বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারা ১০০% কমন উপযোগী

আজ আপনাদের জন্য বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারা ১০০% কমন উপযোগী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে পাবেন গুরুত্বপূর্ণ বাগধারা সমূহ, সকল বাগধারা, ব্যতিক্রমী বাগধারা, গুরুত্বপূর্ণ বাগধারা mcq, গুরুত্বপূর্ণ বাগধারা pdf, বাগধারা তালিকা pdf, গুরুত্বপূর্ণ ইংরেজি বাগধারা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বাগধারা ইত্যাদি। [ads1]

বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারা
বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারা

১ জানুয়ারি ২০২১ থেকে ০৮ জানুয়ারি ২০২২ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারা

বিগত ১ বছরের বিভিন্ন নিয়ােগ পরীক্ষায় আসা সবগুলাে বাগধারা এর প্রশ্নোত্তর (৬২টি)। [ads1]

০১. ‘উনপঞ্চাশ বায়ু বাগধারাটির অর্থ কী? কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ), অডিটর-২২)। ক) উচ্ছঙ্খল।

খ) রাগ বাড়ানাে গ) বেখাপ্পা ঘ) পাগলামি

উত্তর: ঘ

০২. শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি? (খাদ্য অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১)। ক. সুসময়ের সঞ্চয়

খ. সুসময় গ. শরতের শিউলি ফুল

ঘ. সুসময়ের বন্ধু

উত্তর: ঘ

০৩. ‘কান ভারী করা’ বাগধারাটির সঠিক অর্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ-সহকারী কৃষি কর্মকর্তা)-২১) ক. কানে প্রলেপ দেওয়া।

খ. কুপরামর্শ দেওয়া গ. কানে কম শানাে ঘ. কানে ওজনদার গহন পরা।

উত্তর: খ

০৪. নাড়াবুনে’ বাগধারার সঠিক অর্থ কোনটি? (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ক্যাশিয়ার স্টোর কিপার)-২১) ক. বুনাে

খ. মহুরে গ. মূর্খ ঘ. অলস

উত্তরঃ গ

০৫. ‘গৌরচন্দ্রিকা’ বাগধারার অর্থ- কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, সহকারি ব্যবস্থাপক (সাধারণ)-২১] ক. গলা ধাক্কা

খ. অস্তিত্বহীন। গ. ভূমিকা ঘ. পূর্ণিমা

উত্তরঃ গ

০৬. বাগধারার অর্থ নির্ণয় করুনঃ ‘বকধার্মিক বাংলাদেশ গ্যাস ফিল্ড পরীক্ষা (সহকারী ব্যবস্থাপক সাধারণ)-২১ (ক) কপট

(খ) স্বার্থপর (গ) চাটুকার

(ঘ) ভন্ড ধার্মিক (ঙ) কোনটিই নয়

উত্তর: ঘ

০৭. ‘রজ্জুতে সর্পজ্ঞান’ বাগধারাটির অর্থ কী? খাদ্য অধিদপ্তর নিয়ােগ পরীক্ষা (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)-২১ ক. আচমকা বিপদ

খ. সাপকে দড়ি দিয়ে বাধা গ. যাদুকরী বিদ্রা অর্জন করা ঘ. বিভ্রম

উত্তর: ঘ

০৮. ঢাকের কাঠি বাগধারার অর্থ হলাে- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক)-২১ ক. তােষামােদে

খ. নিষ্কর্মা গ. নিতান্ত অলস

ঘ. মােটামুটি

উত্তর: ক

০৯. হাত-ভারী বাগধারাটির অর্থ কী? দি সিকিউরিটি প্রিন্টিং করপােরেশন (বাংলাদেশ) লিঃ (সহকারী ব্যবস্থাপক)-২১) ক. দাতা

খ. কম খরচে গ. দরিদ্র ঘ. কৃপণ

উত্তর: ঘ

১০. বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘চক্ষুদান করা গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (সহকারী ব্যবস্থাপক)-২১) ক. উপকার করা।

খ. চুরি করা। গ. ক্ষতি করা ঘ. দান করা

উত্তর: খ

সকল গুরুত্বপূর্ণ বাগধারা

[ads1]

১১. “খন্ড প্রলয়” বাগধারাটির অর্থ কি ? খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক)-২১ (ক) ভীষণ ব্যাপার

