কার্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তিঃ
[ads1] বাংলাদেশের অন্যতম প্রকৌশলী সংস্থার মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি। এই অধিদপ্তর পল্লী অঞ্চলের কাজ করার পাশাপাশি বর্তমান সরকারের ভিশন ২১ বস্তবায়নের নিমিত্ত কালের পরিক্রমায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের প্রতিটি জায়গায় রয়েছে এলজিইডির কাজের বিচরণ। কিন্তু বর্তমান বাংলদেশের সরকার এলজিইডির গ্রাম গঞ্জের আনাচে কানাচে এবং শহরের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ২০২১ সালে কার্য সহকারী পদে lged এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে আহবান করেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কার্য সহকারী পদে রাজস্ব খাতভূক্ত শূন্য পদ পূরণের জন্য ৪০০ টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
[ads1]
-
কার্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - ২০১৮ সালের এ পদের প্রশ্ন সমাধান আগে দেখে নিনঃ কার্য সহকারীর নিয়োগ প্রশ্ন সমাধান
এবং কার্য সহকারীর কাজ সম্পর্কে জেনে নিন। ২০১৮ সালের রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান এখানে পাবেন
[ads1]
কার্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদবীঃ কার্য সহকারী।
বেতন গ্রেডঃ ৯,৩০০/-২২,৪৯০/- (২০১৫ সালের বর্তমান সরকারের পে স্কেল অনুযায়ী ১৬ তম গ্রেড) [ads1]
প্রার্থীর সর্বোচ্চ কার্য সহকারী পদে প্রবেশের বয়সসীমাঃ৩১ জানুয়ারি ২০২১ তারিখে সাধারণ প্রার্থীদের জন্য সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর গ্রহণযোগ্য। তবে সকল মুক্তিযোদ্ধা সংক্রান্ত কোটাধারীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর।
কার্য সহকারী পদে শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ কিছু কিছু জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কার্য সহকারী পদে আবেদন করতে পারবেন।
কার্য সহকারী পদে lged এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি lged new job circular 2021
সোনালী, জনতা, অগ্রণী ব্যাংকে চাকরি করলে এই পোস্ট সম্পর্কে জানতে পারেনঃ সোনালী, জনতা, অগ্রণী ব্যাংকের সুযোগ সুবিধা
[ads1]
আবেদন পত্র শুরু কখন থেকেঃ ১৪ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখঃ ৩১ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ।
কার্য সহকারী পদে অনলাইনে আবেদন কিভাবে করবেনঃ
প্রথমে এই ওয়েবসাইটে http://lged.teletalk.com.bd/ যান সেখানে Application Form এ ক্লিক করে প্রয়োজনীয় ঘর পূরণ করে সবশেষে Submit Application এ ক্লিক করুন।
কার্য সহকারী পদে lged এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি lged new job circular 2021
টেলিটকের মাধ্যমে টাকা প্রেরনের নিয়মাবলীঃ
[ads1]
আপনার আবেদন করা শেষ হলে এরকম মেসেজ আসবে।
Congratulations!! Application Submitted Successfully.
Your User ID: N87VK4AT, Please keep this number to pay the application fee within 2021-01-14 11:08:50[YYYY-MM-DD hrs:min:sec] from any Teletalk prepaid mobile phone by SMS.
1st – SMS Format: LGED< space > < User ID > and send SMS to 16222
[Example : LGED N87VK4AT]. 1st-SMS Reply: Returns a PIN (8 Digits) like 013423
2nd – SMS Format: LGED< space > < YES > < space > < PIN > and send SMS to 16222
[Example : LGED YES 013423495]. 2nd-SMS Reply: Returns a USER ID & PASSWORD সেভ করে রাখুন।
কার্য সহকারী পদে lged এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে টাকা পাঠানোর নিয়মঃ
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে LGED<space>User ID লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। একটু অপেক্ষা করার পর পিন নাম্বারের একটা মেসেজ আসবে। সেই পিন তথন মনে রাখতে হবে। এখন আবার এভাবে টাইপ করুন।
LGED<space>Yes <space>PIN লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিন। এখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেটা সেভ করে রাখুন।