সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য চাকরির নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সমাস ১০০% কমন পাবেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। যা ২০২১ এবং ২০২০ সালে সকল চাকরির নিয়োগ পরীক্ষার সমাস অধ্যায়ে এসেছিল। আসুন বিস্তারিত দেখে নিই। আপনারা এখানে নিয়োগ পরীক্ষার সমাস, সমাস প্রশ্নোত্তর, বিস্তারিত সমাস, সমাস কি, সমাস চেনার উপায়, সমাসের উদাহরণ সম্পর্কে জানতে পারবেন।
[ads1]

নিয়ােগ পরীক্ষার সমাস
[ads1]
০১. কর্মধারয় সমাস কোনটি? খাদ্য অধিদপ্তরে নিয়ােগ পরীক্ষা (ম্প্রেম্যান)-২২) ক. মুখচন্দ্র
খ. মধুমাখা গ. কদাচার
ঘ. মহারাজ
উত্তর: গ,ঘ দুইটাই হবে।
০২. সমাস’ ভাষাকে (টিবিএল ও এএসপি কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল টেকনােলজিস্ট (ল্যাব)-২২
ক. বিস্তৃত করে
খ. সংক্ষেপ করে গ. অর্থবােধক করে
ঘ. ভাষা রূপ ক্ষুন্ন করে
ঘ. ভাষা রূপ ক্ষুন্ন করে
উত্তরঃ খ
উত্তর: খ
০৩. “আমরা” এর সঠিক ব্যাস বাক্য কোনটি? (টিবিএল ও এএসপি কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল টেকনােলজিস্ট)
(ল্যাব)-২২) ক. আমি, সে ও তুমি
খ. আমি, তুমি ও সে গ. সে, তুমি ও আমি ঘ. তুমি, সে ও আমি
উত্তর: খ
০৪. দিন দিন = প্রতিদিন কোন সমাস? টিবিএল ও এএসপি কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর , মেডিকেল টেকনােলজিস্ট (ল্যাব)
খ. দ্বন্দ্ব
ক. অব্যয়ী ভাব। গ. দ্বিগু
ঘ. বহুব্রীহি
উত্তর: ক
০৫. কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস? কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ), অডিটর-২২ ক) রাজপুত্র।
খ) বিয়েপাগল গ) ছাত্রাবাস
ঘ) মৃগশিশু
উত্তরঃ ক
০৬. নীচের কোনটি অব্যয়ীভাব সমাস? কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ), অডিটর-২২) ক) একচোখা
খ) দোনলা। গ) সামীপ্য
ঘ) উনপাজুরে
উত্তরঃ গ
০৭. মধ্যপদলােপী বহুব্রীহি সমাসের উদাহরণ (সমন্বিত ৯ ব্যাংক (জেনারেল অফিসার)-২২)
ক. গায়েপড়া
খ. কানেখাটো গ. হাতেখড়ি
ঘ. সেতার
উত্তর: গ
০৮. ব্যাধিকরণ বহুব্রীহি সমাস কোনটি? খাদ্য অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১)। ক. সুশ্রী
খ. নিরুপায় গ. সহােদর
ঘ. কথাসর্বস্ব
উত্তর: ঘ
[ads1]
০৯. কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? খাদ্য অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১)।
ক. বাগদত্তা (বাক দ্বারা দত্তা) খ. জীবনবীমা (জীবন রক্ষার বীমা) গ. গমনাগমন (গমন ও আগমন) ঘ. নদীমাতৃক (নদী মাতা যার)।
উত্তর: ক
১২. অরুণরাঙা’ শব্দটি কোন সমাস? (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর; উপ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)-২১)।
ক. কর্মধারয়
খ. দ্বন্দ্ব গ. তৎপুরুষ ঘ. অব্যয়ীভাব
উত্তর: ক
১৩. সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদটির নাম- {মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়ােগ পরীক্ষা (অফিস সহকারী-কামকম্পিউটার অপারেটর/ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর)-২১} ক) সমস্ত পদ
