কম্পিউটার অপারেটর নিয়োগ প্রশ্ন ও উত্তর pdf সহ সমাধান

আপনি যদি ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন কম্পিউটার অপারেটর নিয়োগ প্রশ্ন ও উত্তর pdf সহ সমাধান সম্পর্কে তবে একদম সঠিক জায়গায় এসেছেন।  এখানে আরো পাবেন কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান পিডিএফ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন, বিগত সালের সব কম্পিউটার অপারেটর প্রশ্ন ২০২১, ২০২০ এবং ২০১৯ সহ ব্যাখ্যা, ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন ও সমাধান সহ। [ads1] কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষার প্রশ্ন, কম্পিউটার পরীক্ষার প্রশ্ন 2022 এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন ও সমাধান ২০২২ ইত্যাদি সহ। [ads1]

কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান

১. কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান এর অর্থসহ বাক্য রচনা

কম্পিউটার অপারেটোর প্রশ্ন সমাধান এর অর্থসহ বাক্য রচনা করা হলো। 

[ads1]

জগদ্দল পাথরঃ- গুরুভার- জগদ্দল পাথর কাঁধের উপর আসলে তখন দায়িত্ব বেড়ে যায়। 

সাক্ষী গােপালঃ- নিষ্ক্রিয় দর্শক- রহিমের মত সাক্ষী গােপাল থাকলে জলসা জমবেনা। 

মনি কাঞ্চন যোগঃ- উপযুক্ত মিলন- রহিমার মত বউ পেয়ে মনি কাঞ্চন যোগ মনে হচ্ছে।

চাঁদের হাটঃ- আত্নীয় সমাগম- আজ বাড়িতে চাঁদের হাট লেগেছে। 

সুখের পায়রাঃ- তোমার মত সুখের পায়রা থাকলে বিপদে আমার কোনো সমস্যা থাকবেনা।  

Read More :   সহকারী লোকোমোটিভ মাস্টার প্রশ্ন ২০২২ উত্তর সমধান সহ

২. এক কথায় প্রকাশ কম্পিউটার অপারেটোর প্রশ্ন সমাধান

এক কথায় প্রকাশ কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান দেয়া হলো। 

[ads1]

কোথাও উঁচু কোথাও নীচুঃ বন্ধুর

ক্রমাগত দুলছে এমনঃ দোদুল্যমান

গোপন করতে ইচ্ছুকঃ জগুপ্সা

মিথ্যা ধারণাঃ ভ্রান্তি

বক্রভাবে গমন করে যেঃ এর এক কথায় প্রকাশ ৩ টি হবে। যেমনঃ ভুজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম।

৩. সন্ধি বিচ্ছেদ এর কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান

সন্ধি বিচ্ছেদ এর জন্য কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান নিচে দেওয়া হল।

[ads1]

অভিজ্ঞাঃ

উপর্যুপুরিঃ উপর+ উপরি

প্ৰত্যুপকারঃ প্রতি+ উপকার

প্রত্যয়ঃ 

শ্রবণঃ শ্রো+ অন

৪. অনুচ্ছেদ রচনা করুনঃ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পদ্মা সেতুর ভূমিকা।

প্রাথমিক শিক্ষক নিয়োগ ফাইনাল সাজেশনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ১০০% কমন পাবেন

[ads1]

৫. Make sentences with the meaning কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান

Make sentences with the meaning কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান পড়ুন। [ads1]

A far cry:- a long distance: To go to America, it’s a far cry.

By no means:- in any way: I will do the work by no means.

Get rid of:- to be rescued: I want to get rid of all these hard conditions in any way.

Half a chance:- Any opportunity to do something: If I am given half a chance, I will surely complete the tasks.

In deep water:- In awkward situation: After flood, I was in deep water with my family.

Read More :   ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধিভূক্ত সরকারি ৭ কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান

৬. Fill in the blanks কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান

Fill in the blanks এর জন্য কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান নিচে প্রদান করা হল। [ads1]

(a) keep the box ——–the shelf. 

Ans: on

(b) I run——– the speed of a lion.

