গার্ড পদের প্রশ্ন সমাধান বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষা ২০২২ দেখুন এখানে ।
গার্ড পদের প্রশ্ন সমাধান বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষা ২০২২
আজকে আমরা বাংলাদেশ রেলওয়ে চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও তার সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গার্ড পদের প্রশ্ন সমাধান বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষা ২০২২ পরীক্ষার সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হবে এখানে। এখানে আপনি আপনার গার্ড পদের প্রশ্ন সমাধান বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষা ২০২২ ব্যাখ্যা ও বিশ্লেষণ সহ দেখতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে প্রশ্ন সমাধান
বাংলাদেশ রেলওয়ে প্রশ্ন সমাধান ২০২২ আলোচনা করছি।
আজ ১৭ জুন, ২০২২ তারিখ রোজ শুক্রবারে বাংলাদেশ রেলওয়ের দুটি পদের নিয়োগ এমসিকিউ অংশের পরীক্ষা বাংলাদেশ রেলওয়ে চাকুরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যেখানে মোট ৭০ টি এম সি কিউ প্রশ্ন ছিল, যার প্রতিটির মান ১ নম্বর করে । যে পরীক্ষা শেষে উক্ত পরীক্ষার প্রশ্নপত্র আমরা সংগ্রহ করি এবং গার্ড পদের প্রশ্ন সমাধান করি।
গার্ড পদের প্রশ্ন সমাধান pdf
রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২২ pdf
অন্যান্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার মতোই রেলওয়ে চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন পদ্ধতি । বাংলাদেশ রেলওয়ে চাকরির নিয়োগ পরীক্ষায় প্রথম ধাপে mcq পরীক্ষা অনুষ্ঠিত হয় । যেখানে মোট চারটি বিষয়ে প্রশ্ন প্রণয়ন করা হয় । উক্ত বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংলিশ, গণিত ও সাধারণ জ্ঞান । পদ এবং শ্রেণীর উপর ভিত্তি করে কোন পরীক্ষায় ৮০টি এবং কোনটিতে ৭০টি এম সি কিউ প্রশ্ন থাকে । তবে তার জন্য ভুল উত্তরের জন্য কোন নেগেটিভ মার্কিং থাকে না । এই অংশে আমরা রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর পিডিএফ ফাইল আকারে প্রকাশ করছি । যাতে করে আপনারা খুব সহজেই দেখতে এবং আপনার ফোনে সংগ্রহ করতে পারেন।
বাংলাদেশ রেলওয়ে গার্ড, লোকোমোটিভ মাস্টার নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২২
১. ECNEC এর বিকল্প চেয়ারম্যান কে?
ক. পরিকল্পনা মন্ত্রী গ. জনপ্রশাসন মন্ত্রী
খ. অর্থমন্ত্রী ঘ. স্বরাষ্ট্র মন্ত্রী
উ.খ
২. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
ক. বিপরীতার্থে
খ. মিলনার্থে
গ. বিরোধার্থে
ঘ. সমার্থে
উ. ঘ
৩. কোন বাগধারা ভিন্ন অর্থ বহন করে?
ক. আদায় কাঁচকলা
খ. সাপে-নেউলে
গ. দা-কুমড়ো
ঘ. দুধের মাছি
উ. ঘ
গার্ড পদের প্রশ্ন সমাধান ইংরেজি
8. The Author of the Taming of the Shrew’
ক. G. B. Shaw
খ. T. S Eliot
গ. Shakespeare
ঘ. Milton
উ. গ
৫. His proposal was found… conformity…. with our office regulations.
ক. at
খ. with
গ. on
ঘ. in
উ. ঘ
৬. We waited until the plane
ক. had not taken off
খ. took off
গ. had taken off
ঘ. did not taken off
উ. গ
৭. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?
ক. ছড়ার শব্দ
খ. শব্দের দ্বিরুক্তি
গ. পদের দ্বিরুক্তি
ঘ. ধ্বন্যাত্মক শব্দ
উ. ঘ
৮. দুইটি সংখ্যার অনুপাত 5 : 7 এবং এদের গ. সা. গু 4 হলে, সংখ্যা দুইটির ল. সা. গু কত?
ক. 150
খ. 140
গ. 160
ঘ. 155
উ. খ
৯. Select correct passive voice of ‘Do the work right now’
ক. Let the work be done right now. খ. Let the work to be done right.
