নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস সহায়ক প্রশ্ন সমাধান

গতকাল শুক্রবার অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস সহায়ক প্রশ্ন সমাধান করার জন্য হাজির হলাম। এখানে রয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পরীক্ষার বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীর ব্যাখ্যাসহ প্রশ্ন ও উত্তর।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস সহায়ক প্রশ্ন সমাধান
নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস সহায়ক প্রশ্ন সমাধান

নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস সহায়ক প্রশ্ন সমাধান বাংলা

Read More :   কার্য সহকারী নিয়োগ প্রশ্ন সমাধান সহ

এখানে নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস সহায়ক প্রশ্ন সমাধান বাংলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

Now read: iBAS | iBAS++| iBas2 | Pay Fixation | Integrated Budget and Accounting System | অনলাইনে বেতন নির্ধারণ

০১. সন্ধি বিচ্ছেদ করুন:

ক) বৃষ্টি = বৃষ্ + তি

খ) পরস্পর = পর + পর

গ) চলচ্চিত্র = চ‍লৎ + চিত্র

ঘ) আশ্চর্য = আ+চর্য +

ঙ) অহরহ = অহঃ + অহ

০২. নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন:
কপোল ভাসিয়া গেল নয়নের জলে। উত্তর: কর্মকারকে শূন্য বিভক্তি

০৩. এক কথায় প্রকাশ করুন:

যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ রাখতে পারে।
উত্তরঃ জাতিস্মর

০৪. অর্থসহ বাক্য রচনা করুন:

ক) গৌরচন্দ্রিকা (ভূমিকা): গৌরচন্দ্রিকা বাদ দিয়ে আসল কথার ব্যাপারে আলোচনা করো।

খ) শিরে সংক্রান্তি (আসন্ন বিপদ): আমার এখন শিরে সংক্রান্তি, কীভাবে সব সামলাবো তাই ভাবছি।

Read More :   জুনিয়র সহকারী ম্যানেজার প্রশ্ন সমাধান (বিটিসিএল- ব্যাখ্যাসহ)

গ) লেফাফা দুরস্ত (বাইরে ঠাট বজায় রেখে চলেন যিনি): এই লেফাফা দুরন্ত লোকটিকে দেখে ইনি কপর্দকশূন্য।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস সহায়ক প্রশ্ন সমাধান গণিত

Read More :   ৩৮২ টি হাইভোল্টেজ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী বিসিএস, ব্যাংক ও প্রাথমিক পরীক্ষার জন্য

এখানে নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস সহায়ক প্রশ্ন সমাধান গণিত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

০৫. বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য, গ্রন্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার, ১২ মিটার ও ৪ মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে?

সমাধান: ঘরের আয়তন = দৈর্ঘ্য × গ্রন্থ x উচ্চতা = ১৬ × ১২ ×৪ = ৭৬৮ ঘনমিটার
= ৭৬৮ x ১০০০ কিলোগ্রাম (যেহেতু ১  ঘনমিটার = ১০০০ কিলোগ্রাম।

= ৭৬৮০০০ কিলোগ্রাম

অতএব, ঘরটিতে বায়ু আছে = ৭৬৮০০০ X ০.০০১২৯
= ৯৯০.৭২ কিলোগ্রাম

উত্তর: ৯৯০.৭২ কিলোগ্রাম

০৬. সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করুন:

১,৫, ৬, ১১, ১৭, ২৮,

সমাধান: তালিকার সংখ্যাগুলো ১.৫. ৬. ১৭. ১৮. প্রদত্ত সংখ্যাগুলোর একটি প্যাটার্নে লেখা হয়েছে। পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। অতএব, পরবর্তী সংখ্যাটি হবে ১৭+২৮= ৪৫

উত্তর: ৪৫

০৭. উৎপাদকে বিশ্লেষণ করুন: 3x^2 + x- 10

সমাধান: 3x^2 + x – 10
= 3x^2 + 6x – 5x-10
= 3x(x + 2)- 5(x + 2)
= (x + 2) (3x – 5) Ans:

নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস সহায়ক প্রশ্ন সমাধান ইংরেজি

Read More :   অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২ (সকল বিভাগ)

এখানে নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস সহায়ক প্রশ্ন সমাধান ইংরেজি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

০৮. Fill in the gaps:
a) I am good…… translation.
Ans: at ( good at = দক্ষ)

b) He is……. to die.
Ans: about (about to die = প্ৰায় মৃত)

c) The police is looking……. the case.
Ans: into (looking into = তদন্ত করা )

d) Rahul is…….. one-eyed man.
Ans: a

e) He went to the airport to see…… uncle.
Ans: off (see off = বিদায় জানানো)

০৯. Correct the following sentences:

a) It is time to did the work
Ans: It is time to do the work.

b) I wish I was a king.
Ans: I wish I were a king.

(c) He danced instead of sung.
Ans: He danced instead of singing.

d) Would you mind open the foor?
Ans: Would you mind opening the door?

e) He saw her pulse.
Ans: He felt her pulse./He took her pulse.

নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস সহায়ক প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান

Read More :   ৪১ তম বিসিএসের বাংলাদেশ বিষয়াবলীর পূর্ণ সমাধান

এখানে নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস সহায়ক প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

১০. সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

ক) বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয় কত সালে ও কত তারিখে? উত্তর: বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল।

খ) বাংলাদেশের নামকরণ করেন কে? উত্তর: বাংলাদেশের নামকরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

গ) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কোন সালে, কত তারিখে?
উত্তর: শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।

ঘ) পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তর: পদ্মা সেতু মুন্সিগঞ্জ ও শরিয়তপুর দুটি জেলাকে সংযুক্ত করেছে।

ড) বাংলাদেশ ক্রিকেট টেস্ট মর্যাদা লাভ করে কোন সালে?
উত্তর: বাংলাদেশ ক্রিকেট টেস্ট মর্যাদা লাভ করে ২০০০ সালে।

চ) বলাকা, দোয়েল, আকবর, কাঞ্চন, বরকত- কোন ফসলের উন্নত জাতের নাম?
উত্তরঃ বলাকা, দোয়েল, আকবর, কাঞ্চন, বরকত হলো গমের উন্নত জাতের নাম।

ছ) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক/নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উত্তর: উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক/নির্ণায়ক যন্ত্রের নাম হলো ক্রেসকোগ্রাফ।

জ) বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কোন সালে?
উত্তরঃ বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে।

ঝ) “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটির রচয়িতা কে?
উত্তর: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটির রচয়িতা হলেন আবদুল গাফ্ফার চৌধুরী।

ঞ) UNESCO এর পূর্ণরূপ কী?
উত্তর: UNESCO এর পূর্ণরূপ হলো United Nations Educational Scientific and Cultural Organization.