জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২ ও বিগত সাল সহ

প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২ ও বিগত সাল সহ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আছে জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান বাংলা, জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান ইংরেজি, জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান গণিত, জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী), এবং জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান সাধারণ বিজ্ঞান বিষয়ে প্রশ্নের সমাধান। [ads1] এখানে পাবেন, বিগত সালের প্রশ্ন ও সমাধান,  জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২, জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১, জুনিয়র অডিটর পরীক্ষার সিলেবাস, চট্টগ্রাম বন্দর জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন, আজকের অডিটর পরীক্ষার প্রশ্ন সমাধান, Cga পরীক্ষার প্রশ্নম অডিটর লিখিত পরীক্ষার প্রশ্ন ২০২০ সংক্রান্ত বিস্তারিত আলোচনা। [ads1]

আরো পাবেন যেমন জুনিয়র অডিটর pdf , জুনিয়র অডিটর পরীক্ষার প্রশ্ন, জুনিয়র অডিটর নিয়োগ প্রশ্ন, জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষা, জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান, জুনিয়র অডিটর নিয়োগ বিগত সালের প্রশ্ন সমাধান ইত্যাদি।

জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২
জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২

[ads1]

জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান

জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করা হলো। 

জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান সাধারণ বিজ্ঞান

নিচে জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান সাধারণ বিজ্ঞান সম্পর্কে তুলে ধরছি। [ads1]

১. ভরের আন্তর্জাতিক একক কি?

খ. আউন্স

গ. লিটার

ঘ. কিলোগ্রাম

উ. ঘ

২. চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?

ক. চাঁদে কোন জীব নেই তাই

খ. চাঁদে কোন ​​পানি নেই তাই

গ. চাঁদে বায়ুমন্ডল নেই তাই

ঘ. উপরের সবগুলো

উ. গ

৩. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

ক. কয়লা

খ. সূর্যরশ্মি

গ. পেট্রোলিয়াম

ঘ. ইউরেনিয়াম

উ. খ

৪. সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করে?

ক. চীন

খ. ইউএসএ

গ. জাপান

ঘ. রাশিয়া

উ. খ

৫. পেনিসিলিন ওষুধ তৈরি হয়

ক. ফার্ন দিয়ে

খ. শৈবাল দিয়ে

গ. ছত্রাক দিয়ে

ঘ. লাইকেন দিয়ে

উ. গ

৬. প্রাণিদেহের দীর্ঘতম কোষ কোনটি??

ক. RBC

খ. নিউরন

গ. গবলেট

ঘ. ওবচ

উ. খ

৭. কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যান্ড্রাজেনেকা টিকা আবিষ্কার করা হয়?

ক. অধলেম টুরেসি

খ. সারাহ গিলবার্ট

গ. হ্যামিল্টন বিনেট

ঘ. আদর গুনেওয়াল

উ. খ

৮. প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়?

ক. কোয়াশিয়রকর

থ. ডিপথেরিয়া

গ. বেরিবেরি

ঘ. রিকেটস

উ. ক

৯. পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু কোনটি??

ক. লোহা

খ. সিলিকন

গ. পারদ

ঘ. তামা

উ. ক

জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান কম্পিউটার

এখানে জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান কম্পিউটার উপস্থাপন করা হলো। [ads1]

১০. নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়??

ক. মনিটর

খ. মাইক্রোফোন

গ. প্রিন্টার

ঘ. স্ক্যানার

উ. ঘ

১১. কীবোর্ডের Shift, Ctrl, Alt কী গুলোকে বলা হয়

ক. Numeric key

খ. Function key

গ. Modifier key

ঘ. Space key

Read More :   ৩৮২ টি হাইভোল্টেজ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী বিসিএস, ব্যাংক ও প্রাথমিক পরীক্ষার জন্য

উঃ গ

১২. MS Word এ F8 কী তিনবার চাপা হলে কি হয়?

ক. পুরো পেইজ সিলেক্ট হয়

খ. একটি বাক্য সিলেক্ট হয়

গ. একটি শব্দ সিলেক্ট হয়

ঘ. একটি প্যারাগ্রাফ সিলেক্ট হয়

উ. খ

১৩. স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত প্রযুক্তির নাম কি?

