প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত বাংলাদেশ ট্যুরিজম বাের্ড এর প্রশাসনিক কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান লিখিত প্রশ্নপত্র ১০০% নির্ভুল ব্যাখ্যাসহ আলোচনা করা হলো। [ads1]
০১। প্রশাসনিক কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান বাগধারা
০১। প্রশাসনিক কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান এর জন্য নিচের বাগধারাগুলো দিয়ে অর্থসহ বাক্য রচনা করুন: [ads1]
(ক) অন্ধের যষ্ঠি- (একমাত্র অবলম্বন)- অন্ধ মায়ের জন্য ছেলেটাই একমাত্র অন্ধের যষ্ঠি।
(খ) গায়ে ফুঁ দিয়ে বেড়ানো- (কোন দায়িত্ব গ্রহণ না করা)- গায়ে ফুঁ দিয়ে বেড়ালে সংসারের উন্নতি হবেনা।
(গ) লেফাফা দুরস্ত- (পরিপাটি)- লেফাফা দুরস্ত টাইপের লোকদের উপরে উপরে সবাই পছন্দ করলেও ভিতরে কেউ তাকে পছন্দ করেন না।
(ঘ) উড়ো কথা- (গুজব)- উড়ো কথায় কান দিতে নেই।
(ঙ) জগাখিচুড়ি- (এলোমেলো)- শিক্ষকের জগাখিচুরি লেকচারে ছাত্ররা হতবুদ্ধি হয়ে গেল।
০২। বাক্য সংক্ষেপণ (একটি মাত্র শব্দে ভাব প্রকাশ করুন)ঃ
এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ করার জন্য প্রশাসনিক কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান আলোচিত হলো। [ads1]
(ক) সেতারের ঝংকার- কিঙ্কিনি
(খ) নিন্দা করার ইচ্ছা- নিন্দুক
(গ) নৌ চলাচলের যােগ্য- নাব্য
(ঘ) যা নিবারণ করা যায় না- অনিবারিতঅনিবারিত অঅঅনিবারিতনিবারিতনিবারিত
(ঙ) কুলের কীর্তি বর্ধনকারী যে সন্তান- কুলপ্রদীপ
০৩। সন্ধি বিচ্ছেদ করুন:
নির্ভুল সন্ধি বিচ্ছেদের জন্য প্রশাসনিক কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান তুলে ধরছি। [ads1]
(ক) অতীপ্ৰিয়- অতি+ প্রিয়
(খ) কথাচ্ছলে- কথা+ ছলে
(গ) সদুপায়- সদা+ উপায়
(ঘ) বৃহস্পতি- বৃহৎ+ পতি
(ও) মনোযোগ- মনঃ+ যোগ
০৪। শব্দগুলাের শুদ্ধরুপ লিখুন:
নিচের শব্দগুলোর শুদ্ধরুপ লেখার জন্য প্রশাসনিক কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান উপস্থাপন করছি। [ads1]
(ক) অদ্যবদি- অদ্যবধি
(খ) প্রত্নতত্ব- প্রত্নতত্ত্ব
(গ) মনিষী- মনীষী
(ঘ) মুমুর্মু- মুমূর্ষু
(ঙ) প্রতিচীকির্ষা- প্রতিচিকীর্ষা
০৫। বাংলায় অনুবাদ করুনঃ
প্রশাসনিক কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান যা Translation তুলে ধরলাম। [ads1]
Our Constitution starts with three words: ‘We, The People’. The Words are simple but mighty. They are also revolutionary in nature. They are mighty because they signify the collective mind of the nation. They are revolutionary because they represent a glorified moment of the Bengali Nation’s commitment for oneness. This oneness develops into an image of a document which we call the constitution.
