প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভাল আছেন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা – ২০২২ খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারবাহিকতায় আজ আপনাদের জন্য প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা – ২০২২ এর জন্য বাংলা ব্যাকরণ স্পেশাল সাজেশন নিয়ে হাজির হলাম যা ফলো করলে ১০০% প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তে ভাল করবেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ ফাইনাল সাজেশনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ১০০% কমন পাবেন

আসুন এক নজরে দেখে নেই এখানে কি কি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে।
বিষয়: বাংলা ব্যাকরণ ফাইনাল সাজেশন
- বাংলা ভাষা
- শব্দ
- সন্ধি
- লিঙ্গ
- দ্বিরুক্ত শব্দ
- বচন
- পদাশ্রিত নির্দেশক
- সমাস
- উপসর্গ
- ধাতু
- প্রত্যয়
- ধ্বনি পরিবর্তন
- ণত্ব বিধান ও ষত্ব বিধান
প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা -২০২২
বাংলা ব্যাকরণ সাজেশন প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষার সাজেশন ২০২২
প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা বাংলা ভাষা
এখানে প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা বাংলা ভাষা আলোচনা করা হলো।
- ভাষা কী? উত্তর:-ভাবের উচ্চারণ।
- মনের ভাব প্রকাশের মাধ্যম কোনটি? উত্তর:- ভাষা।
- ভাষার মৌলিক অংশ কয়টি? উত্তর:- ৪ টি।
- প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ হলাে কী? উত্তর:- ধ্বনি, শব্দ, বাক্য।
- দেশ কাল পরিবেশভেদে কিসের পার্থক্য ঘটে? উত্তর:- ভাষার।
- বাংলা ভাষার প্রধান দুইটি রূপ কী কী? উত্তর:- মৌখিক ও লৈখিক ।
- বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি? উত্তর:- ২টি।
- সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান? উত্তর:- লেখ্য।
- কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? উত্তর:- প্রমিত উচ্চারণ।
- উপভাষা কোনটি? উত্তর:- অঞ্চলবিশেষের মানুষের মুখের ভাষা।
- কোনটি ভাষারীতি পরিবর্তনশীল? উত্তর:- চলিত ভাষা।
- কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনিদিষ্ট? উত্তর:- সাধু রীতি।
- তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? উত্তর:- সাধু রীতি ।
- বাংলা মুখ্য ভাষা বলতে কী বুঝায়? উত্তর:- তৎসম শব্দবহুল ভাষা রীতি।
- সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযােগী? উত্তর:- নাটকের সংলাপে।
- নাটকের সংলাপে উপযােগী ভাষার কোন রীতি? উত্তর:- চলিত।
- ক্রিয়া, সর্বনাম, ও অনুসর্গের পুর্নরূপ ব্যবহৃত হয় কোথায়? উত্তর:- সাধু ভাষারীতিতে
- বন্য শব্দটির চলিত রূপ কোনটি? উত্তর:- বুন্যে
- কুনাে কোন ভাষারীতির শব্দ? উত্তর:- চলিত ভাষা।
- ছড়ালে এর সাধু রূপ কোনটি? উত্তর:- ছড়াইলে।
- চলিত রীতির শব্দ কোনটি? উত্তর:- তুলাে।
- সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? উত্তর:- সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি।
- নিচের কোনটি চলিত রীতির শব্দ? উত্তর:- শুকনাে ।
- বিশুদ্ধ চলিত ভাষা কোনটি? উত্তর:- সামনে একটা বাশ বাগান পড়ল।
- ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযােগী? উত্তর:- সাধু রীতি।
- বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার হয়? উত্তর:- চলিত ভাষা।
- ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কী? উত্তর:- বিশেষভাবে বিশ্লেষণ।
- ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই- ব্যাকরণ।
- বাংলা ভাষার প্রথম রচনা করেন কে? উত্তর:- মনােএল দ্য আসসুস্পসাও।
- বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? উত্তর:- এন বি হ্যালহেড।
- রাজা রামমােহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী? উত্তর:- গৌড়ীয় ব্যাকরণ ।
- The origin and Development of the Bengali Language গ্রন্থটি রচনা করেন কে? উত্তর:- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
- বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? উত্তর:- আহমদ শরীফ।
শব্দ প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা
নিচে শব্দ সম্পর্কে প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা এর সাজেশন দেওয়া হলো।
- এক বা একাধিক বর্ণ মিলে কোনাে অর্থ প্রকাশ করলে তাকে কী বলে? উত্তর:- শব্দ।
- অর্থবােধক ধ্বনিকে বলা হয়? উত্তর:- শব্দ।
- শব্দের ধ্বনিকে কী বলা হয়? উত্তর:- শব্দ।
- শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? উত্তর:- ধ্বনি।
- শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে কী বলে? উত্তর:- রূপ।
- বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? উত্তর:- লিঙ্গ পরিবর্তন দ্বারা।
- কোনটি মৌলিক শব্দ? উত্তর:- ফুল।
- শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়? উত্তর:-তিন ভাগে।
- কোন দুটি শব্দ যৌগিক শব্দ? উত্তর:- গায়ক ও বাবুয়ানা।
- যােগরূঢ় শব্দের উদাহরণ কোনটি? উত্তর:- জলদ।
- কোনটি মৌলিক শব্দ? উত্তর:- গােলাপ।
- লাজুক কোন ধরনের শব্দ? উত্তর:- যৌগিক।
- বাংলার ভাষার শব্দসম্ভাররে বিদেশি কত ভাগ এসেছে? উত্তর:- ৮%।
- ব্যুৎপত্তিগত ভাবে বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? উত্তর:- পাঁচটি।
- তত্সম শব্দ বলতে কী বুঝায়? উত্তর:- সংস্কৃত শব্দ।।
- তৎসম শব্দ কোনটি? উত্তর:- নক্ষত্র।
- কোনটি তৎসম শব্দের উদাহরণ? উত্তর:- জ্যোৎস্না।
- ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? উত্তর:- সংস্কৃত।
- পাঠক শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত? উত্তর:- সংস্কৃত।
- চাঁদ কোন শ্রেণির শব্দ? উত্তর:- তদ্ভব।
- মা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর:- তদ্ভব।
- কুড়ি কোন শ্রেনির শব্দ? উত্তর:- দেশি।
- এক বাষার শব্দ অন্য ভাষায় স্থান পেলে তাকে কি বলে? উত্তর:- বিদেশি ভাষা।
- উকিল কোন দেশি শব্দ? উত্তর:- আরবি।
- রেস্তোরা কোন ভাষার শব্দ? উত্তর:- ফরাসি।
- জানালা শব্দটি কি শব্দ? উত্তর:- পর্তুগিজ।
- ইলিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর:- ইংরেজি।
- চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ? উত্তর:- চৈনিক।
- চানাচুর শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর:- হিন্দি।
- হরতন কোন ভাষার শব্দ? উত্তর:- ওলন্দাজ।
- সিডর কোন ভাষার শব্দ? উত্তর:- সিংহলি।
- ডাক্তারবাবু কোন শ্রেণির শব্দ? উত্তর:- মিশ্র।
- পটেকমার শব্দটি কোন শ্রেণির? উত্তর:- মিশ্র।
- গুনাহ শব্দটি কোন ভাষার শব্দ? উত্তর:- ফারসি।
- হাঙ্গামা শব্দটি কোন ভাষার শব্দ? উত্তর:- ফারসি।
- মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর:- পাঞ্জাবি।
