফুট দীর্ঘ এবং ৪২ ফুট প্রস্থ বিশিষ্ট একটি জমিকে বেড়া দিয়ে ঘিরে দিতে কত খরচ পরবে?
উত্তরঃ $ 360
১৭৫। কোন ত্রিভুজের তিন বাহুর সমদ্বিখন্ডকগুলোর ছেদবিন্দুর নাম কি?
উত্তরঃ পরিকেন্দ্র
১৭৬। GELNNAD সাজালে কিসের নাম হবে?
উত্তরঃ দেশ
১৭৭। 4^(x+1)=32 হলে x এর মান কত?
উত্তরঃ 3/2
১৭৮। একটি মিনারের পাদদেশ হতে ২০ মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোণ ৩০° হলে মিনারটির উচ্চতা কত?
উত্তরঃ ২০/√৩ মিটার
১৭৯। তিনি _____ ছাড়াই তার ব্যবসা শুরু করেছিলেন।
উত্তরঃ পরিকল্পনা
১৮০। কোন বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ-জ্যা অপেক্ষা ২ সে.মি. কম। বৃত্তের ব্যাসার্ধ ১০ সে.মি. হলে ঐ জ্যা-এর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১৬ সে.মি.
১৮১।. পরীক্ষার ফলাফল ___ সমর্থন করে।
উত্তরঃ তথ্য
১৮২। একটি ট্রেন প্রতি ঘণ্টায় ৩০ কিমি বেগে চলে গন্তব্য স্থানে পৌছাল। ট্রেনটির বেগ ঘণ্টায় ২৭ কিমি হলে গন্তব্য স্থানে পৌছতে ২০ মিনিট সময় বেশি লাগত। পথের দূরত্ব নির্নয় করুন?
উত্তরঃ ৯০ কিমি
১৮৩। (a) 6÷2(2+1)=? (b) 6÷2×(2+1)=?নিচের কোনটি সঠিক উত্তর হবে?
উত্তরঃ 1 ও 9
১৮৪। একটি গাড়ি ঘন্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট চলার পর ঘণ্টায় ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গতিবেগ গড় কত?
উত্তরঃ ৫৫ মাইল/ঘন্টা
১৮৫। একটি বাড়ি ৪০ ফুট উচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
উত্তরঃ ৪১ ফুট
১৮৬। বাসে ভ্রমণে দুইজন পূর্ণবয়স্ক মানুষ এবং তিনজন শিশুর ভাড়া একত্রে ২১০ টাকা। যদি একজন শিশুর ভাড়া একজন পূর্ণবয়স্ক মানুষের ভাড়ার অর্ধেক হয়, তবে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ভাড়া কত?
উত্তরঃ 60
১৮৭। 5x – 7(x – 1)(x – 2) কে আংশিক ভগ্নাংশে প্রকাশ কর?
উত্তরঃ 2x – 1 + 3x – 2
১৮৮। কোনো বিক্রেতাকে ৩.২৫ টাকা ও ১১.৫০ টাকা একই ধরনের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রা প্রয়োজন?
উত্তরঃ ২৫
১৮৯।এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের ৮,১০ বা ১২ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে?
উত্তরঃ ১২০
১৯০। কোনটি মৌলিক সংখ্যা নয়?
উত্তরঃ ২২১
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট ৩
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট বাংলা
১. নিচের কোনটি রবীন্দ্রনাথের প্রবন্ধ নয়?
উত্তরঃ চোখের বালি
২. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
উত্তরঃ পাল
৩. অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ–
উত্তরঃ সেক শুভোদয়া
৪. আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য?
উত্তরঃ নীতিবাক্য
৫.ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুসাল
উত্তরঃ ১৭৬০
৬.মঙ্গলকাব্যে প্রধানত কোন ছন্দ ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ পয়ার ছন্দ
৭. নিচের কোনটি শামসুর রাহমানের উপন্যাস নয়?
উত্তরঃ বুক তাঁর বাংলাদেশের হৃদয়
৮. সুরেশ, অচলা, মহিম কোন উপন্যাসের চরিত্র?
উত্তরঃ গৃহদাহ
৯. আধুনিক বাংলা সাহিত্যের ‘প্রথম বিদ্রোহী কবি’
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
১০. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়?
