কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর ১০০ টি (২য় পর্ব)- চাকরির প্রস্তুতি

বাংলাদেশের যেকোন চাকরির পরীক্ষায় কম্পিউটারের উপর ১০০% কমন পাওয়ার নিশ্চয়তা নিয়ে আজ হাজির হলাম। কম্পিউটারের উপর নিচের ১০০টি প্রশ্ন অধ্যয়ন করলে আপনি ১০০% কম্পিউটার প্রশ্ন কমন পাবেন বলে আশা করি। তাই আপনাদের মাঝে চাকরির পরীক্ষায় আসার মত কম্পিউটারের প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। এখানে আপনি ১০০ টি প্রশ্নের কম্পিউটার প্রশ্ন pdf, বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন, চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন, কম্পিউটার প্রশ্ন ব্যাংক, বিগত সালের কম্পিউটার প্রশ্ন, আবার এখান থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।  কম্পিউটার প্রশ্ন ও উত্তর পাবেন এবং কম্পিউটার ভাইরাস নিয়ে প্রশ্ন, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান, আইসিটি প্রশ্ন বিসিএস, বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন pdf সংক্রান্ত প্রশ্ন ও উত্তর পাবেন। তাই শুরু করে দিন কম্পিউটার প্রশ্ন ও উত্তর নিয়ে অধ্যয়ন। তাই ফলো করুন এখানে 2nd part 100 computer question with answer for job. এখানে পাবেন বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন, চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন, কম্পিউটার প্রশ্ন ব্যাংক, বিগত সালের কম্পিউটার প্রশ্ন ইত্যাদি।

[ads1]

কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর ১০০ টি (২য় পর্ব)- চাকরির জন্য সেরা প্রস্তুতি
কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর ১০০ টি (২য় পর্ব)- চাকরির জন্য সেরা প্রস্তুতি
[ads1]

প্রথম পর্বঃ চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর ১০০ টি (প্রথম পর্ব)

তৃতীয় পর্বঃ সরকারি চাকরি পেতে ১০০ টি কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন ও উত্তর পড়ুন (৩য় পর্ব)

আলোচনার বিষয় সমূহঃ

০১১০ পর্যন্ত কম্পিউটার প্রশ্ন ও উত্তরঃ

আপনাদের সুবিধার্থে এখানে ১০১-১১০ পর্যন্ত কম্পিউটার প্রশ্ন ও উত্তর আলোচনা করছি।

[ads1]

১০১। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয় না? –দশমিক

১০২। চন্দ্রাবতী হলাে- -বাংলা ফন্টের নাম

১০৩। কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রােগ্রাম?-এক্সেল

১০৪। ডাটাবেজ অর্থ হলতথ্যবিন্যাস

১০৫। বিজয় কী বাের্ড ব্যবহার করার জন্য কী টাইপ করতে হয়? -Ctrl+Alt+B

১০৬। কম্পিউটার মাউস কে তৈরী করেন? –উইলিয়াম ইংলিস

১০৭। WWW এর জনক কে?- টিম বার্নস লি

Read More :   বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান

১০৮। কম্পিউটারের ভাষা কি প্রকৃতির হয়? –ডিজিটাল

১০৯। কার্সর (Cursor) কি? –আলােক রেখা।

১১০। উইন্ডােজ আসলে কিসের মতাে?-খােলা জানালা

১১২০ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন ও উত্তরঃ

এখানে ১১১-১২০ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন ও উত্তর উপস্থাপন করছি।

[ads1]

১১১। অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়? – ডিলিট বা ব্যাকস্পেস

১১২। কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন? –ফ্রেড কোহেন।

১১৩। ডেটা ফাইলসমুহ আক্রমণ করে কোন ভাইরাস? –ম্যাক্রো ভাইরাস

১১৪। মাউসকে ঝুলিয়ে ধরনের কিসের মতাে দেখায়? –ইদুরের মত

১১৫। ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়ােয়ন? –ফাইল মেনু

১১৬। কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে –ডাটা ইনপুট করায় ভুল হয়েছে। ১১৭৷ ইনপুট ডিভাইস কোনটি? – কিবাের্ড ১১৮। আউটপুট ডিভাইস কোনটি? –মনিটর

১১৯। সিপিইউ এর অংশ নয় কোনটি? –মেমােরি

১২০। কম্পিউটারের স্মৃতি কত প্রকার। – ২

২১-৩০ পর্যন্ত চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তরঃ

নিম্নে ১২১-১৩০ পর্যন্ত চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো।

[ads1]

১২১। কম্পিউটার প্রধানত কয় প্রকার?-

১২২। ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কোনটি? –ওয়ার্ড প্রসেসর