গ. Let the work should be done right now.
ঘ. Let the work done right now.
উ. ক
10. Choose the appropriate word: He had a headache.
ক. strong
খ. acute
গ. serious
ঘ. bad
উ. ঘ
১১. কোন বানানটি সঠিক?
ক. মহর্ষী
খ. মহর্ষি
গ. মহর্শী
ঘ. মহর্শি
উ. খ
গার্ড পদের প্রশ্ন সমাধান বাংলা
১২. রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ?
ক. কাব্যগ্রন্থ
খ. উপন্যাস
গ. নাটক
ঘ. প্রহসন
উ. ক
১৩. দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে… বলে।
ক. স্থূলকোণ
খ. পূরক কোণ
গ. সম্পূরক কোণ
ঘ. প্রবৃদ্ধ কোণ
উ. ঘ
১৪. TRIPS এর পূর্ণরূপ কী?
ক. Trade Related Aspects of Intellectual Property Rights.
খ. Trade Resonal Aspects of Intellectual Property Rights.
গ. Trade Related Aspects of International Property Rights.
ঘ. Trade Relation Aspects of Intellectual Property Rights.
উ. ক
১৫. বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল?
ক. অস্ট্রিক গ. আর্য
খ. দ্রাবিড়
ঘ. অনার্য
উ. ক
১৬. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
ক. ধাতু গ. উপসর্গ
খ. প্রাতিপাদিক ঘ. প্রত্যয়
উ. খ
39. This is the house… I want to buy.
ক. this গ. which
খ. whom ঘ. those
উ. গ
18. Choose the appropriate word: He was .. for murder.
ক. hung গ. hunged
খ.hanged
ঘ. hang
উ. খ
১৯. 7 +12+17+… ধারার 30 টি পদের সমষ্টি কত?
ক. 2245
খ. 2385
গ. 2428
ঘ .2529
উ. খ
২০. দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি? ক. ইস্তাম্বুল
খ. ফালুজা গ. লন্ডন
ঘ. নিউইয়র্ক
উ. ক
২১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার কোথায় অবস্থিত?
ক. আগারগাঁও, শেরে বাংলা নগর
খ. বিজয় সরণী, তেজগাঁও গ. মিরপুর
ঘ. শাহবাগ
উ. খ
২২. O’Henry was an author of
ক. England
খ. USA
গ. Scotland
ঘ. Canada
উ. খ
২৩. যে নারীর স্বামী ও পুত্র নেই- এক কথায় কি হবে?
ক. অনূঢ়া গ. নবোঢ়া
খ. কুমারী
ঘ. অবীরা
উ. ঘ
২৪ . What is the meaning of a white lie”?
ক. Harmful lie খ. Harmless lie . গ. Irrelevant lie
ঘ. Useless lie
উ. গ
২৫. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সে.মি, 8 সে.মি. ও 9 সে.মি.। এর ক্ষেত্রফল নির্ণয় কর।
ক. 26.83 বর্গ সেমি খ. 27.95 বর্গ সেমি
গ. 25.48 বর্গ সেমি ঘ. 25.98 বর্গ সেমি
উ. ক
২৬. Choose the antonym of ‘castigate.
ক. provoke খ. reward
গ. measure
ঘ. riddle
উ. খ
২৭. কর্তা অন্যকে দিয়ে করালে বোঝালে কোন ক্রিয়া হয়?
ক. সরল ক্রিয়া
খ. প্রযোজক ক্রিয়া
গ. নাম ক্রিয়া
ঘ. যৌগিক ক্রিয়া
উ. খ
২৮. একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব যথাক্রমে ১২ সেমি ও ৫ সেমি। উহার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
ক. ২২৫ বর্গ সেমি
খ. ১৪৪ বর্গ সেমি
গ. ১২১ বর্গ সেমি
ঘ. ১৬৯ বর্গ সেমি
উ. ঘ
২৯. Choose the synonym of ‘entice’
ক. allure
খ. follow
গ. hasty
ঘ. facid
উ. ক
৩০. x – y = 2 এবং xy= 24 হলে x + y এর মান কত?
