চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর ১০০ টি (প্রথম পর্ব)

 বাংলাদেশের যেকোন চাকরির পরীক্ষায় কম্পিউটারের উপর ১০০% কমন পাওয়ার নিশ্চয়তা নিয়ে আজ হাজির হলাম। কম্পিউটারের উপর নিচের ১০০টি প্রশ্ন অধ্যয়ন করলে আপনি ১০০% কম্পিউটার প্রশ্ন কমন পাবেন বলে আশা করি। তাই আপনাদের মাঝে চাকরির পরীক্ষায় আসার মত কম্পিউটারের প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। এখানে আপনি ১০০ টি প্রশ্নের কম্পিউটার প্রশ্ন pdf, বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন, চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন, কম্পিউটার প্রশ্ন ব্যাংক, বিগত সালের কম্পিউটার প্রশ্ন, আবার এখান থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কম্পিউটার প্রশ্ন ও উত্তর পাবেন এবং কম্পিউটার ভাইরাস নিয়ে প্রশ্ন, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান, আইসিটি প্রশ্ন বিসিএস, বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন pdfসংক্রান্ত প্রশ্ন ও উত্তর পাবেন। তাই শুরু করে দিন কম্পিউটার প্রশ্ন ও উত্তর নিয়ে অধ্যয়ন। তাই ফলো করুন এখানে 100 computer question with answer for job. এখানে পাবেন বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন, চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন, কম্পিউটার প্রশ্ন ব্যাংক, বিগত সালের কম্পিউটার প্রশ্ন ইত্যাদি। 

চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর ১০০ টি (প্রথম পর্ব)

আলোচনার বিষয় সমূহঃ

এখানে ১-১০ পর্যন্ত কম্পিউটার প্রশ্ন ও উত্তরঃ

আপনাদের সুবিধার্থে এখানে ১-১০ পর্যন্ত কম্পিউটার প্রশ্ন ও উত্তর আলোচনা করছি। 

১। কম্পিউটার শব্দের অর্থ কি? – গননাকারী যন্ত্র। 

Read More :   ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধিভূক্ত সরকারি ৭ কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান

২। আধুনিক কম্পিউটারের জনক কে? – চালর্স ব্যাবেস 

৩। কম্পিউটারের স্মৃতি কত প্রকার? -কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার 

৪। LCD এর পূর্ণমান লিখ? – Liquid Crystal Display. 

৫। PC অর্থ কী? – Personal Computer. 

৬। CPU কী? -Central Processing Unit 

৭। 1 KB =? উত্তরঃ 1024 Byte. 

৮। কম্পিউটারের আবিষ্কারক কে? – হাওয়ার্ড এ্যাইকিন 

৯। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? – Rom 

১০। কম্পিউটারে কোনটি নেই?- বুদ্ধি বিবেচনা 

১১-২০ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন ও উত্তরঃ

এখানে ১১-২০ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন ও উত্তর উপস্থাপন করছি।

১১। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব (Youtube) এর প্রতিষ্ঠাতা কে? – স্টিভ চ্যাল ও জাভেদ করিম। 

১২। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? -সেন্ট্রাল প্রসেসিং ইউনিট 

১৩। ই-মেইল কি?- ইলেকট্রনিক মেইল 

১৪। কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?- মাইক্রো প্রসেসর 

১৫। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? – হার্ডওয়্যার 

১৬। বর্তমান কম্পিউটার জগতের কিংবদমিত্ম কে?-বিল গেটস

১৭। কম্পিউটার বায়ােস (BIOS) কি? -Basic Input-Output System 

১৮। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বাের্ডকে বলা হয়? – মাদারবাের্ড 

১৯। কম্পিউটার র্যাম কি? -স্মৃতিশক্তি 

২০। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ।

২১-৩০ পর্যন্ত চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তরঃ

নিম্নে ২১-৩০ পর্যন্ত চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো।

২১। ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ- -চীন 

২২। IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার-Intel 4004 

২৩। কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? -১৯৭৯ সালে। 

২৪। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? -৪ প্রকার। 

২৫। চ্যাট (Chat) অর্থ কি? -খােশগল্প করা 

২৬। বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকে ? -১৯৯৬ সালের ৪ জুন। 