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
১১. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
১২. ‘ সুবচন নির্বাসনে ‘ নাটকটি কার লেখা
উত্তরঃ আবদুল্লাহ আল মামুন
১৩.কালি কলম (১৯২৬)পত্রিকার সসম্পাদক কে ছিলেন?
উত্তরঃ প্রেমেন্দ্র মিত্র
১৪.কবি সুফিয়া কামালকে কী নামে ডাকা হয়?
উত্তরঃ জননী সাহসিকা
১৫.মীর মশাররফ হোসেনের ‘বিষাদ-সিন্ধু’ এর পর্ব সংখ্যা কতটি?
উত্তরঃ ৩
১৬. জীবনানন্দদাশের কবিতায় ‘চিত্ররুপময়তা’র পরিচয় পাওয়া যায় এক কথা কে বলেছেন ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৭. ’তোমাকে অভিবাদন বাংলাদেশ’ কবিতাটি কার লেখা?
উত্তরঃ সৈয়দ শামসুল হক
১৮.সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কাব্যটি ফ্যাসিবাদ বিরোধী?
উত্তরঃ আকাল
১৯.‘গেরিলা’ চলচ্চিত্র কোন সাহিত্য অবলম্বনে তৈরি
উত্তরঃ নিষিদ্ধ লোবান
২০. ‘ তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কে?’ – উক্তিটি কোন উপন্যাসের ?
উত্তরঃ কপালকুণ্ডুলা
২১৷ কোন বানাটি শুদ্ধ?
উত্তরঃ কনীনিকা
২২৷ ‘সে যেতে চায় তথাপি বসে আছে’- এটি কোন শ্রেণীর বাক্য?
উত্তরঃ যৌগিক
২৩৷ কোনটি যৌগিক শব্দ?
উত্তরঃ কর্তব্য
২৪৷ কোন বাক্যটি শুদ্ধ?
উত্তরঃ অংকটি কষ
২৫৷ নিচের কোনটি বিশেষণ নয়?
উত্তরঃ লীন
২৬৷ কোন স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপ নেই?
উত্তরঃ অ
২৭৷ ধ্বনি বিপর্যয়ের উদাহরণ –
উত্তরঃ রিক্ সা> রিস্ কা
২৮৷ Quota’ এর পরিভাষা কী?
উত্তরঃ যথাংশ
২৯৷ ‘তুমি এতক্ষণ কী করেছ’ এ বাক্যে ‘কী’ কোন পদ?
উত্তরঃ সর্বনাম পদ
৩০৷ মাত্রাবিহীন স্বরবর্ণ কতটি?
উত্তরঃ ৪ টি
৩১৷ নিচের কোনটি সঠিক নয়?
উত্তরঃ প্রাতঃ + আশ= প্রাতঃরাশ
৩২৷ ‘হস্তী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ দ্বিপ
৩৩৷ ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
উত্তরঃ আই
৩৪৷ বাগধারা ব্যাকরণের কোথায় আলোচিত হয়?
উত্তরঃ বাক্যতত্ত্ব
৩৫৷ নিত্য সমাসের উদাহরণ কোনটি?
