বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আপনাদের জন্য বিগত বিভিন্ন নিয়ােগ পরীক্ষায় আসা অনেক গুলো এক কথায় প্রকাশ এর প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই এখানে আপনাদের জন্য  ১০৭৮ টি এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন  এর pdf যা চাকরির পরীক্ষা জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি  বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে এই এক কথায় প্রকাশ গুলি সংগ্রহ করে সুন্দর ভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। চলুন তবে দেখে নেওয়া যাক বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ গুলো একসাথে। আপনারা এখানে চাকরির জন্য এক কথায় প্রকাশ pdf, গুরুত্বপূর্ন এক কথায় প্রকাশ, বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ/ বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ PDF সহ ইত্যাদি পাবেন। ভাল লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। 

২০২১ সালে নিয়ােগ পরীক্ষায় আসা সবগুলাে ৫০ টি এক কথায় প্রকাশ এর প্রশ্নোত্তর 
২০২১ সালে নিয়ােগ পরীক্ষায় আসা সবগুলাে ৫০ টি এক কথায় প্রকাশ এর প্রশ্নোত্তর

এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন কাকে বলে?

এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন হলো কোনাে বাক্য বা বাক্যাংশকে একশব্দে প্রকাশ বা রুপান্তর করা। এক কথায় প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে বাক্যকে সংক্ষিপ্ত করা হয়।বাক্য সংকোচন এর মাধ্যমে বাক্যের অর্থের কোনাে পরিবর্ত বা সংকোচন হয় না, বরং অর্থ সম্পূর্ণভাবে রক্ষিত থাকে এবং আরাে আকর্ষণীয় হয়ে ওঠে।

১০৭৮ টি এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচনঃ 

১০৭৮ টি এক কথায় প্রকার এর PDF ফাইল সংগ্রহের জন্য এই পােস্টটির নিচে যেতে হবে। সেখানে সংগ্রহ ক্লিক করে সংগ্রহ করে নিন। 

৫০ টি এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচনঃ

১. অক্ষির সমীপে’ এর সংক্ষেপ রূপ হল: (টিবিএল ও এএসপি কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল টেকনােলজিস্ট (ল্যাব)

ক, সমক্ষ গ. প্রত্যক্ষ

খ. পরােক্ষ ঘ. নিরপেক্ষ

উত্তর: ক

২. এক কথায় প্রকাশ কর – “কেকল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে – কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ), অডিটর-২২)। ক) স্বার্থপর।

খ) অকৃতজ্ঞ গ) আত্মনিষ্ঠ ঘ) কোনটিই নয়

উত্তর: গ

৩. “নুপুরের ধ্বনি” জমি এক কথায় কি বলে? কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় (অফিস সহায়ক)-২১) ক. শিঞ্জন।

খ. ঝুমঝুম গ. ঝংকার ঘ. নিক্কন

উত্তর: ঘ

৪. ‘যা কখনাে নষ্ট হয় না’- এক কথায় প্রকাশ কর। মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়ােগ পরীক্ষা (অফিস সহকারী-কামকম্পিউটার অপারেটর)-২১}। ক. অনিষ্ট

খ, অবনিষ্ট গ. অবিনশ্বর ঘ. নশ্বর

উত্তর: গ

৫. সকলের জন্য প্রযােজ্য- এক কথায় প্রকাশ সঠিক কোনটি? (বিসিএস প্রশাসন একাডেমির নিয়ােগ পরীক্ষা (অফিস সহায়ক)-২১)। ক. সর্বজনীন।

খ. বরেণ্য গ. অনির্বচনীয় ঘ. শিক্ষানবিশ

উত্তর: ক

৬. মরণ পথের প্রতীক্ষা করছে যে এর এক কথায় প্রকাশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ক্যাশিয়ার/ স্টোর কিপার)-২১) ক. মূমূর্ষা