“আমাদের সংবিধান তিনটি শব্দ দিয়ে শুরু হয়: ‘আমরা, জনগণ’। শব্দগুলো সহজ কিন্তু শক্তিশালী। প্রকৃতিগতভাবেও তারা বিপ্লবী। তারা পরাক্রমশালী কারণ তারা জাতির সম্মিলিত মনকে তাৎপর্যমন্ডিত করে। তারা বিপ্লবী কারণ তারা বাঙালি জাতির ঐক্যের প্রতিশ্রুতির একটি মহিমান্বিত মুহূর্ত উপস্থাপন করে। এই একতা একটি দলিলের প্রতিচ্ছবিতে বিকশিত হয় যাকে আমরা সংবিধান বলি।”
০৬। অনুচ্ছেদ লিখুন যে কোন একটি:
ক) পদ্মা সেতু
(খ) রাতারগুল জলাবন।
০৭। Fill in the blanks with the most appropriate words:
Fill in the blanks এর প্রশাসনিক কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান এখানে দিলাম।
(a) I… Shakespeare when I was 15 years old.
Ans: met, saw (এখানে অনেক শব্দ হতে পারে)
(b) I have never … Tangail
Ans: been to
(c) My father arrived while I… the dinner
Ans: had had
(d) The doctor insisted that the girl …. for Covid 19 immediately.
Ans: should take vaccine
(e) The babysitter …. awake until the child’s parents go home.
Ans: still
[ads1]
০৮। Make sentences with meanings of idioms & phrases given bellow:
এখানে Idioms & phrases উত্তরের জন্য প্রশাসনিক কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান আলোচনা করা হলো।
(a) A bed of roses- (used in reference to a situation or activity that is comfortable or easy)- Life is not a bed of roses, it is full of thorns.
(b) Cold Blood- (done or acting without consideration)- He killed the bird with cold blood.
(c) Bag and Baggage- (completely)- He left the hostel bag and baggage.
(d) With a view to- ( with the hope, aim, or intention of)- I went to market with a view to buying shoes.
(e) Snake in the grass- (a treacherous or deceitful person)- We always should avoid snake in the grass.
০৯। Write a paragraph
about “The Consequences of Climate Change in the Future of Bangladesh”. [ads1]
১০। Write the antonym of the following words:
(a) Handsome- ugly
(b) Delete- insert
(c) Mobile- motionless
(d) Omnipotent- impotent
(e) Reluctant- eager
১১। ‘Translate into English:
প্রশাসনিক কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান (Translation) [ads1]
(ক) পদ্মা সেতুকে কেন্দ্র করে পাল্টে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি- The economy of the south-western region is changing around the Padma Bridge.
(খ) কৃষি উৎপাদন ও প্রক্রিয়াকরণের সমস্যা মােকাবেলার জন্য জীবপ্রযুক্তি ব্যবহৃত হচ্ছে- Biotechnology is being used to solve the problem of agricultural production and processing.
(গ) আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের কারণে অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে- The economy is prospering due to the use of modern information technology.
(ঘ) দেশপ্রেমিক নাগরিক বাংলাদেশের প্রধান সম্পদ- Patriotic citizens are the main asset of Bangladesh.
(ঙ) শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গি পুনর্গঠন করে- Education restructures the human attitude.
(চ) ভ্রমণে মানুষের চিত্ত বিকশিত হয়- The human mind develops during travel.
(ছ) বাঙ্গালীর আত্মার সাথে বাংলা ভাষা মিশে আছে- Bengali language is mixed with the soul of Bengali.
(জ) প্রত্যেক জাতির মাতৃভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে- Every mother tongue of every nation has its own characteristics.
১২। প্রশাসনিক কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান (গণিত)
প্রশাসনিক কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান এর গণিত বিষয়ে সমাধান তুলে ধরছি। [ads1]
(ক) একটি ত্রিভুজের পরিসীমা ৩৬ মিটার। বাহগুলাের দৈর্ঘ্যের অনুপাত ৩: ৪:৫ হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধানঃ
দেওয়া আছে, ত্রিভুজটির পরিসীমা ৩৬ মি.।
সুতরাং, ৩x+৪x+৫x=৩৬ বা, ১২x=৩৬
তাই, x= ৩
অর্থাৎ, ত্রিভুজটির বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে ৩×৩ বা ৯ মি.,
৩×৪ বা ১২ মি.
