অভিনব কৌশলে ১০ম বিসিএস পরীক্ষার ইংরেজির প্রশ্ন সমাধান (ব্যাখ্যাসহ)

অভিনব কৌশলে ১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজির প্রশ্ন সমাধান (ব্যাখ্যাসহ)

অভিনব কৌশলে ১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজির প্রশ্ন সমাধান
অভিনব কৌশলে ১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজির প্রশ্ন সমাধান

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত পর্বে আমরা ১০ম প্রিলিমিনারি বিসিএস পরীক্ষার বাংলা অংশের প্রশ্ন সমাধান বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ এ পর্বে থাকছে অভিনব কৌশলে ১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজির প্রশ্ন সমাধান (ব্যাখ্যাসহ) দেওয়ার ক্ষুদ্র প্রষ্টা। এখানে আমরা শুধু উত্তরগুলো বিস্তারিত আলোচনা করব। চলুন শুর করি। ইংরেজির প্রশ্নগুলো এক নজরে দেখে নিন। বাংলাদেশ বিষয়াবলীর পোস্ট সেরা টেকনিকে ১০ম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী ব্যাখ্যাসহ সমাধান গিয়ে পড়ে আসুন। 

 

বাংলা অংশের সমাধানের জন্য এখানে গিয়ে পড়ে আসুন ১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান

১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজির প্রশ্ন সমাধান

 

০১“White Elephant” একটি idiom and phrase. ইহার ইংরেজি অর্থ হলো “The thing which is very expensive/ costly or troublesome possession.” বাংলা অর্থ হলো যে জিনিসটি খুবই ব্যয়বহুল যা কষ্টকরে দখল করা যায় এমন

০২. Girl is a common noun.যে বিশেষ্য দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তুকে না বুঝিয়ে সে জাতীয় সকলকে বুঝালে Common noun বলে। অন্যদিকে, যে noun দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাকে Proper noun বলে। উল্লেখ্য যে, Proper noun শব্দগুলোর প্রথম বর্ণটি Capital Letter হয়। যেমনঃ

1. Fruit>Mango, Jackfruit, Papaya etc.

এখানে fruit হলো common noun, আর Mango, Jackfruit, Papaya হলো Proper Noun.

Read More :   গার্ড পদের প্রশ্ন সমাধান বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষা ২০২২

2. Girl>Rahima, Mina, Jamila etc.

এখানে Girl হলো common noun, আর Rahima, Mina, Jamila হলো Proper Noun.

3. Place>Dhaka, Rajshahi, Bogura, Cumilla etc.

এখানে Place হলো common noun, আর Dhaka, Rajshahi, Bogura, Cumilla হলো Proper Noun.

০৩Cattle is a collective (সমষ্টিবাচক) noun (যে noun দ্বারা সমষ্টিবাচক ব্যক্তি বা  বস্তু বুঝায় তাকে Collective noun বলে) যেমনঃ Jury, cattle, army, team, class etc.

আরো পড়ুনঃ ১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান

০৪George Orwell (১৯০৩১৯৫০) এর আসল নাম Eric Arthur Blairমূলত ব্রিটিশইন্ডিয়ান প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাংবাদিক ছিলেন। তাঁর সবচেয়ে জনপ্রিয় উপন্যাস হলো “Animal Farm”. তাঁর আরো কিছু জনপ্রিয় উপন্যাসের নাম হলো- Burmese Days (1934), A Clergyman’s Daughter (1935), Keep the Aspidistra Flying (1936), Coming Up for Air (193), Animal Farm (1945), Nineteen Eighty-Four (1949) ইত্যাদি।

০৫। মাওলানা আবুল কালাম আজাদ (১৮৮৮-১৯৫৮) ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। যিনি “Maolana Azad” নামে পরিচিত। তাঁর সবচেয়ে জনপ্রিয় বইয়ের নাম হলো “India wins freedom”. তাঁর আরো কিছু নাম কুড়ানো বইয়ের নাম হলো “Tazkirah”, “Tarjumanul”, “Ghubar-e-Khatir” ইত্যাদি।

বাংলাদেশ বিষয়াবলীর পোস্ট সেরা টেকনিকে ১০ম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী ব্যাখ্যাসহ সমাধান গিয়ে পড়ে আসুন।