উত্তরঃ দেশান্তর
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট ইংরেজি
৩৬. ___ She wanted it She bought it
উত্তরঃ Because
৩৭. Please be quiet___the teacher is talking
উত্তরঃ While
৩৮. Are you conscious___ your age
উত্তরঃ of
৩৯. Jasim is objected to___ sent home early.
উত্তরঃ being
৪০. Select the singular number.
উত্তরঃ bureau
৪১. He went (up) . The bracket word is a/an
উত্তরঃ Adverb
৪২. Your account has been credited___ Tk.5000
উত্তরঃ with
৪৩. “Oval” is an adjective of
উত্তরঃ Egg
৪৪. I will go (when he will come). The bracket clause is a/an
উত্তরঃ Adverbial
৪৫. I am accustomed to _ early
উত্তরঃ sleeping
৪৬. Change the voice of “ Nobody knows him here”
উত্তরঃ He is not known here
৪৭. Although I worked hard, I couldn’t pass my exam.
in spite of the fact that
৪৮. Choose the correct spelt word.
উত্তরঃ Datum
৪৯.What is the meaning of “de facto”
উত্তরঃ In fact
৫০. “Fire burns”, what kind of verb burn is
উত্তরঃ Intransitive
৫১. He worked (with all sincerity). The bracket phrase is
উত্তরঃ Adverbial Phrase
৫২. “Achilles heel” means
উত্তরঃ A weak point
৫৩. This is the book I lost. Here I lost is
উত্তরঃ an adjective clause
৫৪. Nearest meaning of “Proviso”
উত্তরঃ Stipulation
৫৫. Which one of the following sentence is correct?
উত্তরঃ Each boy and each girl has a pen
56.”To justify the way of God to man” is the theme of
উত্তরঃ Paradise lost
- Which of the following school of literature is connected with a medical theory?
উত্তরঃ Comedy of humors
- “Hasting day” in To Daffodils means
উত্তরঃ Hurriedly passing day
- A comedy does not have
উত্তরঃ Catharsis
- Soliloquy means
উত্তরঃ Talking to oneself
- The sentence “who would have thought Shylock was so unkind? Expresses-
উত্তরঃ Wonder
- Who wrote the poem “The sun rising”?
উত্তরঃ John donne
- Julius caeser is
উত্তরঃ A tragedy
- Renaissance is …… word.
উত্তরঃ An Italian
- The wrath of Achilles is the theme of
উত্তরঃ Iliad
- “To the light house” is written by
উত্তরঃ Virginia woolf
- Who did not receive nobel prize in literature?
উত্তরঃ Leo Tolstoy
- He prayeth best, who loveth best, all things great and small- who has written this?
উত্তরঃ S. T. Coleridge
- Romanticism is mainly connected with
উত্তরঃ Love and beauty
- The first english novel pamela has been written by
উত্তরঃ Samuel Richardson
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট বাংলাদেশ বিষয়াবলী
৭১৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি করেন কে?
উত্তরঃ মুশফিকুর রহিম
৭২৷ সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা
৭৩৷ বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
উত্তরঃ ১৭ জানুয়ারি ১৯৭২
৭৪৷ কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
উত্তরঃ ইরাক
৭৫৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
উত্তরঃ সংবিধান
৭৬৷ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(BIDA) কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তরঃ প্রধানমন্ত্রীর কার্যালয়
৭৭৷ বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন
৭৮৷ বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?
উত্তরঃ ২৬টি
৭৯৷ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
উত্তরঃ ঐক্য ও সংহতি
৮০৷ বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?
উত্তরঃ জাতীয় সংসদের কাছে
৮১৷ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বীতা করে?
উত্তরঃ ৩৯টি
৮২৷ সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে –
উত্তরঃ সুশীল সমাজ
৮৩৷ বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষদেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
৮৪৷ বাংলাদেশের অর্থনৈতিক নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কি?
উত্তরঃ জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ
৮৫. পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী ৮ম বঞ্চবার্ষিক পরীকল্পনা কোন মেয়াদে হবে?
উত্তরঃ ২০২১-২০২৫
৮৬৷ অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুসারে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
৮৭৷ বাংলাদেশে ‘টেলি ব্যাংকিং’ ব্যবস্থা চালু করে-
উত্তরঃ স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংক
৮৮৷ কর্ণফুলী পেপার মিলে কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ বাঁশ
৮৯৷ আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল কী?
উত্তরঃ প্রাকৃতিক গ্যাস
৯০৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঘোষণা হয় কবে ?
উত্তরঃ ১০ এপ্রিল , ১৯৭১
৯১। ভাষা আন্দোলন বাঙালিদের মধ্যে কী সঞ্চার করে ?
উত্তরঃ অসাম্প্রদায়িকতা
৯২। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট কতটি আসন পায়?
উত্তরঃ ২২৩ টি
৯৩। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৯৪। মুজিবনগর সরকারের অর্থ মন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ এম. মনসুর আলী
৯৫। মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন ?
উত্তরঃ ৬৭৬
৯৬৷ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক কে ছিলেন?
