গত শুক্রবারে অনুষ্ঠিত হয়েছে মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা। তাই আপনাদের জন্য এখানে এ পদের বা অফিস সহকারী প্রশ্ন সমাধান ২০২২ বিস্তারিত তুলে ধরা হলো। আসুন দেখে নেই মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী প্রশ্ন সমাধান ২০২২ সংক্রান্ত বিস্তারিত সমাধান।
মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী প্রশ্ন সমাধান ২০২২
১। অফিস সহকারী প্রশ্ন সমাধান এর ব্যাসবাক্যসহ সমাস:
এখানে ব্যাসবাক্যসহ সমাস এর অফিস সহকারী প্রশ্ন সমাধান তুলে ধরা হলো।
ক) অনুক্ষণ = ক্ষণে ক্ষণে; অব্যয়ীভাব সমাস
খ) হাতাহাতি = হাতে হাতে যে যুদ্ধ; ব্যতিহার বহুব্রীহি
গ) স্কুল পালানো = স্কুল থেকে পালানো; পঞ্চমী তৎপুরুষ সমাস (অপাদান তৎপুরুষ)
ঘ) স্মৃতিসৌধ = স্মৃতি রক্ষার্থে যে সৌধ; মধ্যপদলোপী কর্মধারয়
ঙ) অনুতাপ = অনুতে (পশ্চাতে) যে তাপ: প্রাদি সমাস
২। অফিস সহকারী প্রশ্ন সমাধান এর সন্ধি বিচ্ছেদ:
ক) স্বচ্ছন্দ = ম্ব + ছন্দ
খ) দিগ্নির্ণয় = দিক্ + নির্ণয়
গ) কুজ্ঝটিকা = কুৎ + ঝটিকা
ঘ) কিন্তু = কিম্ + তু (একইভাবে কিংবা = কিম্ + বা)
ঙ) যজ্ঞ = যজ্ + ন
৩। অফিস সহকারী প্রশ্ন সমাধান কারক ও বিভক্তি:
ক) ফুলে ফুলে ঘর ভরেছে: করণে ৭মী
খ) অন্নহীনে অন্ন দাও: সম্প্রদানে ৭মী
গ) অর্থ অনর্থ ঘটায়: কর্মে শূন্য
ঘ) নদীতে মাছ আছে: অধিকরণে ৭মী
ঙ) ঘোড়ায় গাড়ি টানে: কর্তায় ৭মী
৪। অফিস সহকারী প্রশ্ন সমাধান এর প্রত্যয় যোগে শব্দ গঠন:
ক) মানব = মনু + অ /ষ্ণ
খ) গায়ক = √গৈ + অক / ণক
গ) শুনানি = √শুন্ + আনি
ঘ) জলীয় = জ + ঈয়
ঙ) কাণ্ডারী = কর্ণধারী > কাণঢারী > কাণ্ডারি
৫। অফিস সহকারী প্রশ্ন সমাধান এর বিপরীত শব্দঃ
ক) আকুঞ্চন = প্রসারণ
খ) সচেষ্ট = নিশ্চেষ্ট
গ) সমষ্টি = ব্যষ্টি
ঘ) ভূত = ভবিষ্যৎ
ঙ) তেজী = নিস্তেজ
৬। “এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম” সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন।
৭। অফিস সহকারী প্রশ্ন সমাধান এর Fill in the blanks:
rights, justice, heavy, heart, resources, lives, survive, Bengal, fight, appear.
Bangabandhu Sheikh Mujibur Rahman started his speech with these words, “Today, I……… (appear) before you with a……. (heavy heart). You know everything and understand as well. We tried with our…… (lives). Today the people of……. (Bengal) want freedom, the people of Bengal want to…….. (survive) and the people of Bengal want to have their……(rights).
৮। অফিস সহকারী প্রশ্ন সমাধান এর Fill in the blanks with appropriate preposition:
a) Karim will come__(at) 5 p.m.
(b) The friends often bring a birthday gift __(for) the child.
c) The Olympics are held every four
years__(in) a different host city.
d) She puts her hand __(on) the glass of the window.
e) The ab amporte took place in Sreemangal __(of) Moulvibazar district.
৯। অফিস সহকারী প্রশ্ন সমাধান এর ইংরেজিতে অনুবাদঃ
ক) রহিমের ঠান্ডা লেগেছে।
Ans: Rahim has caught cold.
খ) দুই ঘন্টা যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছে।
Ans: It has been raining cats and dogs for two hours.
গ) আমি সাঁতার জানিনা।
Ans: I don’t know to swim.
ঘ) মানুষ মরণশীল।
Ans: Man is mortal.
ঙ) তুমি কি কখনো সিলেটের জাফলংয়ে গিয়েছ?
Ans: Have you ever been to Zaflong Sylhet?
১০। Write a paragraph on “Prospects of a Blue Economy in Bangladesh”.
১১। অফিস সহকারী প্রশ্ন সমাধান এর Gap Filling:
নিম্নে অফিস সহকারী প্রশ্ন সমাধান এর Fill in the blanks with appropriate articles আলোচনা করা হলো।
a)….. (The) person’s birthday is a special day.
b) Sima has a cough and….. (a) sore throat.
c) The Olympic Games is….. (the) biggest sports competition in world.
d) After Cyclone Nipa’s school
school became….. (a) shelter for…..(the) survivors.