(খ) ভীষণ গন্ডগােল। (গ) সামান্য ঝড়

(ঘ) কোলাহল

উত্তর: খ

১২. দৃঢ় সংকল্প’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? পিল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া – সহকারী পরিচালক –

ক. একরােখা গ. উড়নচণ্ডী

খ. এক কথার মানুষ ঘ. কংসমামা

উত্তরঃ খ

১৩. পটল তােলা’ এর সমার্থক বাগধারা কোনটি? পিল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া – সহকারী পরিচালক -২১/ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে (অফিস সহায়ক)-২১ ক. অক্কা পাওয়া

খ. তালকানা গ. ভুল মারা। ঘ. ভরাডুবি।

উত্তর: ক

১৪. বাগধারা অতীতকালের কোন ঘটনার স্বারক? পিল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া – সহকারী পরিচালক -২১)

ক. সামাজিক – অর্থনৈতিক খ. সামাজিক – রাজনৈতিক গ. সামাজিক – মানসিক গ. সামাজিক – সাংস্কৃতিক

উত্তর: ঘ

১৫. “খেউর গাওয়া” বাগধারা অর্থ কি? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে নিয়ােগ পরীক্ষা (পরিসংখ্যান সহকারী)-২১ ক. গালাগালি করা

Read More :   সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর ২০২২ (প্রতি মাসের আপডেট সহ)

খ. প্রলাপ বকা গ. একধরনের গান ঘ. প্রশংসা করা।

উত্তর: ক

১৬. ‘অকুল পাথার’ বাগধারাটির অর্থ কী? ঢিাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (DPDC)- সুইচ বাের্ড এটেন্ডেন্ট-২১) ক) মহা সমস্যা।

খ) ভীষণ ভয় গ) ভীষণ বিপদ ঘ) মহা ঝামেলা

উত্তরঃ গ

১৭. উজানের কৈ বাগধারার অর্থ কি? জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১ ক. বিরাট আয়ােজন

খ. সহজলভ্য গ. অপদার্থ

ঘ. সামান্য বাক্য

উত্তর: গ

১৮. ঘটিরাম বাগধারাটির অর্থ কী? জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১ ক. ভন্ড ধার্মিক

খ. ন্যাকামাে গ. বড়মুখ।

ঘ. অপদার্থ।

উত্তর: ঘ

১৯. ‘চাঁদের হাট’ বাগধারাটির অর্থ – বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়ােগ পরীক্ষা (স্টোরম্যান/ডেসপ্যাচ

রাইডার/ট্রাফিক হ্যান্ড)-২১) (ক) বন্ধুদের সমাগম

(খ) আত্মীয় সমাগম (গ) প্রিয়জন সমাগম। (ঘ) গণ্যমান্যদের সমাগম।

উত্তরঃ গ

২০. ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী? [৪৩তম বিসিএস) (ক) যােত

(খ) ভেড়া (গ) একত্র (ঘ) ভাসা

উত্তর: খ ব্যাখ্যাঃ ‘গডডল’, গডড শব্দের স্ত্রীলিঙ্গ, যার অর্থ ‘ভেড়া কিংবা ‘মেষ। কাজেই এই ‘গডডলিকা’বলতে বুঝায় একটা মেষ দলের সামনে থাকা আগুয়ান মেষটিকে এবং বাকি ভেড়ারা অন্ধভাবে তাকে অনুসরণ করে আর দলটা একটি নদীর মতাে বইতে বইতে এগােতে থাকে।

বাংলা এরূপ অনুপ্রেরণায় যখন কেউ অন্ধভাবে, নিজে কোনও বিবেচনা না করে সবাই করেছে দেখে কোন কাজে নিয়ােজিত হয়, তখন ‘গডডলিকা প্রবাহ’, ‘মেষদল, ভেড়ার পাল এই সমস্ত কথাগুলাে ব্যবহার হয়।

ব্যতিক্রমী বা গুরুত্বপূর্ণ বাগধারাঃ

[ads1]

২১. ‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারার অর্থ কি? (৪৩তম বিসিএস ক. রামায়নর সাত পর্ব