খ) সমস্যমান পদ গ) পূর্ব পদ ঘ) উত্তর পদ
উত্তর: ক
১৪. ‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস (জুনিয়র শিক্ষক)-২১) ক. বিস্ময় দ্বারা আপন্ন
খ. বিস্ময়ে আপন্ন গ, বিস্ময়কে দ্বারা আপন্ন। ঘ. বিস্ময়ে যে আপন্ন
উত্তর:— ব্যাখ্যা: সঠিক উত্তর: বিস্ময়কে আপন্ন।
১৫. মৃগশিশু’ শব্দটির ব্যাস বাক্য কোনটি? জিনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১) ক. মৃগের শিশু
খ. শিশুরূপ মৃগ গ. মৃগীর শিশু
ঘ. শিশুর যে মৃগ
উত্তর: ক
খুবই গুরুত্বপূর্ণ নিয়ােগ পরীক্ষার সমাস
[ads1]
১৬, ‘অনুচিত কোন সমাস? (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ক্যাশিয়ার/ স্টোর কিপার)-২১। ক. বহুব্রীহি
খ. তৎপুরুষ গ. কর্মধারয়
ঘ. দ্বিগু
উত্তরঃ খ
১৭. সমাস নিষ্পন্ন পদকে কি বলা হয়? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক)-২১ ক. সমস্যমান পদ
খ. সমস্তপদ গ. পূর্বপদ।
ঘ. উত্তলন।
উত্তরঃ খ
১৮. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ডাটা এন্ট্রি অপারেটর)-২১) (ক) হাতেখড়ি
(খ) আপাদমস্তক (গ) চতুরঙ্গ
(ঘ) স্মৃতিসৌধ
উত্তর: ক
১৯. কৃতবিদ্য’ শব্দের ব্যাসবাক্য কোনটি? বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে অডিটর পদে নিয়ােগ পরীক্ষা-২১) ক. কৃত যে বিদ্যা
খ. কৃত বিদ্যা যার গ. কৃত যে বিদ্যা ঘ. কৃত হয়েছে যার বিদ্যা
উত্তর: খ
২০. রাজমিস্ত্রী’ শব্দের ব্যাসবাক্য (এনএসআই (ফিল্ড অফিসার)-২১)। ক. রাজার মিস্ত্রী
খ. রাজ যে মিস্ত্রী গ. মিস্ত্রীর রাজা।
ঘ. মিস্ত্রী যার রাজা
উত্তর: গ
২১. কাজল-কালাে’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (উচ্চমান সহকারী/ উচ্চমান সহকারী (বেঞ্চ সহকারী)/ড্রাফটসম্যান)-২১)] । ক. কালাে যে কাজল
খ. কাজল রূপ কালাে গ. কাজল ও কালাে ঘ. কাজলের ন্যায় কালাে
উত্তর: ঘ
২২. ‘বিস্ময়াপন’ পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর , প্রদর্শক (সকল বিষয়)-২১) ক. বিস্ময় দ্বারা আপন্ন।
খ. বিস্ময়কে আপন্ন গ. বিস্ময়ে আপন্ন। ঘ. বিস্ময়ে যে আপন্ন
উত্তর: খ
২৩. ‘নিরুৎসাহ’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি? কারিগরি শিক্ষা অধিদপ্তর (অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১) ক. নাই উৎসাহ
খ. উৎসাহের অভাব গ. উৎসাহ নাই যার ঘ. নঞ উৎসাহ
উত্তর: খ
২৪. কোনটি ‘রাজপথ’ শব্দের ব্যাসবাক্য? বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (বিসিক) এর প্রমোশন
অফিসার/এক্সটেনশন অফিসার/অন্যান্য পদ-২১) ক. পথের রাজা।
খ. রাজার পথ গ. রাজাদের পথ ঘ. রাজার নির্মিত পথ
উত্তর: ক
২৫. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক)-২১) (ক) সংস্কৃত
(খ) বাংলা (গ) উর্দু
(ঘ) ফার্সি
উত্তর: ক
২৬. “প্রাণভয়” কোন সমাস? খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক)-২১) ক) উপমান কর্মধারয়