উত্তরঃ শামসুল আলম
৯৭৷ ৭ মার্চ ভাষণকে কবে বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি দেওয়া হয়
উত্তরঃ ৩০ অক্টোবর ,২০১৭
৯৮. স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি শুমারি হয়-
উত্তরঃ ১৯৭৭ সালে
৯৯. বর্ণালী ও শুভ্রা হলো-
উত্তরঃ উন্নত জাতের ভুট্টা
১০০. বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
উত্তরঃ ৮টি
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট আন্তর্জাতিক বিষয়াবলী
১০১. জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা সংরক্ষণ বিষয়ক কনভেনশন কোনটি?
উত্তরঃ ভিয়েনা কনভেনসন
উত্তরঃ ১০২. বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি শরনার্থী আশ্রয় প্রদান করে?
উত্তরঃ তুরস্ক
১০৩. আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (ARSA) নামক সংগঠনের নেতা কে?
আতাউল্লাহ আবু আমর জুনুনি
১০৪. আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ১৬ সেপ্টেম্বর
১০৫. চীনে দুই সন্তান নীতি কার্যকর হয় কবে?
উত্তরঃ ১ জানুয়ারি, ২০১৬
১০৬. পানামা খালের শতবর্ষ পালিত হয় কবে?
উত্তরঃ ১৫ জুলাই, ২০১৪
১০৭. জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার মোট দৈর্ঘ কত?
উত্তরঃ ৭৪০ কি. মি.
১০৮. ১২তম BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠাত হয়?
উত্তরঃ মস্কো, রাশিয়া
১০৯. মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
উত্তরঃ জেনারেল মিন অং হ্লাইং
১১০. আমাজন অঞ্চল কোথায়? *
উত্তরঃ দক্ষিণ আমেরিকা
১১১. মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কবে জেরুজালেমকে একতরফাভাবে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন?
উত্তরঃ ৬ ডিসেম্বর, ২০১৭
১১২. জাতিসংঘ মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতনকে কী নামে অভিহিত করেছে?
উত্তরঃ জাতিগত নিধন
১১৩. ডোকলাম উপত্যাকা কোন দেশের সাথে সংযুক্ত?
উত্তরঃ ভারত-ভুটান-চীন
১১৪. নিম্নলিখিত কোন দিনটি International Mother Earth Day?
উত্তরঃ ২২ এপ্রিল
১১৫. RS Sarmat বা শয়তান-২ নামক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্রটি কোন দেশের?
উত্তরঃ রাশিয়া
১১৬. ‘Remain of the Day’ নামক গ্রন্থের লেখক কে?
উত্তরঃ কাজুও ইশিগুরো
১১৭. মায়ানমার আরাকান রাজ্য দখল করে কোন সালে?
উত্তরঃ ১৭৮৪
১১৮. আয়তনে মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ সৌদি আরব
১১৯. যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে সীমান্ত দৈর্ঘ কত?
উত্তরঃ ৩২০১
১২০. কোন দেশের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম ‘চেম্বার অব ডেপুটি’?
উত্তরঃ ইতালি
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট কম্পিউটার
১২১. তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে ভর্তি প্রক্রিয়া কার্যক্রম শুরু হয় কত সালে?
উত্তরঃ ২০০৯
১২২. বর্তমানে ছবি আপলোড করার জনপ্রিয় সাইট কোনটি?
উত্তরঃ ইয়াহুর ফ্লিকার
১২৩.কোনটি ধীরে ধীরে একটি বুদ্ধিমান যন্ত্রে পরিণত হতে চলেছে?
উত্তরঃ স্মার্ট মোবাইল ফোন
১২৪.TCP/ IP প্রোটোকলের স্তর কয়টি?
উত্তরঃ ৪ টি
১২৫. কোম্পানি কত সালে প্রথম হার্ডডিস্ক ব্যবহার করে?
উত্তরঃ ১৯৫৬
১২৬. মাইক্রোপ্রসেসর Intel Core i3 কত বিটের?
উত্তরঃ ৬৪ বিট
১২৭.কোন ভাইরাসটির কারনে মাইক্রোসফট তাদের মেইল সার্ভার বন্ধ রেখেছিলো ?
উত্তরঃ Melissa
১২৮। এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?
উত্তরঃ রাউটিং
১২৯. একটি লজিক গেট এর আউটপুট 1হয় যখন সব ইনপুট 0 থাকে?