খ. রামায়নে বর্ণিত বৃক্ষ গ. রামায়ন বর্ণিত সাতটি সমুদ্র।

ঘ. বৃহৎ বিষয়।

উত্তর: ঘ ব্যাখ্যা সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ – বৃহৎ বিষয়। যেমন: সপ্তকাণ্ড রামায়ণ না আউড়িয়ে আসল কথাটাই বল।

২২. ‘অকাল কুয়ান্ড’ বাগধারার অর্থ – বাংলাদেশ টেলিভিশন (অফিস সহকারী) নিয়ােগ পরীক্ষা-২১} ক) তােষামুদে

খ) দুষ্টু বুদ্ধি। গ) একমাত্র সন্তান

ঘ) অপদার্থ

উত্তর: ঘ

২৩. ‘অগ্নিপরীক্ষা’ বাগধারাটির অর্থ- বাংলাদেশ টেলিভিশন (অফিস সহকারী) নিয়ােগ পরীক্ষা-২১) ক) সহজ পরীক্ষা

খ) কঠিন পরীক্ষা গ) ভাংগা পরীক্ষা

ঘ) আগুনের পরীক্ষা

উত্তর: খ

২৪. ‘আট কপালে’ বাগধারার অর্থ কী? বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে অডিটর পদে নিয়ােগ পরীক্ষা-২১]। ক. মন্দ মানুষ

খ. খারাপ মানুষ গ. উন মানুষ ঘ. হতভাগ্য

উত্তর: ঘ

২৫. ‘পৃষ্ঠ প্রদর্শন’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি? বাংলাদেশ গ্যাস ফিল্ড এসিস্ট্যান্ট কারিগরি কর্মকর্তা (সিভিল)-২১] ক. চুরি করা

খ. অবজ্ঞা করা। গ. গর্ব করা ঘ. পলায়ন করা

উত্তরঃ ঘ

২৬. ‘আটঘাট বাঁধা’ বাগধারার অর্থ এনএসআই (ফিল্ড অফিসার)-২১) ক. ঘাটে নামা।

খ. কাজে নামা গ. সর্বনাশ করা

ঘ. প্রস্তুতি নেওয়া

উত্তর: ঘ

২৭. নিচের কোন বাগধারাটি ব্যতিক্রম? (এনএসআই (সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা এবং সহকারী প্রেগ্রামার)-২১) ক. বিড়াল তপস্বী

খ. বক ধার্মিক গ. ভিজে বিড়াল ঘ. ধর্মপুত্র যুধিষ্ঠির

উত্তর: ঘ

২৮. ‘অশ্বমেধ যজ্ঞ’ বাগধারার অর্থ [Titas Gas (Managing Director)-21] (A) ঘােড়া নিধন

(B) বিপুল আয়ােজন (C) ধবংস করা

(D) হত্যাযজ্ঞ

Ans. B

২৯. দায়িত্ব গ্রহণ নীচের কোন বাগধারার অর্থে ব্যবহৃত হয়েছে? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

(উচ্চমান সহকারী/ উচ্চমান সহকারী (বেঞ্চ সহকারী)/ড্রাফটসম্যান)-২১) ক. মাথা দেওয়া

খ. মাথা ব্যথা গ. মাথা ঘামানাে ঘ. মাথা ধরা

উত্তর: ক

৩০. সৌভাগ্যের বিষয় কোন বাগধারা দ্বারা প্রকাশ পায়? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অপারেটর)-২১)। ক. একাদশে বৃহস্পতি

খ. চাঁদের হাট গ. পােয়াবারাে ঘ. রাহুর দশা

উত্তরঃ ক

গুরুত্বপূর্ণ বাগধারা mcq

[ads1]

৩১. যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারায় প্রকাশ করলে কী হয়? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল

Read More :   জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২ ও বিগত সাল সহ

কর্তৃপক্ষ (এরােড্রাম কর্মকর্তা (এটিএম)/উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)/অন্যান্য)-২১) ক. বুদ্ধির চেঁকি

খ. বিড়াল তপস্বী গ. ভূষণ্ডির কাক ঘ. গভীর জলের মাছ

উত্তর: ঘ

‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা (অফিস সহায়ক) নিয়ােগ পরীক্ষা-২০২১ ক. কপট ব্যক্তি