ক. বায়োইনফরমেটিক্স

খ. ন্যানোটেকনোলজি

গ. বায়োটেকনোলজি

ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

উ. খ

১৪. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি?
ক. RAM
খ. Hard ডিস্ক
গ. Register
ঘ. ROM

উ. ঘ

১৫. Which of the following is feminine gender?

ক. host

খ. cock

গ. mare

ঘ. drake

উ. গ

জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান ইংরেজি

জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান ইংরেজি তুলে ধরা হলো। [ads1]

১৬. The book was neither (well) written nor interesting.
Correct parts of speech of the bracket word?

ক. verb

খ. adjective

গ. Conjunction

ঘ. adverb

উ. ঘ

১৭. No sooner had he left… I came.

ক. then

খ. than

গ. when

ঘ. after

উ. খ

১৮. We are friends. We… each other for years.

ক. knew খ. know

গ. have been knowing

ঘ. have known

উ. গ

১৯. The passive form of the sentence “The boy laughed at the lame man” is .
ক. The lame man was laughed by the boy.

খ. The lame man was laughed at by the boy.

গ. The lame man was being laughed by the boy.

ঘ. The lame man was laughed by the boy.

উ. খ

২০. The correct meaning of the word ‘deliberate’ is

ক. Intentional

খ. familiar

গ. Liberate

ঘ. Favourite

উ. ক

২১. What is the antonym of “Queer”?

ক. Integrated

খ. Orderly

গ. Abnormal

ঘ. Odd

উ. খ

২২. “Out and Out” means:

ক. total

খ. sheer

গ. utter

ঘ. all of them

উ. ঘ

২৩. Identify the word which is spelt incorrectly

ক. fluctuation

খ. remission

গ. ocassion

ঘ. decision

উ. গ

২৪. Choose the correct spelling.

ক. Accomodation

খ. Acommodation

গ. Accommodation

ঘ. Acomodation

উ. গ

২৫. An ophthalmologist is doctor of

ক. bones খ. eyes

গ. nerves

ঘ. none

উ. খ

২৬. A hawk is

ক. an animal খ. an insect

গ. a reptile ঘ. a bird

উ. ঘ

২৭. Since the lady’s face was free of……… there was no way to… if she appreciated what had happened.

ক. scars, understand

খ. emotion, diagnose

গ. expression, ascertain

ঘ. none of this

উ. গ

২৮. Money seems to be the primary for most people.

ক. effest

খ. hope

গ. motivator

ঘ. aspect

উ. গ

জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান বাংলা

নির্ভুল সমাধান নিতে হলে জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান বাংলা পড়ুন এখানে। [ads1]

২৯. চর্যাপদ কোন ছন্দে লেখা?
ক. অক্ষরবৃত্ত

খ. মাত্রাবৃত্ত

ঘ. অমিত্রাক্ষর

গ. স্বরবৃত্ত

উ. খ

৩০. কে বাংলা ভাষার কবি নন?

ক. জ্ঞানদাস

খ. জয়দেব

গ. গোবিন্দদাস

ঘ. কেউ নয়

Read More :   দুদক কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর সমাধান pdf সহ

উ. খ

৩১. কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়?

ক. বখতিয়ার খলজি

খ. সম্রাট শাহজাহান

গ. হুসেন শাহ

ঘ. সম্রাট বাবর

উ: গ

৩২. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?

ক. গৌরদাস

খ. চার্লস উইলকিন্স

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. ক্লার্ক মার্শম্যান

উ. খ

৩৩. বাংলা একাডেমি মূল ভবনের নাম কি ছিল?

ক. বর্ধমান হাউজ

খ. বাংলা ভবন

গ. আহসান মঞ্জিল

ঘ. চামেলি হাউজ

উ. ক

৩৪. ‘একাত্তরের যীশু’ গল্পের রচয়িতা কে?

ক. শাহরিয়ার কবির

খ. সেলিম আল দীন

গ. মামুনুর রশীদ

ঘ. সৈয়দ শামসুল হক

উ. ক

৩৫. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?

ক. হাসান আজিজুল হক

খ. আহসান হাবীব

গ. আবুল হোসেন

ঘ. হাসান হাফিজুর রহমান

উ. ঘ

৩৬. ‘সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি’- চরণটি কোন কবির রচনা?

ক. দ্বিজেন্দ্রলাল রায়

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. জসীমউদ্দীন

ঘ. মধুসূদন দত্ত

উ. ক

৩৭. নিচের কোন বানানটি অশুদ্ধ?

