হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) এর ২০২২ সালের কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এর পাবেন এখানে। চলুন তবে আজকের আর্টিকেলের আলোচনার বিষয় সিজিএ (cga) কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ প্রশ্ন সমাধান ব্যাখ্যা সহ এখান থেকে শুরু করা যাক। [ads1]
প্রিয় শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি, আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভাল আছেন? আজ আপনাদের মাঝে ২০২২ সালের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) এর ২০২২ সালের কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি। এ পদের পরীক্ষার ব্যাপারে ইতিমধ্যে সকলেই জেনে গেছেন যে, ২০২২ সালের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) এর ২০২২ সালের কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা ২০২২ সালে অনুষ্ঠিত হয়েছে।
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) এর ২০২২ সালের কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ২০২২ সালের প্রশ্নপত্র পেতে হলে আপনাকে এই পোস্ট ফলো করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) এর ২০২২ সালের কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুনামধন্য একটি পদ৷ কম্পিউটার পদ যেহেতু অর্থ মন্ত্রণালয়ের অধীনে তাই এ পদ থেকে পদন্নোতি পেয়ে অর্থ মন্ত্রণালয় বা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এর অধীনে অনেক গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি লাভসহ অনেক সম্মানে ভূষিত হওয়া যায়। [ads1]
এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ থেকে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় অনেক গুরুত্বপূর্ণ পদোন্নতি পাওয়া যায় বিধায় কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের গুরুত্ব অনেক। কম্পিউটার মুদ্রাক্ষরিক বা সমমানের অন্যান্য পদে চাকরি পেতে হলে গত সালের প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান অবশ্যই করা এবং এর পাশাপাশি নিয়মিত অনুশীলন প্রয়োজন আছে। আমার জীবনে অনেক দেখেছি যে যেকোন সরকারি চাকরির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন থেকেই অধিকাংশ প্রশ্ন কমন আসে।
আর ছোট পদ বা তৃতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে বিগত সাল থেকে বেশির ভাগই প্রশ্ন আসে বলে আমার ব্যক্তিগত মতামত। তাই আপনাদের সুবিধায় ১ম শ্রেণী থেকে শুরু করে ৪র্থ শ্রেণী পর্যন্ত চাকরি পেতে হলে ২০২২ সালের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) এর ২০২২ সালের কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য উপস্থিত হলাম। [ads1]
এখানে পাবেন CGA প্রশ্ন সমাধান, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় প্রশ্ন সমাধান, কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান, কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান, CGA প্রশ্ন সমাধান ২০২২, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় প্রশ্ন সমাধান ২০২২, কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ২০২২, কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান ২০২২, কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান, কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান ২০২২, কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান ২০২২, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান ২০২২ ইত্যাদি প্রশ্ন সমাধান।
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন ২০২২
[ads1]
এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের প্রশ্ন সমাধান ২০২২, CGA এর ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান, CGA এর ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান ২০২২, কম্পিউটার মুদ্রাক্ষরিক বাংলা প্রশ্ন সমাধান, কম্পিউটার মুদ্রাক্ষরিক ইংরেজি প্রশ্ন সমাধান, কম্পিউটার মুদ্রাক্ষরিক গণিত প্রশ্ন সমাধান, কম্পিউটার মুদ্রাক্ষরিক সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান, কম্পিউটার মুদ্রাক্ষরিক কম্পিউটার প্রশ্ন সমাধান, কম্পিউটার মুদ্রাক্ষরিক বাংলা প্রশ্ন সমাধান ২০২২, কম্পিউটার মুদ্রাক্ষরিক ইংরেজি প্রশ্ন সমাধান ২০২২, কম্পিউটার মুদ্রাক্ষরিক গণিত প্রশ্ন সমাধান ২০২২, কম্পিউটার মুদ্রাক্ষরিক সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান ২০২২, কম্পিউটার মুদ্রাক্ষরিক কম্পিউটার প্রশ্ন সমাধান ২০২২, কম্পিউটার মুদ্রাক্ষরিক বাংলা প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান, কম্পিউটার মুদ্রাক্ষরিক ইংরেজি প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান, কম্পিউটার মুদ্রাক্ষরিক গণিত প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান, কম্পিউটার মুদ্রাক্ষরিক সাধারণ জ্ঞান প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান, কম্পিউটার মুদ্রাক্ষরিক কম্পিউটার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান ইত্যাদ।
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এর কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ (ইংরেজি)-
[ads1]
১। Freedom একটি Abstract Noun হিসেবে ইংরেজি বাক্যে ব্যবহৃত হয়।
উত্তরঃ গ
২। The Sundarban is ____ the south of the country.