ক. 10
খ. +- 8
গ. +- 10
ঘ. + 6
উ. গ
৩১. যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
ক. 21%
খ. 25%
গ. 28%
ঘ.18%
উ. ক
৩২. Meaning of ‘Wild goose chase’ is
ক. Worthless job
খ. Obsessed mind
গ. Engrossed
ঘ. Simple work
উ. ক
৩৩. প্রসেসর যা পাটিগণিত এবং লজিক্যাল অপারেশন সম্পাদন করে তাকে … বলা হয়।
ক. কন্ট্রোল
খ. এএলইউ(Arithmetic Logic Unit)
গ. সিপিইউ
ঘ. র্যাম
উ. খ
৩৪. What is the single word for a hater of mankind?
ক. philanthropist
খ. misanthropist
গ. humanitarian
ঘ. hatred
উ. খ
গার্ড পদের প্রশ্ন সমাধান গণিত
৩৫. secA + tanA= 5/2 হলে, secA-tanA এর মান কত?
ক. 1/4
খ. 2/5
গ. 3/5
ঘ. 4/5
উ. খ
৩৬. চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান
কোনটি? ক. সুইডিশ একাডেমি
খ. নরওয়েজিয়ান নোবেল কমিটি
গ. ক্যারেলিনস্কা ইনস্টিটিউট
ঘ. রয়েল সুইডিস একাডেমি অব সায়েন্সস
উ.গ
৩৭. রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে?
ক. UNICEF
খ. UNCTAD
গ. UNHCR
ঘ. UNFPA
উ. গ
৩৮. একটি বৃত্তের ক্ষেত্রফল ৩১৪ বর্গ সেমি হলে উহার ব্যাস কত?
ক. ২০ সেমি
খ. ২৫ সেমি
গ. ১২ সেমি
ঘ. ১৫ সেমি
উ. ক
৩৯. Budget শব্দের মূল অর্থ?
ক. মূলধন
খ. বণ্টন
গ. মুনাফা
ঘ. থলে
উ. ঘ
৪০. ‘লোকটি ধনী কিন্তু কৃপণ’- কোন ধরনের বাক্য?
ক. জটিল
খ. যৌগিক
গ. সরল
ঘ. মিশ্র
উ. খ
1 85. x+1/x = 5 হলে x^3 + 1/x^3=?
ক. 115
খ. 110
গ. 125
ঘ. 225
উ. খ
৪২. বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোন প্ৰণালী?
ক. বেরিং প্রণালী গ. জিব্রাল্টার প্রণালী ঘ. মেসিনা প্রণালী
খ. মালাক্কা প্রণালী
উঃ অপশনে ভুল আছে
ব্যাখ্যা: বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে সুন্দা প্রণালী।
৪৩. Find out the meaning of the word. “Forthcoming”
ক. Disposing খ. Disapproving
গ. Approaching ঘ. Incoming
উ. গ
৪৪. Which one is incorrect spelling ?
ক. Greatful ( সঠিক বানানঃ grateful)
খ. Lieutenant
গ. Assassination
ঘ. Regret
উ. ক
৪৫. The most correct translation of the sentence. “তার জন্য জায়গা করে দাও” is:
ক. Make place for him. খ. Manage place for him.
গ. Make room for him.
ঘ. Make accommodation for him.
উ. গ
৪৬. Which sentence is correct?
ক. Many a rose is bear to blush unseen
খ. Many a rose are born to blush unseen গ. Many a rose is born blush unseen
ঘ. A rose is bear to blush unseen.
উ. গ
৪৭. বাংলাদেশ কবে LDC হতে উত্তরণ করবে?
ক. ২০২২
খ. ২০২৪
গ. ২০২৬
ঘ. ২০২৭
উ. গ
৪৮. কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
ক. ধীরে চল
খ. ঘোড়া খুব দ্রুত চলে
গ. সে পূণ্যবান
ঘ. মেটে কলসি
উ. খ
৪৯. কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়।
ক. 3/4
খ. 3/5
গ. 5/7
ঘ. 5/6
উ. খ
৫০. বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ক. ৭টি
খ. ৬ টি
গ. ১০টি
ঘ. ৮ টি
উ. ঘ
৫১. ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়?
ক. প্রতি ভাষা
খ. উপভাষা
গ. উপজাতীয় ভাষা
ঘ. আঞ্চলিক ভাষা
উ. খ
৫২. বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় টাকার 3 বছরের চক্রবৃদ্ধি 15000 মুনাফা কত?