- সমার্থক শব্দ ব্যবহার করলে কী হয়? উত্তর:- শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়।
- সমার্থক শব্দ ব্যবহার করলে- বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়।
- লাপাত্তা শব্দের লা উপসর্গটা বাংলা ভাষায় এসেছে? উত্তর:- আরবি ভাষা থেকে।
- আরবি ভাষার কোন উপসর্গটি বাংলায় ব্যবহৃত হয়? উত্তর:- লা।
- কদাকার শব্দটি কোন উপসর্গযােগ গঠিত? উত্তর:- দেশি উপসর্গযােগে।
- উপাচার্য শব্দটি কোন উপসর্গ দিয়ে গঠিত? উত্তর:- সংস্কৃত ও তৎসম।
- অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? উত্তর:- বিপরীত।
- খাঁটি বাংলা উপসর্গ যােগে সৃষ্ট পদ কোনটি? উত্তর:- অবেলা।
- অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? উত্তর:- আলুনি।
ধাতু প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা
ধাতু নিয়ে প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা এর সাজেশন ফাইনাল দেওয়া হলো।
- ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? উত্তর:- ধাতু।
- ধাতু কত প্রকার? উত্তর:- তিন প্রকার ।
- পাঠক শব্দটি কোন ধাতু হতে গঠিত? উত্তর:- সংস্কৃত।
- কাজটি ভাল দেখায় না। এই বাক্যর দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ? উত্তর:- কর্মবাচ্যের ধাতুর ।
- প্রকৃতি বলতে কী বুঝায়? উত্তর:- শব্দ ও ধাতুর মূল।
- শব্দ ও ধাতুর মূলকে কী বলে? উত্তর:-প্রকৃতি।
- বিভক্তিহীন নাম শব্দকে কী বলে? উত্তর:- প্রাতিপদিক।
- প্রত্যয় কত প্রকার? উত্তর:- ২ প্রকার। Z কোনটি নাম ধাতু? উত্তর:- ঘুমা।
- শব্দের মূলকে কী বলে? উত্তর:- প্রকৃতি
প্রত্যয় প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা
এখানে প্রত্যয় প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা র জন্য সাজেশন আলোচনা করা হলো।
- ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে? উত্তর:- কৃৎ প্রত্যয়।
- কৃৎ প্রত্যয় কাকে বলে? উত্তর:- ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে।
- উক্তি এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? উত্তর:- বচ+উক্তি।
- দর্শনীয় শব্দটির প্রকৃতি ও পত্যয় কী? উত্তর:-দৃশ+আনীয়।
- নায়ক শব্দের কৃৎপ্রত্যয় হচ্ছে? উত্তর:-ণী+অক।
- নয়ন শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয় কর? উত্তর:- নী+অন।
- বাধ+অন=বাধন কোন শব্দ? উত্তর:- কৃদন্ত শব্দ।
- মুক্তি এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর। উত্তর:- মুচ+ক্তি।
- সৃষ্টি এর প্রকৃতি পত্যয় কী? উত্তর:- সৃজ+তি।
- বর্গাদার কোন পত্যয়ের উদাহরণ? উত্তর:- বর্গা+দার।
- মেধাবী শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি/ উত্তর: মেধা+বিন।
- শৈশব এর প্রকৃতি ও পত্যয় কোনটি? উত্তর:- শিশু+ষ্ণ।
- বুদ্ধি শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কী? উত্তর:- বুধ+তি।
- বর্ষীয়ান এর প্রত্যয় কী? উত্তর:- বদ্ধ+ ঈয়স।
- ঢাকাই শব্দটি কোন যােগে গঠিত? উত্তর:- প্রত্যয়।
- শুদ্ধ বাক্যটি দেখান- তুমি কি আজ যাবে?।
- নিম্নের কোন বাক্যটি সঠিক? উত্তর:- আমার কথাই প্রমাণিত হলাে।
- শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন? উত্তর:- তিনি সাক্ষ্য দেবেন না।
- কোনটি শুদ্ধ বাক্য? উত্তর:- এ কথা প্রমাণিত হয়েছে।
- সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে। বাক্যটিতে কী ধরণের ভুল আছে? উত্তর:-বচন।
সন্ধি প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা
সন্ধি বিষয়ে প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন দিলাম এখানে।
- পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে/ পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে? উত্তর:- সন্ধি।
- কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়? উত্তর:- ধ্বনিতে ধ্বনিতে মিলনকে ।
- সন্ধির উদ্দেশ্য কোনটি? উত্তর:- ধ্বনিগত মাধুর্য সৃষ্টি।
- সন্ধির প্রধান সুবিধা কী? উত্তর:- উচ্চারণের সুবিধা।
- কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? উত্তর:- সব পদের সাথে সন্ধি হয় না।
- সন্ধি কত প্রকার? উত্তর:- ৩ প্রকার।
- রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ কী? উত্তর:- রত্ন+কার।
- পাগলামি শব্দের সন্ধি-বিচ্ছেদ করলে পাওয়া যায়- উত্তর:- পাগল+আমি।
- বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর:- বিদ্যা+ আলয়।
- জমানাে শব্দটির সন্ধি বিচ্ছেদ কী? উত্তর:- জমা+আনাে।
- শশাঙ্ক শব্দের সন্ধি বিচ্ছেদ কী? উত্তর:- শশ+অঙ্ক।
- দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর:- দ্বীপ+অয়ন।
- পরীক্ষা সন্ধি-বিচ্ছেদ কী হবে? উত্তর:-পরি-ইক্ষা।
- সতীশ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর:- সতী+ঈশ।
- রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কী? উত্তর:- রবি+ইন্দ্র।
- ঢাকা+ঈশ্বরী=ঢাকেশ্বরী কোন নিয়মে সন্ধি হয়েছে? উত্তর:- আ+ঈ=এ।
- শুভেচ্ছার সন্ধি বিচ্ছেদ কী? উত্তর:- শুভ+ইচ্ছা।
- দৈনিক শব্দটির সন্ধি বিচ্ছেদ কী? উত্তর:-দিন+এক।
- কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ? উত্তর:- ক্ষুধা+ঋত।
- শীতার্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর:- শীত+ঋত।
- তৃষ্ণার্ত এর সন্ধি বিচ্ছেদ কী? উত্তর:- তৃষ্ণা+ঋত।
- অত্যধিক এর সন্ধি বিচ্ছেদ কী? উত্তর:- অতি+অধিক।
- প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী? উত্তর:- প্রতি+উষ।
- ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ কী? উত্তর:- বি+অর্থ।
- পর্যালােচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী? উত্তর:- পরি+আলােচনা।
- সন্ধি বিচ্ছেদ করুন-অর্ধেক= অর্ধ+এক।
- স্বাধীন শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর:- স্ব+অধীন।
- গবেষণা শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? উত্তর:- গাে+এষণা।
- নাকিত শব্দের সন্ধি বিচ্ছেদ কী? উত্তর:- নৌ+ইক ।
- ভাবুক শব্দের সন্ধি বিচ্ছেদ কী? উত্তর:- ভৌ+উক।
- কোনটি লবণ এর সন্ধি বিচ্ছেদ? উত্তর:- লাে+অন।
- মনােরম শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? উত্তর:- মনঃ+রম।
- সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কী? উত্তর:- সম+চার।
- দুর্গতি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী? উত্তর:- দুঃ+গতি।
- উত্থাপন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর:- উৎ+স্থাপন।
লিঙ্গ প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা
নিচে লিঙ্গ নিয়ে প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা এর সাজেশন দেওয়া হলো।
- বাংলা ব্যকারণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না? উত্তর:-অব্যয়।
