অনলাইনে কিভাবে জব করা যায় | অনলাইন থেকে আয় করার সেরা গোপনীয় মাধ্যম

অনলাইনে কিভাবে জব করা ঃ অনলাইনে কিভাবে জব করা যায় হ্যালো চাকরিপ্রার্থী ভাই ও বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল একটা টিউটোরিয়াল। আর সেটা ঝলো অনলাইনে কিভাবে জব করা যায় তার উপর বিস্তারিত চুলছেড়া বিশ্লেষণ। আজকাল অফলাইনে চাকরির পাশাপাশি অনলাইনে জবের চাহিদা বেড়েছে। কারণ মানুষ এখন অনলাইন নির্ভর হয়ে পড়েছে। বিশ্ব এখন আধুনিকায়নের ফলে সারা পৃথিবীর মানুষ এখন অফিস আদালতে চাকরির পাশাপাশি অনলাইনে কিভাবে জব করা যায় তার উপর বিভিন্ন টিউটোরিয়াল খুঁজতে খুঁজতে সবাই বেহুশ হয়ে পড়ে। কিন্তু সঠিক গাইডলাইনের কারণে অনেকেই ভাল মানের অনলাইনের জব খুঁজে পায়না।
এ প্রেক্ষিতে আমরা দেখি যে অনেকেই বিভিন্ন পিটিসি সাইটে কাজ করছে। পিটিসি মানে হলো পেইড থ্রো ক্লিক- ক্লিকের বিনিময়ে টাকা দেওয়া বা নেওয়া। এটা অনেকের কাছে অনেক সহজ একটা অনলাইন জব মনে হলেও চিরস্থায়ী কোনো চাকরির বা কাজের সন্ধান হতে পারেনা। তাই আমি আজ আপনাদের জন্য অনলাইনে কিভাবে জব করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে আমার এই ব্লগে চাকরি পাবার সঠিক গাইডলাইন সম্পর্কে বেশ কিছু পোস্ট রয়েছে, সেগুলো দেখে আসতে পারেন।
অনলাইনে কিভাবে জব করা যায় অনলাইন থেকে আয় করার সেরা গোপনীয় মাধ্যম
অনলাইনে কিভাবে জব করা যায় অনলাইন থেকে আয় করার সেরা গোপনীয় মাধ্যম

অনলাইন জব কি?

অনলাইন জব হলো ইন্টারনেটে বা অনলাইনে কোন জব করা আর সেটা হোক ঘরে বসে বা অফিসে বসে। যেহেতু অফলাইনে চাকরির চাহিদা বেড়ে গেছে তাই আজকাল অনলাইনে জব করার জন্য সবাই ঝুকে পড়েছে। অন্যভাবে বলতে গেলে অনলাইন জব হলো এমন কাজ যেখানে আপনি প্রতিদিন একটি যেকোন অবস্থানে থেকে যেমন বাড়ি বা দূরবর্তী অবস্থান থেকে অনলাইন জব করতে পারেন। অনলাইনের সকল সেবাগুলির মান ভাল হওয়ার কারণে অনলাইনের জব আরো সহজ হয়ে উঠছে। আমাদের দেশের অনেক লোক লেখালেখি, কম্পিউটার প্রোগ্রামিং এবং শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে অনলাইনে জব করে।