খ) মধ্যপদলােপী কর্মধারয় গ) ৬ষ্ঠী তৎপুরুষ
ঘ) অনুক দন্দ্ব।
উত্তর: খ
২৭. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া – সহকারী পরিচালক – ২১)। ক. চাঁদমুখ
খ. শশব্যস্ত গ. হাতেঘড়ি ঘ. বিষাদসিন্ধু
উত্তরঃ ক
২৮. নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (কম্পিউটার অপারেটর)-২১] ক. পূর্বাহ্ন
খ. বাকপটু গ. রাজপুত্র ঘ. জলদ।
উত্তর: ঘ
২৯. প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে নিয়ােগ পরীক্ষা (পরিসংখ্যান
সহকারী)-২১)। ক. দ্বন্দ্ব সমাসে
খ. দ্বিগু সমাসে গ. নিত্য সমাসে ঘ. বহুব্রিহী সমাসে
উত্তর: ক
ব্যাখ্যাঃ দ্বন্দ্ব সমাস (দ্বন্দ্ব সমাসের প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ প্রাধান্য থাকে। যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
৩০. বিরানব্বই কোন সমাস? খাদ্য অধিদপ্তর নিয়ােগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১) (ক) প্রাদি-সমাস
(খ) নিত্য সমাস (গ) অলুক তৎপুরুষ (ঘ) অব্যয়ীভাব
উত্তর: খ
নিয়ােগ পরীক্ষার সমাস ২০২১ঃ
[ads1]
৩১. বর্ণচোরা কোন ধরনের সমাস? খাদ্য অধিদপ্তর নিয়ােগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১ (ক) অলুক তৎপুরুষ
(খ) নঞ তৎপুরুষ। (গ) ষষ্ঠী তৎপুরুষ। (ঘ) উপপদ তৎপুরুষ
উত্তর: ঘ
৩২. খাসমহল কোন সমাস? জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১। ক. কর্মধারয়
খ. তৎপুরুষ গ. অব্যয়ীভাব
ঘ. বহুব্রীহি
উত্তর: ক
৩৩. তরুল্লাঙ্গা কোন সমাস নিষ্পন্ন পদ? জিনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১) ক. উপমিত কর্মধারয়
খ. রূপক কর্মধারয় গ. অলুক তৎপুরুষ
ঘ. উপমান কর্মধারয়
উত্তর:
৩৪. নাতিশীতােষ্ণ কোন সমাসের উদাহরণ? জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১) ক. দ্বিতীয়া তৎপুরুষ
খ. নঞ তৎপুরুষ গ. উপপদ তৎপুরুষ
ঘ. অলুক তৎপুরুষ
উত্তর: খ
৩৫. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে নিয়ােগ পরীক্ষা (জুনিয়র পরিসংখ্যান সহকারী)-২১ ক) অনুগমন
খ) সাহিত্য সভা গ) পীতাম্বর ঘ) রাতকানা ।
উত্তর: গ
ব্যাখ্যাঃ পীতাম্বর (পীত অম্বর যাহার = পীতাম্বর (অর্থ শ্রীকৃষ্ণ)]
৩৬. ‘সমাস’ শব্দের অর্থ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়ােগ পরীক্ষা (স্টোরম্যান/ডেসপ্যাচ রাইডার/ ট্রাফিক
হ্যান্ড)-২১) (ক) সংশ্লেষণ
(খ) বিশ্লেষণ (গ) সংক্ষেপণ (ঘ) সংযােজন
উত্তর: গ
৩৭. সংখ্যাবাচক বহুব্রীহি সমাস কোনটি? [The Security Printing Corporation BD Limited (General
Officer)-21] ক) চতুর্ভুজ
খ) চৌরাস্তা গ) ত্রিফলা
ঘ) অষ্টধাতু
ব্যাখ্যা: সঠিক উত্তর নেই। অপশনে বর্ণিত সবগুলাে দ্বিগু সমাসের উদাহরণ।
৩৮. আঁধার কৃষ্ণ কোন কর্মধারয় সমাস? (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (হিসাব রক্ষক)-২১]
ক) মধ্যপদলােপী কর্মধারয় খ) উপমান কর্মধারয় গ) উপমিত কর্মধারয়
ঘ) রূপক কর্মধারয়
উত্তর: খ