খ. মুমুর্ষা গ. মুমুর্ষা ঘ. মুমূর্ষ

উত্তরঃ ঘ উত্তর: ঘ

৭.এক কথায় প্রকাশ করুনঃ “ইন্দ্রিয়কে জয় করেছে যে’ বাংলাদেশ গ্যাস ফিল্ড পরীক্ষা (সহকারী ব্যবস্থাপক সাধারণ) 

Read More :   বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর pdf | বাংলা চাকরির প্রশ্ন | কুইজ প্রশ্নোত্তর

(ক) ইন্দ্রজিত (গ) ইন্দ্রিয়জিত (ঙ) কোনটিই নয়

(খ) জিতেস (ঘ) জিতেন্দ্রিয়

উত্তর: ঘ

৮. এক কথায় প্রকাশ করুনঃ ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা (বাংলাদেশ গ্যাস ফিল্ড পরীক্ষা (সহকারী ব্যবস্থাপক সাধারণ )-২১) (ক) সংবর্ধনা

(খ) সম্মুখগমন (গ) অগ্রগামী

(ঘ) প্রতযুদগমন (ঙ) কোনটিই নয়

উত্তর: ঘ

৯. “যে নারী প্রিয় কথা বলে- এক কথায় প্রকাশ করুন। খাদ্য অধিদপ্তর নিয়ােগ পরীক্ষা (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)-২১)। ক. প্রিয়া

খ. প্রিয়ংবদা গ. শ্রীমতি ঘ. সুহাসিনী

উত্তর: খ

১০. মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে সিদ্ধ”- এর বাক্য সংকোচন কি? (খাদ্য অধিদপ্তর নিয়ােগ পরীক্ষা (অফিস সহকারী

কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১) (ক) মেঘলা

(খ) মেঘাচ্ছন্ন। (গ) মেঘমেদুর (ঘ) মেঘস্নিগ্ধ

উত্তর: গ

১১. যে উপকারীর উপকার স্বীকার করে না’ এর এক কথায় প্রকাশ হলাে- (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক)-২১) ক. কৃতজ্ঞ

খ. অকৃতজ্ঞ গ. কৃতঘ্ন ঘ. কৃতদার

উত্তর: খ

১২. এক কথায় প্রকাশ করুন: সম্মুখে হয়ে অভ্যর্থনা’। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (সহকারী ব্যবস্থাপক)-২১) ক. সংবর্ধনা

খ. অভিনন্দন। গ. সম্মাননা ঘ. প্রত্যুদগমন।

| উত্তরঃ ঘ

১৩. “যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল” তাকে এক কথায় কী বলে? খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক)

(ক) প্রােষিতভর্তৃকা (গ) অনন্যপূর্বা

(খ) অভিসারিণী (ঘ) অন্যপূর্বা

উত্তর: ঘ।

১৪. যা বপন করা হয়েছে – এর এক কথায় প্রকাশ হলাে (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১] ক) বপিত

খ) ব্যাপ্ত গ) উপ্ত ঘ) গুপ্ত

উত্তর: গ

১৫.যিনি ন্যায় শাস্ত্রে পন্ডিত- এর এক কথায় প্রকাশ হলােঃ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (কম্পিউটার অপারেটর)-২১] ক. নৈয়ায়িক

খ. ন্যায়বান গ. নিয়ামক ঘ. ন্যায়পাল

উত্তর: ক

১৬. যে শুনেই মনে রাখতে পারে তাকে এক কথায় কী বলে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়ােগ পরীক্ষা

(জুনিয়র পরিসংখ্যান সহকার)-২১] ক) মনযােগী

খ) মেধাবী গ) শ্ৰতিধর ঘ) স্মৃতিবান

উত্তর: গ

১৭. এক কথায় প্রকাশ করাে: অল্প কথা বলে যে বাংলাদেশ টেলিভিশন (অফিস সহকারী) নিয়ােগ পরীক্ষা-২১) 

ক) কমভাষী  খ) অল্পভাষী গ) অভাষী ঘ) বাচাল।

উত্তর: খ

১৮. জয়ের জন্য যে উৎসব’- এক কথায় কী হবে? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (উচ্চমান সহকারী/ ল্যাবরেটরী সহকারী))-২১)। ক. জয়ন্তী