২৭। কম্পিউটারের এই ‘#চিহ্ন কে কি বলে? -হ্যাস চিহ্ন 

২৮। ওয়েব অর্থ কি?– জাল। 

২৯। মাইক্রো শব্দের অর্থ কি? – ক্ষুদ্রাকার 

৩০। অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়? -ইন্টারনেট

Read More :   তথ্য অধিদপ্তরের অফিস সহায়ক প্রশ্ন সমাধান ২০২২

৩১-৪০ পর্যন্ত কম্পিউটার প্রশ্ন ব্যাংক ও উত্তরঃ

এখানে ৩১-৪০ পর্যন্ত কম্পিউটার প্রশ্ন ব্যাংক ও উত্তর তুলে ধরছি।

৩১। কম্পিউটারের ব্যবহার নয় কোনটি? -স্বপ্ন দেখা 

৩২। মাউস ক্লিক বলতে কি বুঝায়? – মাউসের বাম বােতামে চাপা 

৩৩। কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? -Compute 

৩৪। কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? -৩ ধরনের 

৩৫। পাওয়ারপয়েন্ট ফাইলকে বলা হয়- -প্রেজেনটেশন 

৩৬। কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয়। -পেনড্রাইভ 

৩৭। নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? – বিজয় 

৩৮। তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি? -ডাক বিভাগ। 

৩৯। অপারেটিং সিষ্টেম হচ্ছে–মানুষের মসিত্মস্কের বুদ্ধি 

৪০। Find কমান্ড থাকে কোন মেনুতে? -Edit

৪১-৫০ পর্যন্ত বিগত সালের কম্পিউটার প্রশ্ন ও উত্তরঃ

নিচে ৪১-৫০ পর্যন্ত বিগত সালের কম্পিউটার প্রশ্ন ও উত্তর আলোচনা করছি। 

৪১। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়-ফন্ট ডায়লগ বক্সে। 

৪২। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফ্টওয়্যার – প্রাণ

৪৩। কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে- কম 

৪৪। বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বাের্ডের কোথায় চাপ দিতে হয়। -বােতামে। 

৪৫। কত সালে অ্যাপেল অপারেটিং সিষ্টেম ৭.০ প্রবর্তন করেন? -১৯৭১ সালে 

৪৬। কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয়? -বাইট 

৪৭। প্রথম কম্পিউটার প্রােগ্রামার কে?-লেডি অ্যাডা অগাষ্টা 

৪৮। পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রােগ্রাম? -মাল্টিমিডিয়া 

৪৯। কম্পিউটারের কাজের গতি কি দ্বিরা প্রকাশ করে? -ন্যানাে সেকেন্ড। 

৫০। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন?

৫১-৬০ পর্যন্ত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কম্পিউটার প্রশ্ন ও উত্তরঃ

নিম্নে প্রদত্ত ৫১-৬০ পর্যন্ত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কম্পিউটার প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো। 

৫১। চ্যাট (Chat) অর্থ কি? -খােশগল্প করা 

৫২। মাইক্রো শব্দের অর্থ কি? -ক্ষুদ্রাকার। 

৫৩। নিউমেরিক কি প্যাড কোথায় থাকে? -কীবাের্ডের ডান দিকে। 

৫৪। সফ্টওয়্যারের অন্তর্ভুক্ত নয় কোনটি? -মনিটর 

৫৫। ফাইল কপি বা স্থানামত্মর প্রক্রিয়ার চুড়ামত্ম নির্দেশ হল -Copy 

৫৬। একসিস কোন ধরনের প্যাকেজ প্রােগ্রম? -ডেটাবেজ 

৫৭। পাওয়ার পয়েন্ট ফাইলেক কি বলা হয়- -প্রেজেন্টেশন 

৫৮। কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফ্টওয়্যারটি সর্বাধিক উপযােগী? -এম.এস.এক্সেল ৫৯। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রম্নতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম? -লেজার প্রিন্টার 

৬০। কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরী? -ইন্টেল।

৬১-৭০ পর্যন্ত কম্পিউটার ভাইরাস নিয়ে প্রশ্ন ও উত্তরঃ

নিম্নে ৬১-৭০ পর্যন্ত কম্পিউটার ভাইরাস নিয়ে প্রশ্ন ও উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 

৬১। BOL কি?- Bangladesh Online Limited. 