উত্তরঃ খ
ব্যাখ্যাঃ সুন্দরবন দেশের দক্ষিণে অবস্থিত। তাই এখানে to বসবে।
৩।The fire ___ to spread at 9:30 pm.
উত্তরঃ খ
আপনারা পড়ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান বিস্তারিত।
ব্যাখ্যাঃ আগুন রাত সাড়ে নয়টায় শুরু হয়েছিল তাই এখানে started বসবে।
৪। I wish you ___ the problem.
উত্তরঃ গ
ব্যাখ্যাঃ এখানে could solve বসবে। অর্থঃ যদি আমি সমস্যাটি সমাধান করতে পারতাম। গঠনপ্রণালিঃ Sub+ Wish + বাকী অংশ + Subject + Could + Verb এর present form বসে।
৫। “a white lie” এর অর্থ হচ্ছে useless lie.
উত্তরঃ খ
৬। Scribble (কোন কিছু আঁকা বা লেখা) : Write হলে Stammer (তোতলানো) :
উত্তরঃ ঘ
ব্যাখ্যাঃ এখানে সমার্থক বাচক শব্দ বসবে। তাই Speak (কোন কিছু বলা) হবে।
৭। Transformation of “He is more brilliant than you” into positive is You are not so brilliant as he.
উত্তরঃ গ
৮। “He was one of the greatest leaders of our country” is an example of Superlative degree.
উত্তরঃ ক
৯। “Honorary” means অর্থ সম্মানী – No regular salary.
উত্তরঃ গ
১০। The correct passive form of “Someone has stolen his pen”.
উত্তরঃ খ
ব্যাখ্যাঃ His pen has been stolen
১১। ‘Camouflage’ means- Ans: disguise (ছদ্মবেশ ধারণ করা)
উত্তরঃ খ
১২। The title ‘graveyard poet’ is for-
উত্তরঃ ঘ)
ব্যাখ্যাঃ Thomas Gray. Elegy Written in a Country Churchyard এর কারণে তাঁকে graveyard poet বলা হয়।
১৩। ‘Pygmalion’ হলো George Bernard Shaw এর একটি Romantic Comedy বা social criticism.
উত্তরঃ খ
১৪। ‘Life is a cause with endless obstacles to hurdle’ is a quote made by (এ মুহূর্তে সঠিক জানা নেই।)
উত্তরঃ উত্তর জানা নেই।
আপনারা পড়ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান বিস্তারিত।
১৫। London and Paris cities are mentioned in ‘A Tale of Two Cities’ , a novel by Charles Dickens.
উত্তরঃ ঘ
১৬। What is the meaning of “At home”? Ans: Expert (দক্ষ)
উত্তরঃ ক
১৭। All love flower. The interrogative is- Who does not love flower?
উত্তরঃ ক
ব্যাখ্যাঃ বাক্যটি Present Indefinite tense হওয়ায় Who does not love flower? হবে।
১৮। ‘Curator’ means- Ans: A person who is in charge of a museum or a keeper or custodian of a museum or other collection.
উত্তরঃ গ
১৯। ‘I was made to laugh by him. বাক্যটি passive form এ আছে। এর Active form of হবে He made me laugh.
উত্তরঃ ক
২০। ‘Rafiq called me a liar’- the direct speech হবে Rafiq said to me, “You are a liar.”
উত্তরঃ খ
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এর কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ (বাংলা)-
[ads1]
২১. ‘সকলের তরে সকলেই আমরা প্রত্যেকে আমরা পরের তরে এর মূল অর্থ কোনটি? ক. দয়া খ. সহমর্মিতা গ. মমতাবােধ ঘ. সহনশীলতা
উত্তরঃ খ
ব্যাখ্যা: অন্যের সমস্যা, দুঃখ-কষ্টকে নিজের মনে করে সে অনুযায়ী আচরণ করাই সহমর্মিতা। পরার্থ যার অর্থ সহমর্মিতা; লাইনটি কামিনি রায় রচিত।
২২. —- ছাড়া আধুনিক জীবনযাপন অসম্ভব।
ক. গাড়ি
খ, মােবাইল গ, বিদ্যুৎ ঘ, ফ্যাশন
উত্তরঃ ঘ
২৩. সে যে কোথায় তা আমার জানা নাই’ – কোন ধরনের
বাক্য? ক, জটিল।
খ. যৌগিক গ, সরল
ঘ, খণ্ডবাক্য
উত্তর: ক
২৪. কুসংস্কারঃ শিক্ষা হলে ব্যাধিঃ —— ক, ঔষধ।
খ, পরিচ্ছন্নতা গ, চিকিত্সা। ঘ, চিকিৎসক
উত্তরঃ গ
২৫. শীকর’ শব্দের অর্থ কী?