ক. বাণী

খ. শূণ্য

গ. অরণ্য

ঘ. লবণ

উ. খ

৩৮. ‘মাণিক্য’ শব্দে ‘ণ’ বসেছে ণ-ত্ব বিধানের কোন নিয়মে?

ক. ম বর্গের পরে ণ হয়

খ. ক বর্ণ এবং ম বর্ণের মাঝে ণ হয়।

গ. ক বর্ণের পূর্বে ণ হয়

ঘ. স্বভাবতই ণ হয়

উ. ঘ

৩৯. ‘বীর’ শব্দের বিপরীত লিঙ্গ কোনটি?

ক. তেজস্বিনী গ. বীরাঙ্গনা

খ. বীরাঙ্গী ঘ. বিদুষী

উ. গ

৪০. ‘মানুষ মরণশীল’- এ বাক্যে ‘মানুষ’ শব্দটি কোন লিঙ্গ??

ক. পুংলিঙ্গ খ. স্ত্রীলিঙ্গ গ. উভয়লিঙ্গ

ঘ. ক্লীবলিঙ্গ

উ. গ

৪১. ‘শশব্যস্ত’ কোন সমাস?

ক. তৎপুরুষ খ. কর্মধারয় গ. বহুব্রীহি

ঘ. অব্যয়ীভাব

উ: খ

৪২. ‘প্রসূন’ এর প্রতিশব্দ হলো

খ. পল্লী

গ. ফল

ঘ. পুষ্প

উ. ঘ

৪৩. ফোর্বস ম্যাগাজিন কর্তৃক মনোনীত বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী নারী কে?

ক. ম্যাকেঞ্জি স্কট

খ. হিলারি ক্লিনটন

গ. থেরেসা মে

ঘ. অ্যাঙ্গেলা মার্কেল

উ. ক

৪৪. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP) শীর্ষ পদ কী?

ক. প্রশাসক

খ. মহাপরিচালক

গ. মহাসচিব

ঘ. প্রেসিডেন্ট

উ. ক

জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান 

এখানে জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান এর আন্তুর্জাতিক বিষয়ে আলোচনা করা হলো। [ads1]

৪৫. ২০২১ সালের ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

ক. ভারত

খ. যুক্তরাজ্য গ. রুয়ান্ডা ঘ. বাংলাদেশ

উ.গ

৪৬. জাতিসংঘের সর্বশেষ (১৯৩তম) সদস্য রাষ্ট্র কি?

ক. পূর্ব তিমুর খ. তিমুর গ. কঙ্গো

ঘ. কাতালোনিয়া

উ. খ

৪৭. বর্তমানে বিশ্বে সবচাইতে উচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?

ক. বলিভিয়া

খ. ভেনেজুয়েলা

গ. ব্রাজিল

ঘ. রাশিয়া

উ. খ

৪৮. ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতিদানকারী প্রথম দেশ

ক. এল সালভেদর

খ. গুয়েতমালা

গ. নিকারাগুয়া

ঘ. হন্ডুরাস

উ. ক

৪৯. টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি কে?

ক. ওয়াসিম আকরাম খ. কপিল দেব

গ. শেন ওয়ার্ন ঘ. মুরালিধরন

উ. ঘ

৫০. কোভিড-১৯ কোন ধরনের ভাইরাস?

ক. DNA

খ. DNA+RNA

গ. mRNA

ঘ. RNA

উ. ঘ

৫১. হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর?

ক. ইংল্যান্ড

খ. সুইজারল্যান্ড

গ. লুক্সেমবার্গ

ঘ. জার্মানি

উ. ঘ

৫২. Ninety East Ridge বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত?

Read More :   কম্পিউটার অপারেটর নিয়োগ প্রশ্ন ও সমাধান pdf সংগ্রহ করুন

ক. মধুপুর বরেন্দ অঞ্চল খ. জয়ন্তিকা পাহাড়

গ. বঙ্গোপসাগর

ঘ. তিন বিঘা করিডর

উ. গ

৫৩. কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?

ক. ইসলাম খান

থ. রাজা মানসিংহ

গ. মীর জুমলা

ঘ. শায়েস্তা খান

উ. ঘ

৫৪. কোন ব্যক্তির জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত?

ক. ২৫ বছর

খ. ১৮ বছর

গ. ৩০ বছর

ঘ. ২০ বছর

উ. ক

৫৫. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ রয়েছে?