১২৩। ৫৩D কোন ধরনের সংখ্যা? –হেক্সাডেসিমাল।

১২৪। সংখ্যা পদ্ধিতি মােট কত প্রকার? –৪ প্রকার।

১২৫। ফাংশন কি কোন গুলি?- F1-F12

১২৬। 0-09 পর্যমত্ম Key গুলাের নাম কী?- Numeric Key

১২৭। নিচের কোনটি স্পেশাল Keyl- Space bar

১২৮। নিচের কোনটি Antivirus সফ্টওয়্যারের নাম লিখ? -Norton

১২৯। MS word-Select All এর শর্টকাট কমান্ড কি?- Ctrl+A

১৩০। LAN এর পূর্ণ নাম লিখ? – Local Area Network

৩১-৪০ পর্যন্ত কম্পিউটার প্রশ্ন ব্যাংক ও উত্তরঃ

এখানে ১৩১-১৪০ পর্যন্ত কম্পিউটার প্রশ্ন ব্যাংক ও উত্তর তুলে ধরছি।

[ads1]

১৩১। WWW এর পূর্ণ নাম লিখ?- World Wide Web

১৩২। Save কোন মেনুতে রয়েছে?- File

১৩৩। মেনুবারে কয়টি মেনু আছে। – ৯টি

১৩৪। Save এর সর্টকাট কমান্ড লিখ। – Ctrl+S

১৩৫। MS word-Symbol কোন মেনুতে আছে। – Insert

১৩৬। File অর্থ কি? –নথিপত্র

১৩৭। Data Processing কয় প্রকার?-

১৩৮। জ্জ্ব কিভাবে লিখতে হয় … – জ জ ব

১৩৯। IBM PC প্রথম বাজারে আসে…- ১৯৮১ সালে।

১৪০। মাইক্রোসফ্ট উইন্ডােজ 3.1 বাজারে আসে… – ১৯৯২ সালে

Read More :   সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান এর লিখিত পরীক্ষার ব্যাখ্যাসহ সমাধান

৪১-৫০ পর্যন্ত বিগত সালের কম্পিউটার প্রশ্ন ও উত্তরঃ

নিচে ১৪১-১৫০ পর্যন্ত বিগত সালের কম্পিউটার প্রশ্ন ও উত্তর আলোচনা করছি।

[ads1]

১৪১। Apple Computer কত সালে বাজারে আসে… – ১৯৭৬ সালে

১৪২। MS word-New document নেয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়– File

১৪৩। পুরাতন ডকুমেন্ট Open করার জন্য কোন মেনুতে। ক্লিক করতে হয় File

১৪৪। Save অর্থ কি?- সংরক্ষণ করা

১৪৫। Paragraph কোন মেনুতে রয়েছে- Format

১৪৬। MS word-Find এর শর্টকাট কমান্ড কি? -Ctrl+F

১৪৭। MS word-Document কে বড় করে দেখার জন্য – Zoom

১৪৮। M.S Excel –এ কতটি রাে আছে?-৬৫,৫৩৬টি

১৪৯। M.S Excel –এ কতটি কলাম আছে?-২৫৬টি

১৫০। M.S Excel –এ কতটি Cell আছে? –,৬৭,৭৭,২১৬টি

৫১-৬০ পর্যন্ত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কম্পিউটার প্রশ্ন উত্তরঃ

নিম্নে প্রদত্ত ১৫১-১৬০ পর্যন্ত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কম্পিউটার প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো।

[ads1]

১৫১। বেসিক ভাষা উদ্বোধন করেন?-জন কেমিনি ও টমাস কাটর্জ

১৫২। পিসি তৈরীতে আবশ্যক নয় কোনটি?- প্রিন্টার

১৫৩। সাধারণ ডাটাবেজ হলাে-একটি ফাইল বিশিষ্ট ডাটাবেজ

১৫৪। লেখালেখির জন্য ব্যবহৃত প্রােগ্রাম কোনটি? –ওয়ার্ড প্রসের্সিং

১৫৫। নােটবুক নামে পরিচিত কোনটি? –ল্যাপটপ

১৫৬। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনার যন্ত্রের নাম– MARK-1.

১৫৭। অ্যানিমেশন, গ্রাফিক্স ও সাউন্ডের সমষ্টিকে কি বলা হয়? –মাল্টিমিডিয়া।

১৫৮। ক্যাপস লক কী জন্য ব্যবহার হয়?- বড় হাতের লেখার জন্য

১৫৯। নিচের কোনটি ইংরেজী ফন্ট নয়? – চন্দ্রাবতী

১৬০। কীবাের্ডে এ্যারাে কী-এর সংখ্যা কয়টি? –৪টি।

৬১-৭০ পর্যন্ত কম্পিউটার ভাইরাস নিয়ে প্রশ্ন ও উত্তরঃ

নিম্নে ১৬১-১৭০ পর্যন্ত কম্পিউটার ভাইরাস নিয়ে প্রশ্ন ও উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

[ads1]

১৬১। কিবাের্ডে কয়টি AIt Key আছে? –

১৬২। কিবাের্ডে Windows Key কয়টি? –

১৬৩। কিবাের্ডে ESC কয়টি? –

১৬৪। কিবাের্ডে Home Key কয়টি? –

১৬৫। কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়? –মাইক্রো কম্পিউটার।

১৬৬। অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে? – পুরাে কম্পিউটার সিষ্টেম