ক. জলকণা গ. পদ্মফুল । ঘ, কোনটিই নয়
উত্তরঃ ক
আপনারা পড়ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান বিস্তারিত।
২৬. শুদ্ধ বানান কোনটি? ক. শূণ্য
খ. ত্রিভুজ গ. পূন্য।
ঘ, ভূবন।
উত্তর: খ
ব্যাখ্যা শুদ্ধরূপ: শূন্য, পুণ্য, ভুবন।
২৭. সঠিক নয় কোনটি? ক, ধরনি
খ. মূৰ্ছা গ, গুণ। ঘ, প্রানী
উত্তরঃ ঘ
ব্যাখ্যা: শুদ্ধরূপ: প্রাণি।
২৮. ‘চাঁদের হাট’ বাগধারার অর্থ কি?
ক, বন্ধুদের সমাগম খ, আত্মীয় সমাগম গ, প্রিয়জন সমাগম ঘ. গণ্যমান্যদের সমাগম
উত্তরঃ গ
২৯, কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
ক, ক্লান্তিহীন খ, অক্লান্ত গ, অক্লান্ত কর্মী ঘ. অবিশ্রাম
উত্তরঃ গ
৩০. ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ কি?
আপনারা পড়ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান বিস্তারিত।
ক. তীরে পৌঁছার ঝুঁকি খ, সঞ্চয়ের প্রবৃত্তি গ. মুমূর্ষ অবস্থা | ঘ. আসন্ন বিপদ
উত্তর: খ
৩১. রাবনের চিতা –
ক, অনিষ্টে ইষ্ট লাভ খ, চির অশান্তি গ, অরাজক দেশ ঘ, সামান্য কিছু নিয়ে ঝগড়া বাঁধানাে
উত্তরঃ খ
৩২. মধ্যপদলােপী কর্মধারয় সমাস কোনটি?
ক, সিংহ চিহ্নিত আসন খ, মহান যে পুরুষ গ, কুসুমের মত কোমল ঘ, জায়া পতি
উত্তরঃ ক
৩৩. “চাঁদমুখ” এর ব্যাসবাক্য হলাে –
ক, চাঁদ মুখের ন্যায় খ, চাঁদের মত মুখ গ, চাঁদ মুখ যার ঘ, চাঁদ রূপ মুখ
উত্তরঃ খ
৩৪, “বুদ্ধি খাটিয়ে কাজ কর” কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে শূন্য খ. কর্মে শূন্য গ. করণে দ্বিতীয়া ঘ. কর্তায় শূন্য।
উত্তরঃ ক
৩৫. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক, ক্রীতদাসের হাসি খ, জীবন ও রাজনৈতিক বাস্তবতা গ, কান্না পর্ব ঘ, প্রদোষে প্রাকৃতজন
উত্তর: খ
৩৬. “জলােচ্ছ্বাস” উপন্যাসের রচয়িতা কে?
ক. সেলিম আল দীন খ. সেলিনা হােসেন গ. জহির রায়হান ঘ. জাহানারা ইমাম
উত্তর: খ
আপনারা পড়ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান বিস্তারিত।
৩৭. “বাবা” কোন ভাষার অন্তর্গত শব্দ? ক, তৎসম
খ. তদ্ভব গ. ফারসী ঘ. তুর্কি
উত্তর: ঘ
৩৮. একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে?
ক. সুবীর সাহা। খ. সুধীন দাস গ. আলতাফ মাহমুদ ঘ. আলতাফ মামুন
উত্তর: গ
৩৯. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী?