৩৯. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (হিসাব রক্ষক)-২১ ক) তেপায়া
খ) দেখাদেখি গ) জীবম্মত
ঘ) দোটানা
উত্তর: ঘ
৪০. ‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস? (৪৩তম বিসিএস)। ক. কর্মধারয়।
খ. বহুব্রীহি গ. অব্যয়ীভাব ঘ. তৎপুরুষ
( উত্তর: ক ব্যাখ্যাঃ যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ হয়, তাকে মধ্যপদলােপী কর্মধারয় সমাস বলে। যথা: চিকিৎসা বিষয়ক শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র; সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা; সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
৪১. ভাই বােন’ কোন সমাস বাংলাদেশ টেলিভিশন (অফিস সহকারী) নিয়ােগ পরীক্ষা-২১) ক) দ্বন্দ্ব সমাস
খ) কর্মধারায় গ) তৎপুরুষ
ঘ) বহুব্রীহি
উত্তর: ক
৪২. সংবাদপত্র’ কোন সমাসের উদাহরণ? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অফিসার)-২১)
ক. মধ্যপদলােপী কর্মধারয় খ. অব্যয়ীভাব গ. কর্মধারয়
ঘ. বহুব্রীহি
উত্তর: ক
৪৩. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (উচ্চমান সহকারী/ ল্যাবরেটরী সহকারী )-২১] ক. জনশ্রুতি
| খ. অনমনীয় গ. খাসমহল ঘ. তপােবন
উত্তর:ক,খ
৪৪. বিভক্তি লােপ পায় কোন সমাসে? এনএসআই (ফিল্ড অফিসার)-২১)। ক. অলুক সমাসে।
খ. বহুবীহি সমাসে গ, কর্মধারয় সমাসে
ঘ. তৎপুরুষ সমাসে
উত্তর: ঘ
৪৫. কানে-কলম’ কোন সমাসের উদাহরণ? এনএসআই (সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা এবং সহকারী প্রেগ্রামার)
ক. উপপদ তৎপুরুষ গ. প্রত্যয়ান্ত বহুব্রীহি
খ. অলুক দ্বন্দ্ব ঘ. অলুক বহুব্রীহি
উত্তর: ঘ
২০২১ সালের নিয়ােগ পরীক্ষার সমাস
[ads1]
৪৬. চৌরাস্তা কোন সমাসের উদাহরণ? এনএসআই (সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা এবং সহকারী প্রেগ্রামার)-২১ ক. দ্বিগু কর্মধারয়।
খ. সংখ্যাবাচক বহুব্রীহি গ. অলুক বহুব্রীহি ঘ. সমানাধিকরণ বহুব্রীহি
উত্তরঃ ক
৪৭. ‘প্রভাত’ কোন সমাস? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) হিসাব সহকার)-২১) ক. কর্মধারয় সমাস
খ. তৎপুরুষ সমাস গ. প্রাদি সমাস ঘ. রুপক কর্মধারয় সমাস।
উত্তর: গ
৪৮. রক্তের ন্যায় লাল = রক্তলাল’ এটি কোন সমাস? বািংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরােড্রাম
কর্মকর্তা (এটিএম)/উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)/অন্যান্য)-
২১ ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয় গ. মধ্যপদলােপী কর্মধারয় । ঘ. দ্বিগু
উত্তর: ক
৪৯. নিচের কোনটি নঞ তৎপুরুষ সমাসের উদাহরণ? (এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার-২১) ক. নৃতত্ত্ব
খ. আলুনি গ. নাকে খত
ঘ. দায়ে ঠেকা
৫০. একাধিক পদের এক পদীকরণের নাম— (এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার-২১/
খ. সমাস গ. কারক
ঘ. বাগধারা
ক, সন্ধি
উত্তরঃ খ
৫০. নীচের কোনটি নিত্য সমাস: BPSC এর সিনিয়র ইন্ট্রাক্টর (TTC)-২১
ক. রাজপুত্র
খ. গৃহান্তর গ. সস্ত্রীক
ঘ. গায়েহলুদ
