অফিস সহায়ক সাজেশন | যে সাজেশনে ৪র্থ শ্রেণির চাকরি পরীক্ষা হয়

আজ আপনাদের জন্য অফিস সহায়ক সাজেশন নিয়ে হাজির হলাম যে সাজেশনে ৪র্থ শ্রেণির চাকরি পরীক্ষা হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে অফিস সহায়ক এর পাশাপাশি অফিস সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সাঁট-মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক, সিপাই, স্টোর কিপার, উচ্চমান সহকারী, ক্যাশ সরকার ইত্যাদি পদের জন্যও এই অফিস সহায়ক সাজেশন কাজে লাগবে ইনশাআল্লাহ।
অফিস সহায়ক সাজেশন যে সাজেশনে ৪র্থ শ্রেণির চাকরি পরীক্ষা হয়
অফিস সহায়ক সাজেশন যে সাজেশনে ৪র্থ শ্রেণির চাকরি পরীক্ষা হয়
এখানে পাবেন অফিস সহায়ক সাজেশন, অফিস সহায়ক পরীক্ষার বই যেমন কি কি পড়তে হবে, অফিস সহায়ক প্রশ্ন ব্যাংক pdf আকারে, অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ২০২১, অফিস সহায়ক পরীক্ষার ফলাফল ২০২১, অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন ডিসি অফিস, সিআইডি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন, শিল্প মন্ত্রণালয় অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন,
বিগত সালের সকল অফিস সহায়ক প্রশ্ন pdf ইত্যাদি।

অফিস সহায়ক সাজেশন

০১। বঙ্গবন্ধু শেখ মিজুবুর রহমান এর উপর যাবতীয় প্রশ্নঃ

অফিস সহায়ক বা চতুর্থ শ্রেণির চাকরির পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মিজুবুর রহমান, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণ অভ্যুথান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন থাকবেই।

অফিস সহায়ক সাজেশন বাংলাঃ

০২। এক কথায় প্রকাশঃ

এক কথায় প্রকাশ থেকে মোট ০৫টি প্রশ্ন থাকবে। আবার কোনো কোনো প্রশ্নপত্রে পাঁচ এর অধিক প্রশ্ন থাকে যেখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলে।

০৩। বাগধারাঃ

বাগধারা থেকে মোট ০৫টি প্রশ্ন থাকবে। আবার কোনো কোনো প্রশ্নপত্রে পাঁচ এর অধিক প্রশ্ন থাকে যেখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলে।

০৪। ব্যাসবাক্য সহ সমাসঃ

ব্যাসবাক্য সহ সমাস থেকেও মোট ০৫টি প্রশ্ন থাকবে। আবার কোনো কোনো প্রশ্নপত্রে পাঁচ এর অধিক প্রশ্ন থাকে যেখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলে।

০৫। শুদ্ধ করে লিখুনঃ

শুদ্ধ করে লিখুন সেকশনে বিভিন্ন বানান ভুল থাকে যা শুদ্ধ করে লিখতে বলে। এখানেও মোট ০৫টি প্রশ্ন থাকবে। আবার কোনো কোনো প্রশ্নপত্রে পাঁচ এর অধিক প্রশ্ন থাকে যেখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলে।

০৬। সাহিত্য থেকে যাবতীয় প্রশ্নঃ

বাংলা সাহিত্য থেকে সাহিত্যিকের গ্রন্থের নাম লিখতে বলা হয়। যেখানে একটি বা দুইটি থাকে।

অফিস সহায়ক সাজেশন ইংরেজিঃ

০৭। Translationঃ

Translation অধ্যায় থেকে নির্দিষ্ট একটি টপিকের উপর ভিত্তি করে ৫ টার মত বাক্য থাকে অথবা প্যারাগ্রাপ আকারেও থাকে। আবার নির্দিষ্ট টপিক ছাড়াও পাঁচ এর অধিক প্রশ্ন থাকে যেখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলে

০৮। Paragraphঃ

সাম্প্রতিক বিষয়াবলী যেমন ট্রেন্ডিং টপিক এর উপর থেকে একটা প্যারাগ্রাপ লিখতে বলে যেখানে ৫ বা ১০ মার্ক থাকে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই ৫ মার্ক থাকে।

০৯। Make Sentenceঃ

Make Sentence অধ্যায়ে বিভিন্ন Idioms and Phrase থেকে বাক্য তৈরি করতে বলে।

১০। Correct the following sentencesঃ

Correction অধ্যায়টি অনেক বড়। এখানে আপনাকে Tense, voice, preposition, conjunction ইত্যাদি থেকে পড়তে হবে। তবে বেশিরভাগ প্রশ্ন Tense এর উপর ভিত্তি করেই হয়ে থাকে।

১১। Fill in the blanksঃ

শূন্যস্থান পূরণের জন্য আপনাকে ইংরেজি গ্রামার ভালভাবে পড়তে হবে। fill in the gap যেকোন জায়গা থেকে আসতে পারে। গ্রামারভিত্তিক নাও আসতে পারে।

অফিস সহায়ক সাজেশন গণিতঃ

১২। শতকরা থেকে যাবতীয় জটিল এবং সহজ অংকঃ

শতকরা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই। নবম দশম গণিত বইয়ের শতকরা অধ্যায় থেকে ১০০% কমন পাওয়া যায়।

১৩। লাভ- ক্ষতি থেকে একটি বা দুইটি অংকঃ

লাভ- ক্ষতি অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই। নবম দশম গণিত বইয়ের শতকরা অধ্যায় থেকে ১০০% কমন পাওয়া যায়।

১৪। পরিমাপ নিয়ে প্রশ্নঃ

পরিমাপ অধ্যায় থেকেও মাঝে মাঝে একটা প্রশ্ন আসতে দেখা যায়। নবম দশম শ্রেণির গণিত বইয়ের  পরিমাপ অধ্যায় থেকে ১০০% কমন পাওয়া যায়।

১৫। সাধারণ জ্ঞান (এক কথায় উত্তর) ১০টি বা ৫টি থাকতে পারেঃ

সাধারণ জ্ঞান থেকে ১০টি বা ৫টি প্রশ্ন থাকে। বিগত বছরের চাকরির প্রশ্ন থেকেই সাধারণ জ্ঞান প্রশ্ন কমন পাওয়া যায়।

অফিস সহায়ক সাজেশন ইংরেজিঃ

১৬। ইংরেজিতে পূর্ণরূপ বা Abbreviation ৪ থেকে ৫ টি থাকতে পারেঃ

ইংরেজিতে নির্দিষ্ট কিছু Abbreviation থাকে যেগুলো পড়লে ১০০% কমন পাওয়া যায়।
Read More :   অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর অফিস সহায়ক লিখিত সমাধান