ক. মােতাহার হােসেন খ. সৈয়দ ইসমাইল হােসেন সিরাজী গ. মীর মশাররফ হােসেন ঘ. ফররুখ আহমদ
উত্তর: গ
৪০. চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় ? ক. ১৮০০
খ. ১৮৫৭ গ. ১৯০৭ ঘ. ১৯০৯
উত্তর: গ
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এর কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ (সাধারণ জ্ঞান)-
[ads1]
৪১। ‘গ্রেট ডিপ্রেশন’ বলতে কি বুঝায়?
উত্তরঃ খ)
ব্যাখ্যাঃ গ্রেট ডিপ্রেশন হলো একটি গুরুতর বিশ্বব্যাপী অর্থনৈতিক বিষণ্ণতা যা ১৯৩০ এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম শুরু হয়েছিল।
৪২। সামরিক ভাষায় WMD অর্থ কি?
উত্তরঃ ক) Weapon of mass destruction.
৪৩। ‘সিটিবিটি’ কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ খ) পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ।
৪৪। ‘পিপিলিকা’ একটি –
উত্তরঃ গ) একটি সার্চ ইঞ্জিন (বাংলাদেশের)
৪৫। IUCN এর কাজ হলো আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) (ইংরেজি: International Union for Conservation of Nature and Natural Resources (IUCN)) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত একটি সংঘ। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংঘের প্রধান কার্যালয় সুইজারল্যান্ড রাষ্ট্রের গ্লান্ডের লেক জেনিভা অঞ্চলে। ৮৩টি রাষ্ট্র, ১০৮টি সরকারি সংস্থা, ৭৬৬টি নন-গভর্নমেন্ট অর্গ্যানাইজেশন ও বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০,০০০ বিশেষজ্ঞ ও বৈজ্ঞানিকদের নিয়ে এই সংঘ গঠিত।
উত্তরঃ ক) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
আপনারা পড়ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান বিস্তারিত।
৪৬। কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত.
উত্তরঃ ক) নাউরু দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত.
৪৭। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তরঃ খ) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
৪৮। ‘কার্টাগেনা’ প্রটোকল হচ্ছে-
উত্তরঃ খ) জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি।
৪৯। কোনটি নিরস্ত্রীকরনের সাথে সম্পৃক্ত-
উত্তরঃ ক) NATO (North Atlantic Treaty Organization)
৫০। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য ব্যবহৃত হয়-
উত্তরঃ খ) OCR
ব্যাখ্যাঃ MICR (Magnetic Ink Character Reader) হলো মুদ্রিত লেখা সরাসরি ইনপুট হিসেবে নেয়ার প্রযুক্তি যা বাংলাদেশের বেসরকারি ব্যাংকে চেক বা ডকুমেন্টের লেখা সরাসরি ইনপুট করতে এই পদ্ধতি করা হয়।
OCR (Optical Character Recognition) – মুদ্রিত বা হাতে লেখা টেক্সটকে মেশিনে রুপান্তরিত করে পড়ার যোগ্য করতে পারে।
OMR- (Optical Mark Reader) কাগজে দাগানো চিহ্ন শনাক্ত করতে পারে।
আপনারা পড়ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান বিস্তারিত।
৫১। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে-?
উত্তরঃ ক) RAM (Random Access Memory)
ব্যাখ্যাঃ প্রোগ্রাম থেকে কপি করা ডাটা এমনকি অপারেটিং সিস্টেম ও (OS) কম্পিউটার চালু করার সময় হার্ডডিস্ক থেকে অস্থায়ী মেমোরি র্যামে (Random Access Memory) জমা হয় এবং কম্পিউটার বন্ধ করলে তা মুছে যায়। অন্যদিকে ক্লিপবোর্ড হলো কোনো নির্দিষ্ট সফটওয়্যারের একটি সুবিধা যাতে ডেটা সংরক্ষিত থাকে শুধু ঐ সফটওয়্যারে তৎক্ষণাৎ ব্যবহার করার জন্য।
৫২। বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে?
উত্তরঃ ক) জাতীয় সংসদ
৫৩। দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড এর নাম কি-
উত্তরঃ ঘ) উত্তরা EPZ
৫৪। ‘জয় বাংলা’ শ্লোগান বাধ্যতামূলক-
উত্তরঃ ঘ) উপরের সবগুলি।
৫৫। BRICS এর অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি?
উত্তরঃ ঘ) দক্ষিণ কোরিয়া (Brazil, Russia, India, China and South Africa ০৫ টি দেশ (BRICS)
আপনারা পড়ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান বিস্তারিত।
৫৬। “হোয়াইট হল” কোনটি?