Ans: like

(c) He comes——- a noble family. 

Ans: from

(d) Sing a song ——Lalon Shah.

Ans: of

(e) We entered one ——–another. 

Ans: after

Read More :   সহকারী পরিচালক প্রশ্ন সমাধান ২০২২ ব্যাখ্যাসহ

৭. ইংরেজিতে অনুবাদ কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান

ইংরেজিতে অনুবাদ কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান পড়ুন। [ads1]

(ক) রিমা হাসতে হাসতে চলে গেলাে। 

> Rima went laughing.

(খ) সে সাঁতার দিয়ে নদী পার হলো।

> He crossed the river by swimming.

(গ) আমি তাকে উপহাস করিনি। 

> I did not mock him.

(ঘ) আয়কর একটি প্রত্যক্ষ কর। 

> Income tax is a direct tax.

(ঙ) তার সব চেষ্টায় ব্যর্থ হলো।

> All his efforts came to nothing. / All his efforts failed.

 ৮. কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান  Changing sentences 

কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান এর Changing sentences নিচে নির্ভুল দেওয়া হলো।

(a) We heard her song. (Passive). 

Ans: Her song was heard by us.

(b) I saw him going to market (compound)

Ans: While I was going to market, I saw him.

(c) He tried his best. (negative). 

Ans: He left no stone unturned .

(d) Move or die. (simple)

Ans: Without moving, you will die.

(e) What an excellent Idea! (Assertive)

Ans: It is an excellent idea.

Read More :   সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান ২০২৩ আপডেট

গণিতের কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান

গণিতের জন্য কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ দেওয়া হলো।

[ads1]

৯. একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩.৫ মিটার। ঘরটির উচ্চতা ৩ মিটার এবং দেওয়াগুলাে ১৫ সেমি পুরু হলে দেয়ালের আয়তন কত? 

সমাধানঃ‌

দেওয়াল বা‌দে ঘ‌রের মে‌ঝের আয়তন = (৪ *৩.৫ * ৩) = ৪২ ঘন মিটার

‌দেওয়াল সহ ঘ‌রের মে‌ঝের দৈর্ঘ্য = ৪ + (০.১৫*২) = ৪.৩০ মিটার
দেওয়াল সহ ঘ‌রের মে‌ঝের প্রস্থ = ৩.৫ + (০.১৫*২) = ৩.৮০ মিটার
অতএব, দেয়াল সহ ঘ‌রের আয়তন = (৪.৩০ * ৩.৮০ * ৩) = ৪৯.০২ ঘন মিটার।
অতএব চার দেয়া‌লের আয়তন = (৪৯.০২ – ৪২) = ৭.০২ ঘন মিটার (উত্তর)

১০. ১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিলো ৪:১। ১০ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২ঃ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

সমাধানঃ

ধরি, পিতা ও পুত্রের বর্তমান বয়স x ও y বছর।
প্রশ্নমতে,
x-১০/y-১০=৪/১
বা, x-১০= ৪০y- ৪০
বা, x=৪y-৩০………(1)
এবং x+১০/y+১০=২/১
বা, x+১০=২y+২০
বা, x=২y+১০ ……..(2)
(1) থেকে (2) নং সমীকরণ হতে পাই-
৪y-৩০=২y+১০
বা, y=৪০/২=২০
(1) নং সমীকরণে y এর মান বসিয়ে পাই- x=৮০-৩০=৫০

সুতরাং, পিতা ও পুত্রের বর্তমান বয়স ৫০ বছর ও ২০ বছর।

উত্তরঃ পিতা ও পুত্রের বর্তমান বয়স ৫০ বছর ও ২০ বছর।

১১. ৩০ জন শ্রমিক ২০ দিনে একটি রাস্তা তৈরি করতে পারে। কাজ শুরুর ১০ দিন পর রাস্তা তৈরির সরঞ্জামের অভাবে ৬ দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? [ads1]

সমাধানঃ

এখানে,
বাড়িটি তৈরি করার জন্য নির্ধারিত সময় ২০ দিন।
সময় অবশিষ্ট আছে (২০-১০-৬) দিন বা ৪ দিন।