১৬৭। কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী করে? – অ্যাপল।

১৬৮। মেইনফ্রেম কম্পিউটারের ছােট সংস্করণ কোনটি? –মিনিফ্রেম

১৬৯। এনিমেশন শব্দের অর্থ কি? জীবন্ত করা।।

১৭০। ই-ফোন কি?- ইন্টারনেট ফোন।

Read More :   বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কিত প্রশ্নোত্তর 

৭১-৮০ পর্যন্ত কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞানঃ

এখানে ১৭১-১৮০ পর্যন্ত কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান সম্পর্কে উপস্থাপ্পন করা হলো।

[ads1]

১৭১। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনা যন্ত্রের নাম-MARK-1

১৭২। মার্ক-১ এর দৈর্ঘ্য ছিল-৫১ ফুট লম্বা।

১৭৩। রাশিয়ার এ্যাবাকাশকে কী বলা হয়?- স্কোটিয়া

১৭৪। পিডিপি-৮ কোন প্রজনাের কম্পিউটার?-দ্বিতীয়

১৭৫। লাইট পেন হলাে এক ধরণের- -ইনপুট ডিভাইস।

১৭৬। কোন ডিক্স সরাসরি ফরমেট করা যায় না।- ফ্লপি ডিক্স।

১৭৭। RAM Cache কিসের অংশ বিশেষ? -RAM

১৭৮। উইন্ডোজ এনটি/২০০০ এর বিটের সংখ্যা হলাে- ৩২

১৭৯। কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়? –তৃতীয় প্রজন্ম।

১৮০। বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মে? –চতুর্থ প্রজন্মের।

৮১-৯০ পর্যন্ত আইসিটি প্রশ্ন বিসিএসঃ

এখানে ১৮১-১৯০ পর্যন্ত আইসিটি প্রশ্ন বিসিএস সম্পর্কে আলোচনা করা হলো।

১৮১। ইনপুট হিসেবে আসা তথ্যগুলাে জমা হয় কোথায়? –যামে।

১৮২। মডেম হচ্ছে- -তথ্য আদান প্রদানে যন্ত্র।

১৮৩। বাইনারী অংকের সংক্ষিপ্ত নাম হচ্ছে- -বিট।

১৮৪। একটি ফিল্ডে কতটি বর্ণ হতে পারে?-৬৪টি।

১৮৫। কোনটি কম্পিউটারের কাঁচা মাল? –তথ্য।

১৮৬। প্রথম আবিষ্কৃত ব্রাউজারের নাম কি?- মােজাইক।

১৮৬। সি ল্যাঙ্গুয়েজের জনক কে?- ডেনিস রিচি

১৮৭। সুপার কম্পিউটার কে আবিস্কার করেন? –সেয়মাের ক্রে

১৮৮। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি?- ইউনিভ্যাক-১

১৮৯। মডেমের গতি পরিমাপের একক কি?-KBPS

১৯০। সফটওয়্যার কি ধরণের শক্তি। -অদৃশ্য শক্তি।

৯১-০০ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন pdf:

এখানে ১৯১-২০০ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন pdf সম্পর্কে আলোচনা করা হলো।

১৯১। হােমপেজ কি- -একধরণের ব্যক্তিগত বিজ্ঞাপন।

১৯২। নিচের কোনটি ডাটাবেজ প্যাকেজ নয়? –জাভা।

১৯৩। ইউপিএস কত প্রকার? –২ প্রকার।

১৯৪। এইচটিএমএল একটি-প্রােগ্রাম

১৯৫। কে এইচটিএমএল ভাষার রূপদান করেন?বার্নার্স লী।

১৯৬। শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন প্রােগ্রাম? বেসিক প্রােগ্রাম।

১৯৭৷ কোন প্রােগ্রামিং ল্যাংগুয়েজ? –সি

১৯৮। ওরাকল কোন ধরনের প্রােগ্রাম? –ডাটাবেজ

১৯৯। ০ ও ১ এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কি বলে?-বিট

২০০। কম্পিউটার ইনপুট দেয়ার জন্য ব্যবহৃত যন্ত্রকে কি বলে? –ইনপুট ডিভাইস।

উপরে বর্ণিত আপনারা ১০০ টি প্রশ্নের কম্পিউটার প্রশ্ন pdf, বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন, চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন, কম্পিউটার প্রশ্ন ব্যাংক, বিগত সালের কম্পিউটার প্রশ্ন, আবার এখান থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কম্পিউটার প্রশ্ন ও উত্তর পাবেন এবং কম্পিউটার ভাইরাস নিয়ে প্রশ্ন, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান, আইসিটি প্রশ্ন বিসিএস, বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন pdf সংক্রান্ত প্রশ্ন ও উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রশ্ন ও উত্তরে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কম্পিউটার প্রশ্ন ও উত্তর পড়ার পর সবার সাথে শেয়ার করে দিন। তাই ফলো করুন এখানে 2nd part 100 computer question with answer for job. এখানে পাবেন বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন, চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন, কম্পিউটার প্রশ্ন ব্যাংক, বিগত সালের কম্পিউটার প্রশ্ন ইত্যাদি।