এবং ৫×৩ বা ১৫ মি.।
এবার, ত্রিভুজটির অর্ধ-পরিসীমা হল ৩৬÷২=১৮ মি.
সুতরাং, ত্রিভুজটির ক্ষেত্রফল হল= √[১৮×(১৮—৯)×(১৮—১২)×(১৮—১৫)]
=√[১৮×৯×৬×৩]
=√(৬×৩×৩×৩×৬×৩)
=৬×৩×৩ বর্গ মি.
= ৫৪ বর্গ মি. (উত্তর)
(খ) চিনির মুলা ৬% বেড়ে যাওয়ায় ১০৬০ টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত, এখন তার চেয়ে ৩ কেজি চিনি কম কেনা যায়। চিনির বর্তমান দর কেজি প্রতি কত? পূর্বে চিনির দাম কেজি প্রতি কত ছিল?
সমাধানঃ দ্রব্যমূল্যের শতকরা হার বৃদ্ধি পাওয়া দ্রব্যের বর্তমান মূল্য= (বৃদ্ধির প্রাপ্ত মূল্যে হার X মোট মূল্য) ÷ (১০০ + যে পরিমাণ পণ্য কম হয়েছে)
অতএব, দ্রব্যের বর্তমান মূল্য= (৬ X ১০৬০) ÷ (১০০ X ৩)
= ২১.২০ টাকা (উত্তর)
(গ) x=a+1/a এবং y= a-1/a হলে x^4+y^4-2x^2y^2 এর মান নির্ণয় করুন।
সমাধানঃ x^4+y^4-2x^2y^2= (x^2-y^2)^2
= {(x+y) (x-y)}^2
= {(a+1/a+a-1/a) (a+1/a-a+1/a)}
= (2a*2/a)
= 4 (ans.)
(ঘ) দেখান যে, (a+2b) (3a+2) দুইটি পূর্ণ বর্গের অন্তরফলের সমান।
সমাধানঃ
ধরি, a+2b= a
3a+2= b
তাই মান বসিয়ে পাই, (a+2b)(3a+2)=ab, ফলে ab এর সূত্র প্রয়োগ করতে হবে। আমরা জানি, ab = {(a+b)÷2}²-{(a-b)÷2}² এবং এই সূত্রে a=a+2b এবং b=3a+2 বসাতে হবে।
এখন ab ={(a+b)÷2}²-{(a-b)÷2}² ={(a+2b+3a+2)÷2}²-{a+2b-3a-2)÷2}² [a=a+2b এবং b=3a+2 বসানো হয়েছে এবং মাইনাসের পর চিহ্ন পরিবর্তন হয় বলে 3a+2 চিহ্ন পরিবর্তন হয়ে -3a-2 হয়েছে]
১৩। প্রশাসনিক কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান (সাধারণ জ্ঞান)
প্রশাসনিক কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান এর সাধারণ জ্ঞান বিষয়ে সমাধান তুলে ধরছি। [ads1]
(ক) ছয় দফা দিবস কবে পালিত হয়? ছয়দফা দিবস পালনের প্রেক্ষাপট কি?