খ. ঘনিষ্ঠ সম্পর্ক গ. হতভাগ্য ঘ. মােসাহেব

উত্তর: ঘ

৩৩. নিচের কোন বাগধারাটির অর্থ ‘মােসাহেব? এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার-২১) ক. খয়ের খা

খ. কাছা ঢিলা গ. চিনির বলদ

ঘ. লেফাফা দুরস্ত।

উত্তর: ক

৩৪. ‘বিধির বিড়ম্বনা’ এর বাগধারা কী? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সহকারী নিরাপত্তা কর্মকর্তা)-২১) ক. অলক্ষ্মীর দশা

খ. অগ্নি পরীক্ষা গ. অদৃষ্টের পরিহাস। ঘ. আটক

উত্তর: গ

৩৫. নিচের কোন বাগধারা দিয়ে ভূমিকা বােঝায়? এনএসআই (ওয়াচার কনস্টেবল/ ফিল্ড স্টাফ)-২১)। ক. গােবর গণেশ

খ. গৌরচন্দ্রিকা গ. জলপানি। ঘ. পত্রপাঠ

উত্তর: খ

৩৬. ‘অথই জল’ বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে? এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও

টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১)। ক. ভীষণ বিপদ

খ. অন্ধকার দেখা গ. কঠিন পরীক্ষা ঘ. কোনােটিই নয়

উত্তর: ক

৩৭. ‘অকালের বাদলা বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে? এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১) ক. অসীম বিপদ খ. ভাগ্যের নিষ্ঠুরতা গ. অপ্রত্যাশিত বাধা ঘ. দিশা না পাওয়া

উত্তর: গ

৩৮. ‘অথই জল’ বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে? এনএসআই (ডেসপাস রাইটার ও অফিস সহায়ক)-২১] ক. ভীষণ বিপদ

খ. অন্ধকার দেখা গ. কঠিন পরীক্ষা ঘ. কোনােটিই নয়

উত্তরঃ ক

৩৯. রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি? কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকার/ অফিস সহকারী কাম কম্পিউটার

অপারেটর)-২১/ কারিগরি শিক্ষা অধিদপ্তর (ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস সহায়ক)-২১) ক. চির অশান্তি

খ. উভয় সংকট গ. শেষ বিদায় ঘ. চূড়ান্ত অশান্তি

উত্তর: ক

৪০. উজানের কৈ বাগধারাটির অর্থ কি? কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকার/ অফিস সহকারী কাম কম্পিউটার

অপারেটর)-২১) ক. মন্দভাগ্য

খ. বাহ্যিক গ, সহজলভ্য ঘ. অপদার্থ

উত্তর: গ

গুরুত্বপূর্ণ বাগধারা pdf

[ads1]

৪১. শরতের শিশির’ বাগধারার অর্থ কি? কারিগরি শিক্ষা অধিদপ্তর (ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস

সহায়ক)-২১) ক. শরতের শিউলি ফুল

খ. সুসময়ের সঞ্চয় গ. শরতের শােভা ঘ. সুসময়ের বন্ধু

উত্তরঃ ঘ

৪২. উজানের কৈ’ বাগধারাটির অর্থ কি? কারিগরি শিক্ষা অধিদপ্তর (ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস

সহায়ক)-২১) ক. মন্দভাগ্য

খ. বাহ্যিক গ. সহজলভ্য ঘ. অপদার্থ

উত্তর: গ

৪৩. ‘চিনির বলদ বাগধারাটির অর্থ কী? বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (চিফ এডিটর)-২১] ক. নিস্ফল পরিশ্রম।

খ. সস্তা দাম গ. নিষ্ক্রিয় বস্তু

ঘ. অপদার্থ। ব্যাখ্যাঃ ‘চিনির বলদ’ বাগধারাটির অর্থ নিস্ফল পরিশ্রম।

‘আমড়া কাঠের চেঁকি’ বাগধারাটির অর্থ ‘অপদার্থ ।

উত্তর: ক

৪৪. ঘাটের মরা’- বাগধারাটির অর্থ কী? বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (বিসিক) এর প্রমােশন