- শুল্ক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তর:- সারী।
- বাদশাহ এর লিঙ্গান্তর কোনটি? উত্তর:- বেগম।
- দেবর শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? উত্তর:- ননদ।
- বিধাবা শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর:-বিপত্নীক৷
- বীর শব্দের বিপরীত লিঙ্গ কী? উত্তর:- বীরঙ্গনা।
- পুরুষবাচক শব্দ কোনটি? উত্তর:-মায়াবী।
- কোনটি স্ত্রীবাচক শব্দ? উত্তর:- বৈষ্ণবী।
- ধাত্রী শব্দটি কোন লিঙ্গ? উত্তর:- স্ত্রী লিঙ্গ।
- বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তর:- নর-নারী।
- ভূত শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি? উত্তর:- পেত্নী।
- মালী শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তর:- মালিনী।
- আমি শব্দটি কোন লিঙ্গ? উত্তর:- উভয় লিঙ্গ।
- গরু কোন লিঙ্গ? উভয় লিঙ্গ।
- সমিতি কোন লিঙ্গ? উত্তর:-ক্লীবলিঙ্গ।
- স্ত্রী জাতীয় কাউকে সম্বােধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে? উত্তর:- সুজনীয়াসু। বকনা শব্দের অর্থ কী? উত্তর:- গাই-বাছুর।
- ঈ-প্রত্যয়যােগে লিঙ্গান্তর করা হয়েছে কোনটি? উত্তর:- ছাত্রী।
- লিঙ্গান্তর হয় না এমন কোন শব্দটি? উত্তর:- কবিরাজ।
- বােপা শব্দটির স্ত্রীবাচক শব্দ কী? উত্তর:-ধােপানী ।
- মালা শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? উত্তর:- মালিকা
- গণক শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? উত্তর:- গণকী।
- মানুষ মরণশীল এ বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ? উত্তর:- উভয়লিঙ্গ।
- সাথী শব্দটি কোন লিঙ্গ? উত্তর:- উভয় লিঙ্গ।
- মজুর শব্দটি স্ত্রীবাচক শব্দটি কোনটি? উত্তর:- মজুরনী।
- নিত্য পুরুষবাচক শব্দ নয় কোনটি? উত্তর:- জমিদার।
দ্বিরুক্ত/ দ্বিত্ব শব্দ প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা
এখানে দ্বিরুক্ত/ দ্বিত্ব শব্দ প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা জন্য সাজেশন আলোচনা করা হলো।
- এ একই শব্দ বারবার ব্যবহৃত হলে তাকে কী বলে? উত্তর:-দ্বিরুক্ত শব্দ।
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? উত্তর:- ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।
- শিশুটি মা মা বলে কাদছে- এখানে মা মা দিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর:- আগ্রহ।
- ঝির ঝির করে বাতাস বইছে । এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? উত্তর:- ধ্বনিব্যঞ্জনা।
- হাটে হাটে বিকিয়ে তাের ভরা আপন এ বাক্যে কোন দ্বিরুক্তির প্রয়ােগ ঘটেছে? উত্তর:- পদাত্মক।
বচন এর জন্য প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা
বচন এর জন্য প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা নিচে পেশ করা হলো।
- বচন কোন বিষয়ের ধারণা বােঝায়? উত্তর:-সংখ্যা।
- বচন অর্থ কী? উত্তর:- সংখ্যার ধারণা।
- নিচের কোনটি একবচন বাচক নির্দেশক? উত্তর:- টা।
- কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? উত্তর:- গ্রাম।
- নিচের কোনটি বহুবচন বাচক শব্দ? উত্তর:- রচনাবলি।
- বনে বনে ফুল ফুটেছে। এখানে ফুল কী? উত্তর:- বহুবচন।
- সাহেব শব্দের বহুবচন কোনটি? উত্তর:- সাহেবান।
- কাগজ এর বহুবচন কোনটি? উত্তর:- কাগজাত।
- গণকবর শব্দের গণ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর:- বহুবচন।
