জুনিয়র অফিসার পদে প্রিমিয়ার ব্যাংকে জনপ্রিয় সার্কুলার ২০২১

ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল) পদে প্রিমিয়ার ব্যাংকে জনপ্রিয় সার্কুলার ২০২১ প্রকাশিত হয়েছে। Here is Trainee Junior Officer Circular Premier bank 2021 [ads1]

জুনিয়র অফিসার পদে প্রিমিয়ার ব্যাংকে জনপ্রিয় সার্কুলার ২০২১
জুনিয়র অফিসার পদে প্রিমিয়ার ব্যাংকে জনপ্রিয় সার্কুলার ২০২১ [ads1]

এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন।  কার্য সহকারী পদে lged এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

তিন ব্যাংকে চাকরি করার সুযোগ সুবিধা জানার জন্য এই পোস্ট পড়ে আসুন।

বাংলাদেশের প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এসএমই সেক্টর, বৃহত্তর উন্নয়ন প্রকল্প এবং কর্পোরেট সেক্টরে অর্থায়নের জন্য ব্যাপক সাফল্য অর্জনকারী দেশের শীর্ষস্থানীয় প্রাইভেট ব্যাংকগুলির মধ্যে একটি। দুই দশকের এর বেশি সময়ে ব্যাংক খাতে অনন্য অবদানের প্রেক্ষিতে প্রিমিয়ার ব্যাংক সারা দেশ জুড়ে ১২০ টিরও বেশি শাখা লক্ষ লক্ষ সন্তুষ্ট গ্রাহকদের সেবা প্রদান করে চলেছে। প্রিমিয়ার ব্যাংক এর পদগুলিতে নতুন প্রতিভা সন্ধান করছে। বর্তমানে জনগণদের প্রিমিয়ার ব্যাংকের আরো উন্নতমানের সেবা প্রদান করার জন্য সারা দেশের চাকরিপ্রার্থীদের কাছ থেকে Trainee Junior Officer (General) এবং Trainee Junior Officer (Cash) পদে আবেদন আহবান করেছে।

Trainee Junior Officer (General) পদের জন্য আবেদনের যোগ্যতা

  1. যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ন্যূনতম সিজিপিএ এর মধ্যে ৩ বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
  2. এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে  অথবা A-Level ও O-Level পরীক্ষার্থীদের জন্য সকল বিষয়ে মিনিমাম বি থাকতে হবে।   [ads1]
Read More :   ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট যা বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি এর জন্য পারফেক্ট

Trainee Junior Officer (Cash) পদের জন্য আবেদনের যোগ্যতা

  1. যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ন্যূনতম সিজিপিএ এর মধ্যে ২.৫ বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
  2. এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে  অথবা A-Level ও O-Level পরীক্ষার্থীদের জন্য সকল বিষয়ে মিনিমাম বি থাকতে হবে।  
  3. ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল) পদে প্রিমিয়ার ব্যাংকে জনপ্রিয় সার্কুলার ২০২১ প্রকাশিত হয়েছে। Here is Trainee Junior Officer Circular Premier bank 2021

উপরের পদগুলিতে আবেদনের জন্য যা জানা জরুরি

  1. সাধারণ প্রয়ার্থীদের জন্য বয়স ৩১.০১.২০২১ খ্রিস্টাব্দে ৩০ (ত্রিশ) বছরের বেশি হওয়া যাবেনা তবে যেসব আবেদনকারী মুক্তিযোদ্ধার সন্তান, তাদের ক্ষেত্রে বয়স ৩১.০১.২০২১ খ্রিস্টাব্দে ৩২ বছর শিথিলযোগ্য।
  2. ইংরেজি ও বাংলা ভাষায় দুর্দান্ত মৌখিক এবং লেখার দক্ষতা থাকা জরুরি
  3. তথ্য প্রযুক্তিতে তথা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্টে অসম দক্ষতার অধিকারী হতে হবে।
  4. বাংলাদেশের যে কোন জায়গায় এবং ব্যাংকের যে কোন শাখায় বা অফিসে কাজ করার প্রবল ইচ্ছা থাকতে হবে।
Read More :   SSC Suggestion 2022 Free Download All Subject 100% Common

প্রিমিয়ার ব্যাংকে জনপ্রিয় সার্কুলার আবেদনের নিয়মাবলী

প্রথমে এই লিংকে https://premierbankltd.com/pbl/careers/ যান। নিচের মত পেজ ওপেন হবে।

তীর চিহ্নিত জায়গায় দেখবেন Trainee Junior Officer (General) এবং Trainee Junior Officer (Cash) ২ টি পদ। যে পদে আবেদন করতে চান। তার উপর ক্লিক করুন। আমরা এখানে Trainee Junior Officer (General) পদে আবেদন করার নিয়মাবলী দেখাব। তাহলে Trainee Junior Officer (General) পদে ক্লিক করুন। নিচের ছবিকে অনুসরণ করুন।

এখানে NID বা Passport নির্বাচন করে NID বা Passport নাম্বার দিয়ে Next এ ক্লিক করুন। ক্লিক করলে নিচের মত পেজ খুলবে। দেখুন এখানে লাল স্টার দেওয়া ঘরগুলি ভালভাবে সার্টিফিকেট দেখে দেখে পূরণ করুন।

উপরের ছবিগুলো পূরণ হয়ে গেলে Submit এ ক্লিক করলে নিচের মত ছবি আসবে।

এখানে OK ক্লিক করলে নিচের মত পেজ খুলবে।

উপরের ছবির মত পেজ আসলে সেভ করে রাখুন। আপনার আবেদনের প্রক্রিয়া শেষ তবে কিছু শর্ত আছে যা নিম্নরূপ।

আবেদনকারীদের শর্তসমূহ

একজন প্রার্থী কেবল একটি পদে আবেদনের করতে পারবে।

অসম্পূর্ণ যোগ্যতা সহ প্রার্থীরা আবেদনের যোগ্য হবেন। (যারাইন্টার্নশিপ এবং appeared পরীক্ষার্থী)

Read More :   ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট পার্ট ১

সংক্ষিপ্ত তালিকাভুক্ত (Shortlisted Candidates) প্রার্থীদেরই লিখিত পরীক্ষার জন্য আহবান করা হবে।

যারা সর্বনিম্ন ৩ (তিন) বছরের জন্য ব্যাংকের সেবা দেওয়ার গ্যারান্টি রাখে তাদের অগ্রাধিকার দেওয়া হবেTrainee Junior Officer (General) এবং Trainee Junior Officer (Cash)

৫. সকল পদের জন্য প্রবেশনারি সময় হবে এক বছর। প্রবেশনারি সময়টি সন্তোষজনক হবার পর Trainee Junior Officer (General) এবং Trainee Junior Officer (Cash)  যথাক্রমে Junior Officer (General) এবং Junior Officer (Cash)  হিসেবে পরিগণিত হবে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে।

প্রিমিয়ার ব্যাংকের নিয়োগ কমিটি কোন কারণ নির্ধারণ না করে যে কোন বা সমস্ত আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে।

পরীক্ষা বা বাছাই প্রক্রিয়া চলাকালীন যে কোন প্রকার অনিয়ম বা দুর্নীতি করলে প্রার্থীতা অযোগ্য হিসেবে গণ্য হবে।

ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল) পদে প্রিমিয়ার ব্যাংকে জনপ্রিয় সার্কুলার ২০২১ প্রকাশিত হয়েছে। Here is Trainee Junior Officer Circular Premier bank 2021