অফিসার/এক্সটেনশন অফিসার/অন্যান্য পদ-২১। ক. ঘৃণার বস্তু

খ. অতি বৃদ্ধ গ. সদ্য মৃত ঘ. দুর্বল

উত্তরঃ খ

৪৫. দহরম মহরম এর বিপরীত বাগধারা কি? ক. অহিনকুল

খ. দুধের মাছি গ. বসন্তের কোকির ঘ. জিলাপির প্যাচ

উত্তর: ক ব্যাখ্যা ‘দহরম-মহরম’ বিপরীতার্থক বাগধারা ‘অহিনকুল’ উল্লেখ্য, অহিনকুল অর্থ ভীষণ শত্রতা। দুধের মাছি এবং বসন্তের কোকিল অর্থ সুসময়ের বন্ধু। জিলাপির প্যাচ অর্থ কুটিল বুদ্ধি।

৪৬. টানাপড়েন বাগধারার সঙ্গে যুক্ত নিচের কোন শব্দ? ঢািকা বিশ্ববিদ্যালয় (গ-ইউনিট)-২০-২১ ক. পরিবার

খ. কারখানা গ. তাঁত ঘ. জাল

উত্তর: গ

৪৭. ‘আটকপালে’ বাগধারাটির অর্থ ঢািকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি পরীক্ষা (বিজ্ঞান ইউনিট)- ২১ ক. ভাগ্যবান

Read More :   মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী প্রশ্ন সমাধান ২০২২

খ. অপদার্থ গ. হতভাগ্য ঘ. সুচতুর

উত্তর: গ

৪৮. ননীর পুতুল’ বাগধারার অর্থ কী? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১ ক. পুতুলের ন্যায়

খ. অতি আদরের গ. অতি দ্র

ঘ. অল্প শ্রমে কাতর

উত্তর: খ

৪৯. শকুনি মামা’ বাগধারার অর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়, A ইউনিট (গ্রুপ-৩)-২০-২১ ক. নির্মম আত্মীয়

খ. হিংসুটে আত্মীয় গ. লােভী আত্মীয়

ঘ. কুটিল চরিত্র

উত্তর: ঘ।

৫০. পেটের ভাত চাল হওয়া’ বাগধারাটির অর্থ কি? রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট-বি, অ-বানিজ্য শাখা (গ্রুপ-২)

ভর্তি পরীক্ষা ২০২০-২১) (ক) অতিরিক্ত দুর্ভাবনায় পড়া। (খ) বেশী ভয় পাওয়া (গ) মােটেও হজম না হওয়া (ঘ) তীব্র ক্ষুধায় কাতর হওয়া

উত্তর: ক

গুরুত্বপূর্ণ বাগধারা ইংরেজি

[ads1]

৫১. খয়ের খাঁ বাগধারাটির অর্থ- [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহেঁ সমন্বিত ভর্তি পরীক্ষা ইউনিট-এ (বিজ্ঞান শাখা)-২১] (A) ভাঁড়

(B) আভিজাত্য (C) চাটুকার। (D) ধনিকশ্রেণি

উত্তর: C

৫২. একগুঁয়ে’ অর্থ বােঝাতে কোন বাগধারাটি প্রযােজ্য [GST গুচছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত ভর্তি পরীক্ষা – ইউনিট-৪ (মানবিক শাখা)-২১) ক. ধােপদুরস্ত।

খ. পাথরে পাঁচ কিল গ. নেই আঁকড়া ঘ. দুমুখাে সাপ

উত্তর: গ

৫৩. নথ নাড়া’ বাগধারাটির অর্থ- কর্মসংস্থান ব্যাংক নিয়ােগ পরীক্ষা, সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ)-২১) ক) ক্ষোভ প্রকাশ

খ) নিন্দা করা। গ) তুষ্ট করা ঘ) অহংকার প্রকাশ

উত্তরঃ ঘ

৫৪. ‘হাড়হদ’ বাগধারা দিয়ে বােঝায়- প্রবাসী কল্যাণ ব্যাংক (জেনারেল অফিসার)-২১) ক. স্পর্ধা।

খ. অকৃত্রিম গ. নাড়ীনক্ষত্র

ঘ. দৃঢ়তা

উত্তরঃ গ

৫৫. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী? সমন্বিত ৫ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১)। ক. কপট ব্যক্তি

খ. ঘনিষ্ঠ সম্পর্ক ঘ. মােসাহেব

গ. হতভাগ্য

উত্তর: ঘ।

৫৬. নিচের যে বাগধারাটি অপর তিনটি থেকে বিসদৃশ – সমন্বিত ৭ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার)