ঘরে বসে অনলাইনে কিভাবে জব করা যায়

এটাও কি সম্ভব যে ঘরে বসে অনলাইনে কিভাবে জব করা যায়? হ্যাঁ, আজ এই ইন্টারনেটের যুগে ঘরে বসে অনলাইনে জব করা যায়। এটা সম্ভব হয়েছে ডিজিটাল যুগে প্রবেশ করার মাধ্যমে। এখন আমাদের সবার হাতে হাতে এন্ড্রয়েড বা স্মার্টফোন রয়েছে। যেকোন খবর পাওয়ার জন্য আজ আর কেউ কারো কাছে গিয়ে প্রশ্ন করেনা। এখন গুগলের কাছে যেকোন কিছু বা তথ্যবহুল প্রশ্ন করলেই সহজেই উত্তর পাওয়া যায়।
তাহলে বুঝতে হবে আমরা এখন কোন যুগে বাস করছি। এই প্রবণতা থেকেই আমাদের মনে ঠাঁই পেয়েছে যে কিভাবে অনলাইনে জব করা যায়। আজ এমন একটা সময়ের মধ্যে সামনে অগ্রসর হচ্ছি আমরা যেখানে সবার ঘরে ঘরে ল্যাপটপ, কম্পিউটার এবং স্মার্টফোন রয়েছে। শুধু অনলাইনে কাজের চাহিদা বুঝে নিজেকে সেভাবে তৈরি করতে পারলেই ঘরে বসে অনলাইনে জব করা যাবে।

অনলাইন জব কি কি?

  • ঘরে বসে মোবাইল বা অ্যাপের মাধ্যমে অনলাইন জব।
  • কিছু কিছু বিকাশে পেমেন্ট করা অনলাইন জব আছে যা মেয়েদের জন্য।
  • ছাত্র-ছাত্রীদের জন্য  অনলাইন পার্ট টাইম অনলাইন জব।
  • অনলাইনে সিপিএ মার্কেটিং জব।
  • মোবাইল বা কম্পিউটার দিয়ে  অ্যামাজন বা অন্যান্য সাইটে এফিলিয়েট মার্কেটিং।
  • সবচেয়ে সেরা গ্রাফিক্স ডিজাইন জব ।
  • ভিডিও শেয়ারিং সাইট বা ইউটিউ থেকে আয়।
  • সোশ্যাল ওয়েবসাইট ফেসবুক ইনভিডিও এর মাধ্যমে আয়।
  • যেসব সাইট বিকাশে পেমেন্ট করে সেসব সাইট থেকে ভিডিও দেখার মাধ্যমে অনলাইন জব।
  • প্লে স্টোরে অনেক এ্যাপ আছে যা থেকে টাকা আয় করা যায়।
  • অনলাইনে ইমেইল মার্কেটিং জব।
Read More :   বিমান বাহিনীর লিখিত পরীক্ষার প্রশ্ন pdf উত্তর সমধান (কমন উপযোগী)

অনলাইনে কিভাবে জব করা যায়

সবচেয়ে বিশ্বস্থ আয়ের সাইট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ  সবচেয়ে বিশ্বস্থ আয়ের সাইট প্রকাশ করেছে। নিচে সবচেয়ে বিশ্বস্থ আয়ের সাইট উল্লেখ করা হলোঃ

 

01. Upwork 19. Gigster 37. Sketchfab
02. Fiverr 20. Dribbble 38. Freepik
03. Freelancer 21. Behance 39. Awin
04. Guru 22. CloudPeeps 40. Shareasale
05. People Per Hour 23. Envato 41. Flexoffers
06. Toptal 24. Hackerone 42. MaxBounty
07. Flexjobs 25. Amazon Mechanical Turk 43. Tradedoubler
08. 99designs 26. Shutterstock 44. CJ Affiliate
09. SimplyHired 27. JAdobe Stock 45. Viglink
10. Aquent 28. JiStock 46. TTV Zoo

47.Rakuten

11. PubLoft 29. Depositphotos
12. Designhill 30. 123rf 48. ClickBank
13. Bark 31. Pond5 49. Amazon Associates
14. Golance 32. Dreamstime 50. Walmart Affiliate
15. FreeUp 33. Creative Market 51. Google AdSense
16. Hubstaff Talent 34. CanStock Photo 52. Facebook Monetization
17. SolidGigs 35. Alamy 53. YouTube Monetization
18. We Work Remotely 36. Unity Asset Store 54. App Store
55. Playstore

 

 

 

 

 

Read More :   কার্য সহকারী নিয়োগ প্রশ্ন সমাধান সহ