প্রিয় পাঠক আসসালামু আলাইকুম। আশাকরি ভালো আছেন। আপনি যদি ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন ও সমাধান pdf 2022 সম্পর্কে তবে সঠিক জায়গায় এসেছেন। পাশাপাশি থাকছে পূর্বে ২০২১ ও বিগত সালের এই পদে অনুষ্ঠতি বিভাগের প্রশ্ন নিয়ে সমধান। শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য বিনীত অনুরোধ রইলো।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন ও সমাধান
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ এর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পদের পরীক্ষা ৯০ মিনিট এবং পুর্ণমান ৯০ মার্ক করা হয়েছে। এ পদের প্রশ্নপত্রের বিস্তারিত সমাধান তুলে ধরা হলো।
১। “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার” বিষয়ে ১০ টি বাক্য নিচে লেখা হলো।
ক) গণতন্ত্র, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠাই হলো আইসিটির মূল উদ্দেশ্য।
খ) বাংলাগভনেট প্রকল্পে বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ/ দপ্তরকে জাতীয় নেটওয়ার্কের সাথে সংযুক্তকরণের জন্য দেশব্যাপী ফাইবার ক্যাবল স্থাপন করা হয়েছে।
গ) ইনফো- সরকার-২ প্রকল্পের অধীনে জেলা ও উপজেলার সকল সরকারি অফিসে আইসিটি নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ১৮,৪৩৪ টি সরকারি দপ্তরকে একীভূতকরণসহ ভিডিও কনফারেন্সিং সিস্টেম স্থাপন এবং উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরগুলো অপটিক্যাল ফাইবার ক্যাবল দ্বারা সংযুক্ত করা হয়েছে।
ঘ) দেশের সকল সরকারি অফিস এবং ইউনিয়ন পরিষদ অফিসে উচ্চগতি ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগ প্রদানের কাজ চলমান আছে।
ঙ) রুপকল্প- ২০২১ বাস্তবায়নে দুর্গম এলাকায় কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান করা হবে।
চ) ডিজিটাল আইল্যান্ড মহেশখালী প্রকল্পের অধীনে উপকূলীয় দ্বীপাঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ই-কমার্স কার্যক্রম পরিচালনা চলমান রয়েছে।
ছ) এলআইসিটি প্রকল্পে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ক্লাউড কম্পিউটিং , ব্লকচেইন, মেডিকেল স্ক্রাইব, ভার্চুয়াল রিয়েলিটি ডাটা এনালাইটিক্স রোবোটিক্স, মেশিন লার্নিং ইতায়দি বিষয়ে চাকরি প্রদান এবং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
জ) লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে সারা দেশব্যাপী ফ্রিল্যান্সারের উপর তরুনদের প্রশিক্ষণ দিয়ে প্রায় ১৫ লক্ষ ইউএস ডলার উপার্জন করেছে।
ঝ) প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে বিনামূল্যে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া অন্তে আত্নকর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
ঞ) এছাড়াও সারা দেশব্যাপী ছাত্র-শিক্ষকসহ অন্যান্য গবেষকদের গবেষণা কাজের জন্য অনলাইনে এবং দেশের বিভিন্ন স্থানে নানান ধরণের বিশেষায়িত ল্যাব, পার্ক ইত্যাদি স্থাপন করা হয়েছে। এর মধ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ, সরকারি কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ, ফেসবুকের #BoostYourBusiness এর আওতায় প্রশিক্ষণ, She Power Project, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাশরুম, শিক্ষার উৎকর্ষ সাধনে শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন, মুক্তপাঠ, কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ইত্যাদি।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর বাংলা সমাধানঃ
২। অর্থসহ বাক্য রচনাঃ
ক) কাপুড়ে বাবু– ভণ্ড (আজকাল কাপুড়ে বাবুর সাথে সম্পর্ক রাখা অনেক মুশকিল, কারণ তারা কথা দিয়ে কথা রাখেনা)
খ) কাকনিদ্রা– অগভীর নিদ্রা (কাক নিদ্রার মত ঘুমিয়ে শরীরের বেহাল দশা হয়েছে।)
গ) আকাশ কুসুম– অবাস্তব কল্পনা (এতো আকাশ কুসুম ভাবলে কোন আশাই পূরণ হবেনা।)
ঘ) আদায় কাঁচকলায়– ভীষণ শত্রুতা (রহিমের সাথে আমার আদায় কাঁচকলায় থাকার কারণে ফাইল অনুমোদন করছেনা।)
ঙ) আটকপালে– হতভাগ্য (আমার মত আটকপালে একটিও নেই যে আজ পর্যন্ত একটাও সরকারি চাকরি পেলাম না।)
৩। এক কথায় প্রকাশঃ
ক) কাজে ক্লান্তি নেই যে কর্মীর– অক্লান্তকর্মী
খ) জয় করার ইচ্ছা– জিগীষা
গ) কম কথা বলে যে– মিতভাষী
ঘ) অনুকরণ করার ইচ্ছা– অনুচিকীর্ষা
ঙ) ভোজন করার ইচ্ছা- বুভুক্ষা
৪। সন্ধি বিচ্ছেদঃ
ক) সন্ধি- সম্ + ধি
খ) নিরাময়- নির + আময়
গ) মৃন্ময়- মৃৎ + ময়
ঘ) দ্যুলোক- দিব্+লোক
ঙ) স্বাধীন- স্ব+অধীন
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর ইংরেজিঃ
৫। Write a paragraph n “Computer”.
৬। Change the Voice.
Active voice | Passive voice |
a. I may help you. | You may be helped by me. |
b. I gave him a book. | A book was given him by me.
or, He was given me a book. |
c. He killed himself. | He was killed by himself. |
d. He made me do the work. | I was made do the work by him. |
e. I saw him reading a book. | He was seen reading a book by me. or, A book was seen reading him by me. |
৭। Idioms and phrases with sentence making.
a. A far cry- My house is in far cry, so I was late to go to college.
b. Apple of discord- Apple of discord Two pieces of land are the apple of discord between two brothers
c. Come into force- After having food, he comes into force.
d. Call in- My mother is sick now, please call in a doctor.
e. Black and white- Rahim is black and white honest man.
৮। Filling gaps with appropriate prepositions:
a. The teaching staff of an academy is subordinate to the principal.
b. Mohsin is famous for his kindness.
c. We should not laugh at the poor.
d. The cow lives on grass.
e. Bangladesh is rich with natural gas.
৯। Translate into English.
ক. সাঁতার একটি ভাল ব্যায়াম- Swimming is a good exercise.
খ. তুমি এ কাজটি কি করে করলে? How did you do this work?
গ. তোমাকে অথবা আমাকে সেখানে যেতে হবে- Either you or I have to go.
ঘ. অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু- A friend in need is a friend indeed.
ঙ. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে– It has been drizzling since morning.
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর সাধারণ গণিতঃ
সাধারণ গণিত
১০। একটি টেবিল ১০% ক্ষতিতে বিক্রি করা হল, বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হত, টেবিলটির ক্রয়মূল্য কত?
১১। উৎপাদকে বিশ্লেষণ করুনঃ
ক) 4x^4+1 খ) 4x^2+5x+6
১২। একটি সমদ্বিবাহু ত্রিভূজের একটি কোণের মান ১২০ ডিগ্রি হলে অপর যে কোন একটি কোণের মান কত?
শেষ কথাঃ
উপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ এর পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান ২০২১ এবং ২০২২ স২ দেওয়া হল। You are here for office assistant question solution in detail 2022. ভাল লেগে থাকলে শেয়ার করে দিন।