০৬। “Competent-যোগ্য বা দক্ষ” শব্দটির সমার্থক শব্দ হলো “capable”. এ শব্দটির আরো সমার্থক শব্দ হলো proficient, skilled, qualified, able, accomplished, trained, expert ইত্যাদি।

Read More :   ১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান

বিপরীত শব্দ হলো incapable, incompetent, unable, unqualified. unskilled ইত্যাদি।

০৭। “jovial” (অর্থ রসিক, আমুদে, আনন্দময়ী, প্রফুল্ল) শব্দটির বিপরীত শব্দ হলো এই অপশন অনুযায়ী “Jealous”. Jolly, Gay, Happy হলো Jovial এর সমার্থক শব্দ।

০৮। “Gentle” (অর্থ ভদ্র, বিনয়ী) শব্দটির বিপরীত শব্দ হলো “Rude- (কঠোর)”। cool, benign, amiable affable ইত্যাদি শব্দগুলো সমার্থক শব্দ।

বাংলা অংশের সমাধানের জন্য এখানে গিয়ে পড়ে আসুন ১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান

০৯। কোন কিছুতে খারাপ অর্থে bad at বসে। তাই I am not bad at tennis. হবে।

১০। if একটি conditional শব্দ। ইহার তিনটি নিয়ম রয়েছে।

Rule-1: if যুক্ত বাক্যে দুটি বাক্য থাকবে। প্রথম বাক্য Present Indefinite tense হলে পরের বাক্য Future Indefinite tense হবে। যেমনঃ If I go there, he will go with me. (যদি আমি সেখানে যাই তাহলে সে যাবে আমার সাথে”।

Rule-2: প্রথম বাক্য Past Indefinite tense হলে পরের অংশ Past Conditional হবে। Past Conditional মানে Subject+ Would/could/might+ verb এর present form+ বাকী অংশ হবে।

যেমনঃ If I went there, he would go with me.

Rule-3: প্রথম বাক্য Past Perfect tense হলে পরের অংশ Perfect Conditional হবে। Perfect Conditional মানে Subject+ Would/could/might have+ verb এর past participle form+ বাকী অংশ হবে।

যেমনঃ If I went there, he would go with me.

তাই He would have come to see us if he had been able to do. এভাবে হবে। এখানে if এর দ্বিতীয় অংশ had been বা perfect tense আছে তাই বাক্যের প্রথম অংশ perfect conditional হবে।  

Read More :   বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ

১১। He had a severe attack of fever. “তার জ্বরের তীব্র আক্রমণ হয়েছিল”। আমরা জানি, রোগের তীব্রতা বুঝাতে বা আক্রমণ প্রকাশ করতে আমরা severe দিয়ে বাক্য রচনা করি।

১২। How long did you wait, _____________? (অর্থ- _____________আপনি কতক্ষণ অপেক্ষা করেছিলেন?) এ বাক্যের শুদ্ধ অপশন হলো Till he came. অর্থ- সে আসা পর্যন্ত আপনি কতক্ষণ অপেক্ষা করেছিলেন? বাক্যের প্রথম অংশ Past Indefinite tense হলে এর দ্বিতীয় অংশও হবে Past Indefinite tense.

১৩। বাক্যে “The man who said that was a fool” Relative Pronoun হিসেবে the man কে who হিসেবে গন্য হবে।

বাংলাদেশ বিষয়াবলীর পোস্টঃ সেরা টেকনিকে ১০ম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী ব্যাখ্যাসহ সমাধান গিয়ে পড়ে আসুন। 

১৪. বাক্যে each, every, one of থাকলে verb singular হয় আর noun plural হয়। তাই এ বাক্যে “Each of three boys got a prize”, each singular হয়েছে এবং boys প্লুরাল হয়েছে।

১৫। “I asked javed if he had passed” বাক্যটি direct narration থেকে indirect narration এ পরিবর্তিত হয়েছে। এর direct narration রুপ হলো “Javed, did you pass?. 

১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজির প্রশ্ন সমাধান বিষয়ে শেষ কথাঃ

আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণে সমাধান পড়লেন অভিনব কৌশলে ১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজির প্রশ্ন সমাধান (ব্যাখ্যাসহ)।এ পোস্টটি ভাল লেগে থাকলে শেয়ার করে দিন। আগামী পর্বে থাকছে সাধারণ জ্ঞানের উপর বিস্তারিত আলোচনা।