Read More :   সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ প্রশ্ন সমাধান

৬২। অপারেটিং সিস্টেম হচ্ছে- মানুষের মসিত্মস্কের বুদ্ধি। 

৬৩। Find কমান্ড কোন মেনুতে থাকে?- Edit মেনুতে 

৬৪। কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়? -File মেনুর Close কমান্ড দিলে 

৬৫। নােটপ্যাড এর ব্যবহার নয় কোনটি? -ছবি আঁকা 

৬৬। উইন্ডােজ ৯৫ বাজারে এসেছিল-১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর 

৬৭। জন্ম তারিখ হলাে একটি ফিল্ড 

৬৮। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়-ফন্ট ডায়ালগ বক্সে। 

৬৯। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার -প্রাণ 

৭০। কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে—কম

৭১-৮০ পর্যন্ত কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞানঃ

এখানে ৭১-৮০ পর্যন্ত কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান সম্পর্কে উপস্থাপ্পন করা হলো।

৭১। Binary digit থেকে উৎপত্তি হয়- -Bit 

৭২। প্রােগ্রামের মূল লক্ষ্য কী? -সমস্যার সমাধান 

৭৩। কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- -ড. স্টিবিজ 

৭৫। লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ প্রােগ্রাম কোনটি? -ওয়ার্ড প্রােসের্সি প্রােগ্রাম। ৭৬। যেসব প্রােগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে? -এন্টিভাইরাস 

৭৭। মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি বলে? -লজিক বাের্ড 

৭৮। দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে? -মডেম 

৭৯। কম্পিউটার গণনার একক কোনটি? -বাইট 

৮০। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রােগ্রাম?-স্প্রেডশিট

৮১-৯০ পর্যন্ত আইসিটি প্রশ্ন বিসিএসঃ

এখানে ৮১-৯০ পর্যন্ত আইসিটি প্রশ্ন বিসিএস সম্পর্কে আলোচনা করা হলো। 

৮১। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয় না? -দশমিক

৮২। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? -ন্যানাে সেকেন্ড 

৮৩। কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? -সফ্টওয়্যার 

৮৪। কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়? -তথ্য বা ডাটা। 

৮৫। কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে? -নির্দেশ অনুযায়ী 

৮৬। কম্পিউটার যন্ত্র কোন ভাষা বােঝে? -নিজস্ব ভাষা 

৮৭। কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি? -স্ক্যানার 

৮৮। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো- -সুপার কম্পিউটার 

৮৯। কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে? -মানুষের 

৯০। শুরুতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানাে হত? -গণনার

৯১-১০০ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন pdf:

এখানে ৯১-১০০ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন pdf সম্পর্কে আলোচনা করা হলো। 

৯১। সফ্টওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ? – ভারত। 

৯২। ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীদের কি বলে? -নেটিজেন 

৯৩। ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে। – যুক্তরাষ্ট্রে 

৯৪। বর্তমান যােগাযােগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? ইন্টারনেট 

৯৫। Ok এবং Cancel অথবা Close বােতাম কোথায় থাকে? -ডায়ালগ বক্সে।

 ৯৬। কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?- File 

৯৭। File, Edit, Help, View ইত্যাদি শব্দগুলাে কোথায় লেখা থাকে? – মেনু বারে 

৯৮। ফাইল সেফ করার জন্য কোন মুেনর প্রয়ােজন? -ফাইল মেনুর 

৯৯। ইংরেজী বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বােতাম প্রয়ােজন? -Caps Lock 

১০০। F1 থেকে F12 পর্যমত্ম কী-গুলােকে এক সাথে বলা হয় -ফাংশন কী?

এতক্ষণ আপনারা ১০০ টি প্রশ্নের কম্পিউটার প্রশ্ন pdf, বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন, চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন, কম্পিউটার প্রশ্ন ব্যাংক, বিগত সালের কম্পিউটার প্রশ্ন, আবার এখান থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কম্পিউটার প্রশ্ন ও উত্তর পাবেন এবং কম্পিউটার ভাইরাস নিয়ে প্রশ্ন, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান, আইসিটি প্রশ্ন বিসিএস, বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন pdf সংক্রান্ত প্রশ্ন ও উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রশ্ন ও উত্তরে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কম্পিউটার প্রশ্ন ও উত্তর পড়ার পর সবার সাথে শেয়ার করে দিন। তাই ফলো করুন এখানে 100 computer question with answer for job. এখানে পাবেন বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন, চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন, কম্পিউটার প্রশ্ন ব্যাংক, বিগত সালের কম্পিউটার প্রশ্ন ইত্যাদি।