জুনিয়র সহকারী ম্যানেজার প্রশ্ন সমাধান (বিটিসিএল- ব্যাখ্যাসহ)

এখানে পাবেন জুনিয়র সহকারী ম্যানেজার প্রশ্ন সমাধান ২০২২ এর ১০০% নির্ভুল ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান যা প্রতিটি সরকারি চাকরির সহকারী ম্যানেজার পরীক্ষায় কমন আসবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ ফাইনাল সাজেশনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ১০০% কমন পাবেন

জুনিয়র সহকারী ম্যানেজার প্রশ্ন সমাধান (বিটিসিএল- ব্যাখ্যাসহ)

বিটিসিএল BTCL জুনিয়র সহকারী ম্যানেজার পদে নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান এবং জুনিয়র সহকারী ম্যানেজার প্রশ্ন সমাধান;
ডিপিডিসি নিয়োগ প্রশ্ন সমাধান, Dpdc বিগত সালের প্রশ্ন, ডেসকো নিয়োগ পরীক্ষার প্রশ্ন,
Desco বিগত সালের প্রশ্ন পাবেন।

জুনিয়র সহকারী ম্যানেজার প্রশ্ন সমাধান ২০২২

নিম্নে বিষয়ভিত্তিক জুনিয়র সহকারী ম্যানেজার প্রশ্ন সমাধান ২০২২ আলোচনা করা হলো।

ইংরেজি জুনিয়র সহকারী ম্যানেজার প্রশ্ন সমাধান

এখানে ইংরেজি জুনিয়র সহকারী ম্যানেজার প্রশ্ন সমাধান ২০২২ তুলে ধরলাম।

১. Select the pair which has the same relationship. ORTHOPEDIC: BONE

ক. Psychiatry: Mind খ. Skin : Allergy গ. Antibiotics : Fever

ঘ. Fracture : Plaster 

উত্তরঃ ক 

২. He told me that he … watching the movie.

ক. is finished খ. was finished

গ. had finished ঘ. not finished 

উত্তরঃ গ

৩. Choose the word which is most opposite in meaning to the word “EMBRACE”.

ক. Disobey খ. Contradict গ. Reject

ঘ. Obscure 

উত্তরঃ গ 

৪. I haven’t seen you…… a week. 

ক. within

খ. since গ. for

ঘ. From

উত্তরঃ গ 

৫. If … I would not lose temper.

ক. I were you খ. I was you

গ. I am not you . ঘ. I am you 

উত্তরঃ ক 

৬. The price of gold as well as silver.

Read More :   অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২ (সকল বিভাগ)

ক. is

খ. has গ. have

ঘ. Are

উত্তরঃ ক  

৭. Shariful …. overtime for the last two weeks.

ক. is working খ. has been working

গ. is being working 

ঘ. Does

উত্তরঃ খ 

৮. The meeting has been … due to the demise of the Minister. 

ক. called for খ. called off

গ. called out ঘ. called on . 

উত্তরঃ খ 

৯. There are … opportunities to learn form this excellent project.

ক. plentiful .খ. many গ. likely

ঘ. unlikely 

উত্তরঃ খ 

১০. The suitable synonym of the word honest is

ক. kind

খ. ample গ. magnificent ঘ. Candid

উত্তরঃ ঘ 

১১. The suitable antonym of the word

feasible is

ক. weak

খ. bad গ. small

ঘ. unattainable 

উত্তরঃ ঘ 

১২. Big Shop Ltd. set up a cold storage in

Rajshahi for preserving agricultural products, but so far the company… the clearance from the Agriculture Ministry. 

ক. will take খ. never takes

গ. has not taken ঘ. would not take 

উত্তরঃ ঘ 

১৩. We hope that by the end of this month,

the cost of the maintenance of the tower

ক. would have been estimated

খ. would estimate গ. has been estimated

ঘ. will be estimated 

উত্তরঃ ঘ 

১৪. As … of the students can afford this high

tuition fee, … will need scholarships. 

ক. few/most খ. none/nobody

গ. some/they 

ঘ. few/none 

উত্তরঃ ক  

১৫. Her proposal … the new ICT policy

seems more suitable than any of the others.

ক. irrelevant to খ. regarding

গ. regardless ঘ. instead of 

উত্তরঃ খ 

১৬ … the forthcoming training, we … able to

Read More :   সাধারণ বীমা কর্পোরেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান

find the skilled engineers. 

ক. Through/were খ. By/cannot be

গ. Through/will be . ঘ. From/could be 

উত্তরঃ গ 

সাধারণ জ্ঞান জুনিয়র সহকারী ম্যানেজার প্রশ্ন সমাধান

এখানে সাধারণ জ্ঞান জুনিয়র সহকারী ম্যানেজার প্রশ্ন সমাধান ২০২২ পেশ করলাম।

১৭, বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার নিয়ােগ দেন কে?

ক, প্রধানমন্ত্রী খ, সার্চ কমিটি।

গ. রাষ্ট্রপতি ঘ. বিচারপতি

উত্তরঃ গ 

১৮, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘােষণা

করা হয়? 

