বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০২১ সালের নিয়োগ বিজ্ঞপ্তি brebrteletalk job circular 2021
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে অনন্য সাধারণ ভূমিকা রাখছে। দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নাম সবার আগে উচ্চারণ করতে হয়। সারা দেশের শহর থেকে শুরু করে গ্রাম গঞ্জের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ বিদ্যুৎ সরবরাহের যে ভূমিকা রেখেছে তাঁর জন্য বাংলাদেশ সরকারের এ বিভাগটি সবার আগে প্রশংসার যোগ্য বলে মনে করছি। এ বিভাগের অসামান্য অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২১ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর জন্য বাংলাদেশের হাজারো বেকারের কাছ থেকে শূণ্য পদ পূরণের নিমিত্ত দরখাস্ত আহবান করেছে। ২০২১ সালের নিয়োগ বিজ্ঞপ্তিটি পল্লী বিদ্যুৎ বিভাগের গ্রাহকদের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রেক্ষিতে পল্লী বিদ্যুতের কাজ আরো ভালভাবে সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০২১ সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০২১ সালের নিয়োগ বিজ্ঞপ্তি brebrteletalk job circular 2021
আপনি কি নিচের চাকরিগুলো খুঁজছেন?
আসুন এক নজরে জেনে নেই যে ২০২১ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কি কি পদের জন্য ২০২১ সালে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। কিছু কিছু পদ ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোন কোন পদে ২০২১ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেমনঃ ফিল্ড গবেষণা কর্মকর্তা, লাইব্রেরীয়ান, নিরীক্ষক (অডিটর), ক্যাশিয়ার, ড্রাফটস্ম্যান, ফর্ক লিফট অপারেটর, ইকুইপমেন্ট মেকানিক, স্টীম লাইন ফিল্টার অপারেটর, প্লাম্বার, মেকানিক সহকারী (মিটার), স্টোর হেল্পার ইত্যাদি অন্যতম যা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডনিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ সালের ডিসেম্বর মাসে অভিজ্ঞ কর্মকর্তা/কর্মচারী নিয়োগ করবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের ওয়েবসাইট পাবেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর রাজস্ব খাতভূক্ত কিছু পদের জন্য বাংলদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহবান করেছে। তাই এখনই সংগ্রহ করুন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০২১ সালের নিয়োগ বিজ্ঞপ্তি brebrteletalk job circular 2021
এখন আমরা জানব কোন কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা এবং কতজন লোক নিয়োগ দিবে ২০২১ সালে।
০১। যে যে পদের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ দেওয়া হয়েছে
আপনি কি নিচের চাকরিগুলো খুঁজছেন?
ফিল্ড গবেষণা কর্মকর্তা, লাইব্রেরীয়ান, নিরীক্ষক (অডিটর), ক্যাশিয়ার, ড্রাফটস্ম্যান, ফর্ক লিফট অপারেটর, ইকুইপমেন্ট মেকানিক, স্টীম লাইন ফিল্টার অপারেটর, প্লাম্বার, মেকানিক সহকারী (মিটার), স্টোর হেল্পার
০২। কতগুলি শূণ্য পদ রয়েছে?
১১ ক্যাটাগরীতে মোট ২৪ টি শূণ্য পদ রয়েছে।
০৩। আবেদন শুরু ও শেষ তারিখ।
০৫/০১/২০২১ থেকে ২৬/০১/২০২১ খ্রিস্টাব্দ।
০৪। পদ অনুযায়ী বেতন।
ফিল্ড গবেষণা কর্মকর্তা (গ্রেড-০৯)
লাইব্রেরীয়ান (গ্রেড-১১)
নিরীক্ষক (অডিটর) (গ্রেড-১১)
ক্যাশিয়ার (গ্রেড-১৪)
ড্রাফটস্ম্যান (গ্রেড-১৫)
ফর্ক লিফট অপারেটর (গ্রেড-১৬)
ইকুইপমেন্ট মেকানিক (গ্রেড-১৬)
স্টীম লাইন ফিল্টার অপারেটর (গ্রেড-১৬)
প্লাম্বার (গ্রেড-১৬)
মেকানিক সহকারী (মিটার) (গ্রেড-১৮)
স্টোর হেল্পার (গ্রেড-২০)
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০২১ সালের নিয়োগ বিজ্ঞপ্তি brebrteletalk job circular 2021
০৫। শিক্ষাগত যোগ্যতা
পদভিত্তিক প্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রী থাকতে হবে। তবে এ কথা উল্লেখ থাকে যে শিক্ষা জীবনে সর্বনিম্ন ২য় বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনে যা ১ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তারা অগ্রাধিকার পাবেন। প্রতি পদ অনুযায়ী বিস্তারিত শিক্ষাগত যোগ্যাতা সম্পর্কে জানতে নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করুন। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে word processing/Data Entry and Typing এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটার লিখনে বাংলায় ২০ ও ইংরেজীতে ২০ শব্দের গতি থাকতে হবে এবং ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেটধারী হতে হবে।
আপনি কি নিচের চাকরিগুলো খুঁজছেন?