এখন,

৩০ জন শ্রমিক ২০ দিনে তৈরি করে ১ টি বাড়ি
৩০ জন শ্রমিক ১ দিনে তৈরি করে ১/২০ টি বাড়ি
৩০ জন শ্রমিক ১০ দিনে তৈরি করে (১*১০)/২০ টি বাড়ি বা ১/২ টি বাড়ি।

অর্থাৎ ৩০ জন শ্রমিক ১ টি বাড়ির ১/২ অংশ তৈরি করে ১০ দিনে।
অতএব, বাড়িটির কাজ অবশিষ্ট আছে = (১-১/২) অংশ = ১/২ অংশ।

এখন,

একটি বাড়ির ১/২ অংশ ১০ দিনে তৈরি করে ৩০ জন শ্রমিক
একটি বাড়ির ১/২ অংশ ১ দিনে তৈরি করে (৩০*১০) জন শ্রমিক
একটি বাড়ির ১/২ অংশ ৪ দিনে তৈরি করে (৩০*১০)/৪ বা ৩০০/৪ জন শ্রমিক
= ৭৫ জন শ্রমিক

বাকি কাজ শেষ করতে লাগবে ৭৫ জন শ্রমিক। এখন আছে ৩০ জন শ্রমিক।

অতএব, অতিরিক্ত শ্রমিক লাগবে (৭৫-৩০) জন বা ৪৫ জন শ্রমিক।

উত্তর: ৪৫ জন শ্রমিক।

[কাজের পরিমাণ অপরিবর্তিত রেখে সময় কমিয়ে দিলে বেশি লোক লাগে,
কাজের পরিমাণ অপরিবর্তিত রেখে লোকসংখ্যা কমিয়ে দিলে কোনো কাজ করতে গেলে বেশি সময় লাগে,
কাজের পরিমাণ বাড়িয়ে দিয়ে লোকসংখ্যা না বাড়ালে বেশি সময় লাগে]

Read More :   অভিনব কৌশলে ১০ম বিসিএস পরীক্ষার ইংরেজির প্রশ্ন সমাধান (ব্যাখ্যাসহ)

সাধারণ জ্ঞান কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান

সাধারণ জ্ঞান কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান নিচে উপস্থাপন করলাম। [ads1]

(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ০৭ মার্চের ভাষণকে “মেমোরি অফ দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয় কোন সংগঠন?

উত্তরঃ ইউনেস্কো

(খ) মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন?

উত্তরঃ মার্টিন লুথার কিং জুনিয়র নাগরিক অধিকার আন্দোলনকারী ছিলেন । 

(গ) বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা” এর চিত্রকর কে?

উত্তরঃ কামরুল হাসান

(ঘ) চিলেকোঠার সেপাই- উপন্যাসের লেখক কে?

উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস 

(ঙ) বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?

উত্তরঃ রাষ্ট্রপতি

(চ) রুপকল্প ২০২১-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উচ্চ মাধ্যম আয়ের দেশে পরিণত হবে কোন সালে?

(ছ) ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী উপাদানের নাম কি? [ads1]

উত্তরঃ কার্বক্সিলিক এসিড

(জ) বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

উত্তরঃ ১২ অক্টোবর ১৯৭১ 

(ঝ) আইএমএফ এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ ওয়াশিংটন ডিসি

(ঞ) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তরঃ ৬ দশমিক ১৫ কি.মি.।

(ট) বাংলার প্রথম স্বাধীন সুলতান কে?

উত্তরঃ শামসুদ্দীন ইলিয়াস শাহ।

(ঠ) চতুর্দশ শতকে কোন বিদেশী পর্যটক বাংলাদেশে আসেন?

উত্তরঃ ইবনে বতুতা।

(ড) পাটের জিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?

উত্তরঃ বিজ্ঞানী মাকসুদুল আলম

(ঢ) NBR এর পূর্ণরুপ কি? 

উত্তরঃ National Board of Revenue.

(ণ) বাংলাদেশ শততম টেস্ট খেলে কোন দেশের বিপক্ষে?

উত্তরঃ শ্রীলংকা