উত্তরঃ NAND
১৩০. নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
উত্তরঃ SPSS
১৩১.নিচের কোনটি একটি ফাইল কমপ্রেশন সফটওয়্যারের উদাহরণ?
উত্তরঃ TurboZip Express
১৩২.নিচের কোনটি আউটপুট ডিভাউস?
উত্তরঃ Projector
১৩৩. নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কি বলে?
উত্তরঃ টপোলজি
১৩৪.46 কে বাইনারিতে প্রকাশ করুন
উত্তরঃ 110010
১৩৫.OSI মডেলের ফিজিক্যাল লেয়ারে কাজ করে-
উত্তরঃ হাব রিপিটার
১৩৬.কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
উত্তরঃ সেলুলোজ
১৩৭.ওলিয়াম কী?
উত্তরঃ ধুমায়মান সালফিউরিক এসিড
১৩৮.বাষ্পীয় ইন্জিনের আবিষ্কারক কে?
উত্তরঃ জেমস ওয়াট
১৩৯.তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রুপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
উত্তরঃ লাউড স্পিকার
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট সাধারণ বিজ্ঞান
১৪০.আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে?
উত্তরঃ ৫%
১৪১. নিচের কোন ধরনের আলোকরশ্মির তরঙ্গদৈঘ্য সবচেয়ে বেশি?
উত্তরঃ মাইক্রোওয়েভ
১৪২.কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে?
উত্তরঃ নিউক্লিয়াস
১৪৩. কোনটি মনোস্যাকারাইড?
উত্তরঃ গ্লুকোজ
১৪৪. চোখের পানির উৎস কোথায়?
উত্তরঃ ল্যাক্রিমাল গ্রন্থি
১৪৫.নিচের কোনটি পানিবাহিত রোগ নয়?
উত্তরঃ ডিপথেরিয়া
১৪৬. আর্সেনিকের পারমানবিক সংখ্যা কত?
উত্তরঃ ৩৩
১৪৭. তরল পদার্থের প্রসারন বলতে কী ধরনের প্রসারণ বোঝায়?
উত্তরঃ আয়তন প্রসারণ
১৪৮.কার্বন ব্যতিত আর কোন মৌলে ক্যাটেনেশন দেখা যায়?
উত্তরঃ সিলিকন
১৪৯. পারমানবিক ভর বা ওজন ধারনার প্রবর্তক কে?
উত্তরঃ জন ডাল্টন
১৫০.প্রাকৃতিক নিয়মে চিকিৎসা করাকে কি বলে?
উত্তরঃ ফিজিওথেরাপি
১৫১।কোন গ্রহের তাপমাত্রা সবচেয়ে বেশি?
উত্তরঃ শুক্র
১৫২। বায়ুমণ্ডলে হাইড্রোজেনের পরিমাণ কত?
উত্তরঃ ০.০০০০২%
১৫৩। নিচের কোনটি জলবায়ুর নিয়ামক ?
উত্তরঃ সমুদ্রস্রোত, অক্ষাংশ, বৃষ্টিপাত
১৫৪। ভূ-তাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরুপ কোনগুলো ?
উত্তরঃ রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম , ময়মনসিংহ এর পাহাড়
১৫৫। ২০০৯ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত কপ-১৫ এ বৈশ্বিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে রাখার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছে বিশ্ব নেতৃবৃন্দ?
উত্তরঃ ২০
১৫৬। আইপিসিসি এর তথ্য মতে ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার বাড়লে বাংলাদেশের কত শতাংশ ভূলি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে?
উত্তরঃ ১৭%
১৫৭। ৮জানুয়ারি, ২০১৮ বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হয়?
উত্তরঃ ২.৬
১৫৮। দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রমে সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম করতে হবে?
উত্তরঃ ঝুঁকি চিহ্নিতকরণ
১৫৯। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় ?
উত্তরঃ পুনর্বাসন পর্যায়ে
১৬০। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্বের কোন পর্যায়ে ব্যবস্থাগ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?
উত্তরঃ কমিউনিটি পর্যায়ে
প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট গণিত
১৬১। চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়ায় ৭৫০টাকায় পূর্বাপেক্ষা ৫কেজি চাল কম পাওয়া গেল । ১কেজি চালের পূর্বমূল্য কত ছিল?