০৬। আবেদনকারীর বয়স।
সাধারণ প্রার্থীদের জন্য ১৮ থেকে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা প্রার্থীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ পর্যন্ত। মুক্তিযোদ্ধা/শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বয়স গ্রহণযোগ্য।
০৭। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর বিভিন্ন পদে যেভাবে আবেদন করবেন।
প্রথমে আপনাকে http://brebr.teletalk.com.bd এ যেতে হবে। এরপর নিচের ছবি দেখুন
Circular 1 এ ক্লিক করলে নিচের ছবির মত পেজ আসবে।
Apply Now তে ক্লিক করলে নিচের পেজের মত পেজ ওপেন হবে।
এখন যে পোস্টে আবেদন করতে চাচ্ছেন সেটাই ক্লিক করুন। আমি আপনাদের অডিটর পোস্টে আবেদন করা দেখাব। তাহলে Auditor এ ক্লিক করলে আবেদন ফরম বের হবে।
উপরে উল্লিখিত ফরম সঠিকভাবে পূরণ করে সবার নিচে Next এ ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে।
আপনি কি নিচের চাকরিগুলো খুঁজছেন?
- আকর্ষণীয় বেতনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । pust.ac.bd jobcircular 2021
- শতকের সেরা সার্কুলার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি (dgmsteletalk govt job circular 2021)
- দেশের জনপ্রিয় প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ pkb job circular 2021
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০২১ সালের নিয়োগ বিজ্ঞপ্তি brebrteletalk job circular 2021
Congratulations!! Application Submitted Successfully.
Your User ID: N87VK4AT, Please keep this number to pay the application fee within 2021-01-10 11:08:50[YYYY-MM-DD hrs:min:sec] from any Teletalk prepaid mobile phone by SMS.
1st – SMS Format: BREBR < space > < User ID > and send SMS to 16222
[Example : BREBR N87VK4AT]. 1st-SMS Reply: Returns a PIN (8 Digits) like 13423495
2nd – SMS Format: BREBR < space > < YES > < space > < PIN > and send SMS to 16222
[Example : BREBR YES 13423495]. 2nd-SMS Reply: Returns a USER ID & PASSWORD
আপনি কি নিচের চাকরিগুলো খুঁজছেন?
- আকর্ষণীয় বেতনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । pust.ac.bd jobcircular 2021
- শতকের সেরা সার্কুলার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি (dgmsteletalk govt job circular 2021)
- দেশের জনপ্রিয় প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ pkb job circular 2021
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BREBR<space>User ID লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। একটু অপেক্ষা করার পর পিন নাম্বারের একটা মেসেজ আসবে। সেই পিন তথন মনে রাখতে হবে। এখন আবার এভাবে টাইপ করুন।
BREBR<space>Yes <space>PIN লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিন। টাকা পরিশোধের মেসেজ আসবে একটা। সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেটা সেভ করে রাখুন।
কোন পদের জন্য কত টাকা কাটবে?
ক) ফিল্ড গবেষণা কর্মকর্তা (গ্রেড-০৯), লাইব্রেরীয়ান (গ্রেড-১১), নিরীক্ষক (অডিটর) (গ্রেড-১১) পদের জন্য মোট ২২৩/- পাঠাতে হবে।
খ) ক্যাশিয়ার (গ্রেড-১৪), ড্রাফটস্ম্যান (গ্রেড-১৫), ফর্ক লিফট অপারেটর (গ্রেড-১৬), ইকুইপমেন্ট মেকানিক (গ্রেড-১৬), স্টীম লাইন ফিল্টার অপারেটর (গ্রেড-১৬), প্লাম্বার (গ্রেড-১৬), মেকানিক সহকারী (মিটার) (গ্রেড-১৮), স্টোর হেল্পার (গ্রেড-২০) পদের মোট ১১২ টাকা পরিশোধ করতে হবে।
আপনার আবেদনের প্রক্রিয়া শেষ।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০২১ সালের নিয়োগ বিজ্ঞপ্তি brebrteletalk job circular 2021
আপনাদের অনেক ধন্যবাদ যে এতক্ষণে আপনারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০২১ সালের নিয়োগ বিজ্ঞপ্তি এ বিস্তারিত আবেদন করার প্রক্রিয়া দেখলেন। আশা করি এই আবেদনের প্রক্রিয়া দেখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আবেদন করবেন। ধন্যবাদ।
এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০২১ সালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সার সংক্ষেপ তুলে ধরা হল। এর পরেও না বুঝে থাকলে নোটিশটি সংগ্রহ করে ভালভাবে পড়ে আবেদন করুন।