উত্তর: খ
৫২. সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? (এনএসআই (ওয়াচার কনস্টেবল/ ফিল্ড স্টাফ)-২১] ক. পূর্বপদ
খ. উত্তর পদ গ. পরপদ ঘ. দক্ষিণ পদ
উত্তর: ক
৫৩. ‘জিন-পরি’ সমাসটি কোন শব্দযােগে সাধিত হয়? এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান , রেডিও টেকনিশিয়ান,
ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১) ক. মিলনার্থক
খ. বিপরীতার্থক গ. সমার্থক ঘ. বিরােধার্থক
উত্তরঃ ক
৫৪. মহারাজ কোন সমাসের উদাহরণ? (এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১)
খ. কর্মধারয় গ. তৎপুরুষ ঘ. বহুব্রীহি
উত্তর: খ
৫৫. ‘চালাক-চতুর কোন সমাস? এনএসআই (ডেসপাস রাইটার ও অফিস সহায়ক)-২১ ক. দ্বন্দ্ব
খ. কর্মধারয় গ. তৎপুরুষ
ঘ. বহুব্রীহি
উত্তর: খ
৫৬. সুগন্ধি কি ধরনের সমাস? (এনএসআই (ডেসপাস রাইটার ও অফিস সহায়ক)-২১) ক. তৎপুরুষ
খ. দ্বন্দ্ব গ. বহুব্রীহি
ঘ. কর্মধারয়
উত্তর: গ
৫৭. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (প্রকিউরমেন্ট অফিসার/ ইন্সপেক্টর)-২১) ক. আমিছাড়া
খ. গাছপাকা গ. ধানক্ষেত ঘ. গরুগাড়ি
উত্তর: ঘ
৫৮. ‘আনন্দাশ্রু’ শব্দটি কোন সমাস? (জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১] ক. রূপক
খ. ষষ্ঠী তৎপুরুষ গ. উপমিত
ঘ. উপমান
উত্তর: ক
৫৯. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১] ক. হিন্দি
খ. বাংলা গ. সংস্কৃতি
ঘ. ফারসি
উত্তর: গ
৬০. হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস? কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম কম্পিউটার
অপারেটর)-২১) ক. বিপরীতার্থে
খ. মিলনার্থে গ. বিরােধার্থে ঘ. সমার্থে
উত্তরঃ ঘ
৬১. বহুব্রীহি সমাস কয় প্রকার? কারিগরি শিক্ষা অধিদপ্তর (ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস সহায়ক)-২১) ক. ‘আট প্রকার
খ. ছয় প্রকার গ. দশ প্রকার ঘ. তিন প্রকার
উত্তর: ক
৬২. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? রেলপথ মন্ত্রণালয় (কম্পিউটার অপারেটর)-২১ ক. মুখচন্দ্র
খ. ক্রোধানল গ. তুষারশুভ্র
ঘ. মনমাঝি
উত্তর: গ
৬৩. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে? কারিগরি শিক্ষা অধিদপ্তর (অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক)
২১) ক. অব্যয়ীভাব
খ. বহুব্রীহি গ. দ্বন্দ্ব ঘ. কর্মধারয়
উত্তর: ঘ
৬৪. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? (বিটিআরসি রিক্রুটম্যান্ট টেষ্ট (সহকারী পরিচালক)-২১)
ক. অর্ধটাকা খ. সােনার তরী গ. অকাতর ঘ. মনােরথ
উত্তর: খ ব্যাখ্যা পূর্বপদের বিভক্তি লােপ না পেয়ে তৎপুরুষ সমাস হলে তাকে অনুক তৎপুরুষ সমাস। বলে। অলুক’ শব্দের অর্থ অ-লােপ, অর্থাৎ লােপ না হওয়া। যেমনঃ সােনার তরী=সােনার তরী; চিনির বলদ= চিনির বলদ; তেলে ভাজা= তেলেভাজা; খেলার মাঠ = খেলার মাঠ ইত্যাদি।
৬৫. ‘কানাকানি’ কোন সমাসের উদাহরণ? ঢািকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি পরীক্ষা (বিজ্ঞান ইউনিট)- ২১) ক. কর্মধারয়