উত্তরঃ গ) লন্ডনে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়
৫৭। দিয়াগো মার্সিয়া হলো ভারত মহাসাগরের একটি দ্বীপ
৫৮। শরৎচন্দ্র চট্টপাধ্যায় এর ছদ্মনাম কোনটি?
উত্তরঃগ) অনিলাদেবী
ব্যাখ্যাঃ অনিলা দেবী, অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায়, অনুরূপা দেবী, পরশুরাম, শ্রীকান্ত শর্মা, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।
৫৯। ‘স্যাটেলাইট স্টেট’ – কোনটি?
উত্তরঃ বাংলাদেশ।
ব্যাখ্যাঃ স্যাটেলাইট স্টেট হল প্রতিবেশী বহৎ ও শক্তিশালী রাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবাধীন অপেক্ষাকৃত দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্র ।
৬০। ভুটানের মুদ্রার নাম ‘গুলট্রাম।
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এর কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ (গণিত)-
[ads1]
৬১। ২টি ক্রমির পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৭। সংখ্যা দুটি কি কি?
উত্তরঃ খ) ২৩, ২৪
৬২। ১২ টি কমলার ক্রয়মূল্য ৮টি কমলার বিক্রয়মূ্ল্যের সমান হলে শতকরা লাভের হার কত?
উত্তরঃ গ) ৫০%
৬৩। ত্রিভুজের দুইটি কোণের অনুপাত ২ : ৩। একটি কোণ ৭৫ ডিগ্রী হলে, অন্য দুইটি কোণের পরিমাণ কত?
উত্তরঃ খ) ৪২:৬৩
৬৪। কোন সমকোণী ত্রিভুজের কোণদ্বয়ের পার্থক্য ৬ ডিগ্রী হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
উত্তরঃ ঘ) ৪২ ডিগ্রী
৬৫। আয়নায় দেখা গেল ঘড়িতে ৯:৩০ মিনিট বাজে। প্রকৃতপক্ষে সময় কত?
উত্তরঃ ক) প্রকৃত সময় হবেঃ (২:৩০)
৬৬। ১ টেরাবাইট সমান?
উত্তরঃ ১০২৪ গিগাবাইট
৬৭। ২৫ : ১২৫ হলে ৩৬ : ?
উত্তরঃ গ) ১৮০ ব্যাখ্যাঃ ২৫*৫=১২৫ অতএব ৩৬*৫= ১৮০
৬৮। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
উত্তরঃ ঘ) ৫০৫০ n(n+1)/2.
৬৯। সিরিজের শূন্যস্থানে কোনটি বসবে? ১—২—৮—৪৮—৩৮৪–?
উত্তরঃ খ) ৩৮৪০ ব্যাখ্যাঃ ১*২=২, ২*৪=৮, ৮*৬=৪৮, ৪৮*৮=৩৮৪, ৩৮৪*১০= ৩৮৪০।
৭০। কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায অন্তর্ভুক্ত নয়?
১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮
উত্তর: ঘ) ৪৮
৭১। যদি ৬ জন ছাত্র ৬ মিনিটে ৬ পৃষ্ঠা লিখতে পারে, তবে ১ জন ছা্ত্রের ১ পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে?
উত্তর: ক) ৬
৭২। জুলাই মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৬৫ সে.মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
উত্তর: গ) ২০.১৫ সে.মি
৭৩। ৯ জন খেলোয়ারের একটি দল থেকে ৬ জন খেলোয়াড় কতভাবে নির্বাচন করা যাবে?
উত্তর: গ) ৮৪ (9c6)
৭৪। একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ৪৮ জন টেনিস খেলে, ১৪ জন ফুটবল খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?
আপনারা পড়ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান বিস্তারিত।
৭৫। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩:২। বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত?
৭৬। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত? উত্তরঃ ১২৮ মি.
৭৭। একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪০০ মিটার। এর ক্ষেত্রফল কত? উত্তরঃ .০১
৭৮। সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫ ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা হবে – উত্তরঃ ৮
৭৯। একটি সংখ্যাকে ২১ দ্বারা গুণ করলে তা ৪২০ বৃদ্ধি পায়। সংখ্যাটি কত? উত্তরঃ ২০
৮০। – ২ + (-২) – {-২(২)} – ২ এর মান কত? উত্তরঃ -৬