ক.৮১

খ. ৮৫

গ.৮৭

ঘ. ৮৮

উ. গ

৫৬. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলি ও কুরি পুরস্কার লাভ করেন?

ক. ১০ অক্টোবর, ১৯৭২

খ. ৭ নভেম্বর, ১৯৭২

গ. ১৬ নভেম্বর, ১৯৭২

ঘ. ২৫ ডিসেম্বর, ১৯৭২

উ. ক

জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান গণিত

এখানে আপনি পাবেন জুনিয়র অডিটর প্রশ্ন সমাধান গণিত বিষয়ে আলোচনা। [ads1]

৫৭. একটি বিজোড় পূর্ণসংখ্যার পাঁচগুণের সাথে পরবর্তী বিজোড় সংখ্যার তিনগুণ যোগ করলে ৬২ হয়। প্রথম বিজোড় পূর্ণসংখ্যাটি কত?

ক. ৫

খ. ৭

গ. ৩

ঘ. ৯

উ. খ
সমাধানঃ
ধরি, বিজোর পূর্ণ সংখ্যা- ক
এবং পরবর্তী বিজোর সংখ্যা- ক+২
প্রশ্নমতে, ক*৫+৩(ক+২)=৬২
বা, ৫ক+৩ক+৬=৬২
বা, ৮ক=৫৬
বা, ক= ৭ (উত্তর)

৫৮. পাঁচ বাহুবিশিষ্ট বহুভূজের কতটি কর্ণ আছে?

ক.8

খ. ৩

গ. ৫

ঘ. ৬

উ. গ

৫৯. দুটি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত?

ক. ৩০৮

খ. ৩১৮

গ. ২৯৮

ঘ. ৭০০

উ. ক

৬০. তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?

ক. ২

খ. ৩

গ. 8

ঘ. ৬

উ. ঘ

৬১. 2x = 3y + 5 হলে 4x-6y = ?

ক. 20

খ.14

গ. 12

ঘ. 10

উ. ঘ

সমাধানঃ
দেওয়া আছে, 2x=3y+5
2x-3y=5
এখন,
4x-6y
=2(2x-3y)
=2*5
=10 (ans)

৬২. ABCD রম্বসের A কোণের মান ৬০° হলে D কোণের মান কত?

ক. 120°

খ. 300°

গ. 60°

ঘ. 30°

উ. খ

৬৩. (a + b) = 4 হলে (a + b)^3 কত?

ক. 16

খ. 64

গ. 12

ঘ. 24

উ. খ

৬৪. x + 1/x= 2 হলে (x-1/x)^2 এর মান কত?

ক. 0

খ. 2

গ. 1

ঘ. 4

উ. ক

৬৫. ১ একরের ৫% সমান কত বর্গগজ?

ক. ১৭৬

খ. ২৪২

গ. ৪৮৪

ঘ. ৮৪০

উ. খ

৬৬. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। ক্ষেত্রফল ৩২ বর্গমিটার হলে বড় বাহুটির দৈর্ঘ্য কত??

ক. ৮ মিটার

খ. ১০ মিটার

গ. ১২ মিটার

ঘ. ১৬ মিটার

উ. ক

৬৭. দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ১৫ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ঘণ্টায় যায় ৫ কি.মি.। স্রোতের বেগ কত?

ক. ৫ কি.মি./ঘণ্টা

খ. ৬ কি.মি./ঘণ্টা

গ. ১০ কি.মি./ঘণ্টা

ঘ. ৮ কি.মি./ঘণ্টা

উ. ক

৬৮. x2 + y2 = 25 এবং xy = 12 হলে a+b=? অংকটির (a+b) এ ভুল আছে

ক. 6

খ. 7

গ. 8

ঘ. 9

উ. খ

ব্যাখ্যাঃ a + b এর পরিবর্তে x + y হলে সঠিক উত্তর: 7

৬৯. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩, ৪, ৫ হলে কোণ তিনটিকে ডিগ্রিতে প্রকাশ করুন।

ক. ৪৫° ৬০° ৭৫°

খ.00°, 80°, 90°

গ. ৫০° ৬০° ৭০°

ঘ. ৪৮°, ৬৪° ৮০°

উ. ক

৭০. 125 ( (√5 )^2x =1 হলে x এর মান কত?

ক. 3

খ. -3

গ. 7

ঘ. 9

উ. খ
সমাধানঃ
বা, 125=(√5)^2x
বা, (5)^3=(5)1/2*2x
বা, 3=x
x=-3 (ans.)