খ. বিজয় উৎসব গ. বিজয় জয়ন্তী ঘ. জয় জয়ন্তী

উত্তর: ক

১৯. এক কথায় প্রকাশ করুন। অক্ষির অভিমুখে- এনএসআই (সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা এবং সহকারী

প্রেগ্রামার)-২১) ক. প্রত্যক্ষ

খ. পরােক্ষ গ. সমক্ষ ঘ. চাক্ষুষ

উত্তর: ক

২০. যে বহু বিষয় জানে’- এক কথায় কী বলে? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরােড্রাম কর্মকর্তা

(এটিএমএটিসিও)/ইন্সপেক্টর (এটিসি)/অন্যান্য)-২১ ক. বহু দক্ষ

খ. সর্বজ্ঞ গ. সবজান্তা

ঘ. বহুজ্ঞানী 

সঠিক উত্তর: যে বহু বিষয় জানে = বহুদর্শী।

২১. যিনি বক্তৃতা দানে পটু’- এক কথায় কি বলে? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (মেডিকেল অফিসার /

এরােড্রোম সহকারী)-২১] । ক. বক্তা খ. বাচাল  গ. মিতভাষী ঘ. বাগ্মী

উত্তর: ঘ

২২. “অনেকের মধ্যে এক” এর এক কথায় প্রকাশ নিচের কোনটি? এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১)। ক. অন্যতম

Read More :   চাকরির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর ১০০ টি (প্রথম পর্ব)

খ. অনন্য গ. একচ্ছত্র ঘ. অসম

উত্তরঃ ক

২৩. ‘আদরের সাথে এর এক কথায় প্রকাশ নিচের কোনটি? (এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও

টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১)। ক. আদুরে

খ. সাদরে গ. আদরী ঘ. সাদরী

উত্তর: খ

২৪. “আকাশ ও পৃথিবীর অন্তরাল”এর এক কথায় প্রকাশ নিচের কোনটি? এনএসআই কম্পিউটার

টেকনিশিয়ান , রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১) ক. রােদসী

খ. পার্থিব গ. আরাধ্য ঘ. অরিন্দম

উত্তর: ব্যাখ্যা: সঠিক উত্তর – ক্রন্দসী ।।

২৫. যা চিরস্থায়ী নয়’- এর এক কথায় প্রকাশ কোনটি? কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন পদ (কর্মচারী)-২১) ক. অবিনশ্বর

খ. অস্থায়ী গ. স্থায়ী ঘ. নশ্বর

উত্তর: ঘ

২৬. যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় বলে- কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর/ ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস সহায়ক)-২১) ক. অনির্বাণ

খ. অনির্দেশ গ. অনির্বচনীয় ঘ. অনির্ণেয়

উত্তর: গ

২৭. দুইয়ের মধ্যে একটি’ এর এক কথায় প্রকাশ কি হবে? কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস

সহকারী কাম কম্পিউটার অপারেটর/ ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস সহায়ক)-২১ ক. অন্যতর

খ. অন্যতম গ. দৌবারিক ঘ. কোনটিই নয়

উত্তরঃ ক

২৮. যে নারীর স্বামী ও পুত্র নেই’ এক কথায় কি হবে? কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস

সহকারী কাম কম্পিউটার অপারেটর/ ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস সহায়ক)-২১)। ক. অনূঢ়া।

খ. কুমারী গ. নবােঢ়া ঘ. অবীরা

উত্তরঃ ঘ

২৯. যে নারীর স্বামী ও পুত্র নেই’ এক কথায় কী হবে? কারিগরি শিক্ষা অধিদপ্তর (অফিস সহকারী কাম-কম্পিউটার

মুদ্রাক্ষরিক)-২১) ক. অনূঢ়া।

খ. কুমারী গ. নবােঢ়া ঘ. অবীরা

উত্তরঃ ঘ

৩০. যে বিষয়ে কোনাে বিতর্ক নেই’ এক কথায় কী হবে? বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (চিফ এডিটর)-২১)। ক. অপরিণামদর্শী