ক. ১০ই জানুয়ারি, ১৯৭২ খ. ১৬ই ডিসেম্বর, ১৯৭১

গ. ৭ই মার্চ ১৯৭১ 

ঘ. ৩ই মার্চ ১৯৭১

উত্তরঃ ঘ 

ব্যাখ্যাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৩ মার্চ, ১৯৭১ সালে ডাকসু ভিপি আসম আব্দুর রব জাতির জনক ঘােষণা করেন।

১৯. কোনটি মায়ানমার-বাংলাদেশের অভিন্ন নদী নয়? ক. সাঙ্গু

খ, মাতামুহুরী । গ, নাফ ঘ, কর্ণফুলী

উ. ঘ 

২০, কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?

ক. ১৬ ডিসেম্বর ১৯৭১ খ, ১৬ ডিসেম্বর ১৯৭২ গ, ২৬ মার্চ ১৯৭২ ঘ, ২৬ মার্চ ১৯৭৩ 

উ. খ

২১, সুয়েজ খাল কোন কোন মহাদেশকে বিভক্ত করেছে?

ক. এশিয়া ও অস্ট্রেলিয়া খ, আমেরিকা ও আফ্রিকা গ, ইউরােপ ও আমেরিকা ঘ, এশিয়া ও আফ্রিকা 

উ. ঘ

২২. কিংবদন্তি মােহাম্মদ আলি কিসের জন্য বিখ্যাত? ক, অভিনয়

খ, বক্সিং গ, মার্শাল আর্টস ঘ, সঙ্গীত

উত্তরঃ খ 

২৩, পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর কোনটি?

ক. গ্রেট ব্যারিয়ার রিফ খ, আমাজন রিফ গ, আমেরিকান রিফ ঘ, মেক্সিকো রিফ 

উ. ক

২৪, আমাজন বনের মােট আয়তনের ৬০% কোন দেশে

অবস্থিত? ক, আর্জেন্টিনা খ, বলিভিয়া। গ, পেরু

ঘ. ব্রাজিল 

উত্তরঃ ঘ 

২৫. পৃথিবীর বর্তমান জনসংখ্যা কত?

ক. প্রায় ৭০০ কোটি খ. প্রায় ৬০০ কোটি গ, প্রায় ৯০০ কোটি ঘ, প্রায় ৮০০ কোটি 

উ. ঘ

Read More :   শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষার পরিপূর্ণ সমাধান

২৬, সূর্য গ্রহণের সময় কোনটি হয়?

ক, পৃথিবী সূর্য ও চাদের মাঝে থাকে খ, পূর্ণিমা তিথি। গ. চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে থাকে ঘ, চাঁদ পৃথিবী ও চাঁদের মাঝে ৯০° কোণ তৈরি করে 

উ, গ

২৭, ইদানিং সুপার ফুড বলে পরিচিত খাদ্য কি বৈশিষ্ট্য বহন

করে? 

ক. অদ্র দূর করে খ, মানসিক চাপ দূর করে গ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ঘ, এটি একটি প্রাকৃতিক প্রতিবিধান 

২৮, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস।

ক. ১৪

খ. ২৪

গ, ১৮

ঘ. ২০ 

ব্যাখ্যাঃ পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। 

বাংলা জুনিয়র সহকারী ম্যানেজার প্রশ্ন সমাধান

এখানে বাংলা জুনিয়র সহকারী ম্যানেজার প্রশ্ন সমাধান ২০২২ তুলে ধরলাম।

২৯, সঠিক শব্দ কোনটি?

ক, চলাকালীন সময়ে অ, চলাকালে। গ, চলাকালের সময়ে ঘ, চলাকালীন সময় 

উ. খ

৩০, সাধুভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের

পরিবর্তন ঘটে? ক. বিশেষ্য ও বিশেষণ খ. সর্বনাম ও ক্রিয়া গ. বিশেষণ ও ক্রিয়া ঘ. বিশেষ্য ও সর্বনাম 

উ. খ

৩১. তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা কে?

ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খ, বন্দে আলী মিঞা গ. জহির রায়হান ঘ, অদ্বৈতমল্ল বর্মণ

উঃ ঘ 

৩২, “ইদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি?

ক. অদৃষ্টের পরিহাস খ, অন্ধকার গ, একাদশে বৃহস্পতি ঘ. কেউকেটা

উঃ গ 

কম্পিউটার জুনিয়র সহকারী ম্যানেজার প্রশ্ন সমাধান

এখানে কম্পিউটার জুনিয়র সহকারী ম্যানেজার প্রশ্ন সমাধান ২০২২ তুলে ধরলাম।

৩৩, BIOS দিয়ে কি বুঝানাে হয়? 

ক. Basic Input/ Output System

Basic Interrupt/Output System St. Basic Interrupt/Outcome System ঘ. উপরের কোনােটিই নয়

উঃ ক 

৩৪. নিচের কোনটি Browser নয়?

ক. Chrome খ, Firefox গ. Facebook ঘ.Safari

উঃ গ 

৩৫. নিচের গুলাের মধ্যে কোনটি সাধারণত সবচেয়ে কম দূরত্বে

(বা সবচেয়ে কাছাকাছি) তথ্য প্রেরণের জন্য ব্যবহৃত হয়? ক. Wimax খ, GSM গ, WiFi

ঘ, Bluetooth 

উ, ঘ। 

৩৬. নিচের কোনটি Image ফাইলের extension হিসেবে

ব্যবহৃত হয়? ক. .docx

খ. .xls গ. .jpg

ঘ. কোনটিই নয় 

উ. গ