- সপ্তাহ কোন প্রকারের শব্দ? উত্তর:-গনণা বাচক।
- দশম শ্রেণি এখানে বিশেষণ কোন শ্রেণির? উত্তর:- ক্রমবাচক।
- গণণাবচক শব্দ কোনগুলাে? উত্তর:- এক,দুই।
- কোনটি ক্রমবাচক শব্দ? উত্তর:- প্রথম।
- পুষ্প শব্দের বহুবচন কোনটি? উত্তর:-পুষ্পদাম।
পদাশ্রিত নিদের্শক এর জন্য প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা
পদাশ্রিত নিদের্শক এর জন্য প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা এর সাজেশন তুলে ধরলাম।
- টা, টি, খানা, খানি ইত্যাদি – পদশিত নির্দেশক।
- কোন পদাশ্রিত নিদের্শক শব্দের আগে বসে? উত্তর:- গােটা।
সমাস এর জন্য প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা সাজেশন
এখানে পাবেন সমাস এর জন্য প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা সাজেশন।
- এ পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততােধিক পদকে এক পদে পরিণত করার নাম কি? উত্তর:-সমাস ।
- সমাস শব্দের অর্থ কী? উত্তর:- সংক্ষেপণ।
- সমাস নিষ্পন্ন পদইর নাম কী? উত্তর:- সমস্তপদ।
- সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? উত্তর:- উত্তর পর ও পরপদ।
- যে যে পদে সমাস হয় তাদেও প্রত্যেকটির নাম কী? উত্তর:- সমস্যামান।
- সমাস ভাষাকে/ সমাস বাক্যকে কি বলে? উত্তর:- সংক্ষেপ করে।
- সমাসের রীতিতে কোন ভাষা থেকে আগত? উত্তর:- সংস্কৃত।
- সমাস কত প্রকার? উত্তর:-6 প্রকার ।
- কোন সমাসে উভয়পদই বিশেষ্য? উত্তর:- দ্বন্দ্ব।
- পূর্বপদ ও পরপদ উভয়েরই অর্থপ্রাধাণ্যের ভিক্তিতে নিষ্পন্ন হয় কোন সমাস? উত্তর:-দ্বন্দ্ব।
- কর্মধারয় সমাসে কোন পদ প্রধান / কর্মধারয় সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে? উত্তর:- পরপদ।
- দ্বিগু সমাস কোন পদের প্রাধান্য থাকে? উত্তর:- পরপদ।
- পূর্বপদে বিভক্তির লােপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বােঝায় থাকে কী বলে? উত্তর: তৎপুরুষ সমাস।
- তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? উত্তর:- পরপদ।
- অব্যয়ীভাব সমাসে অব্যয় পদের অর্থ কী? উত্তর:- প্রধান থাকে।
- দ্বন্দ্ব বলতে কী বুঝায়? উত্তর:- জোড়া।
- সমাস সাধিত পদ কোনটি? উত্তর:- দম্পতি।
- দম্পতি শব্দটি কোন সমাস? উত্তর:-দ্বন্দ্ব সমাস।
- জায়া ও পতি সমাস করলে কি হয়? উত্তর:- দম্পতি। অহি নুকুল (অহি-নকুল) কোন সমাস? উত্তর:-দ্বন্দ্ব।
- জমা-খরচ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? উত্তর:- জমা ও খরচ।
- পথে ও প্রান্তরে= পথে-প্রান্তরে এটি কোন সমাস? উত্তর:- দ্বন্দ্ব সমাস।
- হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব? উত্তর:- সমার্থে।
- জলে-স্থলে কী সমাস? উত্তর:- অলুক দ্বন্দ্ব।
- নীল যে অম্বর= নীলাম্বর কোন সমাস? উত্তর:- কর্মধারয়।
- কোনটি রূপক সমাস নয়? উত্তর:- বাহুলতা।
- মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি? উত্তর:- মহতী যে কীর্তি।
- নরাধম শব্দটি কোন সমাস? উত্তর:- কর্মধারয় সমাস।
- নীলাকাশ কোন সমাস? উত্তর:- কর্মধারয় সমাস।
- নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ার? উত্তর:-সমাস ও সন্ধি।
- মৌমাছি কোন সমাস? উত্তর:- কর্মধারয়।
- সংবাদপত্র কোন সমাস? উত্তর:- মধ্যপদলােপী কর্মধারয়।
- উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উত্তর:- তুষারশুভ্র
- চাঁদমুখ কোন সমাস? উত্তর:- অব্যয়ীভাব ।