ক. কেতা দুরস্ত গ. কাপুড়ে বাবু

খ. কেউকেটা ঘ. কলম পেষা

উত্তর: ঘ

৫৭. যার কোনমূল্য নেই- এর সমার্থক বাগধারা কোনটি? প্রবাসী কল্যাণ ব্যাংক (সিনিয়র অফিসার)-২১) a. ডাকাবুকো

  1. তুলসীবনের বাঘ c. কাঠেরপুতুল d, ঢাকের বায়া

উত্তরঃ ঘ ব্যাখ্যায় ঢাকের বাঁয়া অর্থ যার কোন মূল্য নেই; অপ্রয়ােজনীয়। ডাকাবুকো অর্থ নির্ভীক; দুঃসাহসী। কাঠের পুতুল

অর্থ নিস্ক্রিয় দর্শক বােকা । তুলশীবনের বাঘ অর্থ ভণ্ড; সুবেশে দুবৃত্ত।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বাগধারা

[ads1]

৫৮. ‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি? a. লাফালাফি।

  1. লম্ফকাপ c. বেহানাপনা d. লজ্জা

উত্তরঃ গ ব্যাখ্যা বিড়ালের আড়াইপা’ বাগধারাটির অর্থ ‘বেহায়াপনা। বিড়ালের আড়াই পা’ এর আরেকটি অর্থ ক্ষণস্থায়ী রাগ।

৫৯. কচুবনের কালাচঁদ’ বাগধারার অর্থ (উত্তরা ব্যাংক লিমিটেড (প্রবেশনারী অফিসার)-২১ ক. নির্বোধ

| খ. অপদার্থ গ. ধূৰ্তর্ব্যক্তি ঘ. চাটুকার

উত্তর: খ ব্যাখ্যা কচুবনের কালাচাদ’ বাগধারার অর্থ ‘অপদার্থ। খয়ের খা’ অর্থ ‘চাটুকার। বুদ্ধির চেঁকি’ অর্থ ‘নিরেট। বর্ণচোরা’ অর্থ কপট ব্যক্তি।

৬০. সাতঘাটের কানাকড়ি’ বাগধারাটির যথার্থ অর্থ- রূপালী ব্যাংক লিমিটেড (সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার)-২১) ক) নানা দেশের উপাদান।

খ) কৃপণের ধন। গ) অকিঞ্চিৎক্তর সংগ্রহ ঘ) অতিকষ্টের উপার্জন

উত্তরঃ গ

৬১.‘ভূষন্ডির কাক’ বাগধারাটি কি অর্থে ব্যবহৃত? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (প্ৰবেশনারী অফিসার)-২১) ক. নিরেট মূখ্য

খ. দীর্ঘজীবি গ. নিষ্ক্রিয় দর্শক ঘ. কপটচারী

উত্তর: খ

ব্যাখ্যাঃ ভূষণ্ডির কাক- দীর্ঘজীবী; সাক্ষী গােপাল-নিষ্ক্রিয় দর্শক; আকাট মূখ- নিরেট বােকা; বর্ণচোরা- কপটচারী।

উত্তরঃ গ

৬২. “মাছের মা” বাগধারার অর্থ এনআরবিসি ব্যাংক (প্ৰবেশনারী অফিসার)-২১) ক. কঠোর

খ. অত্যাচারী গ. নিষ্ঠুর

ঘ. নীতিহীন 

উত্তর: গ

ব্যাখ্যাঃ

মাছের মা-নিষ্ঠুর; খড়ে দজ্জাল- প্রচও অত্যাচারী; অনুর্ভঙ্গ পণ- কঠোর প্রতিজ্ঞা।

তাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বাগধারা প্রশ্নোত্তর যা ২০২১ সালে নিয়ােগ পরীক্ষায় এসেছিল তা সম্পর্কে আলোচনা করেছি। এখানে পেলেন গুরুত্বপূর্ণ বাগধারা সমূহ, সকল বাগধারা, ব্যতিক্রমী বাগধারা, গুরুত্বপূর্ণ বাগধারা mcq, গুরুত্বপূর্ণ বাগধারা pdf, বাগধারা তালিকা pdf, গুরুত্বপূর্ণ ইংরেজি বাগধারা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বাগধারা ইত্যাদি।