খ. অবিমৃষ্যকারী গ. অবিসংবাদী ঘ. অকালদর্শী।

উত্তর: গ ব্যাখ্যা যে বিষয়ে কোনাে বিতর্ক নেই = অবিসংবাদী।।

ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না যে = অপরিণামদর্শী। অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে = অবিমৃষ্যকারী।

৩১. কোনাে ভাবেই যা নিবারণ করা যায় না’- এক কথায় কী হবে? (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন

(বিসিক) এর প্রমােশন অফিসার/এক্সটেনশন অফিসার/অন্যান্য পদ-২১) ক. দুর্নিবার

খ, দুর্দমনীয় গ. অদম্য ঘ. অনিবার্য

উত্তর: ঘ

৩২. শােক দূর হয়েছে যার” এর বাক্য সংকোচন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিনিয়র অফিসার)-২১) 

ক. ভীতশােক খ. শােকদূর গ. নিঃশােক ঘ. বীতশােক

উত্তর: ঘ

৩৩. ‘মেঘের ধ্বনি এর বাক্যে সংকোচন – বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে অডিটর পদে নিয়ােগ পরীক্ষা-২১ ক. জীমূতমন্দ্রা

খ. মন্ময় গ. মানকি ঘ. কোনােটাই নয়

উত্তর: ক

৩৪. বাক্য সংকোচন করুন: বুকে ভর দিয়ে চলে যে- এনএসআই (ফিল্ড অফিসার)-২১) ক. ভুগ

খ. তুরগ গ. বিহগ

ঘ. উরগ

উত্তর: ঘ

৩৫.যে শুনেই মনে রাখতে পারে – এর বাক্যসংকোচন- বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা

Read More :   জুনিয়র শিক্ষক পদের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রশ্ন সমাধান | Ministry of Defense Job Solution

অপারেটর)-২১) ক. মনযােগী

খ. মেধাবী গ. শ্রুতিধর ঘ. স্মৃতিবান

উত্তর: গ

৩৬. কনুই থেকে কজি পর্যন্ত’-এর সংক্ষেপ হলাে— মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা (অফিস

সহায়ক) নিয়ােগ পরীক্ষা-২০২১ ক. বারি

খ. টিবিয়া ফিবুলা গ. হাতাংশ ঘ. গিরিজা

উত্তর: ক

৩৭. যার দুহাত সমান চলে’ বাক্য সংকোচন কোনটি? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সহকারী

নিরাপত্তা কর্মকর্তা)-২১) ক. দোহাতি

খ. কুশাল গ. সব্যসাচী ঘ. দ্বিজ

উত্তর: গ

৩৮. “অলংকারের কংকার’র বাক্য সংকোচন কি? এনএসআই (ওয়াচার কনস্টেবল/ ফিল্ড স্টাফ)-২১) ক. কিন্নর

খ. শিঞ্জন গ. অজিন। ঘ. অঞ্জন

উত্তর: খ

৩৯. চক্ষুর সম্মুখে সংঘটিত – এ বাক্য সংকোচন কি? (এনএসআই (ওয়াচার কনস্টেবল/ ফিল্ড স্টাফ)-২১) ক. প্রত্যক্ষ

খ. পরােক্ষ গ. চাক্ষুষ ঘ. চক্ষুষ্মন

উত্তরঃ গ

৪০. ‘এক হতে আরম্ভ করে’ – এক কথায় – ঢািকা বিশ্ববিদ্যালয় (ঘ-ইউনিট)-২০-২১) ক. ক্রমান্বয়ে

খ. একাদিক্রমে গ. একাধিক্রমে

ঘ. একাধারে

উত্তর: খ

৪১. এক কথায় প্রকাশ কর: যিনি অনেক দেখেছেন – ঢিাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি পরীক্ষা (কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট)- ২১) ক. সবজান্তা