- চাঁদের এর ব্যাসবাক্য হলাে-চাদের মতাে মুখ।
- সিংহপুরুষ কোন সমাস? উত্তর:- উপমিত কর্মধারয়।
- মহানবী কোন সমাস? উত্তর:-কর্মধারয়।
- কাজলকালাে কোন সমাস? উত্তর:- কাজলের ন্যায় কালাে ।
- জীবনবীমা কোন সমাস? উত্তর:- কর্মধারয়।
- মনমাঝি কোন সমাসের উদাহরণ? উত্তর:- রূপক কর্মধারয়।
- মুক্তিযুদ্ধ কোন ধরনের কর্মধারয় সমাস। উত্তর:-মধ্যপদলােপী।
- পূর্ব পদের বিভক্তি লােপ পেয়ে যে সমাস হয় তাকে বলে? উত্তর:-তৎপুরুষ সমাস।
- তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? উত্তর:- তেল দিয়ে ভাজা-তেলেভাজা।
- অনাদর কোন সমাস? উত্তর:- নঞ তৎপুরুষ।
- বিশ্বকবি সমাস কি হবে? উত্তর:- বিশ্বের কবি।
- মধ্যাহ্নে কোন সমাস? উত্তর:- তৎপুরুষ।
- চিরসুখী শব্দটির ব্যাসকা্য কী? উত্তর:- চিরকাল ব্যাপিয়া সুখ ।
- বিশ্ববিদ্যালয় এর ব্যাসবাক্য কী? উত্তর:- বিশ্ববিদ্যার আলয়।
- প্রিয়ংবদা শব্দটির কোন সমাস? উত্তর:- উপপদ তৎপুরুষ।
- রাজপথ এর ব্যাসবাক্য কোনটি হবে? উত্তর:- পথের রাজা।
- কলুর বলদ কোন সমাস? উত্তর:- অলুক সমাস।
- ঘােড়ার ডিম কোন সমাস? উত্তর:- অলুক তৎপুরুষ।
- সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বােঝালে কোন সমাস হয়? উত্তর:- দ্বিগু।
- এতিম খানা কোন সমাস? উত্তর:- তৎপুরুষ। র পঞ্চনদ কোন সমাসের উদাহরণ? উত্তর:- দ্বিগু।
- পুথিগত কোন ধরনের সমাসবদ্ধ পদ? উত্তর:- তৎপুরুষ 4 দেবদত্ত কোন সমাস? উত্তর:-চতুর্থ তৎপুরুষ।
- বহুব্রীহি শব্দের অর্থ কী? উত্তর:- বহুধান।
- বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? উত্তর:- স্ত্রীর সহিত বর্তমান= সস্ত্রীক।
- সহােদর কোন সমাস? উত্তর:-বহুব্রীহি।
- সবান্ধব কোন সমাস? উত্তর:- বহুব্রীহি।
- নদীমাতৃক শব্দের সমাস হলাে-নদী মাতা যার।
- বীণাপাণি কোন সমাস? উত্তর:- বহুব্রীহি।
- অপয়া কোন ধরনের সমাস? উত্তর:- বহুব্রীহি সমাস।
- সমাস নির্ণয় কর; দশ আনন যার দশানন। উত্তর:- বহুব্রীহি।
- কৃতবিদ্য শব্দের ব্যাসবাক্য কোনটি? উত্তর:- কৃত বিদ্যা।
- আমরণ কোন সমাস? উত্তর:- অব্যয়ীভাব।
- ডনরামিষ কোন সমাস? উত্তর:- অব্যয়ীভাব।
- অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি? উত্তর:- উপকূল।
- গরমিল এর সঠিক ব্যাসবাক্য কোনটি? উত্তর:- মিলের অভাব।
- উপজেলা সমস্ত পদটির উপ পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর:-সাদৃশ্য।
- উপাচার্য শব্দটি কোন সমাস? উত্তর:- অব্যয়ীভাব।
- সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসে উদাহরণ? উত্তর:- অব্যয়ীভাব।
- কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? উত্তর:- গ্রামান্তর।
- অনুতাপ পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? উত্তর:- অণুতে যে তাপ।।
উপসর্গ সংক্রান্ত প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা সাজেশন
নিচে উপসর্গ সংক্রান্ত প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা সাজেশন আলোচনা করা হলো।
- ইংরেজি prefix শব্দকে বাংলায় কি বলে? উত্তর:-উপসর্গ।
- যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে তাদের কী বলে? উত্তর:- উপসর্গ।
- উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? উত্তর:- অব্যয়।
- উপসর্গের কাজ কী? উত্তর:- নতুন শব্দ গঠন।
- বাংলা ভাষায় কয়টি খাটি বাংলা উপসর্গ আছে? উত্তর:-একুশটি।
- বাংলা উপসর্গ কোনটি? উত্তর:- কুকথা।