উত্তরঃ ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি। ঐতিহাসিক ৭ জুন, ছয় দফা দিবস। ছয় দফা কর্মসূচি বাঙ্গালি জাতির `মুক্তির সনদ` (Charter of Freedom) বা `ম্যাগনাকার্টা` হিসাবে পরিচিত।
১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান লাহোরে বিরোধী দলের একটা সম্মেলনে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন এবং সেই বছরের ২৩ মার্চ লাহোরের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। কিন্তু ৭ জুন কেন ছয় দফা দিবস হিসাবে পালন করা হয়? পরে এই আন্তঃজাল ঘেটে সঠিক তথ্যগুলো উদঘাটন করা সম্ভব হল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি তাসখন্দ চুক্তিকে কেন্দ্র করে লাহোরে অনুষ্ঠিত সম্মেলনের সাবজেক্ট কমিটিতে ছয় দফা উত্থাপন করেন এবং পরের দিন সম্মেলনের আলোচ্যসূচিতে যাতে এটি স্থান পায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
এই সম্মেলনে বঙ্গবন্ধুর এ দাবির প্রতি আয়োজক পক্ষ থেকে গুরুত্ব প্রদান করেনি। তারা এ দাবি প্রত্যাখ্যান করে। প্রতিবাদে বঙ্গবন্ধু সম্মেলনে যোগ না দিয়ে লাহোরে অবস্থানকালেই ছয় দফা উত্থাপন করেন।
সেদিন পাকিস্তানের তৎকালীন সেনাশাসক জেনারেল আইয়ুব খান অস্ত্রের ভাষায় ছয় দফা মোকাবেলার ঘোষণা দিয়েছিলেন। ছয় দফার সমর্থনে ১৯৬৬ সালের ১৩ মে আওয়ামী লীগ আয়োজিত পল্টনের জনসভায় ৭ জুন হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।
মাসব্যাপি ৬ দফা প্রচারে ব্যাপক কর্মসূচিও ঘোষণা করা হয়। সামরিকজান্তার ১৪৪ ধারা, নির্যাতন, নিষ্পেষণ ও গুলিবর্ষণ উপেক্ষা করে দেশব্যাপী ছয় দফা দাবিতে ছাত্র, শ্রমিক, কৃষক, মজুরসহ আপামর জনগণের স্বতঃস্ফুর্ত আন্দোলনে ও শ্রমিকনেতা মনু মিয়াসহ এগারো শহীদের রক্তে রঞ্জিত ৭ জুন অমরত্ব লাভ করল।
৭ জুন স্বীকৃতি অর্জন করল বাঙালির `মুক্তির সনদ` ছয় দফার দিবস রূপে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি তাসখন্দ চুক্তিকে কেন্দ্র করে লাহোরে অনুষ্ঠিত সম্মেলনের সাবজেক্ট কমিটিতে ছয় দফা উত্থাপন করেন এবং পরের দিন সম্মেলনের আলোচ্যসূচিতে যাতে এটি স্থান পায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
(খ) ভৌগােলিক নির্দেশক পণ্য কি? এ পর্যন্ত কি কি পণ্য ভৌগােলিক নির্দেশক পথ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, লিখুন।
উত্তরঃ- কোনো একটি দেশের মাটি, পানি, আবহাওয়া এবং ওই জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে সেটিকে ওই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যেমনঃ জামদানি, ইলিশ, ‘চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম, বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুর কাটারীভোগ, কালিজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, মসলিন, বাগদা চিংড়ি, ফজলি আম সহ মোট ১১ টি।
(গ) কোথায় অবস্থিত লিখুন:
(1) গ্রেট বেরিয়ার রীফ- প্রশান্ত মহাসাগরে।
(2) নায়াগ্রা জলপ্রপাত- কানাডায়
(3) বৈকাল হৃদ- রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণভাগে অবস্থিত।
(4) ডেড সী- ইসরায়েল ও জর্ডানের মধ্যে।
(5) চিম্বুক পাহাড়- বান্দরবান জেলার রুমা সদর এবং বান্দরবান সদরে।
(6) পূর্ণরূপ লিখুন:
NICAR- National Implementation Committee for Administrative Reforms
ECNEC- Executive Committee of the National Economic Council – Wikipedia
GSP- Generalized System of Preferences
PRSP- Poverty Reduction Strategy Papers
UNESCO- United Nations Educational, Scientific and Cultural Organization
UNESCO