আপনি যদি ইতিমধ্যে অনলাইনে এসে অনুসন্ধান করে থাকেন কাছের মানুষ দূরে থুইয়া লিরিক্স গান (Lyrics Song) সম্পর্কে তবে এই আর্টিকেলটি আপনার জন্য। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধড়পড়াইয়া রে mp3 song download সহ।
কাছের মানুষ দূরে থুইয়া লিরিক্স
ওরে নীল দরিয়াক
আমায় দে রে দে ছাড়িয়া ক
বন্দি হইয়া মনোয়া পাখি হায়রেক
কান্দে রইয়া রইয়াক
ওরে নীল দরিয়াক
আমায় দে রে দে ছাড়িয়াক
বন্দি হইয়া মনোয়া পাখি হায়রেক
কান্দে রইয়া রইয়াক
ওরে নীল দরিয়াক
আপনি এই আর্টিকেলে পড়ছেন কাছের মানুষ দূরে থুইয়া লিরিক্স সম্পর্কে। পুরোপুরি আর্টিকেলটি পড়ে নিন।
কাছের মানুষ দূরে থুইয়াখ
মরি আমি ধর ফড়াইয়া রেখ
কাছের মানুষ দূরে থুইয়াখ
মরি আমি ধর ফড়াইয়া রেখ
দারুণ জ্বালা দিবানিশিখ
দারুণ জ্বালা দিবানিশিখ
অন্তরে অন্তরেখ
আমার এতো সাধের মন বধুয়া হায় রেখ
কি জানি কি করেখ
ওরে সাম্পানের নাইয়াখ
আমায় দে রে দে ভিড়ায়াখ
বন্দি হইয়া মনোয়া পাখি হায়রেখ
কান্দে রইয়া রইয়াখ
ওরে সাম্পানের নাইয়াখ
আপনি এই আর্টিকেলে পড়ছেন কাছের মানুষ দূরে থুইয়া লিরিক্স সম্পর্কে। পুরোপুরি আর্টিকেলটি পড়ে নিন।
হইয়া আমি দ্যাশান্তরী
দ্যাশ বিদ্যাশে ভিড়ায় তরী রে
হইয়া আমি দ্যাশান্তরী
দ্যাশ বিদ্যাশে ভিড়ায় তরী রে
নোঙ্গর, ফেলি ঘাটে
নোঙ্গর ফেলি ঘাটে
ঘাটে বন্দরে বন্দরে
আমার মনের নোঙ্গর পইড়া আছে
হায় রে সারেং বাড়ির ঘরে
এই না পথ ধইরা
আমি কত যে গেছি চইলা
একলা ঘরে মন বধুয়া আমার
রইছে পন্থ চাইয়া
আপনি এই আর্টিকেলে পড়ছেন কাছের মানুষ দূরে থুইয়া লিরিক্স সম্পর্কে। পুরোপুরি আর্টিকেলটি পড়ে নিন।
ওরে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া
ওরে নীল দরিয়া
Lyrics: O Re Nil Doriya
Abdul Jabbar
ধন্যবাদ আপনার অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান কাছের মানুষ দূরে থুইয়া লিরিক্স আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সঠিকভাবে পেতে সক্ষম হয়েছেন। নিয়মিত লিরিক্স গানের আপডেট পেতে আমাদেরকে গুগল নিউজে ফলো করুন।