- খাটি বাংলা উপসর্গ কোনটি? উত্তর:- রাম।
- ‘হা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? উত্তর:- অভাব অর্থে।
- বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কয়টি? উত্তর:- ২০টি।
- কারসাজি শব্দে কোন ভাষার উপসর্গ আছে? উত্তর:- ফারসি।
- নিমরাজি শব্দের নিম উপসর্গ কি অর্থ নির্দেশ করে? উত্তর:- কম।
প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা এর ধ্বনি পরিবর্তন
প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা এর ধ্বনি পরিবর্তন নিচে উপস্থাপন করা হলো।
- মধ্যস্বরাগমের সমার্থক কোনটি? উত্তর:-বিপ্রকর্ষ।
- কোনটি অপনিহিতির উদাহরণ? উত্তর:- আইজ।
- স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? উত্তর:- দেশি-দিশি।
- ধ্বনি বিপর্যয়ের উদারহণ কোনটি? উত্তর:- পিশাচ-পিচাশ ।
- ফাল্গুন-ফাগুন ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে? উত্তর:- অন্তর্হতি।
- মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতাে উচ্চারিত হলে তাকে কী বলে? উত্তর:- ক্ষীণায়ন।
- ফলাহার থেকে ফলার শব্দটি হওয়ার কারণ কী? উত্তর:- বর্ণলােপ।
- দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কী বলে? উত্তর:- ধ্বনি বিপর্যয়।
- পিশাচ-পিচাশ এরূপ পরিবর্তনকে বলা হয়? উত্তর:- ধ্বনি বিপর্যয়।
- Prothesis এর বাংলা প্রতিশব্দ কোনটি? উত্তর:-আদি স্বরাগম।
- Epenthesis এর অর্থ কী? উত্তর:- অপিনিহিতি
- কোনটি ধ্বনি বিপর্যয়ের উহাহরণ? উত্তর:- পিশাচ-পিচাশ।
- বিলাতি-বিলিতি কিসের উদাহরণ? উত্তর:- মধ্যগত।
- অপিনিহিতির উদাহরণ কোনটি? উত্তর:- আজি-আজ।
প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা এর ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
প্রাইমারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা এর ণ-ত্ব ও ষ-ত্ব বিধান নিচে দেওয়া হলো।
- ণ-ত্ব বিধান সাধারণত কোন শব্দে প্রযােজ্য/ ণ-ত্ব বিধান
- বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযােজ্য? উত্তর:| তৎসম/ সংস্কৃত।
- ণ-ত্ব বিধান কী? উত্তর:- বিদেশি শব্দের অভিজ্ঞতাজাত বিধান।
- কোনটি বানানটি শুদ্ধ? উত্তরঃ ক্ষীণজীবী। Z কোনটি শুদ্ধ বানান? উত্তর:- গৃহিণী।
- কোনটি শুদ্ধ বানান? উত্তর:- প্রণয়ণ ।
- কোন বানানটি শুদ্ধ? উত্তর:- পসারিণী।
- মানিক্য শব্দে ণ বসেছে ণ-ত্ব বিধানের কোন নিয়মে? উত্তর:- স্বভাবতই ণ হয়।
- কোনটি বানানটি শুদ্ধ? উত্তর:- পুণ্য।
- নিচের কোনটি শুদ্ধা বানান? উত্তর:- শূণ্য।
- খাটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না? উত্তর:- ষ, ণ।
- ণ-ত্ব বিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ? উত্তর:- পুরনাে।
- নিচের কোন বানানে স্বভাবইত মূর্ধন্য-ণ বসেছে? উত্তর:- বণিক।
- কোন বানানটি সঠিক? উত্তর:- পরিণয়।
- নিচের কোন শব্দগুচ্ছ ণ-ত্ব ও ষত্ব বিধান অনুসারে সঠিক? উত্তর:- ভাষণ, গ্রন্থ , জিনিস।
- নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়? উত্তর:- বাণ।
- শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ কোনটি? উত্তর:- ভবিষ্যৎ
- নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর:- চক্ষুম্মান।
- কোনটি শুদ্ধ বানান? উত্তর:- কৃষিজীবী।
- দুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ এত অপরিষ্কার বাক্যটি নিম্নরেখ পদে ষ/স ব্যবহারের- উত্তর:-দুটোই অশুদ্ধ।