ক. 2532.40
খ. 1865.30
গ. 2865.24
ঘ. 2928.40
উ. গ
৫৩. Education is enlighting. here enlighting is
ক. A gerund
খ. A participle
গ. An infinite
ঘ. A finite verb
উ. খ
৫৪. ভাষার মৌলিক রীতি কোনটি?
ক. কথা বলার রীতি
খ. লেখার রীতি
গ. বক্তৃতার রীতি
ঘ. লেখা ও বলার রীতি
উ. ঘ
গার্ড পদের প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান
৫৫. পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান?
ক. AOECM খ. ACEOM
গ. AEOCN ঘ. AECOM
উ. ঘ
৫৬. “Once in a blue moon’ means
ক. always
খ. very rarely
গ. nearly
ঘ. hourly
উ. খ
৫৭. মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি?
ক. রপ্তানী বৃদ্ধি করা খ. আমদানি বৃদ্ধি করা
গ. রেমিট্যান্স বাড়ানো
ঘ. রিজার্ভ বাড়ানো
উ. ক
৫৮. রাতুল শব্দের অর্থ কি?
ক. লাল
খ. হলুদ
গ. কালো
ঘ. সাদা
উ. ক
৫৯. (5^4 × 8×16)/ ( 2^5 × 125) এর মান নিম্নের কোনটি?
ক. 20
খ. 40
গ. 35
ঘ. 25
উ. ক
৬০. হুমায়ুন বাংলা ব্যাকরণে ভালো। কোন কারক?
ক. কর্ম কারক
খ. অধিকরণ কারক
গ. অপাদান কারক
ঘ. করণ কারক
উ. খ
৬১. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
ক. ধুমকেতু
খ. অগ্নিবীণা
গ. পরিচয়
ঘ. বঙ্গদর্শন
উ. ক
৬২. ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ কোন ধরনের পুরস্কার?
ক. গ্লোবাল ওমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড
খ. মেডেল অব ডিস্টিংকশন
গ. আইসিটি সাসটেইননেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড
ঘ. বিশেষ প্রশাংসাপত্র এবং ক্রেস্ট
উ. ঘ
৬৩. কোনটি মেঘের প্রতিশব্দ নয়?
ক. অম্বুবাহ
খ. জীমৃত
গ. বারিদ
ঘ. প্রভঞ্জন
উ. ঘ
৬৪. ‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. পারত্রিক
খ. বিষণ্ণ গ. বিশ্বাস
ঘ. পরলৌকিক
উ. ক
৬৫. নিচের কোনটি ‘অন্বেষণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ?
ক. অণু+এষণ
খ. অনু+এষণ
গ. অণু+এখন
ঘ. অনু+এখন
উ. খ
৬৬. Log10^x = -2, X = ?
ক. 0.001
খ. 0.01
গ. 1.0.02
ঘ. 0.002
উ. খ
৬৭. বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি?
ক. আলালের ঘরের দুলাল খ. নববাবু বিলাস7
গ. দুর্গেশনন্দিনী ঘ. গৃহদাহ
উ. গ
৬৮. I only want… little sugar in my tea, please.
ক. some
খ. few
গ. such
ঘ. a
উ. ঘ
৬৯. অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল
ক. জুলাই ২০১৯- জুন ২০২৪
খ. জুলাই ২০২০- জুন ২০২৫
গ. জুলাই ২০২১- জুন ২০২৬
ঘ. জুলাই ২০২২-জুন ২০২৭
উ. খ
৭০. আয়তাকার একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল ৬০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
ক. ১০০ মিটার
খ. ১২০ মিটার
ঘ. ১৪০ মিটার
গ. ৯০ মিটার
উ. ক
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ গুলো করা হয়েছে বিভিন্ন ওয়েবসাইট গাইড ও টেক্সট বইয়ের সাহায্য নিয়ে । আশা করছি প্রদানকৃত সমাধান সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল । এরপরেও কিছু প্রশ্নের উত্তর ভুল থাকা অস্বাভাবিক নয় । যার কারণে কোনো প্রশ্নের সমাধান আপনারা ভুল পেলে প্রশ্নের নম্বরসহ কমেন্ট করে আমাদের জানাবেন খুব দ্রুত সংশোধন করা হবে, ধন্যবাদ।