খ. বহুব্রীহি গ. দ্বন্দ্ব ঘ. দ্বিগু
উত্তর: খ
২০২২ সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ােগ পরীক্ষার সমাস
[ads1]
৬৬. ‘অরুণরাঙা’ যে কর্মধারয় সমাসের উদাহরণ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি পরীক্ষা (কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট)- ২১। ক. রূপক
খ. মধ্যপদলােপী গ. উপমান ঘ. উপমিত
উত্তর: গ।
৬৭. আইন-আদালত এটি কোন সমাস? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১ ক. তৎপুরুষ
খ. বহুবীহি গ. নিত্য ঘ. দ্বন্দ্ব।
উত্তরঃ ঘ
৬৮. ‘প্রতিদিন’ শব্দটি কোন সমাস সাধিত? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১ ক. কর্মধারয়
খ. নিত্য গ. দ্বিগু ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ঘ
৬৯. অরুণরাঙা’ কোন সমাস? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১) ক. ণ তৎপুরুষ
খ. রূপক কর্মধারয়। গ. উপমান কর্মধারয়
উত্তর: গ
৭০. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কী বলে? রাজশাহী বিশ্ববিদ্যালয়, অ-বিজ্ঞান (গ্রুপ-১)-২০-২১) ক. দক্ষিণপদ
খ. উত্তরপদ গ. পূর্বপদ
ঘ. পশ্চিমপদ
উত্তর: খ
৭১. ‘প্রাণের চেয়ে প্রিয় কোন সমাস? রাজশাহী বিশ্ববিদ্যালয়, অ-বিজ্ঞান (গ্রুপ-১)-২০-২১ ক. পঞ্চমী তৎপুরুষ
খ. কর্মধারয় গ. দ্বিগু
ঘ. অব্যয়ীভাব
উত্তর: ক
৭২. সমাসবদ্ধ দীর্ঘ শব্দটিকে বলা হয়- রাজশাহী বিশ্ববিদ্যালয়, অ-ইউনিট (গ্রুপ-১)-২০-২১) ক. বিগ্রহ বাক্য
খ. সমস্ত পদ গ. সমস্যমান পদ
ঘ. পূর্বপদ
উত্তর: খ
৭৩. দেবদত্ত কোন সমাস? রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানবিক বিভাগ, ইউনিট-4 (গ্রুপ-২) প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা
২০২০-২০২১)। (ক) চতুর্থী তৎপুরুষ
(খ) প্রাদি তৎপুরুষ (গ) তৃতীয়া তৎপুরুষ (ঘ) পঞ্চমী তৎপুরুষ
উত্তরঃ ক
৭৪. রক্তকমল’ শব্দটি কোন সমাস? রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানবিক বিভাগ, ইউনিট-(গ্রুপ-২) প্রথম বর্ষ (সম্মান) ভর্তি
পরীক্ষা ২০২০-২০২১ (ক) দ্বিগু
(খ) অব্যয়ীভাব (গ) কর্মধারয় (ঘ) তৎপুরুষ
উত্তর: গ
৭৫. সুগন্ধি কোন সমাস? রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানবিক বিভাগ, ইউনিট- (গ্রুপ-২) প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২০
২০২১)। (ক) বহুব্রীহি
(খ) দ্বন্দ্ব (গ) তৎপুরুষ (ঘ) অব্যয়ীভাব
উত্তরঃ ক
৭৬. নিচের কোনটি দ্বিগু সমাস? রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ ইউন্টি-বি (গ্রুপ-১)-২০-২১ ক. আপদমস্তক
খ. রুইকাতলা। গ. একরােখা ঘ. সেতার
উত্তর: ঘ
৭৭. নাতিদীর্ঘ কোন্ সমাস? রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট-বি, অ-বানিজ্য শাখা (গ্রুপ-২) ভর্তি পরীক্ষা ২০২০-২১] (ক) উপপদ তৎপুরুষ
(খ) উপমান কর্মধারয় (গ) উপমিত কর্মধারয় (ঘ) নঞ তৎপুরুষ
উত্তর: ঘ
৭৮. রূপক কর্মধারয় সমাসের উদাহরণ- [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত ভর্তি পরীক্ষা -ইউনিট-এ (বিজ্ঞান