খ. বহুদর্শী গ. বহুমাত্রিক ঘ. প্রত্যক্ষদর্শী

উত্তর: খ

৪২. “যিনি বিদ্যা লাভ করেছেন। এক কথায় কী বলে? রাজশাহী বিশ্ববিদ্যালয়, অ-বিজ্ঞান (গ্রুপ-১)-২০-২১) ক. জ্ঞানী।

খ. কৃতবিদ্যা গ. কৃতবিদ্য ঘ. বিদ্বান

উত্তর: গ

৪৩. ‘নিজের দ্বারা অর্জিত’ এক কথায় হবে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, -ইউনিট (গ্রুপ-৩)-২০-২১) ক. স্বকীয়

খ. অর্জিত গ. স্বােপার্জিত

ঘ. স্বর্জিত

উত্তর: গ

৪৪. যা পূর্বে ছিল এখন নেই’- এক কথায় কি হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট-৪, অ-বাণিজ্য শখ্য (গ্রুপ-৩)

২০-২১) (ক) অভূতপূর্ব

(খ) অপূর্ব (গ) ভূতপূর্ব (ঘ) অদৃষ্টপূর্ব

উত্তর: গ

৪৫. নষ্ট হওয়ার স্বভাব যার’- এক কথায় কী হবে? – [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত ভর্তি পরীক্ষা – ইউনিট-B (মানবিক শাখা)-২১} 

ক. নষ্টস্বভাব  গ. নশ্বর খ. বিনষ্ট ঘ. অবিনশ্বর

উত্তর: গ

৪৬. পশ্চাতে জন্মেছে যে’- বাক্যটির সংকোচিত রূপ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি

পরীক্ষা (বিজ্ঞান ইউনিট)- ২১ ক. পশ্চাৎপদ

খ. অনুজ গ. ভূতপূর্ব

ঘ. অনাহত

উত্তর: খ

৪৭. ‘যিনি বিদ্যা লাভ করিয়াছে – এক কথায় কী বলে? কর্মসংস্থান ব্যাংক নিয়ােগ পরীক্ষা, সহকারী অফিসার (সাধারণ

ও ক্যাশ)-২১]। ক) কৃতবিদ্যা

খ) কৃতবিদ্য গ) কৃতবিদ্বান ঘ) কৃতবিদ্দান

উত্তরঃ খ

৪৮. যা আঘাত পায় নি। বাক্যটির এক কথায় প্রকাশ হল- (সমন্বিত ৬ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (সহকারী

প্রােগ্রামার)-২১) ক. অনাঘাত

খ. অনঘাত গ. অনাহুত ঘ. অনাহত

উত্তর: ঘ 

ব্যাখ্যাঃ যা আঘাত পায়নি- অনাহত 

যা আহত (ডাকা) হয়নি- অনাহত

৪৯.এক কথায় প্রকাশ করুন : জয়ের জন্য যে উৎসব গ্লোবাল ইসলামী ব্যাংক (প্রবেশনারী অফিসার)-২১)। ক) বিজয়জয়ন্তী

খ) জয়ন্তী গ) বিজয় উৎসব ঘ) জয়ন্তী

উত্তর: খ

৫০. ‘অক্ষিরসমীপে’- এর সংক্ষেপন হলাে- প্রবাসী কল্যাণ ব্যাংক (সিনিয়র অফিসার)-২১) a. সমক্ষ

  1. পরােক্ষ c. প্রত্যক্ষ
  2. নিরপেক্ষ 

উত্তর: ক

ব্যাখ্যা “অক্ষির সমীপে’ এর সংক্ষেপন হলাে ‘সমক্ষ’ 

  • অক্ষির অভিমুখে = প্রত্যক্ষ
  • অক্ষির অগােচরে = পরােক্ষ 
  • চক্ষুর সম্মুখে সংঘটিত = চাক্ষুষ 
  • চোখের কোণ = অপাঙ্গ

১০৭৮ টি এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন সংগ্রহ (ডাউনলোড)

১০৭৮ টি এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন সংগ্রহ করে নিন।

ডাউনলোড করুনঃ https://drive.google.com/file/d/1mp6pT3bgDBKa_Mqcscsu6zRbhwBT3orY/view?usp=sharing