১২। অফিস সহকারী প্রশ্ন সমাধান এর sentence Matching:
এখানে অফিস সহকারী প্রশ্ন সমাধান এর জন্য sentence Match the following sentences with the predictions below সমাধান দেওয়া হলো।
1. It’s Friday morning + (b) shops will remain open.
2. I am hack from my school + (c) I will take some rest now.
3. If you are not careful +(e) You will slip from the steep staircase.
4. On Fridays +(d) we will play with our friends.
5. The class teacher class is coming to the + (a) she will call our names.
গণিত এর অফিস সহকারী প্রশ্ন সমাধান :
এখানে অফিস সহকারী প্রশ্ন সমাধান এর গণিত সমাধান বিস্তারিত তুলে ধরা হলো।
১৩। দুইটি রাশির যোগফল ২৪০। তাদের অনুপাত ১:৩ হলে রাশি দুইটি নির্ণয় করুন। ১ম রাশির ২য় রাশির শতকরা কত?
সমাধান : রাশি দুইটির যোগফল = ২৪০
তাদের অনুপাত = ১:৩
অনুপাতের রাশি দুইটির যোগফল = ১+৩= ৪
১ম রাশি= ২৪০ এর ১/৪= ৬০
২য় রাশি= ২৪০ এর ৩/৪= ১৮০
আবার, রাশি দুইটির অনুপাত = ১:৩
১ম রাশি, ২য় রাশির = ৬০/১৮০*১০০
৩৩ % (উত্তর)
১৪। পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ ও প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত?
সমাধানঃ
পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = ( ৮০ ✘ ৬০) বর্গমিটার = ৪,৮০০ বর্গমিটার
পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য = { ৮০ – ( ৪ ✘ ২) } মিটার = ৭২ মিটার
পাড় বাদে পুকুরের প্রস্থ = { ৬০ – ( ৪ ✘ ২) } মিটার = ৫২ মিটার
পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল = (৭২ ✘ ৬২) বর্গ মিটার = ৪,৪৬৪ বর্গমিটার
তাই পাড়ের ক্ষেত্রফল = ( ৪,৮০০ – ৪,৪৬৪) বর্গমিটার = ৩৩৬ বর্গমিটার।
উত্তরঃ ৩৩৬ বর্গমিটার।
১৫। একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের ব্যাসার্ধ 4.5 সে.মি. ও উচ্চতা 6 সে.মি.। সিলিন্ডারটির বক্রপৃষ্টের ক্ষেত্রফল নির্ণয় করুন। ( π= 3.14 ধরে করুন)
সমাধানঃ
একটি সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ r= 4.5 স.মি. এবং উচ্চতা h= 6 সে.মি হলে-
বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = 2πrh
তাই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = (2*3.14*4.5*6) সে. মি.
= 169.56 বর্গ সে. মি. (উত্তর)
১৬। (4m + 2n)^3 + 3(4m +2n)² (m-2n) + 3(4m+ 2n) (m-2n)² + (m-2n)^3
সমাধানঃ
(4m + 2n)^3 + 3(4m +2n)² (m-2n) + 3(4m+ 2n) (m-2n)² + (m-2n)^3
= (4m + 2n+ m-2n)^3
= (5m)^3
= 125 m^3 ans:
সাধারণ জ্ঞান এর অফিস সহকারী প্রশ্ন সমাধান:
এখানে অফিস সহকারী প্রশ্ন সমাধান এর গণিত সমাধান বিস্তারিত তুলে ধরা হলো।
১৭। দেশে মোট মৎস্য উৎপাদন ও জিডিপিতে ইলিশের অবদান কত ভাগ?
উত্তরঃ দেশে মোট মৎস্য উৎপাদন ও জিডিপিতে ইলিশের অবদান ১২ ভাগ।
১৮। মুক্তিযুদ্ধের “বীর প্রতীক” খেতাব প্রাপ্ত দুইজন মহিলা মুক্তিযোদ্ধার নাম লিখুন।
উত্তরঃ সেতারা বেগম ও তারামন বিবি।
১৯। http ও LASER এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Hyper text markup language এবং light amplification by the stimulated emission of radiation.
২০। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলে? এর কাজ কী?
উত্তরঃ CPU (Central Processing Unit) কে কম্পিউটার এর মস্তিষ্ক বলা হয়। ইহা কম্পিউটারের সমস্ত ফাংশনকে নিয়ন্ত্রণ করে।
২১। আইয়ুব-মোনায়েম চক্র কত সালে আগরতলা মামলা দায়ের করে এবং এ মামলায় মোট জনকে আসামি করা হয়?
উত্তরঃ আইয়ুব-মোনায়েম চক্র কত সালে আগরতলা মামলা দায়ের করে ১৯৬৮ সালে এবং এ মামলায় ৩৫ জনকে আসামী করা হয়।
২২। কোন বিদেশী পত্রিকা কতসালে বঙ্গবন্ধুকে Poet of Politics উপাধি দিয়েছেন?
উত্তরঃ ৫ এপ্রিল ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের নিউজ উইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে Poet of Politics উপাধি দিয়েছেন।
২৩। কোন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়? এটি কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ আমাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয় এবং এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
২৪। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তরঃ ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ।
২৫। শ্রীলংকার মুদ্রার নাম কি? শ্রীলংকা ও ভারতের মধ্যে কোন প্রণালি অবস্থিত?
উত্তরঃ Sri Lankan rupee. শ্রীলংকা ও ভারতের মধ্যে পক প্রণালী অবস্থিত।
২৬। আগামী FIFA World Cup কখন ও কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২০২২ সালের ২১শে নভেম্বর হতে ১৮ই ডিসেম্বর পর্যন্ত কাতারের ৫টি শহরের ৮টি মাঠে অনুষ্ঠিত হবে।