শাখা)-২১) (A) কুসুমকোমল
(B) পদ্মাসন (C) তেপান্তর (D) জ্ঞানবৃক্ষ
উত্তর: D
৭৯. ‘আমরা’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত ভর্তি পরীক্ষা ইউনিট-B (মানবিক শাখা)-২১) ক. তুমি, আমি ও সে
খ. আমি, তুমি ও সে গ. সে, আমি ও তুমি ঘ. তুমি, সে ও আমি
উত্তর: ক ব্যাখ্যা: নিত্য সমাস
যে নিয়ােগ পরীক্ষার সমাস কাজে লাগেঃ
৮০. দুধেভাতে কোন সমাসের উদাহরণ? [GST চচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত ভর্তি পরীক্ষা -ইউনিট-C (বাণিজ্য
(A) অলুক দ্বন্দ্ব (C) অলুক তৎপুরুষ
(B) মধ্যপদলাপী কর্মধারয় (D) অব্যয়ীভাব
Ans. A
৮১. মধ্যপদলােপী বহুব্রীহি সমাসের উদাহরণ সমন্বিত ৯ ব্যাংক (জেনারেল অফিসার)-২১) ক. গায়েপড়া
খ. কানেখাটো গ. হাতেখড়ি
ঘ. সেতার
উত্তর: গ
৮২. নিচের যেটি বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত নয়- সমন্বিত ৭ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার)-২১)। ক. অন্তরীপ
খ. দ্বীপ গ. অপয়া ঘ. অনুতাপ
উত্তরঃ ঘ
৮৩. নিচের যেটি মধ্যপদলােপী কর্মধারয় সমাসের উদাহরণ? প্রবাসী কল্যাণ ব্যাংক (জেনারেল অফিসার)-২১) ক. মৌমাছি
খ. ভ্রাতৃস্নেহ গ. স্বর্ণসৌধ ঘ. দ্রুতগামী
উত্তরঃ ক
৮৪. কোনটি ‘পরপদ’ প্রধান সমাস? বাংলাদেশ ব্যাংক (সহকারী পরিচালক)-২১) ক. কর্মধারয়
খ. অব্যয়ীভাব গ. দ্বন্দ্ব
ঘ. বহুব্রীহি
উত্তর: ক
৮৫. ‘আশীবষি’ কোন বহুবীহি সমাসরে উদাহরণ? বাংলাদেশ ব্যাংক (সহকারী পরিচালক)-২১ ক. ব্যাধিকরণ বহুব্রীহি
খ. সমানাধকিরণ বহুব্রীহি গ. ব্যতিহার বহুবীহি
ঘ. প্রত্যয়ান্ত বহুব্রীহি
উত্তরঃ ক
৮৬. অল্পপ্রাণ’ যে সমাসের উদাহরণ – সিমন্বিত ৭ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার)-২১) ক. দ্বন্দ্ব।
খ. তৎপুরুষ গ. উপপদ তৎপুরুষ
ঘ. বহুব্রীহি
উত্তর: ঘ
৮৭. ‘গোঁফ খেজুরে’ কোন সমাস? প্রবাসী কল্যাণ ব্যাংক (সিনিয়র অফিসার)-২১) a. ব্যতিহার বহুব্রীহি।
- ব্যাধিকরন বহুব্রীহি c. দ্বিগু d. মধ্যপদলােপী বহুব্রীহি
উত্তর: খ ব্যাখ্যা সমস্যমান পদের দুটিই বিশেষ্য হলে ব্যাধিকরণ হয়। যেমনঃ গােফে খেজুর যার = গোঁফ খেজুরে, বীণা পানিতে যার = বীণাপানি।
৮৮. দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ হল— (সমন্বিত ৬ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (সহকারী প্রােগ্রামার)-২১) ক. বুদ্ধ
খ. জোড়া গ. সমােচ্চারিত
ঘ. যুক্ত
উত্তর: খ
৮৯. স্মৃতিসৌধ’ কোন সমাস? রূপালী ব্যাংক লিমিটেড (সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার)-২১) ক) তৎপুরুষ
খ) বহুব্রীহি গ) অব্যয়ীভাব
ঘ) কর্মধারয়
উত্তরঃ ঘ
৯০. “দুঃখকে প্রাপ্ত” এটি কোন সমাস? গ্লোবাল ইসলামী ব্যাংক (প্রবেশনারী অফিসার)-২১) ক) দ্বিগু
খ) বহুব্রীহি গ) তৎপুরুষ
ঘ) কর্মধারায়
উত্তর: গ
৯১. শশাঙ্ক’- শব্দের ব্যাস বাক্য কি হবে? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (প্ৰবেশনারী অফিসার)-২১। ক. শশের অঙ্ক