উত্তরঃ ২৫
১৬২। একটি খুঁটির ১/৩ অংশ কাদায়, ১/৪ অংশ পানিতে এবং অবশিষ্টাংশ পানির উপরে আছে। কাদার অংশ যদি পানির অংশের চেয়ে ১ ফুট বেশি হয় তবে খুঁটির দৈর্ঘ কত?
উত্তরঃ ১২ফুট
১৬৩।a+b+c=0 এবং abc=1 হলে a³ +b³+c³ এর মান কত?
উত্তরঃ 3
১৬৪।l1-xl<7 হলে নিচের কোন অসমতাটি সত্য?
উত্তরঃ 8>x>-6
১৬৫। বার্ষিক শতকরা কতহার সুদে কোনো আসল ৫ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
উত্তরঃ ২০%
১৬৬।১টি বর্গাকার জমির ভূমির দৈর্ঘ্ ২০% বাড়ালে এবং প্রস্থ ১০% কমালে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে?
উত্তরঃ ৮% বৃদ্ধি
১৬৭।একটি খাতা ৩৬টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, ৭২টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। খাতাটির ক্রয়মূল্য কত?
উত্তরঃ ৪৮টাকা
১৬৮। নিচের কোনটি মূলদ সংখ্যা?
উত্তরঃ √৯
১৬৯। ১৩সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫সে.মি. দুরত্বে জ্যা এর দৈর্ঘ কত?
উত্তরঃ ২৪সে.মি
১৭০। একটি ৪৮মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করল । খুঁটিটির কত উঁচুতে ভেঙ্গেছিল?
উত্তরঃ ১৬মিটার
১৭১।TRIANGLE শব্দটি অক্ষরগুলো কত রকমে সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে না ?
উত্তরঃ ৩৬০০০
১৭২।সেট A={x:x Fibonacciসংখ্যা এবং x²<64হলে P(A) এর সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ৩২
১৭৩। একটি সাধারণ বর্ষে ৫৩টি শুক্রবার থাকার সম্ভাবনা কত?
উত্তরঃ 1/7
১৭৪। (x + 1/x)² =3 হলে (x^6+1)/x³ এর মান কত?
উত্তরঃ ০
১৭৫। 9x²-9x-4 এর উৎপাদক কোনটি?
উত্তরঃ (3x+1)(3x-4)
১৭৬। যদি 〖125〗^(2x+3) =5^(3x+6) হয়, তবে x=কত?
উত্তরঃ -1
১৭৭। 5√5এর 5ভিত্তিক লগ কত?
উত্তরঃ 3/2
১৭৮। 〖log〗_(2√5)400=x হলে x এর মান কত?
উত্তরঃ 4
১৭৯। কোন শব্দটি আয়নায় একই দেখাবে না ?
MOTO, VOXY, HIMU, LIVE
Ans: LIVE
১৮০। ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
উত্তরঃ নীর
১৮১।শূন্যস্থানে কোনটি বসবে? কঁ গং ঙয় –
উত্তরঃ ছড়
১৮২। Find out the correct synonym of ‘Teneous’?
উত্তরঃ Thin
১৮৩। কোনটি সঠিক বানান ?
উত্তরঃ নিশীথিনী
১৮৪। ৬ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
উত্তরঃ ৫১টি
১৮৫। কোন কর্মমর্তার একমাসে ১০% বেতন বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ১০% কমে গেল। এতে ঐ কর্মকর্তার মূল বেতনের কোন পরিবর্তন হলো কী ?
উত্তরঃ ১% কমলো
১৮৬। প্রতি ১ঘণ্টায় ঘড়ির মিনিট ও ঘণ্টার কাঁটা কতবার পরস্পর লম্বভাবে অবস্থান করে?
উত্তরঃ ১বার
১৮৭। আপনার চাচার একমাত্র ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার সম্পর্কে কী হয়?
উত্তরঃ ভাই
১৮৮। দেশের সার্বিক উন্নতি নির্ভর করে —- উপর ।
উত্তরঃ শিক্ষা ব্যবস্থার
১৮৯।COUNTRY কে EMWLVPA লেখা হলে ELECTORATE কে কী লিখতে হবে?
উত্তরঃ GJGAVMTYVC
১৯০। 1+3+5+……….+(2x-1) =?
উত্তরঃ x²