খ. অঙ্কের শশ গ. অঙ্কে শশ যার ঘ. শশ অঙ্ক যার।
উত্তর: ঘ ব্যাখ্যাঃ বহুব্রীহি অর্থ- বহু ধান আছে যার। যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে, অন্য কোনাে পদকে বােঝায়, তাই বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়। যেমন- শশ (খরগােশ) অঃ (সংখ্যা, আঙ্গুল) যার = শশাঙ্ক। (এখানে ‘শশ’ কিংবা ‘অঙ্ক’ কোনােটিরই অর্থের প্রাধান্য নেই, চাঁদকে বুঝাচ্ছে)। শশাঙ্ক ব্যাধিকরণ বহুব্রীহি সমাস।
৯২. নিচের কোনটি দ্বিগু সমাস? এনআরবিসি ব্যাংক (প্রবেশনারী অফিসার)-২১ ক. আপাদমস্তক
খ. রুই কাতলা। গ, একরােখা।
ঘ. সেতার
ব্যাখ্যাঃ পদ থেকে মস্তক পর্যন্ত = আপাদমস্তক (অব্যয়ীভাব সমাস); রুই ও কাতলা = রুইকাতলা (দ্বন্দ্ব সমাস); এক দিকে রােখ যার = একরােখা (প্রত্যয়ান্ত বহুব্রীহি)। সে (তিন) তার (যে যন্ত্রের) = সেতার (সংখ্যাবাচক বহুব্রীহি);
৯৩. কোনটি মধ্যপদলােপী কর্মধারয় সমাসের উদাহরণ? এনআরবিসি ব্যাংক (প্ৰবেশনারী অফিসার)-২১] ক. গায়েহলুদ
খ. চালকুমড়া। গ. দুয়ানি ঘ. ছায়াছবি
উত্তর: খ ব্যাখ্যা বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থ-ই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান। ব্যাসবাক্যের মাঝের পদ লােপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপদলােপী কর্মধারয় সমাস। যেমন- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন; চালে জন্মায় যে কুমড়া = চালকুমড়া। গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়েহলুদ (মধ্যপদলােপী বহুব্রীহি); ছবি ছায়ার ন্যায় = ছায়াছবি (উপমিত কর্মধারয়); ছয় আনা পরিমাণ যার = ছয়ানি (সংখ্যাবাচক বহুব্রীহি)।
৯৪. ‘মনমাঝি’ কোন সমাসের উদাহরণ? তথ্য ও যােগাযােগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রােগ্রামার – ২০২০ ক. দ্বিগু
খ. বহুব্রীহি গ. রূপক কর্মধারয় | ঘ. নিত্যসমাস
উত্তর: গ ব্যাখ্যাঃ উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাসকে বলে রূপক কর্মধারয় সমাস। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে। সমস্যমান পদে ‘প’ অথবা ‘ই’ যােগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন- জীবন রূপ প্রদীপ = জীবনপ্রদীপ; মন রূপ মাঝি = মনমাঝি।
৯৫.‘মৌমাছি’ কোন সমাস? বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী পরিচালক/ পরিদর্শক নিয়ােগ পরীক্ষা-২০২০ ক. কর্মধারয় সমাস।
খ. বহুব্রীহি সমাস গ. দ্বিগু সমাস। ঘ. অব্যয়ীভাব সমাস।
উত্তর: ক ব্যাখ্যা বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান। ব্যাসবাক্যের মাঝের পদ লােপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপদলােপী কর্মধারয় সমাস। যেমন – হাসি মাখা মুখ = হাসিমুখ; মৌ সংগ্রহকারী মাছি = মৌমাছি; সিংহ চিহ্নিত আসন = সিংহাসন; সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা।
শেষ কথা নিয়ােগ পরীক্ষার সমাস সম্পর্কেঃ
এতক্ষণ আপনারা ২০২১ সালে নিয়ােগ পরীক্ষার সমাস পড়লেন। ধন্যবাদ।